ইউরোপীয় বণিকদের আগমন মূলত ব্যবসা-বাণিজ্যের উদ্দেশ্যেই হয়েছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তারা রাজনৈতিক ক্ষমতায়ও হস্তক্ষেপ করতে শুরু করে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ধূর্ত কূটনীতি, সামরিক শক্তি এবং স্থানীয় শাসকদের দুর্বলতা কাজে লাগিয়ে তাদের প্রতিদ্বন্দ্বীদের পরাজিত করে। এই পোস্টে ঔপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতা সংগ্রাম ৮ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১ম অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর লিখে দিলাম।
৮ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১ম অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন (MCQ)
১। বাংলায় ইউরোপীয় বণিকদের আগমনের প্রধান উদ্দেশ্য কী ছিল?
ক) ধর্মপ্রচার
খ) ব্যবসা-বাণিজ্য
গ) রাজনৈতিক ক্ষমতা দখল
ঘ) সাংস্কৃতিক বিনিময়
উত্তর: খ) ব্যবসা-বাণিজ্য
২। বাংলায় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে ক্ষমতা দখল করে?
ক) ১৭০৭
খ) ১৭৫৭
গ) ১৮৫৭
ঘ) ১৯৪৭
উত্তর: খ) ১৭৫৭
৩। পলাশির যুদ্ধে কে পরাজিত হন?
ক) মীর জাফর
খ) সিরাজউদ্দৌলা
গ) শের শাহ
ঘ) ঈশা খাঁ
উত্তর: খ) সিরাজউদ্দৌলা
৪। বাংলায় ইংরেজ শাসন কত সাল পর্যন্ত স্থায়ী ছিল?
ক) ১৭৫৭-১৮৫৭
খ) ১৭৫৭-১৯৪৭
গ) ১৮৫৭-১৯৪৭
ঘ) ১৭৫৭-১৯০৫
উত্তর: খ) ১৭৫৭-১৯৪৭
৫। উপনিবেশিকরণের প্রধান উদ্দেশ্য কী ছিল?
ক) সাংস্কৃতিক উন্নয়ন
খ) অর্থনৈতিক শোষণ
গ) ধর্মপ্রচার
ঘ) রাজনৈতিক সংস্কার
উত্তর: খ) অর্থনৈতিক শোষণ
৬। বাংলায় ইংরেজ শাসনের সূচনা হয় কোন যুদ্ধের মাধ্যমে?
ক) বক্সারের যুদ্ধ
খ) পলাশির যুদ্ধ
গ) পানিপথের যুদ্ধ
ঘ) প্লাসির যুদ্ধ
উত্তর: খ) পলাশির যুদ্ধ
৭। বাংলায় ইংরেজ শাসনের অবসান ঘটে কত সালে?
ক) ১৯৪৭
খ) ১৯৫২
গ) ১৯৭১
ঘ) ১৯০৫
উত্তর: ক) ১৯৪৭
৮। বাংলায় স্বাধীন সুলতানি যুগের সূচনা করেন কে?
ক) শামসুদ্দিন ইলিয়াস শাহ
খ) ফখরুদ্দিন মুবারক শাহ
গ) আলাউদ্দিন হুসেন শাহ
ঘ) ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খলজি
উত্তর: খ) ফখরুদ্দিন মুবারক শাহ
৯। বারোভূঁইয়াদের নেতা কে ছিলেন?
ক) ঈশা খাঁ
খ) শের শাহ
গ) সিরাজউদ্দৌলা
ঘ) মীর জাফর
উত্তর: ক) ঈশা খাঁ
১০। বাংলায় মোগল শাসনের চূড়ান্ত অবসান ঘটে কত সালে?
ক) ১৭৫৭
খ) ১৬১০
গ) ১৫৩৮
ঘ) ১৭৬৫
উত্তর: ক) ১৭৫৭
১১। বাংলায় ইংরেজ শাসনের সময়কালকে কী বলা হয়?
