১৫০টি মুক্তিযুদ্ধ বিষয়ক সাধারণ জ্ঞান (চাকরি ও ভর্তি পরীক্ষার জন্য)

বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ও চাকরির পরীক্ষার জন্য মুক্তিযুদ্ধ সম্পর্কে সাধারণ জ্ঞান জানা খুব জরুরী। এসব প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে মুক্তিযুদ্ধ থেকে সাধারণ জ্ঞানের প্রশ্ন থাকে। আজকের পোস্টে আমরা ১৫০টি মুক্তিযুদ্ধ বিষয়ক সাধারণ জ্ঞান আপনাদেরকে শেয়ার করে দিলাম।

Image with Link Descriptive Text

মুক্তিযুদ্ধ বিষয়ক সাধারণ জ্ঞান

নিচে তালিকা দেওয়া হয়েছে। তবে এগুলো এমনি লিখে দেওয়া হয়নি। এগুলো বিগত বছরের বিসিএস পরীক্ষা সহ বিভিন্ন চাকরির পরীক্ষায় বারবার এসেছে। এই ১৫০টি প্রশ্ন পড়লে আশা করি আপনারা এখান থেকেই কমন পাবেন। আমরা ১৫০টি খুব গুরুত্বপূর্ণ মুক্তিযুদ্ধ সম্পর্কে সাধারণ জ্ঞান বাছাই করে দিয়েছি। এর বাহিরে পরীক্ষায় না আসার সম্ভাবনাই বেশি।

