৭ম শ্রেণির গণিত ৩য় অধ্যায় সমাধান-ভগ্নাংশের গসাগু ও লসাগু

এই অধ্যায়ে ভগ্নাংশের গসাগু ও লসাগু গুণনীয়ক, সমহর ও দশমিকের মাধ্যমে করতে হবে। আজকের পোস্টে ৭ম শ্রেণির গণিত ৩য় অধ্যায়ের ভগ্নাংশের লসাগু গসাগুর সমাধান করে দিলাম।

৭ম শ্রেণির গণিত ৩য় অধ্যায় সমাধান (সবগুলো ছক)

ভগ্নাংশের লসাগু ও গসাগু নির্ণয়ের সূত্র

ভগ্নাংশের গসাগু ও লসাগু করতে হলে আগে নিচের দুটি সূত্র ভালোভাবে জানতে হবে। আমি সূত্রের দুটি নিচে দিয়ে দিয়েছি। এই সূত্র অনুযায়ী বইয়ের সবগুলো অংক করা যাবে।

ভগ্নাংশের গসাগু= লবগুলোর গসাগু/হরগুলোর লসাগু

ভগ্নাংশের লসাগু= লবগুলোর লসাগু/হরগুলোর গসাগু

ছক ৩.১

সমান খণ্ডের পরিমাণ১ টি খণ্ড মূল কাগজের কত অংশ
১/২
১/৩
১/৪
১/৫

ছক ৩.২

ভগ্নাংশ (খন্ডটি মূল কাগজের যত
অংশ)
সমান ভাঁজ সংখ্যাভাগ প্রক্রিয়াভাঁজের পর, প্রাপ্ত ভাগগুলো,
মূল কাগজের যত অংশ
১/২১/২ ÷২১/৪
১/২ ÷৩১/৬
১/২ ÷ ৪১/৮
১/২ ÷ ৫১/১০
১/২ ÷ ৬১/১২

ছক ৩.৩

ভগ্নাংশগুণনীয়ক (১০ টি)ভগ্নাংশগুণনীয়ক (১০ টি)
১/২১/২, ১/৪, ১/৬, ১/৮, ১/১০, ১/১২, ১/১৪, ১/১৬, ১/১৮, ১/২০১/৪১/৪, ১/৮, ১/১২, ১/১৬, ১/২০, ১/২৪, ১/২৮, ১/৩২, ১/৩৬, ১/৪০
২/৩২/৩, ১/৩, ২/৯ , ১/৬, ২/১৫, ১/৯, ২/২১, ১/১২, ২/২৭, ১/১৫৪/৫৪/৫, ৪/১০, ৪/১৫, ১/৫, ৪/২৫, ৪/৩০, ৪/৩৫, ১/১০, ৪/৪৫, ৪/৫০
১/৩১/৩, ১/৬, ১/৯, ১/১২, ১/১৫, ১/১৮, ১/২১, ১/২৪, ১/২৭, ১/৩০১/৫১/৫, ১/১০, ১/১৫, ১/২০, ১/২৫, ১/৩০, ১/৩৫, ১/৪০, ১/৪৫, ১/৫০
৩/৪৩/৪, ৩/৮, ১/৪, ৩/১৬, ৩/২০, ১/৮, ৩/২৮, ৩/৩২, ১/১২, ৩/৪০৩/৫৩/৫, ৩/১০, ১/৫, ৩/২০, ৩/২৫, ১/১০, ৩/৩৫, ৩/৪০, ১/১৫, ৩/৫০

ছক ৩.১১

টুকরার
উপর
লিখিত
ভগ্নাংশ
পাশাপাশি
বসানো
টুকরার
সংখ্যা
গুণ প্রক্রিয়ামূল কাগজের
যত অংশ
(লঘিষ্ঠ
আকারে)
পাশাপাশি
বসানো
টুকরার
সংখ্যা
গুণ প্রক্রিয়ামূল কাগজের
যত অংশ
(লঘিষ্ঠ
আকারে)
১/২(১/২×১)=১/২১/২(১/২×৬)=৬/২=৩
(১/২×২)=২/২=১(১/২×৭)=৭/২৭/২
(১/২×৩)=৩/২৩/২(১/২×৮)=৮/২=৪
(১/২×৪)=৪/২=২ (১/২×৯)=৯/২৯/২
(১/২×৫)=৫/২৫/২১০(১/২×১০)=১০/২=৫