ক) মোগল যুগ
খ) সুলতানি যুগ
গ) ঔপনিবেশিক যুগ
ঘ) প্রাচীন যুগ
উত্তর: গ) ঔপনিবেশিক যুগ
১২। বাংলায় প্রথম স্বাধীন বাঙালি শাসক কে ছিলেন?
ক) শশাঙ্ক
খ) পাল রাজা
গ) সেন রাজা
ঘ) ইলিয়াস শাহ
উত্তর: ক) শশাঙ্ক
১৩। বাংলায় মাৎস্যন্যায় যুগ কত বছর স্থায়ী ছিল?
ক) ৫০ বছর
খ) ১০০ বছর
গ) ২০০ বছর
ঘ) ৩০০ বছর
উত্তর: খ) ১০০ বছর
১৪। বাংলায় পাল রাজাদের শাসনকাল কত বছর স্থায়ী ছিল?
ক) ১০০ বছর
খ) ২০০ বছর
গ) ৪০০ বছর
ঘ) ৫০০ বছর
উত্তর: গ) ৪০০ বছর
১৫। বাংলায় সেন রাজাদের আগমন ঘটে কোথা থেকে?
ক) দক্ষিণ ভারত
খ) মধ্য এশিয়া
গ) উত্তর ভারত
ঘ) পূর্ব ভারত
উত্তর: ক) দক্ষিণ ভারত
১৬। বাংলায় মুসলিম শাসনের সূচনা করেন কে?
ক) ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খলজি
খ) শের শাহ
গ) আলাউদ্দিন হুসেন শাহ
ঘ) ফখরুদ্দিন মুবারক শাহ
উত্তর: ক) ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খলজি
১৭। বাংলায় স্বাধীন সুলতানি যুগের প্রকৃত প্রতিষ্ঠাতা কে?
ক) শামসুদ্দিন ইলিয়াস শাহ
খ) ফখরুদ্দিন মুবারক শাহ
গ) আলাউদ্দিন হুসেন শাহ
ঘ) ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খলজি
উত্তর: ক) শামসুদ্দিন ইলিয়াস শাহ
১৮। বাংলায় মোগল শাসনের চূড়ান্ত প্রতিষ্ঠা ঘটে কত সালে?
ক) ১৫৭৬
খ) ১৬১০
গ) ১৭৫৭
ঘ) ১৫৩৮
উত্তর: খ) ১৬১০
১৯। বাংলায় বারোভূঁইয়াদের নেতা ঈশা খাঁ কে পরাজিত করেন?
ক) আকবর
খ) মানসিংহ
গ) ইসলাম খান চিশতি
ঘ) শের শাহ
উত্তর: গ) ইসলাম খান চিশতি
২০। বাংলায় মোগল শাসনের অবসান ঘটে কত সালে?
ক) ১৭৫৭
খ) ১৬১০
গ) ১৫৩৮
ঘ) ১৭৬৫
উত্তর: ক) ১৭৫৭
২১। বাংলায় ইংরেজ শাসনের সময়কাল কত বছর স্থায়ী ছিল?
ক) ১০০ বছর
খ) ১৫০ বছর
গ) ২০০ বছর
ঘ) ১৯০ বছর
উত্তর: ঘ) ১৯০ বছর
২২। বাংলায় ইংরেজ শাসনের সূচনা হয় কোন যুদ্ধের মাধ্যমে?
ক) পলাশির যুদ্ধ
খ) বক্সারের যুদ্ধ
গ) পানিপথের যুদ্ধ
ঘ) প্লাসির যুদ্ধ
উত্তর: ক) পলাশির যুদ্ধ
২৩। বাংলায় ইংরেজ শাসনের অবসান ঘটে কত সালে?
ক) ১৯৪৭
খ) ১৯৫২
গ) ১৯৭১
ঘ) ১৯০৫
উত্তর: ক) ১৯৪৭
২৪। বাংলায় প্রথম স্বাধীন সুলতান কে ছিলেন?
