গুরুত্বপূর্ণ সন্ধি বিচ্ছেদ pdf বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা

সন্ধি বিচ্ছেদ বাংলা ব্যাকরণের খুব গুরুত্বপূর্ণ অংশ। সন্ধির প্রধান সুবিধা হচ্ছে উচ্চারণের। সন্ধি শব্দের অর্থ মিলন। বাংলা ব্যাকরণে সন্নিহিত দুটি ধ্বনির মিলনকে সন্ধি বলে। তবে মনে রাখতে হবে যে, বাংলা ব্যাকরণের ক্রিয়া পদের কোন সন্ধি হয় না। আজকের পোস্টে আমরা খুব গুরুত্বপূর্ণ সন্ধি বিচ্ছেদ pdf বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা দিয়ে দিবো।

Image with Link Descriptive Text

গুরুত্বপূর্ণ সন্ধি বিচ্ছেদ pdf

সন্ধি বাংলা ব্যাকরণের ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। সন্ধি প্রধানত তিন প্রকার।

  • স্বরসন্ধি
  • ব্যঞ্জন সন্ধি
  • বিসর্গ সন্ধি

তবে যে সন্ধি ব্যাকরণের কোন নিয়ম না মেনেই বিচ্ছেদ হয় তাকে নিপাতনে সিদ্ধসন্ধি বলে। নিচের তালিকা গুলোতে যে সকল সন্ধি বিচ্ছেদ দেওয়া রয়েছে, সবগুলো বিগত বছরের বিভিন্ন চাকরির পরীক্ষা ও বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাতে এসেছে।

