এই অধ্যায়ে ভগ্নাংশের গসাগু ও লসাগু গুণনীয়ক, সমহর ও দশমিকের মাধ্যমে করতে হবে। আজকের পোস্টে ৭ম শ্রেণির গণিত ৩য় অধ্যায়ের ভগ্নাংশের লসাগু গসাগুর সমাধান করে দিলাম।
৭ম শ্রেণির গণিত ৩য় অধ্যায় সমাধান (সবগুলো ছক)
Table of Contents
ভগ্নাংশের লসাগু ও গসাগু নির্ণয়ের সূত্র
ভগ্নাংশের গসাগু ও লসাগু করতে হলে আগে নিচের দুটি সূত্র ভালোভাবে জানতে হবে। আমি সূত্রের দুটি নিচে দিয়ে দিয়েছি। এই সূত্র অনুযায়ী বইয়ের সবগুলো অংক করা যাবে।
ভগ্নাংশের গসাগু= লবগুলোর গসাগু/হরগুলোর লসাগু
ভগ্নাংশের লসাগু= লবগুলোর লসাগু/হরগুলোর গসাগু
ছক ৩.১
বিঃদ্রঃ লব ও হরকে আলাদা করার জন্য ( / ) চিহ্ন দিয়েছি। তোমরা প্রথম সংখ্যা উপরে এবং দ্বিতীয় সংখ্যা নিচে লিখবে।
সমান খণ্ডের পরিমাণ | ১ টি খণ্ড মূল কাগজের কত অংশ |
২ | ১/২ |
৩ | ১/৩ |
৪ | ১/৪ |
৫ | ১/৫ |
ছক ৩.২
ভগ্নাংশ (খন্ডটি মূল কাগজের যত অংশ) | সমান ভাঁজ সংখ্যা | ভাগ প্রক্রিয়া | ভাঁজের পর, প্রাপ্ত ভাগগুলো, মূল কাগজের যত অংশ |
১/২ | ২ | ১/২ ÷২ | ১/৪ |
৩ | ১/২ ÷৩ | ১/৬ | |
৪ | ১/২ ÷ ৪ | ১/৮ | |
৫ | ১/২ ÷ ৫ | ১/১০ | |
৬ | ১/২ ÷ ৬ | ১/১২ |
ছক ৩.৩
ভগ্নাংশ | গুণনীয়ক (১০ টি) | ভগ্নাংশ | গুণনীয়ক (১০ টি) |
১/২ | ১/২, ১/৪, ১/৬, ১/৮, ১/১০, ১/১২, ১/১৪, ১/১৬, ১/১৮, ১/২০ | ১/৪ | ১/৪, ১/৮, ১/১২, ১/১৬, ১/২০, ১/২৪, ১/২৮, ১/৩২, ১/৩৬, ১/৪০ |
২/৩ | ২/৩, ১/৩, ২/৯ , ১/৬, ২/১৫, ১/৯, ২/২১, ১/১২, ২/২৭, ১/১৫ | ৪/৫ | ৪/৫, ৪/১০, ৪/১৫, ১/৫, ৪/২৫, ৪/৩০, ৪/৩৫, ১/১০, ৪/৪৫, ৪/৫০ |
১/৩ | ১/৩, ১/৬, ১/৯, ১/১২, ১/১৫, ১/১৮, ১/২১, ১/২৪, ১/২৭, ১/৩০ | ১/৫ | ১/৫, ১/১০, ১/১৫, ১/২০, ১/২৫, ১/৩০, ১/৩৫, ১/৪০, ১/৪৫, ১/৫০ |
৩/৪ | ৩/৪, ৩/৮, ১/৪, ৩/১৬, ৩/২০, ১/৮, ৩/২৮, ৩/৩২, ১/১২, ৩/৪০ | ৩/৫ | ৩/৫, ৩/১০, ১/৫, ৩/২০, ৩/২৫, ১/১০, ৩/৩৫, ৩/৪০, ১/১৫, ৩/৫০ |
ছক ৩.১১
