ভৌগোলিক উপনাম (Geographical Epithets) হল এমন বিশেষণ বা নাম যা কোন স্থান, অঞ্চল, বা ভৌগোলিক বৈশিষ্ট্যকে নির্দেশ করে। এটি সাধারণত সেই স্থান বা বৈশিষ্ট্যের বিশেষত্ব বা তার সাথে সম্পর্কিত কিছু গুণ বা বৈশিষ্ট্য বোঝানোর জন্য এ নাম ব্যবহৃত হয়। আজকের পোস্টে আমি বিভিন্ন দেশের ভৌগোলিক উপনাম pdf তালিকা করে দিলাম।
Table of Contents
ভৌগোলিক উপনাম pdf bcs পরীক্ষায় আসা
১। ‘ইউরোপের ককপিট’ বলা হয় কোন দেশকে? (28 BCS) উত্তরঃ বেলজিয়াম ২। পবিত্র ভূমি কোনটিকে বলা হয়? (11 BCS) উত্তরঃ জেরুজালেম ৩। বিশ্বের কোন শহর ‘নিষিদ্ধ শহর’ নামে পরিচিত? (15 BCS) উত্তরঃ লাসা ৪। কোনটি নিশীথ সূর্যের দেশ নামে পরিচিত? (23 BCS) উত্তরঃ নরওয়ে ৫। কোনটি চির শান্তির শহর নামে পরিচিত? (23 BCS) উত্তরঃ রোম |
বিভিন্ন দেশের ভৌগোলিক উপনাম pdf
ক্রম | দেশ বা স্থান | ভৌগোলিক উপনাম |
১ | বাংলার ভেনিস | বরিশাল |
২ | ভাটির দেশ | বাংলাদেশ |
৩ | প্রাচ্যের ড্যান্ডি | নারায়ণগঞ্জ |
৪ | মন্দিরের শহর | বেনারস (ভারত) |
৫ | সোনালী প্যাগোডার দেশ | মায়ানমার (বার্মা) |
৬ | পবিত্র ভূমি | জেরুজালেম (ফিলিস্তিন) |
৭ | ভূ-স্বর্গ | কাশ্মীর (ভারত) |
৮ | বাংলাদেশের প্রবেশদ্বার | চট্টগ্রাম |
৯ | পাকিস্তানের প্রবেশদ্বার | করাচি (পাকিস্তান) |
১০ | ইউরোপের রুগ্ন মানুষ | তুরস্ক |
১১ | ভারতের প্রবেশদ্বার | মুম্বাই (ভারত) |
১২ | পঞ্চনদের দেশ | পাঞ্জাব (পাকিস্তান) |
১৩ | গোলাপি শহর | জয়পুর, রাজস্থান (ভারত) |
১৪ | মুক্তার দ্বীপ | বাহরাইন |
১৫ | বজ্রপাতের দেশ | ভুটান |
১৬ | প্রাচীরের দেশ | চীন |
১৭ | সম্মেলনের শহর | জেনেভা (সুইজারল্যান্ড) |
১৮ | সোনার অন্তঃপুর | ইস্তাম্বুল (তুরস্ক) |
১৯ | শ্বেত হাতির দেশ | থাইল্যান্ড |
২০ | ইউরোপের প্রবেশদ্বার | ভিয়েনা (অস্ট্রিয়া) |
২১ | নিষিদ্ধ নগরী | লাসা (তিব্বত) |
২২ | ল্যান্ড অব মার্বেল/মার্বেলের দেশ | ইতালি |
২৩ | প্রাচ্যের ম্যানচেস্টার | ওসাকা (জাপান) |
২৪ | ইউরোপের ক্রীড়াভূমি | সুইজারল্যান্ড |
২৫ | পৃথিবীর ছাদ | পামীর মালভূমি (মধ্য এশিয়া) |
২৬ | শান্ত দেশ/শান্ত সকালের দেশ | কোরিয়া |
২৭ | ভূমিকম্পের দেশ | জাপান |
২৮ | সকাল বেলার শান্তি | দক্ষিণ কোরিয়া |
২৯ | চীনের দুঃখ/হলদে নদী | হোয়াংহো (চীন) |
