যোগাযোগে নিয়ম মানি প্রশ্ন উত্তর ও বহুনির্বাচনি- ৭ম শ্রেণির ডিজিটাল প্রযুক্তি

যোগাযোগ হচ্ছে এমন একটি প্রক্রিয়া, যেখানে আমরা আমাদের চিন্তা, ধারণা, অনুভূতি, অভিজ্ঞতা এবং মতামত একে অন্যের সঙ্গে আদান-প্রদান করি। এই পোস্টে যোগাযোগে নিয়ম মানি প্রশ্ন উত্তর ও বহুনির্বাচনি- ৭ম শ্রেণির ডিজিটাল প্রযুক্তি লিখে দিলাম।

Image with Link Descriptive Text

যোগাযোগে নিয়ম মানি প্রশ্ন উত্তর

প্রশ্ন-১। যোগাযোগ কী?
উত্তর : যোগাযোগ হলো এমন একটি প্রক্রিয়া, যেখানে আমরা আমাদের চিন্তা, ধারণা, অনুভূতি, অভিজ্ঞতা এবং মতামত একে অন্যের সঙ্গে আদান-প্রদান করি।

প্রশ্ন-২। সম্পর্ক ও পরিস্থিতি অনুযায়ী যোগাযোগ কত প্রকার ও কী কী?
উত্তর : সম্পর্ক ও পরিস্থিতি অনুযায়ী যোগাযোগ দুই প্রকার। যথা-
i. ফরমাল বা আনুষ্ঠানিক যোগাযোগ।
ii. ইনফরমাল বা লৌকিকতা বর্জিত যোগাযোগ।

প্রশ্ন-৩। যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়গুলো উল্লেখ কর।
উত্তর : যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিম্নে উল্লেখ করা হলো-
i. আমাদের কথা বলা।
ii. কথার মধ্যে শব্দের ব্যবহার।
iii. আমাদের শারীরিক ভাষা বা বডি ল্যাঙ্গুয়েজ।

প্রশ্ন-৪। অপরিচিত কারও সঙ্গে কথা বলতে চাইলে কী করতে হবে?
উত্তর : অপরিচিত কারও সঙ্গে কথা বলতে চাইলে নিম্নের বিষয়গুলোর প্রতি বিশেষ নজর দিতে হবে-
i. প্রথমে নিজের পরিচয় দিতে হয়।
ii. কেন কথা বলতে চায় সে উদ্দেশ্য বা কারণ জানতে হবে।
iii. বসার প্রয়োজন হলে অনুমতি নিয়ে বসতে হবে।

প্রশ্ন-৫। ফরমাল বা আনুষ্ঠানিক যোগাযোগ কী?
উত্তর : বিধিবদ্ধ শিষ্টাচার বজায় রেখে উপযুক্ত আচরণের মাধ্যমে একে অন্যের সঙ্গে যোগাযোগ করাকে ফরমাল বা আনুষ্ঠানিক যোগাযোগ বলা হয়।

প্রশ্ন-৬। ইনফরমাল বা অনানুষ্ঠানিক যোগাযোগ কী?
উত্তর : যে যোগাযোগে বিধিবদ্ধ কোনো নিয়মকানুনের বাধ্যবাধকতা থাকে না তাকে অনানুষ্ঠানিক যোগাযোগ বলা হয়।

প্রশ্ন-৭। আনুষ্ঠানিক যোগাযোগের তিনটি উদাহরণ দাও।
উত্তর : নিম্নে আনুষ্ঠানিক যোগাযোগের তিনটি উদাহরণ দেওয়া হলো-
i. শিক্ষক
ii. অপরিচিত বা অল্প পরিচিত ব্যক্তি
iii. বয়োজ্যেষ্ঠ ব্যক্তি

প্রশ্ন-৮। অনানুষ্ঠানিক যোগাযোগের তিনটি উদাহরণ দাও।
উত্তর : নিম্নে অনানুষ্ঠানিক যোগাযোগের তিনটি উদাহরণ দেওয়া হলো-
i. বাবা-মা
ii. ভাই-বোন
iii. আত্মীয় বা বন্ধু

প্রশ্ন-৯। চ্যানেল বা মাধ্যম কী?
উত্তর : যা ব্যবহার করে প্রেরক ও প্রকাশক একে অন্যের সঙ্গে যোগাযোগ করে, তা হলো চ্যানেল বা মাধ্যম। যেমন- চিঠি, টেলিফোন ইত্যাদি।