টুকরার উপর লিখিত ভগ্নাংশ | পাশাপাশি বসানো টুকরার সংখ্যা | গুণ প্রক্রিয়া | মূল কাগজের যত অংশ (লঘিষ্ঠ আকারে) | পাশাপাশি বসানো টুকরার সংখ্যা | গুণ প্রক্রিয়া | মূল কাগজের যত অংশ (লঘিষ্ঠ আকারে) |
১/২ | ১ | (১/২×১)=১/২ | ১/২ | ৬ | (১/২×৬)=৬/২=৩ | ৩ |
২ | (১/২×২)=২/২=১ | ১ | ৭ | (১/২×৭)=৭/২ | ৭/২ | |
৩ | (১/২×৩)=৩/২ | ৩/২ | ৮ | (১/২×৮)=৮/২=৪ | ৪ | |
৪ | (১/২×৪)=৪/২=২ | ২ | ৯ | (১/২×৯)=৯/২ | ৯/২ | |
৫ | (১/২×৫)=৫/২ | ৫/২ | ১০ | (১/২×১০)=১০/২=৫ | ৫ |
ছক ৩.১২
ভগ্নাংশ | গুণিতক |
১/২ | ১/২, ১, ৩/২, ২, ৫/২, ৩, ৭/২, ৮, ৯/২, ৫ |
২/৩ | ২/৩, ৪/৩, ২, ৮/৩, ১০/৩, ৪, ১৪/৩, ১৬/৩, ৬, ২০/৩ |
১/৩ | ১/৩, ২/৩, ১, ৪/৩, ৫/৩, ২, ৭/৩, ৮/৩, ৩, ১০/৩ |
৩/৪ | ৩/৪, ৩/২, ৯/৪, ৪, ১৫/৪, ৯/২, ২১/৪, ৬, ২৭/৪, ১৫/২ |
১/৪ | ১/৪, ১/২, ৩/৪, ১, ৫/৪, ৩/২, ৭/৪, ২, ৯/৪, ৫/২ |
৪/৫ | ৪/৫, ৮/৫, ১২/৫, ১৬/৫, ৪, ২৪/৫, ২৮/৫, ৩২/৫, ৩৬/৫, ৮ |
১/৫ | ১/৫, ২/৫, ৩/৫, ৪/৫, ১, ৬/৫, ৭/৫, ৮/৫, ৯/৫, ২ |
অনুশীলনী
১। গুণনীয়ক নির্ণয়ের মাধ্যমে এবং সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তরের মাধ্যমে নিম্নোক্ত ভগ্নাংশগুলোর গসাগু নির্ণয় করো।
i) ১/৫, ৩/১০ গুণনীয়ক নির্ণয়ের মাধ্যমে গসাগু Ans. ১/৫ এর গুণনীয়কগুলো হলো, ১/৫, ১/১০, ১/১৫, ১/২০, ১/২৫, ১/৩০, ১/৩৫, ১/৪০, ১/৪৫, ১/৫০ ৩/১০ এর গুণনীয়কগুলো হলো, ৩/১০, ৩/২০, ১/১০, ৩/৪০, ৩/৫০, ১/২০, ৩/৭০, ৩/৮০, ১/৩০, ৩/১০০ ভগ্নাংশগুলোর সাধারন গুণনীয়ক ১/১০, ১/২০ ও ১/৩০ এর মধ্যে বড় ভগ্নাংশ ১/১০ নির্ণেয় গসাগু ১/১০ সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তরের মাধ্যমে গসাগু ১/৫, ৩/১০ ভগ্নাংশগুলোর হর ২, ৩ ও ৪ এর লসাগু ১২ সমহর করলে হবে, ১/৫=২/১০ ৩/১০=৩/১০ ভগ্নাংশের গসাগু= লবগুলোর গসাগু/হরগুলোর লসাগু এখন, ভগ্নাংশের লব ১ ও ৩ এর গসাগু=১ ভগ্নাংশের হর ১০ ও ১০ এর লসাগু=১০ নির্ণেয় গসাগু ১/১০ | |
