বিগত বিসিএস পরীক্ষার বাংলা সাহিত্য প্রশ্ন ও উত্তর (১০ম-৪৪তম বিসিএস প্রশ্ন)

বাংলা সাহিত্য ও বাংলা ব্যাকরণ থেকে বিভিন্ন চাকরির এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন থাকে। বেশিরভাগ চাকরির পরীক্ষায় বিগত বিসিএস পরীক্ষাগুলোর প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসে। তাই আজকের পোস্টে আমি আপনাদের বিগত বিসিএস পরীক্ষার বাংলা সাহিত্য প্রশ্ন ও উত্তর করে দিলাম।

Image with Link Descriptive Text

বিসিএস বাংলা সাহিত্য প্রশ্ন

নিচে ২০০টির অধিক প্রশ্ন এবং উত্তর দেওয়া আছে। যেসব প্রশ্ন বিগত ১০ম বিসিএস থেকে ৪৪তম বিসিএস পর্যন্ত এসেছে সেগুলো নিচে দেওয়া হয়েছে। এই প্রশ্নগুলো পড়ে নিলে বাংলা সাহিত্য থেকে অধিকাংশ প্রশ্ন কমন পাওয়া যাবে। বিসিএস পরীক্ষার বাংলা সাহিত্য প্রশ্ন ও উত্তর নিচে সুশৃংখলভাবে তালিকা করে দেওয়া হয়েছে।