ক) শামসুদ্দিন ইলিয়াস শাহ
খ) ফখরুদ্দিন মুবারক শাহ
গ) আলাউদ্দিন হুসেন শাহ
ঘ) ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খলজি
উত্তর: খ) ফখরুদ্দিন মুবারক শাহ
২৫। বাংলায় বারোভূঁইয়াদের নেতা ঈশা খাঁ কে পরাজিত করেন?
ক) আকবর
খ) মানসিংহ
গ) ইসলাম খান চিশতি
ঘ) শের শাহ
উত্তর: গ) ইসলাম খান চিশতি
২৬। বাংলায় মোগল শাসনের অবসান ঘটে কত সালে?
ক) ১৭৫৭
খ) ১৬১০
গ) ১৫৩৮
ঘ) ১৭৬৫
উত্তর: ক) ১৭৫৭
২৭। ভাস্কো-দা-গামা কত সালে দক্ষিণ ভারতের কালিকট বন্দরে পৌঁছান?
ক) ১৪৯২
খ) ১৪৯৮
গ) ১৫০২
ঘ) ১৫১০
উত্তর: খ) ১৪৯৮
২৮। ভাস্কো-দা-গামা কোন দেশের নাবিক ছিলেন?
ক) স্পেন
খ) পর্তুগাল
গ) ইংল্যান্ড
ঘ) ফ্রান্স
উত্তর: খ) পর্তুগাল
২৯। ভারতবর্ষে ইউরোপীয় বণিকদের প্রধান আকর্ষণ কী ছিল?
ক) সোনা ও রূপা
খ) সিল্ক ও মিহি কাপড়
গ) লোহা ও ইস্পাত
ঘ) কাঠ ও পাথর
উত্তর: খ) সিল্ক ও মিহি কাপড়
৩০। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কখন প্রতিষ্ঠিত হয়?
ক) ১৫০০ সালে
খ) ১৬০০ সালে
গ) ১৭০০ সালে
ঘ) ১৮০০ সালে
উত্তর: খ) ১৬০০ সালে
৩১। বাংলায় কাশিমবাজারের সিল্ক ফ্যাক্টরিতে কত লোক নিয়োগ করা হতো?
ক) ১০০-২০০
খ) ৩০০-৪০০
গ) ৫০০-৬০০
ঘ) ৭০০-৮০০
উত্তর: ঘ) ৭০০-৮০০
৩২। জব চার্নক কত সালে কলকাতা, সুতানটি ও গোবিন্দপুর গ্রাম ক্রয় করেন?
ক) ১৬৮০ সালে
খ) ১৬৯০ সালে
গ) ১৭০০ সালে
ঘ) ১৭১০ সালে
উত্তর: খ) ১৬৯০ সালে
৩৩। জব চার্নক কত টাকার বিনিময়ে কলকাতা, সুতানটি ও গোবিন্দপুর ক্রয় করেন?
ক) ১০০০ টাকা
খ) ১২০০ টাকা
গ) ১৫০০ টাকা
ঘ) ২০০০ টাকা
উত্তর: খ) ১২০০ টাকা
৩৪। বাংলা থেকে পাচার হওয়া সম্পদ প্রধানত কোন দেশে যেত?
ক) ফ্রান্স
খ) পর্তুগাল
গ) ইংল্যান্ড
ঘ) হল্যান্ড
উত্তর: গ) ইংল্যান্ড
৩৫। পলাশি যুদ্ধের আগে বাংলার সম্পদ পাচারের জন্য কারা দায়ী ছিল?
ক) মীর জাফর ও মীর কাশিম
খ) সিরাজউদ্দৌলা
গ) ঈশা খাঁ
ঘ) শের শাহ
উত্তর: ক) মীর জাফর ও মীর কাশিম
৩৫। বাংলায় কারখানা স্থাপন করে ব্যবসা শুরু করে কারা?