ii) ১/৬, ৫/৮ গুণনীয়ক নির্ণয়ের মাধ্যমে গসাগু Ans. ১/৬ এর গুণনীয়কগুলো হলো, ১/৬, ১/১২, ১/১৮, ১/২৪, ১/৩০, ১/৩৬, ১/৪২, ১/৪৮, ১/৫৪, ১/৬০ ৫/৮ এর গুণনীয়কগুলো হলো, ৫/৮, ৫/১৬, ৫/২৪, ৫/৩২, ১/৮, ৫/৪৮, ৫/৫৬, ৫/৬৪, ৫/৭২, ১/১৬ …………. ১/২৪ (১৫ পর্যন্ত ভাগ করতে হবে) সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তরের মাধ্যমে গসাগু ১/৬, ৫/৮ ভগ্নাংশগুলোর হর ৬ ও ৮ এর লসাগু =২৪ সমহর করলে হবে, ১/৬=৮/২৪ ৫/৮=১৫/২৪ ভগ্নাংশের গসাগু= লবগুলোর গসাগু/হরগুলোর লসাগু এখন, ভগ্নাংশের লব ৮ ও ১৫ এর গসাগু=১ ভগ্নাংশের হর ২৪ ও ২৪ এর লসাগু=২৪ নির্ণেয় গসাগু ১/২৪ | |
iii) ২/৭, ৬/৮ গুণনীয়ক নির্ণয়ের মাধ্যমে গসাগু Ans. ২/৭ এর গুণনীয়কগুলো হলো, ২/৭, ১/৭, ২/২১, ১/১৪, ২/৩৫, ১/২১, ২/৪৯, ১/২৮, ২/৬৩, ১/৩৫ ৬/৮ এর গুণনীয়কগুলো হলো, ৩/৪, ৩/৮, ১/৪, ৩/১৬, ৩/২০, ১/৮, ৩/২৮, ৩/৩২, ১/১২, ৩/৪০ …………. ১/২৮ (১৪ পর্যন্ত ভাগ করতে হবে) সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তরের মাধ্যমে গসাগু ২/৭, ৬/৮ ভগ্নাংশগুলোর হর ৭ ও ৮ এর লসাগু =৫৬ সমহর করলে হবে, ২/৭=১৬/৫৬ ৬/৮=৪২/৫৬ ভগ্নাংশের গসাগু= লবগুলোর গসাগু/হরগুলোর লসাগু এখন, ভগ্নাংশের লব ১৬ ও ৪২ এর গসাগু=২ ভগ্নাংশের হর ৫৬ ও ৫৬ এর লসাগু=৫৬ গসাগু ২/৫৬=১/২৮ নির্ণেয় গসাগু ১/২৮ | |
iv) ১/৭, ১/১১ গুণনীয়ক নির্ণয়ের মাধ্যমে গসাগু Ans. ১/৭ এর গুণনীয়কগুলো হলো, ১/৭, ১/১৪, ১/২১, ১/২৮, ১/৩৫, ১/৪২, ১/৪৯, ১/৫৬, ১/৬৩, ১/৭০, ১/৭৭, ১/১১ এর গুণনীয়কগুলো হলো, ১/১১, ১/২২, ১/৩৩, ১/৪৪, ১/৫৫, ১/৬৬, ১/৭৭, ১/৮৮, ১/৯৯, ১/১১০ ভগ্নাংশগুলোর সাধারন গুণনীয়ক ১/৭৭ নির্ণেয় গসাগু ১/৭৭ সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তরের মাধ্যমে গসাগু ১/৭, ১/১১ ভগ্নাংশগুলোর হর ৭ ও ১১ এর লসাগু =৭৭ সমহর করলে হবে, ১/৭=১১/৭৭ ১/১১=৭/৭৭ ভগ্নাংশের গসাগু= লবগুলোর গসাগু/হরগুলোর লসাগু এখন, ভগ্নাংশের লব ১১ ও ৭ এর গসাগু=১ ভগ্নাংশের হর ৭৭ ও ৭৭ এর লসাগু=৭৭ নির্ণেয় গসাগু ১/৭৭ | |
