নাট্যকার মামুনুর রশীদ রচিত ‘সেই ছেলেটি’ একটি নাটিকা। নাটিকাটিতে একটি বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর প্রতি সহানুভূতি প্রকাশ পেয়েছে। এই পোস্টে সেই ছেলেটি গল্পের MCQ | বহুনির্বাচনি প্রশ্ন উত্তর লিখে দিলাম।
সেই ছেলেটি গল্পের mcq
১। নাটিকার প্রথমে কারা গান গাইতে গাইতে স্কুলে যাচ্ছিল?
ক) সোমেন, সাবু, মিঠু
খ) সোমেন, সাবু, আরজু
গ) সাবু, আরজু, লতিফ
ঘ) সোমেন, সাবু, লতিফ
উত্তর: খ) সোমেন, সাবু, আরজু
২। কে হঠাৎ থেমে যায় মাঝপথে?
ক) সাবু
খ) আরজু
গ) সোমেন
ঘ) মিঠু
উত্তর: খ) আরজু
৩। কেন থেমে যায় আরজু?
ক) ক্ষুধার কারণে
খ) পা ব্যথার কারণে
গ) বন্ধুদের সঙ্গে অভিমান করে
ঘ) স্যারের ভয় পেয়ে
উত্তর: খ) পা ব্যথার কারণে
৪। সাবু কেন বারবার বিরক্ত হয় আরজুর ওপর?
ক) ওকে বই দিতে হয় বলে
খ) আরজুর জন্য স্যারের বকুনি খেতে হয় বলে
গ) আরজু সবসময় দেরি করে বলে
ঘ) আরজু খেলতে চায় না বলে
উত্তর: খ) আরজুর জন্য স্যারের বকুনি খেতে হয় বলে
৫। কে আরজুকে বলেছিল— “ঠিক আছে তোরা যা, আমি একাই যাব”?
ক) সাবু
খ) সোমেন
গ) আরজু
ঘ) মিঠু
উত্তর: গ) আরজু
৬। কে আরজুর কাছে ফিরে আসে আবার?
ক) সোমেন
খ) সাবু
গ) লতিফ স্যার
ঘ) আইসক্রিমওয়ালা
উত্তর: খ) সাবু
৭। আরজুর সঙ্গে প্রথমে কার দেখা হয় বসে থাকার সময়?
ক) হাওয়াই মিঠাইওয়ালা
খ) আইসক্রিমওয়ালা
গ) মিঠু
ঘ) সোমেন
উত্তর: খ) আইসক্রিমওয়ালা
৮। আইসক্রিমওয়ালা স্কুল ফাঁকি দেওয়ার জন্য কী বলে?
ক) এটা কোনো সমস্যা নয়
খ) এতে অনেক মজা হয়
গ) এটা খুব খারাপ
ঘ) এটা সবার অভ্যাস
উত্তর: গ) এটা খুব খারাপ
৯। আইসক্রিমওয়ালা নিজের জীবনের কী অভিজ্ঞতা শেয়ার করে?
ক) সে পড়াশোনা করেছে
খ) সে কখনো স্কুলে যায়নি
গ) সে স্কুল ফাঁকি দিত, তাই এখন ফেরিওয়ালা
ঘ) সে শিক্ষক হতে চেয়েছিল
উত্তর: গ) সে স্কুল ফাঁকি দিত, তাই এখন ফেরিওয়ালা
১০। টিফিন পিরিয়ডে আইসক্রিমওয়ালা কেন স্কুলে আসে না?
ক) সময় হয় না
খ) ছাত্ররা কিনে না
গ) স্কুলে প্রবেশ নিষেধ
ঘ) দূরে থাকে
উত্তর: ক) সময় হয় না
১১। আইসক্রিমওয়ালার পর কে আসে?
ক) মিঠু
খ) হাওয়াই মিঠাইওয়ালা
গ) সাবু
ঘ) লতিফ স্যার
উত্তর: খ) হাওয়াই মিঠাইওয়ালা
১২। হাওয়াই মিঠাইওয়ালা কেন বলে তার মিঠাই মিলিয়ে যায়?
