ভৌগোলিক উপনাম বলতে বোঝায় কোন দেশ কিংবা স্থানের সাথে সম্পর্কিত অন্য আরেকটি নাম। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ও চাকরির পরীক্ষায় উপনাম এসে থাকে। তাই আজকের পোস্টে আমি আপনাদেরকে বিগত পরীক্ষাগুলোতে যে সকল উপনাম এসেছে সেগুলোর তালিকা নিচে করে দিলাম।
Table of Contents
ভৌগলিক উপনাম bcs পরীক্ষায় আসা
১। কোনটি চির শান্তির শহর নামে পরিচিত? (23 BCS)
উত্তরঃ রোম
২। কোনটি নিশীথ সূর্যের দেশ নামে পরিচিত? (23 BCS)
উত্তরঃ নরওয়ে
৩। বিশ্বের কোন শহর ‘নিষিদ্ধ শহর’ নামে পরিচিত? (15 BCS)
উত্তরঃ লাসা
৪। পবিত্র ভূমি কোনটিকে বলা হয়? (11 BCS)
উত্তরঃ জেরুজালেম
৫। ‘ইউরোপের ককপিট’ বলা হয় কোন দেশকে? (28 BCS)
উত্তরঃ বেলজিয়াম
বিভিন্ন দেশের ভৌগোলিক উপনাম
ক্রম | দেশ বা স্থান | ভৌগোলিক উপনাম |
১ | বাংলার ভেনিস | বরিশাল |
২ | ভাটির দেশ | বাংলাদেশ |
৩ | প্রাচ্যের ড্যান্ডি | নারায়ণগঞ্জ |
৪ | বাংলাদেশের প্রবেশদ্বার | চট্টগ্রাম |
৫ | সোনালী প্যাগোডার দেশ | মায়ানমার (বার্মা) |
৬ | পঞ্চনদের দেশ | পাঞ্জাব (পাকিস্তান) |
৭ | পাকিস্তানের প্রবেশদ্বার | করাচি (পাকিস্তান) |
৮ | ভারতের প্রবেশদ্বার | মুম্বাই (ভারত) |
৯ | মন্দিরের শহর | বেনারস (ভারত) |
১০ | ভূ-স্বর্গ | কাশ্মীর (ভারত) |
১১ | গোলাপি শহর | জয়পুর, রাজস্থান (ভারত) |
১২ | বজ্রপাতের দেশ | ভুটান |
১৩ | ইউরোপের রুগ্ন মানুষ | তুরস্ক |
১৪ | মুক্তার দ্বীপ | বাহরাইন |
১৫ | পবিত্র ভূমি | জেরুজালেম (ফিলিস্তিন) |
১৬ | সোনার অন্তঃপুর | ইস্তাম্বুল (তুরস্ক) |
১৭ | ভূমিকম্পের দেশ | জাপান |
১৮ | সূর্যোদয়ের দেশ | জাপান |
১৯ | প্রাচ্যের ম্যানচেস্টার | ওসাকা (জাপান) |
২০ | প্রাচীরের দেশ | চীন |
২১ | চীনের দুঃখ/হলদে নদী | হোয়াংহো (চীন) |
২২ | শ্বেত হাতির দেশ | থাইল্যান্ড |
২৩ | নিষিদ্ধ নগরী | লাসা (তিব্বত) |
২৪ | শান্ত দেশ/শান্ত সকালের দেশ | কোরিয়া |
২৫ | সকাল বেলার শান্তি | দক্ষিণ কোরিয়া |
২৬ | সাদা হাতির দেশ | থাইল্যান্ড |
২৭ | প্রাচ্যের ভেনিস | ব্যাংকক (থাইল্যান্ড) |
২৮ | পৃথিবীর ছাদ | পামীর মালভূমি (মধ্য এশিয়া) |
২৯ | ইউরোপের প্রবেশদ্বার | ভিয়েনা (অস্ট্রিয়া) |
৩০ | সমুদ্রের বধূ | গ্রেট বৃটেন |
৩১ | পান্নার দ্বীপ | আয়ারল্যান্ড |
৩২ | ইউরোপের ক্রীড়াভূমি | সুইজারল্যান্ড |
৩৩ | ইউরোপের ককপিট | বেলজিয়াম |
৩৪ | সম্মেলনের শহর | জেনেভা (সুইজারল্যান্ড) |
৩৫ | সাত পাহাড়ের শহর | রোম (ইতালি) |
৩৬ | ল্যান্ড অব মার্বেল/মার্বেলের দেশ | ইতালি |
৩৭ | নিশ্চুপ সড়ক শহর | ভেনিস (ইতালি) |
৩৮ | রাজপ্রাসাদের নগর | ভেনিস (ইতালি) |
৩৯ | নীরব শহর | রোম (ইতালি) |
৪০ | পোপের শহর | ভ্যাটিক্যান |
৪১ | হারকিউলিসের স্তম্ভ | জিব্রাল্টার মালভূমি |
৪২ | সাদা শহর | বেলগ্রেড (সার্বিয়া) |
৪৩ | ভূমধ্যসাগরের প্রবেশদ্বার/চাবি | জিব্রাল্টার প্রণালী |
৪৪ | নিশীথ সূর্যের দেশ | নরওয়ে |
৪৫ | হাজার দ্বীপের দেশ | ফিনল্যান্ড |