ক্রমপ্রশ্নউত্তর
চন্ডীমঙ্গল কাব্যের উপাস্য চন্ডী কার স্ত্রী?শিবের স্ত্রী
শ্রীকৃষ্ণকীর্তন কাব্য কোথা থেকে উদ্ধার করা হয়েছিল?গোয়াল ঘর থেকে
বিদ্যাপতি মূলত কোন ভাষার কবি ছিলেন?মৈথিলী
‘সকলের তরে সকলে আমরা
প্রত্যেকে মোরা পরের তরে’- কার রচিত লাইন?
কামিনী রায়
আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে এই মনোবাঞ্ছাটি কার?ঈশ্বর পাটুনির
বাঙালি ও বাংলা সাহিত্য ও গ্রন্থ কে রচনা করেন?আহমদ শরীফ
মীর মশাররফ হোসেনের বিষাদ সিন্ধু কি?উপন্যাস
চাঁদের অমাবস্যা উপন্যাসের যুবক শিক্ষকের নাম কি?আরেফ আলী
আনোয়ারা উপন্যাসের রচয়িতা কে?নজিবর রহমান
১০মরণ রে তুঁহু মম শ্যামসমান-লাইনটির রচয়িতা কে?রবীন্দ্রনাথ ঠাকুর
১১বাংলা সাহিত্যে প্রথম মহিলা উপন্যাসিকের নাম কি?স্বর্ণকুমারী দেবী
১২মনসা দেবি কে নিয়ে লেখা বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?পদ্মপুরাণ
১৩রুখের তেন্তুলি কুমিরে খাই এর অর্থ কি?গাছের তেতুল কুমিরে খায়
১৪কত সালে দুর্গেশনন্দিনী উপন্যাস প্রথম প্রকাশিত হয়?১৮৬৫ সালে
১৫দৌলত উজির বাহরাম খান সাহিত্য সৃষ্টিতে কার পৃষ্ঠপোষকতা লাভ করেন?জমিদার নিজাম শাহ
১৬নীললোহিত কার ছদ্মনাম?সুনীল গঙ্গোপাধ্যায়
১৭হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি কি? মহামহোপাধ্যায়
১৮চর্যাপদের প্রাপ্তি স্থান কোথায়?নেপাল
১৯আমার দেখা রাজনীতির ৫০ বছর কার লেখা?আবুল মনসুর আহমেদ
২০ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোথায় জন্মগ্রহণ করেন?বীরসিংহ গ্রাম, মেদিনীপুর
২১কীর্তনখোলা নাটকটির বিষয়বস্তু কি?লোকায়ত জীবন সংস্কৃতি
২২বাংলা সাহিত্যে কালকূট নামে পরিচিত কোন লেখক?সমরেশ বসু
২৩ইংরেজি ভাষায় জীবনানন্দ দাশের উপর গ্রন্থ লিখেছেন কে?ক্লিংটন বি সিলি
২৪পরানের গহীন ভিতর কাব্যের কবি কে?সৈয়দ শামসুল হক
২৫চারণ কবি হিসাবে বিখ্যাত কে?মুকুন্দ দাস
২৬রবীন্দ্রনাথ ঠাকুরের বিধবার প্রেম নিয়ে রচিত উপন্যাস কোনটি?চোখের বালি
২৭সবকিছু নষ্টদের অধিকার এ যাবে গ্রন্থটির রচয়িতা কে?হুমায়ুন আজাদ
২৮সবচেয়ে কম বয়সে কোন লেখক বাংলা একাডেমি পুরস্কার পান?সৈয়দ শামসুল হক
২৯তেভাগা আন্দোলন কেন্দ্রিক উপন্যাস কোনটি?নাঢ়াই
৩০কাজী নজরুল ইসলামের কোন বইটি প্রথম ব্রিটিশ সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়?যুগ বাণী
৩১জীবনী সাহিত্যের ধারা গড়ে ওঠে কাকে কেন্দ্র করে?শ্রী চৈতন্যদেব
৩২চর্যাপদের টিকা কার এর নাম কি?মুনিদত্ত
৩৩কুসীদজীবী বলতে কাদের বুঝায়?সুদখোর
৩৪চর্যাপদে কোন ধর্ম মতের কথা আছে?বৌদ্ধ ধর্ম
৩৫বাংলা আধুনিক উপন্যাসের প্রবর্তক কে ছিলেন?বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
৩৬কালো বরফ উপন্যাসটির বিষয়বস্তু কি?দেশভাগ
৩৭জীবনস্মৃতি কার রচনা?রবীন্দ্রনাথ ঠাকুর
৩৮Let there be light বিখ্যাত ছবিটি পরিচালনা করেন কে?জহির রায়হান
৩৯দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন কে?মাইকেল মধুসূদন দত্ত
