রেইনকোট MCQ Answer -গল্পের বহুনির্বাচনী প্রশ্ন

“রেইনকোট” গল্পটি বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্যকর্মগুলোর মধ্যে অন্যতম একটি শক্তিশালী রচনা। এটি ব্যক্তি, দেশপ্রেম, এবং চেতনার গভীর পরিবর্তনের এক অসাধারণ প্রতীকী চিত্র। এই পোস্টে রেইনকোট MCQ Answer গল্পের বহুনির্বাচনী প্রশ্ন লিখে দিলাম।

রেইনকোট mcq answer

১। প্রিন্সিপালের নাম কী ছিল?
ক) আফাজ আহমদ
খ) আসাদ আহমেদ
গ) আবরার আহমেদ
ঘ) আহনাফ আহমদ
উত্তর: ক) আফাজ আহমদ

২। ‘রেইনকোট’ গল্পের সময় প্রফেসর নুরুল হুদা কোন ঋতুতে রেইনকোট পরে হাঁটছিলেন?
ক) গ্রীষ্ম
খ) বর্ষা
গ) হেমন্ত
ঘ) শীত
উত্তর: গ) হেমন্ত

৩। ‘রেইনকোট’ গল্পে কলেজের পিওনের নাম কী ছিল?
ক) ইসমাইল
খ) ইসতিয়াক
গ) ইসহাক
ঘ) আবদুস সাত্তার
উত্তর: গ) ইসহাক

৪। ‘মৃধা’ কোন বিষয়ের শিক্ষক ছিলেন?
ক) বাংলা
খ) কেমিস্ট্রি
গ) উর্দু
ঘ) জিওগ্রাফি
উত্তর: ঘ) জিওগ্রাফি

৫। চলন্ত বাস থেকে দুইজন যাত্রী নেমে যাওয়ার পর, তাদের সম্পর্কে কী মনে হয়?
ক) ক্রিমিনাল, চোর অথবা পকেটমার
খ) মুক্তিযোদ্ধা অথবা কলেজ ছাত্র
গ) রাজাকার অথবা ডাকাত
ঘ) চোর অথবা ডাকাত
উত্তর: ক) ক্রিমিনাল, চোর অথবা পকেটমার

৬। বাসে বসে নুরুল হুদা কোন বিষয়ে ভাবছিলেন?
ক) চোর, ডাকাত
খ) মুক্তিযোদ্ধা
গ) রাজাকার
ঘ) সহকর্মী
উত্তর: গ) রাজাকার

৭। নুরুল হুদা কোন বিষয়ে লেকচারার ছিলেন?
ক) বাংলা
খ) আরবি
গ) কেমিস্ট্রি
ঘ) উর্দু
উত্তর: গ) কেমিস্ট্রি

৮। মিলিটারিরা নুরুল হুদাকে ধরে নিয়ে প্রথম কী বিষয়ে প্রশ্ন করেছিল?
ক) বাড়ির বিষয়ে
খ) মিন্টুর বিষয়ে
গ) কলিগদের বিষয়ে
ঘ) কলেজের বিষয়ে
উত্তর: ঘ) কলেজের বিষয়ে

৯। কলেজে আনা আলমারির সংখ্যা কত ছিল, তা নুরুল হুদা মিলিটারিদের কীভাবে জানিয়েছিল?
ক) তিনটি
খ) চারটি
গ) পাঁচটি
ঘ) দশটি
উত্তর: ঘ) দশটি

১০। মিলিটারিরা কাকে দলের সক্রিয় সদস্য বলে মনে করেছিল?
ক) আফাজ সাহেবকে
খ) নুরুল হুদাকে
গ) ইসহাককে
ঘ) মিন্টুকে
উত্তর: ঘ) মিন্টুকে

১১। মিলিটারি কাকে ছদ্মবেশী মিসক্রিয়েন্ট মনে করেছিল?
ক) কুলিদের
খ) বাসের যাত্রীদের
গ) পিওনদের
ঘ) মিন্টুকে
উত্তর: ক) কুলিদের

১২। ‘বর্ষাকালেই তো জুৎ’ কথাটি কে বলেছিল?
ক) প্রিন্সিপাল
খ) কুলি
গ) নুরুল হুদা
ঘ) পিওন
উত্তর: খ) কুলি

১৩। নুরুল হুদা যে মিসক্রিয়েন্টের সক্রিয় সদস্য, মিলিটারিরা আরেকটু নিশ্চিত হয় কীভাবে?
ক) তার মৌনতায়
খ) চিৎকার করে অস্বীকার করায়
গ) স্বীকারোক্তিতে
ঘ) কুলিদের সম্পর্কে বলায়
উত্তর: ক) তার মৌনতায়

