জসীমউদ্দীনের ‘রুপাই’ কবিতায় কবি গ্রামের এক চাষার ছেলে রুপাইকে কেন্দ্র করে বাংলার গ্রামের দৃশ্য তুলে ধরেছেন। রুপাই কালো মুখ, কালো চুল, কালো দেহের ছেলে হলেও তাঁর মধ্যে অনেক শক্তি, সাহস এবং দক্ষতা আছে। এই পোস্টে রুপাই কবিতার MCQ | বহুনির্বাচনি প্রশ্ন উত্তর লিখে দিলাম।
Table of Contents
রুপাই কবিতার mcq
সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন
১। কবি জসীমউদ্দীন কত সালে জন্মগ্রহণ করেন?
ক) ১৯০৩
খ) ১৯০০
গ) ১৯১০
ঘ) ১৯৩৫
উত্তর: ক) ১৯০৩
২। জসীমউদ্দীনের জন্মস্থান তাম্বুলখানা গ্রাম কোন জেলায় অবস্থিত?
ক) ফরিদপুর
খ) মাদারীপুর
গ) শরীয়তপুর
ঘ) জামালপুর
উত্তর: ক) ফরিদপুর
৩। ভ্রমরের গায়ের রং কেমন?
ক) সাদা
খ) কালো
গ) লাল
ঘ) হলুদ
উত্তর: খ) কালো
৪। যে-জন সোনায় সোনা বানায়, তাকে নিয়ে কী করা যায় না?
ক) গরব
খ) আশা
গ) তামাশা
ঘ) ভাবনা
উত্তর: ক) গরব
৫। রং পেলে কবি কী বানাতে চান?
ক) মালা
খ) ছবি
গ) রামধনুর হার
ঘ) পুতুল
উত্তর: গ) রামধনুর হার
৬। কার পায়ের ধুলোয় বৃন্দাবন নত হয়ে পড়ে?
ক) কৃষকের
খ) রূপাইয়ের
গ) কবির
ঘ) বৃদ্ধদের
উত্তর: খ) রূপাইয়ের
৭। মাঠের ধানের রং কেমন হয়?
ক) সবুজ
খ) সোনালি
গ) কালো
ঘ) ফিকে সবুজ
উত্তর: গ) কালো
৮। ‘পদ-রজ’ শব্দের অর্থ কী?
ক) চরণধুলি
খ) সজীব
গ) শ্বেতপদ্ম
ঘ) টাটকা
উত্তর: ক) চরণধুলি
৯। ‘কর্ড জালি’ শব্দের মানে কী?
ক) সজীব
খ) কঠিন
গ) শ্বেতপদ্ম
ঘ) পরিণত
উত্তর: ক) সজীব
১০। ‘নবীন তুল’ শব্দটি এখানে কী অর্থে ব্যবহার করা হয়েছে?
ক) কচি পাতা
খ) কচি ঘাস
গ) দূর্বা ঘাস
ঘ) নতুন ঘাস
উত্তর: খ) কচি ঘাস
১১। নিচের কোনটি ভ্রমরের প্রতিশব্দ নয়?
ক) ভোমরা
খ) তিমরুল
গ) মধুকর
ঘ) গুবরে পোকা
উত্তর: ঘ) গুবরে পোকা
১২। বঙ্গাব্দের চতুর্থ মাস কোনটি?
ক) শ্রাবণ
খ) আশ্বিন
গ) কার্তিক
ঘ) বৈশাখ
উত্তর: ক) শ্রাবণ
১৩। লেখার কালি রাখার পাত্রকে কী বলা হয়?
ক) কৌটা
খ) কাপ
গ) দোয়াত
ঘ) ফুলদানি
উত্তর: গ) দোয়াত
১৪। রামধনুর আকৃতি কেমন হয়?
ক) অর্ধবৃত্তাকার
খ) লম্বাটে
গ) বৃত্তাকার
ঘ) ত্রিকোণ
উত্তর: ক) অর্ধবৃত্তাকার
১৫। নিচের কোনটি ‘সিনান’ শব্দের অর্থ নয়?
ক) ওয়ান
খ) গোসল
গ) অবগাহন
ঘ) সমুদ্র দেখা
উত্তর: ঘ) সমুদ্র দেখা
১৬। ‘রূপাই’ কবিতায় হিন্দুদের কোন বিখ্যাত তীর্থস্থান উল্লেখ করা হয়েছে?