ক) ইংরেজ ও ফরাসি
খ) ওলন্দাজ ও দিনেমার
গ) পর্তুগিজ
ঘ) সবগুলো
উত্তর: ঘ) সবগুলো
৩৬। কাশিমবাজারে বছরে কত বেল সিল্ক উৎপাদিত হতো?
ক) ১০ হাজার
খ) ১৫ হাজার
গ) ২০ হাজার
ঘ) ২২ হাজার
উত্তর: ঘ) ২২ হাজার
৩৬। বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে কারা প্রাধান্য পায়?
ক) পর্তুগিজ
খ) ইংরেজ
গ) ফরাসি
ঘ) ওলন্দাজ
উত্তর: খ) ইংরেজ
৩৭। বাংলায় ইউরোপীয় বণিকদের কারখানাগুলো কোথায় অবস্থিত ছিল?
ক) কলকাতা
খ) চন্দননগর
গ) কাশিমবাজার
ঘ) সবগুলো
উত্তর: ঘ) সবগুলো
৩৮। সিরাজউদ্দৌলা কত বছর বয়সে সিংহাসনে বসেন?
ক) ২০ বছর
খ) ২২ বছর
গ) ২৫ বছর
ঘ) ৩০ বছর
উত্তর: খ) ২২ বছর
৩৯। পলাশির যুদ্ধ কত সালে সংঘটিত হয়?
ক) ১৭৫৭
খ) ১৭৬৪
গ) ১৭৬৫
ঘ) ১৭৭০
উত্তর: ক) ১৭৫৭
৪০। পলাশির যুদ্ধে কে পরাজিত হন?
ক) সিরাজউদ্দৌলা
খ) মীর জাফর
গ) মীর কাশিম
ঘ) রবার্ট ক্লাইভ
উত্তর: ক) সিরাজউদ্দৌলা
৪১। পলাশির যুদ্ধের পর কে বাংলার নবাব হন?
ক) সিরাজউদ্দৌলা
খ) মীর জাফর
গ) মীর কাশিম
ঘ) আলিবর্দি খাঁ
উত্তর: খ) মীর জাফর
৪২। বাংলায় ইংরেজদের প্রাধান্য প্রতিষ্ঠিত হয় কোন যুদ্ধের মাধ্যমে?
ক) পলাশির যুদ্ধ
খ) বক্সারের যুদ্ধ
গ) পানিপথের যুদ্ধ
ঘ) প্লাসির যুদ্ধ
উত্তর: খ) বক্সারের যুদ্ধ
৪২। বক্সারের যুদ্ধে কে পরাজিত হন?
ক) মীর জাফর
খ) মীর কাশিম
গ) সিরাজউদ্দৌলা
ঘ) রবার্ট ক্লাইভ
উত্তর: খ) মীর কাশিম
৪৩। বাংলায় ইংরেজদের বিজয়ের প্রধান কারণ কী ছিল?
ক) নবাবের দুর্বলতা
খ) ইংরেজদের উন্নত সামরিক শক্তি
গ) প্রজাদের নিষ্ক্রিয়তা
ঘ) সবগুলো
উত্তর: ঘ) সবগুলো
৪৪। বাংলায় ইংরেজদের সর্বেসর্বা কে ছিলেন?
ক) মীর জাফর
খ) রবার্ট ক্লাইভ
গ) মীর কাশিম
ঘ) সিরাজউদ্দৌলা
উত্তর: খ) রবার্ট ক্লাইভ
৪৫। দ্বৈতশাসন ব্যবস্থা কত সালে চালু হয়?
ক) ১৭৫৭
খ) ১৭৬৫
গ) ১৭৭০
ঘ) ১৭৭৩
উত্তর: খ) ১৭৬৫
৪৬। দ্বৈতশাসন ব্যবস্থায় কে বাংলার নবাবের উপর শাসন ও বিচারবিভাগের দায়িত্ব অর্পণ করেন?
