১৯৫২ সালের ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে বঙ্গবন্ধুর ‘বায়ান্নর দিনগুলো’ লেখায় তিনি জেলে কাটানো দিনগুলোর কথা ব্যক্ত করেছেন। এই পোস্টে বায়ান্নর দিনগুলো জ্ঞানমূলক প্রশ্ন উত্তর (সংক্ষিপ্ত প্রশ্ন) – একাদশ দ্বাদশ শ্রেণির বাংলা লিখে দিলাম।
Table of Contents
বায়ান্নর দিনগুলো জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
১. কোন তারিখে নারায়ণগঞ্জে পূর্ণ হরতাল হবে?
উত্তর: ২১ শে ফেব্রুয়ারি।
২. নারায়ণগঞ্জ থেকে ছেড়ে এসে জাহাজ কোন ঘাটে ভিড়ল?
উত্তর: গোয়ালন্দ ঘাটে।
৩. বঙ্গবন্ধু ও তাঁর সহযাত্রীরা কখন ফরিদপুরে পৌঁছলেন?
উত্তর: রাত চারটায়।
৪. মহিউদ্দীন সাহেব যে রোগে ভুগছিলেন সেটা কী?
উত্তর: প্লুরিসিস।
৫. মাতৃভাষা আন্দোলনে পৃথিবীতে প্রথম কোন জাতি রক্ত দিয়েছে?
উত্তর: বাঙালি।
৬. কার জনসমর্থন কোনদিন বাংলাদেশে ছিল না?
উত্তর: খাজা নাজিম উদ্দিন।
৭. কার বাড়ির ভিতরে ঢুকে ভীষণ মারপিট করা হয়েছে?
উত্তর: ওসমান আলী সাহেবের বাড়ি।
৮. কোথায় ত্রাসের রাজত্ব সৃষ্টি করা হয়েছে?
উত্তর: সমস্ত ঢাকায় ও নারায়ণগঞ্জে।
৯. বঙ্গবন্ধুর সহধর্মিণীর নাম কী?
উত্তর: রেনু।
১০. বঙ্গবন্ধু ও তার সহবন্দিকে সিভিল সার্জন দিনে কত বার দেখতে আসতেন?
উত্তর: পাঁচ-সাত বার।
১১. মহিউদ্দিন সাহেবের বাড়ি কোথায়?
উত্তর: বরিশালের এক গ্রামে।
১২. জেল থেকে মুক্তি পেয়ে বঙ্গবন্ধু কার বাড়িতে উঠলেন?
উত্তর: আলাউদ্দিন খান সাহেবের বাড়ি।
১৩. বঙ্গবন্ধুকে দেখতে কে রাস্তায় চলে এসেছিলেন?
উত্তর: বঙ্গবন্ধুর ফুফু।
১৪. বঙ্গবন্ধুর ফুফুর বাড়ি কোন গ্রামে?
উত্তর: নূরপুর গ্রামে।
১৫. বঙ্গবন্ধুর বড় বোনের বাড়ি কোথায়?
উত্তর: মাদারীপুরের দত্তপাড়ায়।
১৬. বঙ্গবন্ধু মুক্তি পাওয়ার কত দিন পর বাড়ি পৌঁছালেন?
উত্তর: পাঁচ দিন।
১৭. কে বঙ্গবন্ধুর গলা ধরে পড়ে রইল?
উত্তর: বঙ্গবন্ধুর জ্যেষ্ঠপুত্র কামাল।
১৮. জনমতের বিরুদ্ধে যেতে কারা ভয় পায়?
উত্তর: শোষকরা।
১৯. কে বঙ্গবন্ধুকে অতি সত্বর ঢাকায় যেতে লিখেছিল?
উত্তর: মানিক মিয়া।
২০. বঙ্গবন্ধু ঢাকায় কাকে মুরব্বি বলে অভিহিত করেছেন?
উত্তর: শওকত মিয়াকে।
২১. বঙ্গবন্ধু ঢাকায় ফিরলেন কবে?
উত্তর: এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহে।
২২. ‘বায়ান্নর দিনগুলো’ রচনা অনুসারে কে আওয়ামী লীগ অফিস ১ নবাবপুরে নিয়ে এসেছিলেন?
