সুকান্ত ভট্টাচার্যের ‘রানার’ কবিতায় একজন সংবাদবাহক বা বার্তাবাহকের প্রতিকী চিত্র আঁকা হয়েছে, যিনি নিরলসভাবে রাত্রির অন্ধকারে ছুটে চলেছেন সমাজের খবর পৌঁছে দিতে, অগ্রগতির বার্তা আনতে। এই পোস্টে রানার কবিতার মূলভাব ও বহুনির্বাচনী প্রশ্ন উত্তর (MCQ) লিখে দিলাম।
Table of Contents
রানার কবিতার মূলভাব
সুকান্ত ভট্টাচার্যের ‘রানার’ কবিতাটি একজন দায়িত্ববান সংবাদবাহক বা চিঠি পৌঁছে দেওয়া কর্মীকে নিয়ে লেখা। এই রানার দিন-রাত পরিশ্রম করে মানুষের কাছে খবর পৌঁছে দেয়। রাতের অন্ধকার, দুর্গম পথ কিংবা দস্যুর ভয়—কিছুই তাকে থামাতে পারে না। তার হাতে থাকে অনেক চিঠি, যেগুলোতে মানুষের সুখ-দুঃখ, প্রেম কিংবা স্মৃতি জমা থাকে। সেই চিঠির জন্য কারো মা, কারো প্রেমিকা, আবার কেউ বাবা হয়ে অধীর আগ্রহে অপেক্ষা করে। রানার জানে তার কাজ কতটা গুরুত্বপূর্ণ। তাই ক্লান্ত হলেও সে থামে না, ছুটে চলে এক গ্রাম থেকে আরেক গ্রামে। তার নিজের জীবনে আছে অভাব, আছে শূন্যতা, তবুও সে নিজের কথা ভাবে না। তার ভালোবাসার মানুষও হয়তো তাকে অপেক্ষা করে, কিন্তু রানারের কাছে কাজটাই বড়। কবি দেখিয়েছেন, এই সাধারণ মানুষগুলোর জীবনের কষ্ট কেউ বোঝে না। অথচ তারাই সমাজকে একসূত্রে বেঁধে রাখে। রানার শুধু খবর নয়, মানুষের আশা, অপেক্ষা আর ভালোবাসা বহন করে। কবিতার শেষে কবি তাকে অগ্রগতির বার্তা বহনকারী এক নায়ক হিসেবে দেখিয়েছেন। রানার যেন নতুন ভোরের দূত হয়ে উঠে।
রানার কবিতার বহুনির্বাচনী প্রশ্ন (MCQ)
১। ‘রানার’ কবিতার মূল চরিত্রটি কে?
ক) চাষী
খ) মজুর
গ) সংবাদ বাহক
ঘ) ডাক্তার
উত্তর: গ) সংবাদ বাহক
২। রানার কেমন গতিতে চলে?
ক) ধীরে
খ) থেমে থেমে
গ) সবেগে
ঘ) গোল পথে
উত্তর: গ) সবেগে
৩। কবিতায় রানারকে কোন প্রাণীর সাথে তুলনা করা হয়েছে?
ক) বাঘ
খ) হরিণ
গ) ঘোড়া
ঘ) চিতা
উত্তর: খ) হরিণ
৪। রানারের কাঁধে কী থাকে?
ক) খাবারের থলে
খ) জানা-অজানার বোঝা
গ) অস্ত্র
ঘ) কাগজের ব্যাগ
উত্তর: খ) জানা-অজানার বোঝা
৫। রানার কোথায় পৌঁছে চিঠি দেয়?
ক) পাহাড়ে
খ) সমুদ্রে
গ) শহরে
ঘ) বাজারে
উত্তর: গ) শহরে
৬। রানারের হাতের লণ্ঠনের শব্দ কেমন শোনায়?
ক) ঝনঝন
খ) টুং টাং
গ) ঠনঠন
ঘ) ঝিকঝিক
উত্তর: গ) ঠনঠন
৭। রানারের জীবনের স্বপ্নের মতো কী সরে যায়?
ক) মেঘ
খ) নদী
গ) পাহাড়
ঘ) বন
উত্তর: ঘ) বন
৮। রানারের পাশে কে আলো দেয়?
ক) সূর্য
খ) চাঁদ
গ) জোনাকি
ঘ) মশাল
উত্তর: গ) জোনাকি
৯। রানারের দুঃখের কথা কে জানে?
