৬ষ্ঠ শ্রেণির বিজ্ঞান ১ম অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর (জ্ঞানমূূলক)

বিজ্ঞান হল একটি পদ্ধতিগত প্রক্রিয়া যা জ্ঞান অর্জনের জন্য গবেষণা এবং পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে তথ্য সংগ্রহ করে। এটি প্রাকৃতিক ঘটনা, পদার্থ, জীবজগৎ, এবং বিভিন্ন প্রক্রিয়া বোঝার চেষ্টা করে। এই পোস্টে ৬ষ্ঠ শ্রেণির বিজ্ঞান ১ম অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর (জ্ঞানমূূলক) করে দিলাম।

Image with Link Descriptive Text

৬ষ্ঠ শ্রেণির বিজ্ঞান ১ম অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্ন (জ্ঞানমূূলক)

১। কেলভিন কী?
উত্তর : কেলভিন হলো তাপমাত্রার একক ।

২। আলোক ঔজ্জ্বল্যের একক কী?
উত্তর : আলোক ঔজ্জ্বল্যের একক ক্যান্ডেলা ।

৩। বিজ্ঞান কাকে বলে?
উত্তর : বিজ্ঞান হলো প্রকৃতি ও প্রাকৃতিক ঘটনা সম্পর্কে জ্ঞান, যা পর্যবেক্ষণ ও পরীক্ষা থেকে পাওয়া বা পরীক্ষা-নিরীক্ষা দ্বারা সমর্থিত এবং বিজ্ঞানসম্মত একটি দৃষ্টিভঙ্গি ।

৪। বৈজ্ঞানিক প্রক্রিয়া বলতে কী বুঝ?
উত্তর : যে নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণের মাধ্যমে কোনো সমস্যা নির্বাচনের পর ফলাফল প্রকাশ করে বিজ্ঞানের জ্ঞান অর্জন করা যায় তাই বৈজ্ঞানিক প্রক্রিয়া ।

৫। মৌলিক একক কাকে বলে?
উত্তর : যেসব রাশির একক অন্য রাশির এককের উপর নির্ভর করে না বরং ঐসব রাশির এককের সাহায্যে অন্যান্য রাশির একক নির্ণয় করা যায় সেসব রাশির একককে মৌলিক একক বলে ।

৬। বিজ্ঞানমনস্ক কাকে বলে?
উত্তর : যুক্তিযুক্তভাবে চিন্তা করা, অপরের মতামতের মূল্য দেওয়া এবং নিজের ভুল স্বীকার করাকে বিজ্ঞানমনস্ক বলে।

৭। পরীক্ষণ কী?
উত্তর : পরীক্ষণ হলো বিজ্ঞানের নতুন জ্ঞান পাওয়ার একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি।

৮। রাশি কী?
উত্তর : আমরা যা পরিমাপ করি তাই রাশি ।

৯। এসআই পদ্ধতিতে পদার্থের পরিমাণের একক কী?
উত্তর : এসআই পদ্ধতিতে পদার্থের পরিমাণের একক মোল ।

১০। এক মেট্রিক টনে কত কিলোগ্রাম হয়?
উত্তর : এক মেট্রিক টনে ১০০০ কিলোগ্রাম হয় ।

১১। লব্ধ একক কী?
উত্তর : দুই বা ততোধিক এককের সমন্বয়ে গঠিত এককই লব্ধ একক।

১২। মৌলিক একক কয়টি?
উত্তর : মৌলিক একক সাতটি।

১৩। ডরের এসআই একক কী?
উত্তর : ভরের এসআই একক কিলোগ্রাম ।

১৪। সময়ের একক কী?
উত্তর : সময় পরিমাপের সকল পদ্ধতিতেই একক হলো সেকেন্ড ।

১৫। এক সৌরদিন কী?
উত্তর : পৃথিবী নিজ অক্ষের চারপাশে ঘুরে এসে একই অবস্থানে পুনরায় ফিরে আসতে যে সময় লাগে তা হলো এক সৌরদিন।

