কাজী নজরুল ইসলামের “মানুষ” কবিতাটি মানবতার সেবা এবং সাম্যের ধারণার ওপর ভিত্তি করে রচিত। এই পোস্টে মানুষ কবিতার প্রশ্ন উত্তর-১০ম শ্রেণির বাংলা লিখে দিলাম।
মানুষ কবিতার প্রশ্ন উত্তর
১। ‘মানুষ’ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
উত্তর: ‘মানুষ’ কবিতাটি ‘সাম্যবাদী’ কাব্যগ্রন্থের অন্তর্গত।
২। মুসাফির কত বছর প্রভুকে ডাকেনি?
উত্তর: মুসাফির আশি বছর প্রভুকে ডাকেনি।
৩। কাজী নজরুল ইসলাম কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?
উত্তর: কাজী নজরুল ইসলাম ১৮৯৯ খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন।
৪। ‘মানুষ’ কবিতায় যে দেবতার বরে রাজা হয়ে যাবে এটা কে ভেবেছিল?
উত্তর: ‘মানুষ’ কবিতায় মন্দিরের পূজারি ভেবেছিল যে, দেবতার বরে সে রাজা হয়ে যাবে।
৫। সুলতান মাহমুদ কতবার ভারতবর্ষ আক্রমণ করেছিলেন?
উত্তর: সুলতান মাহমুদ সতেরো বার ভারতবর্ষ আক্রমণ করেন।
৬। মোল্লা মুসাফিরকে কোথায় গিয়ে মরতে বলেছে?
উত্তর: মোল্লা মুসাফিরকে গো-ভাগাড়ে গিয়ে মরতে বলেছে।
৭। ‘মানুষ’ কবিতায় পথিকের বস্ত্র কীরূপ ছিল?
উত্তর: ‘মানুষ’ কবিতায় পথিকের বস্ত্র ছিল জীর্ণ।
৮। গজনি মামুদ কাকে বলা হয়?
উত্তর: গজনির সুলতান মাহমুদকে গজনি মামুদ বলা হয়।
৯। দরিরামপুর হাই স্কুল কোথায় অবস্থিত?
উত্তর: দরিরামপুর হাই স্কুল ময়মনসিংহ জেলার ত্রিশাল থানায় অবস্থিত।
১০। ‘মানুষ’ কবিতায় কাকে দুয়ার খোলার জন্য বলা হয়েছে?
উত্তর: ‘মানুষ’ কবিতায় পূজারিকে দুয়ার খোলার জন্য বলা হয়েছে।
১১। কালাপাহাড়ের প্রকৃত নাম কী?
উত্তর: কালাপাহাড়ের প্রকৃত নাম- রাজচন্দ্র বা রাজকৃষ্ণ বা রাজনারায়ণ।
১২। কত বছর বয়সে কাজী নজরুল দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন?
উত্তর: চল্লিশ বছর বয়সে কাজী নজরুল ইসলাম দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন।
১৩। কবি কাজী নজরুল ইসলাম কত সালে মৃত্যুবরণ করেন?
উত্তর: কবি কাজী নজরুল ইসলাম ১৯৭৬ সালে মৃত্যুবরণ করেন।
১৪। গো-ভাগাড় মানে কী?
উত্তর: গো-ভাগাড় মানে হচ্ছে মৃত গরু ফেলার নির্দিষ্ট স্থান।
১৫। মোল্লা তেরিয়া মুসাফিরকে কোথায় গিয়ে মরতে বলে?
উত্তর: মোল্লা তেরিয়া মুসাফিরকে গো-ভাগাড়ে গিয়ে মরতে বলে।
১৬। কবির মতে কিসের চেয়ে বড় কিছু নাই?
উত্তর: কবির মতে মানুষের চেয়ে বড় কিছু নাই।
১৭। কালাপাহাড় অনেক কী ধ্বংস করেছেন?
উত্তর: কালাপাহাড় অনেক দেবালয় ধ্বংস করেছেন।
১৮। মোল্লা তেরিয়া মুসাফিরকে কোথায় গিয়ে মরতে বলে?
উত্তর: মোল্লা তেরিয়া মুসাফিরকে গো-ভাগাড়ে গিয়ে মরতে বলে।
১৯। কত সালে কাজী নজরুলকে বাংলাদেশে আনা হয়?
উত্তর: ১৯৭২ সালে কাজী নজরুলকে বাংলাদেশে আনা হয়।
২০। কত সালে প্রথম মহাযুদ্ধ শুরু হয়?
উত্তর: ১৯১৪ সালে প্রথম মহাযুদ্ধ শুরু হয়।
২১। কে মন্দিরের দরজা বন্ধ করেছিল?
উত্তর: পূজারি মন্দিরের দরজা বন্ধ করেছিল।
২২। ‘মানুষ’ কবিতায় কাল কী ছিল?
উত্তর: ‘মানুষ’ কবিতানুযায়ী মসজিদে কাল শিরনি ছিল।
২৩। কার গায়ে আজারির চিন ছিল?
উত্তর: মুসাফিরের গায়ে আজারির চিন ছিল।
২৪। গোস্ত-রুটি নিয়ে মোল্লা কী করল?
উত্তর: গোস্ত-রুটি নিয়ে মোল্লা মসজিদে তালা দিল।
২৫। পথিক কী বলে পূজারিকে ডাক দিল?
উত্তর: পথিক ‘বাবা’ বলে পূজারিকে ডাক দিল।
২৬। ‘মানুষ’ কবিতায় মসজিদে কাল কী বেঁচে গেছে?
উত্তর: অঢেল গোস্ত-রুটি বেঁচে গেছে।
২৭। কাজী নজরুল কোন জেলায় জন্মগ্রহণ করেন?
উত্তর: কাজী নজরুল বর্ধমান জেলায় জন্মগ্রহণ করেন।
২৮। মুসাফিরের কথা শুনে মোল্লা কী করে?
উত্তর: মুসাফিরের কথা শুনে মোল্লা তেরিয়া ওঠে।
২৯। বাংলা কোন মাসের কত তারিখে নজরুল মারা যান?
উত্তর: বাংলা ভাদ্র মাসের ১২ তারিখে কাজী নজরুল ইসলাম মারা যান।
৩০। মোল্লা কীভাবে মসজিদে তালা দিল?
উত্তর: গোস্ত-রুটি নিয়ে মোল্লা মসজিদে তালা দিল।