১৪। নুরুল হুদাকে কিসের সঙ্গে মিলিটারিরা ঝুলিয়ে দেয়?
ক) রডের সঙ্গে
খ) ফ্যানের সঙ্গে
গ) ছাদের লাগানো আংটার সঙ্গে
ঘ) দড়ির সঙ্গে
উত্তর: গ) ছাদের লাগানো আংটার সঙ্গে

১৫। নুরুল হুদার শরীরে মিলিটারির চাবুকের বাড়ি কী অনুভূত হয়?
ক) অসহ্য যন্ত্রণা
খ) ভয়ংকর অত্যাচার
গ) স্রেফ উৎপাত
ঘ) বিরতিহীন আঘাত
উত্তর: গ) স্রেফ উৎপাত

১৬। রেইনকোট খুলে ফেললেও নুরুল হুদার শরীরে কী অনুভূত হয়?
ক) রেইনকোটের ভেজা গন্ধ
খ) রেইনকোটের পুরনো গন্ধ
গ) রেইনকোটের ওম
ঘ) রেইনকোটের শীতলতা
উত্তর: গ) রেইনকোটের ওম

১৭। নুরুল হুদার মেয়ের বয়স কত ছিল?
ক) তিন বছর
খ) সাড়ে চার বছর
গ) চার বছর
ঘ) আড়াই বছর
উত্তর: ঘ) আড়াই বছর

১৮। ‘ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজের নতুনরূপে সে ভ্যাবাচ্যাকা খায়।’ উক্তিটি কার সম্পর্কে বলা হয়েছে?
ক) প্রিন্সিপাল
খ) পিশুন
গ) নুরুল হুদা
ঘ) মিন্টু
উত্তর: ক) প্রিন্সিপাল

১৯। ‘ঐ ঠিকানাটা বলে দিলে তাকে সসম্মানে ছেড়ে দেওয়া হবে।’ কাদের ঠিকানার কথা বলা হয়েছে?
ক) মুক্তিযোদ্ধাদের ঠিকানা
খ) প্রফেসরদের ঠিকানা
গ) প্রিন্সিপালের ঠিকানা
ঘ) উর্দু প্রফেসরের ঠিকানা
উত্তর: ক) মুক্তিযোদ্ধাদের ঠিকানা

২০। “পিওন কি তাকে মিসক্রিয়ান্টদের লোক ভাবে নাকি?” বাক্যটিতে ‘মিসক্রিয়ান্ট’ বলতে মূলত কাদের বোঝানো হয়েছে?
ক) মিলিটারি
খ) রাজাকার
গ) মুক্তিযোদ্ধা
ঘ) মুক্তিযোদ্ধাদের পরিবার
উত্তর: গ) মুক্তিযোদ্ধা

২১। আখতারুজ্জামান ইলিয়াসের ছোটগল্পের মোট কতটি গ্রন্থ প্রকাশিত হয়েছে?
ক) ৫টি
খ) ৬টি
গ) ৭টি
ঘ) ৮টি
উত্তর: ক) ৫টি

২২। আখতারুজ্জামান ইলিয়াসের পিতার নাম কী?
ক) মোহাম্মদ আখতারুজ্জামান
খ) আখতারুজ্জামান ইলিয়াস
গ) মোহাম্মদ ইলিয়াস উদ্দিন
ঘ) আখতারুজ্জামান মোহাম্মদ ইলিয়াস
উত্তর: ঘ) আখতারুজ্জামান মোহাম্মদ ইলিয়াস

২৩। আখতারুজ্জামান ইলিয়াসের মাতার নাম কী ছিল?
ক) মনোয়ারা ইলিয়াস
খ) শরিফা ইলিয়াস
গ) মরিয়ম ইলিয়াস
ঘ) সামসুন নাহার ইলিয়াস
উত্তর: গ) মরিয়ম ইলিয়াস

২৪। আখতারুজ্জামান ইলিয়াস কোন তারিখে মৃত্যুবরণ করেন?
ক) পহেলা জানুয়ারি
খ) তেসরা জানুয়ারি
গ) দোসরা জানুয়ারি
ঘ) চৌঠা জানুয়ারি
উত্তর: ঘ) চৌঠা জানুয়ারি

২৫। আখতারুজ্জামান ইলিয়াস কোন রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন?
ক) জন্ডিস
খ) ক্যান্সার
গ) কলেরা
ঘ) ধনুষ্টঙ্কার
উত্তর: খ) ক্যান্সার

২৬। আখতারুজ্জামান ইলিয়াস কোথায় জন্মগ্রহণ করেছিলেন?
ক) সাগরদাঁড়ি গ্রামে
খ) চুরুলিয়া গ্রামে
গ) গোটিয়া গ্রামে
ঘ) শংকরপাশা গ্রামে
উত্তর: গ) গোটিয়া গ্রামে