v) ১/২, ১/৩ ও ১/৪ গুণনীয়ক নির্ণয়ের মাধ্যমে গসাগু Ans. ১/২ এর গুণনীয়কগুলো হলো, ১/২, ১/৪, ১/৬, ১/৮, ১/১০, ১/১২, ১/১৪, ১/১৬, ১/১৮, ১/২০, ১/২২, ১/২৪ ১/৩ এর গুণনীয়কগুলো হলো, ১/৩, ১/৬, ১/৯, ১/১২, ১/১৫, ১/১৮, ১/২১, ১/২৪, ১/২৭, ১/৩০ ১/৪ এর গুণনীয়কগুলো হলো, ১/৪, ১/৮, ১/১২, ১/১৬, ১/২০, ১/২৪, ১/২৮, ১/৩২, ১/৩৬, ১/৪০ ভগ্নাংশগুলোর সাধারন গুণনীয়ক ১/১২ ও ১/২৪ এর মধ্যে বড় ভগ্নাংশ ১/১২ নির্ণেয় গসাগু ১/১২ সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তরের মাধ্যমে গসাগু ১/২, ১/৩ ও ১/৪ ভগ্নাংশ তিনটির হর ২, ৩ ও ৪ এর লসাগু ১২ সমহর করলে হবে, ১/২=৬/১২ ১/৩=৪/১২ ১/৪=৩/১২ ভগ্নাংশের গসাগু= লবগুলোর গসাগু/হরগুলোর লসাগু এখন, ভগ্নাংশের লব ৬, ৪ ও ৩ এর গসাগু=১ ভগ্নাংশের হর ১২, ১২ ও ১২ এর লসাগু=১২ নির্ণেয় গসাগু ১/১২ | |
vi) ১/৫, ৩/১০ ও ৭/১৫ গুণনীয়ক নির্ণয়ের মাধ্যমে গসাগু Ans. ১/৫ এর গুণনীয়কগুলো হলো, ১/৫, ১/১০, ১/১৫, ১/২০, ১/২৫, ১/৩০, ১/৩৫, ১/৪০, ১/৪৫, ১/৫০ ৩/১০ এর গুণনীয়কগুলো হলো, ৩/১০, ৩/২০, ১/১০, ৩/৪০, ৩/৫০, ১/২০, ৩/৭০, ৩/৮০, ১/৩০, ৩/১০০ ৭/১৫ এর গুণনীয়কগুলো হলো, ৭/১৫, ৭/৩০, ৭/৪৫, ৭/৬০, ৭/৭৫, ৭/৯০, ১/১৫, ৭/১২০, ৭/১৩৫, ৭/১৫০…………. ১/৩০(১৪ পর্যন্ত ভাগ করতে হবে) ভগ্নাংশগুলোর সাধারন গুণনীয়ক ১/৩০ এর মধ্যে বড় ভগ্নাংশ ১/৩০ নির্ণেয় গসাগু ১/৩০ সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তরের মাধ্যমে গসাগু ১/৫, ৩/১০ ও ৭/১৫ ভগ্নাংশগুলোর হর ৫, ১০ ও ১৫ এর লসাগু =৩০ সমহর করলে হবে, ১/৫=৬/৩০ ৩/১০=৯/৩০ ৭/১৫=১৪/৩০ ভগ্নাংশের গসাগু= লবগুলোর গসাগু/হরগুলোর লসাগু এখন, ভগ্নাংশের লব ৬, ৯ ও ১৪ এর গসাগু=১ ভগ্নাংশের হর ৩০ ও ৩০ এর লসাগু=৩০ নির্ণেয় গসাগু ১/৩০ |
৪) গুনিতক নির্ণয়ের মাধ্যমে এবং সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তরের মাধ্যমে নিম্নোক্ত ভগ্নাংশগুলোর লসাগু নির্ণয় করো।