৪৬ | হাজার হ্রদের দেশ | ফিনল্যান্ড |
৪৭ | আগুনের দ্বীপ | আইসল্যান্ড |
৪৮ | ইউরোপের স’মিল | সুইডেন |
৪৯ | কানাডার প্রবেশদ্বার | সেন্ট লরেন্স |
৫০ | বৃহদাকার চিড়িয়াখানা | আফ্রিকা |
৫১ | নীল নদের দান/নীল নদের দেশ | মিশর |
৫২ | পিরামিডের দেশ | মিশর |
৫৩ | রাতের নগরী | কায়রো (মিশর) |
৫৪ | রৌপ্যের শহর | আলজিয়ার্স (আলজেরিয়া) |
৫৫ | অন্ধকারাচ্ছন্ন মহাদেশ | আফ্রিকা |
৫৬ | মরুভূমির দেশ | আফ্রিকা |
৫৭ | চির সবুজের দেশ | নাটাল |
৫৮ | স্বর্ণ নগরী | জোহান্সবার্গ (দ. আফ্রিকা) |
৫৯ | শ্বেতাঙ্গদের কবরস্থান | গিনিকোস্ট |
৬০ | গগণচুম্বী অট্টালিকার শহর | নিউইয়র্ক (যুক্তরাষ্ট্র) |
৬১ | মুক্তার দেশ | কিউবা |
৬২ | পৃথিবীর চিনির আঁধার | কিউবা |
৬৩ | বিগ আপেল | নিউইয়র্ক (যুক্তরাষ্ট্র) |
৬৪ | পশ্চিমের জিব্রাল্টার | কুইবেক (কানাডা) |
৬৫ | সোনালী তোরণের শহর | সানফ্রান্সিসকো (যুক্তরাষ্ট্র) |
৬৬ | বিশ্বের রুটির ঝুড়ি | উত্তর আমেরিকার প্রেইরি অঞ্চল |
৬৭ | চির বসন্তের নগরী | কিটো (ইকুয়েডর) |
৬৮ | পৃথিবীর গুদামঘর | মেক্সিকো |
৬৯ | লিলি ফুলের দেশ | কানাডা |
৭০ | ম্যাপল পাতার দেশ | কানাডা |
৭১ | জাপানের অপর/পূর্ব নাম | নিপ্পন |
৭২ | পৃথিবীর কসাইখানা | শিকাগো (যুক্তরাষ্ট্র) |
৭৩ | বাতাসের শহর | শিকাগো (যুক্তরাষ্ট্র) |
৭৪ | পবিত্র পাহাড় | ফুজিয়ামা (জাপান) |
৭৫ | প্রাচ্যের গ্রেট বৃটেন | জাপান |
৭৬ | নিষিদ্ধ দেশ | তিব্বত |
৭৭ | চির শান্তির শহর | রোম (ইতালি) |
৭৮ | লবঙ্গ দ্বীপ | জাঞ্জিবার (তানজানিয়া) |
ভৌগোলিক উপনাম ইংরেজিতে
No. | Geographical aliases | Country or place |
1 | The Land of the Midnight Sun | নরওয়ে |
2 | The Land of white Elephant | থাইল্যান্ড |
3 | The Land of the Rising Sun | জাপান |
4 | The Island of Pearls | বাহরাইন |
5 | Breadbasket of the Soviet Union | ইউক্রেন |
6 | The Pearls of Africa | উগান্ডা |
7 | The Gift of the Nile | মিশর |
8 | A Nation of great seafarers | পর্তুগাল |
9 | The Ocean’s Bride | গ্রেট বৃটেন |
10 | Tiger of bicycle | ভিয়েতনাম |
11 | The City of Rose | রাজস্থান |
12 | The city of white | বেলগ্রেড |
13 | The Roof of the world | পামীর মালভূমি |
ভৌগোলিক উপনাম mcq
১। ‘সমুদ্রের বধূ’- এই ভৌগোলিক উপনামটি কোন দেশের?
উত্তরঃ গ্রেট বৃটেন
২। সকাল বেলার শান্তি বলা হয় কোনটিকে?
উত্তরঃ দক্ষিণ কোরিয়া
২। কোন দেশকে ধীবরের দেশ বলা হয়?
উত্তরঃ নরওয়ে
৩। ‘উত্তরের ভেনিস’ বলা হয়-
উত্তরঃ স্টকহোম
৪। প্রাচ্যের ভেনিস কোনটি?
উত্তরঃ ব্যাংকক
৫। কোন দেশটিকে ‘সোভিয়েত ইউনিয়নের শস্যভান্ডার’ বলা হতো?
উত্তরঃ ইউক্রেন
৬। কোন শহরটি ‘বিগ অ্যাপেল’ নামে পরিচিত?
উত্তরঃ নিউইয়র্ক (যুক্তরাষ্ট্র)
৭। জাপানের অন্য নামটি হচ্ছে-
উত্তরঃ নিপ্পন
৮। বরিশালের রূপে মুগ্ধ হয়ে কোন কবি এই নগরকে ‘বাংলার ভেনিস’ আখ্যা দিয়েছিলেন?
উত্তরঃ কাজী নজরুল ইসলাম