২৭। ‘রেইনকোট’ গল্পটি কে রচনা করেছেন?
ক) জহির রায়হান
খ) আখতারুজ্জামান ইলিয়াস
গ) শওকত ওসমান
ঘ) কাজী মোতাহের হোসেন
উত্তর: খ) আখতারুজ্জামান ইলিয়াস

২৮। আখতারুজ্জামান ইলিয়াস কোথায় জন্মগ্রহণ করেন?
ক) বাবার বাড়িতে
খ) আত্মীয়ের বাড়িতে
গ) অনাথ আশ্রমে
ঘ) মাতুলালয়ে
উত্তর: ঘ) মাতুলালয়ে

২৯। ‘ওয়েল্ডিং ওয়ার্কশপ’ দ্বারা কী বোঝানো হয়?
ক) ঝালাই কারখানা
খ) গাড়ি তৈরির কারখানা
গ) মেরামত কারখানা
ঘ) গাড়ি রঙের কারখানা
উত্তর: ক) ঝালাই কারখানা

৩০। আসাদ গেট বাসস্টপেজে নুরুল হুদা যখন বাসে উঠলেন, তখন মোট কতজন যাত্রী উঠেছিল?
ক) ৪ জন
খ) ৫ জন
গ) ৮ জন
ঘ) ৯ জন
উত্তর: ঘ) ৯ জন

৩১। ‘বাচাল’ প্রকারের ব্যক্তি কে?
ক) সাজিদ
খ) দোকানদার ছেলেটা
গ) ইসহাক
ঘ) প্রিন্সিপাল
উত্তর: গ) দোকানদার ছেলেটা

৩২। বর্ডার পার করেছিল কে?
ক) ইসহাক ও মিলিটারি
খ) মিসক্রিয়ান্টরা
গ) নুরুল হুদার শালা
ঘ) মিন্টু
উত্তর: গ) নুরুল হুদার শালা

৩৩। বর্ডার পার করার পর মিন্টু কী করেছিল?
ক) দেশে ত্রাণ বিতরণ করে
খ) মিলিটারিদের সাথে বৈঠক করে
গ) দমাদম মিলিটারি মারে
ঘ) বোনের সংসারে অশান্তি সৃষ্টি করে
উত্তর: গ) দমাদম মিলিটারি মারে

৩৪। বাস ডিপোর পেছনে কী আছে?
ক) বড় রাস্তা ও ডোবা-নালা
খ) বস্তি
গ) থানার কাছাকাছি
ঘ) শীত
উত্তর: খ) বস্তি

৩৫। ‘রেইনকোট’ গল্পে কোন ঋতু বর্ণনা করা হয়েছে?
ক) গ্রীষ্ম
খ) শরৎ
গ) হেমন্ত
ঘ) বর্ষা
উত্তর: গ) হেমন্ত

৩৬। স্টাফরুমে কে বসলে সবাই অস্বস্তি অনুভব করে?
ক) প্রিন্সিপাল
খ) ইসহাক
গ) উর্দুর আকবর সাজিদ
ঘ) মিলিটারি
উত্তর: গ) উর্দুর আকবর সাজিদ

৩৭। আকবর সাজিদের বন্ধু কে?
ক) ইংরেজির আল কবির
খ) হিস্ট্রির আল কবির
গ) গণিতের আল কবির
ঘ) বিজ্ঞান বিভাগের আল কবির
উত্তর: খ) হিস্ট্রির আল কবির

৩৮। আসমা নিত্য কী শোনে?
ক) কবিতা আবৃত্তি
খ) গুলির শব্দ
গ) খবরের কাগজ পড়ার শব্দ
ঘ) মিলিটারির গর্জন
উত্তর: খ) গুলির শব্দ

৩৯। ‘সমস্ত ভালোলাগাটা চিড় খায়’ এবং গাড়ি নষ্ট হয়ে গেলে কী চেনে?
ক) মিলিটারির আগমনে
খ) উর্দুর আলী মোহাম্মদ
গ) জিওগ্রাফির আলী মনসুর
ঘ) বাস ব্রেক করলে
উত্তর: ঘ) বাস ব্রেক করলে

৪০। প্রফেসর নুরুল হুদাকে কী দ্বারা আঘাত করা হয়?
ক) চাবুক
খ) লাঠি ও কাথি
গ) গুলি ও পাথর
ঘ) রড ও লাঠি
উত্তর: ক) চাবুক

৪১। মিলিটারি যাবতীয় গাড়ি থামিয়ে কী করছে?
ক) প্যাসেঞ্জারদের তল্লাশি করছে
খ) গাড়ি ভাঙচুর করছে
গ) জিপে করে প্যাসেঞ্জারদের বাড়ি পৌঁছে দিচ্ছে
ঘ) পকেটমারদের আটকাচ্ছে
উত্তর: ক) প্যাসেঞ্জারদের তল্লাশি করছে

