চাকরি ও বিশ্ববিদ্যালয় পরীক্ষার মধ্যে সবচেয়ে বিস্তারিত পড়া হচ্ছে সাধারণ জ্ঞান। পরীক্ষায় সাধারণ জ্ঞানের সঠিক উত্তর করতে হলে আপনাকে বাংলাদেশের ও আন্তর্জাতিক সাধারণ জ্ঞান সবচেয়ে বেশি পড়তে হবে। আজকের পোস্টে আমরা বাংলাদেশ সম্পর্কিত ১৫০টি গুরুত্বপূর্ন সাধারণ জ্ঞান ২০২৪ আপনাদেরকে দিলাম।
বাংলাদেশ সম্পর্কিত ১৫০টি গুরুত্বপূর্ন সাধারণ জ্ঞান ২০২৪
নিচের তালিকাতে যে সকল সাধারণ জ্ঞানগুলো রয়েছে। সেগুলো ১০ম বিসিএস থেকে ৪৪তম বিসিএস পরীক্ষায় আসা বেশিরভাগ সাধারণ জ্ঞান। এছাড়াও বিভিন্ন চাকরির পরীক্ষাতে যে সকল সাধারণ জ্ঞানগুলো এসেছে। সেখান থেকে বাছাই করে খুব গুরুত্বপূর্ণগুলো দিয়ে দেওয়া হয়েছে।
Table of Contents
ক্রম | বাংলাদেশ সম্পর্কিত প্রশ্ন | উত্তর |
১ | বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ কোন দেশের সহায় নির্মিত হয়েছে? | ফ্রান্স |
২ | ঢাকা জেলা প্রতিষ্ঠা লাভ করে কত সালে? | ১৭৭২ সালে |
৩ | বাংলাদেশ সরকারি ইপিজেড মোট কতটি? | ৮টি |
৪ | বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন কত সালে প্রণীত হয়? | ১৯৯০ সালে |
৫ | গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে কয়টি তারকা চিহ্ন রয়েছে? | ৪টি |
৬ | ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? | পি জে হার্ট |
৭ | ইউনেস্কো বাংলাদেশের কোন মসজিদকে বিশ্ব ঐতিহ্য ঘোষণা করেছে? | ষাট গম্বুজ মসজিদ |
৮ | শীলা দেবীর ঘাট কোথায় অবস্থিত? | বগুড়া |
৯ | স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? | বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান |
১০ | জাগ্রত চৌরঙ্গী ভাস্কর্যটি কোথায় অবস্থিত? | জয়দেবপুর, গাজীপুর |
১১ | কোন দেশ বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে? | সিয়েরা লিওন |
১২ | মুজিবনগর স্মৃতিসৌধ কোন জেলায় অবস্থিত? | মেহেরপুর |
১৩ | সাত গম্বুজ মসজিদ কোথায় অবস্থিত? | ঢাকার মোহাম্মদপুরে |
১৪ | শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? | নেত্রকোনা |
১৫ | বাংলাদেশের পাট গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? | ঢাকা |
১৬ | শেখ হাসিনা সেনানিবাস কোথায় অবস্থিত? | লেবুখালী, পটুয়াখালী |
১৭ | বাংলাদেশের ক্রিয়া শিক্ষা প্রতিষ্ঠান কোথায় অবস্থিত? | জিরানি বাজার |
১৮ | বাংলাদেশের নৌবাহিনী সদর দপ্তর কোথায়? | ঢাকা |
১৯ | বরেন্দ্র জাদুঘর কোথায় অবস্থিত? | রাজশাহী |
২০ | বাংলাদেশের কোন বনভূমি শাল বৃক্ষের জন্য বিখ্যাত? | ভাওয়াল ও মধুপুরের বনভূমি |
২১ | ঐতিহাসিক ছয় দফাকে কিসের সাথে তুলনা করা হয়? | ম্যাগনাকার্টা |
২২ | মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন? | এ এইচ এম কামরুজ্জামান |
২৩ | বাংলাদেশের সবচেয়ে শীতলতম জেলা কোনটি? | দিনাজপুর |
