গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ তালিকা চাকরি ও ভর্তি পরীক্ষার জন্য

যেকোনো চাকরি ও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য বিপরীত শব্দ খুব গুরুত্বপূর্ণ। বিপরীত শব্দ থেকে বেশিরভাগ ক্ষেত্রেই প্রশ্ন করা হয়। আজকের পোস্টে খুব গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ গুলোর তালিকা করে দেওয়া হল।

Image with Link Descriptive Text

গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ তালিকা

বাংলা ভাষায় অনেক বিপরীত শব্দ রয়েছে। সবগুলো দেওয়া সম্ভব নয়। নিচে যেগুলো দেওয়া আছে সেগুলো বাছাই করা এবং বিগত বিভিন্ন চাকরি ও বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় এসেছে। সেখান থেকে খুব গুরুত্বপূর্ণ শব্দগুলো বাছাই করে নিচে তালিকা করে দেওয়া হয়েছে। শব্দগুলো উল্টো করে দেওয়া হয়েছে যাতে আপনাদের বেশিদিন মুখস্ত থাকে।

স্বরবর্ণের বিপরীত শব্দ তালিকা

অজ্ঞাতজ্ঞাত
অচলসচল
অজ্ঞবিজ্ঞ
অনির্বাণনির্বাণ
অজ্ঞানজ্ঞান
অনাস্থাআস্থা
অমৃতগরল
অনাবিলআবিল
অসীমসসীম
অনুরাগবিরাগ
অনন্তসান্ত
অনুগ্রহনিগ্রহ
অখণ্ডখণ্ড
অতিকায়ক্ষুদ্রকায়
অম্লমধুর
অজ্ঞেয়জ্ঞেয়
অপ্রতিভসপ্রতিভ
অমরাবতীনরক
অশনঅনশন
অকর্মণ্যকর্মঠ
অনুকূলপ্রতিকূল
অনুরক্তবিরক্ত
অলীকবাস্তব, সত্য
অগ্রজঅনুজ
অধিত্যকাউপত্যকা
অর্পণপ্রত্যর্পণ, গ্রহণ
অবতরণউত্তরণ, উড্ডয়ন
অলসপরিশ্রমী, কর্মঠ
অন্ধকারআলো
অবিরলবিরল
অভিজ্ঞঅনভিজ্ঞ
অর্থঅনর্থ
অভয়ভয়
অধিকঅল্প
অশান্তিপ্রশান্তি
অন্তরঙ্গবহিরঙ্গ
অধমর্ণউত্তমর্ণ
অধমউত্তম
অতিবৃষ্টিঅনাবৃষ্টি
অঘপশ্চাৎ
অর্বাচীনপ্রাচীন
অনুমোদিতঅননুমোদিত
অন্তরবাহির
অর্থীপ্রত্যর্থী
অপচয়সঞ্চয়
অবিভক্তবিভক্ত
অন্ধচক্ষুম্মান
অগ্রগামীপশ্চাৎগামী
অনুলোমপ্রতিলোম
অনুলোপপ্রতিলোপ
অহ্নরাত্রি
অস্তিনাস্তি
অন্ত্যআদ্য

আস্তিকনাস্তিক
আদানপ্রদান,দান
আপনপর
আদরঅনাদর
আধুনিকপ্রাচীন
আপদনিরাপদ
আলোঅন্ধকার, তিমির
আলসেচটপটে
আগেপরে
আমদানিরপ্তানি
আকাশপাতাল
আকর্ষণবিকর্ষণ
আবশ্যকঅনাবশ্যক
আগাগোড়া
আয়ব্যয়
আগমনীবিদায়ী
আচারঅনাচার
আশ্রয়নিরাশ্রয়
আত্মীয়অনাত্মীয়
আহারঅনাহার
আশানিরাশা
আগমননির্গমন
আসক্তঅনাসক্ত
আবির্ভাবতিরোভাব
আকুঞ্চনপ্রসারণ
আঁটিশাঁস
আবদ্ধমুক্ত, উন্মুক্ত
আটকছাড়
আর্দ্রশুষ্ক
আদিমঅন্তিম
আশুবিলম্ব
আসক্তিনিরাসক্তি, বৈরাগ্য
আক্রমণপ্রতিরক্ষা, প্রতিরোধ
আরোহণঅবরোহণ, বিসর্জন
আনকোরাপুরানো
আশ্লেষবিশ্লেষ
আদিষ্টনিষিদ্ধ
আগমনির্গম, লোপ

