লাইব্রেরি প্রবন্ধের মূলভাব ও বহুনির্বাচনী প্রশ্ন উত্তর

“লাইব্রেরি” প্রবন্ধে মোতাহের হোসেন চৌধুরী গ্রন্থাগারের গুরুত্ব, প্রকারভেদ ও সমাজে এর ভূমিকা সম্পর্কে সহজ ও যুক্তিপূর্ণ ব্যাখ্যা দিয়েছেন। এই পোস্টে লাইব্রেরি প্রবন্ধের মূলভাব ও বহুনির্বাচনী প্রশ্ন উত্তর লিখে দিলাম।

লাইব্রেরি প্রবন্ধের মূলভাব

মোতাহের হোসেন চৌধুরী তাঁর “লাইব্রেরি” প্রবন্ধে খুব সহজভাবে গ্রন্থাগারের গুরুত্ব ও ধরন বুঝিয়েছেন। তিনি বলেন, একজন মানুষের পক্ষে সব বিষয়ে জ্ঞান রাখা সম্ভব নয়। তাই প্রয়োজন হলে যেকোনো বিষয়ে জানার জন্য লাইব্রেরি খুব দরকারি। তিনি লাইব্রেরিকে তিন ভাগে ভাগ করেছেন। ব্যক্তিগত, পারিবারিক ও সাধারণ লাইব্রেরি। ব্যক্তিগত লাইব্রেরি একজন মানুষের নিজের পছন্দ অনুযায়ী তৈরি হয়। যেমন, কেউ যদি কবিতা ভালোবাসে, তবে তার লাইব্রেরিতে বেশি কাব্যগ্রন্থ থাকে। পারিবারিক লাইব্রেরিতে পরিবারের সবার রুচির কথা ভেবে বই রাখতে হয়। আর সাধারণ লাইব্রেরি সবার জন্য খোলা থাকে। এখানে সবাই মিলে বই সংগ্রহ করা হয় এবং জাতি-ধর্ম নির্বিশেষে সব ভালো বই রাখা উচিত। লেখক বলেন, লাইব্রেরি মানুষের মনকে সুন্দর করে, বাড়ির সৌন্দর্য বাড়ায় এবং নতুন প্রজন্মকে জ্ঞানী করে তোলে। তাঁর মতে, একটি জাতির প্রকৃত উন্নতি শুধু টাকা-পয়সা বা শক্তির ওপর নির্ভর করে না, বরং জ্ঞান ও বুদ্ধিচর্চার ওপরও নির্ভর করে। আর এই জ্ঞানচর্চার কেন্দ্র হলো লাইব্রেরি, যা জাতিকে সত্যিকারের উন্নতির পথে এগিয়ে নেয়।

লাইব্রেরি প্রবন্ধের বহুনির্বাচনী প্রশ্ন (MCQ)

১। পুস্তকের শ্রেণিবদ্ধ সংগ্রহকে কী বলা হয়?
ক) আলমারি
খ) আর্কাইভ
গ) লাইব্রেরি
ঘ) গ্রন্থভাণ্ডার
উত্তর: গ) লাইব্রেরি

২। লাইব্রেরির সৃষ্টি হয়েছে মূলত কী উদ্দেশ্যে?
ক) বিনোদনের জন্য
খ) জ্ঞান সংরক্ষণ ও স্থায়িত্বদানের জন্য
গ) ব্যবসার জন্য
ঘ) সাজসজ্জার জন্য
উত্তর: খ) জ্ঞান সংরক্ষণ ও স্থায়িত্বদানের জন্য

৩। এক ব্যক্তির পক্ষে সর্ববিদ্যাবিশারদ হওয়া কেন অসম্ভব?
ক) সময়ের অভাবে
খ) অর্থের অভাবে
গ) জ্ঞানের ব্যাপকতার কারণে
ঘ) আগ্রহের অভাবে
উত্তর: গ) জ্ঞানের ব্যাপকতার কারণে

৪। লাইব্রেরি কত প্রকার?
ক) দুই
খ) তিন
গ) চার
ঘ) পাঁচ
উত্তর: খ) তিন

৫। লাইব্রেরির প্রকারভেদ কোনগুলো?
ক) ব্যক্তিগত, সামাজিক, জাতীয়
খ) ব্যক্তিগত, পারিবারিক, সাধারণ
গ) স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়
ঘ) সরকারি, বেসরকারি, ব্যক্তিগত
উত্তর: খ) ব্যক্তিগত, পারিবারিক, সাধারণ

৬। ব্যক্তিগত লাইব্রেরি কিসের প্রতিবিম্ব?
ক) সমাজের
খ) পরিবারের
গ) ব্যক্তির মনের
ঘ) রাষ্ট্রের
উত্তর: গ) ব্যক্তির মনের

