Table of Contents
সেই দিন এই মাঠ কবিতার mcq
সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন
১। ‘সেই দিন এই মাঠ’ কবিতার রচয়িতা কে?
ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) জীবনানন্দ দাশ
গ) সুকান্ত ভট্টাচার্য
ঘ) ফররুখ আহমদ
উত্তর: খ) জীবনানন্দ দাশ
২। ‘সেইদিন এই মাঠ’ কবিতাটি কোন কাব্য থেকে নেওয়া হয়েছে?
ক) বনলতা সেন
খ) রূপসী বাংলা
গ) সুরঞ্জনা
ঘ) ধানসিঁড়ি
উত্তর: খ) রূপসী বাংলা
৩। জীবনানন্দ দাশ কিসের কবি হিসেবে পরিচিত?
ক) প্রেমের কবি
খ) বিদ্রোহের কবি
গ) প্রকৃতির কবি
ঘ) শিশুসাহিত্যের কবি
উত্তর: গ) প্রকৃতির কবি
৪। জীবনানন্দ দাশ কবে জন্মগ্রহণ করেন?
ক) ১৮৯৭ সালে
খ) ১৮৯৮ সালে
গ) ১৮৯৯ সালে
ঘ) ১৯০০ সালে
উত্তর: গ) ১৮৯৯ সালে
৫। জীবনানন্দ দাশ কোথায় জন্মগ্রহণ করেন?
ক) কলকাতা
খ) কুষ্টিয়া
গ) বরিশাল
ঘ) ফরিদপুর
উত্তর: গ) বরিশাল
৬। জীবনানন্দ দাশের পিতার নাম কী?
ক) সত্যানন্দ দাশ
খ) যোগেশ দাশ
গ) অমলেন্দু দাশ
ঘ) নবীনচন্দ্র দাশ
উত্তর: ক) সত্যানন্দ দাশ
৭। জীবনানন্দ দাশের মাতার নাম কী?
ক) সরলা দেবী
খ) কুসুমকুমারী দাশ
গ) লীলাবতী দাশ
ঘ) প্রমিলা দেবী
উত্তর: খ) কুসুমকুমারী দাশ
৮। কুসুমকুমারী দাশ কী ছিলেন?
ক) সমাজকর্মী
খ) স্বভাবকবি
গ) শিক্ষিকা
ঘ) সাংবাদিক
উত্তর: খ) স্বভাবকবি
৯। জীবনানন্দ দাশ কোন স্কুলে পড়াশোনা করেন?
ক) বরিশাল উচ্চবিদ্যালয়
খ) ব্রজমোহন স্কুল
গ) জিলা স্কুল
ঘ) ভিক্টোরিয়া স্কুল
উত্তর: খ) ব্রজমোহন স্কুল
১০। জীবনানন্দ দাশ কোন কলেজে পড়াশোনা করেন?
ক) ব্রজমোহন কলেজ
খ) স্কটিশ চার্চ কলেজ
গ) ঢাকা কলেজ
ঘ) সিটি কলেজ
উত্তর: ক) ব্রজমোহন কলেজ
১১। জীবনানন্দ দাশ কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন?
ক) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
খ) রাজশাহী বিশ্ববিদ্যালয়
গ) কলকাতা বিশ্ববিদ্যালয়
ঘ) ঢাকা বিশ্ববিদ্যালয়
উত্তর: গ) কলকাতা বিশ্ববিদ্যালয়
১২। জীবনানন্দ দাশ কোন বিষয়ে এম.এ. ডিগ্রি লাভ করেন?
ক) দর্শন
খ) ইতিহাস
গ) ইংরেজি সাহিত্য
ঘ) বাংলা সাহিত্য
উত্তর: গ) ইংরেজি সাহিত্য
১৩। এম.এ. ডিগ্রি লাভের পর তিনি কী শুরু করেন?
ক) সাংবাদিকতা
খ) অধ্যাপনা
গ) লেখালেখি
ঘ) ব্যবসা
উত্তর: খ) অধ্যাপনা
১৪। জীবনানন্দ দাশ কোন কলেজ থেকে বি.এ. করেছিলেন?
ক) স্কটিশ চার্চ কলেজ
খ) কলকাতার প্রেসিডেন্সি কলেজ
গ) ব্রজমোহন কলেজ
ঘ) সিটি কলেজ
উত্তর: খ) কলকাতার প্রেসিডেন্সি কলেজ
১৫। জীবনানন্দ দাশ প্রধানত কিসের কবি হিসেবে পরিচিত?