ছক ৩.১২

ভগ্নাংশগুণিতক
১/২১/২, ১, ৩/২, ২, ৫/২, ৩, ৭/২, ৮, ৯/২, ৫
২/৩২/৩, ৪/৩, ২, ৮/৩, ১০/৩, ৪, ১৪/৩, ১৬/৩, ৬, ২০/৩
১/৩১/৩, ২/৩, ১, ৪/৩, ৫/৩, ২, ৭/৩, ৮/৩, ৩, ১০/৩
৩/৪৩/৪, ৩/২, ৯/৪, ৪, ১৫/৪, ৯/২, ২১/৪, ৬, ২৭/৪, ১৫/২
১/৪১/৪, ১/২, ৩/৪, ১, ৫/৪, ৩/২, ৭/৪, ২, ৯/৪, ৫/২
৪/৫৪/৫, ৮/৫, ১২/৫, ১৬/৫, ৪, ২৪/৫, ২৮/৫, ৩২/৫, ৩৬/৫, ৮
১/৫১/৫, ২/৫, ৩/৫, ৪/৫, ১, ৬/৫, ৭/৫, ৮/৫, ৯/৫, ২

অনুশীলনী

১। গুণনীয়ক নির্ণয়ের মাধ্যমে এবং সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তরের মাধ্যমে নিম্নোক্ত ভগ্নাংশগুলোর গসাগু নির্ণয় করো।

i) ১/৫, ৩/১০

গুণনীয়ক নির্ণয়ের মাধ্যমে গসাগু
Ans.
১/৫ এর গুণনীয়কগুলো হলো, ১/৫, ১/১০, ১/১৫, ১/২০, ১/২৫, ১/৩০, ১/৩৫, ১/৪০, ১/৪৫, ১/৫০

৩/১০ এর গুণনীয়কগুলো হলো, ৩/১০, ৩/২০, ১/১০, ৩/৪০, ৩/৫০, ১/২০, ৩/৭০, ৩/৮০, ১/৩০, ৩/১০০

ভগ্নাংশগুলোর সাধারন গুণনীয়ক ১/১০, ১/২০ ও ১/৩০
এর মধ্যে বড় ভগ্নাংশ ১/১০
নির্ণেয় গসাগু ১/১০

সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তরের মাধ্যমে গসাগু
১/৫, ৩/১০
ভগ্নাংশগুলোর হর ২, ৩ ও ৪ এর লসাগু ১২
সমহর করলে হবে,
১/৫=২/১০
৩/১০=৩/১০
ভগ্নাংশের গসাগু= লবগুলোর গসাগু/হরগুলোর লসাগু
এখন, ভগ্নাংশের লব ১ ও ৩ এর গসাগু=১
ভগ্নাংশের হর ১০ ও ১০ এর লসাগু=১০
নির্ণেয় গসাগু ১/১০
ii) ১/৬, ৫/৮

গুণনীয়ক নির্ণয়ের মাধ্যমে গসাগু
Ans.
১/৬ এর গুণনীয়কগুলো হলো, ১/৬, ১/১২, ১/১৮, ১/২৪, ১/৩০, ১/৩৬, ১/৪২, ১/৪৮, ১/৫৪, ১/৬০

৫/৮ এর গুণনীয়কগুলো হলো, ৫/৮, ৫/১৬, ৫/২৪, ৫/৩২, ১/৮, ৫/৪৮, ৫/৫৬, ৫/৬৪, ৫/৭২, ১/১৬ …………. ১/২৪ (১৫ পর্যন্ত ভাগ করতে হবে)

সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তরের মাধ্যমে গসাগু
১/৬, ৫/৮
ভগ্নাংশগুলোর হর ৬ ও ৮ এর লসাগু =২৪
সমহর করলে হবে,
১/৬=৮/২৪
৫/৮=১৫/২৪
ভগ্নাংশের গসাগু= লবগুলোর গসাগু/হরগুলোর লসাগু
এখন, ভগ্নাংশের লব ৮ ও ১৫ এর গসাগু=১
ভগ্নাংশের হর ২৪ ও ২৪ এর লসাগু=২৪
নির্ণেয় গসাগু ১/২৪
iii) ২/৭, ৬/৮