প্রশ্ন-১০। পাঁচটি চ্যানেল বা মাধ্যমের নাম লেখ।
উত্তর : নিম্নে পাঁচটি চ্যানেল বা মাধ্যমের নাম উল্লেখ করা হলো-
i. চিঠি
ii. টেলিফোন
iii. মোবাইল ফোন
iv. টেলিভিশন
v. রেডিও

প্রশ্ন-১১। পাঁচটি ইন্টারনেট মাধ্যমের নাম লেখ।
উত্তর : নিম্নে পাঁচটি ইন্টারনেট মাধ্যমের নাম দেওয়া হলো-
i. ই-মেইল
ii. ভয়েজ কল
iii. ভিডিও কল
iv. ওয়েবসাইট
v. ভার্চুয়াল মিটিং/ক্লাস রুম

প্রশ্ন-১২। কমিউনিকেশন বা যোগাযোগের উপাদান কয়টি ও কী কী?
উত্তর : কমিউনিকেশন বা যোগাযোগের উপাদান চারটি। যথা-
i. প্রেরক (Sender)
ii. বার্তা (Message)
iii. মাধ্যম (Channel)
iv. প্রাপক (Receiver)

প্রশ্ন-১৪। ই-মেইল কী?
উত্তর : ইলেকট্রনিক মেইলের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ই-মেইল। প্রচলিত চিঠি যোগাযোগের ডিজিটাল সংস্করণ হচ্ছে ই-মেইল।

প্রশ্ন-১৫। ই-মেইলের পাঁচটি সুবিধা লেখ।
উত্তর : নিচে ই-মেইলের পাঁচটি সুবিধা উল্লেখ করা হলো-
i. আমরা খুব দ্রুত সময়ে যোগাযোগ করতে পারি।
ii. একই সঙ্গে একের অধিক ব্যক্তিকে একই ই-মেইল পাঠাতে পারি।
iii. অনেক কম খরচে যোগাযোগ করতে পারি।
iv. আমার ই-মেইলটি যে ব্যক্তিকে পাঠাচ্ছি, সে ব্যক্তি ছাড়া আমি না চাইলে অন্য ব্যক্তি আমার ই-মেইলটি দেখে ফেলার ঝুঁকি কম। যেটি চিঠির ক্ষেত্রে ঝুঁকিটা বেশি থাকত।
v. ই-মেইলে আমি বড় কোনো ফাইল বা ছবি যুক্ত করতে পারি।

প্রশ্ন-১৬। ই-মেইল সেবা প্রদানকারী পাঁচটি প্রতিষ্ঠানের নাম লেখ।
উত্তর : নিম্নে পাঁচটি ই-মেইল সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের নাম প্রদান করা হলো-
i. জিমেইল
ii. ইয়াহু
iii. আউটলুক
iv. এওএল
v. আই ক্লাউড মেইল

প্রশ্ন-১৭। ইমোজি কী?
উত্তর : বেশি কথা বা অনুভূতি অল্প কথায় প্রকাশ করার মাধ্যম হচ্ছে ইমোজি।

প্রশ্ন-১৮। ওয়েব কী?
উত্তর : ওয়েব হলো ইন্টারনেট ব্যবহার করার একটি পথ বা ইন্টারনেটের একটি অ্যাপ্লিকেশন।

প্রশ্ন-১৯। মাধ্যম বা চ্যানেল কী?
উত্তর : যা ব্যবহার করে প্রাপক ও প্রেরক একে অন্যের সঙ্গে যোগাযোগ করে তাকে মাধ্যম বা চ্যানেল বলে।

প্রশ্ন-২০। ওয়েবপেইজ কী?
উত্তর : ওয়েবপেইজ : ওয়েবপেইজ হলো একধরনের ওয়েব ডকুমেন্ট যা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব (World Wide Web- www) ও ইন্টারনেট ব্রাউজারে ব্যবহারের জন্য উপযুক্ত। ইন্টারনেট ব্যবহারকারীদের দেখার জন্য বিভিন্ন দেশের সার্ভারে রাখা ফাইলকে ওয়েবপেইজ (Web page) বলে। ওয়েবপেইজ সাধারণত এইচটিএমএল (HTML) দ্বারা তৈরি করা হয়।

