ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ‘প্রত্যুপকার’ শুধু কৃতজ্ঞতার কাহিনি নয়, এটি এক মহৎ নৈতিক শিক্ষার নিদর্শন।কোনো উপকার ভুলে না গিয়ে যথাসময়ে তার প্রতিদান দেওয়া একজন মানুষের নৈতিক দায়িত্ব। এই পোস্টে প্রত্যুপকার গল্পের MCQ প্রশ্ন উত্তর – বহুনির্বাচনি লিখে দিলাম।
প্রত্যুপকার গল্পের mcq
১। ‘প্রত্যুপকার’ রচনাটি কোন গ্রন্থ থেকে সংকলিত?
ক) চর্যাপদ
খ) বর্ণপরিচয়
গ) আখ্যানমঞ্জরী
ঘ) শকুন্তলা
উত্তর: গ) আখ্যানমঞ্জরী
২। ‘আখ্যানমঞ্জরী’ রচিত হয় কত সালে?
ক) ১৮৫৫ খ্রিষ্টাব্দে
খ) ১৮৬৮ খ্রিষ্টাব্দে
গ) ১৮৭৫ খ্রিষ্টাব্দে
ঘ) ১৮৯১ খ্রিষ্টাব্দে
উত্তর: খ) ১৮৬৮ খ্রিষ্টাব্দে
৩। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান কোথায়?
ক) কলকাতা
খ) নদীয়া
গ) মেদিনীপুর
ঘ) কুষ্টিয়া
উত্তর: গ) মেদিনীপুর
৪। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম তারিখ কোনটি?
ক) ২৬শে সেপ্টেম্বর ১৮২০
খ) ১লা জানুয়ারি ১৮১৮
গ) ১৫ই আগস্ট ১৮২৫
ঘ) ২৯শে জুলাই ১৮৯১
উত্তর: ক) ২৬শে সেপ্টেম্বর ১৮২০
৫। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রকৃত নাম কী ছিল?
ক) ঈশ্বরচন্দ্র দত্ত
খ) ঈশ্বরচন্দ্র ভট্টাচার্য
গ) ঈশ্বরচন্দ্র বন্দোপাধ্যায়
ঘ) ঈশ্বরচন্দ্র ঘোষ
উত্তর: গ) ঈশ্বরচন্দ্র বন্দোপাধ্যায়
৬। “বিদ্যাসাগর” কী?
ক) একটি গ্রন্থ
খ) তাঁর বিদ্যালয়ের নাম
গ) একটি উপাধি
ঘ) একটি শহর
উত্তর: গ) একটি উপাধি
৭। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন কলেজে পড়াশোনা করেন?
ক) প্রেসিডেন্সি কলেজ
খ) সংস্কৃত কলেজ
গ) সিটি কলেজ
ঘ) ফোর্ট উইলিয়াম কলেজ
উত্তর: খ) সংস্কৃত কলেজ
৮। বিদ্যাসাগর কোন দুটি ভাষায় পাণ্ডিত্য অর্জন করেন?
ক) বাংলা ও উর্দু
খ) সংস্কৃত ও ইংরেজি
গ) ইংরেজি ও ফরাসি
ঘ) সংস্কৃত ও আরবি
উত্তর: খ) সংস্কৃত ও ইংরেজি
৯। দানশীলতার কারণে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কী বলা হতো?
ক) জ্ঞানসাগর
খ) দয়ার সাগর
গ) সত্যসাগর
ঘ) সেবাসাগর
উত্তর: খ) দয়ার সাগর
১০। বাংলা গদ্যের জনক কাকে বলা হয়?
ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
গ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ) মাইকেল মধুসূদন দত্ত
উত্তর: খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
১১। বাংলা বর্ণমালাকে নতুনভাবে বিন্যাস করে কোন বই প্রকাশ করেন বিদ্যাসাগর?