গুণনীয়ক নির্ণয়ের মাধ্যমে গসাগু
Ans.
২/৭ এর গুণনীয়কগুলো হলো, ২/৭, ১/৭, ২/২১, ১/১৪, ২/৩৫, ১/২১, ২/৪৯, ১/২৮, ২/৬৩, ১/৩৫

৬/৮ এর গুণনীয়কগুলো হলো, ৩/৪, ৩/৮, ১/৪, ৩/১৬, ৩/২০, ১/৮, ৩/২৮, ৩/৩২, ১/১২, ৩/৪০ …………. ১/২৮ (১৪ পর্যন্ত ভাগ করতে হবে)

সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তরের মাধ্যমে গসাগু
২/৭, ৬/৮
ভগ্নাংশগুলোর হর ৭ ও ৮ এর লসাগু =৫৬
সমহর করলে হবে,
২/৭=১৬/৫৬
৬/৮=৪২/৫৬
ভগ্নাংশের গসাগু= লবগুলোর গসাগু/হরগুলোর লসাগু
এখন, ভগ্নাংশের লব ১৬ ও ৪২ এর গসাগু=২
ভগ্নাংশের হর ৫৬ ও ৫৬ এর লসাগু=৫৬
গসাগু ২/৫৬=১/২৮
নির্ণেয় গসাগু ১/২৮
iv) ১/৭, ১/১১

গুণনীয়ক নির্ণয়ের মাধ্যমে গসাগু
Ans.
১/৭ এর গুণনীয়কগুলো হলো, ১/৭, ১/১৪, ১/২১, ১/২৮, ১/৩৫, ১/৪২, ১/৪৯, ১/৫৬, ১/৬৩, ১/৭০, ১/৭৭,

১/১১ এর গুণনীয়কগুলো হলো, ১/১১, ১/২২, ১/৩৩, ১/৪৪, ১/৫৫, ১/৬৬, ১/৭৭, ১/৮৮, ১/৯৯, ১/১১০

ভগ্নাংশগুলোর সাধারন গুণনীয়ক ১/৭৭
নির্ণেয় গসাগু ১/৭৭

সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তরের মাধ্যমে গসাগু
১/৭, ১/১১
ভগ্নাংশগুলোর হর ৭ ও ১১ এর লসাগু =৭৭
সমহর করলে হবে,
১/৭=১১/৭৭
১/১১=৭/৭৭
ভগ্নাংশের গসাগু= লবগুলোর গসাগু/হরগুলোর লসাগু
এখন, ভগ্নাংশের লব ১১ ও ৭ এর গসাগু=১
ভগ্নাংশের হর ৭৭ ও ৭৭ এর লসাগু=৭৭
নির্ণেয় গসাগু ১/৭৭
v) ১/২, ১/৩ ও ১/৪

গুণনীয়ক নির্ণয়ের মাধ্যমে গসাগু
Ans.
১/২ এর গুণনীয়কগুলো হলো, ১/২, ১/৪, ১/৬, ১/৮, ১/১০, ১/১২, ১/১৪, ১/১৬, ১/১৮, ১/২০, ১/২২, ১/২৪

১/৩ এর গুণনীয়কগুলো হলো, ১/৩, ১/৬, ১/৯, ১/১২, ১/১৫, ১/১৮, ১/২১, ১/২৪, ১/২৭, ১/৩০

১/৪ এর গুণনীয়কগুলো হলো, ১/৪, ১/৮, ১/১২, ১/১৬, ১/২০, ১/২৪, ১/২৮, ১/৩২, ১/৩৬, ১/৪০

ভগ্নাংশগুলোর সাধারন গুণনীয়ক ১/১২ ও ১/২৪
এর মধ্যে বড় ভগ্নাংশ ১/১২
নির্ণেয় গসাগু ১/১২

সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তরের মাধ্যমে গসাগু
১/২, ১/৩ ও ১/৪
ভগ্নাংশ তিনটির হর ২, ৩ ও ৪ এর লসাগু ১২
সমহর করলে হবে,
১/২=৬/১২
১/৩=৪/১২
১/৪=৩/১২
ভগ্নাংশের গসাগু= লবগুলোর গসাগু/হরগুলোর লসাগু
এখন, ভগ্নাংশের লব ৬, ৪ ও ৩ এর গসাগু=১
ভগ্নাংশের হর ১২, ১২ ও ১২ এর লসাগু=১২
নির্ণেয় গসাগু ১/১২
vi) ১/৫, ৩/১০ ও ৭/১৫

গুণনীয়ক নির্ণয়ের মাধ্যমে গসাগু
Ans.
১/৫ এর গুণনীয়কগুলো হলো, ১/৫, ১/১০, ১/১৫, ১/২০, ১/২৫, ১/৩০, ১/৩৫, ১/৪০, ১/৪৫, ১/৫০

৩/১০ এর গুণনীয়কগুলো হলো, ৩/১০, ৩/২০, ১/১০, ৩/৪০, ৩/৫০, ১/২০, ৩/৭০, ৩/৮০, ১/৩০, ৩/১০০

৭/১৫ এর গুণনীয়কগুলো হলো, ৭/১৫, ৭/৩০, ৭/৪৫, ৭/৬০, ৭/৭৫, ৭/৯০, ১/১৫, ৭/১২০, ৭/১৩৫, ৭/১৫০…………. ১/৩০(১৪ পর্যন্ত ভাগ করতে হবে)

ভগ্নাংশগুলোর সাধারন গুণনীয়ক ১/৩০
এর মধ্যে বড় ভগ্নাংশ ১/৩০
নির্ণেয় গসাগু ১/৩০

সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তরের মাধ্যমে গসাগু
১/৫, ৩/১০ ও ৭/১৫
ভগ্নাংশগুলোর হর ৫, ১০ ও ১৫ এর লসাগু =৩০
সমহর করলে হবে,
১/৫=৬/৩০
৩/১০=৯/৩০
৭/১৫=১৪/৩০
ভগ্নাংশের গসাগু= লবগুলোর গসাগু/হরগুলোর লসাগু
এখন, ভগ্নাংশের লব ৬, ৯ ও ১৪ এর গসাগু=১
ভগ্নাংশের হর ৩০ ও ৩০ এর লসাগু=৩০
নির্ণেয় গসাগু ১/৩০

৪) গুনিতক নির্ণয়ের মাধ্যমে এবং সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তরের মাধ্যমে নিম্নোক্ত ভগ্নাংশগুলোর লসাগু নির্ণয় করো।

i) ১/৫, ৩/১০

গুণনীয়ক নির্ণয়ের মাধ্যমে লসাগু
Ans.
১/৫ এর গুনিতকগুলো হলো, ১/৫, ২/৫, ৩/৫, ৪/৫, ১, ৬/৫, ৭/৫, ৮/৫, ৯/৫, ২

৩/১০ এর গুনিতকগুলো হলো, ৩/১০, ৩/৫, ৯/১০, ৬/৫, ৩/২, ৯/৫, ২১/১০, ১২/৫, ২৭/১০, ৩

সবচেয়ে ছোট বা লঘিষ্ঠ সাধারন গুণিতক হলো ৩/৫
নির্ণেয় লসাগু ৩/৫

সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তরের মাধ্যমে লসাগু
১/৫, ৩/১০
ভগ্নাংশগুলোর হর ৫ ও ১০ এর লসাগু =১০
সমহর করলে হবে,
১/৫=২/১০
৩/১০=৩/১০
ভগ্নাংশের লসাগু= লবগুলোর লসাগু/হরগুলোর গসাগু
এখন, ভগ্নাংশের লব ২ ও ৩ এর লসাগু=৬
ভগ্নাংশের হর ১০ ও ১০ এর গসাগু=১০
লসাগু=৬/১০=৩/৫
নির্ণেয় লসাগু ৩/৫
ii) ১/৬, ৫/৮
গুণনীয়ক নির্ণয়ের মাধ্যমে লসাগু
Ans.
১/৬ এর গুনিতকগুলো হলো, ১/৬, ১/৩, ১/২, ২/৩, ৫/৬, ১, ৭/৬, ৪/৩, ৩/২, ৫/৩……………৫/২ (১৫ পর্যন্ত গুন করতে হবে)