প্রশ্ন-২১। ওয়েবসাইট কী?
উত্তর : ওয়েবসাইট : ইন্টারনেটের সাথে যথাযথভাবে সংযুক্ত কোনো কম্পিউটারের বরাদ্দকৃত স্পেস বা লোকেশন যাতে এক বা একাধিক ওয়েবপেইজ সংরক্ষণ করে রাখা যায় তাকে ওয়েবসাইট বলে। প্রতিটি ওয়েবসাইটের একটি স্বতন্ত্র নাম থাকে যাকে ইউআরএল (URL) বা ওয়েব অ্যাড্রেস বলে। ব্রাউজারে এ ওয়েব অ্যাড্রেসের নামের ভিত্তিতে সার্চ দিতে হয়।

প্রশ্ন-২২। ভিডিও শেয়ারিং সাইট কী?
উত্তর : ভিডিও শেয়ারিং সাইট : যে সাইটের মাধ্যমে ছবি এবং ভিডিও আপলোড করে অন্যদের সাথে শেয়ার করা যায় তাই হলো ভিডিও শেয়ারিং সাইট। ভিডিও শেয়ারিং সাইটের মাধ্যমে আপলোডকৃত ছবি এবং ভিডিও সারা বিশ্বের সামনে তুলে ধরা যায়।

প্রশ্ন-২৩। সামাজিক নেটওয়ার্ক কী?
উত্তর : সামাজিক নেটওয়ার্ক : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আমাদের সামাজিক যোগাযোগকে অর্থাৎ পারস্পরিক সম্পর্ককে দ্রুত, আকর্ষণীয় এবং কার্যকরী করার যে মাধ্যম তাই হলো সামাজিক নেটওয়ার্ক। সামাজিক নেটওয়ার্কের মাধ্যমে একে অপরের ভালো লাগা, মন্দ লাগা, শুভেচ্ছা বিনিময় ইত্যাদি কাজ করা যায়।

প্রশ্ন-২৪। অডিও কনফারেন্সিং কী?
উত্তর : টেলিফোন সংযোগ ব্যবহার করে কম্পিউটার, অডিও- মডেম- ভিডিও যন্ত্রের সাহায্যে দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে কোনো সভায় অংশগ্রহণ করার পদ্ধতি হচ্ছে অডিও কনফারেন্সিং।

যোগাযোগে নিয়ম মানি বহুনির্বাচনি প্রশ্ন (MCQ)

১। সম্পর্ক ও পরিস্থিতি অনুযায়ী যোগাযোগ কত প্রকার?
(ক) ২ প্রকার
(খ) ৪ প্রকার
(গ) ৫ প্রকার
(ঘ) ৬ প্রকার
উত্তরঃ (ক) ২ প্রকার


২। যোগাযোগ হলো-
i) মৌখিক
ii) লিখিত
iii) সাংকেতিক
নিচের কোনটি সঠিক?
(ক) i
(খ) ii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
উত্তরঃ (ঘ) i, ii ও iii


৩। নিচের কোনটি আনুষ্ঠানিক যোগাযোগের উদাহরণ?
(ক) শিক্ষক-শিক্ষার্থীর যোগাযোগ
(খ) বাবা-মায়ের সঙ্গে যোগাযোগ
(গ) কাছের আত্মীয়দের সঙ্গে যোগাযোগ
(ঘ) বন্ধুদের সঙ্গে যোগাযোগ
উত্তরঃ (ক) শিক্ষক-শিক্ষার্থীর যোগাযোগ


৪। অনানুষ্ঠানিক যোগাযোগ কোনটি?
(ক) পুলিশের সঙ্গে যোগাযোগ
(খ) বয়োজ্যেষ্ঠ ব্যক্তির সঙ্গে যোগাযোগ
(গ) শিক্ষকের সঙ্গে যোগাযোগ
(ঘ) বন্ধুর সঙ্গে যোগাযোগ
উত্তরঃ (ঘ) বন্ধুর সঙ্গে যোগাযোগ


৫। অপরিচিত কারও সঙ্গে যোগাযোগে প্রয়োজন-
i) নিজের পরিচয় দেওয়া
ii) কথা বলার উদ্দেশ্য বা কারণ জানানো
iii) বয়স জানতে চাওয়া
নিচের কোনটি সঠিক?
(ক) i
(খ) ii
(গ) iii
(ঘ) i ও ii
উত্তরঃ (ঘ) i ও ii


৬। যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হলো-
i) কথার মধ্যে শব্দের ব্যবহার
ii) নিজের পরিচয় দেওয়া
iii) শারীরিক ভাষা বা বডি ল্যাঙ্গুয়েজ
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
উত্তরঃ (ঘ) i ও iii