স্বরসন্ধি বিচ্ছেদ

ক্রমস্বরসন্ধিবিচ্ছেদ
যথার্থযথা + অর্থ
অতীন্দ্রিয়অতি + ইন্দ্রিয়
দেবালয়দেব + আলয়
রবীন্দ্ররবি + ইন্দ্র
পরীক্ষাপরি + ঈক্ষা
মাত্রাধিক্যমাত্রা + আধিক্য
সুধীন্দ্রসুধী + ইন্দ্ৰ
বারীশবারি + ঈশ
গ্রন্থাগারগ্রন্থ + আগার
১০সতীন্দ্ৰসতী + ইন্দ্ৰ
১১রত্নাকররত্ন + আকর
১২সতীশসতী + ঈশ
১৩পুরাধ্যক্ষপুর + অধ্যক্ষ
১৪আশাতীতআশা + অতীত
১৫উত্তরাধিকারউত্তর + অধিকার
১৬অভীপ্সাঅভি + ঈন্সা
১৭অভীষ্টঅভি + ইষ্ট
১৮রূপালিরূপা + আলি
১৯বিদ্যালয়বিদ্যা + আলয়
২০কথামৃতকথা + অমৃত
২১গঙ্গোর্মিগঙ্গা + ঊর্মি
২২বনৌষধিবন + ওষধি
২৩যথোচিতযথা + উচিত
২৪মরূদ্যানমরু + উদ্যান
২৫নীলোৎপলনীল + উৎপল
২৬সূর্যোদয়সূর্য + উদয়
২৭ঢাকেশ্বরীঢাকা + ঈশ্বরী
২৮হিতোপদেশহিত + উপদেশ
২৯পূর্ণেন্দুপূর্ণ + ইন্দু
৩০কটাক্ষকট + অক্ষ
৩১মহৌষধিমহা + ওষধি
৩২মহৈক্যমহা + ঐক্য
৩৩মহৈশ্বর্যমহা + ঐশ্বর্য
৩৪হিমাচলহিম + অচল
৩৫নরাধমনর + অধম
৩৬হিমালয়হিম + আলয়
৩৭নবোঢ়ানব + উঢ়া
৩৮অপেক্ষাঅপ + ঈক্ষা
৩৯পাগলামিপাগল + আমি
৪০প্রশ্নোত্তরপ্রশ্ন + উত্তর
৪১শিক্ষালয়শিক্ষা + আলয়
৪২জমানোজমা + আনো
৪৩দৃষ্টান্তদৃষ্ট + অন্ত
৪৪কটূক্তিকটু + উক্তি
৪৫গুরুক্তিগুরু + উক্তি
৪৬জনৈকজন + এক
৪৭স্বায়ত্তস্ব + আয়ত্ত
৪৮কথোপকথনকথা + উপকথন
৪৯ধর্মাধর্মধর্ম + অধর্ম
৫০দেবর্ষিদেব + ঋষি
৫১অনূদিতঅনু + উদিত
৫২স্বাধীনস্ব + অধীন
৫৩উত্তমর্ণউত্তম + ঋণ
৫৪দৈনিকদিন + এক
৫৫মহৌদার্যমহা + ঔদার্য
৫৬মতৈক্যমত + ঐক্য
৫৭অধমর্ণঅধম + ঋণ
৫৮গতানুগতিকগত + অনুগতিক
৫৯ন্যূনাধিকনূন + অধিক
৬০শশাঙ্কশশ + অঙ্ক
৬১শুভেচ্ছাশুভ + ইচ্ছা
৬২একেকএক + এক
৬৩স্বাধীনতাস্ব + অধীনতা
৬৪মহৈকত্বমহা + একত্ব
৬৫স্বেচ্ছাস্ব + ইচ্ছা
৬৬পর্যায়পরি + আয়
৬৭অত্যুক্তিঅতি + উক্তি
৬৮অত্যূর্ধ্বঅতি + ঊর্ধ্ব
৬৯অর্ধেকঅর্ধ + এক
৭০শীতার্তশীত + ঋত
৭১প্রত্যাগমনপ্রতি + আগমন
৭২তৃষ্ণার্ততৃষ্ণা + ঋত
৭৩অধ্যক্ষঅধি + অক্ষ
৭৪পর্যালোচনাপরি + আলোচনা
৭৫পর্যন্তপরি + অন্ত
৭৬প্রত্যেকপ্রতি + এক
৭৭পর্যবেক্ষণপরি + অবেক্ষণ
৭৮মহর্ষিমহা + ঋষি
৭৯প্রত্যুত্তরপ্রতি + উত্তর
৮০যথেষ্টযথা + ইষ্ট
৮১দ্ব্যর্থদ্বি + অর্থ
৮২ভয়ার্তভয় + ঋত
৮৩ক্ষুধার্তক্ষুধা + ঋত
৮৪অত্যন্তঅতি + অন্ত
৮৫অত্যধিকঅতি + অধিক
৮৬প্রত্যাবর্তনপ্রতি + আবর্তন
৮৭অধ্যুষিতঅধি + উষিত
৮৮তথৈবতথা + এব
৮৯জাত্যভিমানজাতি + অভিমান
৯০প্রত্যুক্তিপ্রতি + উক্তি
৯১ইত্যাদিইতি + আদি
৯২অত্যাচারঅতি + আচার
৯৩আদ্যোপান্তআদ্য + উপান্ত
৯৪ইত্যাকারইতি + আকার
৯৫ব্যর্থবি + অর্থ
৯৬অন্বেষণঅনু + এষণ
৯৭মস্যাধারমসী + আধার
৯৮প্রতীতিপ্রতী + ইতি
৯৯মন্বন্তরমনু + অন্তর
১০০উপর্যুপরিউপরি + উপরি
১০১জলৌকাজল + ওকা
১০২উপর্যুক্তউপরি + উক্ত
১০৩প্রত্যূষপ্রতি + ঊষ
১০৪আদ্যন্তআদি + অন্ত
১০৫হিতৈষীহিত + এষী
১০৬যদ্যপিযদি + অপি
১০৭ভূর্ধ্বভূ + ঊর্ধ্ব
১০৮স্বাগতসু + আগত
১০৯শয়নশে + অন
১১০মিথ্যুকমিথ্যা + উক
১১১গবাদিগো + আদি
১১২মাত্রিচ্ছামাতৃ + ইচ্ছা
১১৩নায়কনৈ + অক
১১৪পিত্ৰালয়পিতৃ + আলয়
১১৫পবিত্রপো + ইত্ৰ
১১৬পাবকপৌ + অক
১১৭লবণলো + অন
১১৮স্বল্পসু + অল্প
১১৯শ্রবণশ্রু + অন
১২০পবনপো + অন
১২১পিত্রাদেশপিতৃ + আদেশ
১২২পশ্বধমপশু + অধম
১২৩নাবিকনৌ + ইক
১২৪গবেষণাগো + এষণা
১২৫ছেলেমিছেলে + আমি
১২৬নয়ননে + অন
১২৭শতেকশত + এক
১২৮অন্বিতঅনু + ইত
১২৯যাচ্ছেতাইযা + ইচ্ছা + তাই
১৩০ভাবুকভৌ + উক
১৩১পনিরপনি + এর
১৩২গায়কগৈ + অক

ব্যঞ্জন সন্ধি বিচ্ছেদ

১৩৩দিগন্তদিক্ + অন্ত
১৩৪মৃদঙ্গমৃৎ + অঙ্গ
১৩৫ণিজন্তণিচ্ + অন্ত
১৩৬সদাশয়সৎ + আশয়
১৩৭উচ্ছৃঙ্খলউৎ + শৃঙ্খল
১৩৮দিগ্‌ভ্রান্তদিক্ + ভ্রান্ত
১৩৯উচ্ছ্বাসউৎ + শ্বাস
১৪০উল্লেখউৎ + লেখ
১৪১ষড়াননষট্ + আনন
১৪২সুবন্তসুপ্ + অন্ত
১৪৩বাগাড়ম্বরবাক্ + আড়ম্বর
১৪৪ষড়ঋতুষট্ + ঋতু
১৪৫তদবধিতৎ + অবধি
১৪৬জগদীশজগৎ + ঈশ
১৪৭অসদাচারণঅসৎ + আচরণ
১৪৮সদানন্দসৎ + আনন্দ
১৪৯উদ্ধারউৎ + হার
১৫০সদুপায়সৎ + উপায়
১৫১উচ্ছেদউৎ + ছেদ
১৫২মুখচ্ছবিমুখ + ছবি
১৫৩উল্লঙ্ঘনউৎ + লঙ্ঘন
১৫৪পরিচ্ছেদপরি + ছেদ
১৫৫পরিচ্ছদপরি + ছদ
১৫৬অনুচ্ছেদঅনু + ছেদ
১৫৭চলচ্চিত্রচলৎ + চিত্র
১৫৮প্রতিচ্ছবিপ্রতি + ছবি
১৫৯বিচ্ছিন্নবি + ছিন্ন
১৬০উল্লিখিতউৎ + লিখিত
১৬১উচ্ছলউৎ + ছল
১৬২উল্লাসউৎ + লাস
১৬৩কথাচ্ছলেকথা + ছলে
১৬৪উন্নতউৎ + নত
১৬৫উচ্ছিষ্টউদ্ + শিষ্ট
১৬৬উন্নয়নউৎ + নয়ন
১৬৭সচ্চিন্তাসৎ + চিন্তা
১৬৮প্রচ্ছদপ্র + ছদ
১৬৯শরচ্চন্দ্রশরৎ + চন্দ্র
১৭০বৃক্ষচ্ছায়াবৃক্ষ + ছায়া
১৭১বিচ্ছেদবি + ছেদ
১৭২সচ্চরিত্রসৎ + চরিত্র
১৭৩সন্ধিসম্ + ধি
১৭৪সম্মানসম্ + মান
১৭৫বজ্জাতবদ্ + জাত
১৭৬অহংকারঅহম + কার
১৭৭বিপজ্জনকবিপদ্ + জনক
১৭৮উন্মনাউৎ + মনা
১৭৯সঞ্চয়সম্ + চয়
১৮০জগন্নাথজগৎ + নাথ
১৮১যাবজ্জীবনযাবৎ + জীবন
১৮২সন্নিহিতসম্ + নিহিত
১৮৩বিপচ্ছায়াবিপদ + ছায়া
১৮৪বিপজ্জালবিপদ + জাল
১৮৫মৃন্ময়মৃৎ + ময়
১৮৬কুজ্বটিকাকুৎ + ঝটিকা
১৮৭জগজ্জীবনজগৎ + জীবন
১৮৮উড্ডীয়মানউৎ + ডীয়মান
১৮৯সন্ধানসম্ + ধান
১৯০সঙ্গীতসম্ + গীত
১৯১বাঙ্ময়বাক্ + ময়
১৯২বিদ্বজ্জনবিদ্বৎ + জন
১৯৩শান্তশাম্ + ত
১৯৪সন্তাপসম্ + তাপ
১৯৯উজ্জ্বলউৎ + জ্বল
২০০সংবর্ধনাসম্ + বৰ্ধনা
২০১সংখ্যাসম্ + খ্যা
২০২সংবিধানসম্ + বিধান
২০৩সংহারসম্ + হার
২০৪তজ্জন্যতৎ + জন্য
২০৫কিংবাকিম্ + বা
২০৬প্রিয়ংবদাপ্রিয়ম্ + বদা
২০৭সংগতসম্ + গত
২০৮সংলাপসম্ + লাপ
২০৯শঙ্কাশম্ + কা
২১০সংযোজনসম্ + যোজন
২১১সর্বংসহাসর্বম্ + সহা
২১২অলংকারঅলম্ + কার
২১৩উড্ডীনউৎ + ডীন
২১৪সংসারসম্ + সার
২১৫কিংবদন্তিকিম্ + বদন্তি
২১৬সংবাদসম + বাদ
২১৭বৃহঢক্কাবৃহৎ + ঢক্কা
২১৮সংশয়সম্ + শয়
২১৯সংযমসম্ + যম
২২০সংরক্ষণসম্ + রক্ষণ
২২১কদ্দিনকত + দিন
২২২পরিষ্কৃতপরি + কৃত
২২৩তদ্ধিততদ্ + হিত
২২৪উত্থানউৎ + স্থান
২২৫একচ্ছত্রএক + ছত্র
২২৬বাগদানবাক্‌ + দান
২২৭তৎসমতদ্ + সম
২২৮সংস্কারসম্ + কার
২২৯সংস্কৃতিসম্ + কৃতি
২৩০এদ্দূরএত + দূর
২৩১কাঁচকলাকাঁচা + কলা
২৩২ঘোড়দৌড়ঘোড়া + দৌড়
২৩৩উদ্ভবউৎ + ভব
২৩৪ঘোড়গাড়িঘোড়া + গাড়ি
২৩৫উত্থাপনউৎ + স্থাপন
২৩৬উদ্ধৃতউৎ + হৃত
২৩৭পদ্ধতিপদ্ + হতি
২৩৮সংস্কৃতসম্ + কৃত
২৩৯নাতবৌনাতি + বৌ
২৪০পরিষ্কারপরি + কার
২৪১ষড়যন্ত্রষট্ + যন্ত্র
২৪২বিপৎসংকুলবিপদ + সংকুল
২৪৩আকৃষ্টআকৃষ্ + ত
২৪৪তুষ্টতুষ্ + ত
২৪৫সংশপ্তকসম্ + শপ্তক
২৪৬বৃষ্টিবৃষ্ + তি
২৪৭যজ্ঞযজ্ + ন
২৪৮বিমুগ্ধবিমুহ্ + ত
২৪৯কৃষ্টিকৃষ্ + তি
২৫০দুগ্ধদুহ্ + ত
২৫১তদ্রূপতৎ + রূপ
২৫২রাজ্ঞীরাজ্ + নী
২৫৩লব্ধলভ + ত
২৫৪চার্বাকচারু + বাক্
২৫৫দংশনদন্ + শন
২৫৬কিন্নরকিম্ + নর
২৫৭যাচ্ঞাযাচ্ + না
২৫৮বুদ্ধবুধ + ত
২৫৯ভবিষ্যদ্বাণীভবিষ্যৎ + বাণী
২৬০ক্ষুৎপিপাসাক্ষুধ + পিপাসা
২৬১তন্মধ্যেত‍ + মধ্যে
২৬২উদ্ঘাটনউৎ + ঘাটন
২৬৩তন্ময়ত‍ + ময়
২৬৪উদ্যোগউৎ + যোগ
২৬৫তৎকালতদ্ + কাল
২৬৬তদ্ভবতৎ + ভব
২৬৭ক্ষুন্নিবৃত্তিক্ষুধ + নিবৃত্তি
২৬৮ষষ্ঠষষ্ + থ্
২৬৯গণ্যগ + য

