বাংলা সাহিত্য ও বাংলা ব্যাকরণ থেকে বিভিন্ন চাকরির এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন থাকে। বেশিরভাগ চাকরির পরীক্ষায় বিগত বিসিএস পরীক্ষাগুলোর প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসে। তাই আজকের পোস্টে আমি আপনাদের বিগত বিসিএস পরীক্ষার বাংলা সাহিত্য প্রশ্ন ও উত্তর করে দিলাম।
বিসিএস বাংলা সাহিত্য প্রশ্ন
নিচে ২০০টির অধিক প্রশ্ন এবং উত্তর দেওয়া আছে। যেসব প্রশ্ন বিগত ১০ম বিসিএস থেকে ৪৪তম বিসিএস পর্যন্ত এসেছে সেগুলো নিচে দেওয়া হয়েছে। এই প্রশ্নগুলো পড়ে নিলে বাংলা সাহিত্য থেকে অধিকাংশ প্রশ্ন কমন পাওয়া যাবে। বিসিএস পরীক্ষার বাংলা সাহিত্য প্রশ্ন ও উত্তর নিচে সুশৃংখলভাবে তালিকা করে দেওয়া হয়েছে।
ক্রম | প্রশ্ন | উত্তর |
১ | চন্ডীমঙ্গল কাব্যের উপাস্য চন্ডী কার স্ত্রী? | শিবের স্ত্রী |
২ | শ্রীকৃষ্ণকীর্তন কাব্য কোথা থেকে উদ্ধার করা হয়েছিল? | গোয়াল ঘর থেকে |
৩ | বিদ্যাপতি মূলত কোন ভাষার কবি ছিলেন? | মৈথিলী |
৪ | ‘সকলের তরে সকলে আমরা প্রত্যেকে মোরা পরের তরে’- কার রচিত লাইন? | কামিনী রায় |
৫ | আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে এই মনোবাঞ্ছাটি কার? | ঈশ্বর পাটুনির |
৬ | বাঙালি ও বাংলা সাহিত্য ও গ্রন্থ কে রচনা করেন? | আহমদ শরীফ |
৭ | মীর মশাররফ হোসেনের বিষাদ সিন্ধু কি? | উপন্যাস |
৮ | চাঁদের অমাবস্যা উপন্যাসের যুবক শিক্ষকের নাম কি? | আরেফ আলী |
৯ | আনোয়ারা উপন্যাসের রচয়িতা কে? | নজিবর রহমান |
১০ | মরণ রে তুঁহু মম শ্যামসমান-লাইনটির রচয়িতা কে? | রবীন্দ্রনাথ ঠাকুর |
১১ | বাংলা সাহিত্যে প্রথম মহিলা উপন্যাসিকের নাম কি? | স্বর্ণকুমারী দেবী |
১২ | মনসা দেবি কে নিয়ে লেখা বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি? | পদ্মপুরাণ |
১৩ | রুখের তেন্তুলি কুমিরে খাই এর অর্থ কি? | গাছের তেতুল কুমিরে খায় |
১৪ | কত সালে দুর্গেশনন্দিনী উপন্যাস প্রথম প্রকাশিত হয়? | ১৮৬৫ সালে |
১৫ | দৌলত উজির বাহরাম খান সাহিত্য সৃষ্টিতে কার পৃষ্ঠপোষকতা লাভ করেন? | জমিদার নিজাম শাহ |
১৬ | নীললোহিত কার ছদ্মনাম? | সুনীল গঙ্গোপাধ্যায় |
১৭ | হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি কি? | মহামহোপাধ্যায় |
১৮ | চর্যাপদের প্রাপ্তি স্থান কোথায়? | নেপাল |
১৯ | আমার দেখা রাজনীতির ৫০ বছর কার লেখা? | আবুল মনসুর আহমেদ |
২০ | ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোথায় জন্মগ্রহণ করেন? | বীরসিংহ গ্রাম, মেদিনীপুর |
২১ | কীর্তনখোলা নাটকটির বিষয়বস্তু কি? | লোকায়ত জীবন সংস্কৃতি |
২২ | বাংলা সাহিত্যে কালকূট নামে পরিচিত কোন লেখক? | সমরেশ বসু |
২৩ | ইংরেজি ভাষায় জীবনানন্দ দাশের উপর গ্রন্থ লিখেছেন কে? | ক্লিংটন বি সিলি |
২৪ | পরানের গহীন ভিতর কাব্যের কবি কে? | সৈয়দ শামসুল হক |
২৫ | চারণ কবি হিসাবে বিখ্যাত কে? | মুকুন্দ দাস |
২৬ | রবীন্দ্রনাথ ঠাকুরের বিধবার প্রেম নিয়ে রচিত উপন্যাস কোনটি? | চোখের বালি |
২৭ | সবকিছু নষ্টদের অধিকার এ যাবে গ্রন্থটির রচয়িতা কে? | হুমায়ুন আজাদ |
২৮ | সবচেয়ে কম বয়সে কোন লেখক বাংলা একাডেমি পুরস্কার পান? | সৈয়দ শামসুল হক |
২৯ | তেভাগা আন্দোলন কেন্দ্রিক উপন্যাস কোনটি? | নাঢ়াই |
৩০ | কাজী নজরুল ইসলামের কোন বইটি প্রথম ব্রিটিশ সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়? | যুগ বাণী |
৩১ | জীবনী সাহিত্যের ধারা গড়ে ওঠে কাকে কেন্দ্র করে? | শ্রী চৈতন্যদেব |