ই-ঈ

ইদানিংতদানিং
ইদানীন্তনতদানীন্তন
ইষ্টঅনিষ্ট
ইচ্ছাঅনিচ্ছা
ইন্দ্রিয়অতীন্দ্রিয়
ঈষৎঅধিক
ঈশাননৈঋত
ইস্তফাযোগদান
ঈদৃশতাদৃশ
ইতরভদ্র
ঈর্ষাপ্রীতি
ঈপ্সাঅনীপ্সা
ইহলোকপরলোক
ইহাউহা

উ-ঊ

উপকারঅপকার
উপস্থিতঅনুপস্থিত
উক্তঅনুক্ত
উদ্যতবিরত
উষ্ণশীতল
উদয়অস্ত
উচিতঅনুচিত
উন্নতঅনুন্নত
উন্নতিঅবনতি
উপচিকীর্ষাঅপচিকীর্ষা
উত্তমর্ণঅধমর্ণ
উজ্জ্বলঅনুজ্জ্বল
উত্থানপতন
উৎসাহনিরুৎসাহ
উপসর্গঅনুসর্গ
ঊর্ধ্বগামীনিম্নগামী
উজানভাটি
উদিতঅস্তমিত
উৎকর্ষঅপকর্ষ
উৎকৃষ্টনিকৃষ্ট
উদারকৃপণ
উগ্রকোমল
উচ্চনীচ
উন্নীতঅবনমিত
উতরানোতলানো
উৎপত্তিবিনাশ
উদ্ধতবিনীত, নম্র
উজারভরপুর
উম্মীলননিমীলন
উর্বরঅনুর্বর, ঊষর
উৎকণ্ঠাশান্তি
ঊর্ধ্বঅধঃ
উদীয়মানঅপসৃয়মান
উচাটনপ্রশান্ত
উন্মীলননির্মীলন
উত্তরীয়অন্তরীয়
উদ্দিষ্টনিরুদ্দিষ্ট

এ-ঔ

একাসম্মিলিত
একতাবিচ্ছিন্নতা
এলোমেলোগোছানো
একমতদ্বিমত
একালসেকাল
একূলওকূল
এ যুগসে যুগ
ঐতিহাসিকঅনৈতিহাসিক
এখনতখন
ঔজ্জ্বল্যম্লানিমা
ঐচ্ছিকআবশ্যিক
এপিঠওপিঠ
এঁড়েবকনা
ঐক্যঅনৈক্য
ঊষাগোধূলি, সন্ধ্যা
ঔদার্যকার্পণ্য
ওঠানামা, বসা
ওস্তাদশাগরেদ
ঋজুবক্র, বঙ্কিম
ঐশ্বর্যদারিদ্র্য
ঔদ্ধত্যবিনয়
ঐহিকপারত্রিক
ঋদ্ধিঅবনতি
একান্নপৃথগান্ন
ঔচিত্যঅনৌচিত্য

ব্যঞ্জনবর্ণের বিপরীত শব্দ তালিকা

ক-খ

কোমলকঠিন, কর্কশ
কুঞ্চাপ্রসারণ
করালসৌম্য
কেলেঙ্কারিসুনাম
ক্রয়বিক্রয়
কৃত্রিমস্বাভাবিক/ নৈসর্গিক
কুটিলসরল
কৃষ্ণশুক্ল, ধবল, শুভ্র
কেজোঅকেজো
কনিষ্ঠজ্যেষ্ঠ
কুলীনঅন্ত্যজ
কর্কশকঠিন, কোমল
কুমেরুসুমেরু
কপটঅপকট
কৃশস্থুল
ক্রোধপ্ৰীতি, মায়া
কেনাবেচা
কালোয়াততালকানা
কৃষ্ণপক্ষশুক্লপক্ষ
ক্রন্দনবিলাপ, হাস্য
খাতকমহাজন
খোঁজনিখোঁজ
খ্যাতিঅখ্যাতি
খুবঅল্প
খ্যাতঅখ্যাত
খুঁতনিখুঁত
খাঁটিভেজাল
খয়েরখাদুশমন
খিড়কিসিংহদ্বার, দেউড়ি
খোলাঢাকা
খেদঅখেদ
খুশি,হর্ষ অখুশি
খানিকঅধিক
খবরজিজ্ঞাসা
খরাবাদল
কড়িকোমল
কৃতজ্ঞঅকৃতজ্ঞ, কৃতঘ্ন
কুৎসাপ্রশংসা
কৃপণদানশীল, বদান্য