৪২। দরজার কড়া নাড়াতে লেখক কিসের আশঙ্কা করেছিলেন?
ক) ডাকাতের
খ) চোরের
গ) মিলিটারির
ঘ) রাজাকারের
উত্তর: গ) মিলিটারির

৪৩। নুরুল হুদার বাসে কোন ধরনের মিলিটারি উঠেছিল?
ক) বেঁটে, কালো
খ) লম্বা ও খুব ফরসা
গ) ফরসা, খাটো
ঘ) খুব লম্বা ও মোটা
উত্তর: খ) লম্বা ও খুব ফরসা

৪৪। প্রফেসর নুরুল হুদা কেন ‘আলহামদুলিল্লাহ’ বলেন?
ক) আগন্তুক তার আত্মীয় বলে
খ) আগন্তুক তার শ্যালক মিন্টু বলে
গ) আগন্তুক তার স্ত্রী বলে
ঘ) আগন্তুক মিলিটারি নয় বলে
উত্তর: ঘ) আগন্তুক মিলিটারি নয় বলে

৪৫। ‘ছুঁচালো চোখের মণি কাঁটার মতো বিধে যায় তার মুখে’ — এখানে কার চোখের মণি কার মুখে বিধে যাওয়ার কথা বলা হয়েছে?
ক) মিলিটারির চোখের মণি, নুরুল হুদার মুখে
খ) ইসহাকের চোখের মণি, মিলিটারির মুখে
গ) ইসহাকের চোখের মণি, মিন্টুর মুখে
ঘ) মিন্টুর চোখের মণি, ইসহাকের মুখে
উত্তর: খ) ইসহাকের চোখের মণি, মিলিটারির মুখে

৪৬। চিনচিনে গলায় গম্ভীর স্বরে কে হাসে?
ক) মিলিটারি
খ) প্রিন্সিপালের পিওন
গ) উর্দুর আকবর
ঘ) নুরুল হুদা
উত্তর: খ) প্রিন্সিপালের পিওন

৪৭। কলেজের সবাই তটস্থ থাকে কেন?
ক) ডাকাতের ভয়ে
খ) মিলিটারির ভয়ে
গ) উর্দুর প্রফেসর
ঘ) রাজাকার
উত্তর: খ) মিলিটারির ভয়ে

রেইনকোট গল্পের বহুনির্বাচনী প্রশ্ন

৪৮। নুরুল হুদার চোখের দৃষ্টিভঙ্গি কেমন?
ক) মায়াবী
খ) ভোঁতা তবে গরম
গ) বিষণ্ণ
ঘ) গম্ভীর
উত্তর: খ) ভোঁতা তবে গরম

৪৯। “তাকে এখন মিলিটারির কর্নেল বললেও চলে।” — এখানে কে সম্পর্কে বলা হয়েছে?
ক) ইসহাক
খ) প্রিন্সিপাল
গ) নুরুল হুদা
ঘ) উর্দু প্রফেসর
উত্তর: ক) ইসহাক

৫০। ‘রেইনকোট’ গল্পে ঝমঝম শব্দটি কোন কিছু সম্পর্কে বলা হয়েছে?
ক) ঢাকের
খ) তবলার
গ) বৃষ্টির
ঘ) গিটারের
উত্তর: গ) বৃষ্টির

৫১। গল্পে বৃষ্টির সময়কাল কতদিন ছিল?
ক) দুই দিন
খ) তিন দিন
গ) চার দিন
ঘ) পাঁচ দিন
উত্তর: খ) তিন দিন

৫২। ‘মঙ্গলে ভোর রাতে হইল শুরু’ — এই বাক্যটি কি বোঝায়?
ক) তিন দিন মেঘের গুরুগুরু
খ) ভাবনা চিন্তা হলো শুরু
গ) বাতাসের গর্জন শুরু
ঘ) আকাশের অন্ধকার সৃষ্টি
উত্তর: ক) তিন দিন মেঘের গুরুগুরু

৫৩। ‘শনিতে সাত মঙ্গলে তিন’ — প্রবাদটির পরের অংশ কী?
ক) আর সব তিন দিন
খ) আর সব দিন দিন
গ) ভাবনা চিন্তা ছেড়ে দিন
ঘ) বাক্স পেটরা গুছিয়ে নিন
উত্তর: খ) আর সব দিন দিন

৫৪। ‘রেইনকোট’ গল্পে ফুটপাত বন্ধ থাকার কতদিন উল্লেখ করা হয়েছে?
ক) দুই দিন
খ) তিন দিন
গ) চার দিন
ঘ) পাঁচ দিন
উত্তর: খ) তিন দিন

৫৫। ‘চিলেকোঠার সেপাই’ উপন্যাসের পটভূমি কী ছিল?
ক) উনসত্তরের গণআন্দোলনের পটভূমি
খ) ফকির-সন্ন্যাসী আন্দোলনের পটভূমি
গ) তেভাগা আন্দোলনের পটভূমি
ঘ) একাত্তর সালের মুক্তিযুদ্ধের কাহিনির পটভূমি
উত্তর: ক) উনসত্তরের গণআন্দোলনের পটভূমি

