রেইনকোট গল্পের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর (সংক্ষিপ্ত প্রশ্ন)- একাদশ দ্বাদশ শ্রেণির বাংলা

আখতারুজ্জামান ইলিয়াসের “রেইনকোট” গল্পটি মুক্তিযুদ্ধের সময়কার ঢাকার পরিস্থিতিকে বর্ণনা করে। এই পোস্টে রেইনকোট গল্পের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর (সংক্ষিপ্ত প্রশ্ন)- একাদশ দ্বাদশ শ্রেণির বাংলা লিখে দিলাম।

Image with Link Descriptive Text

রেইনকোট গল্পের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর

১। ‘রেইনকোট’ গল্পটির রচয়িতা কে?
উত্তর: ‘রেইনকোট’ গল্পটির রচয়িতা আখতারুজ্জামান ইলিয়াস।

২। আখতারুজ্জামান ইলিয়াস কত সালে জন্মগ্রহণ করেন?
উত্তর: আখতারুজ্জামান ইলিয়াস ১৯৪৩ সালে জন্মগ্রহণ করেন।

৩। আখতারুজ্জামান ইলিয়াস কোন গ্রামে জন্মগ্রহণ করেন?
উত্তর: আখতারুজ্জামান ইলিয়াস গোটিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।

৪। ইসহাক কোন বিষয়ের প্রফেসরের বাড়ির দিকে রওনা হলো?
উত্তর: ইসহাক জিওগ্রাফির প্রফেসরের বাড়ির দিকে রওনা হলো।

৫। কাকে দেখে কলেজের সবাই তটস্থ?
উত্তর: ইসহাক মিয়াকে দেখে কলেজের সবাই তটস্থ।

৬। কোন মাসের শুরু থেকে ইসহাক বাংলা বলা ছেড়ে দিয়েছে?
উত্তর: এপ্রিল মাসের শুরু থেকে ইসহাক বাংলা বলা ছেড়ে দিয়েছে।

৭। কে দিনরাত উর্দু বলে?
উত্তর: ইসহাক মিয়া দিনরাত উর্দু বলে।

৮। কে পাকিস্তানিদের জন্য দিনরাত দোয়া-দরুদ পড়ছে?
উত্তর: কলেজের প্রিন্সিপাল পাকিস্তানিদের জন্য দিনরাত দোয়া-দরুদ পড়ছে।

৯। আখতারুজ্জামান ইলিয়াসের পিতৃদত্ত নাম কী?
উত্তর: আখতারুজ্জামান ইলিয়াসের পিতৃদত্ত নাম আখতারুজ্জামান মোহাম্মদ ইলিয়াস।

১০। আখতারুজ্জামান ইলিয়াস কত সালে মৃত্যুবরণ করেন?
উত্তর: আখতারুজ্জামান ইলিয়াস ১৯৯৭ সালে মৃত্যুবরণ করেন।

১১। কাকে জড়িয়ে ধরে নুরুল হুদার চুমু খেতে ইচ্ছা করছে?
উত্তর: পিয়নকে জড়িয়ে ধরে নুরুল হুদার চুমু খেতে ইচ্ছা করছে।

১২। রেডিও, টেলিভিশনে হরদম কী বলছে?
উত্তর: রেডিও, টেলিভিশনে হরদম বলছে সিচ্যুয়েশন নর্মাল।

১৩। নুরুল হুদার স্ত্রীর নাম কী?
উত্তর: নুরুল হুদার স্ত্রীর নাম আসমা।

১৪। মিন্টু কার ভাই?
উত্তর: মিন্টু আসমার ভাই।

১৫। কার জন্য নুরুল হুদাকে এক্সট্রা তটস্থ থাকতে হয়?
উত্তর: মিন্টুর জন্য নুরুল হুদাকে এক্সট্রা তটস্থ থাকতে হয়।

১৬। নুরুল হুদা কতবার বাড়ি পাল্টায়?
উত্তর: নুরুল হুদা চারবার বাড়ি পাল্টায়।

১৭। নুরুল হুদার মেয়ের বয়স কত?
উত্তর: নুরুল হুদার মেয়ের বয়স আড়াই বছর।

১৮। নুরুল হুদার ছেলের বয়স কত?
উত্তর: নুরুল হুদার ছেলের বয়স পাঁচ বছর।

১৯। কোথাকার হাফের বেশি জায়গা স্বাধীন?
উত্তর: রংপুর-দিনাজপুরের হাফের বেশি জায়গা স্বাধীন।

২০। মসজিদের ছাদ থেকে কে পড়ে গিয়েছিল?
উত্তর: মসজিদের ছাদ থেকে মুয়াজ্জিন সাহেব পড়ে গিয়েছিল।