২৪ | বাংলাদেশের সংবিধানের রক্ষক কে | সুপ্রিম কোর্ট |
২৫ | বাংলাদেশের কোন জেলায় একটিমাত্র সংসদীয় আসন রয়েছে? | রাঙ্গামাটি জেলায় |
২৬ | বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণ করা হয় কবে? | ১১ মে ২০১৮ |
২৭ | বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে কতজন মুক্তিযোদ্ধাকে বীর বিক্রম কেতাবে ঘোষিত করা হয় | ১৭৫ জন |
২৮ | বাংলাদেশের প্রধান বিচারপতি নিয়োগ দেন কে? | রাষ্ট্রপতি |
২৯ | বাংলাদেশের তৈরি প্রথম ন্যানো স্যাটেলাইটের নাম কি? | ব্রাক অন্বেষা |
৩০ | বঙ্গবন্ধু সহ আগরতলা ষড়যন্ত্র মামলার মোট আসামি সংখ্যা কতজন? | ৩৫ জন |
৩১ | মুক্তিযুদ্ধ জাদুঘর কত সালে প্রতিষ্ঠিত হয়? | ১৯৯৬ সালে |
৩২ | বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ কি ধরনের স্যাটেলাইট হবে? | আর্থ্র অবজারভেশন স্যাটেলাইট |
৩৩ | বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম গ্যাস ক্ষেত্রের নাম কি? | তিতাস |
৩৪ | বাংলাদেশের প্রথম জাতীয় সংসদে নির্বাচন হয় কত সালে? | ৭ মার্চ ১৯৭৩ |
৩৫ | বাংলাদেশের কোন অঞ্চলে আকস্মিক বন্যা হয়? | উত্তর-পূর্বাঞ্চল |
৩৬ | মুক্তিযুদ্ধের সময় নৌ-কমান্ডো হয় কোন সেক্টর নিয়ে? | ১০ নং সেক্টর |
৩৭ | বাংলাদেশের শ্রেষ্ঠ চিত্রশিল্পী কে? | জয়নুল আবেদিন |
৩৮ | বাংলাদেশের অস্থায়ী সরকার কোথায় গঠিত হয়? | আগরতলায় |
৩৯ | কোন স্থানকে রাঙ্গামাটির ছাদ বলা হয়? | সাজেক ভ্যালি |
৪০ | ঢাকার বিখ্যাত তারা মসজিদ কে নির্মাণ করেন? | মির্জা আহমদ জান |
৪১ | ঢাকার দোলাইখাল কে খনন করেন? | ইসলাম খান |
৪২ | বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম কি? | বিজয় |
৪৩ | বর্তমান মুজিবনগর এর পূর্ব নাম কি ছিল? | ভবেরপাড়া |
৪৪ | বাংলাদেশের সবচেয়ে বড় বিল কোনটি? | চলনবিল |
৪৫ | কোন জেলাকে শস্য ভান্ডার বলা হয় | বরিশাল |
৪৬ | কুসুম্বা মসজিদ কোথায় অবস্থিত? | নওগাঁ |
৪৭ | বাংলাদেশের বৃহত্তম ব-দ্বীপ কোনটি? | সুন্দরবন |
৪৮ | বাংলাদেশের রুটির ঝুড়ি বলা হয় কোন জেলাকে? | নওগাঁ |
৪৯ | ঢাকার লালবাগের দুর্গ কে নির্মাণ করেন? | শায়েস্তা খান |
৫০ | ভাওয়াইয়া বাংলাদেশের কোন অঞ্চলের গান? |
বাংলাদেশ সম্পর্কিত ১৫০টি গুরুত্বপূর্ন সাধারণ জ্ঞান
৫১ | হালদা ভ্যালি কোথায় অবস্থিত? | খাগড়াছড়ি |
৫২ | স্বাধীনতার পর ডাকটিকিটে প্রথম কোন ছবি ছিল? | শহীদ মিনারের |
৫৩ | বাংলাদেশের বৃহত্তম স্থল বন্দর কোনটি? | বেনাপোল |
৫৪ | বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর কোনটি? | বরেন্দ্র গবেষণা জাদুঘর |
৫৫ | পদ্মা ও যমুনা কোথায় মিলিত হয়েছে কোথায়? | গোয়ালন্দ |
৫৬ | মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল? | নয়টি |