ক) গয়া
খ) কাশী
গ) বৃন্দাবন
ঘ) বদ্রীনাথ
উত্তর: গ) বৃন্দাবন
১৭। বৃন্দাবন কোথায় অবস্থিত?
ক) মথুরার কাছে
খ) কলকাতার কাছে
গ) হিমালয়ের কাছে
ঘ) সোনারগাঁওয়ের কাছে
উত্তর: ক) মথুরার কাছে
১৮। ‘শাল’ কেমন ধরনের কাঠ?
ক) নরম ও মূল্যহীন
খ) অল্পদামি
গ) মূল্যবান
ঘ) অপ্রয়োজনীয়
উত্তর: গ) মূল্যবান
১৯। ‘রূপাই’ কবিতায় নানান কাজে ব্যবহৃত প্রয়োজনীয় উপাদান হিসেবে কী বোঝানো হয়েছে?
ক) বেত
খ) শাল
গ) শাল-সুন্দি-বেত
ঘ) সুন্দি
উত্তর: গ) শাল-সুন্দি-বেত
২০। কবিতায় ‘শাল-সুন্দি-বেত’ এর সঙ্গে কাদের তুলনা করা হয়েছে?
ক) রূপাইয়ের
খ) কবির
গ) কৃষক সম্প্রদায়ের
ঘ) গ্রামের সাধারণ মানুষের
উত্তর: ক) রূপাইয়ের
২১। কারবালার শোকের ঘটনার উপর ভিত্তি করে রচিত গাথাকে কী বলা হয়?
ক) জারি গান
খ) ঘাটুর গান
গ) ভাটিয়ালি
ঘ) লোকসংগীত
উত্তর: ক) জারি গান
২২। ‘রূপাই’ কবিতায় ইস্পাতের মতো কঠিন লোহা বোঝাতে কোন শব্দ ব্যবহৃত হয়েছে?
ক) কাঁচা
খ) পাকা
গ) ধারালো
ঘ) পাগাল
উত্তর: ঘ) পাগাল
২৩। জসীমউদ্দীন বাংলা সাহিত্য বিষয়ে এম.এ. ডিগ্রি লাভ করেন কত সালে?
ক) ১৯৩০ খ্রিস্টাব্দে
খ) ১৯৩২ খ্রিস্টাব্দে
গ) ১৯৩১ খ্রিস্টাব্দে
ঘ) ১৯৩৩ খ্রিস্টাব্দে
উত্তর: গ) ১৯৩১ খ্রিস্টাব্দে
২৪। ‘রঙিলা নায়ের মাঝি’ কোন ধরনের সাহিত্যকর্ম?
ক) উপন্যাস
খ) গানের সংকলন
গ) নাটক
ঘ) কাব্যগ্রন্থ
উত্তর: খ) গানের সংকলন
২৫। জসীমউদ্দীন কোন বিশ্ববিদ্যালয় থেকে এম.এ. সম্পন্ন করেন?
ক) ঢাকা বিশ্ববিদ্যালয়
খ) রাজশাহী বিশ্ববিদ্যালয়
গ) কলকাতা বিশ্ববিদ্যালয়
ঘ) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
উত্তর: গ) কলকাতা বিশ্ববিদ্যালয়
২৬। জসীমউদ্দীনের বিখ্যাত ‘কবর’ কবিতা প্রকাশিত হয় কোন সময়ে?
ক) বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালে
খ) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মরত অবস্থায়
গ) শেষ বয়সে
ঘ) কোনোটি নয়
উত্তর: ক) বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালে
২৭। রূপাইয়ের বসবাস কোথায় ছিল?
ক) গ্রামে
খ) শহরে
গ) পাহাড়ে
ঘ) নদীর চরে
উত্তর: ক) গ্রামে
২৮। রূপাইয়ের মাথার চুল কেমন ছিল?
ক) ছোট
খ) লম্বা
গ) মাঝারি
ঘ) বাদামি
উত্তর: খ) লম্বা
২৯। রূপাইয়ের কালো মুখের সাথে কোনটির মিল করা হয়েছে?
ক) ধানের শিষ
খ) গাছের পাতা
গ) ভ্রমর
ঘ) ফুল
উত্তর: গ) ভ্রমর
৩০। রূপাইয়ের কচি মুখের মায়া কিসের মতো?
