সাম্যবাদী কবিতার MCQ প্রশ্ন উত্তর (বহুনির্বাচনি)

সাম্যবাদী কবিতা কাজী নজরুল ইসলামের কবিতাশৈলী যা সমাজের বৈষম্য দূর করে সাম্য, ন্যায় ও শ্রেণীহীন সমাজব্যবস্থার আদর্শকে কেন্দ্র করে রচিত। এই পোস্টে সাম্যবাদী কবিতার MCQ প্রশ্ন উত্তর (বহুনির্বাচনি) লিখে দিলাম।

সাম্যবাদী কবিতার MCQ

১। নিজ প্রাণ খুলে দেখলে কী পাওয়া যাবে?
(ক) সকল যুগাবতার
(খ) সকল দেবতা
(গ) সকল শাস্ত্ৰ ✔
(ঘ) পুঁথি-কঙ্কাল

২। ‘সাম্যবাদী’ কবিতায় কোথায় শূল হানছে?
(ক) হিয়ায়
(খ) পিঠে
(গ) মগজে ✔
(ঘ) বুকে

৩। কাকে মৃত কঙ্কালের সাথে তুলনা করা হয়েছে?
(ক) পুঁথিকে ✔
(খ) অন্তরকে
(গ) দেবতাকে
(ঘ) মন্দিরকে

৪। ইরানের নাগরিক কারা?
(ক) জৈনরা
(খ) পার্সিরা ✔
(গ) ভীলরা
(ঘ) গারোরা

৫। ‘সাম্যবাদী’ কবিতায় শুধু ধর্মগ্রন্থ পড়াকে কী বলা হয়েছে?
(ক) উপাসনা
(খ) গারোরা
(গ) পণ্ডশ্রম ✔
(ঘ) পবিত্রতা

৬। বাইবেল-ত্রিপিটক-জেন্দাবেস্তা-এসবকে কী বলা হয়?
(ক) পুস্তক
(খ) পুথি
(গ) ধর্মগ্রন্থ ✔
(ঘ) বই

৭। কুরানের সাম্য-গান বলতে কী বোঝায়?
(ক) কুরানের সাম্যের বাণী ✔
(খ) কুরানের অনুভূতির গান
(গ) কুরানের শিক্ষা
(ঘ) কুরানের কাব্য

৮। আরব-দুলাল বলতে কাকে বোঝানো হয়েছে?
(ক) হযরত মুহম্মদ (স)-কে ✔
(খ) ধর্মগ্রন্থ
(গ) কেতাব
(ঘ) হযরত আদম (আ)-কে

৯। শাক্যমুনি রাজ্য ত্যাগ করলেন কেন?
(ক) জীবন খোঁজার জন্য
(খ) বেদনার ডাক শুনে ✔
(গ) শোষণ থেকে মুক্তির জন্য
(ঘ) শান্তির সন্ধানে

১০। কোথায় বসে হিন্দু-মুসলিম-খ্রিষ্টান এক হয়ে গেছে?
(ক) বাংলাদেশে
(খ) সাম্যের স্থানে ✔
(গ) সভায়
(ঘ) মন্দিরে

১১। হযরত ঈসা (আ), হযরত মুসা (আ) কোথায় বসে সত্যের পরিচয় পেলেন?
(ক) হৃদয়ে ✔
(খ) মক্কায়
(গ) মরুভূমিতে
(ঘ) মদিনায়

১২। কোথায় এসে সকল রাজমুকুট লুটিয়ে পড়ে?
(ক) রাজ্যে
(খ) কবরে
(গ) হৃদয়ে ✔
(ঘ) মাঠে

১৩। পার্স্যের অগ্নি উপাসকদের ধর্মগ্রন্থের নাম কী?
(ক) বেদ
(খ) বাইবেল
(গ) আবেস্তা ✔
(ঘ) ত্রিপিটক

১৪। বাঁশির কিশোর কে?
(ক) ঈসা
(খ) শ্রীকৃষ্ণ ✔
(গ) বুদ্ধ
(ঘ) মুসা

১৫। মানবের মহা-বেদনার ডাক শুনে কে রাজ্য ত্যাগ করেন?
(ক) আরব-দুলাল
(খ) বাঁশির কিশোর
(গ) শাক্যমুনি ✔
(ঘ) হযরত মুসা