ক) আলালের ঘরের দুলাল
খ) ভাষার ইতিহাস
গ) বর্ণপরিচয়
ঘ) শিশুসাহিত্য
উত্তর: গ) বর্ণপরিচয়
১২। বর্ণপরিচয় প্রকাশিত হয় কত সালে?
ক) ১৮৫৫ খ্রিষ্টাব্দে
খ) ১৮৬৮ খ্রিষ্টাব্দে
গ) ১৮৪৫ খ্রিষ্টাব্দে
ঘ) ১৮৭১ খ্রিষ্টাব্দে
উত্তর: ক) ১৮৫৫ খ্রিষ্টাব্দে
১৩। নিচের কোনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচনা?
ক) চর্যাপদ
খ) পথের পাঁচালী
গ) সীতার বনবাস
ঘ) আনন্দমঠ
উত্তর: গ) সীতার বনবাস
১৪। ‘ভ্রান্তিবিলাস’ কোন লেখকের লেখা?
ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
গ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ) মানিক বন্দ্যোপাধ্যায়
উত্তর: খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
১৫। ‘বেতাল পঞ্চবিংশতি’ গ্রন্থটি কার রচনা?
ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
খ) বঙ্কিমচন্দ্র
গ) রবীন্দ্রনাথ
ঘ) অনুপম হায়াৎ
উত্তর: ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
১৬। বিধবা বিবাহ নিয়ে প্রস্তাব রেখেছিলেন কে?
ক) রাজা রামমোহন রায়
খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
গ) দীনবন্ধু মিত্র
ঘ) হেমচন্দ্র সেন
উত্তর: খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
১৭। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৃত্যু কবে হয়?
ক) ১৮৮৮ সালের ১৫ আগস্ট
খ) ১৮৭৫ সালের ২ মার্চ
গ) ১৮৯১ সালের ২৯ জুলাই
ঘ) ১৮৬৯ সালের ৩১ ডিসেম্বর
উত্তর: গ) ১৮৯১ সালের ২৯ জুলাই
১৮। ‘প্রত্যুপকার’ গল্পের প্রধান চরিত্র কে?
ক) খলিফা মামুন
খ) আলী ইবনে আব্বাস
গ) ডেমাস্কাসের শাসনকর্তা
ঘ) আশ্রয়দাতা ব্যক্তি
উত্তর: খ) আলী ইবনে আব্বাস
১৯। খলিফা মামুনের আদেশ কী ছিল?
ক) বন্দীকে প্রাসাদে রাখতে
খ) বন্দীকে আলীর ঘরে রেখে পরদিন আনার
গ) বন্দীকে মুক্ত করে দিতে
ঘ) বন্দীকে সঙ্গে সঙ্গে প্রাণদণ্ড দিতে
উত্তর: খ) বন্দীকে আলীর ঘরে রেখে পরদিন আনার
২০। বন্দী ব্যক্তির নিবাস কোথায়?
ক) বাগদাদ
খ) ডেমাস্কাস
গ) মক্কা
ঘ) মদিনা
উত্তর: খ) ডেমাস্কাস
২১। ‘প্রত্যুপকার’ শব্দের অর্থ কী?
ক) প্রতিশোধ
খ) উপকারীর উপকার
গ) দান
ঘ) ক্ষমা
উত্তর: খ) উপকারীর উপকার
২২। আশ্রয়দাতা আলীকে কী কী সাহায্য করেছিলেন?
ক) অশ্ব, খাদ্য, ভৃত্য ও স্বর্ণমুদ্রা
খ) শুধু আশ্রয়
গ) শুধু অর্থ
ঘ) শুধু অস্ত্র
উত্তর: ক) অশ্ব, খাদ্য, ভৃত্য ও স্বর্ণমুদ্রা
২৩। ‘সমভিব্যাহারে’ শব্দের অর্থ কী?
