মংডুর পথে MCQ | বহুনির্বাচনি প্রশ্ন উত্তর

বিপ্রদাশ বড়ুয়ার ‘মংডুর পথে’ ভ্রমণকাহিনিটি মিয়ানমারের সীমান্তবর্তী শহর মংডু-কে কেন্দ্র করে লেখা। মংডুর মানুষের পোশাক-পরিচ্ছদ, খাদ্যাভ্যাস ও ব্যবসা-বাণিজ্য সম্পর্কে লেখক স্পষ্ট ধারণা দিয়েছেন। এই পোস্টে মংডুর পথে MCQ | বহুনির্বাচনি প্রশ্ন উত্তর লিখে দিলাম।

মংডুর পথে mcq

সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন

১। মিয়ানমার আমাদের পূর্ব দিকের কেমন রাষ্ট্র?
ক) অনুন্নত দেশ
খ) সন্ত্রাসপ্রবণ রাষ্ট্র
গ) প্রতিবেশী দেশ
ঘ) শত্রুভূমি
উত্তর: গ) প্রতিবেশী দেশ

২। মংডু মিয়ানমারের কোন দিকের সীমান্ত শহর?
ক) পূর্ব
খ) পশ্চিম
গ) উত্তর
ঘ) দক্ষিণ
উত্তর: খ) পশ্চিম

৩। মিয়ানমারের নারী-পুরুষ উভয়েই কোন পোশাক পরিধান করে?
ক) ধুতি
খ) শার্ট
গ) লুঙ্গি
ঘ) পাজামা
উত্তর: গ) লুঙ্গি

৪। বার্মা দেশে কারা সর্বাধিক সম্মান পায়?
ক) পুলিশ
খ) বৌদ্ধ ভিক্ষু
গ) মহিলা
ঘ) শিশু
উত্তর: খ) বৌদ্ধ ভিক্ষু

৫। বর্মী ভাষার ‘গম’ শব্দের অর্থ কী?
ক) গমন
খ) গ্রাম
গ) ভালো
ঘ) সম্মান
উত্তর: গ) ভালো

৬। মিয়ানমারের পাইক্যা চালানোর একচেটিয়া অধিকার কারা ভোগ করে?
ক) বৌদ্ধ
খ) হিন্দু
গ) মুসলমান
ঘ) রাখাইন
উত্তর: গ) মুসলমান

৭। মিয়ানমারে সেন্না ফুল কোন মাসে ফোটে?
ক) মে
খ) জুলাই
গ) আগস্ট
ঘ) জুন
উত্তর: ক) মে

৮। ‘ছাবাইক’ বলতে কী বোঝানো হয়?
ক) সেলাইবিহীন লুঙ্গি
খ) ভিক্ষাপাত্র
গ) খামি
ঘ) জুন
উত্তর: খ) ভিক্ষাপাত্র

৯। মিয়ানমারে রিকশার পরিবর্তে কোন বাহন ব্যবহার করা হয়?
ক) বৌদ্ধ ভিক্ষু
খ) পাইক্যা
গ) গরুর গাড়ি
ঘ) ভ্যান গাড়ি
ঙ) ঘোড়ার গাড়ি
উত্তর: খ) পাইক্যা

১০। বিপ্রদাশ বড়ুয়া জন্মগ্রহণ করেছিলেন কোন জেলায়?
ক) ঢাকা
খ) কুমিল্লা
গ) কিশোরগঞ্জ
ঘ) চট্টগ্রাম
উত্তর: ঘ) চট্টগ্রাম

১১। বিপ্রদাশ বড়ুয়ার জন্মসাল কত?
ক) ১৯৩০
খ) ১৯৩৫
গ) ১৯৪০
ঘ) ১৯৪৫
উত্তর: গ) ১৯৪০

১২। বিপ্রদাশ বড়ুয়ার জন্মস্থান কোন গ্রামে?
ক) ময়নামতী
খ) ইছামতী
গ) শিবপুর
ঘ) শ্যামপুর
উত্তর: খ) ইছামতী