১৬। কিসের চেয়ে বড় মন্দির-কাবা?
(ক) মগজের
(খ) মথুরার
(গ) কেতাবের
(ঘ) হৃদয়ের ✔

১৭। ‘হাসিছেন তিনি অমৃত-হিয়ার নিভৃত অন্তরালে!’-কেন?
(ক) মানুষ পুঁথির কঙ্কালে দেবতার সন্ধান করছে বলে ✔
(খ) দেবতা বিশ্ব-দেউলে রয়েছেন বলে
(গ) শান্তির জন্য
(ঘ) সত্যের খোঁজে

১৮। কে অমৃত-হিয়ার নিভৃত অন্তরালে হাসেন?
(ক) ঈসা
(খ) মুসা
(গ) আরব দুলাল
(ঘ) দেবতা-ঠাকুর ✔

১৯। ‘সাম্যবাদী’ কবিতায় কোথায় তাজা ফুল ফোটে?
(ক) বাগানে
(খ) নদীর তীরে
(গ) পথে ✔
(ঘ) মন্দিরে

২০। এই কন্দরে বসে কে কুরানের সাম্য-গান গেয়েছেন?
(ক) শাক্যমুনি
(খ) আরব দুলাল ✔
(গ) ঈসা
(ঘ) মুসা

২১। কোন মুনি রাজ্য ত্যাগ করলেন?
(ক) শ্রীকৃষ্ণ
(খ) গৌতম
(গ) শাক্যমুনি ✔
(ঘ) হযরত ঈসা

২২। ত্রিপিটক কাদের ধর্মগ্রন্থ?
(ক) শ্রীকৃষ্ণ
(খ) হিন্দুদের
(গ) বৌদ্ধদের ✔
(ঘ) খ্রিষ্টানদের

২৩। এই মাঠে বসে কারা খোদার মিতা হলেন?
(ক) মুসলমানের
(খ) নবিরা ✔
(গ) মানুষ
(ঘ) ধর্মগ্রন্থ

২৪। চার্বাক মুনি কী ছিলেন?
(ক) ধর্মভীরু
(খ) দার্শনিক ✔
(গ) নাস্তিক
(ঘ) আস্তিক

২৫। বিভিন্ন যুগে অবতীর্ণ মহাপুরুষকে কী বলা হয়?
(ক) যুগাবতার ✔
(খ) অবতার
(গ) মহাবতার
(ঘ) ভিন্নাবতার

২৬। মহাবীর প্রতিষ্ঠিত জাতি কোনটি?
(ক) আর্য
(খ) ফরাসি ✔
(গ) বৌদ্ধ
(ঘ) জৈন

২৭। কোথায় বসে বাঁশির কিশোর মহা-গীতা গাইলেন?
(ক) পথে বসে
(খ) মাঠে বসে
(গ) রণভূমে ✔
(ঘ) মন্দিরে

২৮। কে মহা-গীতা গাইলেন?
(ক) বাঁশির কিশোর ✔
(খ) রাখাল বালক
(গ) রামচন্দ্র
(ঘ) গৌতম

২৯। সাম্যের গান বলতে কী গান বোঝানো হয়েছে?
(ক) ধর্মীয় গান
(খ) সামাজিক গান
(গ) মানবতার গান ✔
(ঘ) সাম্প্রদায়িক গান
উত্তর: (গ) মানবতার গান

৩০। সাঁওতাল, ভীল, গারোদের কী বলা হয়?
(ক) ছোট জাত
(খ) আদিবাসী
(গ) ক্ষুদ্র নৃগোষ্ঠী ✔
(ঘ) উপজাতি

৩১। যুগাবতার বলতে কী বোঝ?
(ক) বিভিন্ন যুগের মনীষীগণ ✔
(খ) একটিমাত্র যুগের মনী
(গ) অস্পৃশ্য
(ঘ) যুগের মানুষ

৩২। মেষের রাখাল, নবিগণ আল্লাহর মিতা হলো কোথায়?
(ক) হৃদয় মাঠে ✔
(খ) মন্দিরে
(গ) কল্পনাতে
(ঘ) বন্দরে