৫৬। আখতারুজ্জামান ইলিয়াস মূলত কী ছিলেন?
ক) গল্পকার
খ) সাংবাদিক
গ) কথাসাহিত্যিক
ঘ) ঔপন্যাসিক
উত্তর: গ) কথাসাহিত্যিক

৫৭। আখতারুজ্জামান ইলিয়াস রচিত কোন গ্রন্থটি?
ক) চার ইয়াতির কথা
খ) সংস্কৃতির ভাঙা সেতু
গ) সংস্কৃতি কথা
ঘ) শিক্ষা ও মনুষ্যত্ব
উত্তর: খ) সংস্কৃতির ভাঙা সেতু

৫৮। আখতারুজ্জামান ইলিয়াস কোন পুরস্কারটি লাভ করেন?
ক) স্বাধীনতা পুরস্কার
খ) বাংলা একাডেমি পুরস্কার
গ) একুশে পদক
ঘ) মুক্তধারা পুরস্কার
উত্তর: খ) বাংলা একাডেমি পুরস্কার

৫৯। আখতারুজ্জামান ইলিয়াসের রচিত উপন্যাসের সংখ্যা কতটি?
ক) তিনটি
খ) দুটি
গ) চারটি
ঘ) পাঁচটি
উত্তর: খ) দুটি

৬০। ‘দুধেভাতে উৎপাত’ গল্পগ্রন্থের লেখক কে?
ক) শওকত ওসমান
খ) কাজী নজরুল ইসলাম
গ) হাসান আজিজুল হক
ঘ) আখতারুজ্জামান ইলিয়াস
উত্তর: ঘ) আখতারুজ্জামান ইলিয়াস

৬১। আখতারুজ্জামান ইলিয়াসের মহাকাব্যিক রচনা কোনটি?
ক) চিলেকোঠার সেপাই
খ) খোয়ারি
গ) খোয়াবনামা
ঘ) দোজখের ওম
উত্তর: ক) চিলেকোঠার সেপাই

৬২। ‘দোজখের ওম’ আখতারুজ্জামান ইলিয়াসের কোন ধরনের রচনা?
ক) উপন্যাস
খ) প্রবন্ধ
গ) নাটক
ঘ) গল্পগ্রন্থ
উত্তর: ঘ) গল্পগ্রন্থ

৬৩। আখতারুজ্জামান ইলিয়াস কোন সালে ‘বাংলা একাডেমি’ পুরস্কার লাভ করেন?
ক) ১৯৮৩ সালে
খ) ১৯৭১ সালে
গ) ১৯৭৭ সালে
ঘ) ১৯৮৯ সালে
উত্তর: ক) ১৯৮৩ সালে

৬৪। আখতারুজ্জামান ইলিয়াস কত সালে মৃত্যুবরণ করেন?
ক) ১৯৭৭ সালের ৪ঠা জানুয়ারি
খ) ১৯৯৬ সালের ১০ই জানুয়ারি
গ) ১৯৯৭ সালের ৪ঠা জানুয়ারি
ঘ) ২০০০ সালের ১১ই অক্টোবর
উত্তর: গ) ১৯৯৭ সালের ৪ঠা জানুয়ারি

৬৫। ‘রেইনকোট’ গল্পে বৃষ্টি কখন শুরু হয়?
ক) ভোর রাত থেকে
খ) বিকাল থেকে
গ) সকাল থেকে
ঘ) রাত থেকে
উত্তর: ক) ভোর রাত থেকে

৬৬। ইলেকট্রিক ট্রান্সফর্মারটি কোথায় ছিল?
ক) কলেজের সামনের দেয়ালে
খ) বাড়ির সামনের দেয়ালে
গ) কলেজের পিছনের দেয়ালে
ঘ) বাড়ির পিছনের দেয়ালে
উত্তর: খ) কলেজের সামনের দেয়ালে

৬৭। প্রিন্সিপালের কোয়ার্টারটি কোথায় অবস্থিত?
ক) মাঠ পেরিয়ে ডান দিকে
খ) মাঠের সীমানায়
গ) কলেজের পিছনের দিকে
ঘ) মাঠ পেরিয়ে বাঁ দিকে
উত্তর: ঘ) মাঠ পেরিয়ে বাঁ দিকে

৬৮। প্রিন্সিপালের কোয়ার্টারের পাশেই আর কী ছিল?
ক) পিওনের বাড়ি
খ) মিলিটারি ক্যাম্প
গ) সরকারি অফিস
ঘ) কলেজের অফিস
উত্তর: খ) মিলিটারি ক্যাম্প