i) ১/৫, ৩/১০ গুণনীয়ক নির্ণয়ের মাধ্যমে লসাগু Ans. ১/৫ এর গুনিতকগুলো হলো, ১/৫, ২/৫, ৩/৫, ৪/৫, ১, ৬/৫, ৭/৫, ৮/৫, ৯/৫, ২ ৩/১০ এর গুনিতকগুলো হলো, ৩/১০, ৩/৫, ৯/১০, ৬/৫, ৩/২, ৯/৫, ২১/১০, ১২/৫, ২৭/১০, ৩ সবচেয়ে ছোট বা লঘিষ্ঠ সাধারন গুণিতক হলো ৩/৫ নির্ণেয় লসাগু ৩/৫ সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তরের মাধ্যমে লসাগু ১/৫, ৩/১০ ভগ্নাংশগুলোর হর ৫ ও ১০ এর লসাগু =১০ সমহর করলে হবে, ১/৫=২/১০ ৩/১০=৩/১০ ভগ্নাংশের লসাগু= লবগুলোর লসাগু/হরগুলোর গসাগু এখন, ভগ্নাংশের লব ২ ও ৩ এর লসাগু=৬ ভগ্নাংশের হর ১০ ও ১০ এর গসাগু=১০ লসাগু=৬/১০=৩/৫ নির্ণেয় লসাগু ৩/৫ | |
ii) ১/৬, ৫/৮ গুণনীয়ক নির্ণয়ের মাধ্যমে লসাগু Ans. ১/৬ এর গুনিতকগুলো হলো, ১/৬, ১/৩, ১/২, ২/৩, ৫/৬, ১, ৭/৬, ৪/৩, ৩/২, ৫/৩……………৫/২ (১৫ পর্যন্ত গুন করতে হবে) ৫/৮ এর গুনিতকগুলো হলো, ৫/৮, ৫/৪, ১৫/৮, ৫/২, ২৫/৮, ১৫/৪, ৩৫/৮, ৫, ৪৫/৮, ২৫/৪ সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তরের মাধ্যমে লসাগু ১/৬, ৫/৮ ভগ্নাংশগুলোর হর ৬ ও ৮ এর লসাগু =২৪ সমহর করলে হবে, ১/৬=৪/২৪ ৫/৮=১৫/২৪ ভগ্নাংশের লসাগু= লবগুলোর লসাগু/হরগুলোর গসাগু এখন, ভগ্নাংশের লব ৪ ও ১৫ এর লসাগু=৬০ ভগ্নাংশের হর ২৪ ও ২৪ এর গসাগু=২৪ লসাগু=৬০/২৪=৫/২ নির্ণেয় লসাগু ৫/২ | |
iii) ২/৭, ৬/৮ গুণনীয়ক নির্ণয়ের মাধ্যমে লসাগু Ans. ২/৭ এর গুনিতকগুলো হলো, ২/৭, ৪/৭, ৬/৭, ৮/৭, ১০/৭, ১২/৭, ২, ১৬/৭, ১৮/৭, ২০/৭ …………..৬ (২১ পর্যন্ত গুন করতে হবে) ৬/৮ এর গুনিতকগুলো হলো, ৩/৪, ৩/২, ৯/৪, ৩, ১৫/৪, ৯/২, ২১/৪, ৬, ২৭/৪, ১৫/২ সবচেয়ে ছোট বা লঘিষ্ঠ সাধারন গুণিতক হলো ৬ নির্ণেয় লসাগু ৬ । সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তরের মাধ্যমে লসাগু ২/৭, ৬/৮ ভগ্নাংশগুলোর হর ৭ ও ৮ এর লসাগু =৫৬ সমহর করলে হবে, ২/৭=১৬/৫৬ ৬/৮=৪২/৫৬ ভগ্নাংশের লসাগু= লবগুলোর লসাগু/হরগুলোর গসাগু এখন, ভগ্নাংশের লব ১৬ ও ৪২ এর লসাগু=৩৩৬ ভগ্নাংশের হর ৫৬ ও ৫৬ এর গসাগু=৫৬ লসাগু=৩৩৬/৫৬=৬ নির্ণেয় লসাগু ৬ | |