উত্তর: শামসুল হক।
২৩. ‘বায়ান্নর দিনগুলো’ রচনা অনুসারে বঙ্গবন্ধু আওয়ামী লীগের কোন পদে ছিলেন?
উত্তর: জয়েন্ট সেক্রেটারি।
২৪. ‘বায়ান্নর দিনগুলো’ রচনা অনুসারে আতাউর রহমান সাহেব আওয়ামী লীগের কী ছিলেন?
উত্তর: অন্যতম সহ-সভাপতি।
২৫. অনশনকারীদের জোর করে কী খাওয়ানো হতো?
উত্তর: পাতলা খাবার।
২৬. শেখ মুজিবুর রহমান কত সালে ফরিদপুরের ইলেকশন ওয়ার্কের ইনচার্জ ছিলেন?
উত্তর: ১৯৪৬ খ্রিষ্টাব্দে।
২৭. বায়ান্নর দিনগুলো রচনায় কোন পার্কের উল্লেখ রয়েছে?
উত্তর: ভিক্টোরিয়া পার্ক।
২৮. বঙ্গবন্ধুকে কীভাবে ফরিদপুর জেল গেটে নিয়ে যাওয়া হলো?
উত্তর: বঙ্গবন্ধুকে স্ট্রেচারে করে ফরিদপুর জেল গেটে নিয়ে যাওয়া হলো।
২৯. জেল থেকে মুক্তি পেয়ে বঙ্গবন্ধু কার বাড়িতে উঠলেন?
উত্তর: বক্তাবন্ধু আলাউদ্দিন খান সাহেবের বাড়িতে উঠলেন।
৩০. বঙ্গবন্ধুকে দেখতে কে রাস্তায় চলে এসেছিলেন?
উত্তর: বঙ্গবন্ধুর এক ফুফু রাস্তায় চলে এসেছিলেন।
৩১. বঙ্গবন্ধুর ফুফুবাড়ি কোন গ্রামে?
উত্তর: বঙ্গবন্ধুর ফুফুবাড়ি নূরপুর গ্রামে।
৩২. বঙ্গবন্ধুর বড় বোনের বাড়ি কোথায়?
উত্তর: বঙ্গবন্ধুর বড় বোনের বাড়ি মাদারীপুরের দত্তপাড়ায়।
৩৩. বঙ্গবন্ধুর মুক্তির খবর পেয়ে কোন ঘাটে কর্মীরা বসেছিল?
উত্তর: বঙ্গবন্ধুর মুক্তির খবর পেয়ে সিন্ধিয়াঘাটে কর্মীরা বসেছিল।
৩৪. বঙ্গবন্ধুর ভাই খবর পেয়ে কোথেকে রওনা হলেন?
উত্তর: বঙ্গবন্ধুর ভাই খুলনা থেকে রওনা হলেন।
৩৫. বঙ্গবন্ধু মুক্তি পাওয়ার কত দিন পর বাড়ি পৌঁছেছিলেন?
উত্তর: বঙ্গবন্ধু মুক্তি পাওয়ার পাঁচদিন পর বাড়ি পৌঁছেছিলেন।
৩৬. বঙ্গবন্ধুর গলা ধরে তার জ্যেষ্ঠ কন্যা হাসু বা হাসিনা প্রথমেই কী বলল?
উত্তর: বঙ্গবন্ধুর গলা ধরে তার জ্যেষ্ঠ কন্যা হাসু বা হাসিনা প্রথমেই বলল “আব্বা, রাষ্ট্রভাষা বাংলা চাই, রাজবন্দিদের মুক্তি চাই।”
৩৭. বঙ্গবন্ধুর পরিবার ২১এ ফেব্রুয়ারিতে কোথায় ছিল?
উত্তর: বঙ্গবন্ধুর পরিবার ২১ এ ফেব্রুয়ারিতে ঢাকায় ছিল।
৩৮. কে বঙ্গবন্ধুকে দেখার জন্য ব্যস্ত হয়ে পড়েছিলেন?
উত্তর: বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গবন্ধুকে দেখার জন্য ব্যস্ত হয়ে পড়েছিলেন।
৩৯. বঙ্গবন্ধুকে দেখতে সহকর্মীরা কোন কোন জায়গা থেকে এসেছিল?
