বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ও চাকরির পরীক্ষার জন্য মুক্তিযুদ্ধ সম্পর্কে সাধারণ জ্ঞান জানা খুব জরুরী। এসব প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে মুক্তিযুদ্ধ থেকে সাধারণ জ্ঞানের প্রশ্ন থাকে। আজকের পোস্টে আমরা ১৫০টি মুক্তিযুদ্ধ বিষয়ক সাধারণ জ্ঞান আপনাদেরকে শেয়ার করে দিলাম।
মুক্তিযুদ্ধ বিষয়ক সাধারণ জ্ঞান
নিচে মুক্তিযুদ্ধ বিষয়ক সাধারণ জ্ঞানের তালিকা দেওয়া হয়েছে। তবে এগুলো এমনি লিখে দেওয়া হয়নি। এগুলো বিগত বছরের বিসিএস পরীক্ষা সহ বিভিন্ন চাকরির পরীক্ষায় বারবার এসেছে। এই ১৫০টি প্রশ্ন পড়লে আশা করি আপনারা এখান থেকেই কমন পাবেন। আমরা ১৫০টি খুব গুরুত্বপূর্ণ মুক্তিযুদ্ধ সম্পর্কে সাধারণ জ্ঞান বাছাই করে দিয়েছি। এর বাহিরে পরীক্ষায় না আসার সম্ভাবনাই বেশি।
Table of Contents
গুরুত্বপূর্ন মুক্তিযুদ্ধ বিষয়ক সাধারণ জ্ঞান
ক্রম | প্রশ্ন | উত্তর |
১ | মহান মুক্তিযুদ্ধ চলাকালীন কনসার্ট ফর বাংলাদেশ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? | নিউইয়র্কে |
২ | বাংলদেশের স্বাধীনতা যুদ্ধে কত জনকে বীর বিক্রম খেতাবে ভূষিত করা হয়? | ১৭৫ (বর্তমানে ১৭৪ জন) |
৩ | আমার দেখা নয়াচীন কে লিখেছেন? | শেখ মুজিবুর রহমান |
৪ | মুজিবনগর সরকারের ত্রান ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন? | এ এইচ এম কাম্রুজ্জামান |
৫ | মুজিবনগর সরকার কখন গঠিত হয়? | ১০ এপ্রিল ১৯৭১ |
৬ | একাত্তরের চিঠি কোন জাতীয় রচনা? | মুক্তিযোদ্ধাদের পত্রসংকলন |
৭ | বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন? | বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান |
৮ | মুক্তিযুদ্ধকালীন কোন তারিখে বুদ্ধিজীবীদের উপর ব্যাপক হত্যাকাণ্ড সংঘটিত হয়? | ১৪ই ডিসেম্বর, ১৯৭১ |
৯ | বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম অনারব মুসলিম দেশ কোনটি? | সেনেগাল |
১০ | বাংলাদেশের প্রথম প্রধান সেনাপতি কে ছিলেন? | জে. আতাউল গনি ওসমানী |
১১ | ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল? | ১১ টি |
১২ | বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবী কি ছিল? | সিপাহী |
১৩ | ৭ মার্চের ভাষণ আসলে ছিল স্বাধীনতার মূল দলিল-উক্তিটি কার? | নেলসন ম্যান্ডেলা |
১৪ | সবচেয়ে বেশি গণহত্যা কোথায় হয়? | চুকনগর |
১৫ | বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয় কত তারিখে? | ২ মার্চ ১৯৭১ |
১৬ | একমাত্র বিদেশি যিনি মুক্তিযোদ্ধাদের সাহায্য করার জন্য বীরপ্রতীক উপাধি পেয়েছেন- | উইলিয়াম ওডারল্যান্ড |
১৭ | প্রবাসী সরকারের স্বাধীনতা ঘোষণাপত্র কে পাঠ করেন? | অধ্যাপক ইউসুফ আলী |
১৮ | মুজিবনগর সরকারের অর্থনীতি বিষয়ক ও পরিকল্পনা বিভাগের দায়িত্বে কে ছিলেন? | তাজউদ্দীন আহমেদ |
১৯ | ১৯৭১ সালে মুজিবনগর সরকার কর্তৃক প্রকাশিত পত্রিকার নাম কি ছিল? | জয় বাংলা |
২০ | বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী প্রথম প্রকাশিত হয় কত সালে? | ২০১২ সালে |
২১ | September on the Jessore Road- is written by: | Allen Ginsberg |