ক) একসাথে বসা
খ) দান করা
গ) সঙ্গে
ঘ) বিতর্ক করা
উত্তর: গ) সঙ্গে
২৪। বন্দী ব্যক্তি কেন খলিফার কোপে পড়েছিলেন?
ক) চুরির অভিযোগে
খ) ষড়যন্ত্রের অভিযোগে
গ) নীচ লোকেরা মিথ্যা দোষারোপ করেছিল
ঘ) বিদ্রোহ করার অভিযোগে
উত্তর: গ) নীচ লোকেরা মিথ্যা দোষারোপ করেছিল
২৫। ‘লোচন’ শব্দের অর্থ কী?
ক) কান
খ) চেহারা
গ) হাত
ঘ) চোখ
উত্তর: ঘ) চোখ
২৬। আলী বন্দীকে কী করতে বলেছিলেন?
ক) পালিয়ে যেতে
খ) খলিফার কাছে ক্ষমা চাইতে
গ) পরিবারকে সংবাদ দিতে
ঘ) প্রতিশোধ নিতে
উত্তর: ক) পালিয়ে যেতে
২৭। বন্দী ব্যক্তি আলীর প্রস্তাবে কেন রাজি হননি?
ক) তিনি ভীত ছিলেন
খ) তিনি আলীর বিপদ চাননি
গ) তিনি খলিফাকে ভয় পেতেন
ঘ) তিনি প্রাণদণ্ড মেনে নিয়েছিলেন
উত্তর: খ) তিনি আলীর বিপদ চাননি
২৮। খলিফা মামুন বন্দীকে কী পুরস্কার দিয়েছিলেন?
ক) শুধু মুক্তি
খ) অর্থ, বাহন ও ডেমাস্কাসের পদ
গ) শুধু অর্থ
ঘ) শাস্তি মাফ করেছিলেন
উত্তর: খ) অর্থ, বাহন ও ডেমাস্কাসের পদ
২৯। ‘অভিরুচি’ শব্দের অর্থ কী?
ক) ইচ্ছা
খ) ভয়
গ) দুঃখ
ঘ) আনন্দ
উত্তর: ক) ইচ্ছা
৩০। খলিফা মামুনের চরিত্র কীভাবে বর্ণিত হয়েছে?
ক) নিষ্ঠুর
খ) দয়ালু ও বিচক্ষণ
গ) দুর্বল
ঘ) স্বার্থপর
উত্তর: খ) দয়ালু ও বিচক্ষণ
৩১। আলী ইবনে আব্বাস বন্দীর শৃঙ্খল খুলে দিয়েছিলেন কেন?
ক) তাকে পালাতে সাহায্য করতে
খ) কৃতজ্ঞতাস্বরূপ
গ) খলিফার আদেশে
ঘ) নিজের সুবিধার জন্য
উত্তর: খ) কৃতজ্ঞতাস্বরূপ
৩২। বন্দী ব্যক্তির পরিবারের প্রতি আলীর কী মনোভাব ছিল?
ক) উদাসীন
খ) সহানুভূতিশীল
গ) রাগান্বিত
ঘ) ঈর্ষান্বিত
উত্তর: খ) সহানুভূতিশীল
৩৩। খলিফা আলীর বক্তব্য শুনে কী করেছিলেন?
ক) রেগে গিয়েছিলেন
খ) মৌন থাকেন
গ) বন্দীকে ক্ষমা করেন
ঘ) আলীকে শাস্তি দেন
উত্তর: গ) বন্দীকে ক্ষমা করেন
৩৪। ‘পরিচ্ছদ’ শব্দের অর্থ কী?
ক) আলঙ্কারিক শব্দ
খ) বর্ণনা
গ) পোশাক
ঘ) গদ্যাংশ
উত্তর: গ) পোশাক
৩৫। আলী ইবনে আব্বাস প্রথমে বন্দীকে কোথায় নিয়ে গিয়েছিলেন?