ক্রমপ্রশ্নউত্তর
মহান মুক্তিযুদ্ধ চলাকালীন কনসার্ট ফর বাংলাদেশ কোথায় অনুষ্ঠিত হয়েছিল?নিউইয়র্কে
বাংলদেশের স্বাধীনতা যুদ্ধে কত জনকে বীর বিক্রম খেতাবে ভূষিত করা হয়?১৭৫ (বর্তমানে ১৭৪ জন)
আমার দেখা নয়াচীন কে লিখেছেন?শেখ মুজিবুর রহমান
মুজিবনগর সরকারের ত্রান ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন?এ এইচ এম কাম্রুজ্জামান
মুজিবনগর সরকার কখন গঠিত হয়?১০ এপ্রিল ১৯৭১
একাত্তরের চিঠি কোন জাতীয় রচনা?মুক্তিযোদ্ধাদের পত্রসংকলন
বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন?বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
মুক্তিযুদ্ধকালীন কোন তারিখে বুদ্ধিজীবীদের উপর ব্যাপক হত্যাকাণ্ড সংঘটিত হয়?১৪ই ডিসেম্বর, ১৯৭১
বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম অনারব মুসলিম দেশ কোনটি?সেনেগাল
১০বাংলাদেশের প্রথম প্রধান সেনাপতি কে ছিলেন?জে. আতাউল গনি ওসমানী
১১১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল?১১ টি
১২বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবী কি ছিল?সিপাহী
১৩৭ মার্চের ভাষণ আসলে ছিল স্বাধীনতার মূল দলিল-উক্তিটি কার?নেলসন ম্যান্ডেলা
১৪সবচেয়ে বেশি গণহত্যা কোথায় হয়?চুকনগর
১৫বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয় কত তারিখে?২ মার্চ ১৯৭১
১৬একমাত্র বিদেশি যিনি মুক্তিযোদ্ধাদের সাহায্য করার জন্য বীরপ্রতীক উপাধি পেয়েছেন-উইলিয়াম ওডারল্যান্ড
১৭প্রবাসী সরকারের স্বাধীনতা ঘোষণাপত্র কে পাঠ করেন?অধ্যাপক ইউসুফ আলী
১৮মুজিবনগর সরকারের অর্থনীতি বিষয়ক ও পরিকল্পনা বিভাগের দায়িত্বে কে ছিলেন?তাজউদ্দীন আহমেদ
১৯১৯৭১ সালে মুজিবনগর সরকার কর্তৃক প্রকাশিত পত্রিকার নাম কি ছিল?জয় বাংলা
২০বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী প্রথম প্রকাশিত হয় কত সালে?২০১২ সালে
২১September on the Jessore Road- is written by:Allen Ginsberg
২২১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘে কোন দেশ বাংলাদেশের পক্ষে ভেটো প্রদান করেছিল?সোভিয়েত ইউনিয়ন (রাশিয়া)
২৩বাংলাদেশের স্বাধীনতা ঘোষণাপত্র পাঠ করা হয়-মুজিবনগর হতে
২৪Let there be Light- বিখ্যাত ছবিটি কে পরিচালনা করেন?জহির রায়হান
২৫মুক্তিযুদ্ধের সময় নৌ-কমান্ড গঠিত হয় কোন সেক্টর নিয়ে?১০ নং সেক্টর
২৬মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস আগুনের পরশমণি কার রচনা?হুমায়ন আহমেদ
২৭বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিকায় নির্মিত ধীরে বহে মেঘনা চলচ্চিত্রের নির্মাতা কে?আলমগীর কবির
২৮ল্যান্স নায়েক নূর মোহাম্মাদ শেখ কোন সেক্টরের অধীনে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন?৮ নং
২৯বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার কোথায় গঠিত হয়েছিল?মেহেরপুরে
৩০পাকিস্তান কবে বাংলাদেশকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়?২২ ফেব্রুয়ারী, ১৯৭৪
৩১বাংলাদেশের প্রথম অস্থায়ী প্রেসিডেন্ট কে ছিলেন?সৈয়দ নজরুল ইসলাম
৩২স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানের কততম তফসিলে সংযোজন করা হয়েছে?সপ্তম