২২ | ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘে কোন দেশ বাংলাদেশের পক্ষে ভেটো প্রদান করেছিল? | সোভিয়েত ইউনিয়ন (রাশিয়া) |
২৩ | বাংলাদেশের স্বাধীনতা ঘোষণাপত্র পাঠ করা হয়- | মুজিবনগর হতে |
২৪ | Let there be Light- বিখ্যাত ছবিটি কে পরিচালনা করেন? | জহির রায়হান |
২৫ | মুক্তিযুদ্ধের সময় নৌ-কমান্ড গঠিত হয় কোন সেক্টর নিয়ে? | ১০ নং সেক্টর |
২৬ | মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস আগুনের পরশমণি কার রচনা? | হুমায়ন আহমেদ |
২৭ | বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিকায় নির্মিত ধীরে বহে মেঘনা চলচ্চিত্রের নির্মাতা কে? | আলমগীর কবির |
২৮ | ল্যান্স নায়েক নূর মোহাম্মাদ শেখ কোন সেক্টরের অধীনে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন? | ৮ নং |
২৯ | বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার কোথায় গঠিত হয়েছিল? | মেহেরপুরে |
৩০ | পাকিস্তান কবে বাংলাদেশকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়? | ২২ ফেব্রুয়ারী, ১৯৭৪ |
৩১ | বাংলাদেশের প্রথম অস্থায়ী প্রেসিডেন্ট কে ছিলেন? | সৈয়দ নজরুল ইসলাম |
৩২ | স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানের কততম তফসিলে সংযোজন করা হয়েছে? | সপ্তম |
৩৩ | মুক্তিযুদ্ধ চলাকালে কলকাতার ৮, থিয়েটার রোডে বাংলাদেশ বাহিনী গঠন করা হয়- | ১২ এপ্রিল,১৯৭১ |
৩৪ | রাজেন্দ্রপুর সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের নাম কি? | রক্ত সোপান |
৩৫ | বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম ইউরোপীয় দেশ কোনটি? | পূর্ব জার্মানি |
৩৬ | বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের কবর কোন জেলায়? | চাঁপাইনবাবগঞ্জ |
৩৭ | বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য কত জনকে বীর উত্তম উপাধিতে ভূষিত করা হয়? | ৬৯ জনকে |
৩৮ | কোন বিদেশি পত্রিকা বঙ্গবন্ধুকে রাজনীতির কবি (Poet of Politics) উপাধি দিয়েছিলেন? | নিউজ উইকস |
৩৯ | গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ১ম প্রধানমন্ত্রী কে ছিলেন? | তাজউদ্দীন আহমেদ |
৪০ | রবি শংকর একজন বিখ্যাত | সেতার বাদক |
৪১ | আমেরিকান এনবিসি টেলিভিশন মুক্তিযুদ্ধের যে প্রামাণ্য চিত্র নির্মাণ করে তার নাম- | দ্য কান্ট্রি মেড ফর ডিজাস্টার |
৪২ | ‘টিয়ার্স অব ফায়ার’ কি? | মুক্তিযুদ্ধভিত্তিক তথ্যচিত্র |
৪৩ | জাতীয় স্মৃতিসৌদ্ধের রেপ্লিকা স্থাপন করা হয়েছে কোথায়? | মালদ্বীপ |
৪৪ | মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র ‘স্মৃতি ৭১’ এর পরিচালক কে? | তানভীর মোকাম্মেল |
৪৫ | ‘মুক্ত বাংলা’ ভাস্কর্যটির নির্মাতা- | রশিদ আহমেদ |
৪৬ | ভাস্কর্য ‘মুক্ত বিহঙ্গ’ অবস্থিত- | রংপুরে |
৪৭ | বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ‘বীরপ্রতীক’ খেতাবপ্রাপ্ত নারীদ্বয়ের নাম কী? | তারামন বিবি ও সেতারা বেগম |
৪৮ | কোন দেশ প্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয়? | ভুটান |
৪৯ | বাংলাদেশের পতাকা প্রথমউত্তোলন করা হয় কোথায়? | ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় |