ক) মাটি পড়ে যায়
খ) পচে যায়
গ) মেঘের মতো হালকা বলে
ঘ) বাচ্চারা নিয়ে পালায়
উত্তর: গ) মেঘের মতো হালকা বলে
১৩। আরজু কী নিয়ে দ্বিধায় পড়ে?
ক) স্কুল যাবে নাকি বাড়ি যাবে
খ) বন্ধুদের সাথে অভিমান করবে কিনা
গ) মিঠাই খাবে নাকি আইসক্রিম খাবে
ঘ) স্যারের কাছে ক্ষমা চাইবে কিনা
উত্তর: ক) স্কুল যাবে নাকি বাড়ি যাবে
১৪। টিফিনের ঘন্টা বাজার পর কে আসে?
ক) আইসক্রিমওয়ালা
খ) লতিফ স্যার
গ) মিঠু
ঘ) হাওয়াই মিঠাইওয়ালা
উত্তর: খ) লতিফ স্যার
১৫। লতিফ স্যার প্রথম কাকে জিজ্ঞেস করেন আরজুর খোঁজে?
ক) সোমেন
খ) সাবু
গ) মিঠু
ঘ) হাওয়াই মিঠাইওয়ালা
উত্তর: খ) সাবু
১৬। সাবু কী বলে আরজুর ব্যাপারে?
ক) ও সবসময় চুপচাপ থাকে
খ) মাঝপথে ফেলে রেখে যায়
গ) স্যারের ভয় পায়
ঘ) ওদের সাথে খেলতে চায় না
উত্তর: খ) মাঝপথে ফেলে রেখে যায়
১৭। স্যার কেন সন্দেহ করেন?
ক) আরজু চুরি করে
খ) আরজুর শরীরে সমস্যা থাকতে পারে
গ) আরজু অলস
ঘ) আরজু স্কুল ভালোবাসে না
উত্তর: খ) আরজুর শরীরে সমস্যা থাকতে পারে
১৮। লতিফ স্যার কাকে জিজ্ঞেস করেন— “আরজু ইচ্ছে করেই আসে না?”
ক) সাবু
খ) সোমেন
গ) মিঠু
ঘ) আইসক্রিমওয়ালা
উত্তর: খ) সোমেন
১৯। সোমেন কী বলে?
ক) আরজু ইচ্ছে করে আসে না
খ) আরজুর হঠাৎ সমস্যা হয়
গ) আরজু অসুস্থ
ঘ) আরজু বাড়ি চলে যায়
উত্তর: খ) আরজুর হঠাৎ সমস্যা হয়
২০। মিঠু কোথায় দেখে আরজুকে?
ক) আমবাগানে
খ) মাঠে
গ) বাজারে
ঘ) স্কুলের পাশে
উত্তর: ক) আমবাগানে
২১। আরজু মিঠুকে কী জিজ্ঞেস করেছিল?
ক) স্কুলে যাবে কিনা
খ) মিঠাই কিনবে কিনা
গ) লতিফ স্যারকে চেনে কিনা
ঘ) তার বাবাকে দেখেছে কিনা
উত্তর: ক) স্কুলে যাবে কিনা
২২। মিঠু কোথায় যাচ্ছিল?
ক) বাড়ি
খ) স্কুল
গ) বাজার
ঘ) মাঠ
উত্তর: গ) বাজার
২৩। লতিফ স্যার কোথায় যাওয়ার সিদ্ধান্ত নেন?
ক) বাজারে
খ) আমবাগানে
গ) বাড়িতে
ঘ) খেলার মাঠে
উত্তর: খ) আমবাগানে
২৪। কারা স্যারের সাথে যেতে অনিচ্ছা প্রকাশ করে?