৬৯। মিলিটারি প্রাদুর্ভাবের পর থেকে কলেজের সবাই কাকে দেখে তটস্থ ছিল?
ক) কর্নেলকে
খ) মিলিটারির বড় কর্তাকে
গ) ইসহাককে
ঘ) আহমদকে
উত্তর: গ) ইসহাককে

৭০। এপ্রিলের শুরু থেকে কে বাংলা বলা ছেড়ে দিয়েছিলেন?
ক) ইসহাক
খ) আহমদ
গ) আসমা
ঘ) মিন্টু
উত্তর: ক) ইসহাক

৭১। পাকিস্তানের জন্য দিনরাত কে দোয়া ও দরুদ পড়ে?
ক) আসমা
খ) মিন্টু
গ) ইসহাক
ঘ) প্রিন্সিপাল
উত্তর: ঘ) প্রিন্সিপাল

৭২। ‘পাকিস্তান বাঁচাতে হলে স্কুল কলেজ থেকে শহিদ মিনার হটাতে হবে’ – এই আবেদনটি মিলিটারির বড় কর্তাদের কাছে কে করেছিল?
ক) মিন্টু
খ) নুরুল হুদা
গ) প্রিন্সিপাল
ঘ) ইসহাক
উত্তর: গ) প্রিন্সিপাল

৭৩। “পাকিস্তানের পাক সাফ শরীরটাকে নীরোগ করতে হলে এসব কাঁটা ওপড়াতে হবে” – উক্তিতে ‘কাঁটা’ বলতে কী বোঝানো হয়েছে?
ক) মুক্তিযুদ্ধের গান
খ) শহিদ মিনার
গ) মুক্তিযোদ্ধা
ঘ) শ্যামা সঙ্গীত
উত্তর: খ) শহিদ মিনার

৭৪। ‘আসমা’ সম্পর্কে মিন্টুর সম্পর্ক কী ছিল?
ক) দূরসম্পর্কের বোন
খ) চাচাতো বোন
গ) আপন বোন
ঘ) মামাতো বোন
উত্তর: গ) আপন বোন

৭৫। মগবাজারের ফ্ল্যাট থেকে মিন্টু কবে চলে গিয়েছিল?
ক) জুলাই মাসের ২৩ তারিখে
খ) মে মাসের ২৩ তারিখে
গ) জুন মাসের ২৩ তারিখে
ঘ) মার্চ মাসের ২৩ তারিখে
উত্তর: গ) জুন মাসের ২৩ তারিখে

৭৬। প্রফেসর বাড়ি বদলানোর জন্য কেন খুব তৎপর হয়ে পড়েছিলেন?
ক) পাশের বাড়িতে গোলাগুলি শুনে
খ) মিলিটারিদের অত্যাচারে
গ) পাশের ফ্ল্যাটের মহিলার কথা শুনে
ঘ) মুক্তিযোদ্ধাদের আশ্রয় দেবার ভয় থেকে
উত্তর: গ) পাশের ফ্ল্যাটের মহিলার কথা শুনে

৭৭। মিলিটারির আগমনের পর তারা মোট কবার বাড়ি বদলিয়েছিল?
ক) একবার
খ) দুইবার
গ) তিনবার
ঘ) চারবার
উত্তর: ঘ) চারবার

৭৮। ওয়েল্ডিং ওয়ার্কশপের মালিকের শ্বশুর কোন ধরনের ব্যক্তি ছিলেন?
ক) মুক্তিযোদ্ধা
খ) চোরাকারবারি
গ) রাজাকার
ঘ) সুদ ব্যবসায়ী
উত্তর: গ) রাজাকার

৭৯। “এই ভাইকে নিয়ে এরকম বাড়াবাড়ি করাটা কি আসমার ঠিক হচ্ছে?” – ‘বাড়াবাড়ি’ কথায় কী বোঝানো হয়েছে?
ক) মিন্টুকে প্রশ্রয় দেয়া
খ) মিন্টুকে মিলিটারির পক্ষ নিতে বলা
গ) মিন্টুর সঙ্গে প্রফেসরের দৈর্ঘ্য তুলনা করা
ঘ) মিন্টুর সঙ্গে প্রফেসরের কাজের তুলনা করা
উত্তর: গ) মিন্টুর সঙ্গে প্রফেসরের দৈর্ঘ্য তুলনা করা

৮০। প্রফেসর কার ‘রেইনকোটটি’ পরেছিলেন?
ক) শালার
খ) ভাইয়ের
গ) বন্ধুর
ঘ) কলিগের
উত্তর: ক) শালার

৮১। রেইনকোটটি কেমন রঙের ছিল?
ক) থাকি রঙের
খ) কালো রঙের
গ) মাটি রঙের
ঘ) ছাই রঙের
উত্তর: গ) মাটি রঙের