৫০ | বঙ্গবন্ধুকে জাতির জনক উপাধি দেওয়া হয় কত তারিখ? | ১৯৭১ সালের ৩ মার্চ |
৫১ | মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত প্রথম প্রামাণ্যচিত্রের নাম কি? | স্টপ জেনোসাইড |
৫২ | মুক্তিযুদ্ধের প্রথম শত্রুমুক্ত জেলার নাম- | যশোর |
৫৩ | মুজিব নগরে অস্থায়ী সরকার গঠন করা হয় কত তারিখ? | ১০ই এপ্রিল ১৯৭১ |
৫৪ | মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে কত তারিখ? | ১৭ এপ্রিল ১৯৭১ |
৫৫ | ৭ই মার্চের ভাষণের দফা ছিল কয়টি? | চারটি |
৫৬ | মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলা হয় কোথায়? | গাজীপুরের জয়দেবপুরে |
৫৭ | ৩ মার্চ ১৯৭১ সালের পল্টন ময়দানে স্বাধীনতার ইস্তেহার পাঠ করেন কে? | শাহাজাহান সিরাজ |
৫৮ | ‘জয় বাংলা’ স্লোগানটি সর্বপ্রথম কে উচ্চারণ করেন? | আফতাব আহমেদ |
৫৯ | মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামাণ্যচিত্র ‘রিফিউজি ৭১’ এর পরিচালক কে? | রবার্ট রজার্স |
৬০ | মুক্তিযুদ্ধের প্রথম শহীদের নাম কি? | শঙ্কু সমজদার |
৬১ | মুক্তি ফৌজ গঠনের নেতৃত্ব দেন কে? | কর্নেল আতাউল গনি ওসমানী |
৬২ | ৭ই মার্চের ভাষণের উপর ভিত্তি করে নির্মিত প্রামাণ্য চলচ্চিত্রের নাম কি? | দ্য স্পিচ |
৬৩ | ‘এদেশের মানুষ চাই না মাটি চাই’- কে বলেছিলেন? | টিক্কা খান |
৬৪ | মুজিবনগর এর পুরাতন নাম কি? | বৈদ্যনাথ তলা |
৬৫ | এম এ হান্নান প্রথমবার কোথায় হতে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন? | চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র |
৬৬ | অস্থায়ী সরকারের সদস্য সংখ্যা ছিল কতজন? | ছয়জন |
৬৭ | পাকিস্তান ভারতের উপহার যে বিমান হামলা করে তার সাংকেতিক নাম কি ছিল? | অপারেশন চেঙ্গিস খান |
৬৮ | বিদেশের কোন মিশনে বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয়? | কলকাতা |
৬৯ | মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘হৃদয়ে ৭১’ এর পরিচালক কে? | সাদেক সিদ্দিকী |
৭০ | মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র ‘লিবারেশন ফাইটার্স”-এর পরিচালক কে? | আলমগীর কবির |
৭১ | মুজিবনগর পূর্বে কোন জেলার অধীনে ছিল? | কুষ্টিয়া |
৭২ | সর্বকনিষ্ঠ মুক্তিযোদ্ধার নাম কি | শহিদুল ইসলাম লালু |
৭৩ | ইউনেস্কো কত তারিখ ৭ই মার্চের ভাষণকে ‘ডকুমেন্টারি হেরিটেজ’ বা বিশ্বপ্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয়? | ৩০ অক্টোবর ২০১৭ |
৭৪ | মুক্তি ফৌজ কোথায় গঠন করা হয়? | হবিগঞ্জের তেলিয়াপাড়া চা বাগানে |
৭৫ | বীরশ্রেষ্ঠদের মধ্যে প্রথম শহীদা হন কে? | মুন্সী আব্দুর রউফ |
৭৬ | বন্ধুকে গ্রেফতার করে পাকিস্তানীদের হাতে বন্দি করার প্রক্রিয়ার নাম কি? | অপারেশন বিগ বার্ড |
৭৭ | বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পক্ষে সঙ্গীত পরিবেশনের মাধ্যমে কোন পাশ্চাত্য শিল্পী বিশেষ ভূমিকা রেখেছিলেন? | জর্জ হ্যারিসন |
৭৮ | মুজিবনগর সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? | এ এইচএম কামরুজ্জামান |
৭৯ | পাক বাহিনীর আত্মসমর্পণে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন কে? | এ কে খন্দকার |