৪০‘সকালে উঠিয়া আমি মনে মনে বলি
সারাদিন আমি যেন ভালো হয়ে চলি’- চরণ দুটি রচয়িতা কে?
মদনমোহন তর্কালঙ্কার
৪১কিন্তু মনুষ্য কখনো পাষাণ হয় না-উক্তিটি কোন উপন্যাসের?বঙ্কিমচন্দ্রের রাজসিংহ
৪২আগুনপাখি উপন্যাসটি রচয়িতা কে?হাসান আজিজুল হক
৪৩জীবন থেকে নেওয়া চলচ্চিত্রটির পরিচালক কে?জহির রায়হান
৪৪জীবনানন্দ দাশকে নির্জনতার কবি বলে আখ্যায়িত করেন কে?বুদ্ধদেব বসু
৪৫বেদান্ত গ্রন্থ ও বেদান্ত সার কার রচনা?রাজা রামমোহন রায়
৪৬খনার বচনের মূলভাব কি?শুদ্ধ জীবন যাপন রীতি
৪৭মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস আগুনের পরশমণি কার রচনা?হুমায়ূন আহমেদের
৪৮বাঁধনহারা কাজী নজরুল ইসলামের কোন ধরনের রচনা?উপন্যাস
৪৯দৌলাত উজির বাহরাম খান কোন অঞ্চলের মানুষ ছিলেন?চট্টগ্রাম
৫০চন্দ্রাবতী কি?কাব্য
৫১বিদ্যাপতি কোন রাজসভার কবি ছিলেন? মিথিলা
৫২বিদ্যাসাগরের আত্মজীবনীমূলক লেখার নাম কিসক্রেটিসআত্মচরিত
৫৩রোকেয়া সাখাওয়াত হোসেনের মতিচুর কোন ধরনের রচনা?নাটক
৫৪দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটক প্রথম কোথা থেকে প্রকাশিত হয়?ঢাকা
৫৫শেষ লেখা কার কাব্যগ্রন্থ?রবীন্দ্রনাথ ঠাকুরের
৫৬ বীরবল কোন লেখকের ছদ্মনাম?প্রমথ চৌধুরী
৫৭নদী ও নারী উপন্যাসের রচয়িতা কে?হুমায়ুন কবির
৫৮কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা কোনটি?প্রলয়োল্লাস
৫৯কবি কায়কোবাদ রচিত মহাশ্মশান কাব্যের ঐতিহাসিক পটভূমি কি ছিল?তৃতীয় পানিপথের যুদ্ধ
৬০মাতৃভাষায় যাহার ভক্তি নাই সে মানুষ নহে- উক্তিটি কার?মীর মশাররফ হোসেনের
৬১শৃঙ্গার রসকে বৈষ্ণব পদাবলীতে কি রস বলে?মধুর রস
৬২ডঃ মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম কি?Buddist Mystic Song
৬৩অলৌকিক স্টিমার গ্রন্থের রচয়িতা কে?হুমায়ুন আজাদ
৬৪চর্যাচার্য বিনিশ্চয়- এর অর্থ কি?কোনোটি আচরণীয় আর কোনোটি নয়
৬৫গোরক্ষ বিজয়ে কাব্য কোন ধর্ম মতের কাহিনী অবলম্বনে লেখা?নাথ ধর্ম
৬৬বাংলাদেশের গ্রাম থিয়েটারের প্রবর্তক কে?সেলিম আল দীন
৬৭রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্য প্রকাশিত হয় কত সনে?১৯১০ সালে
৬৮আসাদের শার্ট কবিতার লেখক কে?শামসুর রহমান
৬৯বাংলা সাহিত্যের ইতিহাস নিয়ে ডঃ মুহাম্মদ শহীদুল্লাহর লেখা গ্রন্থের নাম কি?বাংলা সাহিত্যের কথা
৭০আমি কিংবদন্তির কথা বলছি কবিতাটি কার লেখা?আবু জাফর ওবায়দুল্লাহ
৭১বিষাদ সিন্ধু কি?ইতিহাস আশ্রয়ী উপন্যাস
৭২মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায় গুণাকার কত সালে মৃত্যুবরণ করেন?১৭৬০ সালে
৭৩রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্যটি কে ইংরেজিতে অনুবাদ করেন? Y.B Yeats
৭৪তাম্বুল রাতুল হইল অধর পরশে অর্থ কি?ঠোঁটের পরশে পান লাল হল
৭৫রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্ব পুরুষের আদি বসতি কোথায় ছিল?খুলনার দক্ষিণ দিহি
৭৬তেরি নুন লাকড়ি কার রচিত গ্রন্থ?প্রমথ চৌধুরী