৩৩মুক্তিযুদ্ধ চলাকালে কলকাতার ৮, থিয়েটার রোডে বাংলাদেশ বাহিনী গঠন করা হয়-১২ এপ্রিল,১৯৭১
৩৪রাজেন্দ্রপুর সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের নাম কি?রক্ত সোপান
৩৫বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম ইউরোপীয় দেশ কোনটি?পূর্ব জার্মানি
৩৬বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের কবর কোন জেলায়?চাঁপাইনবাবগঞ্জ
৩৭বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য কত জনকে বীর উত্তম উপাধিতে ভূষিত করা হয়?৬৯ জনকে
৩৮কোন বিদেশি পত্রিকা বঙ্গবন্ধুকে রাজনীতির কবি (Poet of Politics) উপাধি দিয়েছিলেন?নিউজ উইকস
৩৯গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ১ম প্রধানমন্ত্রী কে ছিলেন?তাজউদ্দীন আহমেদ
৪০রবি শংকর একজন বিখ্যাতসেতার বাদক
৪১আমেরিকান এনবিসি টেলিভিশন মুক্তিযুদ্ধের যে প্রামাণ্য চিত্র নির্মাণ করে তার নাম-দ্য কান্ট্রি মেড ফর ডিজাস্টার
৪২‘টিয়ার্স অব ফায়ার’ কি?মুক্তিযুদ্ধভিত্তিক তথ্যচিত্র
৪৩জাতীয় স্মৃতিসৌদ্ধের রেপ্লিকা স্থাপন করা হয়েছে কোথায়?মালদ্বীপ
৪৪মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র ‘স্মৃতি ৭১’ এর পরিচালক কে?তানভীর মোকাম্মেল
৪৫‘মুক্ত বাংলা’ ভাস্কর্যটির নির্মাতা-রশিদ আহমেদ
৪৬ ভাস্কর্য ‘মুক্ত বিহঙ্গ’ অবস্থিত-রংপুরে
৪৭বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ‘বীরপ্রতীক’ খেতাবপ্রাপ্ত নারীদ্বয়ের নাম কী?তারামন বিবি ও সেতারা বেগম
৪৮কোন দেশ প্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয়?ভুটান
৪৯বাংলাদেশের পতাকা প্রথমউত্তোলন করা হয় কোথায়?ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায়
৫০বঙ্গবন্ধুকে জাতির জনক উপাধি দেওয়া হয় কত তারিখ?১৯৭১ সালের ৩ মার্চ
৫১মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত প্রথম প্রামাণ্যচিত্রের নাম কি?স্টপ জেনোসাইড
৫২মুক্তিযুদ্ধের প্রথম শত্রুমুক্ত জেলার নাম-যশোর
৫৩মুজিব নগরে অস্থায়ী সরকার গঠন করা হয় কত তারিখ?১০ই এপ্রিল ১৯৭১
৫৪মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে কত তারিখ?১৭ এপ্রিল ১৯৭১
৫৫৭ই মার্চের ভাষণের দফা ছিল কয়টি?চারটি
৫৬মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলা হয় কোথায়?গাজীপুরের জয়দেবপুরে
৫৭৩ মার্চ ১৯৭১ সালের পল্টন ময়দানে স্বাধীনতার ইস্তেহার পাঠ করেন কে?শাহাজাহান সিরাজ
৫৮‘জয় বাংলা’ স্লোগানটি সর্বপ্রথম কে উচ্চারণ করেন?আফতাব আহমেদ
৫৯মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামাণ্যচিত্র ‘রিফিউজি ৭১’ এর পরিচালক কে?রবার্ট রজার্স
৬০মুক্তিযুদ্ধের প্রথম শহীদের নাম কি?শঙ্কু সমজদার
৬১মুক্তি ফৌজ গঠনের নেতৃত্ব দেন কে?কর্নেল আতাউল গনি ওসমানী
৬২৭ই মার্চের ভাষণের উপর ভিত্তি করে নির্মিত প্রামাণ্য চলচ্চিত্রের নাম কি?দ্য স্পিচ
৬৩‘এদেশের মানুষ চাই না মাটি চাই’- কে বলেছিলেন?টিক্কা খান
৬৪মুজিবনগর এর পুরাতন নাম কি?বৈদ্যনাথ তলা
৬৫এম এ হান্নান প্রথমবার কোথায় হতে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন?চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র
৬৬অস্থায়ী সরকারের সদস্য সংখ্যা ছিল কতজন?ছয়জন