২১। কে জুমার নামাজটা নিয়মিত পড়ে?
উত্তর: জুমার নামাজটা নিয়মিত পড়ে নুরুল হুদা।

২২। নুরুল হুদা কোন বিষয়ের লেকচারার?
উত্তর: নুরুল হুদা কেমিস্ট্রির লেকচারার।

২৩। উর্দুর প্রফেসরের নাম কী?
উত্তর: উর্দুর প্রফেসরের নাম আকবর সাজিদ।

২৪। কাদের ঠিকানা নুরুল হুদার জানা আছে?
উত্তর: মিসক্রিয়ান্টদের ঠিকানা নুরুল হুদার জানা আছে।

২৫। ‘মিসক্রিয়ান্ট’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘মিসক্রিয়ান্ট’ শব্দের অর্থ দুষ্কৃতিকারী।

২৬। আখতারুজ্জামান ইলিয়াসের সর্বশেষ গল্পগ্রন্থ কোনটি?
উত্তর: আখতারুজ্জামান ইলিয়াসের সর্বশেষ গল্পগ্রন্থ ‘জাল স্বপ্ন স্বপ্নের জাল’।

২৭। ‘চিলেকোঠার সেপাই’ উপন্যাসটির রচয়িতা কে?
উত্তর: ‘চিলেকোঠার সেপাই’ উপন্যাসটির রচয়িতা আখতারুজ্জামান ইলিয়াস।

২৮। ‘রেইনকোট’ গল্পের কথক কে?
উত্তর: ‘রেইনকোট’ গল্পের কথক নুরুল হুদা।

২৯। ‘রেইনকোট’ গল্পের রেইনকোটটি কার?
উত্তর: ‘রেইনকোট’ গল্পের রেইনকোটটি মিন্টুর।

৩০। নুরুল হুদাকে কে ডেকে পাঠিয়েছে?
উত্তর: নুরুল হুদাকে প্রিন্সিপাল ডেকে পাঠিয়েছে।

রেইনকোট সংক্ষিপ্ত প্রশ্ন

৩১। আখতারুজ্জামান ইলিয়াস কত সালে জন্মগ্রহণ করেন?
উত্তর: আখতারুজ্জামান ইলিয়াস ১৯৪০ সালে জন্মগ্রহণ করেন।

৩২। আখতারুজ্জামানের ৫টি গল্পগ্রন্থে কয়টি গল্প সংকলিত আছে?
উত্তর: ২৮টি।

৩৩। গল্পটির প্রেক্ষাপট কী?
উত্তর: ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ।

৩৪। গল্পটি প্রথম প্রকাশিত হয় কখন?
উত্তর: ১৯৯৫ সালে।

৩৫। গল্পটি কোন গ্রন্থ থেকে নেয়া হয়েছে?
উত্তর: ‘জাল স্বপ্ন স্বপ্নের জাল’ গ্রন্থ থেকে।

৩৬। ‘রেইনকোট’ গল্পে কখন থেকে বৃষ্টি শুরুর কথা বলা হয়েছে?
উত্তর: ভোররাত থেকে।

৩৭। মগবাজারের ফ্ল্যাট থেকে মিন্টু কবে চলে যায়?
উত্তর: জুন মাসের ২৩ তারিখে।

৩৮। প্রিন্সিপালের কোয়ার্টারটি কোথায়?
উত্তর: মাঠ পেরিয়ে বাঁ দিকে।

৩৯। প্রিন্সিপালের নাম কী?
উত্তর: আফজাল আহমদ।

৪০। মিলিটারি লাগার পর থেকে নুরুল হুদা কয় বার বাড়ি বদলায়?
উত্তর: ৪ বার।

৪১। আকবর সাজিদ কোন বিষয়ের প্রফেসর ছিলেন?
উত্তর: উর্দু।

৪২। এপ্রিলের শুরু থেকে কে বাংলা বলা ছেড়ে দিয়েছে?
উত্তর: ইসহাক।

৪৩। নুরুল হুদার মেয়ের বয়স কত?
উত্তর: আড়াই বছর।

৪৪। মিন্টু কে?
উত্তর: মুক্তিযোদ্ধা এবং নূরুল হুদার সত্রী আসমার ছোট ভাই।

৪৫। কলেজে মোট কয়টি আলমারি আনা হয়েছিল বলে নুরুল হুদা মিলিটারিকে জানায়?
উত্তর: ১০টি।

৪৬। নুরুল হুদাকে কীসের সঙ্গে মিলিটারিরা ঝুলিয়ে দেয়?
উত্তর: ছাদে লাগানো আংটার সাথে।

৪৭। নুরুল হুদা যখন রেইনকোট পরে হাঁটছিল তখন কোন ঋতু ছিল?
উত্তর: হেমন্ত।

৪৮। রেইনকোট খুলে ফেললেও নুরুল হুদার শরীরে রেইনকোটের কী অনুভূত হয়?
উত্তর: ওম।

৪৯। নুরুল হুদা তার শরীরে মিলিটারির চাবুকের বাড়ি কী বলে মনে করে?
উত্তর: স্রেফ উৎপাত।

৫০। মিলিটারিরা কাদেরকে ছদ্মবেশী মিসক্রিয়ান্ট মনে করে?
উত্তর: কুলিদের।

Related Posts

Leave a Comment