৭৭বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি নাটক কোনটি?কৃষ্ণকুমারী
৭৮কপালকুণ্ডলা কোন প্রকৃতির রচনা?রোমান্সমুলক উপন্যাস
৭৯দ্রৌপদী কে?মহাভারতে পাঁচ ভাইয়ের একক স্ত্রী
৮০মিলির হাতে স্টেনগান গল্পটি কার লেখা?আখতারুজ্জামান ইলিয়াস
৮১চর্যাপদ কত সালে আবিষ্কৃত হয়?১৯০৭ সালে
৮২বাংলা সাহিত্যে অন্ধকার যুগ কোনটি?১২০১ থেকে ১৩৫০ পর্যন্ত
৮৩ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যক্ষ কে ছিলেন?উইলিয়াম কেরি
৮৪নীলদর্পণ নাটকটির বিষয়বস্তু কি?নীলকরদের অত্যাচার
৮৫ঘরে বাইরে উপন্যাসটি কার লেখা?রবীন্দ্রনাথ ঠাকুরের
৮৬ভানুসিংহ ঠাকুর কার ছদ্মনাম?রবীন্দ্রনাথ ঠাকুরের
৮৭তুমি আসবে বলে হে স্বাধীনতা কার কবিতা?শামসুর রহমান
৮৮চর্যাপদ কোন ছন্দে লেখা?মাত্রাবৃত্ত
৮৯কবি গানের প্রথম কবি কে?নিতাই বৈরাগী
৯০The Orgin and Development of The Bengali Language গ্রন্থটি কে রচনা করেছেন?ডক্টর সুনীতিকুমার চট্টোপাধ্যায়
৯১শূন্যপুরাণ রচনা করেছেন কে?রামাই পন্ডিত
৯২পালামৌ ভ্রমণ কাহিনীটি কার রচনা?সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
৯৩বীরবল কার ছদ্মনাম?প্রমথ চৌধুরীর
৯৪বাংলা গদ্যের জনক কে?ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
৯৫আনন্দমঠ উপন্যাসের লেখক কে?বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
৯৬বিদ্রোহী কবিতা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?অগ্নিবীণা
৯৭তাম্বুলখানা গ্রামে জন্মেছিলেন কোন কবি?জসীমউদ্দীন
৯৮ছিন্নপত্র এর অধিকাংশ পত্র কাকে উদ্দেশ্য করে লেখা?মৃণালিনী দেবী
৯৯অশোক সৈয়দ কার ছদ্মনাম?আব্দুল মান্নান সৈয়দ
১০০শরৎচন্দ্রের ছদ্মনাম কি?অনিলা দেবী
১০১কাঁঠালপাড়ায় জন্মগ্রহণ করেন কোন লেখক?বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
১০২রবীন্দ্রনাথের সোনার তরী কবিতাটি কোন ছন্দে রচিত?মাত্রা বৃত্ত
১০৩ঠাকুরমার ঝুলি কি ধরনের রচনা সংকলন?রূপকথা
১০৪বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাসের নাম কি?দুর্গেশনন্দিনী
১০৫ফররুখ আহমেদের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থের নাম কি?সাত সাগরের মাঝি
১০৬প্রাচীনতম বাঙালি মুসলমান কবি কে?শাহ মোহাম্মদ সগীর
১০৭কৃষ্ণকীর্তন এর রচয়িতা কে?বড়ু চন্ডীদাস
১০৮মুসলিম নারী জাগরণের কবি কে?ফয়জুন্নেছা
১০৯কবি আলাওলের জন্মস্থান কোনটি?চট্টগ্রামের জোবরা
১১০বাংলা সাহিত্যে কথ্য রীতির প্রচলনে কোন পত্রিকার অবদান বেশি?সবুজপত্র
১১১সনেট কবিতার প্রবর্তক কে?মাইকেল মধুসূদন দত্ত
১১২চর্যাপদ আবিষ্কৃত হয় কোথা থেকে?নেপালের রাজগ্রন্থশালা থেকে
১১৩মঙ্গল যুগের সর্বশেষ কবির নাম কি?ভারতচন্দ্র রায়গুণকার
১১৪শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের বড়াই কি ধরনের চরিত্র?রাধাকৃষ্ণের প্রেমের দূতী
১১৫ইয়ং বেঙ্গল কি?ইংরেজি বাপ দ্বারা পুষ্ট বাঙালি যুবক
১১৬বাংলা সাহিত্যের প্রথম মুসলিম উপন্যাসিকের নাম কি?মীর মশাররফ হোসেন