৮০ | বাংলাদেশের মুক্তিযুদ্ধের একমাত্র মহিলা কমান্ডার ছিলেন কে? | অশালতা বৈদ্য |
৮১ | স্বাধীন বাংলা ফুটবল দল মুক্তিযুদ্ধের সময় কত টাকা ব্যয় করেছিল? | প্রায় তিন লাখ রুপি |
৮২ | বঙ্গবন্ধু কোন চলচ্চিত্রে অভিনয় করেছিলেন? | সংগ্রাম |
৮৩ | বাংলাদেশের মুক্তিযুদ্ধে নিহত একমাত্র নারী সাংবাদিক কে? | সেলিনা পারভীন |
৮৪ | দা কনসার্ট ফর বাংলাদেশ চলচ্চিত্রের পরিচালক কে? | পল সুইমার |
৮৫ | যুক্তরাষ্ট্রের কোন পত্রিকা পুরো পৃষ্ঠা জুড়ে ইয়াহিয়া খান কে গণহত্যা বন্ধের আহবান জানায়? | ওয়াশিংটন পোস্ট |
৮৬ | ১৯৭২ সালের সংবিধানের রাষ্ট্রীয় মূলনীতি কয়টি? | চারটি |
৮৭ | কোন বীরশ্রেষ্ঠের দেহবশেষ বাংলাদেশে এনে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের কবরের পাশে সমাহিত করা হয়? | সিপাহি হামিদুর রহমান |
৮৮ | বাংলাদেশকে ‘তলাবিহীন ঝুড়ি’ বলেছেন কে? | হেনরি কিসিঞ্জার |
৮৯ | বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিরোধিতা করে কোন দুটি দেশ? | চীন ও মার্কিন যুক্তরাষ্ট্র |
৯০ | বৈদ্যনাথ তলার নাম মুজিবনগর রাখেন কে? | তাজউদ্দিন আহমেদ |
৯১ | ‘সেপ্টেম্বর অন যশোর রোড’ কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? | নিউইয়র্ক টাইমস |
৯২ | ‘৭ই মার্চের ভাষণ শুধুমাত্র ভাষণ নয়, এটি একটি অনন্য রণ কৌশলের দলিল’- কে বলেছেন? | ফিদেল কাস্ত্রো |
৯৩ | মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ‘নেকড়ে অরণ্য’ কে রচনা করেন? | শওকত ওসমান |
৯৪ | মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র ‘স্টপ জেনোসাইড’ কে লিখেছেন? | জহির রায়হান |
৯৫ | ১৯৭১ সালের পাকিস্তানের হানাদার বাহিনীর বর্বরতার খবর বহির্বিশ্বে প্রথম প্রচার করে কোন বিদেশী সাংবাদিক? | সাইমন ড্রিং |
৯৬ | বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলের অন্তর্ভুক্ত করা হয়েছে? | পঞ্চম তফসিল |
৯৭ | বঙ্গবন্ধুর ১৯৭১ সালের ৭ই মার্চ ভাষণের সময়কালে পূর্বপাকিস্তানে যে আন্দোলন চলছিল সেটি হল- | অসহযোগ আন্দোলন |
৯৮ | মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ‘জাহান্নাম হইতে বিদায়’ কার লেখা? | শওকত ওসমান |
৯৯ | মুজিবনগর সরকারের পররাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? | খন্দকার মোস্তাক আহমেদ |
১০০ | বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানীর নাম কী? | মেহেরপুর |
মুক্তিযুদ্ধ সম্পর্কে সাধারণ জ্ঞান
ক্রম | প্রশ্ন | উত্তর |
১ | মুক্তিযুদ্ধকালে বাংলাদেশ কে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছি? | ১১ টি |
২ | বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর লিখিত ও প্রকাশিত প্রথম উপন্যাস কোনটি? | জাহান্নাম হইতে বিদায় |
৩ | ‘মুক্তির গান’ চলচ্চিত্র কে পরিচালনা করেছেন? | তারেক মাসুদ |
৪ | বাংলাদেশের বীর প্রতীক খেতাবপ্রাপ্ত নারীর সংখ্যা কত? | দুই জন |
৫ | জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে কবে বাংলাদেশে ফিরে আসেন? | ১০ জানুয়ারি ১৯৭২ |
৬ | কোন বিখ্যাত বিদেশি গায়ক ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের জন্য গান গেয়েছিলেন? | জর্জ হ্যারিসন |