ক) সোমেন
খ) সাবু
গ) মিঠু
ঘ) দুজনই (সোমেন-সাবু)
উত্তর: ঘ) দুজনই (সোমেন-সাবু)
২৫। আরজু আমবাগানে কাকে ডাকতে থাকে?
ক) আইসক্রিমওয়ালা
খ) পাখিকে
গ) হাওয়াই মিঠাইওয়ালা
ঘ) মিঠু
উত্তর: খ) পাখিকে
২৬। আরজু কোন পাখির নাম উল্লেখ করে?
ক) শালিক
খ) কাক
গ) ময়না
ঘ) টিয়া
উত্তর: ক) শালিক
২৭। আরজু মেঘকে কী অনুরোধ করে?
ক) তাকে বাড়ি নিয়ে যেতে
খ) তাকে স্কুলে নিয়ে যেতে
গ) তাকে মিঠাই দিতে
ঘ) তাকে খেলতে ডেকে আনতে
উত্তর: খ) তাকে স্কুলে নিয়ে যেতে
২৮। আরজু কেন কাঁদতে থাকে?
ক) বন্ধুরা তাকে ফেলে গেছে
খ) আইসক্রিম পায়নি
গ) মিঠাই কিনতে পারেনি
ঘ) বাবা রাগ করেছে
উত্তর: ক) বন্ধুরা তাকে ফেলে গেছে
২৯। কে এসে দেখে আরজু কাঁদছে?
ক) সাবু
খ) লতিফ স্যার
গ) আইসক্রিমওয়ালা
ঘ) মিঠু
উত্তর: খ) লতিফ স্যার
৩০। আরজু কী সমস্যার কথা জানায়?
ক) চোখে দেখে না
খ) বেশি দূর হাঁটতে পারে না
গ) কানে শোনে না
ঘ) ঘুম পায়
উত্তর: খ) বেশি দূর হাঁটতে পারে না
৩১। আরজুর পা কেন দুর্বল?
ক) জন্ম থেকেই
খ) ছোটোবেলার রোগের কারণে
গ) দুর্ঘটনার কারণ
ঘ) খেলতে গিয়ে
উত্তর: খ) ছোটোবেলার রোগের কারণে
৩২। আরজুর বাবা কী বলে?
ক) ডাক্তার দেখাতে
খ) হাঁটাহাঁটি করলে ভালো হয়ে যাবে
গ) স্কুল বন্ধ রাখতে
ঘ) বই পড়তে
উত্তর: খ) হাঁটাহাঁটি করলে ভালো হয়ে যাবে
৩৩। মা কী করে আরজুর রোগের জন্য?
ক) কাঁদে
খ) ডাক্তার দেখায়
গ) লুকায়
ঘ) ওষুধ খাওয়ায়
উত্তর: ক) কাঁদে
৩৪। স্যার কী বলেন?
ক) এটা কোনো রোগ নয়
খ) এটা রোগ, পা চিকন হয়ে গেছে
গ) ভয় পাওয়ার কিছু নেই
ঘ) আরজু অলস
উত্তর: খ) এটা রোগ, পা চিকন হয়ে গেছে
৩৫। সোমেন কী বলে যদি তারা জানত সমস্যাটা?
ক) ওকে বাড়ি পাঠাত
খ) ওকে বই দিত
গ) দুজনে ধরে স্কুলে নিয়ে যেত
ঘ) খেলাধুলা বন্ধ করত
উত্তর: গ) দুজনে ধরে স্কুলে নিয়ে যেত
৩৬। শেষে আরজু কোথায় যাওয়ার সিদ্ধান্ত নেয়?
ক) বাড়ি
খ) স্কুল
গ) বাজার
ঘ) মাঠ
উত্তর: খ) স্কুল
৩৭। কার কাঁধে ভর দিয়ে আরজু হাঁটে?
ক) সাবু
খ) সোমেন
গ) দুজনেই
ঘ) স্যার
উত্তর: গ) দুজনেই
৩৮। স্যার কী প্রতিশ্রুতি দেন?