৮২। ‘আকবর সাজিদ’ কোন বিষয়ে প্রফেসর ছিলেন?
ক) বাংলা
খ) আরবি
গ) উর্দু
ঘ) ইংরেজি
উত্তর: গ) উর্দু

৮৩। ‘পাকিস্তান বাঁচাতে হলে স্কুল কলেজ থেকে শহিদ মিনার হটাও’ – এখানে শহিদ মিনার কী কিছুর প্রতীক হিসেবে চিহ্নিত হয়েছে?
ক) বাঙালি জাতীয়তাবাদ বিকাশের প্রতীক
খ) বাঙালি জাতির প্রতীক
গ) স্মৃতিরক্ষার প্রতীক
ঘ) বাংলাভাষা চর্চার প্রতীক
উত্তর: ক) বাঙালি জাতীয়তাবাদ বিকাশের প্রতীক

৮৪। প্রিন্সিপালের শহিদ মিনার হটানোর পরামর্শের মাধ্যমে তার চরিত্রে কী ফুটে উঠেছে?
ক) মিলিটারিদের সচেতন করা
খ) মিলিটারিদের তোষামোদি
গ) মিলিটারিদের সাহস জোগানো
ঘ) মিলিটারিদের সৎ পরামর্শ দেওয়া
উত্তর: খ) মিলিটারিদের তোষামোদি

৮৫। ‘রেডিও টেলিভিশনে হরদম বলছে, সিচুয়েশন নর্মাল’ – নুরুল হুদার এই চিন্তাগুলোর পিছনে কী কারণ কাজ করছে?
ক) সাহস
খ) ক্ষোভ
গ) আক্ষেপ
ঘ) ভয়
উত্তর: ঘ) ভয়

৮৬। ‘বাসের লোক দুটো পালিয়ে গেল তাকে দেখেই’ – নুরুল হুদা কেন এর কারণ হিসেবে পরণের রেইনকোটকে শনাক্ত করেছিল?
ক) তার চেহারা ও উচ্চতা
খ) পরনের রেইনকোট
গ) মাথার টুপি
উত্তর: খ) পরনের রেইনকোট

৮৭। মিলিটারি অফিসারকে দেখে প্রিন্সিপালের মুখ কালো হয়ে বেগুনি কেন হয়ে গেল?
ক) উত্তেজনায়
খ) দুশ্চিন্তায়
গ) ভয়ে
ঘ) উৎকণ্ঠায়
উত্তর: গ) ভয়ে

৮৮। “আমার নাম? সত্যি বলেছে? আমার নাম বলেছে?” – এখানে নুরুল হুদার মনোভাব কী?
ক) অজানা ভয়
খ) মুক্তিযোদ্ধাদের প্রতি আক্ষেপ
গ) মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর অনুভূতি
ঘ) মুক্তিযোদ্ধাদের প্রতি বিরূপ মনোভাব
উত্তর: ক) অজানা ভয়

৮৯। ‘তার মৌনতা মিলিটারিকে কেন আরো নিশ্চিত করেছিল?’
ক) মৌনতা সম্মতির লক্ষণ হিসেবে
খ) প্রথম থেকেই তিনি মৌন ছিলেন বলে
গ) মৌনতা তাদের সুযোগ করে দেয় বলে
ঘ) মিলিটারিরা পূর্ব থেকেই তার সম্পর্কে অবগত ছিল বলে
উত্তর: ঘ) মিলিটারিরা পূর্ব থেকেই তার সম্পর্কে অবগত ছিল বলে

৯০। ‘তারা তাকে চেনে এবং তার ওপর তাদের আস্থাও কম নয়’ – এখানে কার আস্থার কথা বলা হচ্ছে?
ক) মিলিটারিদের আস্থা
খ) কলিগদের আস্থা
গ) মুক্তিযোদ্ধাদের আস্থা
ঘ) পরিবারের আস্থা
উত্তর: ক) মিলিটারিদের আস্থা

৯১। নুরুল হুদার জ্বলন্ত শরীর কেন কাঁপতে থাকে?
ক) মিলিটারিদের ভয়
খ) পরিবারের দুশ্চিন্তা
গ) অসহ্য যন্ত্রণা ও আঘাতে
ঘ) মুক্তিযোদ্ধাদের সাথে সম্পর্ক রাখার উত্তেজনায়
উত্তর: ঘ) মুক্তিযোদ্ধাদের সাথে সম্পর্ক রাখার উত্তেজনায়

৯২। চাবুকের বাড়ির দিকে মনোযোগ না দেয়ার কারণ কী?
ক) মৃত্যু নিশ্চিত জানায়
খ) ধীরে ধীরে শরীর অবশ হয়
গ) ক্রমাগত চাবুকের বাড়ি খাওয়া
ঘ) মুক্তিযোদ্ধাদের সম্পর্কে গভীর ভাবনায়
উত্তর: ঘ) মুক্তিযোদ্ধাদের সম্পর্কে গভীর ভাবনায়