৩৩। এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসে কে সাধনা করেন?
(ক) শাক্যমুনি ✔
(খ) চার্বাক
(গ) যিশু খ্রিষ্ট
(ঘ) আরব-দুলাল

৩৪। কাজী নজরুল ইসলাম হিয়াকে কিসের সঙ্গে তুলনা করেছেন?
(ক) কঙ্কালের
(খ) মগজের
(গ) অমৃতের ✔
(ঘ) শূলের

৩৫। সাম্যবাদী কবিতায় প্রাধান্য পেয়েছে-
(ক) স্বদেশপ্রেম
(খ) বিদ্রোহ চেতনা
(গ) পুঁথি-কেতাব’ পাঠ
(ঘ) সাম্যবাদী মানসিকতা পোষণ ✔

৩৬। বিভিন্ন যুগে অবতীর্ণ মহাপুরুষদের কী বলা হয়?
(ক) যুগাবতার ✔
(খ) মহাবতার
(গ) অবতার
(ঘ) ভিন্নাবতার

৩৭। কবিতায় হযরত মুহম্মদ (স)-কে কী নামে সম্বোধন করা হয়েছে?
(ক) দ্বীনের নবি
(খ) ইসলাম প্রতিষ্ঠাতা
(গ) শ্রেষ্ঠ নবি
(ঘ) আরব-দুলাল ✔

৩৮। বিশ্ব-মুসলিমের অন্যতম তীর্থক্ষেত্র কোনটি?
(ক) কাবা-ভবন ✔
(খ) বায়তুল মোকাদ্দাস
(গ) জেরুজালেম
(ঘ) মদিনা

৩৯। সকল শাস্ত্র খুঁজে দেখার জন্য কবি মানুষকে কী বলে সম্বোধন করেছেন?
(ক) দেবতা
(খ) ঠাকুর
(গ) সখা ✔
(ঘ) ওহি

৪০। কার মুখনিঃসৃত বাণীই শ্রীমদ্‌ভগবদগীতা?
(ক) শ্রীকৃষ্ণের ✔
(খ) ঈসার
(গ) মুসার
(ঘ) শাক্যমুনির

৪১। “শুন হে মানুষ ভাই- সবার সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই” কবির দৃষ্টিতে ‘সাম্যবাদী কবিতায় কোনটি ফুটে ওঠেছে?
(ক) মানবহৃদয় ✔
(খ) মানুষের ধর্ম
(গ) দেবতা-ঈশ্বর
(ঘ) মসজিদ-মন্দির

৪২। জেরুজালেমে এমন একটি পবিত্র স্থান আছে যা মুসলমান, খ্রিষ্টান ও ইহুদিদের কাছে সমানভাবে পূর্ণস্থান। কবির ‘সাম্যবাদী’ কবিতায় পাওয়া সেই স্থানটি হলো-
(ক) কাবা শরিফ
(খ) মদিনার মসজিদ
(গ) বায়তুল মোকাদ্দাস ✔
(ঘ) মাসজিদুল আকসা

৪৩। কাশী স্থানটির সঙ্গে কোন স্থানটি সাদৃশ্যপূর্ণ নয়?
(ক) জেরুজালেম ✔
(খ) বৃন্দাবন
(গ) মথুরা
(ঘ) গয়া

৪৪। “শাক্য বংশে জন্ম যার।” এক কথায় তাকে বলে—
(ক) শশাঙ্ক
(খ) শাকবংশী
(গ) শাকাগনী
(ঘ) শাক্যমুনি ✔

৪৫। জিন বা মহাবীর প্রতিষ্ঠিত ধর্মমতাবলম্বী জাতি কারা?
(ক) জৈনরা ✔
(খ) ভীলরা
(গ) কনফুসিয়াস
(ঘ) জেন্দা

৪৬। পারস্যের অগ্নি উপাসকদের ভাষা কোনটি?
(ক) জেন্দা ✔
(খ) কনফুসিয়াস
(গ) ফারসি
(ঘ) আবেস্তা

৪৭। ‘বায়তুল মোকাদ্দাস’ কোথায় অবস্থিত?
(ক) জেরুজালেম ✔
(খ) মদিনা
(গ) মক্কা
(ঘ) নীলাচল