ক) প্রেমের কবি
খ) বিদ্রোহের কবি
গ) আধুনিক জীবনচেতনার কবি
ঘ) রোমান্টিক কবি
উত্তর: গ) আধুনিক জীবনচেতনার কবি
১৬। জীবনানন্দ দাশ কোন বিষয়ের প্রতি নিমগ্নচিত্ত ছিলেন?
ক) রাজনীতি
খ) সমাজ
গ) প্রকৃতির রূপবৈচিত্র্য
ঘ) বিজ্ঞান
উত্তর: গ) প্রকৃতির রূপবৈচিত্র্য
১৭। কবির দৃষ্টিতে বাংলাদেশ কেমন ছিল?
ক) দরিদ্র
খ) অনন্য রূপসী
গ) রহস্যময়
ঘ) অচেনা
উত্তর: খ) অনন্য রূপসী
১৮। জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
ক) বনলতা সেন
খ) রূপসী বাংলা
গ) ঝরা পালক
ঘ) ধূসর পাণ্ডুলিপি
উত্তর: গ) ঝরা পালক
১৯। জীবনানন্দ দাশের কোন কাব্যগ্রন্থে তিনি আধুনিকতার ছোঁয়া দেন?
ক) ধূসর পাণ্ডুলিপি
খ) রূপসী বাংলা
গ) বনলতা সেন
ঘ) মাল্যবান
উত্তর: ক) ধূসর পাণ্ডুলিপি
১৯। জীবনানন্দ দাশের বিখ্যাত কাব্যগ্রন্থ কোনটি?
ক) বনলতা সেন
খ) কবিতার কথা
গ) রূপসী বাংলা
ঘ) ঝরা পালক
উত্তর: ক) বনলতা সেন
২০। জীবনানন্দ দাশের গদ্যগ্রন্থ কোনটি?
ক) কবিতার কথা
খ) ধূসর পাণ্ডুলিপি
গ) মাল্যবান
ঘ) ঝরা পালক
উত্তর: ক) কবিতার কথা
২১। জীবনানন্দ দাশের লেখা উপন্যাস কোনটি?
ক) বনলতা সেন
খ) মাল্যবান
গ) ধূসর পাণ্ডুলিপি
ঘ) কবিতার কথা
উত্তর: খ) মাল্যবান
২২। জীবনানন্দ দাশ কবে দুর্ঘটনায় আহত হন?
ক) ১৯৫২ সালের অক্টোবরে
খ) ১৯৫৩ সালের অক্টোবরে
গ) ১৯৫৪ সালের ১৪ই অক্টোবর
ঘ) ১৯৫৫ সালের অক্টোবরে
উত্তর: গ) ১৯৫৪ সালের ১৪ই অক্টোবর
২৩। জীবনানন্দ দাশ কোন দুর্ঘটনায় মারা যান?
ক) ট্রেনে
খ) বাসে
গ) ট্রামে
ঘ) লঞ্চে
উত্তর: গ) ট্রামে
২৪। জীবনানন্দ দাশ কবে মৃত্যুবরণ করেন?
ক) ২২শে অক্টোবর ১৯৫৪
খ) ১৫ই অক্টোবর ১৯৫৪
গ) ২৫শে অক্টোবর ১৯৫৪
ঘ) ২০শে অক্টোবর ১৯৫৪
উত্তর: ক) ২২শে অক্টোবর ১৯৫৪
২৫। জীবনানন্দ দাশ কোথায় মৃত্যুবরণ করেন?
ক) বরিশাল
খ) ঢাকা
গ) কলকাতা
ঘ) কুষ্টিয়া
উত্তর: গ) কলকাতা
২৬। কোন সভ্যতা ধুলো হয়ে আছে?
ক) ব্যাবিলনীয়
খ) সুমেরীয়
গ) ক্যালেডীয়
ঘ) এশিরিয়া
উত্তর: ঘ) এশিরিয়া
২৭। ‘সেই দিন এই মাঠ স্তব্ধ হবে নাকো জানি’- পঙ্ক্তিটিতে কবি ‘মাঠ’ বলতে কী বুঝিয়েছেন?