৫/৮ এর গুনিতকগুলো হলো, ৫/৮, ৫/৪, ১৫/৮, ৫/২, ২৫/৮, ১৫/৪, ৩৫/৮, ৫, ৪৫/৮, ২৫/৪

সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তরের মাধ্যমে লসাগু
১/৬, ৫/৮
ভগ্নাংশগুলোর হর ৬ ও ৮ এর লসাগু =২৪
সমহর করলে হবে,
১/৬=৪/২৪
৫/৮=১৫/২৪
ভগ্নাংশের লসাগু= লবগুলোর লসাগু/হরগুলোর গসাগু
এখন, ভগ্নাংশের লব ৪ ও ১৫ এর লসাগু=৬০
ভগ্নাংশের হর ২৪ ও ২৪ এর গসাগু=২৪
লসাগু=৬০/২৪=৫/২
নির্ণেয় লসাগু ৫/২
iii) ২/৭, ৬/৮
গুণনীয়ক নির্ণয়ের মাধ্যমে লসাগু
Ans.
২/৭ এর গুনিতকগুলো হলো, ২/৭, ৪/৭, ৬/৭, ৮/৭, ১০/৭, ১২/৭, ২, ১৬/৭, ১৮/৭, ২০/৭ …………..৬ (২১ পর্যন্ত গুন করতে হবে)

৬/৮ এর গুনিতকগুলো হলো, ৩/৪, ৩/২, ৯/৪, ৩, ১৫/৪, ৯/২, ২১/৪, ৬, ২৭/৪, ১৫/২

সবচেয়ে ছোট বা লঘিষ্ঠ সাধারন গুণিতক হলো ৬
নির্ণেয় লসাগু ৬ ।

সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তরের মাধ্যমে লসাগু
২/৭, ৬/৮
ভগ্নাংশগুলোর হর ৭ ও ৮ এর লসাগু =৫৬
সমহর করলে হবে,
২/৭=১৬/৫৬
৬/৮=৪২/৫৬
ভগ্নাংশের লসাগু= লবগুলোর লসাগু/হরগুলোর গসাগু
এখন, ভগ্নাংশের লব ১৬ ও ৪২ এর লসাগু=৩৩৬
ভগ্নাংশের হর ৫৬ ও ৫৬ এর গসাগু=৫৬
লসাগু=৩৩৬/৫৬=৬
নির্ণেয় লসাগু ৬
iv) ১/৭, ১/১১
গুণনীয়ক নির্ণয়ের মাধ্যমে লসাগু
Ans.
১/৭ এর গুনিতকগুলো হলো, ১/৭, ২/৭, ৩/৭, ৪/৭, ৫/৭, ৬/৭, ১, ৮/৭, ৯/৭, ১০/৭

১/১১ এর গুনিতকগুলো হলো, ১/১১, ২/১১, ৩/১১, ৪/১১, ৫/১১, ৬/১১, ৭/১১, ৮/১১, ৯/১১, ১০/১১, ১

সবচেয়ে ছোট বা লঘিষ্ঠ সাধারন গুণিতক হলো ১ ।
নির্ণেয় লসাগু ১ ।

সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তরের মাধ্যমে লসাগু
১/৭, ১/১১
ভগ্নাংশগুলোর হর ৭ ও ১১ এর লসাগু =৭৭
সমহর করলে হবে,
১/৭=১১/৭৭
১/১১=৭/৭৭
ভগ্নাংশের লসাগু= লবগুলোর লসাগু/হরগুলোর গসাগু
এখন, ভগ্নাংশের লব ১১ ও ৭ এর লসাগু=৭৭
ভগ্নাংশের হর ৭৭ ও ৭৭ এর গসাগু=৭৭
লসাগু=৭৭/৭৭=১
নির্ণেয় লসাগু ১
v) ১/২, ১/৩, ১/৪
গুণনীয়ক নির্ণয়ের মাধ্যমে লসাগু
Ans.
১/২ এর গুনিতকগুলো হলো, ১/২, ১, ৩/২, ২, ৫/২, ৩, ৭/২, ৮, ৯/২, ৫