১৩। ‘যুদ্ধজয়ের গল্প’ কোন ধরনের রচনা?
ক) উপন্যাস
খ) ছোটগল্প
গ) প্রবন্ধ
ঘ) শিশুতোষ গল্প
উত্তর: খ) ছোটগল্প

১৪। ‘গাঙচিল’ গ্রন্থটি বিপ্রদাশ বড়ুয়ার কোন ঘরানার রচনা?
ক) উপন্যাস
খ) কাব্য
গ) ছোটগল্প
ঘ) নাটক
উত্তর: গ) ছোটগল্প

১৫। নিচের কোনটি বিপ্রদাশ বড়ুয়ার উপন্যাস?
ক) যুদ্ধজয়ের গল্প
খ) পদ্মানদীর মাঝি
গ) মুক্তিযোদ্ধারা
ঘ) ১৯৭১
উত্তর: গ) মুক্তিযোদ্ধারা

১৬। ‘বিদ্যাসাগর’ কী ধরনের রচনা?
ক) জীবনী
খ) উপন্যাস
গ) প্রবন্ধ
ঘ) নাটক
উত্তর: ক) জীবনী

১৭। বাংলাদেশে লুঙ্গির প্রচলন শুরু হয় কোন অঞ্চল থেকে?
ক) পশ্চিমবঙ্গ
খ) আরাকান
গ) চট্টগ্রাম
ঘ) বার্মা
উত্তর: ঘ) বার্মা

১৮। চীবর পোশাক সাধারণত কোন রঙে রঞ্জিত হয়?
ক) লাল
খ) হলুদ
গ) কালো
ঘ) সাদা
উত্তর: ক) লাল

১৯। কোন জাতি তাদের বসতির জায়গাকে ‘ব্যান্ডেল’ নামে অভিহিত করত?
ক) ইংরেজরা
খ) পর্তুগিজরা
গ) ফরাসিরা
ঘ) আরাকানিরা
উত্তর: খ) পর্তুগিজরা

২০। বিপ্রদাশ বড়ুয়া মিয়ানমারের মংডু ভ্রমণ করেছিলেন কোন সালে?
ক) ২০০১
খ) ২০০৩
গ) ২০০২
ঘ) ২০০৪
উত্তর: খ) ২০০৩

২১। কোন দেশের পূর্ব নাম ছিল বার্মা?
ক) থাইল্যান্ড
খ) ভারত
গ) বেলুন
ঘ) মিয়ানমার
উত্তর: ঘ) মিয়ানমার

২২। ‘মালকিন’ শব্দের অর্থ কী?
ক) মহিলা মালিক
খ) প্রচারক
গ) পরিবেশক
ঘ) অতিথি
উত্তর: ক) মহিলা মালিক

২৩। ‘মহাথেরো’ বলতে কাকে বোঝায়?
ক) চাকমাদের প্রধান দেবতা
খ) হিন্দু ধর্মের প্রধান ঋষি
গ) খ্রিস্টান ধর্মীয় গুরু
ঘ) বৌদ্ধ ধর্মের প্রধান গুরু
উত্তর: ঘ) বৌদ্ধ ধর্মের প্রধান গুরু

২৪। আলাওল ছিলেন কোন শতকের কবি?
ক) চতুর্দশ
খ) পঞ্চদশ
গ) ষোড়শ
ঘ) সপ্তদশ
উত্তর: ঘ) সপ্তদশ

২৫। কোন ধরনের পোশাকটি মূলত বার্মা থেকে বাংলাদেশে এসেছে?
ক) লুঙ্গি
খ) শার্ট
গ) বর্মি টুপি
ঘ) বর্মি কোট
উত্তর: ক) লুঙ্গি

২৬। চায়ের দোকানে বসা লোকেরা লেখকের দিকে কেন কৌতূহলভরে তাকাচ্ছিল?
ক) প্যান্ট পরার কারণে
খ) বিদেশি ভেবে
গ) বাংলা ভাষায় কথা বলার জন্য
ঘ) মহাথেরোর সঙ্গে থাকার কারণে
উত্তর: ক) প্যান্ট পরার কারণে