৪৮। “আজ পৃথিবীর সমস্ত ধর্মের মানুষেরা এক পতাকাতলে এসে দাঁড়িয়েছে”– উক্তিটির কারণ হিসেবে গ্রহণযোগ্য নিচের কোনটি?
(ক) মানবিক মূল্যবোধ
(খ) সমতার বাণী ✔
(গ) ধর্মীয় ভেদাভেদ
(ঘ) রাজনৈতিক সমঝোতা

৪৯। “বন্ধু, যা খুশি হও”- বাক্যটিতে কী প্রকাশ পেয়েছে?
(ক) কার্পণ্য
(খ) ঔদার্য ✔
(গ) বৈরিতা
(ঘ) ভ্রাতৃত্ব

৫০। ‘সাম্যবাদী’ কবিতায় “পড়ে যায় যত সখ” বাক্যটিতে কবির কোন দিকটি প্রকাশিত হয়েছে?
(ক) আবেগের
(খ) আফসোসের
(গ) আক্ষেপের ✔
(ঘ) অভিমানের

৫১। “তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান”- এখানে মানুষের কোন দিকটি প্রকাশ পেয়েছে?
(ক) সক্ষমতা
(খ) বোধশক্তি
(গ) আত্মোপলব্ধি ✔
(ঘ) সচেতনতা

৫২। নজরুলের রচনায় কোন বৈশিষ্ট্যটি অনুপস্থিত?
(ক) অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ
(খ) সাম্প্রদায়িকতা ✔
(গ) শোষণ ও বিচারের বিরোধিতা
(ঘ) রাজনৈতিক সচেতনতা

৫৩। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ই মার্চের ভাষণে হিন্দু মুসলিম খ্রিষ্টান ও বৌদ্ধদের সঙ্গে মিলেমিশে সংগ্রাম করতে বলেছেন। উদ্দীপকে ‘সাম্যবাদী’ কবিতার প্রধান কোন দিকটি ফুটে উঠেছে?
(ক) সাম্য ✔
(খ) সংগ্রাম
(গ) ধর্মীয়
(ঘ) কর্মমুখিতা
উত্তর: (ক) সাম্য

৫৪। নিচের কোন স্থানটি মুসলমান, খ্রিস্টান ও ইহুদিদের নিকট পবিত্র?
(ক) মক্কা
(খ) মদিনা
(গ) জেরুজালেম ✔
(ঘ) নীলাচল

৫৫। দেউল শব্দের সমার্থক শব্দ কোনটি?
(ক) মন্দির ✔
(খ) দেবতা
(গ) বাড়ি
(ঘ) মর্ত্য

৫৬। চার্বাক কে?
(ক) পর্যটক
(খ) দার্শনিক ✔
(গ) ধর্মযাজক
(ঘ) মহাবীর

৫৭। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুদিবস কোনটি?
(ক) ২৫ বৈশাখ
(খ) ১১ জ্যৈষ্ঠ
(গ) ২২ শ্রাবণ
(ঘ) ১২ ভাদ্র ✔

৫৮। ‘আবেস্তা’ কী?
(ক) পারস্যের অগ্নি উপাসকদের ধর্মগ্রন্থ ✔
(খ) জৈনদের ধর্মগ্রন্থ
(গ) একটি ক্ষুদ্র নৃগোষ্ঠী
(ঘ) একটি সাহিত্যকর্ম

৫৯। ‘সাম্যবাদী’ কবিতা ‘মানবের মহাবেদনার ডাক’ দ্বারা প্রকাশ পেয়েছে—
(ক) মানবপ্রেম ✔
(খ) মানবমুক্তি
(গ) মানবযন্ত্রণা
(ঘ) মানবাত্মা

৬০। কোথায় সকল রাজমুকুট লুটিয়ে পড়ে বলে কবির বিশ্বাস?
(ক) মসজিদ-মন্দিরে
(খ) যুদ্ধক্ষেত্রে
(গ) রাজপ্রাসাদে
(ঘ) মানবতার ক্ষেত্রে ✔

Related Posts

Leave a Comment