ক) তার প্রিয়া
খ) পথের তৃণ
গ) গ্রামের লোক
ঘ) শহরের মানুষ
উত্তর: খ) পথের তৃণ
১০। রানারের প্রিয়া কোথায় থাকে?
ক) রানারের সাথে
খ) নদীর ধারে
গ) শহরে
ঘ) ঘরে শয্যায়
উত্তর: ঘ) ঘরে শয্যায়
১১। ‘মাভৈঃ রানার’ বাক্যাংশের অর্থ কী?
ক) দুঃখ করো না
খ) ভয় করো না
গ) চলো সামনে
ঘ) ভালোবাসো
উত্তর: খ) ভয় করো না
১২। রানার কি তার পাঠানো চিঠিগুলো পড়তে পারে?
ক) হ্যাঁ, সব সময়
খ) কেবল নিজেরটা
গ) না, পারেও না ছোঁতে
ঘ) কিছু কিছু
উত্তর: গ) না, পারেও না ছোঁতে
১৩। রানারের কষ্ট কীভাবে চিত্রিত হয়েছে?
ক) প্রেম দিয়ে
খ) যুদ্ধ দিয়ে
গ) ঘামে ভেজা মাটি ও ক্লান্তশ্বাস দিয়ে
ঘ) প্রকৃতির রূপ দিয়ে
উত্তর: গ) ঘামে ভেজা মাটি ও ক্লান্তশ্বাস দিয়ে
১৪। ‘কালো রাত্রির খামে’ বাক্যে ‘খাম’ কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
ক) চিঠির খাম
খ) অন্ধকারের প্রতীক
গ) পথের খোলস
ঘ) রাতের রঙ
উত্তর: খ) অন্ধকারের প্রতীক
১৫। কবিতায় ‘ভোর’ প্রতীকি অর্থে কী বোঝানো হয়েছে?
ক) ঘুম ভাঙা সকাল
খ) রানারের ছুটি
গ) নতুন দিনের সূচনা
ঘ) অন্ধকারের অবসান ও মুক্তি
উত্তর: ঘ) অন্ধকারের অবসান ও মুক্তি
১৬। রানারের দুঃখ কাদের অজানা থাকে?
ক) তার প্রিয়ার
খ) গ্রামের মানুষের
গ) শহরের মানুষের
ঘ) সকলের
উত্তর: ঘ) সকলের
১৭। রানারের জীবনের বোঝা কোনটি?
ক) খাবার
খ) মজুরি
গ) চিঠি ও সংবাদ
ঘ) পরিবার
উত্তর: গ) চিঠি ও সংবাদ
১৮। রানার কোন বিষয়টি ছুঁতে পারে না?
ক) টাকা
খ) আলো
গ) লণ্ঠন
ঘ) পত্র
উত্তর: ক) টাকা
১৯। কবিতার শেষে রানারকে কী করতে বলা হয়?
ক) বিশ্রাম নিতে
খ) শপথের চিঠি পৌঁছে দিতে
গ) যুদ্ধ শুরু করতে
ঘ) প্রেমের পত্র পৌঁছাতে
উত্তর: খ) শপথের চিঠি পৌঁছে দিতে
২০। ‘রানার’ কবিতায় মূলত কী প্রকাশ পেয়েছে?
ক) ভালোবাসার আবেগ
খ) প্রকৃতির রূপ
গ) শ্রমজীবী মানুষের জীবনসংগ্রাম
ঘ) যুদ্ধের ভয়াবহতা
উত্তর: গ) শ্রমজীবী মানুষের জীবনসংগ্রাম
আরও পড়ুনঃ বোশেখ কবিতার মূলভাব ও বহুনির্বাচনি প্রশ্ন উত্তর
Related Posts
- স্মৃতিস্তম্ভ কবিতার মূলভাব, সংক্ষিপ্ত প্রশ্ন ও বহুনির্বাচনি – ৯ম শ্রেণির বাংলা
- অন্ধবধূ কবিতার সৃজনশীল প্রশ্নের উত্তর
- সভ্যতার সংকট প্রবন্ধের মূলভাব, সংক্ষিপ্ত প্রশ্ন ও বহুনির্বাচনি – ৯ম শ্রেণির বাংলা
- আত্মস্মৃতি গল্পের মূলভাব, প্রশ্ন উত্তর ও বহুনির্বাচনি – ৯ম শ্রেণির বাংলা
- জীবন বিনিময় কবিতার জ্ঞানমূলক ও অনুধাবনমূলক প্রশ্ন উত্তর