ক) মোঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম
খ) রবার্ট ক্লাইভ
গ) ওয়ারেন হেস্টিংস
ঘ) লর্ড কর্নওয়ালিস
উত্তর: খ) রবার্ট ক্লাইভ
৪৭। ছিয়াত্তরের মন্বন্তর কত সালে ঘটে?
ক) ১৭৬৫
খ) ১৭৭০
গ) ১৭৭৩
ঘ) ১৮৫৭
উত্তর: খ) ১৭৭০
৪৮। ছিয়াত্তরের মন্বন্তরে বাংলার কত অংশ লোক মারা যায়?
ক) এক-চতুর্থাংশ
খ) এক-তৃতীয়াংশ
গ) অর্ধেক
ঘ) দুই-তৃতীয়াংশ
উত্তর: খ) এক-তৃতীয়াংশ
৪৯। কে কলকাতাকে ব্রিটিশ ভারতের রাজধানী ঘোষণা করেন?
ক) রবার্ট ক্লাইভ
খ) ওয়ারেন হেস্টিংস
গ) লর্ড কর্নওয়ালিস
ঘ) লর্ড ডালহৌসি
উত্তর: খ) ওয়ারেন হেস্টিংস
৫০। চিরস্থায়ী বন্দোবস্ত কত সালে চালু হয়?
ক) ১৭৯৩
খ) ১৮৫৭
গ) ১৮৫৮
ঘ) ১৭৭০
উত্তর: ক) ১৭৯৩
৫১। চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে কারা তৈরি হয়?
ক) কৃষক
খ) জমিদার
গ) বণিক
ঘ) সিপাহি
উত্তর: খ) জমিদার
৫২। কে সতীদাহ প্রথা রোধে আইন পাস করেন?
ক) রাজা রামমোহন রায়
খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
গ) লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক
ঘ) লর্ড ডালহৌসি
উত্তর: গ) লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক
৫৩। ১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহের সময় কে ভারতের গভর্নর জেনারেল ছিলেন?
ক) লর্ড ডালহৌসি
খ) লর্ড ক্যানিং
গ) লর্ড কর্নওয়ালিস
ঘ) লর্ড ওয়েলেসলি
উত্তর: খ) লর্ড ক্যানিং
৫৪। ভারত শাসন আইন কত সালে পাস হয়?
ক) ১৮৫৭
খ) ১৮৫৮
গ) ১৮৬১
ঘ) ১৮৭৬
উত্তর: খ) ১৮৫৮
৫৫। বাংলায় ব্রিটিশ শাসনের সময় সংখ্যাগরিষ্ঠ অংশ কী ছিল?
ক) জমিদার
খ) কৃষক
গ) বণিক
ঘ) শিল্পপতি
উত্তর: খ) কৃষক
৫৬। বাংলার তাঁতশিল্প ধ্বংসের প্রধান কারণ কী ছিল?
ক) ব্রিটিশ শাসন
খ) প্রাকৃতিক দুর্যোগ
গ) কৃষকের অভাব
ঘ) বণিকদের ষড়যন্ত্র
উত্তর: ক) ব্রিটিশ শাসন
৫৭। কে বিধবা বিবাহ প্রবর্তনে ভূমিকা রাখেন?
ক) রাজা রামমোহন রায়
খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
গ) লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক
ঘ) লর্ড ডালহৌসি
উত্তর: খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
৫৮। ব্রিটিশ শাসনের সময় বাংলার অর্থনীতির প্রধান ভিত্তি কী ছিল?
ক) শিল্প
খ) কৃষি
গ) বাণিজ্য
ঘ) খনিজ সম্পদ
উত্তর: খ) কৃষি
৫৯। কে রেল যোগাযোগ স্থাপনের জন্য পদক্ষেপ নেন?
