৭ম শ্রেণির গণিত ২য় অধ্যায় সমাধান (অজানা রাশির সূচক, গুণ ও তাদের প্রয়োগ)

সূচক বীজগণিতের অন্যতম একটি শাখা। গুনের কাজকে আরও সহজ করার জন্য সুচকের ব্যবহার করা হয়। আজকের পোস্টে আমি ৭ম শ্রেণির গণিত ২য় অধ্যায় সমাধান করে দেখালাম।

৭ম শ্রেণির গণিত ২য় অধ্যায়ের সবগুলো ছক

অজানা রাশির সূচক, গুণ ও তাদের প্রয়োগ

ছক ২.১

দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর সমান চারটি, পাঁচটি, ছয়টি ও সাতটি করে ভাগের জন্য কয়টি মার্বেল লাগে তা দিয়ে নিচের ছকটি পূরণ করে দেখানো হল।

দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর সমান
অংশ সংখ্যা
মার্বেল সংখ্যাদৈর্ঘ্য ও প্রস্থ বরাবর সমান
অংশ সংখ্যা
মার্বেল সংখ্যা
24525
39636
416749
সংখ্যা257823645815612
সংখ্যাটি কি
পূর্ণবর্গ ?
নানানানাহ্যাঁনাহ্যাঁনানা

ছক ২.২

ছবির প্রতিটি রুবিক্স কিউব তৈরি করতে মোট কতগুলো ছোট ঘনক প্রয়োজন হয়েছে তা নির্ণয় করে ছক ২.২ পূরণ করে দেখানো হল।

রুবিক্স
কিউব
দৈর্ঘ্য, প্রস্থ
ও উচ্চতা
বরাবর ছোট
ঘনক সংখ্যা
মোট কতগুলো ছোট ঘনক
প্রয়োজন
রুবিক্স
কিউব
দৈর্ঘ্য, প্রস্থ ও
উচ্চতা বরাবর
ছোট ঘনক
সংখ্যা
মোট কতগুলো ছোট
ঘনক প্রয়োজন
a22 × 2 × 2 =23= 8e66 × 6 × 6=63=216
b33 × 3 × 3=33=27f77 × 7 × 7=73=343
c44 × 4 × 4=43=64g88 × 8 × 8=83=512
d55 × 5 × 5=53=125h99 × 9 × 9=93=729

ছক ২.৩

নিচের টেবিলটি পূরণ করে দেখালাম।

বারবার একই সংখ্যা বা
রাশির গুণ (Repeated
Multiplication)
ভিত্তি
(Base)
সূচক
(Exponent)
শক্তি বা ঘাত
(Power)
মান
(Value)
2.2.2.2.2252532
x.x.x.xx4x4x4
4.4.4434364
5.5.55353125
6.6626236

একক কাজ-১

সূচকের গুণ ও ভাগের নিয়ম ব্যবহার করে নিচের রাশিগুলোকে সরল করো।

  1. 32 × 92 2) 53 × 25-2 3) S13/S5 4) S13t-4/S5t14 5) 2s13t-4/4s5t-14
Answer:
1. 32 × 92
= 9 × 81
=729
2. 53 × 25-2
=125 × 1/252
=125 × 1/625
=1/25
3) s13/s5
=s13-5=s8
4) s13t-4/s5t14
=s13-5t-4-14
=s8t-18
5) 2s13t-4/4s5t-14
= s13-5/2t-4-(-14)
=s8/2t-4+14
=s8/2t10

একক কাজ-২

উপরের আলোচনার সাহায্য নিয়ে নিচের রাশিগুলোকে সরল করো।

১. (52)3 ২. (a-4)3

Answer:
১. (52)3=52 × 3=56

২. (a-4)3 =a-4 × 3=a-12

একক কাজ-৩

১) (2a-2b)0২) y-2 . y-4৩) (a-5)-1৪) s-2 × 4s-7
৫) (3X-2Y-3)-4৬) (S2T-4)0৭) (2-2/x)-1৮) (39/3-5)-2
৯) (s2t-2/s4t4)১০) 36a-5/4a5b5১১) a6b7c0/a5c6১২) a-6b7c0/a5c-6
Answer:
১) (2a-2b)0
=2a-2×0.b0
=20a0.b0
= 1.1.1
=1
২) y-2 . y-4
= y(-2)+(-4)
=y-6
৩) (a-5)-1
=a(-5)×(-1)
=a5
৪) s-2 × 4s-7
=4s(-2)+(-7)
=4s-9
৫) (3X-2Y-3)-4
=3×(-4)X-2×(-4)Y-3×(-4)
=3-4X8Y12
৬) (S2T-4)0
=S2×0T-4×0
=S0T0
=1.1
=1
৭) (2-2/x)-1
=2-2×(-1)/x-1
=22/x-1
=4/x-1
৮) (39/3-5)-2
=39×(-2)/3-5×(-2)
=3-18/310
=3-18-10
=3-28
৯) (s2t-2/s4t4)-2
=s2×(-2)t-2×(-2)/s4×(-2)t4×(-2)
=s-4t4/s-8t-8
=s-4-(-8)t4-(-8)
=s4t12
১০) 36a-5/4a5b5
=36/4(a-5-5b-5)
=9(a-5-5b-5)
=9a-5-5b-5
=9a-10b-5
১১) a6b7c0/a5c6
=a6-5b7c0-6
=a1b7c-6
=ab7c-6
১২) a-6b7c0/a5c-6
=a-6-5b7c0-(-6)
=a-11b7c6

ছক ২.৪

নিচের ছকে ১ থেকে ২০ পর্যন্ত সংখ্যার বর্গসংখ্যা নির্ণয় করে দেওয়া হল।

সংখ্যাবর্গ সংখ্যা
11
24
39
416
525
636
749
864
981
10100
11121
12144
13169
14196
15225
16256
17289
18324
19361
20400

Related Posts