বিসর্গ সন্ধি ও নিপাতনে সিদ্ধ সন্ধি বিচ্ছেদ

বিসর্গ সন্ধির সাথে স্বরসন্ধি বা ব্যঞ্জন সন্ধি মিলে যে সন্ধি হয় তাকে বিসর্গ সন্ধি বলে। যেমন মনঃ+যোগ= মনোযোগ। যেসব ক্ষেত্রে সন্ধি ব্যাকরণ নিয়ম অনুসারে হয় না তাকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে। অর্থাৎ নিপাতনে সিদ্ধ সন্ধির কোন নিয়ম নেই। যেমন কুলটা= কুল+অটা। উপরের তালিকাতে বিসর্গ সন্ধি ও নিপাতনে সিদ্ধ সন্ধি দেওয়া হয়নি। সবগুলো সন্ধি একত্রে পড়তে চাইলে এই গুরুত্বপূর্ণ সন্ধি বিচ্ছেদ পোস্টটি পড়তে পারেন। অথবা নিচ থেকে পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিতে পারেন অফলাইনে পড়ার জন্য।

সম্পর্কিত প্রশ্নাবলী (FAQ)

সন্ধি এর সন্ধি বিচ্ছেদ কি?

সন্ধি এর সন্ধি বিচ্ছেদ হলো সম + ধি

বিচ্ছেদ এর সন্ধি বিচ্ছেদ কি?

”বিচ্ছেদ এর সন্ধি বিচ্ছেদ হলো বি + ছেদ

পর্যন্ত সন্ধি বিচ্ছেদ কি?

পর্যন্ত সন্ধি বিচ্ছেদ হলো পরি + অন্ত

প্রত্যহ এর সন্ধি বিচ্ছেদ কি?

প্রত্যহ এর সন্ধি বিচ্ছেদ হলো প্রতি + অহ

আবিষ্কার সন্ধি বিচ্ছেদ কি?

আবিষ্কার সন্ধি বিচ্ছেদ হলো আবিঃ+কার

Related Posts