iv) ১/৭, ১/১১ গুণনীয়ক নির্ণয়ের মাধ্যমে লসাগু Ans. ১/৭ এর গুনিতকগুলো হলো, ১/৭, ২/৭, ৩/৭, ৪/৭, ৫/৭, ৬/৭, ১, ৮/৭, ৯/৭, ১০/৭ ১/১১ এর গুনিতকগুলো হলো, ১/১১, ২/১১, ৩/১১, ৪/১১, ৫/১১, ৬/১১, ৭/১১, ৮/১১, ৯/১১, ১০/১১, ১ সবচেয়ে ছোট বা লঘিষ্ঠ সাধারন গুণিতক হলো ১ । নির্ণেয় লসাগু ১ । সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তরের মাধ্যমে লসাগু ১/৭, ১/১১ ভগ্নাংশগুলোর হর ৭ ও ১১ এর লসাগু =৭৭ সমহর করলে হবে, ১/৭=১১/৭৭ ১/১১=৭/৭৭ ভগ্নাংশের লসাগু= লবগুলোর লসাগু/হরগুলোর গসাগু এখন, ভগ্নাংশের লব ১১ ও ৭ এর লসাগু=৭৭ ভগ্নাংশের হর ৭৭ ও ৭৭ এর গসাগু=৭৭ লসাগু=৭৭/৭৭=১ নির্ণেয় লসাগু ১ | |
v) ১/২, ১/৩, ১/৪ গুণনীয়ক নির্ণয়ের মাধ্যমে লসাগু Ans. ১/২ এর গুনিতকগুলো হলো, ১/২, ১, ৩/২, ২, ৫/২, ৩, ৭/২, ৮, ৯/২, ৫ ১/৩ এর গুনিতকগুলো হলো, ১/৩, ২/৩, ১, ৪/৩, ৫/৩, ২, ৭/৩, ৮/৩, ৩, ১০/৩ ১/৪ এর গুনিতকগুলো হলো, ১/৪, ১/২, ৩/৪, ১, ৫/৪, ৩/২, ৭/৪, ২, ৯/৪, ৫/২ সবচেয়ে ছোট বা লঘিষ্ঠ সাধারন গুণিতক হলো ১ । নির্ণেয় লসাগু ১ । সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তরের মাধ্যমে লসাগু ১/২, ১/৩, ১/৪ ভগ্নাংশগুলোর হর ৫ ও ১০ এর লসাগু =১২ সমহর করলে হবে, ১/২=৬/১২ ১/৩=৪/১২ ১/৪=৩/১২ ভগ্নাংশের লসাগু= লবগুলোর লসাগু/হরগুলোর গসাগু এখন, ভগ্নাংশের লব ৬, ৪ ও ৩ এর লসাগু=১২ ভগ্নাংশের হর ১২, ১২ ও ১২ এর গসাগু=১২ লসাগু=১২/১২=১ নির্ণেয় লসাগু ১ | |