২৭। চট্টগ্রামের ব্যান্ডেল রোড ইতিহাসে কার স্মৃতির সঙ্গে যুক্ত?
ক) পর্তুগিজরা
খ) বড়ুয়ারা
গ) ইংরেজরা
ঘ) ফুঙ্গিরা
উত্তর: ক) পর্তুগিজরা

২৮। লেখক কোন হোটেলে থাকার সুযোগ পাননি?
ক) ইউনাইটেড
খ) কাউখান
গ) মিরাডং
ঘ) আয়খাইন
উত্তর: ক) ইউনাইটেড

২৯। ‘মংডুর পথে’ ভ্রমণকাহিনিতে লেখকের দ্বিতীয় দিনের তারিখ কত ছিল?
ক) ২৫ মে
খ) ২৬ মে
গ) ২৪ জুন
ঘ) ২৫ জুন
উত্তর: ক) ২৫ মে

৩০। নিচের কোন উক্তিটি মিয়ানমারের ঐতিহ্য প্রকাশ করে?
ক) “লুঙ্গি, ফুঙ্গি ও প্যাগোডা এই তিন নিয়ে মিয়ানমার।”
খ) “বুড়ো আঙুলের সমান চিংড়ির কিলো ৪–৫শ চ্যা।”
গ) “শিরীষ গাছতলায় তরুণী নুডুলস বিক্রি করছে।”
ঘ) “পথে পথে রঙিলা যুবক-যুবতী।”
উত্তর: ক) লুঙ্গি, ফুঙ্গি ও প্যাগোডা এই তিন নিয়ে মিয়ানমার।

৩১। মংডু অঞ্চলে কোন পোশাকটির ব্যবহার সবচেয়ে বেশি দেখা যায়?
ক) লুঙ্গি
খ) চীবর
গ) থামি
ঘ) শার্ট
উত্তর: ক) লুঙ্গি

৩২। “লুঙ্গি, ফুঙ্গি ও প্যাগোডা এই তিন নিয়ে মিয়ানমার”—এই উক্তিটি প্রকাশ করছে মিয়ানমারের কোন দিক?
ক) পোশাক
খ) ধর্মাচার
গ) সংস্কৃতি
ঘ) বৈশিষ্ট্য
উত্তর: গ) সংস্কৃতি

৩৩। ‘মংডুর পথে’ ভ্রমণকাহিনিতে লেখক কোন স্থান থেকে মুক্তি পেয়ে খাঁচা ছাড়া পাখির মতো উড়াল দেন?
ক) কারাগার থেকে
খ) হোটেল থেকে
গ) অভিবাসন ও শুল্ক অফিস থেকে
ঘ) হাসপাতাল থেকে
উত্তর: গ) অভিবাসন ও শুল্ক অফিস থেকে

৩৪। পাইক্যা কী ধরনের যানবাহন?
ক) দুই চাকার
খ) চার চাকার
গ) তিন চাকার
ঘ) ছয় চাকার
উত্তর: গ) তিন চাকার

৩৫। কোন সালে পর্তুগিজরা চট্টগ্রামে বসতি স্থাপন করেছিল?
ক) ১২০০ খ্রিস্টাব্দে
খ) ১৬০০ খ্রিস্টাব্দে
গ) ১৪০০ খ্রিস্টাব্দে
ঘ) ১৮০০ খ্রিস্টাব্দে
উত্তর: খ) ১৬০০ খ্রিস্টাব্দে

৩৬। ‘পদাউক’ ফুলের রঙ কী ধরনের?
ক) সোনালি
খ) বেগুনি
গ) নীলচে
ঘ) রক্তিম
উত্তর: ক) সোনালি

৩৭। মংডুতে লোকেরা লেখকদের দিকে তাকানোর মূল কারণ ছিল—
ক) ভাষার ভিন্নতা
খ) খাদ্যাভ্যাসের তারতম্য
গ) বাসস্থানের পরিচয়
ঘ) পোশাকের পার্থক্য
উত্তর: ঘ) পোশাকের পার্থক্য