১৬। দৈর্ঘ্যের একক কী?
উত্তরঃ দৈর্ঘ্যের একক মিটার।

১৭। ক্যান্ডেলা কী?
উত্তরঃ ক্যান্ডেলা হলো দীপন ক্ষমতা অর্থাৎ আলোর ঔজ্জ্বল্য পরিমাপের একক।

১৮। জ্ঞান কী?
উত্তরঃ জ্ঞান হলো কোনো কিছু সম্পর্কে তথ্য।

১৯। এক দিন কী?
উত্তরঃ পৃথিবী নিজ অক্ষের চারপাশে ঘুরে এসে একই অবস্থায় পুনরায় ফিরে আসতে যে সময় লাগে সেটি এক দিন।

২০। পরিমাপের একক কী?
উত্তরঃ যে নির্দিষ্ট পরিমাণের সাথে তুলনা করে কোনো ভৌত রাশির পরিমাপ করা হয় তাই পরিমাপের একক।

২১। তড়িৎ প্রবাহের এককের নাম কি?
উত্তরঃ তড়িৎ প্রবাহের এককের নাম অ্যাম্পিয়ার।

২২। আয়তনের একক কী?
উত্তরঃ আন্তর্জাতিক পদ্ধতিতে আয়তনের একক হচ্ছে ঘনমিটার।

২৩। গ্রাম কী?
উত্তরঃ গ্রাম হচ্ছে ভর পরিমাপের একক।

২৪। F.P.S পদ্ধতির অর্থ কী?
উত্তরঃ FPS পদ্ধতির অর্থ হলো ফুট-পাউন্ড সেকেন্ড (Foot Pound- Second) পদ্ধতি। এটি দৈর্ঘ্য, ভর ও সময় পরিমাপের ব্রিটিশ পদ্ধতি।

২৫। কত কুইন্টালে এক মেট্রিক টন?
উত্তরঃ ১০ কুইন্টালে এক মেট্রিক টন।

২৬। পরিমাপ কী?
উত্তরঃ কোনো কিছুর পরিমাণ নির্ণয় করা হলো পরিমাপ।

২৭। এসআই কী?
উত্তরঃ এসআই হচ্ছে ইন্টারন্যাশনাল সিস্টেমস অব ইউনিটের সংক্ষিপ্ত রূপ। বাংলায় একে বলা হয় এককের আন্তর্জাতিক পদ্ধতি।

২৮। মৌলিক একক কয়টি?
উত্তরঃ মৌলিক একক সাতটি।

২৯। ঘনবস্তু কী?
উত্তরঃ যে বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা রয়েছে তাই ঘনবস্তু।

৩০। সি সি কী ধরনের একক?
উত্তরঃ সি সি একটি যৌগিক একক। তরল পদার্থ পরিমাপে এটি ব্যবহৃত হয়।

৩১। তাপমাত্রা পরিমাপের একক কী?
উত্তরঃ তাপমাত্রা পরিমাপের এসআই একক কেলভিন।

৩২। যৌগিক একক কী?
উত্তরঃ একাধিক মৌলিক এককের সমন্বিত এককই যৌগিক একক।

৩৩। মৌলিক একক কাকে বলে?
উত্তরঃ যেসব রাশির একক অন্য রাশির এককের উপর নির্ভর করে না বরং ঐসব রাশির এককের সাহায্যে অন্যান্য রাশির একক নির্ণয় করা যায় সেসব রাশির একককে মৌলিক একক বলে।

৩৪। লব্ধ একক কাকে বলে?
উত্তরঃ দুই বা ততোধিক এককের সমন্বয়ে গঠিত এককেই লব্ধ একক বলে।

৩৫। বৈজ্ঞানিক প্রক্রিয়া বলতে কী বুঝ?
উত্তরঃ যে নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণের মাধ্যমে কোনো সমস্যা নির্বাচনের পর ফলাফল প্রকাশ করে বিজ্ঞানের জ্ঞান অর্জন করা যায় তাই বৈজ্ঞানিক প্রক্রিয়া।

৩৬। আলোক ঔজ্জ্বল্যের একক কী?
উত্তরঃ আলোক ঔজ্জ্বল্যের একক ক্যান্ডেলা।

Related Posts