ক) কচি ধানের পাতা
খ) কাঁচা ধানের পাতা
গ) রঙিন ফুল
ঘ) জালি লাউয়ের ডগা
উত্তর: খ) কাঁচা ধানের পাতা
৩১। বিজলি মেয়ে পিছলে পড়ে কী ছড়িয়ে দেয়?
ক) ধান
খ) আলো
গ) মুক্তা
ঘ) ধুলো
উত্তর: খ) আলো
৩২। ‘রূপাই’ কবিতায় কোন মাসের নাম উল্লেখ করা হয়েছে?
ক) বৈশাখ
খ) শাওন
গ) কার্তিক
ঘ) ভাদ্র
উত্তর: খ) শাওন
৩৩। বাদল ধোয়া মেঘে কী মাখিয়ে দেওয়ার কথা বলা হয়েছে?
ক) বৃষ্টি
খ) তেল
গ) রং
ঘ) আলো
উত্তর: খ) তেল
৩৪। কচি ধানের চারা তোলে কে?
ক) চাষি
খ) মাঝি
গ) কাঠুরে
ঘ) দোকানি
উত্তর: ক) চাষি
৩৫। কৃষকের মুখে কখন হাসি খেলে যায়?
ক) কচি ধানের চারা তোলার সময়
খ) ঘরে বিশ্রাম নেবার সময়
গ) ঘুমিয়ে থাকার সময়
ঘ) গান গাওয়ার সময়
উত্তর: ক) কচি ধানের চারা তোলার সময়
৩৬। কালো চোখের তারা দিয়ে আমরা কী দেখতে পাই?
ক) পাহাড়
খ) সমুদ্র
গ) সবুজ মাঠ
ঘ) পুরো পৃথিবী
উত্তর: ঘ) পুরো পৃথিবী
৩৭। চাষির ছেলেটির চেহারা কেমন?
ক) কালো
খ) ধলো
গ) মোটা
ঘ) খাটো
উত্তর: ক) কালো
৩৮। চাষার ছেলে কী করেছে?
ক) দৌড়াদৌড়ি
খ) মারপিট
গ) খেলায় হেরে গেছে
ঘ) সবকিছু
উত্তর: ঘ) সবকিছু
৩৯। কবি কেতাব কোরান লিখতে কোন উপাদান ব্যবহার করেন?
ক) কালো দতের কালি
খ) জালি লাউয়ের ডগা
গ) কালো চোখের তারা
ঘ) নবীন তৃণের ছায়া
উত্তর: ক) কালো দতের কালি
৪০। কেন রূপাই-এর নামেই পুরো গ্রাম খ্যাত হবে?
ক) রামধনুর মালা গাঁথতে পারে বলে
খ) কৃষিকাজে দক্ষতার কারণে
গ) অসাধারণ কর্মতৎপরতার জন্য
ঘ) চমৎকার রূপ-লাবণ্যের কারণে
উত্তর: গ) অসাধারণ কর্মতৎপরতার জন্য
৪১। কবি রূপাইয়ের শরীরকে কীসের সঙ্গে তুলনা করেছেন?
ক) জালি লাউয়ের ডগা
খ) বিজলি মেঘ
গ) তমাল তরু
ঘ) নবীন তৃণ
উত্তর: গ) তমাল তরু
৪২। রূপাইয়ের দেহের গঠন কিসের সাথে মেলানো হয়েছে?
ক) জালি লাউয়ের ডগা
খ) রঙিন ফুল
গ) তমাল তরু
ঘ) কাঁচা ধানের পাতা
উত্তর: গ) তমাল তরু
৪৩। “ছেলে নয়, ও যেন পাগল লোহা”— এ মন্তব্য কারা করেছে?
ক) গ্রামের মানুষ
খ) আখড়ার লোকজন
গ) লাঠিয়ালরা
ঘ) বুড়োরা
উত্তর: ঘ) বুড়োরা
৪৪। “খেলার দলে তারে নিয়েই সবার টানাটানি”— এই চরণে রূপাইয়ের কোন বৈশিষ্ট্য ফুটে উঠেছে?
ক) জনপ্রিয়তা
খ) সৌন্দর্য
গ) শক্তি
ঘ) পারদর্শিতা
উত্তর: ঘ) পারদর্শিতা
৪৫। ‘এক কালেতে ওরই নামে সব গাঁ হবে নামি’— এর অর্থ কী?