৬৭পাকিস্তান ভারতের উপহার যে বিমান হামলা করে তার সাংকেতিক নাম কি ছিল?অপারেশন চেঙ্গিস খান
৬৮বিদেশের কোন মিশনে বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয়?কলকাতা
৬৯মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘হৃদয়ে ৭১’ এর পরিচালক কে?সাদেক সিদ্দিকী
৭০মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র ‘লিবারেশন ফাইটার্স”-এর পরিচালক কে?আলমগীর কবির
৭১মুজিবনগর পূর্বে কোন জেলার অধীনে ছিল?কুষ্টিয়া
৭২সর্বকনিষ্ঠ মুক্তিযোদ্ধার নাম কিশহিদুল ইসলাম লালু
৭৩ইউনেস্কো কত তারিখ ৭ই মার্চের ভাষণকে ‘ডকুমেন্টারি হেরিটেজ’ বা বিশ্বপ্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয়?৩০ অক্টোবর ২০১৭
৭৪মুক্তি ফৌজ কোথায় গঠন করা হয়?হবিগঞ্জের তেলিয়াপাড়া চা বাগানে
৭৫বীরশ্রেষ্ঠদের মধ্যে প্রথম শহীদা হন কে?মুন্সী আব্দুর রউফ
৭৬বন্ধুকে গ্রেফতার করে পাকিস্তানীদের হাতে বন্দি করার প্রক্রিয়ার নাম কি?অপারেশন বিগ বার্ড
৭৭বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পক্ষে সঙ্গীত পরিবেশনের মাধ্যমে কোন পাশ্চাত্য শিল্পী বিশেষ ভূমিকা রেখেছিলেন?জর্জ হ্যারিসন
৭৮মুজিবনগর সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন?এ এইচএম কামরুজ্জামান
৭৯পাক বাহিনীর আত্মসমর্পণে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন কে?এ কে খন্দকার
৮০বাংলাদেশের মুক্তিযুদ্ধের একমাত্র মহিলা কমান্ডার ছিলেন কে?অশালতা বৈদ্য
৮১স্বাধীন বাংলা ফুটবল দল মুক্তিযুদ্ধের সময় কত টাকা ব্যয় করেছিল?প্রায় তিন লাখ রুপি
৮২বঙ্গবন্ধু কোন চলচ্চিত্রে অভিনয় করেছিলেন?সংগ্রাম
৮৩বাংলাদেশের মুক্তিযুদ্ধে নিহত একমাত্র নারী সাংবাদিক কে?সেলিনা পারভীন
৮৪দা কনসার্ট ফর বাংলাদেশ চলচ্চিত্রের পরিচালক কে?পল সুইমার
৮৫যুক্তরাষ্ট্রের কোন পত্রিকা পুরো পৃষ্ঠা জুড়ে ইয়াহিয়া খান কে গণহত্যা বন্ধের আহবান জানায়?ওয়াশিংটন পোস্ট
৮৬১৯৭২ সালের সংবিধানের রাষ্ট্রীয় মূলনীতি কয়টি?চারটি
৮৭কোন বীরশ্রেষ্ঠের দেহবশেষ বাংলাদেশে এনে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের কবরের পাশে সমাহিত করা হয়?সিপাহি হামিদুর রহমান
৮৮বাংলাদেশকে ‘তলাবিহীন ঝুড়ি’ বলেছেন কে?হেনরি কিসিঞ্জার
৮৯বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিরোধিতা করে কোন দুটি দেশ?চীন ও মার্কিন যুক্তরাষ্ট্র
৯০বৈদ্যনাথ তলার নাম মুজিবনগর রাখেন কে?তাজউদ্দিন আহমেদ
৯১‘সেপ্টেম্বর অন যশোর রোড’ কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়?নিউইয়র্ক টাইমস
৯২‘৭ই মার্চের ভাষণ শুধুমাত্র ভাষণ নয়, এটি একটি অনন্য রণ কৌশলের দলিল’- কে বলেছেন?ফিদেল কাস্ত্রো
৯৩ মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ‘নেকড়ে অরণ্য’ কে রচনা করেন?শওকত ওসমান
৯৪মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র ‘স্টপ জেনোসাইড’ কে লিখেছেন?জহির রায়হান
৯৫১৯৭১ সালের পাকিস্তানের হানাদার বাহিনীর বর্বরতার খবর বহির্বিশ্বে প্রথম প্রচার করে কোন বিদেশী সাংবাদিক?সাইমন ড্রিং
৯৬বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলের অন্তর্ভুক্ত করা হয়েছে?পঞ্চম তফসিল