ক) নিজের ঘরে
খ) খলিফার প্রাসাদে
গ) কারাগারে
ঘ) মসজিদে
উত্তর: ক) নিজের ঘরে
৩৬। বন্দী ব্যক্তি ডেমাস্কাসের কোন অংশে বাস করতেন?
ক) বাজার এলাকায়
খ) বৃহৎ মসজিদের কাছে
গ) নদীর ধারে
ঘ) দুর্গের ভিতরে
উত্তর: খ) বৃহৎ মসজিদের কাছে
৩৭। আলী ইবনে আব্বাস ডেমাস্কাসে কতদিন লুকিয়ে ছিলেন?
ক) এক সপ্তাহ
খ) এক মাস
গ) তিন মাস
ঘ) এক বছর
উত্তর: খ) এক মাস
৩৮। বন্দী হওয়ার সময় বন্দী ব্যক্তির কী অবস্থা ছিল?
ক) হাত-পা বাঁধা
খ) মুক্ত
গ) আহত
ঘ) জ্ঞানহীন
উত্তর: ক) হাত-পা বাঁধা
৩৯। আলী ইবনে আব্বাস বন্দীকে কী দিয়ে সাহায্য করেছিলেন?
ক) এক হাজার স্বর্ণমুদ্রা
খ) পাঁচশত স্বর্ণমুদ্রা
গ) দশটি উট
ঘ) একটি তলোয়ার
উত্তর: ক) এক হাজার স্বর্ণমুদ্রা
৪০। খলিফা মামুন বন্দীকে ক্ষমা করার পর কী দিয়েছিলেন?
ক) শুধু মুক্তি
খ) অর্থ ও বাহন
গ) নতুন পদ
ঘ) শাস্তি
উত্তর: খ) অর্থ ও বাহন
৪১। গল্পে খলিফা মামুনের চরিত্রে কোন গুণটি ফুটে উঠেছে?
ক) ন্যায়বিচার
খ) কঠোরতা
গ) ভীরুতা
ঘ) অহংকার
উত্তর: ক) ন্যায়বিচার
৪২। বন্দী ব্যক্তি আলীকে কী উপাধি দিয়েছিলেন?
ক) প্রাণরক্ষাকারী
খ) বিশ্বাসঘাতক
গ) বন্ধু
ঘ) শত্রু
উত্তর: ক) প্রাণরক্ষাকারী
৪৩। আলী ইবনে আব্বাস বন্দীকে মুক্ত করতে চেয়েছিলেন কেন?
ক) কৃতজ্ঞতাবশত
খ) ভয় পেয়ে
গ) খলিফার আদেশে
ঘ) অর্থের লোভে
উত্তর: ক) কৃতজ্ঞতাবশত
৪৪। খলিফা মামুন বন্দীকে ডাকলেন কখন?
ক) সকালে
খ) দুপুরে
গ) বিকেলে
ঘ) রাতে
উত্তর: ক) সকালে
৪৫। বন্দী ব্যক্তি আলীর প্রস্তাবে প্রথমে কেন রাজি হননি?
ক) আলীর বিপদ চাননি
খ) ভয় পেয়েছিলেন
গ) লজ্জা পেয়েছিলেন
ঘ) খলিফাকে বিশ্বাস করতেন
উত্তর: ক) আলীর বিপদ চাননি
৪৬। ‘প্রতীতি’ শব্দের অর্থ কী?
ক) সন্দেহ
খ) বিশ্বাস
গ) ধ্বংস
ঘ) প্রত্যাশা
উত্তর: খ) বিশ্বাস
৪৭। খলিফা মামুন বন্দীকে ক্ষমা করেছিলেন কেন?
ক) তার ভালো গুণের জন্য
খ) আলীর অনুরোধে
গ) ভয় পেয়ে
ঘ) সময়ের অভাবে
উত্তর: ক) তার ভালো গুণের জন্য
৪৮। ‘প্রত্যুপকার’ গল্পের শেষে বন্দী ব্যক্তির কী হলো?
