Tecno Spark 10 Pro Price in Bangladesh (কম বাজেটের সেরা ফোন)

স্মার্টফোনের জগতের টেকনো মোবাইল সবচেয়ে বাজেট বান্ধব হয়ে দাঁড়িয়েছে। টেকনো কোম্পানির অফারগুলির মধ্যে tecno spark 10 pro বাজারে জনপ্রিয়তার সৃষ্টি করেছে। এই ফোনের মন কাড়া সব বৈশিষ্ট্য এবং নজর কাড়ানো ডিজাইন ব্যবহারকারীদেরকে আকৃষ্ট করেছে। এই ব্লগ পোস্টে আমরা আজকে টেকনো tecno spark 10 pro বাংলাদেশে এর দাম, স্পেসিফিকেশন, বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব।

Tecno Spark 10 Pro Price in Bangladesh


অফিসিয়াল দামঃ

১৩,৯৯০ টাকা (৪/১২৮ জিবি)
১৫,৯৯০ টাকা (৮/১২৮ জিবি)

Tecno Spark 10 Pro Specifications

ModelTecno Spark 10 Pro
Release DateMarch, 2023
ColorsStarry Black/Pearl White

Fornt Camera

ফোনটির ক্যামেরা সম্পর্কে বলে শেষ করা যাবে না। এর ফোন ক্যামেরায় ব্যবহার করা হয়েছে ৩২ মেগাপিক্সেল Ultra Clear Glowing Selfie। যা দিয়ে আপনি ছবি তুললে আপনার ছবি আর এডিট করার প্রয়োজন হবে না।

Megapixels32MP Camera with Dual Flash
Video Recording
Resolution
1080p
FeaturesUltra Clear Glowing Selfie

Back Camera

ব্যাক ক্যামেরায় ব্যবহার করা হয়েছে ৫০ মেগাপিক্সেলের আলট্রা ক্লিয়ার ক্যামেরা। যা আপনাকে প্রাকৃতিক ছবি দিতে সাহায্য করবে। এই ফোনটিতে ৫০ মেগাপিক্সেলের হাই রেজুলেশন ফটোগ্রাফি সিস্টেম দেওয়া হয়েছে। বিউটির জন্য পার্সোনালাইজ বিউটিফিকেশন সিস্টেম দেওয়া হয়েছে। যাতে ফোনটি দিয়ে আপনি ছবি সুন্দরভাবে তুলতে পারবেন। সুপার নাইট এলগরিদম সিস্টেম ব্যবহার করা হয়েছে।

Megapixels50MP AI Triple Rear Camera
with Dual Flash
Video Recording
Resolution
2K (1440p@30fps)
FeaturesHigh-Resolution Photography
System

RAM & ROM

এই ফোনটিতে ১২৮ জিবি ইন্টার্নাল মেমরি ব্যবহার করা হয়েছে। এছাড়াও ৮ জিবি রেম ব্যবহার করা হয়েছে। তবে আপনি চাইলে ৪/১২৮  ক্যাটাগরির ফোনও কিনতে পারেন। দুর্দান্ত গতির গেমিং এর জন্য এই ফোনটি সবচেয়ে ভালো পারফরমেন্স দিবে। কারণ এই ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হেলিও g88 gaming processor। যা গেম খেলার সময় আপনার ফোনকে ইস্মুত রাখবে।

ChipsetMediatek Helio G88 (12 nm)
Gaming processor
RAM8 GB
ROM128 GB
ProcessorOcta-core, up to 2.0 GHz

Display

ফোনটির ডিসপ্লে সাইজ 6.8 FHD+। ফোনটিতে রয়েছে 90Hz রিফ্রেশ রেট । যার কারণে আপনার যেকোনো অ্যাপ ব্যবহারে ফোনটি বেশি smooth ভাবে কাজ করবে।

Size6.8″ FHD+
Resolution1080 x 2460 pixels
TechnologyIPS LCD touch screen
Features90Hz refresh rate

 Battery & Security

এই ফোনটির ব্যাটারির কথা বললেই নয় যা সহজে ফুরাবেই না। এই ফোনটিতে ব্যবহার করেছে 5000mAh সুপার ব্যাটারি এবং সাথে পাবেন 18W ফাস্ট চার্জার। এই ফোনের ফিঙ্গারপ্রিন্ট পাশে ব্যবহার করা হয়েছে। ফেস আনলক সাপোর্ট করে।

Battery Capacity5000mAh Super Battery
Fast Charging 18W Fast Charge
FingerprintSide Fingerprint Sensor
Face UnlockYes
SensorsFingerprint, G-Sensor, E-compass,
Ambient Light Sensor, Proximity Sensor