৯৭বঙ্গবন্ধুর ১৯৭১ সালের ৭ই মার্চ ভাষণের সময়কালে পূর্বপাকিস্তানে যে আন্দোলন চলছিল সেটি হল-অসহযোগ আন্দোলন
৯৮মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ‘জাহান্নাম হইতে বিদায়’ কার লেখা? শওকত ওসমান
৯৯মুজিবনগর সরকারের পররাষ্ট্রমন্ত্রী কে ছিলেন?খন্দকার মোস্তাক আহমেদ
১০০বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানীর নাম কী?মেহেরপুর
ক্রমপ্রশ্নউত্তর
১০১মুক্তিযুদ্ধকালে বাংলাদেশ কে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছি? ১১ টি
১০২বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর লিখিত ও প্রকাশিত প্রথম উপন্যাস কোনটি?জাহান্নাম হইতে বিদায়
১০৩‘মুক্তির গান’ চলচ্চিত্র কে পরিচালনা করেছেন?তারেক মাসুদ
১০৪বাংলাদেশের বীর প্রতীক খেতাবপ্রাপ্ত নারীর সংখ্যা কত? দুই জন
১০৫জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে কবে বাংলাদেশে ফিরে আসেন?১০ জানুয়ারি ১৯৭২
১০৬কোন বিখ্যাত বিদেশি গায়ক ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের জন্য গান গেয়েছিলেন?জর্জ হ্যারিসন
১০৭শান্তিতে অবদানের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন পদক পেয়েছিলেন?জুলিও কুড়ি
১০৮বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কোন সেক্টরের অধীনে ছিল?২ নং সেক্টর
১০৯এই জানোয়ারদের হত্যা করতে হবে শিরোনামের মুক্তিযুদ্ধভিত্তিক পোস্টারের শিল্পী কে?কামরুল হাসান
১১০১৯৬৯ সালের কোন তারিখে জনসভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়?২৩ ফেব্রুয়ারি
১১১মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম চলচ্চিত্র কোনটি?ওরা ১১ জন
১১২বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘে বাংলা ভাষণ দিয়েছিলেন কবে?২৫ সেপ্টেম্বর ১৯৭৪
১১৩স্বাধীনতা সংগ্রামের একমাত্র নৌ সেক্টর কোনটি?১০ নম্বর সেক্টর
১১৪বাংলাদেশের মুক্তিযুদ্ধে নিহত ফাদার মারিও ভেরেনজি কোন দেশের ছিলেন?ইতালির নাগরিক
১১৫মুক্তিযুদ্ধে অবদানের জন্য ক্যাপ্টেন সিতারা বেগমকে যে উপাধি দেওয়া হয়?বীর প্রতীক
১১৬বাংলাদেশ সরকার বীরশ্রেষ্ঠদের নাম কবে ঘোষণা করে?১৫ ডিসেম্বর ১৯৭৩ সালে
১১৭১৯৭১ সালে স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশে কয়টি বিভাগ ছিল?চারটি
১১৮মুক্তিযুদ্ধের সময় কয়টি বিগ্রেড ফোর্স গঠন করা হয়?তিনটি
১১৯মুক্তিযুদ্ধের সময় সমগ্র বাংলাদেশকে কয়টি সাব সেক্টরে ভাগ করা হয়?৬৪ টি
১২০মুজিবনগর সরকারের এম মনসুর আলী কোন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিলেন?বাণিজ্য
১২১১৯৭১ সালে সর্বপ্রথম কোন পত্রিকা পাকিস্তানী বাহিনীর গণহত্যার উপর ব্রিটিশ সাংবাদিক সায়মন্ড রিং এর প্রতিবেদন প্রকাশ করে?ডেইলি টেলিগ্রাফ
১২২বর্তমানে বীর মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী ভাতা কত?২০ হাজার টাকা
১২৩আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করা হয় ১৯৬৯ সালের কত তারিখ?২২ ফেব্রুয়ারি
১২৪বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রধান আসামি করে আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয় কবে?৩ জানুয়ারি ১৯৬৮