৩০ | সূর্যোদয়ের দেশ | জাপান |
৩১ | সমুদ্রের বধূ | গ্রেট বৃটেন |
৩২ | সাদা হাতির দেশ | থাইল্যান্ড |
৩৩ | নিশ্চুপ সড়ক শহর | ভেনিস (ইতালি) |
৩৪ | সাত পাহাড়ের শহর | রোম (ইতালি) |
৩৫ | পান্নার দ্বীপ | আয়ারল্যান্ড |
৩৬ | প্রাচ্যের ভেনিস | ব্যাংকক (থাইল্যান্ড) |
৩৭ | ইউরোপের ককপিট | বেলজিয়াম |
৩৮ | বৃহদাকার চিড়িয়াখানা | আফ্রিকা |
৩৯ | সাদা শহর | বেলগ্রেড (সার্বিয়া) |
৪০ | ভূমধ্যসাগরের প্রবেশদ্বার/চাবি | জিব্রাল্টার প্রণালী |
৪১ | রাজপ্রাসাদের নগর | ভেনিস (ইতালি) |
৪২ | নিশীথ সূর্যের দেশ | নরওয়ে |
৪৩ | পোপের শহর | ভ্যাটিক্যান |
৪৪ | রৌপ্যের শহর | আলজিয়ার্স (আলজেরিয়া) |
৪৫ | চির সবুজের দেশ | নাটাল |
৪৬ | নীরব শহর | রোম (ইতালি) |
৪৭ | হারকিউলিসের স্তম্ভ | জিব্রাল্টার মালভূমি |
৪৮ | রাতের নগরী | কায়রো (মিশর) |
৪৯ | হাজার দ্বীপের দেশ | ফিনল্যান্ড |
৫০ | স্বর্ণ নগরী | জোহান্সবার্গ (দ. আফ্রিকা) |
৫১ | কানাডার প্রবেশদ্বার | সেন্ট লরেন্স |
৫২ | নীল নদের দান/নীল নদের দেশ | মিশর |
৫৩ | হাজার হ্রদের দেশ | ফিনল্যান্ড |
৫৪ | মরুভূমির দেশ | আফ্রিকা |
৫৫ | ইউরোপের স’মিল | সুইডেন |
৫৬ | অন্ধকারাচ্ছন্ন মহাদেশ | আফ্রিকা |
৫৭ | পিরামিডের দেশ | মিশর |
৫৮ | আগুনের দ্বীপ | আইসল্যান্ড |
৫৯ | শ্বেতাঙ্গদের কবরস্থান | গিনিকোস্ট |
৬০ | বিশ্বের রুটির ঝুড়ি | উত্তর আমেরিকার প্রেইরি অঞ্চল |
৬১ | মুক্তার দেশ | কিউবা |
৬২ | লবঙ্গ দ্বীপ | জাঞ্জিবার (তানজানিয়া) |
৬৩ | পৃথিবীর কসাইখানা | শিকাগো (যুক্তরাষ্ট্র) |
৬৪ | পৃথিবীর গুদামঘর | মেক্সিকো |
৬৫ | পৃথিবীর চিনির আঁধার | কিউবা |
৬৬ | পবিত্র পাহাড় | ফুজিয়ামা (জাপান) |
৬৭ | লিলি ফুলের দেশ | কানাডা |
৬৮ | বিগ আপেল | নিউইয়র্ক (যুক্তরাষ্ট্র) |
৬৯ | গগণচুম্বী অট্টালিকার শহর | নিউইয়র্ক (যুক্তরাষ্ট্র) |
৭০ | চির শান্তির শহর | রোম (ইতালি) |
৭১ | পশ্চিমের জিব্রাল্টার | কুইবেক (কানাডা) |
৭২ | চির বসন্তের নগরী | কিটো (ইকুয়েডর) |
৭৩ | ম্যাপল পাতার দেশ | কানাডা |
৭৪ | নিষিদ্ধ দেশ | তিব্বত |
৭৫ | সোনালী তোরণের শহর | সানফ্রান্সিসকো (যুক্তরাষ্ট্র) |
৭৬ | জাপানের অপর/পূর্ব নাম | নিপ্পন |
৭৭ | প্রাচ্যের গ্রেট বৃটেন | জাপান |
৭৮ | বাতাসের শহর | শিকাগো (যুক্তরাষ্ট্র) |