৭ | শান্তিতে অবদানের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন পদক পেয়েছিলেন? | জুলিও কুড়ি |
৮ | বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কোন সেক্টরের অধীনে ছিল? | ২ নং সেক্টর |
৯ | এই জানোয়ারদের হত্যা করতে হবে শিরোনামের মুক্তিযুদ্ধভিত্তিক পোস্টারের শিল্পী কে? | কামরুল হাসান |
১০ | ১৯৬৯ সালের কোন তারিখে জনসভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়? | ২৩ ফেব্রুয়ারি |
১১ | মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম চলচ্চিত্র কোনটি? | ওরা ১১ জন |
১২ | বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘে বাংলা ভাষণ দিয়েছিলেন কবে? | ২৫ সেপ্টেম্বর ১৯৭৪ |
১৩ | স্বাধীনতা সংগ্রামের একমাত্র নৌ সেক্টর কোনটি? | ১০ নম্বর সেক্টর |
১৪ | বাংলাদেশের মুক্তিযুদ্ধে নিহত ফাদার মারিও ভেরেনজি কোন দেশের ছিলেন? | ইতালির নাগরিক |
১৫ | মুক্তিযুদ্ধে অবদানের জন্য ক্যাপ্টেন সিতারা বেগমকে যে উপাধি দেওয়া হয়? | বীর প্রতীক |
১৬ | বাংলাদেশ সরকার বীরশ্রেষ্ঠদের নাম কবে ঘোষণা করে? | ১৫ ডিসেম্বর ১৯৭৩ সালে |
১৭ | ১৯৭১ সালে স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশে কয়টি বিভাগ ছিল? | চারটি |
১৮ | মুক্তিযুদ্ধের সময় কয়টি বিগ্রেড ফোর্স গঠন করা হয়? | তিনটি |
১৯ | মুক্তিযুদ্ধের সময় সমগ্র বাংলাদেশকে কয়টি সাব সেক্টরে ভাগ করা হয়? | ৬৪ টি |
২০ | মুজিবনগর সরকারের এম মনসুর আলী কোন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিলেন? | বাণিজ্য |
২১ | ১৯৭১ সালে সর্বপ্রথম কোন পত্রিকা পাকিস্তানী বাহিনীর গণহত্যার উপর ব্রিটিশ সাংবাদিক সায়মন্ড রিং এর প্রতিবেদন প্রকাশ করে? | ডেইলি টেলিগ্রাফ |
২২ | বর্তমানে বীর মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী ভাতা কত? | ২০ হাজার টাকা |
২৩ | আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করা হয় ১৯৬৯ সালের কত তারিখ? | ২২ ফেব্রুয়ারি |
২৪ | বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রধান আসামি করে আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয় কবে? | ৩ জানুয়ারি ১৯৬৮ |
২৫ | বাংলাদেশের কোন নারী মুক্তিযোদ্ধা মুক্তিবেটি নামে পরিচিত? | কাকন বিবি |
২৬ | দক্ষিণ আমেরিকা মহাদেশের কোন দেশ প্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে? | ভেনেজুয়েলা |
২৭ | রাজার বাগ পুলিশ লাইনের দুর্জয় ভাস্কর্যটির শিল্পী কে? | মৃণাল হক |
২৮ | ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার কে ছিলেন? | বিচারপতি আব্দুস সাত্তার |
২৯ | শহীদ মুক্তিযোদ্ধা সাফি ইমাম রুমি মুক্তিবাহিনীর কোন গেরিলা দলের সদস্য ছিলেন? | ক্রাক প্লাটুন |
৩০ | বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি উইলিয়াম এ এস অর্ডার ল্যান্ড কোন দেশের নাগরিক? | অস্ট্রেলিয়া |
৩১ | ‘সব কটা জানালা খুলে দাও না ওরা আসবে চুপিচুপি’- গানটির সুরকার কে? | আহমদ ইমতিয়াজ বুলবুল |