৭। ব্যক্তিগত লাইব্রেরিতে ব্যক্তি কী ধরনের স্বাধীনতা ভোগ করে?
ক) সীমিত স্বাধীনতা
খ) আংশিক স্বাধীনতা
গ) পূর্ণ স্বাধীনতা
ঘ) নিয়ন্ত্রিত স্বাধীনতা
উত্তর: গ) পূর্ণ স্বাধীনতা

৮। কাব্যপ্রেমিক ব্যক্তি তার লাইব্রেরিতে কী রাখে বেশি?
ক) ইতিহাস
খ) বিজ্ঞান
গ) কাব্যগ্রন্থ
ঘ) ধর্মগ্রন্থ
উত্তর: গ) কাব্যগ্রন্থ

৯। পারিবারিক লাইব্রেরি কিসের প্রতিচ্ছায়া?
ক) একজনের রুচির
খ) সমাজের রুচির
গ) পরিবারের সমষ্টিগত রুচির
ঘ) জাতির রুচির
উত্তর: গ) পরিবারের সমষ্টিগত রুচির

১০। পারিবারিক লাইব্রেরিতে কী অশোভন বলা হয়েছে?
ক) বই বেশি রাখা
খ) একের রুচিতে বহুর ওপর জোর
গ) পুরোনো বই রাখা
ঘ) নতুন বই কেনা
উত্তর: খ) একের রুচিতে বহুর ওপর জোর

১১। ব্যক্তিগত ও পারিবারিক লাইব্রেরি কিসের ওপর গড়ে ওঠে?
ক) সামাজিক নিয়মে
খ) সরকারি নিয়মে
গ) ব্যক্তি বা পরিবারের মর্জিতে
ঘ) জাতীয় নীতিতে
উত্তর: গ) ব্যক্তি বা পরিবারের মর্জিতে

১২। লাইব্রেরিসম্পন্ন ব্যক্তির মধ্যে কী গুণ ফুটে ওঠে?
ক) ধনসম্পদ
খ) বাহ্যিক আড়ম্বর
গ) বৈদগ্ধ্য ও শ্রী
ঘ) ক্ষমতা
উত্তর: গ) বৈদগ্ধ্য ও শ্রী

১৩। সত্যিকার বৈদগ্ধ্য অর্জনের জন্য কী প্রয়োজন?
ক) ধনসম্পদ
খ) ভ্রমণ
গ) লাইব্রেরির সঙ্গে অন্তরঙ্গতা
ঘ) সামাজিক মর্যাদা
উত্তর: গ) লাইব্রেরির সঙ্গে অন্তরঙ্গতা

১৪। লাইব্রেরি গৃহসজ্জায় কীভাবে সাহায্য করে?
ক) বাহ্যিক সৌন্দর্য বাড়িয়ে
খ) মানসিক সৌন্দর্যের পরিচয় দিয়ে
গ) ঘর বড় করে
ঘ) খরচ কমিয়ে
উত্তর: খ) মানসিক সৌন্দর্যের পরিচয় দিয়ে

১৫। ধনী ব্যক্তিরা লাইব্রেরি গড়লে দেশের কী লাভ হয়?
ক) অর্থনৈতিক উন্নতি
খ) সাহিত্যবোধ জাগ্রত হয়
গ) রাজনৈতিক শক্তি বাড়ে
ঘ) প্রশাসনিক সুবিধা হয়
উত্তর: খ) সাহিত্যবোধ জাগ্রত হয়

১৬। লাইব্রেরির মাধ্যমে ধনীরা কী সম্পর্কে সচেতন হন?
ক) সমাজ
খ) রাজনীতি
গ) নিজের সুপ্ত মন
ঘ) ব্যবসা
উত্তর: গ) নিজের সুপ্ত মন

১৭। পারিবারিক লাইব্রেরি কারা বেশি উপকৃত হয়?
ক) প্রতিবেশী
খ) বন্ধু
গ) পুত্রকন্যারা
ঘ) আত্মীয়স্বজন
উত্তর: গ) পুত্রকন্যারা

১৮। বড় সাহিত্যিকদের জীবনী থেকে কী জানা যায়?
ক) তারা ধনী ছিলেন
খ) তারা বিদেশে পড়েছেন
গ) বাল্যে লাইব্রেরির প্রেরণা পেয়েছেন
ঘ) তারা রাজনীতিবিদ ছিলেন
উত্তর: গ) বাল্যে লাইব্রেরির প্রেরণা পেয়েছেন

১৯। সাধারণ পাঠাগারকে আধুনিক জিনিস বলা হয়েছে কেন?
ক) এটি দামী
খ) এটি নতুন আবিষ্কার
গ) ব্যাপক জ্ঞানস্পৃহা পূরণের জন্য
ঘ) এটি শহরে বেশি
উত্তর: গ) ব্যাপক জ্ঞানস্পৃহা পূরণের জন্য