৫৭ | জিয়া সার কারখানায় উৎপাদিত সারের নাম কি | ইউরিয়া |
৫৮ | বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা কোনটি? | পঞ্চগড় |
৫৯ | বাংলাদেশের সর্ব দক্ষিণের জেলা কোনটি? | কক্সবাজার |
৬০ | বাংলাদেশের জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন কয়টি? | ৫০ টি |
৬১ | জাতীয় সংসদ ভবনের স্থাপতি কে? | লুই আইকন |
৬২ | উত্তরা গণভবন কোথায় অবস্থিত? | নাটোর |
৬৩ | বাংলায় একাডেমীর মূল ভবনের নাম কি ছিল? | বর্ধমান হাউস |
৬৪ | মুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকার কোন এলাকায় অবস্থিত? | আগারগাঁওয়ে |
৬৫ | ছয় দফা দাবি কোথায় উত্থাপন করা হয়? | লাহোরে |
৬৬ | বাংলাদেশের অন্তর্গত সুন্দরবনের আয়তন কত? | ২৪০০ বর্গমাইল |
৬৭ | বাংলাদেশের সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জিত হয় কোন খাত থেকে? | তৈরি পোশাক |
৬৮ | সিলেট কোন নদীর তীরে অবস্থিত? | সুরমা |
৬৯ | ঢাকা বিভাগে কতটি জেলা রয়েছে? | ১৩ টি |
৭০ | কোন আরব দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে? | ইরাক |
৭১ | বাংলাদেশ কোন অলিম্পিক গেমসে সর্বপ্রথম অংশগ্রহণ করে? | লস অ্যাঞ্জেলস |
৭২ | বাংলাদেশের সর্ব উত্তরের জেলা কোনটি? | পঞ্চগড় |
৭৩ | বাংলাদেশের বৃহত্তম হাওরের নাম কি? | হাকালুকি হাওর |
৭৪ | মনপুরা-৭০ কি? | একটি চিত্রশিল্প |
৭৫ | ঢাকা কখন সর্বপ্রথম বাংলার রাজধানী হয়েছিল? | ১৬১০ খ্রিস্টাব্দে |
৭৬ | মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? | করতোয়া |
৭৭ | আয়তনে বাংলাদেশের বৃহত্তম উপজেলা কোনটি? | শ্যামনগর, সাতক্ষীরা |
৭৮ | বাংলাদেশের সবচেয়ে উচু পাহাড় চূড়ার নাম কি? | গারো পাহাড় |
৭৯ | বাংলাদেশের প্রধান জাহাজ নির্মাণ কারখানা কোথায় অবস্থিত? | খুলনা |
৮০ | ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন? | খাজা নাজিম উদ্দিন |
৮১ | বাংলাদেশের ভূ-উপগ্রহ কেন্দ্রের সংখ্যা কয়টি? | চারটি |
৮২ | গম্ভীরা বাংলাদেশের কোন অঞ্চলের লোকসংগীত? | রাজশাহী |
৮৩ | বাংলা নববর্ষ বা পহেলা বৈশাখ চালু করেছিলেন? | সম্রাট আকবর |
৮৪ | জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে? | মাইনুল হোসেন |
৮৫ | দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত? | লালমনিরহাট |
৮৬ | প্রাচীন চন্দ্রদ্বীপ এর বর্তমান নাম? | বরিশাল |
৮৭ | বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত? | ১০ঃ৬ |
৮৮ | বিখ্যাত সাধক সুলতান বলখীর মাজার কোথায়? | মহাস্থানগড় |
৮৯ | বাকল্যান্ড বাঁধ কোন নদীর তীরে অবস্থিত? | বুড়িগঙ্গা |
৯০ | বাংলাদেশের মাঝামাঝি স্থান দিয়ে কোন রেখা অতিক্রম করছে? | কর্কটক্রান্তি |
৯১ | কর্ণফুলী নদীর উৎপত্তিস্থল কোথায়? | লুসাই পাহাড় |