Network & Connectivity

ফোনটিতে 2G/3G/4G সাপোর্ট করে। কিন্তু এটিতে 5G সাপোর্ট দেওয়া হয়নি। জিপিএস সিস্টেম আছে, ওয়াইফাই সিস্টেম আছে, এফএম রেডিও, Blutooth ও OTG সাপোর্ট করে।

Network2G /3G / 4G
SIMDual Nano SIM
BluetoothYes
WiFiYes (dual-band, Wi-Fi direct, Wi-Fi hotspot)
GPSYes
FM RadioYes
USBYes, v2.0
OTGYes
USB Type CYes

Body & Operating System

Tecno Spark 10 Pro ফোনটিতে Android 13 অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে। ফোনটির ডিসপ্লেতে আপনি Punch-hole ক্যামেরা পাবেন।

StylePunch-Hole
MaterialGlass front, AG frosted glass back, plastic frame
Water ResistanceNo
Dimensions168.4 x 76.2 x 8.4 millimters
Weight208 grams

Highlights Tecno Spark 10 Pro

টেকনো স্পার্ক ১০ প্রো মোবাইলটি টেকনো কোম্পানির একটি জনপ্রিয় ফোন। এটি বাজারে আসার পরে জনগণের মধ্যে কেনার খুব আগ্রহ জেগে যায়। এর সহজলভ্য দাম এবং অত্যাধিক ফিচার দেওয়ার কারণে এটি সবার মন জয় করে নেয়। ৬.৮ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে 90Hz refresh rate থাকার কারণে যারা গেম খেলে তাদের কাছে কোনটি বেশ জনপ্রিয়। ফোনটির ডিসপ্লের উপরে Punch-Hole থাকার কারণে এবং পিছনে আইফোনের সিস্টেমের কারণে ফোনটিকে ক্রেতাকে আকৃষ্ট করে।

এছাড়াও ফোনের ক্যামেরার জন্য এটি বেশ জনপ্রিয়। ক্যামেরাতে সামনে ৩২ মেগাপিক্সেল হওয়ার কারণে এর ছবিগুলো বেশ দারুন উঠে এবং এবং পেছনে ৫০ মেগাপিক্সেলের হাই রেজুলেশনের ক্যামেরা দেওয়া হয়েছে। যাতে করে 2k রেজুলেশনের ভিডিও রেকর্ডিং করা যায়। এসব কারণে ফোনটি ইউজারদের কাছে কম দামে বেস্ট ফোন বলা যায়।

ফোনটির পারফরম্যান্স বলতে গেলে দারুন। Mediatek Helio G88 চিপসেট ব্যবহার করার ফলে ফোনটি একদমই হ্যাং করে না। গেমার দের কাছে গেমিং এক্সপেরিয়েন্স খুব ভালো। ফোনটিতে ৮ জিবি রেম ব্যবহার করা হয়েছে এবং ১২৮ জিবি স্টোরেজ ব্যবহার করা হয়েছে। যা ইউজারদের কাছে এই দামে মানানসই মনে হয়। ফোনটিতে এন্ড্রয়েড এর লেটেস্ট ভার্সন android 13 অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে। যার কারণে ইউজার এক্সপেরিয়েন্স এবং লেটেস্ট টেকনোলজি হিসেবে ফোনটি বাজারে বেশ জায়গা করে নিয়েছে।

Pros & Cons

ProsCons
Fine design, 6.8″ big Full HD+ screenNo Water Resistance
32MP fornt Camera with Dual Flash
50MP AI Triple Rear Camera
with Dual Flash
No display protection
5000mAh Super Battery
5000 mAh battery, 18W charging
Mediatek Helio G88 (12 nm)
Gaming processor

Conclusion

পরিশেষে বলতে পারি, বাজারের অন্যান্য ফোনের প্রাইস এর সাথে যদি আপনি তুলনা করেন, তাহলে এই প্রাইসের মধ্যে এটাই বেস্ট হবে। এই ফোনের ক্যামেরা আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে। ফোন ক্যামেরাতে ৩২ মেগাপিক্সেল দেওয়াতে এর ছবিগুলো ক্লিয়ার এবং ন্যাচারাল আসে। গেমিং প্রসেসর জি ৮৮ দেওয়ার ফলে ফোনটিতে স্লো বা হ্যাঙ্গিং এর কোন সমস্যাই হবে না। তারপরও আপনি কেনার আগে ভালোভাবে চেক করে নিবেন।

Related Posts