ক) প্রাণদণ্ড
খ) মুক্তি ও পুরস্কার
গ) নির্বাসন
ঘ) কারাবাস
উত্তর: খ) মুক্তি ও পুরস্কার
৪৯। আলী ইবনে আব্বাস খলিফার কাছে কীভাবে বন্দীর পক্ষে বলেছিলেন?
ক) কাঁদতে কাঁদতে
খ) বিনয়ের সাথে
গ) হুমকি দিয়ে
ঘ) চুপ করে
উত্তর: খ) বিনয়ের সাথে
৫০। ‘নিষ্কৃতি’ শব্দের অর্থ কী?
ক) সফলতা
খ) মুক্তি
গ) বাধা
ঘ) ভালোবাসা
উত্তর: খ) মুক্তি
৫১। ‘কোপানল’ বলতে বোঝায়—
ক) জ্বলন্ত কাঠ
খ) রাগের আগুন
গ) গ্রীষ্মের তাপ
ঘ) আগুনের ফুলকি
উত্তর: খ) রাগের আগুন
৫২। ‘প্রীতিপ্রফুল্ললোচনে’ শব্দটির অর্থ কী?
ক) কাঁদছে
খ) বন্ধুত্বপূর্ণ আনন্দিত চোখে
গ) লাল চোখে
ঘ) কৌতূহলী দৃষ্টিতে
উত্তর: খ) বন্ধুত্বপূর্ণ আনন্দিত চোখে
৫৩। ‘মৌনাবলম্বন’ বলতে বোঝায়—
ক) কথা বলা
খ) গান গাওয়া
গ) নিরবতা পালন
ঘ) অনুশোচনা
উত্তর: গ) নিরবতা পালন
৫৪। ‘অব্যাহতি’ শব্দের অর্থ কী?
ক) বর্জন
খ) সাহস
গ) মুক্তি বা ছাড়া পাওয়া
ঘ) সাহায্য
উত্তর: গ) মুক্তি বা ছাড়া পাওয়া
৫৫। ‘অবধারিত’ শব্দের অর্থ কী?
ক) সন্দেহজনক
খ) স্থায়ী
গ) নিশ্চিত
ঘ) নির্ভরযোগ্য
উত্তর: গ) নিশ্চিত
৫৬। ‘প্রত্যাগমন’ শব্দের অর্থ কী?
ক) আসা
খ) দেখা
গ) ফিরে আসা
ঘ) চলে যাওয়া
উত্তর: গ) ফিরে আসা
৫৭। ‘রোষারক্ত নয়নে’ অর্থ কী?
ক) কৃতজ্ঞ চোখে
খ) ভালোবাসার চোখে
গ) ক্রোধে লাল চোখে
ঘ) বিষণ্ণ চোখে
উত্তর: গ) ক্রোধে লাল চোখে
৫৮। ‘অবলোকনমাত্র’ অর্থ কী?
ক) শুধু অনুভব
খ) দেখামাত্র
গ) স্পর্শমাত্র
ঘ) শোনামাত্র
উত্তর: খ) দেখামাত্র
৫৯। ‘সম্ভাষণ’ শব্দের অর্থ কী?
ক) সম্ভাবনা
খ) নমস্কার
গ) প্রতিক্রিয়া
ঘ) সম্বোধন
উত্তর: ঘ) সম্বোধন
৬০। ‘উৎকট’ শব্দের অর্থ কী?
ক) দুর্বল
খ) স্থির
গ) অত্যন্ত প্রবল বা তীব্র
ঘ) সাধারণ
উত্তর: গ) অত্যন্ত প্রবল বা তীব্র
৬১। ‘অবরুদ্ধ’ শব্দের অর্থ কী?
ক) বন্ধি
খ) স্বাধীন
গ) শান্ত
ঘ) দূরবর্তী
উত্তর: ক) বন্ধি
৬২। ‘নিরীক্ষণ’ শব্দের অর্থ কী?
ক) দেখানো
খ) দূরদৃষ্টি
গ) মনোযোগ দিয়ে দেখা
ঘ) বিচার
উত্তর: গ) মনোযোগ দিয়ে দেখা
৬৩। ‘খলিফা’ বলতে কী বোঝানো হয়েছে?
ক) কবি
খ) মুসলিম শাসক
গ) সৈন্য
ঘ) কারাগারের রক্ষক
উত্তর: খ) মুসলিম শাসক
৬৪। ‘ডেমাস্কাস’ কোন শহরের অপর নাম?
ক) তেহরান
খ) কায়রো
গ) দামেস্ক
ঘ) করাচি
উত্তর: গ) দামেস্ক
৬৫। ‘ডেমাস্কাস’ কোন দেশের রাজধানী?
ক) ইরাক
খ) সৌদি আরব
গ) সিরিয়া
ঘ) তুরস্ক
উত্তর: গ) সিরিয়া
৬৬। হজরত ইব্রাহিম (আ.)-এর সময়কাল থেকে কোন শহর গড়ে উঠেছে বলে জানা যায়?
ক) বাগদাদ
খ) দামেস্ক
গ) মদিনা
ঘ) কাবা
উত্তর: খ) দামেস্ক
৬৭। মামুন ছিলেন—
ক) মিশরের শাসক
খ) নবী
গ) আব্বাসীয় খলিফা
ঘ) বণিক
উত্তর: গ) আব্বাসীয় খলিফা
৬৮। মামুনের পূর্ণ নাম কী ছিল?
ক) আবুল ফজল মামুন
খ) আবুল হাসান আল মামুন
গ) আবুল আব্বাস আবদুল্লাহ আল মামুন
ঘ) আবুল কাসেম মামুন
উত্তর: গ) আবুল আব্বাস আবদুল্লাহ আল মামুন
৬৯। খলিফা মামুন কত সালে জন্মগ্রহণ করেন?
ক) ৭৫৫ খ্রিষ্টাব্দ
খ) ৭৮৬ খ্রিষ্টাব্দ
গ) ৮০০ খ্রিষ্টাব্দ
ঘ) ৮৩৩ খ্রিষ্টাব্দ
উত্তর: খ) ৭৮৬ খ্রিষ্টাব্দ
৭০। খলিফা মামুন কত সালে মৃত্যুবরণ করেন?
ক) ৮২৫
খ) ৮৩৩
গ) ৮৫৫
ঘ) ৮৪৪
উত্তর: খ) ৮৩৩
৭১। বাগদাদ নগরী প্রতিষ্ঠিত হয় কত সালে?
ক) ৭৬৩ খ্রিষ্টাব্দ
খ) ৮০০ খ্রিষ্টাব্দ
গ) ৭৫৫ খ্রিষ্টাব্দ
ঘ) ৭৭৭ খ্রিষ্টাব্দ
উত্তর: ক) ৭৬৩ খ্রিষ্টাব্দ
৭২। বাগদাদ কোন নদীর পাশে অবস্থিত?
ক) সিন্ধু
খ) টাইগ্রিস
গ) গঙ্গা
ঘ) হ্যালিস
উত্তর: খ) টাইগ্রিস
৭৩। টাইগ্রিস নদীর ২৫ মাইল দক্ষিণে কোন নদী অবস্থিত?
ক) সিন্ধু
খ) ফুরাত (ইউফ্রেটিস)
গ) ব্রহ্মপুত্র
ঘ) রাইন
উত্তর: খ) ফুরাত (ইউফ্রেটিস)
আরও পড়ুনঃ সুভা গল্পের MCQ প্রশ্ন উত্তর – বহুনির্বাচনি