ক) জীবনপ্রবাহ
খ) সভ্যতার অবস্থান
গ) মানুষের স্বপ্নভূমি
ঘ) প্রাকৃতিক সৌন্দর্য
উত্তর: ঘ) প্রাকৃতিক সৌন্দর্য
২৮। ‘এশিরিয়া ধুলো আজ……’ এখানে ‘এশিরিয়া’ কীসের প্রতীক?
ক) রহস্যময় সৌন্দর্য
খ) শাশ্বত প্রকৃতি
গ) ক্ষয়িষ্ণু সভ্যতা
ঘ) বিচিত্র বিবর্তন
উত্তর: গ) ক্ষয়িষ্ণু সভ্যতা
২৯। মঙ্গলবার্তা কার কণ্ঠে ধ্বনিত হয়?
ক) মাছরাঙা
খ) হুতুমপেঁচা
গ) ডাহুক
ঘ) লক্ষ্মীপেঁচা
উত্তর: ঘ) লক্ষ্মীপেঁচা
৩০। ‘সেইদিন এই মাঠ’ কবিতার কোন চরণে সভ্যতা ক্ষণস্থায়ী বোঝানো হয়েছে?
ক) সেদিনো দেখিবে স্বপ্ন-
খ) আমি চলে যাব বলে
গ) চারিদিকে শান্ত বাতি
ঘ) এশিরিয়া ধুলো আজ
উত্তর: ঘ) এশিরিয়া ধুলো আজ
৩১। ‘সেইদিন এই মাঠ’ কবিতার মূলভাব কী?
ক) মানবসভ্যতার পরিণতি
খ) প্রকৃতির সৌন্দর্য নশ্বর
গ) প্রকৃতির সৌন্দর্য চিরস্থায়ী
ঘ) মানবের মৃত্যুচেতনা
উত্তর: গ) প্রকৃতির সৌন্দর্য চিরস্থায়ী
৩২। বাংলা সাহিত্যে আধুনিক জীবন চেতনার কবি কে?
ক) কাজী নজরুল ইসলাম
খ) সত্যেন্দ্রনাথ দত্ত
গ) জীবনানন্দ দাশ
ঘ) সৈয়দ শামসুল হক
উত্তর: গ) জীবনানন্দ দাশ
৩৩। ‘আমি তো মরে যাব, রেখে যাব সবই’ গানের কথার সাথে ‘সেইদিন এই মাঠ’ কবিতার কোন ভাবের সঙ্গতি আছে?
ক) মৃত্যু চেতনা
খ) মানুষের স্বপ্নময়তা
গ) প্রকৃতির বহমানতা
ঘ) কৃত্রিমতার ধ্বংস
উত্তর: ক) মৃত্যু চেতনা
৩৪। ‘সেইদিন এই মাঠ’ কবিতায় কোনটি শিশিরের জলে ভিজে রহস্যময় সৌন্দর্য ফুটে উঠবে?
ক) মাঠ
খ) চালতাফুল
গ) নদী
ঘ) লক্ষ্মীপেঁচা
উত্তর: খ) চালতাফুল
৩৫। ‘পৃথিবীর এই সব গল্প বেঁচে রবে চিরকাল’- এখানে ‘এই সব গল্প’ দ্বারা কোনটিকে বোঝানো হয়েছে?
ক) মানুষের বিচরণ
খ) সৌন্দর্যের উপমা
গ) প্রাণের প্রবাহ
ঘ) সভ্যতার নিত্য অনুষঙ্গ
উত্তর: খ) সৌন্দর্যের উপমা
৩৬। কবি শিশিরের জলে কোন ফুল ভেজার কথা বলেছেন?
ক) কদম ফুল
খ) শিউলি ফুল
গ) চালতা ফুল
ঘ) হিজল ফুল
উত্তর: গ) চালতা ফুল
৩৭। ‘সেইদিন এই মাঠ’ কবিতার কবি বিস্ময়কর নিপুণতায় কোন বিষয়টি উপস্থাপন করেছেন?
ক) গভীর জীবনবোধ ও জীবন তৃষ্ণা
খ) মানবসৃষ্ট সভ্যতার ক্ষয়িষ্ণু দিক
গ) প্রকৃতির চিরকালীন সৌন্দর্য
ঘ) মানুষের মৃত্যুর স্বাভাবিকতা
উত্তর: গ) প্রকৃতির চিরকালীন সৌন্দর্য
৩৮। ‘পৃথিবীর এইসব গল্প বেঁচে রবে চিরকাল’ বলতে কী বোঝানো হয়েছে?