১২৫বাংলাদেশের কোন নারী মুক্তিযোদ্ধা মুক্তিবেটি নামে পরিচিত?কাকন বিবি
১২৬দক্ষিণ আমেরিকা মহাদেশের কোন দেশ প্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে?ভেনেজুয়েলা
১২৭রাজার বাগ পুলিশ লাইনের দুর্জয় ভাস্কর্যটির শিল্পী কে?মৃণাল হক
১২৮১৯৭০ সালের সাধারণ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার কে ছিলেন?বিচারপতি আব্দুস সাত্তার
১২৯শহীদ মুক্তিযোদ্ধা সাফি ইমাম রুমি মুক্তিবাহিনীর কোন গেরিলা দলের সদস্য ছিলেন?ক্রাক প্লাটুন
১৩০বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি উইলিয়াম এ এস অর্ডার ল্যান্ড কোন দেশের নাগরিক?অস্ট্রেলিয়া
১৩১‘সব কটা জানালা খুলে দাও না ওরা আসবে চুপিচুপি’- গানটির সুরকার কে?আহমদ ইমতিয়াজ বুলবুল
১৩২‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ এই গানটি কোন সাহিত্য সংকলনে প্রথম প্রকাশিত হয়?একুশে ফেব্রুয়ারি
১৩৩বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের স্মৃতিস্তম্ভ শিখা অনির্বাণ কোথায় অবস্থিত?ঢাকা সেনানিবাসে
১৩৪মুক্তিযুদ্ধের সময় জয় বাংলা পত্রিকার সদর দপ্তর ছিল কোথায়? কলকাতায়
১৩৫মুক্তিযুদ্ধের চরমপত্র পাঠ করেন কে?এম আর আক্তার মুকুল
১৩৬৭ই মার্চের ভাষণ কি শিরোনামে প্রচারিত হতো?বজ্রকন্ঠ
১৩৭বাংলাদেশের প্রথম ডাকটিকিটে কিসের ছবি ছিল?শহীদ মিনারের
১৩৮মুক্তিযুদ্ধকালীন নৌযুদ্ধ নিয়ে নির্মিত ভারতীয় চলচ্চিত্রের নাম কি?দ্য গাজী অ্যাটাক
১৩৯মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম নাটক কোনটি?পায়ের আওয়াজ পাওয়া যায়
১৪০মুক্তিযুদ্ধের সময় জয় বাংলা বাংলার জয় গানটির গীতিকার কে ছিলেনগাজী মাজহারুল আনোয়ার
১৪১মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ ‘ছাপ্পান্ন হাজার বর্গমাইল’ কার রচনা? হুমায়ুন আজাদ
১৪২‘জীবন থেকে নেয়া’ চলচ্চিত্রের পরিচালক কে?জহির রায়হান
১৪৩‘একাত্তরের দিনগুলি’ কি জাতীয় রচনা?স্মৃতিকথা
১৪৪মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ‘রাইফেল রোটি আওরাত’ কার রচনা?আনোয়ার পাশা
১৪৫‘সেপ্টেম্বর অন যশোর রোড’ কবিতার মোট লাইন কতটি?১৫২ টি
১৪৬বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন?ইন্দিরা গান্ধী
১৪৭মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ বেতারের প্রথম নারী শিল্পী কে ছিলেন?নমিতা ঘোষ
১৪৮শিখা চিরন্তন কোথায় অবস্থিত?সোহরাওয়ার্দী  উদ্যানে
১৪৯মুক্তিযুদ্ধ ভিত্তিক বই ‘দা ক্রুয়েল বার্থ অফ বাংলাদেশ’ কে লেখেন?আর্চার কে ব্লার্ড
১৫০মুক্তিযুদ্ধভিত্তিক নির্মিত প্রামাণ্য চলচ্চিত্র কয়টি ?চারটি

সম্পর্কিত প্রশ্নাবলী

মুজিবনগর সরকার কবে গঠিত হয়?

১৯৭১ সালের ১০ এপ্রিল অর্থাৎ এই দিনে গঠিত হয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশের প্রথম সরকার।

মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন?

তাজউদ্দীন আহমদ

সবচেয়ে বেশি গণহত্যা কোথায় হয়?

চুকনগর

Let there be Light- বিখ্যাত ছবিটি কে পরিচালনা করেন?

জহির রায়হান

কোন দেশ প্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয়?

ভুটান

মুক্তি ফৌজ কোথায় গঠন করা হয়?

হবিগঞ্জের তেলিয়াপাড়া চা বাগানে

Related Posts