উত্তর: বঙ্গবন্ধুকে দেখতে সহকর্মীরা গোপালগঞ্জ, খুলনা ও বরিশাল থেকে এসেছিল।
৪০. কে মাঝে মাঝে খেলা ফেলে এসে বঙ্গবন্ধুকে ‘আব্বা’ ‘আব্বা’ বলে ডাকে?
উত্তর: বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা হাসু বা হাসিনা মাঝে মাঝে খেলা ফেলে এসে বঙ্গবন্ধুকে ‘আব্বা’ ‘আব্বা’ বলে ডাকে।
৪১. বঙ্গবন্ধু যখন জেলে যান তখন তাঁর জ্যেষ্ঠ পুত্র কামালের বয়স কত ছিল?
উত্তর: বঙ্গবন্ধু যখন জেলে যান তখন তাঁর জ্যেষ্ঠ পুত্র কামালের বয়স ছিল মাত্র কয়েক মাস।
৪২. কে বঙ্গবন্ধুর গলা ধরে পড়ে রইল?
উত্তর: বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র কামাল বঙ্গবন্ধুর গলা ধরে পড়ে রইল।
৪৩. বঙ্গবন্ধুর মতে কয়শ’ বছর পরে আমরা স্বাধীন হয়েছিলাম?
উত্তর: বঙ্গবন্ধুর মতে দুইশ’ বছর পরে আমরা স্বাধীন হয়েছিলাম।
৪৪. কবে থেকে গ্রামের লোকজন বুঝতে আরম্ভ করেছে যে, যারা শাসন করছে তারা জনগণের আপনজন নয়?
উত্তর: ১৯৫২ সাল থেকে গ্রামের লোকজন বুঝতে আরম্ভ করেছে যে, যারা শাসন করছে তারা জনগণের আপনজন নয়।
৪৫. বায়ান্নর দিনগুলো রচনার উৎস কী?
উত্তর: অসমাপ্ত আত্মজীবনী (২০১২) গ্রন্থ।
৪৬. শেখ মুজিবুর রহমানের জন্ম কত খ্রিষ্টাব্দে?
উত্তর: ১৯২০ খ্রিষ্টাব্দে।
৪৭. বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয় কত সালে?
উত্তর: ১৯৬৯ সালে।
৪৮. বাঙালি দুইশ বছর পর কাদের কাছ থেকে স্বাধীনতা অর্জন করেছিল?
উত্তর: ইংরেজদের কাছ থেকে।
৪৯. ২১ শে ফেব্রুয়ারি কাদের নির্দেশে রাজপথে গুলি চলেছিল?
উত্তর: পাকিস্তানি সরকারের নির্দেশে।
বায়ান্নর দিনগুলো সংক্ষিপ্ত প্রশ্ন
১. শেখ মুজিবুর রহমান কত মাস জেলে ছিলেন?
উত্তর: সাতাশ-আটাশ মাস।
২. শেখ মুজিবুর রহমানকে ঢাকা থেকে কোন কারাগারে পাঠানো হয়?
উত্তর: ফরিদপুর।
৩. মোখলেসুর রহমান সাহেব কোন দায়িত্বে ছিলেন?
উত্তর: মোখলেসুর রহমান রাজবন্দিদের ডেপুটি জেলারে দায়িত্বে ছিলেন।
৪. সরকার বছরের পর বছর রাজবন্দিদের কীভাবে আটক রাখছে?
উত্তর: সরকার বছরের পর বছর রাজবন্দিদের বিনা বিচারে আটক রাখছে।
৫. মোখলেসুর রহমান সাহেব কেমন লোক ছিলেন?
উত্তর: মোখলেসুর রহমান সাহেব খুবই অমায়িক, ভদ্র ও শিক্ষিত লোক ছিলেন।
৬. ‘বায়ান্নর দিনগুলো’ রচনায় উল্লেখকৃত কে খুব লেখাপড়া করতেন?