ক) লর্ড ডালহৌসি
খ) লর্ড কর্নওয়ালিস
গ) লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক
ঘ) লর্ড ওয়েলেসলি
উত্তর: ক) লর্ড ডালহৌসি
৬০। ব্রিটিশ শাসনের সময় বাংলার সমাজে কারা সুবিধাপ্রাপ্ত শ্রেণি ছিল?
ক) কৃষক
খ) জমিদার
গ) বণিক
ঘ) শিল্পপতি
উত্তর: খ) জমিদার
৬১। ওয়ারেন হেস্টিংস কত সালে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন?
ক) ১৭৮১
খ) ১৭৯১
গ) ১৮৫৭
ঘ) ১৯০৫
উত্তর: ক) ১৭৮১
৬২। সংস্কৃত কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়?
ক) ১৭৮১
খ) ১৭৯১
গ) ১৮৫৭
ঘ) ১৯০৫
উত্তর: খ) ১৭৯১
৬৩। কলকাতা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়?
ক) ১৭৮১
খ) ১৭৯১
গ) ১৮৫৭
ঘ) ১৯০৫
উত্তর: গ) ১৮৫৭
৬৪। বাংলায় মুদ্রণযন্ত্র কত সালে স্থাপিত হয়?
ক) ১৭৮১
খ) ১৮২১
গ) ১৮৫৭
ঘ) ১৯০৫
উত্তর: খ) ১৮২১
৬৫। বাংলায় মুদ্রণযন্ত্র কোথায় স্থাপিত হয়?
ক) কলকাতা
খ) শ্রীরামপুর
গ) ঢাকা
ঘ) মুর্শিদাবাদ
উত্তর: খ) শ্রীরামপুর
৬৬। বাংলায় সতীদাহ প্রথা রোধে কে ভূমিকা রাখেন?
ক) রাজা রামমোহন রায়
খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
গ) ডিরোজিও
ঘ) সৈয়দ আমীর আলী
উত্তর: ক) রাজা রামমোহন রায়
৬৭। বিধবা বিবাহ প্রবর্তনে কে ভূমিকা রাখেন?
ক) রাজা রামমোহন রায়
খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
গ) ডিরোজিও
ঘ) সৈয়দ আমীর আলী
উত্তর: খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
৬৮। বাংলায় মুসলমানদের জন্য প্রথম রাজনৈতিক সংগঠন কোনটি?
ক) ভারতীয় জাতীয় কংগ্রেস
খ) মুসলিম লীগ
গ) হিন্দু মহাসভা
ঘ) স্বরাজ পার্টি
উত্তর: খ) মুসলিম লীগ
৬৯। মুসলিম লীগ কত সালে প্রতিষ্ঠিত হয়?
ক) ১৯০৫
খ) ১৯০৬
গ) ১৯১১
ঘ) ১৯৪৭
উত্তর: খ) ১৯০৬
৭০। বঙ্গভঙ্গ কত সালে কার্যকর হয়?
ক) ১৯০৫
খ) ১৯০৬
গ) ১৯১১
ঘ) ১৯৪৭
উত্তর: ক) ১৯০৫
৭১। বঙ্গভঙ্গের সময় বাংলার ভাইসরয় কে ছিলেন?
ক) লর্ড কার্জন
খ) লর্ড ডালহৌসি
গ) লর্ড ক্যানিং
ঘ) লর্ড মাউন্টব্যাটেন
উত্তর: ক) লর্ড কার্জন
৭২। বঙ্গভঙ্গের মূল উদ্দেশ্য কী ছিল?
ক) বাংলার উন্নয়ন
খ) ব্রিটিশবিরোধী আন্দোলন দমন
গ) হিন্দু-মুসলমান সম্প্রীতি বৃদ্ধি
ঘ) শিক্ষার প্রসার
উত্তর: খ) ব্রিটিশবিরোধী আন্দোলন দমন
৭৩। বঙ্গভঙ্গের ফলে কোন নতুন প্রদেশ তৈরি হয়?