ক) প্রকৃতির অবিনশ্বরতা
খ) অসাধারণ ঐশ্বর্য
গ) বিস্ময়কর সৌন্দর্য
ঘ) ক্ষয়িষ্ণু হওয়া
উত্তর: ক) প্রকৃতির অবিনশ্বরতা
৩৯। ‘সোনার স্বপ্নের সাধ’ বলতে কবি জীবনানন্দ দাশ কী বুঝিয়েছেন?
ক) প্রকৃতির রহস্যময় সৌন্দর্য
খ) মানুষের শাশ্বত সৌন্দর্যবোধ
গ) প্রাকৃতির সৌন্দর্যের নিত্যতা
ঘ) নান্দনিক সৌন্দর্যের চিরন্তনতা
উত্তর: ক) প্রকৃতির রহস্যময় সৌন্দর্য
৪০। ‘চালতাফুল কি আর ভিজিবে না শিশিরের জলে নরম গন্ধের ঢেউয়ে?”- পঙ্ক্তিটিতে কোন অনুভব ব্যক্ত হয়েছে?
ক) প্রকৃতির শাশ্বত রূপ
খ) কল্পনার প্রসার
গ) সৌন্দর্যবোধ
ঘ) প্রকৃতির বৈচিত্র্য
উত্তর: ক) প্রকৃতির শাশ্বত রূপ
৪১। “পৃথিবীর এই সব গল্প বেঁচে র’বে চিরকাল”- বলতে কবি কী বুঝিয়েছেন?
ক) সভ্যতার বিনির্মাণ
খ) সময় গতিশীল
গ) মানুষের নশ্বরতা
ঘ) প্রকৃতি চিরন্তন
উত্তর: ঘ) প্রকৃতি চিরন্তন
৪২। জীবনানন্দ দাশের কবিতার মৌলিক প্রেরণা কোনটি?
ক) প্রাকৃতিক সৌন্দর্য
খ) স্বদেশপ্রেম
গ) প্রকৃতিপ্রীতি
ঘ) প্রকৃতির রহস্যময় সৌন্দর্য
উত্তর: ঘ) প্রকৃতির রহস্যময় সৌন্দর্য
৪৩। “সেইদিন এই মাঠ’ কবিতায় স্বপ্নকে সোনার সাথে তুলনা করার কারণ, স্বপ্ন—
ক) সুন্দর
খ) কল্পনাতৃপ্ত
গ) চিরন্তন
ঘ) রহস্যময়
উত্তর: গ) চিরন্তন
৪৪। ‘সেইদিন এই মাঠ’ কবিতায় কবির মতে কোনটি টিকে থাকবে না?
ক) নদী
খ) নক্ষত্র
গ) সভ্যতা
ঘ) স্বপ্ন
উত্তর: গ) সভ্যতা
৪৫। ‘সেইদিন এই মাঠ’ কবিতায় কলরব- শান্ত বাতি- ভিজে গন্ধ- মৃদু এগুলো কবির কোন ভাবনার ইঙ্গিতবাহী?
ক) মানবের মৃত্যুচেতনা
খ) প্রকৃতির রহস্যময়তা
গ) প্রকৃতির চিরায়ত রূপ
ঘ) মানবমনের অস্থিরতা
উত্তর: গ) প্রকৃতির চিরায়ত রূপ
৪৬। নক্ষত্রের তলে সেদিনো কে স্বপ্ন দেখবে?
ক) শিশির
খ) নদী
গ) পৃথিবী
ঘ) মাঠ
উত্তর: খ) নদী
৪৭। ‘সেইদিন এই মাঠ’ কবিতায় প্রকৃতির এক শাশ্বত রূপ মূর্ত হয়ে উঠেছে কোন লাইনে?
ক) লক্ষ্মীপেঁচা গান গাবে নাকি তার লক্ষ্মীটির তরে?
খ) সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে।
গ) এশিরিয়া ধুলো আজ বেবিলন ছাই হয়ে আছে।
ঘ) খেয়ানৌকাগুলো এসে লেগেছে চরের খুব কাছে;
উত্তর: ক) লক্ষ্মীপেঁচা গান গাবে নাকি তার লক্ষ্মীটির তরে?
৪৮। লক্ষ্মীপেঁচা তার লক্ষ্মীটির তরে কী করবে?