উত্তর: ‘বায়ান্নর দিনগুলো’ রচনায় উল্লেখকৃত মোখলেসুর রহমান সাহেব খুব লেখাপড়া করতেন।
৭. কত তারিখ সকালবেলা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেল গেটে নিয়ে যাওয়া হলো?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেল গেটে নিয়ে যাওয়া হলো ১৫ই ফেব্রুয়ারি সকালবেলা।
৮. বঙ্গবন্ধুর মালপত্র, কাপড়-চোপড় ও বিছানা নিয়ে কে হাজির হয়েছিল?
উত্তর: বঙ্গবন্ধুর মালপত্র, কাপড়-চোপড় ও বিছানা নিয়ে জমাদার সাহেব।
৯. কী চাপা থাকে না?
উত্তর: খবর চাপা থাকে না।
১০. দিনের বেলায় কয়টায় নারায়ণগঞ্জ থেকে জাহাজ ছাড়ে?
উত্তর: দিনের বেলায় নারায়ণগঞ্জ থেকে জাহাজ ছাড়ে বেলা এগারোটায়।
১১. কে রওনা দিতে দেরি করছিলেন?
উত্তর: রওনা দিতে দেরি করছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
১২. দেরি করতে করতে বঙ্গবন্ধু কয়টা বাজিয়ে দিলেন?
উত্তর: দেরি করতে করতে বঙ্গবন্ধু দশটা বাজিয়ে দিলেন।
১৩. আর্মড পুলিশের সুবেদার পাকিস্তান হওয়ার সময় কোথায় ছিলেন?
উত্তর: আর্মড পুলিশের সুবেদার পাকিস্তান হওয়ার সময় গোপালগঞ্জে ছিলেন।
১৪. কে বঙ্গবন্ধুকে খুবই ভালোবাসতেন এবং শ্রদ্ধা করতেন?
উত্তর: আর্মড পুলিশের সুবেদার সাহেব বঙ্গবন্ধুকে খুবই ভালোবাসতেন এবং শ্রদ্ধা করতেন।
১৫. আর্মড পুলিশের সুবেদার সাহেব বঙ্গবন্ধুকে কার বিপক্ষে কাজ করতে দেখেছেন?
উত্তর: আর্মড পুলিশের সুবেদার সাহেব বঙ্গবন্ধুকে পাকিস্তানির বিপক্ষে কাজ করতে দেখেছেন।
১৬. ছাত্রছাত্রীরা শোভাযাত্রা করে জেল গেটে এসে কী দিচ্ছিল?
উত্তর: ছাত্রছাত্রীরা শোভাযাত্রা করে জেল গেটে এসে বিভিন্ন স্লোগান দিচ্ছিল।
১৭. ১৪৪ ধারা দিলেই কী হয়?
উত্তর: ১৪৪ ধারা দিলেই গোলমাল হয়।
১৮. ছাত্রছাত্রী এক জায়গায় হয়ে কী করে?
উত্তর: ছাত্রছাত্রী এক জায়গায় হয়ে স্লোগান দেয়।
১৯. মাতৃভাষা আন্দোলনে কোন জাতি রক্ত দিয়েছে?
উত্তর: মাতৃভাষা আন্দোলনে বাঙালি জাতি রক্ত দিয়েছে।
২০. ২১ এ ফেব্রুয়ারি কোথায় গুলি হয়েছিল?
উত্তর: ২১ এ ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজ হোস্টেলের এরিয়ার ভিতরে গুলি হয়েছিল।
২১. মানুষের পতন যখন আসে তখন কী হয়?
উত্তর: মানুষের পতন যখন আসে তখন পদে পদে ভুল হতে থাকে।
২২. উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করার কথা বলে কার মতো নেতাও বাধা না পেয়ে ফিরে যেতে পারেননি?
উত্তর: উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করার কথা বলে কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহর মতো নেতা ও বাধা না পেয়ে ফিরে যেতে পারেননি।
২৩. কার জনসমর্থন কোনোদিন বাংলাদেশে ছিল না?
উত্তর: খাজা নাজিমউদ্দিনের জনসমর্থন কোনোদিন বাংলাদেশে ছিল না।
২৪. কার বাড়ির ভিতরে ঢুকে ভীষণ মারপিট করা হয়েছে?
উত্তর: ওসমান আলী সাহেবের বাড়ির ভিতরে ঢুকে ভীষণ মারপিট করা হয়েছে।
২৫. কোথায় ত্রাসের রাজত্ব সৃষ্টি হয়েছে?