১১৭সাত সাগরের মাঝি কাব্যগ্রন্থের রচয়িতা কে?ফররুখ আহমেদ
১১৮শওকত ওসমান কোন উপন্যাসের জন্য আদমজী পুরস্কার লাভ করেন?ক্রীতদাসের হাসি
১১৯লৌকিক কাহিনীর প্রথম রচয়িতা কে?দৌলত কাজী
১২০বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ?বঙ্গভাষা ও সাহিত্য
১২১কত খ্রিস্টাব্দে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের জগতারিণী পদক পান?১৯২৩ সালে
১২২পাখি সব করে রব রাতি পোহাইল-এর রচয়িতা কে?মদনমোহন তর্কালঙ্কার
১২৩জীবনে জ্যাঠামি ও সাহিত্যে ন্যাকামি সহ্য করতে পারতেন না কে?প্রমথ চৌধুরী
১২৪কাজী নজরুল ইসলাম কোন কবিতা রচনার জন্য কারাবরণ করেন?আনন্দময়ীর আগমনে
১২৫ভানুসিংহ ঠাকুরের পদাবলী এর রচয়িতা কে?রবীন্দ্রনাথ ঠাকুর
১২৬বনফুল কার ছদ্মনাম?বালাইচাঁদ মুখোপাধ্যায়
১২৭জয়গুন কোন উপন্যাসের চরিত্র?সূর্য দীঘল বাড়ি
১২৮তোমার সৃষ্টির পথ রেখেছো আকীর্ণ করি রবীন্দ্রনাথের কোন কাব্যের কবিতা?শেষ লেখা
১২৯নেমেসিস কোন জাতীয় রচনা?নাটক
১৩০দারিদ্র কবিতাটি নজরুল ইসলামের কোন কাব্যের অন্তর্ভুক্ত?সিন্ধু হিন্দোল
১৩১তাজকেরাতুল আউলিয়া অবলম্বনে তাপস মালা কে রচনা করেন?গিরিশচন্দ্র সেন
১৩২ঠকচাচা চরিত্রটি কোন উপন্যাসে?আলালের ঘরের দুলাল
১৩৩বত্রিশ সিংহাসন কার রচনা??মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
১৩৪কে সর্বপ্রথম বাংলা টাইপ সহযোগে বাংলা ব্যাকরণ মুদ্রণ করেন?ব্রাসি হেলহেড
১৩৫ফোর্ট উইলিয়াম কলেজ যে বাংলা বিভাগ খোলা হয় কত সালে?১৮০১ সালে
১৩৬মহুয়া পালাটির রচয়িতা কে?দ্বিজকানাই
১৩৭ভারতচন্দ্র রায় গুণকর কোন রাজসভার কবি?কৃষ্ণনগর রাজসভা
১৩৮নেমেসিস নাটকে নুরুল মোমেন কোন বিষয়কে তুলে ধরেছেন?দ্বিতীয় বিশ্বযুদ্ধ
১৩৯শাজাহান নাটকের প্রথম রচয়িতা কে?দ্বিজেন্দ্রলাল রায়
১৪০Ballad কি?গীতিকা
১৪১বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস বিষয়ক গ্রন্থ কে রচনা করেন?দীনেশচন্দ্র সেন
১৪২উত্তম পুরুষ উপন্যাসের রচয়িতা কে?রশিদ করিম
১৪৩কাশবনের কন্যা কোন জাতীয় রচনা?উপন্যাস
১৪৪সন্ধ্যারাগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকা-রবীন্দ্রনাথের কোন কাব্যের কবিতা?বলাকা
১৪৫মৃন্ময়ী রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোটগল্পের নায়িকা?সমাপ্তি
১৪৬জসিম উদ্দিনের কবর কবিতা কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়?কল্লোল
১৪৭বাংলা ছন্দ কত রকমের?তিন রকমের
১৪৮অমিত্রাক্ষর ছন্দের বৈশিষ্ট্য হলো?অন্ত্যমিল নেই
১৪৯বাংলা ভাষা আর ইতিবৃত্ত ও কে রচনা করেন?ডঃ মুহাম্মদ শহীদুল্লাহ
১৫০রাইফেল রোটি আওরাত উপন্যাসের রচয়িতা কে?আনোয়ার পাশা
১৫১জসিম উদ্দিনের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি?রাখালী
১৫২শরৎচন্দ্রের কোন উপন্যাসটি সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল?পথের দাবী
১৫৩ভাষা মানুষের মুখে থেকে কলমের মুখে আসে, উল্টোটা করতে গেলে মুখে শুধু কালি পরে-কে বলেছেন?প্রমথ চৌধুরী
১৫৪সঞ্চিতা কোন কবির কাব্য সংকলন?কাজী নজরুল ইসলামের