গ-ঘ

গৃহীসন্ন্যাসী, যাযাবর
জ্ঞানীমূর্খ
গ্রীষ্মশীত
গুরুলঘু, শিষ্য
গতিস্থিতি
গ্রাম্যশহুরে
গ্রহণবর্জন
গতঅনাগত
গৌণমুখ্য
গভীরঅগভীর
গৃহীতবর্জিত
গলগ্রহপ্রতিপাল্য
গাম্ভীর্যচাপল্য
গেঁয়োশহুরে
গঞ্জনাপ্রশংসা
গৌরবলজ্জা
ঘাতকপালক
ঘরেবাইরে
ঘাটতিবাড়তি, উদ্বৃত্ত
গুপ্তপ্রকাশিত
গূঢ়ব্যক্ত
ঘরবাহির, বা’র
ঘাতপ্রতিঘাত
ঘনতরল
ঘোলাস্বচ্ছ, পরিষ্কার

চ-ছ

চঞ্চলস্থির, নিশ্চল
চালুঅচল
চেতনঅচেতন,জড়
চাক্ষুষঅগোচর
চেনাঅচেনা
চালকচালিত
ছলনাসততা
ছদ্মসত্য, আসল
চ্যুতঅচ্যুত
চলিতসাধু
চরিত্রবানচরিত্রহীন
চিন্ময়মৃন্ময়
চিরন্তনক্ষণকালীন
চিরায়তকদাচিৎ, সাময়িক
চপলঅচপল,গম্ভীর
ছাড়াধরা
চতুরনির্বোধ, বোকা
চমৎকারকুৎসিত
চড়াইউত্রাই

জ-ঝ

জমিনআসমান
জেতাঠকা
জরাযৌবন
জোয়ারভাটা
জন্মমৃত্যু
জ্যোতিঅন্ধকার
জিন্দাবাদমুর্দাবাদ
জালিয়াতসজ্জন
জিতহার
জীবিতমৃত, হত্যা
জাগরণনিদ্রা, তন্দ্ৰা
জয়পরাজয়
জরিমানাবকশিশ
জ্বলন্তনিভন্ত
জ্যোৎস্নাঅমাবস্যা
জুলমাতআলো
জ্বলননির্বাপণ
ঝালমিষ্টি
ঝানুঅপটু
ঝুনাকচি, কাঁচা
ঝাপসাপরিষ্কার
জীবনমরণ
জনাকীর্ণজনবিরল
জাগ্রতনিদ্রিত, সুপ্ত
জঙ্গমস্থাবর

ট-ড

টিমটিমজ্বলজ্বল
ঠুনকোমজবুত
ঠাণ্ডাগরম
ডুবন্তভাসন্ত
ডুবাভাসা
টাটকাবাসি
ডানপিঠেশান্ত
টগবগেমেদা
ডাগরছোট, বেঁটে
ডানবাম

ত-থ

তমসাআলো
তাতাঠাণ্ডা
ত্বরা বিলম্ব
তীক্ষ্ণস্থুল
তেজনিস্তেজ
ত্যাগভোগ
তরুণবৃদ্ধ, প্রবীণ
তন্ময়মৃন্ময়
তারুণ্যবার্ধক্য
তালবেতাল
তফাতকাছে, অমিল
তির্যকঋজু, সরল
তেজীমেদা, মন্দা
তপ্তশীতল
তিমিরআলো, প্রভা
তীব্রমৃদু
তদ্রূপযদ্রূপ
তুখোড়ভোঁতা
তিরস্কারপুরস্কার
তাপশৈত্য, নিস্তাপ
ত্বরান্বিতবিলম্বিত
ত্বরাবিলম্ব
ত্বরিতশ্লথ