১/৩ এর গুনিতকগুলো হলো, ১/৩, ২/৩, ১, ৪/৩, ৫/৩, ২, ৭/৩, ৮/৩, ৩, ১০/৩

১/৪ এর গুনিতকগুলো হলো, ১/৪, ১/২, ৩/৪, ১, ৫/৪, ৩/২, ৭/৪, ২, ৯/৪, ৫/২

সবচেয়ে ছোট বা লঘিষ্ঠ সাধারন গুণিতক হলো ১ ।
নির্ণেয় লসাগু ১ ।

সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তরের মাধ্যমে লসাগু
১/২, ১/৩, ১/৪
ভগ্নাংশগুলোর হর ৫ ও ১০ এর লসাগু =১২
সমহর করলে হবে,
১/২=৬/১২
১/৩=৪/১২
১/৪=৩/১২
ভগ্নাংশের লসাগু= লবগুলোর লসাগু/হরগুলোর গসাগু
এখন, ভগ্নাংশের লব ৬, ৪ ও ৩ এর লসাগু=১২
ভগ্নাংশের হর ১২, ১২ ও ১২ এর গসাগু=১২
লসাগু=১২/১২=১
নির্ণেয় লসাগু ১
vi) ১/৫, ৩/১০, ৭/১৫
গুণনীয়ক নির্ণয়ের মাধ্যমে লসাগু
Ans.
১/৫ এর গুনিতকগুলো হলো, ১/৫, ২/৫, ৩/৫, ৪/৫, ১, ৬/৫, ৭/৫, ৮/৫, ৯/৫, ২ …………. ২১/৫ (২১ পর্যন্ত গুন করতে হবে)

৩/১০ এর গুনিতকগুলো হলো, ৩/১০, ৩/৫, ৯/১০, ৬/৫, ৩/২, ৯/৫, ২১/১০, ১২/৫, ২৭/১০, ৩ …………. ২১/৫ (১৪ পর্যন্ত গুন করতে হবে)

৭/১৫ এর গুনিতকগুলো হলো, ৭/১৫, ১৪/১৫, ৭/৫, ২৮/৫, ৭/৩, ১৪/৫, ৪৯/১৫, ৫৬/১৫, ২১/৫,১৪/৩

সবচেয়ে ছোট বা লঘিষ্ঠ সাধারন গুণিতক হলো ২১/৫ ।
নির্ণেয় লসাগু ২১/৫ ।

সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তরের মাধ্যমে লসাগু
১/৫, ৩/১০, ৭/১৫
ভগ্নাংশগুলোর হর ১, ১০ ও ১৫ এর লসাগু =৩০
সমহর করলে হবে,
১/৫=৬/৩০
৩/১০=৯/৩০
৭/১৫=১৪/৩০
ভগ্নাংশের লসাগু= লবগুলোর লসাগু/হরগুলোর গসাগু
এখন, ভগ্নাংশের লব ৬, ৯ ও ১৪ এর লসাগু=১২৬
ভগ্নাংশের হর ৩০, ৩০ ও ৩০ এর গসাগু=৩০
লসাগু=১২৬/৩০=২১/৫
নির্ণেয় লসাগু ২১/৫