উত্তর: সমস্ত ঢাকা ও নারায়ণগঞ্জে ত্রাসের রাজত্ব সৃষ্টি হয়েছে।
২৬. বঙ্গবন্ধু ও তাঁর সহবন্দিকে সিভিল সার্জন সাহেব দিনের মধ্যে কতবার দেখতে আসতেন?
উত্তর: বঙ্গবন্ধু ও তাঁর সহবন্দিকে সিভিল সার্জন সাহেব দিনের মধ্যে পাঁচ-সাতবার দেখতে আসতেন।
২৭. বঙ্গবন্ধু তাঁর লেখা চিঠি চারখানা ফরিদপুরে কার কাছে পৌঁছে দিতে বলেছিলেন?
উত্তর: বঙ্গবন্ধু তাঁর লেখা চিঠি চারখানা ফরিদপুরে এক আত্মীয়ের কাছে পৌঁছে দিতে বলেছিলেন।
২৮. বঙ্গবন্ধুর চোখের সামনে কাদের চেহারা ভাসছিল?
উত্তর: বঙ্গবন্ধুর চোখের সামনে তাঁর বাবা-মা ও ভাই-বোনদের চেহারা ভাসছিল।
২৯. কার দুনিয়ায় কেউ নেই?
উত্তর: দুনিয়ায় বঙ্গবন্ধুর সহধর্মিণী রেণুর কেউ নেই।
৩০. কার ফরিদপুরে কেউ নেই?
উত্তর: ফরিদপুরে বঙ্গবন্ধুর সহবন্দি মহিউদ্দিন সাহেবের কেউ নেই।
৩১. মহিউদ্দিন সাহেবের বাড়ি কোথায়?
উত্তর: মহিউদ্দিন সাহেবের বাড়ি বরিশালে।
৩২. কী মারফত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুক্তির অর্ডার এসেছিল?
উত্তর: রেডিওগ্রাম মারফত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুক্তির অর্ডার এসেছিল।
৩৩. জেলে কে বঙ্গবন্ধুর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন?
উত্তর: জেলে মহিউদ্দিন সাহেব বঙ্গবন্ধুর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন।
৩৪. বঙ্গবন্ধুকে কে ডাবের পানি খাইয়ে অনশন ভঙ্গ করান?
উত্তর: মহিউদ্দিন সাহেব ডাবের পানি খাইয়ে বঙ্গবন্ধুকে অনশন ভঙ্গ করান।
৩৫. কে জেলে আসার পূর্বদিন পর্যন্ত মুসলিম লীগের বিশিষ্ট সদস্য ছিলেন?
উত্তর: বঙ্গবন্ধুর সহবন্দি মহিউদ্দিন সাহেব জেলে আসার পূর্বদিন পর্যন্ত মুসলিম লীগের বিশিষ্ট সদস্য ছিলেন।
৩৬. রাজনীতিতে কী দেখা গেছে?
উত্তর: রাজনীতিতে দেখা গেছে একই দলের লোকের মধ্যে মতবিরোধ হলে দুশমনি বেশি হয়।
৩৭. ‘বায়ান্নর দিনগুলো’ রচনা অনুসারে কার সহ্যশক্তি খুব বেশি?
উত্তর: ‘বায়ান্নর দিনগুলো’ রচনা অনুসারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পিতার সহ্যশক্তি খুব বেশি।
Related Posts
- প্রতিদান কবিতার ব্যাখ্যা ও মূলভাব – একাদশ দ্বাদশ শ্রেণির বাংলা
- মাসি পিসি গল্পের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর (জ্ঞানমূলক প্রশ্ন)- একাদশ দ্বাদশ শ্রেণির বাংলা
- বিলাসী গল্পের সারাংশ বা মূল বিষয়বস্তু – একাদশ দ্বাদশ শ্রেণির বাংলা
- লালসালু উপন্যাসের মূলভাব PDF সহ সংক্ষেপে ও সহজ ভাষায়
- আমি কিংবদন্তির কথা বলছি কবিতার ব্যাখ্যা ও মূলভাব – একাদশ দ্বাদশ শ্রেণির বাংলা