ক) পূর্ববঙ্গ ও আসাম
খ) পশ্চিমবঙ্গ
গ) বিহার ও উড়িষ্যা
ঘ) উত্তরবঙ্গ
উত্তর: ক) পূর্ববঙ্গ ও আসাম
৭৪। বঙ্গভঙ্গের বিরোধিতা করে কারা?
ক) হিন্দু নেতারা
খ) মুসলিম নেতারা
গ) ইংরেজ শাসকরা
ঘ) কৃষকরা
উত্তর: ক) হিন্দু নেতারা
৭৫। বঙ্গভঙ্গের ফলে কোন সম্প্রদায়ের মধ্যে দূরত্ব বাড়ে?
ক) হিন্দু-মুসলমান
খ) হিন্দু-শিখ
গ) মুসলমান-খ্রিস্টান
ঘ) কৃষক-জমিদার
উত্তর: ক) হিন্দু-মুসলমান
৭৬। বাংলায় মুসলমানদের জন্য প্রথম রাজনৈতিক সংগঠন কোথায় প্রতিষ্ঠিত হয়?
ক) কলকাতা
খ) ঢাকা
গ) মুর্শিদাবাদ
ঘ) শ্রীরামপুর
উত্তর: খ) ঢাকা
৭৭। বঙ্গভঙ্গের ফলে বাংলায় কোন নীতির প্রয়োগ দেখা যায়?
ক) ভাগ করো, শাসন কর
খ) সমানাধিকার
গ) স্বাধীনতা
ঘ) উন্নয়ন
উত্তর: ক) ভাগ কর, শাসন কর
৭৮। ফকির-সন্ন্যাসী বিদ্রোহ কখন সংঘটিত হয়?
ক) ১৭৫৭ সালে
খ) ১৮৫৭ সালে
গ) ১৯০৫ সালে
ঘ) ১৯৪৭ সালে
উত্তর: ক) ১৭৫৭ সালে
৭৯। সিপাহি বিদ্রোহ কত সালে সংঘটিত হয়?
ক) ১৭৫৭
খ) ১৮৫৭
গ) ১৯০৫
ঘ) ১৯৪৭
উত্তর: খ) ১৮৫৭
৮০। সিপাহি বিদ্রোহে বাংলায় কে নেতৃত্ব দেন?
ক) মঙ্গল পান্ডে ও রজব আলী
খ) লক্ষ্মীবাই ও তাঁতিয়া টোপি
গ) বাহাদুর শাহ জাফর
ঘ) ক্ষুদিরাম বসু
উত্তর: ক) মঙ্গল পান্ডে ও রজব আলী
৮১। সিপাহি বিদ্রোহে ঝাঁসির রানি কে ছিলেন?
ক) লক্ষ্মীবাই
খ) প্রীতিলতা ওয়াদ্দেদার
গ) মাস্টারদা সূর্যসেন
ঘ) ক্ষুদিরাম বসু
উত্তর: ক) লক্ষ্মীবাই
৮২। সিপাহি বিদ্রোহে দিল্লির বাদশাহ কে ছিলেন?
ক) বাহাদুর শাহ জাফর
খ) আকবর
গ) শাহ আলম
ঘ) ঔরঙ্গজেব
উত্তর: ক) বাহাদুর শাহ জাফর
৮৩। ১৯০৫ সালের বঙ্গভঙ্গের বিরুদ্ধে কোন আন্দোলন শুরু হয়?
ক) স্বদেশী আন্দোলন
খ) অসহযোগ আন্দোলন
গ) খেলাফত আন্দোলন
ঘ) ভারত ছাড় আন্দোলন
উত্তর: ক) স্বদেশী আন্দোলন
৮৪। স্বদেশী আন্দোলনের সময় কোন পণ্য বর্জন করা হয়?