ক) সবাই তাকে সম্মান করবে
খ) তার পরিচয়ে গ্রাম পরিচিত হবে
গ) সবাই তাকে স্মরণ করবে
ঘ) তাকে সবাই পরিচয় করিয়ে দেবে
উত্তর: খ) তার পরিচয়ে গ্রাম পরিচিত হবে
৪৬। চাষির ছেলের বাহু দেখতে কেমন?
ক) জালি লাউয়ের ডগার মতো
খ) শাওন মাসের তমাল তরুর মতো
গ) কাঁচা ধানের পাতার মতো
ঘ) শাল, সুন্দি, বেতের মতো
উত্তর: ক) জালি লাউয়ের ডগার মতো
৪৭। ‘রূপাই’ কবিতায় রূপাইকে কোনটির মতো উপকারী বলা হয়েছে?
ক) শাল, সুন্দি, বেত
খ) দোয়াতের কালি
গ) কচি ধানের পাতা
ঘ) পাগল লোহা
উত্তর: ক) শাল, সুন্দি, বেত
৪৮। বিজলি মেয়ে পিছলে পড়ে কেন?
ক) আত্মপ্রকাশের জন্য
খ) মেঘের গা তৈলাক্ত হওয়ায়
গ) চঞ্চলতার কারণে
ঘ) স্বভাবতই পিচ্ছিল বলে
উত্তর: ঘ) স্বভাবতই পিচ্ছিল বলে
৪৯। কাঁচা ধানের পাতার মতো মুখে কিসের ছায়া পড়ে?
ক) আলোর
খ) নবীন তৃণের
গ) ঘাসের
ঘ) সবুজের
উত্তর: খ) নবীন তৃণের
৫০। রূপাইয়ের সৌন্দর্যে কে পিছলে যায়?
ক) কালো ভ্রমর
খ) বিজলি মেয়ে
গ) রামধনু
ঘ) কচি ধানের চারা
উত্তর: খ) বিজলি মেয়ে
৫১। আখড়ায় ব্যবহৃত লাঠি তৈরি হত কোন উপাদান দিয়ে?
ক) বেত
খ) বাঁশ
গ) শাল কাঠ
ঘ) সুন্দরি কাঠ
উত্তর: খ) বাঁশ
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন
৫২। ‘রূপাই’ কবিতায় ‘আখড়া’ যে অর্থে ব্যবহৃত হয়েছে, তা হলো-
i. নৃত্য-গীত শিক্ষার স্থান
ii. মল্লবিদ্যা অভ্যাসের স্থান
iii. ইবাদতের জন্য পবিত্র স্থান
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: ক) i ও ii
৫৩। ‘রূপাই’ কবিতায় রূপাইকে দেখানো হয়েছে-
i. শাল কাঠের মতো মূল্যবান হিসেবে
ii. উপকারী হিসেবে
iii. কালো রঙের ধারক হিসেবে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: ঘ) i, ii ও iii
৫৪। “তার সাথে কে মাখিয়ে দেছে নবীন তৃণের ছায়া।”- এখানে ‘নবীন তৃণ’-এর প্রকৃত অর্থ হচ্ছে-
i. নবীন ধান গাছ
ii. নতুন ঘাস বা দূর্বা
iii. কচি ঘাসবিশেষ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: গ) ii ও iii
৫৫। ‘পদ-রজ’ শব্দ দ্বারা যে অর্থ প্রকাশ করা হয়েছে-
i. পদ্মফুল
ii. পায়ের ধুলা
iii. চরণ ধূলি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: গ) ii ও iii
৫৬। ‘রূপাই’ কবিতা পাঠ করে শিক্ষার্থীরা যে বিষয়টি উপলব্ধি করবে-
i. গ্রামীণ প্রকৃতি
ii. গ্রামীণ সৌন্দর্য
iii. গ্রামীণ কৃষকের শৈল্পিক রূপ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: ঘ) i, ii ও iii
আরও পড়ুনঃ রুপাই কবিতার ব্যাখ্যা লাইন বাই লাইন (সহজ ভাষায়)
আরও পড়ুনঃ আবার আসিব ফিরে কবিতা MCQ | বহুনির্বাচনি প্রশ্ন উত্তর