দ-ধ

দুর্লভসুলভ
দীর্ঘহ্রস্ব
দুরন্তশান্ত
দুষ্টশিষ্ট
দুর্দৈবসৌভাগ্য
দুর্ভাগ্যসৌভাগ্য
দুষ্কৃতিসুকৃতি
দ্বিধানির্দ্বিধা
দারকদুহিতা
দোষগুণ
দোষীনির্দোষ
দক্ষিণউত্তর
দূরনিকট
দেনাপাওনা
দাতাগ্রহীতা
দেওয়ানেওয়া
দস্যুঋষি
দানগ্রহণ
দৃঢ়শিথিল
দ্বেষপ্রেম
দুর্মতিসুমতি
দিবানিশি
দিবসরাত্রি
দুর্দান্তনিরীহ
দ্যুলোকভূলোক
ধনবানধনহীন
ধনিকনির্ধন
ধর্মঅধর্ম
ধীরঅধীর
দুর্বিনীতউদ্ধত
ধুপ (রৌদ্র)ছায়া
ধন্যবাদার্হনিন্দাই
বিধিনিষেধ
ধাত্রীধাত্রা
দয়ালুনির্দয়, নিষ্ঠুর
দুর্বলসবল, প্রবল, বলবান
দরদিনির্দয়, বেদরদি
ধনাত্মকঋণাত্মক
ধৃষ্টনম্র, বিনয়ী
ধনীদরিদ্র, গরিব

নাস্তিকআস্তিক
নগণ্যগণ্য
নিত্যনৈমিত্তিক
নির্বারদুর্বার
নির্মলপঙ্কিল
নশ্বরশাশ্বত, অবিনশ্বর
নতুনপুরাতন
নির্লজ্জসলজ্জ
নগরগ্রাম
নিন্দুকস্তাবক
নির্দয়সদয়
নির্ভরঅনির্ভর
নকলআসল
নেতিবাচকইতিবাচক
নরমশক্ত, কঠিন
ন্যায়অন্যায়
নিরাকারসাকার
নন্দিতনিন্দিত
নিমগ্নউদাসীন, নির্লিপ্ত
নিজস্বপরস্ব

প-ফ

পুত্রদুহিতা,কন্যা
পূর্বপশ্চিম
প্রখরতাস্নিগ্ধতা
পরার্থস্বার্থ
প্রতিযোগীসহযোগী
পামরপুণ্যবান
প্রাচীন অর্বাচীন
পাইকারিখুচরা
প্রবৃত্তিনিবৃত্তি
প্রাচ্য প্রতীচ্য
প্রাচীপ্রতীচী
প্রতীচ্যপাশ্চাত্য
প্রকৃতঅপ্রকৃত, বিকৃত
প্রফুল্লবিমর্ষ, ম্লান
প্রস্থানপ্রবেশ
পাংশুসতেজ
পথবিপথ
পরাধীনস্বাধীন
পটুঅপটু
পুণ্যবানপুণ্যহীন
প্রবেশপ্রস্থান
পাপীনিষ্পাপ
প্রতিভাবানপ্রতিভাহীন
পাইকারফড়িয়া
পাপপুণ্য
প্রবীণনবীন
প্রসন্নবিষণ্ন
প্রফুল্লবিমর্ষ
পূজকপূজিত
প্রদানআদান
প্রশংসাকুৎসা, নিন্দা, ভর্ৎসনা
প্রত্যক্ষপরোক্ষ
প্রভুভৃত্য
পরতন্ত্রস্বতন্ত্র

ব-ভ

বিষাদআনন্দ
বিরতরত,উদ্যত
বিভাবরী দিবস
বাদীবিবাদী
বিজ্ঞঅজ্ঞ
বাচালস্বল্পভাষী
বন্ধুরমসৃণ
বদ্ধমুক্ত
বাহুল্যসংক্ষেপ
বোকাচালাক
বাঁকাসোজা
বন্ধনমুক্তি
বেহেশতদোযখ
বিজেতাবিজিত
বিদ্বানমূর্খ
ব্যর্থসার্থক
বুদ্ধিমানবুদ্ধিহীন
বিরলবহুল
বিবাদমিত্রতা
বিশেষসামান্য
বন্দোবস্তবেবন্দোবস্ত
বিশ্রীশ্রী, সুশ্ৰী
বিপদআপদ
ভেদঅভেদ
ভয়সাহস
ভূস্বামীভূমিহীন
ভোঁতাধারাল, চোখা
ভীতুসাহসী
ভীরুনিৰ্ভীক
ভূতভাবী, ভবিষ্যৎ
বাউণ্ডুলেসংসারী
বৃহৎক্ষুদ্র
বিহানসন্ধা
ভার্যাদয়িত