৩৮। চীবর কী ধরনের জিনিস?
ক) খাবারের নাম
খ) পোশাকের নাম
গ) হোটেলের নাম
ঘ) জায়গার নাম
উত্তর: খ) পোশাকের নাম

৩৯। পূর্ণিমা হলে যে পক্ষের সমাপ্তি ঘটে তাকে কী বলা হয়?
ক) অমানিশা
খ) অমাবস্যা
গ) শুক্লপক্ষ
ঘ) কৃষ্ণপক্ষ
উত্তর: গ) শুক্লপক্ষ

৪০। দ্রব্য গুঁড়ো করার কাজে যে পাত্র ও দণ্ড ব্যবহার করা হয় তাকে কী বলে?
ক) হামানদিস্তা
খ) চ্যা
গ) চীবর
ঘ) মহাথেরো
উত্তর: ক) হামানদিস্তা

৪১। দৌলত কাজী ও আলাওল ছিলেন কোন শতকের কবি?
ক) পনেরো
খ) সতেরো
গ) ষোল
ঘ) আঠারো
উত্তর: খ) সতেরো

৪২। আলাওলের শ্রেষ্ঠ সাহিত্যকর্ম কোনটি?
ক) সাতকাহন
খ) পদ্মাবতী
গ) লীলাবতী
ঘ) মিরাবাঈ
উত্তর: খ) পদ্মাবতী

৪৩। অমাবস্যা থেকে পূর্ণিমা পর্যন্ত চাঁদের কলা বাড়তে থাকাকে কী বলে?
ক) শুক্লপক্ষ
খ) কৃষ্ণপক্ষ
গ) অন্যপক্ষ
ঘ) অমাবস্যা
উত্তর: ক) শুক্লপক্ষ

৪৪। মিয়ানমারের জীবন ও সংস্কৃতির পরিচয় পাওয়া যায় কোন রচনায়?
ক) আমাদের লোকশিল্প
খ) বাংলা ভাষার জন্মকথা
গ) মংডুর পথে
ঘ) অতিখির স্মৃতি
উত্তর: গ) মংডুর পথে

৪৫। ‘মংডুর পথে’ রচনা শিক্ষার্থীদের মধ্যে কোন অনুপ্রেরণা জাগায়?
ক) জাতীয়তাবোধ
খ) ভ্রমণের আকাঙ্ক্ষা
গ) স্বদেশচেতনা
ঘ) ধর্মীয় সম্প্রীতি
উত্তর: খ) ভ্রমণের আকাঙ্ক্ষা

৪৬। বিপ্রদাশ বড়ুয়া ২০০১ সালের কোন মাসে মংডু সফর করেছিলেন?
ক) মার্চ
খ) এপ্রিল
গ) মে
ঘ) জুন
উত্তর: গ) মে

৪৭। মিয়ানমারের তরুণী কোন গাছের নিচে বসে নুডলস বিক্রি করছিল?
ক) শিরীষ গাছ
খ) নারকেল গাছ
গ) তেঁতুল গাছ
ঘ) বটগাছ
উত্তর: ক) শিরীষ গাছ

৪৮। শার্ট পরিহিত মংডুর মুসলমানদের বিশেষভাবে কীভাবে চেনা যায়?
ক) লুঙ্গির ভেতরে শার্ট গুঁজে দেয়
খ) স্কুলেও শার্ট ও লুঙ্গি পরে যায়
গ) লুঙ্গির বাইরে শার্ট পরে
ঘ) ছেলে-বুড়ো, যুবক-যুবতী সকলে লুঙ্গি পরে
উত্তর: গ) লুঙ্গির বাইরে শার্ট পরে

৪৯। মিয়ানমার বাংলাদেশের কোন দিকের সীমান্তে অবস্থিত?
ক) পূর্ব
খ) পশ্চিম
গ) উত্তর
ঘ) দক্ষিণ
উত্তর: ক) পূর্ব

৫০। মিয়ানমারের ৪ থেকে ৫শ চ্যা টাকার সমমূল্য বাংলাদেশি মুদ্রায় কত হয়?
ক) ৪০–৫০ টাকা
খ) ৫০–৬০ টাকা
গ) ৭০–৮০ টাকা
ঘ) ৮০–৯০ টাকা
উত্তর: ক) ৪০–৫০ টাকা