৭। যোগাযোগে গুরুত্বপূর্ণ বিষয় নিচের কোনটি?
(ক) বডি ল্যাঙ্গুয়েজ
(খ) নিজের বয়স
(গ) নিজের উদ্দেশ্য
(ঘ) কোনোটিই নয়
উত্তরঃ (ক) বডি ল্যাঙ্গুয়েজ


৮। অনানুষ্ঠানিক যোগাযোগ হয়:
(ক) শিক্ষক
(খ) পুলিশ
(গ) অপরিচিত ব্যক্তি
(ঘ) ভাই-বোন
উত্তরঃ (ঘ) ভাই-বোন


৯। যোগাযোগ কিসের উপর নির্ভর করে।
(ক) সম্পর্ক ও পরিস্থিতি
(খ) পরিচিতি ও বন্ধুদের
(গ) সামাজিক রীতিনীতি
(ঘ) শারীরিক ভাষা
উত্তরঃ (ক) সম্পর্ক ও পরিস্থিতি


১০। আমরা যখন কথা বলি বা মৌখিক যোগাযোগ করি তখন কী সৃষ্টি হয়?
(ক) শব্দ
(খ) বর্ণ
(গ) শব্দ ও বর্ণ
(ঘ) ধ্বনি
উত্তরঃ (ক) শব্দ


১১। নিচের কোনটি মাধ্যম নয়?
(ক) চিঠি
(খ) বাতাস
(গ) টেলিফোন
(ঘ) শব্দ
উত্তরঃ (ঘ) শব্দ


১২। নিচের কোনটি এনালগ মাধ্যম?
(ক) ই-মেইল
(খ) চিঠি
(গ) টেলিফোন
(ঘ) ভিডিও কল
উত্তরঃ (খ) চিঠি


১৩। নিচের কোনটি ডিজিটাল মাধ্যম?
(ক) চিঠি
(খ) কবুতর
(গ) বাতাস
(ঘ) ই-মেইল
উত্তরঃ (ঘ) ই-মেইল


১৪। ইন্টারনেট মাধ্যম হলো-
(ক) ভিডিও কল
(খ) ব্লগ
(গ) ই-মেইল
(ঘ) সবগুলো
উত্তরঃ (ঘ) সবগুলো


১৫। মাধ্যম হলো-
i) বাতাস
ii) শব্দ
iii) চিঠি
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) i, ii ও iii
(ঘ) কোনোটিই নয়
উত্তরঃ (খ) i ও iii


১৬। ব্যক্তি পর্যায়ে সরকারি যোগাযোগ কিসের মাধ্যমে হয়ে থাকে?
(ক) ই-মেইলে
(খ) টেলিভিশনে
(গ) ডাকযোগে
(ঘ) রেডিও
উত্তরঃ (গ) ডাকযোগে


১৭। নিচের কোনটি ইন্টারনেট মাধ্যম নয়?
(ক) রেডিও
(খ) চ্যাট মেসেজ
(গ) ব্লগ
(ঘ) ভিডিও কল
উত্তরঃ (ক) রেডিও


১৮। যোগাযোগের উপাদান কয়টি?
(ক) ২টি
(খ) ৩টি
(গ) ৪টি
(ঘ) ৫টি
উত্তরঃ (গ) ৪টি


১৯। অপরিচিত কারও সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে লক্ষণীয় বিষয় কয়টি?
(ক) ২টি
(খ) ৩টি
(গ) ৪টি
(ঘ) ৫টি
উত্তরঃ (ঘ) ৫টি


২০। যোগাযোগের ক্ষেত্রে নিচের কোনটির গুরুত্ব অনেক বেশি?
(ক) জ্ঞান
(খ) সংস্কৃতি
(গ) সামাজিক রীতিনীতি
(ঘ) কোনোটিই নয়
উত্তরঃ (গ) সামাজিক রীতিনীতি


২১। যোগাযোগের ক্ষেত্রে লক্ষণীয় বিষয়-
i) যোগাযোগ দক্ষতা
ii) সামাজিক রীতিনীতি
iii) সংস্কৃতি
নিচের কোনটি সঠিক?
(ক) i
(খ) ii
(গ) iii
(ঘ) i, ii ও iii
উত্তরঃ (ঘ) i, ii ও iii


২২। আনুষ্ঠানিক যোগাযোগের প্রচলিত মাধ্যম কোনটি?
(ক) ই-মেইল
(খ) চিঠি
(গ) দরখাস্ত
(ঘ) ক ও খ উভয়ই
উত্তরঃ (ঘ) ক ও খ উভয়ই