vi) ১/৫, ৩/১০, ৭/১৫ গুণনীয়ক নির্ণয়ের মাধ্যমে লসাগু Ans. ১/৫ এর গুনিতকগুলো হলো, ১/৫, ২/৫, ৩/৫, ৪/৫, ১, ৬/৫, ৭/৫, ৮/৫, ৯/৫, ২ …………. ২১/৫ (২১ পর্যন্ত গুন করতে হবে) ৩/১০ এর গুনিতকগুলো হলো, ৩/১০, ৩/৫, ৯/১০, ৬/৫, ৩/২, ৯/৫, ২১/১০, ১২/৫, ২৭/১০, ৩ …………. ২১/৫ (১৪ পর্যন্ত গুন করতে হবে) ৭/১৫ এর গুনিতকগুলো হলো, ৭/১৫, ১৪/১৫, ৭/৫, ২৮/৫, ৭/৩, ১৪/৫, ৪৯/১৫, ৫৬/১৫, ২১/৫,১৪/৩ সবচেয়ে ছোট বা লঘিষ্ঠ সাধারন গুণিতক হলো ২১/৫ । নির্ণেয় লসাগু ২১/৫ । সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তরের মাধ্যমে লসাগু ১/৫, ৩/১০, ৭/১৫ ভগ্নাংশগুলোর হর ১, ১০ ও ১৫ এর লসাগু =৩০ সমহর করলে হবে, ১/৫=৬/৩০ ৩/১০=৯/৩০ ৭/১৫=১৪/৩০ ভগ্নাংশের লসাগু= লবগুলোর লসাগু/হরগুলোর গসাগু এখন, ভগ্নাংশের লব ৬, ৯ ও ১৪ এর লসাগু=১২৬ ভগ্নাংশের হর ৩০, ৩০ ও ৩০ এর গসাগু=৩০ লসাগু=১২৬/৩০=২১/৫ নির্ণেয় লসাগু ২১/৫ |
৭) নিচের দশমিক ভগ্নাংশগুলোর লসাগু নির্ণয় কর।
১) ০.২ ও ০.৩ Ans. ০.২ ও ০.৩ কে ১০ দিয়ে গুণ করে পাই, ০.২ x ১০ = ২ এবং ০.৩ x ১০ = ৩ এখন, ২ ও ৩ এর লসাগু = ৬ অতএব, ০.২ ও ০.৩ এর লসাগু ৬/১০=০.৬ নির্ণেয় লসাগু ০.৬ |
২) ১ ও ০.৫ Ans. ১ ও ০.৫ কে ১০ দিয়ে গুণ করে পাই, ১ x ১০ = ১০ এবং ০.৫ x ১০ = ৫ এখন, ৫ ও ১০ এর লসাগু = ১০ অতএব, ০.৫ ও ১ এর লসাগু=১০/১০=১ নির্ণেয় লসাগু ১ |
৩) ৩ ও ১.২৫ Ans. ৩ ও ১.২৫ কে ১০০ দিয়ে গুণ করে পাই, ৩ x ১০০ = ৩০০ এবং ১,২৫ x ১০০ = ১২৫ এখন, ৩০০ ও ১২৫ এর লসাগু = ১৫০০ অতএব, ৩ ও ১.২৫ এর লসাগু =১৫০০/১০০=১৫ নির্ণেয় লসাগু ১৫ |
৪) ০.২ ও ০.০০৪ Ans. ০.২ ও ০.০০৪ কে ১০০০ দিয়ে গুণ করে পাই, ০.২ x ১০০০ = ২০০ এবং ০.০০৪ x ১০০০ = ৪ এখন, ২০০ ও ৪ এর লসাগু = ২০০ অতএব, ০.২ ও ০.০০৪ এর লসাগু=২০০/১০০০=০.২ নির্ণেয় লসাগু ০.২ |
৫) ১.২ ও ০.১৮ Ans. ১.২ ও ০.১৮ কে ১০০ দিয়ে গুণ করে পাই, ১.২ x ১০০ = ১২০ এবং ১৮ x ১০০ = ১৮ এখন, ১৮ ও ১২০ এর লসাগু = ৩৬০ অতএব, ১.২ ও ০.১৮ এর লসাগু=৩৬০/১০০ নির্ণেয় লসাগু ৩.৬ |
৬) ০.২, ০.৩ ও ০.৪ Ans. ০.২, ০.৩ ও ০.৪ কে ১০ দিয়ে গুণ করে পাই, ০.২ x ১০= ২ ০.৩ x ১০= ৩ ০.৪ x ১০=৪ এখন, ২, ৩ ও ৪ এর লসাগু = ১২ অতএব, ০.২, ০.৩ ও ০.৪ এর লসাগু=১২/১০ নির্ণেয় লসাগু ১.২ |