ক) নাচবে
খ) গান গাইবে
গ) হাসবে
ঘ) অভিনয় করবে
উত্তর: খ) গান গাইবে
৪৯। ‘সেই দিন এই মাঠ স্তব্ধ হবে নাকো জানি’- এখানে ‘মাঠ’ বলতে কী বোঝানো হয়েছে?
ক) প্রকৃতি
খ) ঐশ্বর্য
গ) সভ্যতা
ঘ) সৌন্দর্য
উত্তর: ক) প্রকৃতি
৫০। ‘সেইদিন এই মাঠ’ কবিতার বক্তব্য অনুসারে কোনটির মৃত্যু নেই?
ক) সভ্যতার
খ) মানুষের
গ) স্বপ্নের
ঘ) ঐতিহ্যের
উত্তর: গ) স্বপ্নের
৫১। ‘সেইদিন এই মাঠ’ কবিতায় মানুষের গড়া সভ্যতার নশ্বরতা প্রকাশ পেয়েছে যে চরণে—
ক) পৃথিবীর এইসব গল্প বেঁচে র’বে চিরকাল
খ) সেই দিন এই মাঠ স্তব্ধ হবে নাকো জানি
গ) সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে!
ঘ) এশিরিয়া ধুলো আজ- বেবিলন মাই হয়ে আছে।
উত্তর: ঘ) এশিরিয়া ধুলো আজ- বেবিলন ছাই হয়ে আছে।
৫২। কবিতার শুরুতে কোন শব্দটি ব্যবহৃত হয়েছে?
ক) নদী
খ) মাঠ
গ) স্তব্ধ
ঘ) স্বপ্ন
উত্তর: খ) মাঠ
৫৩। নদী কোথায় দেখা যায় কবিতায়?
ক) চাঁদের আলোয়
খ) সূর্যের তলে
গ) নক্ষত্রের তলে
ঘ) শিশির ভেজা ঘাসে
উত্তর: গ) নক্ষত্রের তলে
৫৪। কবি স্বপ্ন দেখার কথা বলেছেন কোন স্বপ্নের?
ক) সুখস্বপ্ন
খ) মৃত্যুস্বপ্ন
গ) সোনার স্বপ্ন
ঘ) বেদনাস্বপ্ন
উত্তর: গ) সোনার স্বপ্ন
৫৫। পৃথিবীতে কিসের সাধ ঝরে যাবে বলে কবি প্রশ্ন করেছেন?
ক) ভালোবাসার সাধ
খ) সোনার স্বপ্নের সাধ
গ) নক্ষত্রের সাধ
ঘ) জীবনের সাধ
উত্তর: খ) সোনার স্বপ্নের সাধ
৫৬। “আমি চলে যাব বলে” – এখানে ‘আমি’ বলতে কাকে বোঝানো হয়েছে?
ক) কবি নিজেকে
খ) সমাজকে
গ) প্রকৃতিকে
ঘ) নদীকে
উত্তর: ক) কবি নিজেকে
৫৭। কবি চলে গেলেও চালতাফুল কিভাবে ভিজবে?
ক) বৃষ্টিতে
খ) শিশিরে
গ) অশ্রুতে
ঘ) নদীর জলে
উত্তর: খ) শিশিরে
৫৮। চালতাফুল ভিজবে কিসের ঢেউয়ে?
ক) আলো-ছায়ায়
খ) নরম গন্ধের ঢেউয়ে
গ) নদীর ঢেউয়ে
ঘ) স্বপ্নের ঢেউয়ে
উত্তর: খ) নরম গন্ধের ঢেউয়ে
৫৯। লক্ষ্মীপেঁচা কাকে উদ্দেশ করে গান গাইবে?
ক) তার সাথীকে
খ) তার লক্ষ্মীটির তরে
গ) কবিকে
ঘ) চালতাফুলকে
উত্তর: খ) তার লক্ষ্মীটির তরে
৬০। চারিদিকে কী ধরনের পরিবেশের কথা বলা হয়েছে?
ক) শান্ত ও সৌরভময়
খ) অশান্ত ও শুষ্ক
গ) কোলাহলপূর্ণ
ঘ) ঝড়ো ও আতঙ্কিত
উত্তর: ক) শান্ত ও সৌরভময়
৬১। কবিতায় ‘শান্ত বাতি’ শব্দগুচ্ছ কোন দৃশ্য ফুটিয়ে তোলে?
