কাজী নজরুল ইসলামের ‘ভাব ও কাজ’ প্রবন্ধটি ভাব (চিন্তা) এবং কাজ (কর্ম) এর মধ্যে সম্পর্ক ও পার্থক্য নিয়ে গভীরভাবে আলোচনা করে। নজরুল এই প্রবন্ধে ভাব ও কাজের মধ্যে সমন্বয়ের গুরুত্ব তুলে ধরেছেন। এই পোস্টে ভাব ও কাজ প্রবন্ধের প্রশ্ন উত্তর (জ্ঞানমূলক) লিখে দিলাম।
ভাব ও কাজ প্রবন্ধের প্রশ্ন উত্তর
১। ভাবকে কীসের সাথে তুলনা করা হয়েছে?
উত্তর: ভাবকে পুষ্পবিহীন সৌরভের সাথে তুলনা করা হয়েছে।
২। কাজকে কীসের সাথে তুলনা করা হয়েছে?
উত্তর: কাজকে সৌরভবিহীন পুষ্পের সাথে তুলনা করা হয়েছে।
৩। ভাবকে কার্যের দাসরূপে নিয়োগ করতে না পারলে কী হয়?
উত্তর: ভাবের কোনো সার্থকতা থাকে না।
৪। ভাব দিয়ে লোককে মাতিয়ে তুললে কী হয়?
উত্তর: ভাবাবেশ কর্পূরের মতো উড়ে যায়।
৫। ভাবের বাঁশি বাজিয়ে জনসাধারণকে নাচাতে কেমন হতে হবে?
উত্তর: নিঃস্বার্থ ত্যাগী ঋষি হতে হবে।
৬। ভাবের বন্যা বহালে কী প্রয়োজন?
উত্তর: মহত্তর উদ্দেশ্য ও কল্যাণ কামনা প্রয়োজন।
৭। দাদ শব্দের অর্থ কী?
উত্তর: প্রতিশোধ বা প্রতিহিংসা।
৮। কাজের আগে কী করা প্রয়োজন?
উত্তর: সমস্ত কার্যের বন্দোবস্ত বা প্রস্তুতি করা প্রয়োজন।
৯। লোকেরা অনর্থক জাগলে কী করে?
উত্তর: তারা বিরক্ত হয়ে আবার ঘুমিয়ে পড়ে।
১০। কুম্ভকর্ণের নিদ্রা কেন ভালো?
উত্তর: কারণ তা ঢোল কাঁসি বাজিয়ে ভাঙানো যায়।
১১। স্কুল-কলেজের ছাত্ররা কীভাবে বেরিয়ে আসে?
উত্তর: হুজুগে মাতিয়ে হুড়হুড় করে বেরিয়ে আসে।
১২। ছাত্রদের সঙ্কল্প কী ছিল?
উত্তর: মহৎ ত্যাগের সঙ্কল্প।
১৩। স্পিরিট কী?
উত্তর: আত্মার শক্তির পবিত্রতা।
১৪। যারা স্পিরিট নষ্ট করে তাদের কী হয়?
উত্তর: তারা ভবিষ্যতে সত্যিকার ডাকে সাড়া দিতে পারে না।
১৫। দেশের প্রাণশক্তি কীভাবে নষ্ট হয়?
উত্তর: তরুণদের স্পিরিট কুব্যবহারে নষ্ট হয়।
১৬। সাপুড়ে হতে গেলে কী প্রয়োজন?
উত্তর: দক্ষতা ও সাহস প্রয়োজন।
১৭। ত্যাগীরা কেন কাজে অর্থ দিতে চান না?
উত্তর: কারণ তারা কর্মীদের সত্য সাধনার অভাব দেখেন।
১৮। সত্যিকার কর্মীরা কীভাবে ক্ষতিগ্রস্ত হন?
উত্তর: তারা অপপ্রচার ও ষড়যন্ত্রের শিকার হন।
১৯। দশচক্রে ভগবান ভূত কথাটির অর্থ কী?
উত্তর: দশজনের চক্রান্তে সাধুও অসাধু প্রতিপন্ন হতে পারে।
২০। ভাবের সুরা পান করার সময় কী করা উচিত নয়?
উত্তর: জ্ঞান হারানো উচিত নয়।
২১। ভাবের দাস হওয়া উচিত নয়, কী করা উচিত?
উত্তর: ভাবকে দাস করা উচিত।
২২। কর্মে শক্তি আনতে কী করা প্রয়োজন?
উত্তর: ভাব-সাধনা করা প্রয়োজন।
২৩। অন্ধের মতো পেছন ধরে না চলে কী করা উচিত?
উত্তর: নিজের বুদ্ধি ও কর্মশক্তিকে জাগ্রত করা উচিত।
২৪। দেশকে উন্নতির দিকে নিয়ে যাবে কোনটি?