৭) নিচের দশমিক ভগ্নাংশগুলোর গসাগু নির্ণয় কর।
১) ০.২ ও ০.৩ Ans. ০.২ এবং ০.৩ কে ১০ দিয়ে গুণ করে পাই, ০.২ x ১০ = ২ এবং ০.৩ x ১০ = ৩ এখন, ২ ও ৩ এর গসাগু হলো ১ অতএব, ০.২ ও ০.৩ এর গসাগু =১/১০=০.১ |
২) ১ ও ০.৫ Ans. ১ এবং ০.৫ কে ১০ দিয়ে গুণ করে পাই, ১ x ১০ = ১০ এবং ০.৫ x ১০ = ৫ এখন ৫ ও ১০ এর গসাগু হলো ৫ অতএব, ১ ও ০.৫ এর গসাগু = ৫/১০=০.৫ |
৩) ৩ ও ১.২৫ Ans. ৩ এবং ১.২৫ কে ১০০ দিয়ে গুণ করে পাই, ৩ x ১০০ = ৩০০ এবং ১.২৫ = ১২৫ এখন, ১২৫ ও ৩০০ এর গসাগু হলো ২৫ অতএব, ৩ ও ১.২৫ এর গসাগু =২৫/১০০=০.২৫ |
৪) ০.২ ও ০.০০৪ Ans. ০.২ এবং ০.০০৪ কে ১০০০ দিয়ে গুণ করে পাই ০.২ x ১০০০ = ২০০ এবং ০.০০৪ x ১০০০ = ৪ এখন, ৪ ও ২০০ এর গসাগু হলো ৪ অতএব, ০.২ ও ০.০০৪ এর গসাগু=৪/১০০০=০.০০৪ |
৫) ০.২, ০.৩ ও ০.৪ Ans. ০.২, ০.৩ এবং ০.৪ কে ১০ দিয়ে গুণ করে পাই, ০.২ x ১০ = ২ ০.৩ x ১০ = ৩ এবং ০.৪ x ১০ = ৪ এখন, ২, ৪ ও ৪ এর গসাগু হলো ১ অতএব, ০.২, ০.৩ ও ০.৪ এর গসাগু=১/১০=০.১ |
Related Posts
- গ্রাহক সেবায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার প্রশ্ন উত্তর ও বহুনির্বাচনি- ৭ম শ্রেণির ডিজিটাল প্রযুক্তি
- স্বাস্থ্য সুরক্ষা ৭ম শ্রেণি ৪র্থ অধ্যায় (সব ছকের সমাধান)
- ৭ম শ্রেণির বার্ষিক পরীক্ষার সিলেবাস ২০২৪ PDF সহ
- বই কেনার জন্য বাবার কাছে টাকা চেয়ে পত্র লেখ
- ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ৭ম শ্রেণি ২য় ও ৩য় অধ্যায়
- জহির রায়হানের সময়ের প্রয়োজনে গল্পের মূলভাব – ৮ম শ্রেণির বাংলা
- আষাঢ়ের এক রাতে সৃজনশীল প্রশ্ন উত্তর – ৭ম শ্রেণির বাংলা
- যোগাযোগে নিয়ম মানি প্রশ্ন উত্তর ও বহুনির্বাচনি- ৭ম শ্রেণির ডিজিটাল প্রযুক্তি
- ৭ম শ্রেণির বাংলা ৫ম অধ্যায় ৫ম পরিচ্ছেদ (কল্পনানির্ভর লেখা)
- ৭ম শ্রেণির গণিত ২য় অধ্যায় সমাধান (অজানা রাশির সূচক, গুণ ও তাদের প্রয়োগ)