ক) বিদেশি পণ্য
খ) দেশীয় পণ্য
গ) কৃষি পণ্য
ঘ) শিল্প পণ্য
উত্তর: ক) বিদেশি পণ্য
৮৫। সশস্ত্র বিপ্লবী আন্দোলনের দুটি সংগঠনের নাম কী?
ক) যুগান্তর ও অনুশীলন সমিতি
খ) ভারতীয় জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগ
গ) স্বরাজ পার্টি ও হিন্দু মহাসভা
ঘ) খেলাফত কমিটি ও স্বদেশী সমিতি
উত্তর: ক) যুগান্তর ও অনুশীলন সমিতি
৮৬। ব্রিটিশবিরোধী আন্দোলনের প্রথম নারী শহিদ কে ছিলেন?
ক) প্রীতিলতা ওয়াদ্দেদার
খ) লক্ষ্মীবাই
গ) সরোজিনী নাইডু
ঘ) অরুণা আসফ আলী
উত্তর: ক) প্রীতিলতা ওয়াদ্দেদার
৮৭। ক্ষুদিরাম বসু কে ছিলেন?
ক) বিপ্লবী
খ) রাজনৈতিক নেতা
গ) সমাজ সংস্কারক
ঘ) শিক্ষাবিদ
উত্তর: ক) বিপ্লবী
৮৮। মাস্টারদা সূর্যসেন কে ছিলেন?
ক) বিপ্লবী নেতা
খ) রাজনৈতিক নেতা
গ) সমাজ সংস্কারক
ঘ) শিক্ষাবিদ
উত্তর: ক) বিপ্লবী নেতা
৮৯। নেতাজি সুভাষ বসু কোন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন?
ক) ভারত ছাড় আন্দোলন
খ) স্বদেশী আন্দোলন
গ) অসহযোগ আন্দোলন
ঘ) খেলাফত আন্দোলন
উত্তর: ক) ভারত ছাড় আন্দোলন
৯০। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস কে ছিলেন?
ক) রাজনৈতিক নেতা
খ) বিপ্লবী
গ) সমাজ সংস্কারক
ঘ) শিক্ষাবিদ
উত্তর: ক) রাজনৈতিক নেতা
৯১। শের-ই-বাংলা এ.কে. ফজলুল হক কে ছিলেন?
ক) রাজনৈতিক নেতা
খ) বিপ্লবী
গ) সমাজ সংস্কারক
ঘ) শিক্ষাবিদ
উত্তর: ক) রাজনৈতিক নেতা
৯২। হোসেন শহীদ সোহরাওয়ার্দী কে ছিলেন?
ক) রাজনৈতিক নেতা
খ) বিপ্লবী
গ) সমাজ সংস্কারক
ঘ) শিক্ষাবিদ
উত্তর: ক) রাজনৈতিক নেতা
৯৩। লাহোর প্রস্তাব কত সালে উত্থাপিত হয়?
ক) ১৯৪০
খ) ১৯৪৭
গ) ১৯৫২
ঘ) ১৯৭১
উত্তর: ক) ১৯৪০
৯৪। লাহোর প্রস্তাব কে উত্থাপন করেন?
ক) শের-ই-বাংলা এ.কে. ফজলুল হক
খ) হোসেন শহীদ সোহরাওয়ার্দী
গ) শরৎ বসু
ঘ) মোহাম্মদ আলী জিন্নাহ
উত্তর: ক) শের-ই-বাংলা এ.কে. ফজলুল হক
৯৫। লাহোর প্রস্তাবের ভিত্তিতে কত সালে ভারতবর্ষ ভাগ হয়?
ক) ১৯৪০
খ) ১৯৪৭
গ) ১৯৫২
ঘ) ১৯৭১
উত্তর: খ) ১৯৪৭
৯৬। ভারত বিভক্তির সময় পূর্ববাংলা কোন দেশের সাথে যুক্ত হয়?
ক) ভারত
খ) পাকিস্তান
গ) বাংলাদেশ
ঘ) নেপাল
উত্তর: খ) পাকিস্তান