ক) মন্দিরের দৃশ্য
খ) প্রকৃতির স্নিগ্ধতা
গ) গ্রাম্য রাত্রি
ঘ) শহরের ব্যস্ততা
উত্তর: খ) প্রকৃতির স্নিগ্ধতা
৬১। কোন পরিবেশে মৃদু কলরব শোনা যায়?
ক) শহরে
খ) প্রকৃতিতে
গ) চরে
ঘ) নৌকায়
উত্তর: খ) প্রকৃতিতে
৬২। খেয়ানৌকো কোথায় এসে লেগেছে?
ক) ঘাটে
খ) নদীর মাঝখানে
গ) চরের কাছে
ঘ) বন্দরঘাটে
উত্তর: গ) চরের কাছে
৬৩। কবি বলেছেন পৃথিবীর এইসব গল্প কেমন থাকবে?
ক) মুছে যাবে
খ) হারিয়ে যাবে
গ) বেঁচে রবে চিরকাল
ঘ) অর্ধেক থাকবে
উত্তর: গ) বেঁচে রবে চিরকাল
৬৪। কবিতায় কোন প্রাচীন সভ্যতার নাম এসেছে?
ক) সিন্ধু
খ) মিশর
গ) এশিরিয়া
ঘ) হরপ্পা
উত্তর: গ) এশিরিয়া
৬৫। এশিরিয়া আজ কিসে পরিণত হয়েছে বলা হয়েছে?
ক) অরণ্যে
খ) ধুলোয়
গ) নদীতে
ঘ) ইতিহাসে
উত্তর: খ) ধুলোয়
৬৬। কবিতায় কোন আরেকটি সভ্যতার নাম এসেছে?
ক) গ্রিস
খ) রোম
গ) বেবিলন
ঘ) মিশর
উত্তর: গ) বেবিলন
৬৭। কবিতায় কোন প্রাণীর উল্লেখ আছে?
ক) শালিক
খ) পেঁচা
গ) বক
ঘ) চড়ুই
উত্তর: খ) পেঁচা
৬৮। কবি পৃথিবীর গল্পকে কিসের সাথে তুলনা করেছেন?
ক) নক্ষত্রের
খ) ধূলির
গ) ইতিহাসের
ঘ) নদীর
উত্তর: গ) ইতিহাসের
৬৯। কবিতায় জীবনানন্দ দাশের মৌলিক প্রেরণা কী?
ক) প্রেম
খ) বিদ্রোহ
গ) প্রকৃতির রহস্যময় সৌন্দর্য
ঘ) রাজনীতি
উত্তর: গ) প্রকৃতির রহস্যময় সৌন্দর্য
৭০। কবির মতে প্রকৃতি কি কখনো হারাবে না?
ক) রূপ-রস-গন্ধ
খ) শক্তি
গ) সভ্যতা
ঘ) সঙ্গীত
উত্তর: ক) রূপ-রস-গন্ধ
৭১। “আমি চলে যাব বলে” – এর দ্বারা কবি কী বোঝাতে চেয়েছেন?
ক) চিরস্থায়ী জীবন
খ) জীবনের ক্ষণস্থায়িত্ব
গ) প্রকৃতির ধ্বংস
ঘ) সভ্যতার উন্নতি
উত্তর: খ) জীবনের ক্ষণস্থায়িত্ব
৭২। শিশিরের জলে চালতাফুল ভিজে কী সৃষ্টি করে?
ক) বেদনা
খ) রহস্যময় সৌন্দর্য
গ) নিঃসঙ্গতা
ঘ) অন্ধকার
উত্তর: খ) রহস্যময় সৌন্দর্য
৭৩। শিশির ভেজা চালতাফুলের গন্ধ প্রবাহিত হবে কতকাল?
ক) কিছুদিন
খ) শতাব্দীকাল
গ) অনন্তকালব্যাপী
ঘ) অল্প সময়
উত্তর: গ) অনন্তকালব্যাপী
৭৪। কবিতায় কোন দুটি সভ্যতার নাম এসেছে?
ক) গ্রিস ও রোম
খ) এশিরিয়া ও ব্যাবিলন
গ) মিশর ও সিন্ধু
ঘ) হরপ্পা ও মহেঞ্জোদারো
উত্তর: খ) এশিরিয়া ও ব্যাবিলন
৭৫। এশিরিয়ার বর্তমান অবস্থা কী বলা হয়েছে?