উত্তর: ব্যক্তি-স্বাতন্ত্র্য।
২৫। কোমর বাঁধিয়া কার্যে নামার আগে কী করা প্রয়োজন?
উত্তর: ভালো করে বুঝে-সুঝে দেখে নেওয়া প্রয়োজন।
২৬। উদ্দমো ষাঁড়ের মতো দেওয়ালের সঙ্গে গা ঘেঁষড়ালে কী হয়?
উত্তর: নিজের চামড়া তুলে ফেলা হয়।
২৭। দেওয়াল ভাঙতে কী করা প্রয়োজন?
উত্তর: ভিত্তিমূলে শাবল মারতে হবে।
২৮। আসমান শব্দের অর্থ কী?
উত্তর: আকাশ।
২৯। জমিন শব্দের অর্থ কী?
উত্তর: মাটি বা ভূপৃষ্ঠ।
৩০। কব্জায় শব্দের অর্থ কী?
উত্তর: আয়ত্তে বা অধিকারে।
৩১। মশগুল শব্দের অর্থ কী?
উত্তর: মগ্ন বা বিভোর।
৩২। বদ-খেয়াল শব্দের অর্থ কী?
উত্তর: খারাপ চিন্তা বা খারাপ আচরণ।
৩৩। কর্পূর কী?
উত্তর: বৃক্ষরস থেকে তৈরি গন্ধদ্রব্য বিশেষ, যা বাতাসের সংস্পর্শে অল্পক্ষণের মধ্যে ক্ষয়প্রাপ্ত হয়।
৩৪। ঋষি শব্দের অর্থ কী?
উত্তর: শাস্ত্রজ্ঞ তপস্বী, মুনি বা যোগী।
৩৫। বানভাসি শব্দের অর্থ কী?
উত্তর: বন্যায় ভাসানো বা বন্যায় যাদের ভাসিয়ে আনে।
৩৬। বন্দোবস্ত শব্দের অর্থ কী?
উত্তর: ব্যবস্থা বা আয়োজন।
৩৭। অনর্থক শব্দের অর্থ কী?
উত্তর: ব্যর্থ, নিষ্ফল বা অকারণ।
৩৮। কুম্ভকর্ণ কে?
উত্তর: রামায়ণে বর্ণিত রাবণের ছোটো ভাই, যে একনাগাড়ে ছয় মাস ঘুমাত।
৩৯। হুজুগ শব্দের অর্থ কী?
উত্তর: সাময়িক আন্দোলন, জনরব বা গুজব।
৪০। স্পিরিট শব্দের অর্থ কী?
উত্তর: উদ্দীপনা, উৎসাহ বা শক্তি। প্রবন্ধে ‘আত্মার শক্তির পবিত্রতা’ অর্থে ব্যবহৃত হয়েছে।
৪১। কাজী নজরুল ইসলাম কত সালে জন্মগ্রহণ করেন?
উত্তর: ১৮৯৯ খ্রিষ্টাব্দের ২৪শে মে (১৩০৬ বঙ্গাব্দের ১১ই জ্যৈষ্ঠ)।
৪২। কাজী নজরুল ইসলাম কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর: বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে।
৪৩। নজরুল ইসলামের বিদ্যালয়ের পড়াশোনা কত শ্রেণি পর্যন্ত হয়েছিল?
উত্তর: দশম শ্রেণি পর্যন্ত।
৪৪। নজরুল ইসলাম প্রথম মহাযুদ্ধে কোথায় যোগ দিয়েছিলেন?
উত্তর: বাঙালি পল্টনে।
৪৫। নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতাটি প্রথম কোথায় প্রকাশিত হয়?
উত্তর: সাপ্তাহিক ‘বিজলী’ পত্রিকায়।
৪৬। নজরুল ইসলাম কত বছর বয়সে কঠিন রোগে আক্রান্ত হন?
উত্তর: মাত্র তেতাল্লিশ বছর বয়সে।
৪৭। নজরুল ইসলামকে কবে বাংলাদেশে আনা হয়?
উত্তর: ১৯৭২ সালে।
৪৮। নজরুল ইসলাম কবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডি.লিট উপাধি লাভ করেন?
উত্তর: ১৯৭৪ সালে।
৪৯। নজরুল ইসলাম কবে বাংলাদেশের নাগরিকত্ব ও একুশে পদক পান?
উত্তর: ১৯৭৬ সালে।
৫০। নজরুল ইসলাম কবে এবং কোথায় মৃত্যুবরণ করেন?
উত্তর: ১৯৭৬ খ্রিষ্টাব্দের ২৯শে আগস্ট ঢাকায়।