১৫৫ইউসুফ জুলেখা প্রণয়কাব্য অনুবাদ করেছেন কে?শাহ মোহাম্মদ সগীর
১৫৬চাঁদ সওদাগর বাংলা কোন কাব্যের চরিত্র?মনসামঙ্গল
১৫৭ঢাকা মুসলিম সাহিত্য সমাজ কোন খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়?১৯২৬ সালে
১৫৮কোন সাহিত্যাদর্শের মর্মে নৈরাশ্যবাদ আছে?উত্তর আধুনিকতাবাদ
১৫৯শাশ্বত বঙ্গ গ্রন্থটির রচয়িতা কে?কাজী আব্দুল ওদুদ
১৬০কাশবনের কন্যা গ্রন্থটির লেখক কে?শামসুদ্দিন আবুল কালাম
১৬১সাম্য গ্রন্থের রচয়িতা কে?বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
১৬২ফণীমনশা কাব্যের রচয়িতা কে?কাজী নজরুল ইসলাম
১৬৩দুধে ভাতে উৎপাত গল্প গ্রন্থের রচয়িতা?আখতারুজ্জামান ইলিয়াস
১৬৪ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভ্রান্তিবিলাস কোন নাটকের গদ্য অনুবাদ?কমেডি অব এররস
১৬৫পদাবলীর প্রথম কবি কে?বিদ্যাপতি
১৬৬দোভাষী পুঁথি বলতে কি বুঝায়?কয়েকটি ভাষার শব্দ ব্যবহার করে মিশ্রিত ভাষায় রচিত পুঁথি
১৬৭সঞ্চয়িতা কোন কবির কাব্য সংকলন?রবীন্দ্রনাথ ঠাকুরের
১৬৮কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত লেখা কোনটি?বাউন্ডডেলের আত্মকাহিনী
১৬৯পথের দাবী উপন্যাসের রচয়িতা কে?শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
১৭০পদ বা পদাবলী বলতে কি বুঝায়?বৈদ্য বা বৈষ্ণবী ও ধর্মের গুড় বিষয়ের বিশেষ সৃষ্টি
১৭১প্রভাতী সম্ভাষণ কার রচনা?ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের
১৭২চতুর্দশপদী কবিতাবলি কার রচনা?মাইকেল মধুসূদন দত্ত
১৭৩কবর নাটক কার রচনা?মুনির চৌধুরী
১৭৪সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই-কে বলেছেন?চন্ডীদাস
১৭৫আবোল তাবোল কার লেখা?সুকুমার রায়
১৭৬বিষয় সিন্ধু কার রচনা?মীর মশাররফ হোসেন
১৭৭নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি?ব্যাথার দান
১৭৮সংশপ্তক কার রচনা?শহীদুল্লাহ কায়সার
১৭৯একুশে ফেব্রুয়ারি প্রথম সংকলনের সম্পাদক কে?হাসান হাফিজুর রহমান
১৮০আত্মঘাতী বাঙালি কার রচিত গ্রন্থ?নীরদচন্দ্র চৌধুরী
১৮১সংস্কৃতির ভাঙা সেতু গ্রন্থ কে রচনা করেছেন?আখতারুজ্জামান ইলিয়াস
১৮২বিজয়ী কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?দোলনচাঁপা
১৮৩দ্য লিবারেশন অফ বাংলাদেশ-গ্রন্থের রচয়িতা?মেজর জেনারেল সুখয়ান্ত সিং
১৮৪বাঙালির ইতিহাস বইটির লেখক কে?নিহারঞ্জন রায়
১৮৫কাজী ইমদাদুল হকের আব্দুল্লাহ উপন্যাসের উপজীব্য কি?তৎকালীন মুসলিম মধ্যবিত্ত সমাজের চিত্র
১৮৬হিন্দি পদু মাবত এর অবলম্বনে পদ্মাবতী কাব্যের রচয়িতা কে?আলাওল
১৮৭সিরাজাম মুনিরা কাব্যের রচয়িতার নাম?ফররুখ আহমদ
১৮৮আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে লাইনটি কার কাব্যে পাওয়া যায়?ভারতচন্দ্র রায়গুণকার
১৮৯মানবজীবন, মহৎ জীবন, উন্নত জীবন প্রভৃতি গ্রন্থের রচয়িতা?মোঃ লুৎফুর রহমান
১৯০মধুর চেয়েও আছে মধুর সে আমার এই দেশের মাটি, আমার দেশের পথের ধুলা খাঁটি সোনার চেয়ে খাঁটি-কবিতাংশের রচয়িতা?সত্যেন্দ্রনাথ দত্ত