৫১। পাইক্যা নামক যানবাহন কোন দেশে চালু রয়েছে?
ক) ইরান
খ) মিয়ানমার
গ) ভারত
ঘ) নেপাল
উত্তর: খ) মিয়ানমার

৫২। সেলাইবিহীন লুঙ্গির মতো পোশাকটির নাম কী?
ক) চীবর
খ) বর্মি কোট
গ) পাইক্যা
ঘ) বোরকা
উত্তর: ক) চীবর

৫৩। ‘ওদের বয়স শতাব্দী বা তারও বেশি’—এ উক্তিটি মংডুর কোন বিষয়কে নির্দেশ করে?
ক) কিছু গাছ
খ) স্থানীয় অধিবাসী
গ) বৌদ্ধ ভিক্ষু
ঘ) বাড়িঘর
উত্তর: ক) কিছু গাছ

৫৪। ‘সুধার পাড়া’ আসলে কী ধরনের গ্রাম?
ক) মুসলিম গ্রাম
খ) হিন্দু গ্রাম
গ) বৌদ্ধ গ্রাম
ঘ) রাখাইন গ্রাম
উত্তর: ক) মুসলিম গ্রাম

বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন

৫৫। ‘মালকিন’ শব্দটি দ্বারা বোঝায়-
i. মহিলা মালিক
ii. মালিকের স্ত্রী
iii. মালিকের বোন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: ক) i ও ii

৫৬। মিয়ানমারের মেয়েদের চুলে সৌন্দর্যের যে প্রতীক লেখকের নজর কেড়েছে-
i. ফুল গোঁজা সুন্দর চুল
ii. রিবন ফিতের বন্ধনময় রূপ
iii. চিরুনির আঁচড়ে শিল্প সৌন্দর্য
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: ঘ) i, ii ও iii

৫৭। মংডুর পথে নেমে লেখকের আচরণে প্রকাশ পায়-
i. বেদনাদায়ক অভিজ্ঞতা
ii. আবেগপ্রবণতা
iii. স্বদেশ সচেতনতা
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
উত্তর: খ) ii

৫৮। আরাকান রাজ্যের ধ্বংসপ্রাপ্ত প্রাচীন রাজধানী কী?
i. মংডু
ii. সিংহাই
iii. ম্রাউক-উ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: খ) iii

৫৯। নিজ দেশের সমস্ত মানুষের সাথে নিবিড় বন্ধন তৈরির জন্য দরকার-
i. সকলকে উপর থেকে দেখা
ii. সকলের আচার আচরণ, রীতিনীতি জানা
iii. সকলের সংস্কৃতি গভীরভাবে জানা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: গ) ii ও iii

৬০। ‘মংডুর পথে’ ভ্রমণকাহিনিতে লেখক অভিবাসন ও শুল্ক দফতর থেকে ছাড়া পেয়ে খাঁচা ছাড়া পাখির মত উড়াল দিলেন কারণ-
i. রূপকথার গল্পের বাস্তব রূপ দেখতে পাচ্ছিলেন
ii. আরাকান রাজ্যের ধ্বংসপ্রাপ্ত প্রাচীন রাজধানী দেখতে পাবেন
iii. ঐতিহাসিক বিভিন্ন ঘটনার বাস্তব সাক্ষী দেখছিলেন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: ঘ) i, ii ও iii

৬১। বর্মী নারী-পুরুষের বৈসাদৃশ্য রয়েছে-
i. পোশাক পরিধানে
ii. জীবিকায়
iii. সংস্কৃতিতে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: ক) i ও ii

৬২। রেস্তোরাঁর রাখাইন মালকিনের বয়স প্রথমে বুঝতে পারিনি। এখানে ‘মালকিন’ শব্দের অর্থ হলো-
i. মহিলা মালিক
ii. মালিকের স্ত্রী
iii. ঘোড়ার চালক
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: ক) i ও ii

Related Posts

Leave a Comment