২০। জ্ঞানের প্রধান বাহন কী?
ক) ভাষণ
খ) অভিজ্ঞতা
গ) পুস্তক
ঘ) শিক্ষক
উত্তর: গ) পুস্তক

২১। পুস্তক কেনাকে কী বলা হয়েছে?
ক) সহজ
খ) আনন্দের
গ) দুঃসাধ্য
ঘ) অপ্রয়োজনীয়
উত্তর: গ) দুঃসাধ্য

২২। সাধারণ লাইব্রেরি গঠনের মূল নীতি কী?
ক) ব্যক্তিগত উদ্যোগ
খ) সমবায়নীতি
গ) সরকারি নিয়ন্ত্রণ
ঘ) দানপ্রথা
উত্তর: খ) সমবায়নীতি

২৩। সাধারণ লাইব্রেরিতে কোন প্রভাব বেশি হওয়া উচিত?
ক) ব্যক্তির
খ) লেখকের
গ) সাধারণের
ঘ) সরকারের
উত্তর: গ) সাধারণের

২৪। সাধারণ লাইব্রেরিতে পুস্তক নির্বাচনে কী পরিহার করতে বলা হয়েছে?
ক) বৈজ্ঞানিক বই
খ) বিদেশি বই
গ) জাতীয় সংকীর্ণতা
ঘ) পুরোনো বই
উত্তর: গ) জাতীয় সংকীর্ণতা

২৫। পাঠাগার মূলত কিসের বিকাশক?
ক) জাতীয় বৈশিষ্ট্যের
খ) ব্যক্তিগত বৈশিষ্ট্যের
গ) রাজনৈতিক চেতনার
ঘ) ধর্মীয় চেতনার
উত্তর: খ) ব্যক্তিগত বৈশিষ্ট্যের

২৬। ভালো লেখক কাদের আত্মীয়?
ক) নির্দিষ্ট সম্প্রদায়ের
খ) জাতির
গ) সমস্ত সম্প্রদায়ের
ঘ) দেশের
উত্তর: গ) সমস্ত সম্প্রদায়ের

২৭। জাতির জীবনধারা কত ধারায় প্রবাহিত?
ক) এক
খ) দুই
গ) তিন
ঘ) চার
উত্তর: খ) দুই

২৮। প্রথম ধারার নাম কী?
ক) আত্মপ্রকাশ
খ) পরার্থ বৃদ্ধি
গ) আত্মরক্ষা বা স্বার্থ প্রসার
ঘ) আনন্দ সাধনা
উত্তর: গ) আত্মরক্ষা বা স্বার্থ প্রসার

২৯। দ্বিতীয় ধারার নাম কী?
ক) যুদ্ধ
খ) সংগ্রহ
গ) আত্মপ্রকাশ বা পরার্থ বৃদ্ধি
ঘ) স্বার্থসাধন
উত্তর: গ) আত্মপ্রকাশ বা পরার্থ বৃদ্ধি

৩০। কোন দিকটি উপেক্ষা করলে জাতি উন্নত হতে পারে না?
ক) প্রথম দিক
খ) দ্বিতীয় দিক
গ) অর্থনীতি
ঘ) রাজনীতি
উত্তর: খ) দ্বিতীয় দিক

৩১। মানসিক ও আত্মিক জীবনের সাধনা না থাকলে কী হয়?
ক) অর্থ বাড়ে
খ) চরিত্রে শ্রী ফুটে ওঠে না
গ) শক্তি বাড়ে
ঘ) ক্ষমতা বাড়ে
উত্তর: খ) চরিত্রে শ্রী ফুটে ওঠে না

৩২। জীবনে শ্রী ফোটাতে কী আবশ্যক?
ক) অর্থ
খ) ক্ষমতা
গ) দ্বিতীয় দিকটির সাধনা
ঘ) সংগ্রহ
উত্তর: গ) দ্বিতীয় দিকটির সাধনা

৩৩। লাইব্রেরিকে কী বলা হয়েছে?
ক) বিলাস
খ) শখ
গ) অমূল্য অবদান
ঘ) সাজসজ্জা
উত্তর: গ) অমূল্য অবদান

৩৪। লাইব্রেরি কিসের মানদণ্ড?
ক) অর্থনৈতিক উন্নতি
খ) রাজনৈতিক শক্তি
গ) জাতির সভ্যতা ও উন্নতি
ঘ) সামরিক ক্ষমতা
উত্তর: গ) জাতির সভ্যতা ও উন্নতি

৩৫। পুস্তক অধ্যয়ন ছাড়া কী অসম্ভব?
ক) উন্নতি
খ) আনন্দ
গ) বুদ্ধির জাগরণ
ঘ) সমাজ গঠন
উত্তর: গ) বুদ্ধির জাগরণ

Related Posts

Leave a Comment