১৯১জীবনানন্দ দাশের জন্মস্থান কোন জেলায়?বরিশাল
১৯২পথিক তুমি পথ হারাইয়াছো-কথাটি কার?বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
১৯৩জ্ঞান যেখানে সীমাবদ্ধ বুদ্ধি সেখানে আরষ্ট মুক্তি সেখানে অসম্ভব এই উক্তিটি কোন পত্রিকার প্রতি সংখ্যায় লেখা থাকতো?শিখা পত্রিকার
১৯৪কবি কাজী নজরুল ইসলাম সঞ্চিতা কাব্যগ্রন্থটি কাকে উৎসর্গ করেছিলেন?রবীন্দ্রনাথ ঠাকুরকে
১৯৫মানুষের মাঝে স্বর্গ নরক মানুষেতে সুরাসুর এই লাইনটির রচয়িতা কে?শেখ ফজলল করিম
১৯৬সমগ্র পবিত্র কুরআনের প্রথম বাংলা অনুবাদ করেন কে?ভাই গিরিশচন্দ্র সেন
১৯৭সোনালী কাবিন এর রচয়িতা কে?আল মাহমুদ
১৯৮রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন?বসন্ত
১৯৯ট্রাজেডি কমেডি এবং ফার্সের মূল পার্থক্য?জীবন অনুভূতির গভীরতায়
২০০সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত এই উক্তিটি কার?প্রমথ চৌধুরী
২০১বাংলা সাহিত্যে ভোরের পাখি বলা হয় কাকে?বিহারীলাল চক্রবর্তী
২০২বাংলা সাহিত্যে প্রথম মুসলিম নাট্যকার রচিত নাট্যগ্রন্থ কোনটি?বসন্তকুমারী
২০৩আমির হামজা রচনা করেন?ফকির গরীবুল্লাহ
২০৪স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় চরণটি কার?রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
২০৫বটতলার পুঁথি বলতে কি বুঝায়?দোভাষী বাংলায় রচিত পুঁথি সাহিত্য
২০৬মধুসূদন দত্ত রচিত বীরাঙ্গনা কি?পত্র কাব্য
২০৭রোহিনী কোন উপন্যাসের নায়িকা?কৃষ্ণকান্তের উইল
২০৮রূপসী বাংলার কবি কে?জীবনানন্দ দাশ
২০৯বাংলা সাহিত্যের সর্বাধিক সমৃদ্ধধারা কোনটি?গীতি কবিতা
২১০মোদের গর্ব মোদের আশা আ মরি বাংলা ভাষা- রচয়িতা কে?অতুলপ্রসাদ সেন
২১১রাজলক্ষ্মী চরিত্রের স্রষ্টা  উপন্যাসিক?শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
২১২চাচা কাহিনীর লেখক?সৈয়দ মুজতবা আলী
২১৩মোস্তফা চরিত গ্রন্থের রচয়িতা?মাওলানা আকরম খান
২১৪শেষের কবিতার রবীন্দ্রনাথ রচিত?উপন্যাস
২১৫বাংলায় টি এস এলিয়টের কবিতার প্রথম অনুবাদক কে?বিষ্ণুদে

সম্পর্কিত প্রশ্নাবলী (FAQ)

বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি?

দুর্গেশনন্দিনী

বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কে?

চন্দ্রাবতী

বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কোনটি?

আলালের ঘরে দুলাল

বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি কে?

মাইকেল মধুসূদন দত্ত

মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ নিদর্শন কোনটি?

শ্রীকৃষ্ণকীর্তন

বাংলা সাহিত্যের প্রথম ট্রাজেডি নাটক কোনটি?

কৃষ্ণকুমারী

বাংলা সাহিত্যের প্রথম মুসলিম মহিলা কবি কে?

রহিমুন্নিসা

বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক কে?

প্রমথ চৌধুরী

বাংলা সাহিত্যের সর্বাধিক সমৃদ্ধ ধারা কোনটি?

গীতি কবিতা

যুগ সন্ধিক্ষণের কবি কে?

ঈশ্বরচন্দ্র গুপ্ত

Related Posts