৯২ | বাংলাদেশের প্রথম ইপিজেড কোথায় স্থাপিত হয়? | চট্টগ্রাম |
৯৩ | বাংলাদেশের জাতীয় নাট্যশালা কোথায় অবস্থিত? | সেগুনবাগিচা |
৯৪ | মহাস্থানগড় কোন জেলায় অবস্থিত? | বগুড়ায় |
৯৫ | সুন্দরবনের কত ভাগ বাংলাদেশে অবস্থিত? | ৬০ ভাগ |
৯৬ | বাংলাদেশের সংবিধান কতটি ভাষায় রচিত? | দুটি |
৯৭ | পদ্মা সেতুর দৈর্ঘ্য কত?? | ৬.১৫ কিলোমিটার |
৯৮ | বাংলাদেশের জাতীয় সংসদের আসন সংখ্যা কত? | ৩৫০ টি |
৯৯ | মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে প্রবাসী সরকার গঠিত হয় কোন তারিখে? | ১০ এপ্রিল |
১০০ | বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র কোনটি? | হালদা নদী |
১০১ | বাংলাদেশের সর্ব দক্ষিণে অবস্থিত কোনটি? | সেন্টমার্টিন |
১০২ | বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি? | ৫টি |
১০৩ | বঙ্গবন্ধু দ্বীপ কোথায় অবস্থিত? | সুন্দরবনের দক্ষিনে |
১০৪ | বাংলাদেশের সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয় কোন জেলায়? | ফরিদপুর |
১০৫ | বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য? | ১৩৬তম সদস্য |
১০৬ | বাংলাদেশে সবচেয়ে বেশি রপ্তানি করে কোন দেশ? | চীন |
১০৭ | বাংলাদেশের প্রধানমন্ত্রী হবার ন্যূনতম বয়স কত? | ২৫ বছর |
১০৮ | বহুল আলোচিত মহূরীর চর কোন জেলায় অবস্থিত? | ফেনী |
১০৯ | বাংলাদেশের প্রথম মোবাইল ব্যাংকিং চালু করে? | ডাচ-বাংলা ব্যাংক |
১১০ | বাংলাদেশের প্রথম আদমশুমারি হয়? | ১৯৭৪ সালে |
১১১ | গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয়? | ১৬ ডিসেম্বর ১৯৭২ |
১১২ | গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার নূন্যতম বয়স? | ৩৫ বছর |
১১৩ | বাংলাদেশের জাতীয় সংসদ কয় কক্ষ বিশিষ্ট? | এক কক্ষ |
১১৪ | প্রান্তিক হ্রদ কোন জেলায় অবস্থিত? | বান্দরবান |
১১৫ | বাংলাদেশের কোন অঞ্চল সবচেয়ে বেশি খরাপ্রবণ? | উত্তর-পশ্চিম অঞ্চল |
১১৬ | বাংলাদেশে কখন থেকে বয়স্ক ভাতা চালু হয়? | ১৯৯৮ সালে |
১১৭ | বাংলার সর্ব প্রাচীন জনপদের নাম কি? | পুণ্ড্র |
১১৮ | বাংলাদেশের কোন অঞ্চলকে ৩৬০ আউলিয়ার দেশ বলা হয়? | সিলেট |
১১৯ | বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম অনারব মুসলিম দেশ? | মালয়েশিয়া |
১২০ | বাংলাদেশের উষ্ণতম স্থানের নাম কি? | লালপুর, নাটোর |
১২১ | বাংলাদেশ সিভিল সার্ভিস এর ক্যাডার সংখ্যা কত? | ২৬ |
১২২ | বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্তবর্তী নদী কোনটি? | নাফ |
১২৩ | বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম দেশ কোনটি? | ভুটান |
১২৪ | বাংলাদেশের সবচেয়ে ছোট ইউনিয়ন কোনটি? | হাজিপুর, (দৌলাত খান, ভোলা) |
১২৫ | বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট কোথায়? | ফরিদপুর |