ক) নদীতে বিলীন
খ) ধুলো
গ) পাথর
ঘ) বনভূমি
উত্তর: খ) ধুলো
৭৬। ব্যাবিলনের বর্তমান অবস্থা কী বলা হয়েছে?
ক) ধ্বংসস্তূপ
খ) ছাই
গ) নদীর তলদেশ
ঘ) শূন্য ভূমি
উত্তর: খ) ছাই
৭৭। সভ্যতার পতনের বিপরীতে কী চিরকাল প্রাণময় থাকে?
ক) ইতিহাস
খ) প্রকৃতি
গ) মানুষ
ঘ) রাজনীতি
উত্তর: খ) প্রকৃতি
৭৮। প্রকৃতির মধ্যে কী কখনো শেষ হয় না?
ক) যুদ্ধ
খ) রাজনীতি
গ) অফুরন্ত সৌন্দর্য
ঘ) সভ্যতার গল্প
উত্তর: গ) অফুরন্ত সৌন্দর্য
৭৯। চালতাফুলে কী পড়ে?
ক) বৃষ্টি
খ) অশ্রু
গ) শিশির
ঘ) রোদ
উত্তর: গ) শিশির
৮০। লক্ষ্মীপেঁচকের কণ্ঠে কী ধ্বনিত হয়?
ক) দুঃখের সুর
খ) মৃত্যুর বার্তা
গ) মঙ্গলবার্তা
ঘ) প্রেমের গান
উত্তর: গ) মঙ্গলবার্তা
৮১। মৃত্যুর পরও কোথায় রেশ থাকে না?
ক) প্রকৃতিতে
খ) মানুষের মনে
গ) কবিতায়
ঘ) সভ্যতায়
উত্তর: ক) প্রকৃতিতে
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন
৮২। “পৃথিবীর এইসব গল্প বেঁচে রবে চিরকাল”- এখানে প্রকাশ পেয়েছে-
i. প্রকৃতির নিত্যতা
ii. জগতের সৌন্দর্যময়তা
iii. পৃথিবীর বহমানতা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: ঘ) i, ii ও iii
৮৩। এশিরিয়, বেবিলন-
i. সভ্যতা
ii. ইতিহাস
iii. চিরস্থায়ী নয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: ঘ) i, ii ও iii
৮৪। ‘সেইদিন এই মাঠ’ কবিতায় যে সভ্যতার কথা বলা হয়েছে, তা হলো-
i. এশিরীয়
ii. বেবিলনীয়
iii. মিশরীয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: ঘ) i, ii ও iii
৮৫। ‘সেইদিন এই মাঠ’ কবিতার মূল প্রতিপাদ্য বিষয় হলো-
i. প্রকৃতির রহস্যময় সৌন্দর্যের অবিনশ্বরতা
ii. সভ্যতার বিবর্তনের বর্ণনা
iii. মানুষের স্বপ্নের অবিনশ্বরতা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: খ) i ও iii
৮৬। সেই সাতজন নেই আজ টেবিলটা তবু আছে সাতটা পেয়ালা আজও খালি নেই একই সে বাগানে আজ এসেছে নতুন কুঁড়ি শুধু সেই সেদিনের মালী নেই- উদ্দীপকের সাথে ‘সেইদিন এই মাঠ’ কবিতার ভাবগত ঐক্য রয়েছে-
i. প্রকৃতির অবিনশ্বরতায়
ii. মানুষের স্বপ্নের অমরতায়
iii. জীবনের অবশ্যম্ভাবী পরিণতিতে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: ঘ) i, ii ও iii
৮৭। ‘চালতাফুল কি আর ভিজিবে না শিশিরের জলে’- এই বাক্যে কবি বোঝাতে চেয়েছেন-
i. প্রকৃতি চিরকাল ব্যস্ত থাকে
ii. চালতা ফুলে অবিরাম শিশির পড়ে
iii. এ জগতে সৌন্দর্যের মৃত্যু নেই
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: খ) i ও iii
৮৮। জগতে সৌন্দর্যের মৃত্যু নেই- কথাটি নিচের কোন চরণগুলোতে প্রকাশিত হয়েছে?
i. এই নদী নক্ষত্রের তলে সেদিনো দেখিবে স্বপ্ন
ii. সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে
iii. খেয়ানৌকাগুলো এসে লেগেছে চরের খুব কাছে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: ক) i ও ii