৭) নিচের দশমিক ভগ্নাংশগুলোর লসাগু নির্ণয় কর।

১) ০.২ ও ০.৩
Ans.
০.২ ও ০.৩ কে ১০ দিয়ে গুণ করে পাই,
০.২ x ১০ = ২
এবং ০.৩ x ১০ = ৩
এখন, ২ ও ৩ এর লসাগু = ৬
অতএব, ০.২ ও ০.৩ এর লসাগু ৬/১০=০.৬
নির্ণেয় লসাগু ০.৬
২) ১ ও ০.৫
Ans.
১ ও ০.৫ কে ১০ দিয়ে গুণ করে পাই,
১ x ১০ = ১০
এবং ০.৫ x ১০ = ৫
এখন, ৫ ও ১০ এর লসাগু = ১০
অতএব, ০.৫ ও ১ এর লসাগু=১০/১০=১
নির্ণেয় লসাগু ১
৩) ৩ ও ১.২৫
Ans.
 ৩ ও ১.২৫ কে ১০০ দিয়ে গুণ করে পাই,
৩ x ১০০ = ৩০০
এবং ১,২৫ x ১০০ = ১২৫
এখন, ৩০০ ও ১২৫ এর লসাগু = ১৫০০
অতএব, ৩ ও ১.২৫ এর লসাগু =১৫০০/১০০=১৫
নির্ণেয় লসাগু ১৫
৪) ০.২ ও ০.০০৪
Ans.
০.২ ও ০.০০৪ কে ১০০০ দিয়ে গুণ করে পাই,
০.২ x ১০০০ = ২০০
এবং ০.০০৪ x ১০০০ = ৪
এখন, ২০০ ও ৪ এর লসাগু = ২০০
অতএব, ০.২ ও ০.০০৪ এর লসাগু=২০০/১০০০=০.২
নির্ণেয় লসাগু ০.২
৫) ১.২ ও ০.১৮
Ans.
১.২ ও ০.১৮ কে ১০০ দিয়ে গুণ করে পাই,
১.২ x ১০০ = ১২০
এবং ১৮ x ১০০ = ১৮
এখন, ১৮ ও ১২০ এর লসাগু = ৩৬০
অতএব, ১.২ ও ০.১৮ এর লসাগু=৩৬০/১০০
নির্ণেয় লসাগু ৩.৬
৬) ০.২, ০.৩ ও ০.৪
Ans.
০.২, ০.৩ ও ০.৪ কে ১০ দিয়ে গুণ করে পাই,
০.২ x ১০= ২
০.৩ x ১০= ৩
০.৪ x ১০=৪
এখন, ২, ৩ ও ৪ এর লসাগু = ১২
অতএব, ০.২, ০.৩ ও ০.৪ এর লসাগু=১২/১০
নির্ণেয় লসাগু ১.২

৭) নিচের দশমিক ভগ্নাংশগুলোর গসাগু নির্ণয় কর।

১) ০.২ ও ০.৩
Ans.
০.২ এবং ০.৩ কে ১০ দিয়ে গুণ করে
পাই,
০.২ x ১০ = ২
এবং ০.৩ x ১০ = ৩
এখন, ২ ও ৩ এর গসাগু হলো ১
অতএব, ০.২ ও ০.৩ এর গসাগু =১/১০=০.১
২) ১ ও ০.৫
Ans.
১ এবং ০.৫ কে ১০ দিয়ে গুণ করে পাই,
১ x ১০ = ১০
এবং ০.৫ x ১০ = ৫
এখন ৫ ও ১০ এর গসাগু হলো ৫
অতএব, ১ ও ০.৫ এর গসাগু = ৫/১০=০.৫
৩) ৩ ও ১.২৫
Ans.
৩ এবং ১.২৫ কে ১০০ দিয়ে গুণ করে পাই,
৩ x ১০০ = ৩০০
এবং ১.২৫ = ১২৫
এখন, ১২৫ ও ৩০০ এর গসাগু হলো ২৫
অতএব, ৩ ও ১.২৫ এর গসাগু =২৫/১০০=০.২৫
৪) ০.২ ও ০.০০৪
Ans.
০.২ এবং ০.০০৪ কে ১০০০ দিয়ে গুণ করে পাই
০.২ x ১০০০ = ২০০
এবং ০.০০৪ x ১০০০ = ৪
এখন, ৪ ও ২০০ এর গসাগু হলো ৪
অতএব, ০.২ ও ০.০০৪ এর গসাগু=৪/১০০০=০.০০৪
৫) ০.২, ০.৩ ও ০.৪
Ans.
০.২, ০.৩ এবং ০.৪ কে ১০ দিয়ে গুণ করে পাই,
০.২ x ১০ = ২
০.৩ x ১০ = ৩
এবং ০.৪ x ১০ = ৪
এখন, ২, ৪ ও ৪ এর গসাগু হলো ১
অতএব, ০.২, ০.৩ ও ০.৪ এর গসাগু=১/১০=০.১

Related Posts