১২৬ | বাংলাদেশের রেলের সর্ববৃহৎ কারখানা কোথায়? | সৈয়দপুর |
১২৭ | মুজিবনগর কোন জেলায় অবস্থিত? | মেহেরপুর |
১২৮ | কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে? | হামিদুর রহমান |
১২৯ | শালবন বিহার কোথায়? | কুমিল্লার ময়নামতি পাহাড়ের পাশে |
১৩০ | সাগরকন্যা কোন এলাকার ভৌগোলিক নাম? | পটুয়াখালী |
১৩১ | সেন্টমার্টিন দ্বীপের আয়তন কত বর্গ কিলোমিটার? | ১০ বর্গ কিলোমিটার |
১৩২ | টেকনাফ কোন নদীর তীরে অবস্থিত? | নাফ নদীর |
১৩৩ | ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কবে? | ১৯২১ সালে |
১৩৪ | কোন জেলায় চা বাগান বেশি? | মৌলভীবাজার |
১৩৫ | বাংলাদেশের white gold কোনটি? | চিংড়ি |
১৩৬ | পার্বত্য চট্টগ্রামে কয়টি জেলা আছে? | তিনটি |
১৩৭ | বাংলাদেশের লোক শিল্প জাদুঘর কোথায় অবস্থিত? | সোনারগাঁও |
১৩৮ | বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প কোনটি? | তিস্তা সেচ প্রকল্প |
১৩৯ | বাংলা একাডেমি কোন সালে প্রতিষ্ঠিত হয়? | ১৯৫৫ সালে |
১৪০ | বাংলাদেশের রঙিন টিভি সম্প্রচার কোন সাল থেকে শুরু হয়? | ১৯৮০ |
১৪১ | বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংক কোনটি? | আরব বাংলাদেশ ব্যাংক (এবি ব্যাংক) |
১৪২ | কান্তজির মন্দির কোন জেলায় অবস্থিত? | দিনাজপুর |
১৪৩ | বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে? | কামরুল হাসান |
১৪৪ | বাংলাদেশের একমাত্র মৎস্য গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? | ময়মনসিংহ |
১৪৫ | ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত জেলা কয়টি? | ৩০টি |
১৪৬ | কোন উৎস থেকে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ আদর্শ আয় হয়? | মূল্য সংযোজন কর |
১৪৭ | বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি? | মহেশখালী |
১৪৮ | ‘সাবাস বাংলাদেশ’ ভাস্কর্যটির শিল্পী কে? | নিতুন কুন্ডু |
১৪৯ | বাংলাদেশের ইক্ষু গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? | ঈশ্বরদী |
১৫০ | বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম কি? | সেন্ট মার্টিন |
সাধারণ জ্ঞান সম্পর্কিত প্রশ্নাবলী (FAQ)
বাংলাদেশের তৈরি প্রথম ন্যানো স্যাটেলাইটের নাম কি?
বাংলাদেশের তৈরি প্রথম ন্যানো স্যাটেলাইটের নাম ব্রাক অন্বেষা।
বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংক কোনটি?
বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংক আরব বাংলাদেশ ব্যাংক (এবি ব্যাংক)।
বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য?
বাংলাদেশ জাতিসংঘের ১৩৬তম সদস্য।
ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন?
ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন খাজা নাজিম উদ্দিন।