৯৩। ‘দেশকে মুক্ত করার জন্য ১৯৭১ সালে মুক্তিযোদ্ধারা অকাতরে প্রাণ দান করেন’ – ‘রেইনকোট’ গল্পে মুক্তিযোদ্ধাদের আরেকটি নাম কী?
ক) মুক্তিবাহিনী
খ) মিসক্রিয়ান্ট
গ) মুক্তিফৌজ
ঘ) মুক্তিকামী
উত্তর: খ) মিসক্রিয়ান্ট

৯৪। মুক্তিযুদ্ধের সময় বন্ধ থাকা স্কুল-কলেজ বা অফিস-আদালতের বিষয়ে ‘রেইনকোট’ গল্পে আমরা কোন প্রতিষ্ঠানের কথা জানতে পারি?
ক) বিমা অফিস
খ) স্কুল
গ) কলেজ
ঘ) আদালত
উত্তর: গ) কলেজ

৯৫। ‘রাজাকার’ বা ‘মুক্তিবাহিনী’ সঙ্গেও সরাসরি জড়িত না হয়ে, মিলিটারিদের খুশি করতে ‘তোষামোদি’ চরিত্র হিসেবে কার পরিচয় পাওয়া যায়?
ক) নুরুল হুদা
খ) ইসহাক
গ) দোকানদার
ঘ) প্রিন্সিপাল
উত্তর: ঘ) প্রিন্সিপাল

৯৬। বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ এবং ‘রেইনকোট’ গল্পের রেইনকোটটির আসল প্রতীক কী?
ক) মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার
খ) মুক্তিযোদ্ধার স্বপ্ন পূরণের
গ) মুক্তিযোদ্ধাদের একত্রিত হওয়ার
ঘ) স্বাধীনতার প্রেরণায় উজ্জীবিত হওয়া
উত্তর: ঘ) স্বাধীনতার প্রেরণায় উজ্জীবিত হওয়া

৯৭। শহিদদের স্মৃতিকে অম্লান রাখার জন্য জাতীয়ভাবে শহিদ মিনারের পাশাপাশি কী তৈরি হয়েছে?
ক) স্মৃতিসৌধ
খ) স্মৃতিস্তম্ভ
গ) শহিদ বেদি
ঘ) স্মৃতিফলক
উত্তর: ক) স্মৃতিসৌধ

৯৮। ‘দেশকে স্বাধীন করার অদম্য বাসনায় স্বজনদের মায়া ত্যাগ করে যুদ্ধে ছুটে গিয়েছিল অনেক তরুণ প্রাণ’ – ‘রেইনকোট’ গল্পে এ ধরনের কার সন্ধান পাওয়া যায়?
ক) নুরুল হুদা
খ) মিন্টু
গ) দোকানদার
ঘ) ইসহাক
উত্তর: খ) মিন্টু

৯৯। বড় রাস্তায় মিলিটারির লরি দেখে তার ‘চৈতন্যোদয়’ ঘটে – ‘চৈতন্যোদয়’ শব্দটির সাথে কোন শব্দটি মিলে?
ক) ভাবের উদয়
খ) এলোমেলো চিন্তা
গ) নতুন চিন্তা
ঘ) পূর্বের চেতনায় ফেরা
উত্তর: ঘ) পূর্বের চেতনায় ফেরা

১০০। ‘ফের নতুন করে অপরাধীমুক্ত বাসে যেতে এখন ভালো লাগছে’ – নুরুল হুদার এই ভাবনার কারণ কী?
ক) অপরাধীরা ধরা পড়ায়
খ) অপরাধীরা অপরাধ স্বীকার করায়
গ) বাস থেকে অপরাধীরা নেমে যাওয়ায়
ঘ) অপরাধীদের বাস থেকে নামিয়ে দেওয়ায়
উত্তর: গ) বাস থেকে অপরাধীরা নেমে যাওয়ায়

১০১। লেকচারার ও তার সহকর্মীকে মিলিটারিরা প্রথম কোথায় নিয়ে আসে?
ক) মস্ত উঁচু একটা ঘরে
খ) কলেজের অফিসে
গ) ক্যাম্পের তিন তলায়
ঘ) একটা পুরনো বাড়িতে
উত্তর: ক) মস্ত উঁচু একটা ঘরে

১০২। ‘সাবভার্সিভ অ্যাকটিভিটিজ’ বলতে কী বোঝানো হয়েছে?
ক) রাষ্ট্রবিরোধী কার্যক্রম
খ) গণতন্ত্রবিরোধী কার্যক্রম
গ) যুদ্ধবিরোধী কার্যক্রম
ঘ) মানবতাবিরোধী কার্যক্রম
উত্তর: ক) রাষ্ট্রবিরোধী কার্যক্রম

Related Posts