২৩। সাধারণত বিদ্যালয়ের শিক্ষকের সাথে আমরা যোগাযোগ করি কিসের মাধ্যমে?
(ক) ই-মেইল
(খ) দরখাস্ত
(গ) ফোন
(ঘ) চিঠি
উত্তরঃ (খ) দরখাস্ত


২৪। ই-মেইলের পূর্ণরূপ কোনটি?
(ক) ইলেকট্রনিক্যাল মেইল
(খ) ইলেকট্রিক মেইল
(গ) ইলেকট্রনিক মেইল
(ঘ) কোনোটিই নয়
উত্তরঃ (গ) ইলেকট্রনিক মেইল


২৫। ই-মেইলের সুবিধা হলো-
i) দ্রুত যোগাযোগ করা যায়
ii) কম খরচে যোগাযোগ করা যায়
iii) কম সময়ে যোগাযোগ করা যায়
নিচের কোনটি সঠিক?
(ক) i
(খ) ii
(গ) iii
(ঘ) i, ii ও iii
উত্তরঃ (ঘ) i, ii ও iii


২৬। ই-মেইলের ‘To’ এর ঘরে কী লিখতে হয়?
(ক) প্রেরকের ই-মেইল
(খ) প্রাপকের ই-মেইল
(গ) বিষয়
(ঘ) কোনোটিই নয়
উত্তরঃ (খ) প্রাপকের ই-মেইল


২৭। ই-মেইলের ‘Subject’-এর ঘরে কী লিখতে হয়?
(ক) প্রেরকের ঠিকানা
(খ) পুরো মেইল
(গ) প্রাপকের ঠিকানা
(ঘ) ই-মেইলের বিষয়
উত্তরঃ (ঘ) ই-মেইলের বিষয়


২৮। নিচের কোনটি ই-মেইল সেবা প্রদানকারী প্রতিষ্ঠান?
(ক) ইউটিউব
(খ) জিমেইল
(গ) ফেসবুক
(ঘ) টুইটার
উত্তরঃ (খ) জিমেইল


২৯। ই-মেইল সেবাদানকারী প্রতিষ্ঠান হলো-
(ক) জিমেইল
(খ) ইয়াহু
(গ) টুইটার
(ঘ) ক ও খ
উত্তরঃ (ঘ) ক ও খ


৩০। নিচের কোনটি ক্লিক করে আমরা ই-মেইল লেখা শুরু করব?
(ক) Open
(খ) Close
(গ) New / Compose
(ঘ) Exit
উত্তরঃ (গ) New / Compose


৩১। কেউ যদি আমাদের মেইল পাঠায় তাহলে তা কোথায় জমা হয়।
(ক) Sent box
(খ) Draft
(গ) Inbox
(ঘ) Junk/Spam
উত্তরঃ (গ) Inbox


৩২। আমরা যা যা ই-মেইল পাঠাবো তা কোথায় জমা হয়?
(ক) Inbox
(খ) Sent box
(গ) Draft
(ঘ) Junk
উত্তরঃ (খ) Sent box


৩৩। বিভিন্ন প্রতারকচক্রের মেইল কোথায় এসে জমা হয়?
(ক) Inbox
(খ) Sent box
(গ) Junk / Spam
(ঘ) Draft
উত্তরঃ (গ) Junk / Spam


৩৪। একটি মেইল লেখার মাঝপথে বন্ধ করে দিলে সেটি কোথায় জমা হয়?
(ক) Draft box
(খ) Inbox
(গ) Sent box
(ঘ) Junk
উত্তরঃ (ক) Draft box


৩৫। ‘CC’ এর পূর্ণরূপ কোনটি?
(ক) কাট কপি
(খ) ক্রান্ট কপি
(গ) কার্বন কপি
(ঘ) সবগুলো
উত্তরঃ (গ) কার্বন কপি


৩৬। সাধারণত একসঙ্গে অনেক মানুষকে মেইল পাঠাতে কোনটি ব্যবহার করা হয়?
(ক) ‘CC’
(খ) ‘BCC’
(গ) ‘To’
(ঘ) ‘Subject’
উত্তরঃ (খ) ‘BCC’


৩৭। সাধারণত বেশি কথা বা অনুভূতি প্রকাশ করতে কোনটি ব্যবহার করা হয়।
(ক) ইমোজি
(খ) শব্দ
(গ) ভিডিও
(ঘ) টেক্সট
উত্তরঃ (ক) ইমোজি

Related Posts

Leave a Comment