ম-য

মৃদুপ্রচ্ছন্ন
মানঅপমান
মেঘলাফরসা
মায়ানির্দয়, নির্মমতা
মিলগরমিল, অমিল
মহাত্মানীচাত্মা
মধুরতিক্ত
মিলনবিরহ
মৌনমুখর
মাগনাকষ্টার্জিত
মূর্তবিমূর্ত
মহৎনীচ, ক্ষুদ্র
মানীমানহীন
যশঅপযশ, কলঙ্ক, নিন্দা, যজমান
যুক্তবিযুক্ত, মুক্ত
যুদ্ধশান্তি, সম্প্রীতি
যাচিতঅযাচিত
যততত
যতিসংযতী
যোজকবিয়োজক
যোগবিয়োগ

র-ল

রিক্তসুষুপ্ত , পূর্ণ
রুষ্টতুষ্ট
রদচালু
রোগনীরোগ, স্বাস্থ্য
রাগবিরাগ
রুগণসুস্থ
রামছাগলপাতিছাগল
রসিকবেরসিক
রাজসিকতামসিক
লক্ষ্মীঅলক্ষ্মী
লাভক্ষতি, লোকসান
লাজুকনির্লজ্জ
লঘিষ্ঠগরিষ্ঠ
লায়েকনালায়েক
লেজমাথা
লগ্নচ্যুত

শ-স

শান্তঅশান্ত
শবলএকবর্না
শ্রেষ্ঠনিকৃষ্ট
শত্রুমিত্র, বন্ধু
শীঘ্রবিলম্ব
শ্রদ্ধাঅশ্রদ্ধা, ঘৃণা
শারীরিকমানসিক
শহীদগাজী
শাসকশাসিত
সওয়ালজবাব
সফেদকাল
সুকৃতদুষ্কৃত
স্ববাসপ্রবাস
সভ্যবুনো
সংকীর্ণপ্রশস্ত
সমৃদ্ধিশালীসমৃদ্ধিহীন
সন্ধিবিগ্রহ, বিবাদ, বিচ্ছেদ
সাম্যবৈষম্য, অসাম্য
সাধুতস্কর, চোর, ধূর্ত
সুনজরকুনজর
সরকারিবেসরকারি
স্মৃতিবিস্মৃতি
সচেষ্টনিশ্চেষ্ট
সাফল্যব্যর্থতা
সম্বলনিঃসম্বল
সমক্ষপরোক্ষ
সমস্তঅংশ
সজীবনির্জীব
সাচ্চাভুয়া
শিষ্টঅশিষ্ট
শ্রীযুক্তশ্রীহীন
সদর্থকনঞর্থক
সন্নিকৃষ্টবিপ্রকৃষ্ট
সবাকনির্বাক
সরলকুটিল
সঙ্কুচিতপ্রসারিত
সংক্ষিপ্তবিস্তৃত
স্মরণবিস্মরণ
সাদাকালো
সংশ্লেষণবিশ্লেষণ
সুশীলদুঃশীল
সফলবিফল
সহোদরবৈমাত্রেয়
সদাচারকদাচার
স্বকীয়পরকীয়
সরবনিরব
সরসনীরস
শৌখিনপেশাদার
শূন্যসুষুপ্ত , পূর্ণ
সংকোচনিঃসংকোচ
সারঅসার
সন্ধ্যাসকাল
সরুমোটা

হ-ক্ষ

হর্ষবিষাদ, শোক
হালকাভারী
হাসিকান্না
হালবেহাল
হৃদ্যতাকপটতা
হাজিরগরহাজির
হরদমহঠাৎ
হতবুদ্ধিস্থিতবুদ্ধি
হুঁশবেহুঁশ
হরণপূরণ
হৃদ্যঘৃণা
হ্রাস, উপশমবৃদ্ধি
হকনাহক
হিতঅহিত
ক্ষিপ্ৰমন্থর
ক্ষতিফায়দা, লাভ
ক্ষীণপুষ্ট
ক্ষিপ্তশান্ত
ক্ষয়িষ্ণুবর্ধিষ্ণু
ক্ষীয়মাণবর্ধমান

সম্পর্কিত প্রশ্নাবলী (FAQ)

কৃপণ এর বিপরীত শব্দ কি?

দানশীল, বদান্য

সরু এর বিপরীত শব্দ কি?

মোটা

উর্বর এর বিপরীত শব্দ কি?

অনুর্বর, ঊষর

বীর এর বিপরীত শব্দ কি?

বীরাঙ্গনা

সরল এর বিপরীত শব্দ কি?

কুটিল

যুদ্ধ এর বিপরীত শব্দ কি?

শান্তি, সম্প্রীতি

সুন্দর এর বিপরীত শব্দ কি?

কুৎসিত

Related Posts