৩২ | ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ এই গানটি কোন সাহিত্য সংকলনে প্রথম প্রকাশিত হয়? | একুশে ফেব্রুয়ারি |
৩৩ | বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের স্মৃতিস্তম্ভ শিখা অনির্বাণ কোথায় অবস্থিত? | ঢাকা সেনানিবাসে |
৩৪ | মুক্তিযুদ্ধের সময় জয় বাংলা পত্রিকার সদর দপ্তর ছিল কোথায়? | কলকাতায় |
৩৫ | মুক্তিযুদ্ধের চরমপত্র পাঠ করেন কে? | এম আর আক্তার মুকুল |
৩৬ | ৭ই মার্চের ভাষণ কি শিরোনামে প্রচারিত হতো? | বজ্রকন্ঠ |
৩৭ | বাংলাদেশের প্রথম ডাকটিকিটে কিসের ছবি ছিল? | শহীদ মিনারের |
৩৮ | মুক্তিযুদ্ধকালীন নৌযুদ্ধ নিয়ে নির্মিত ভারতীয় চলচ্চিত্রের নাম কি? | দ্য গাজী অ্যাটাক |
৩৯ | মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম নাটক কোনটি? | পায়ের আওয়াজ পাওয়া যায় |
৪০ | মুক্তিযুদ্ধের সময় জয় বাংলা বাংলার জয় গানটির গীতিকার কে ছিলেন | গাজী মাজহারুল আনোয়ার |
৪১ | মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ ‘ছাপ্পান্ন হাজার বর্গমাইল’ কার রচনা? | হুমায়ুন আজাদ |
৪২ | ‘জীবন থেকে নেয়া’ চলচ্চিত্রের পরিচালক কে? | জহির রায়হান |
৪৩ | ‘একাত্তরের দিনগুলি’ কি জাতীয় রচনা? | স্মৃতিকথা |
৪৪ | মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ‘রাইফেল রোটি আওরাত’ কার রচনা? | আনোয়ার পাশা |
৪৫ | ‘সেপ্টেম্বর অন যশোর রোড’ কবিতার মোট লাইন কতটি? | ১৫২ টি |
৪৬ | বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? | ইন্দিরা গান্ধী |
৪৭ | মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ বেতারের প্রথম নারী শিল্পী কে ছিলেন? | নমিতা ঘোষ |
৪৮ | শিখা চিরন্তন কোথায় অবস্থিত? | সোহরাওয়ার্দী উদ্যানে |
৪৯ | মুক্তিযুদ্ধ ভিত্তিক বই ‘দা ক্রুয়েল বার্থ অফ বাংলাদেশ’ কে লেখেন? | আর্চার কে ব্লার্ড |
৫০ | মুক্তিযুদ্ধভিত্তিক নির্মিত প্রামাণ্য চলচ্চিত্র কয়টি ? | চারটি |
সম্পর্কিত প্রশ্নাবলী
মুজিবনগর সরকার কবে গঠিত হয়?
১৯৭১ সালের ১০ এপ্রিল অর্থাৎ এই দিনে গঠিত হয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশের প্রথম সরকার।
মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন?
তাজউদ্দীন আহমদ
সবচেয়ে বেশি গণহত্যা কোথায় হয়?
চুকনগর
Let there be Light- বিখ্যাত ছবিটি কে পরিচালনা করেন?
জহির রায়হান
কোন দেশ প্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয়?
ভুটান
মুক্তি ফৌজ কোথায় গঠন করা হয়?
হবিগঞ্জের তেলিয়াপাড়া চা বাগানে
Related Posts
- রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য ও সংক্ষিপ্ত জীবনী
- ১৭০+ বাংলা ব্যাকরণ প্রশ্ন বিগত বিসিএস পরীক্ষার (১০ম-৪৪তম বিসিএস)
- গুরুত্বপূর্ণ ইংরেজি প্রবাদ বাক্য বাংলা অর্থসহ
- গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী
- প্রাচীন বাংলাদেশের ইতিহাস সাধারণ জ্ঞান (বাছাই করা প্রশ্ন)
- কাজী নজরুল ইসলাম সংক্ষিপ্ত জীবনী ও তার কবিতাসমূহ
- ৪৬ তম বিসিএস প্রশ্ন সমাধান (বিষয়ভিত্তিক সমাধান)
- বিভিন্ন দেশের ভৌগোলিক উপনাম pdf
- এশিয়া মহাদেশের ৪৮ টি দেশের নাম, রাজধানী ও মুদ্রাসহ তালিকা
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর