Model Test-1: ১০ম শ্রেণির বাংলা ১ম পত্র MCQ (প্রাক-নির্বাচনি)

প্রত্যুপকার, সুভা, বই পড়া, আম আঁটির ভেঁপু গল্পের MCQ Test
কপোতাক্ষ নদ, জীবন বিনিময়, উমর ফারুক, সেইদিন এই মাঠ কবিতার MCQ Test

১০ম শ্রেণির বাংলা ১ম পত্র MCQ পরীক্ষা

সময়ঃ ৩০ মিনিটপূর্ণমানঃ ৩০
MCQ Quiz with Timer and Feedback

১। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন শতকে জন্মগ্রহণ করেন?

২।’প্রত্যুপকার’ গল্পে ধর্মাবতার কাকে বলা হয়েছে?

৩। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাংলা গদ্যের জনক বলা হয় কেন?

৪।’সুভা’ গল্প অনুসারে অতলস্পর্শ গভীর কী?

৫। ছায়ালোকের রঙ্গভূমি কেমন?

৬। নির্জন দ্বিপ্রহরের মতো শব্দহীন কে?

৭। নদীর একেবারে উপরেই কার ঘর?

৮। সুভা অবসরে কোথায় বসে থাকে?

৯। আলী ইবনে আব্বাসকে তার আশ্রয়দাতা কীসের থলি উপহার দিয়েছিলেন?

নিচের উদ্দীপকটি পড় এবং ১০ ও ১১ নং প্রশ্নের উত্তর দাও:

সাকিব পাঠ্যবইয়ের একটি প্রবন্ধ পড়ে জেনেছে যে, প্রকৃত শিক্ষিত ব্যক্তিরা নিজের উদ্যোগেই শিক্ষাকে আত্মস্থ করে সুপ্ত প্রতিভার বিকাশ ঘটিয়ে থাকেন। তাই সে নিজের আগ্রহ ও প্রচেষ্টায় শিক্ষাগ্রহণের উদ্যোগ নিয়েছে?

১০। সাকিব কোন প্রবন্ধটি পড়ে নিজের আগ্রহ ও প্রচেষ্টায় শিক্ষাগ্রহণের উদ্যোগ নিয়েছে?

১১। তার এই উদ্যোগ গ্রহণকে বলা যায়-

i. সুশিক্ষা

ii. স্বশিক্ষা

iii. প্রকৃত শিক্ষা

নিচের কোনটি সঠিক?

১২। কার তুলনায় লাইব্রেরির স্থান উপরে?

১৩। লেখকের মতে নীতির চর্চা কোথায় হয়?

১৪। ‘দৃষ্টিপ্রদীপ’ কোন ধরনের রচনা?

১৫। সর্বজয়ার মধ্যে কোনটি প্রতিফলিত হয়েছে?

১৬। অপুর পিস্তলের দাম কত ছিল?

১৭। ‘কপোতাক্ষ নদ’ রচনাকালে কবি কোথায় অবস্থান করেছিলেন?

১৮। সনেটের বৈশিষ্ট্য-
i. আট চরণ, চৌদ্দ মাত্রা
ii. চৌদ্দ চরণ, চৌদ্দ মাত্রা
iii. গঠন, প্রকৃতি ও চরণের মিল সুনির্দিষ্ট

নিচের কোনটি সঠিক?

১৯।’জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে’- চরণের পরের চরণ দুটির মিলবিন্যাস কোনটি?

২০।’বিশ্বনবী’ গ্রন্থের রচয়িতা কে?

২১। ‘জীবন-বিনিময়’ কবিতায় কে কাঁদিয়া ফিরিছে?

২২। ‘জীবন-বিনিময়’ কবিতায় ভিষকবৃন্দকে বাবর কীভাবে ডাকলেন?

২৩। হজরত উমর (রা) কীসে বসে অর্ধ পৃথিবী শাসন করেছেন?

২৪। ‘উমর ফারুক’ কবিতায় কাকে পরশ-মানিক বলা হয়েছে?

২৫। ‘আমির-উল-মুমেনিন’- কে?

২৬। “মানুষে স্বর্গে তুলিয়া ধরিয়া ধুলায় নামিল শশী” এখানে শশী কী বা কে?

২৭। ‘সেইদিন এই মাঠ’ কবিতার মূল সুর হলো-
i. মানুষের অমরত্ব
ii. মৃত্যু অনন্ত
iii. প্রকৃতির সৌন্দর্যের মৃত্যু নেই

নিচের কোনটি সঠিক?

২৮। জীবনানন্দ দাশ কী হিসেবে পরিচিতি লাভ করেন?

২৯। কবি ‘শান্ত বাতি’ দ্বারা কিসের উপমা দিয়েছেন?

৩০। জীবনানন্দ দাশের পিতার নাম কী?