ক) ওকে খেলাধুলা শেখাবেন
খ) চিকিৎসার ব্যবস্থা করবেন
গ) আইসক্রিম কিনে দেবেন
ঘ) স্কুলে পরীক্ষা নেবেন না
উত্তর: খ) চিকিৎসার ব্যবস্থা করবেন
৩৯। নাটিকার নাম কী?
ক) ছোট্ট বন্ধু
খ) সেই ছেলেটি
গ) স্কুল জীবন
ঘ) আরজুর গল্প
উত্তর: খ) সেই ছেলেটি
৪০। নাটিকার রচয়িতা কে?
ক) সেলিনা হোসেন
খ) মামুনুর রশীদ
গ) জসীমউদ্দিন
ঘ) হুমায়ূন আহমেদ
উত্তর: খ) মামুনুর রশীদ
৪১। মামুনুর রশীদের জন্মসাল কত?
ক) ১৯৪৬ খ্রিষ্টাব্দে
খ) ১৯৪৭ খ্রিষ্টাব্দে
গ) ১৯৪৮ খ্রিষ্টাব্দে
ঘ) ১৯৫০ খ্রিষ্টাব্দে
উত্তর: গ) ১৯৪৮ খ্রিষ্টাব্দে
৪২। মামুনুর রশীদের জন্মস্থান কোথায়?
ক) ঢাকা
খ) টাঙ্গাইল
গ) ময়মনসিংহ
ঘ) কুমিল্লা
উত্তর: খ) টাঙ্গাইল
৪৩। নাটিকায় কোন চরিত্র দায়িত্বশীল শিক্ষকের প্রতীক?
ক) সাবু
খ) সোমেন
গ) লতিফ স্যার
ঘ) আইসক্রিমওয়ালা
উত্তর: গ) লতিফ স্যার
৪৪। নাটিকার শেষে কী শিক্ষা দেয়?
ক) পড়াশোনার গুরুত্ব
খ) বন্ধুত্ব ও সহমর্মিতা
গ) খেলাধুলার আনন্দ
ঘ) বাজারে যাওয়া খারাপ
উত্তর: খ) বন্ধুত্ব ও সহমর্মিতা
৪৫। কোন চরিত্র প্রথমে অসহায় আরজুকে সাহায্য করে না?
ক) সাবু
খ) সোমেন
গ) মিঠু
ঘ) লতিফ স্যার
উত্তর: ক) সাবু
৪৬। আইসক্রিমওয়ালার জীবনের অভিজ্ঞতা শিশুদের কী শেখায়?
ক) খেলাধুলা ভালো
খ) পড়াশোনা না করলে কষ্ট হয়
গ) বাজারে যেতে নেই
ঘ) মিঠাই মজার
উত্তর: খ) পড়াশোনা না করলে কষ্ট হয়
৪৭। নাটিকার শেষ দৃশ্যে কোন আবেগ সবচেয়ে বেশি ফুটে ওঠে?
ক) ভয়
খ) সহমর্মিতা
গ) রাগ
ঘ) আনন্দ
উত্তর: খ) সহমর্মিতা
৪৮। মামুনুর রশীদ কোন খাতে বাংলাদেশের বিশিষ্ট ব্যক্তিত্ব?
ক) সাহিত্য ও সাংবাদিকতা
খ) নাট্যকার, অভিনেতা ও নির্দেশক
গ) বিজ্ঞান ও প্রযুক্তি
ঘ) চিত্রকলা
উত্তর: খ) নাট্যকার, অভিনেতা ও নির্দেশক
৪৯। নিম্নের কোনটি মামুনুর রশীদের রচিত নাটক নয়?
ক) ওরা কদম আলী
খ) ওরা আছে বলেই
গ) ইবলিশ
ঘ) কবর
উত্তর: ঘ) কবর
৫০। মামুনুর রশীদের ‘গিনিপিগ’ কি?
ক) গল্প
খ) প্রবন্ধ
গ) নাটক
ঘ) কবিতা
উত্তর: গ) নাটক