৩২ | চর্যাপদের টিকা কার এর নাম কি? | মুনিদত্ত |
৩৩ | কুসীদজীবী বলতে কাদের বুঝায়? | সুদখোর |
৩৪ | চর্যাপদে কোন ধর্ম মতের কথা আছে? | বৌদ্ধ ধর্ম |
৩৫ | বাংলা আধুনিক উপন্যাসের প্রবর্তক কে ছিলেন? | বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় |
৩৬ | কালো বরফ উপন্যাসটির বিষয়বস্তু কি? | দেশভাগ |
৩৭ | জীবনস্মৃতি কার রচনা? | রবীন্দ্রনাথ ঠাকুর |
৩৮ | Let there be light বিখ্যাত ছবিটি পরিচালনা করেন কে? | জহির রায়হান |
৩৯ | দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন কে? | মাইকেল মধুসূদন দত্ত |
৪০ | ‘সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি’- চরণ দুটি রচয়িতা কে? | মদনমোহন তর্কালঙ্কার |
৪১ | কিন্তু মনুষ্য কখনো পাষাণ হয় না-উক্তিটি কোন উপন্যাসের? | বঙ্কিমচন্দ্রের রাজসিংহ |
৪২ | আগুনপাখি উপন্যাসটি রচয়িতা কে? | হাসান আজিজুল হক |
৪৩ | জীবন থেকে নেওয়া চলচ্চিত্রটির পরিচালক কে? | জহির রায়হান |
৪৪ | জীবনানন্দ দাশকে নির্জনতার কবি বলে আখ্যায়িত করেন কে? | বুদ্ধদেব বসু |
৪৫ | বেদান্ত গ্রন্থ ও বেদান্ত সার কার রচনা? | রাজা রামমোহন রায় |
৪৬ | খনার বচনের মূলভাব কি? | শুদ্ধ জীবন যাপন রীতি |
৪৭ | মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস আগুনের পরশমণি কার রচনা? | হুমায়ূন আহমেদের |
৪৮ | বাঁধনহারা কাজী নজরুল ইসলামের কোন ধরনের রচনা? | উপন্যাস |
৪৯ | দৌলাত উজির বাহরাম খান কোন অঞ্চলের মানুষ ছিলেন? | চট্টগ্রাম |
৫০ | চন্দ্রাবতী কি? | কাব্য |
৫১ | বিদ্যাপতি কোন রাজসভার কবি ছিলেন? | মিথিলা |
৫২ | বিদ্যাসাগরের আত্মজীবনীমূলক লেখার নাম কিসক্রেটিস | আত্মচরিত |
৫৩ | রোকেয়া সাখাওয়াত হোসেনের মতিচুর কোন ধরনের রচনা? | নাটক |
৫৪ | দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটক প্রথম কোথা থেকে প্রকাশিত হয়? | ঢাকা |
৫৫ | শেষ লেখা কার কাব্যগ্রন্থ? | রবীন্দ্রনাথ ঠাকুরের |
৫৬ | বীরবল কোন লেখকের ছদ্মনাম? | প্রমথ চৌধুরী |
৫৭ | নদী ও নারী উপন্যাসের রচয়িতা কে? | হুমায়ুন কবির |
৫৮ | কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা কোনটি? | প্রলয়োল্লাস |
৫৯ | কবি কায়কোবাদ রচিত মহাশ্মশান কাব্যের ঐতিহাসিক পটভূমি কি ছিল? | তৃতীয় পানিপথের যুদ্ধ |
৬০ | মাতৃভাষায় যাহার ভক্তি নাই সে মানুষ নহে- উক্তিটি কার? | মীর মশাররফ হোসেনের |
৬১ | শৃঙ্গার রসকে বৈষ্ণব পদাবলীতে কি রস বলে? | মধুর রস |
৬২ | ডঃ মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম কি? | Buddist Mystic Song |
৬৩ | অলৌকিক স্টিমার গ্রন্থের রচয়িতা কে? | হুমায়ুন আজাদ |
৬৪ | চর্যাচার্য বিনিশ্চয়- এর অর্থ কি? | কোনোটি আচরণীয় আর কোনোটি নয় |
৬৫ | গোরক্ষ বিজয়ে কাব্য কোন ধর্ম মতের কাহিনী অবলম্বনে লেখা? | নাথ ধর্ম |
৬৬ | বাংলাদেশের গ্রাম থিয়েটারের প্রবর্তক কে? | সেলিম আল দীন |
৬৭ | রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্য প্রকাশিত হয় কত সনে? | ১৯১০ সালে |
৬৮ | আসাদের শার্ট কবিতার লেখক কে? | শামসুর রহমান |
৬৯ | বাংলা সাহিত্যের ইতিহাস নিয়ে ডঃ মুহাম্মদ শহীদুল্লাহর লেখা গ্রন্থের নাম কি? | বাংলা সাহিত্যের কথা |
৭০ | আমি কিংবদন্তির কথা বলছি কবিতাটি কার লেখা? | আবু জাফর ওবায়দুল্লাহ |
৭১ | বিষাদ সিন্ধু কি? | ইতিহাস আশ্রয়ী উপন্যাস |
৭২ | মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায় গুণাকার কত সালে মৃত্যুবরণ করেন? | ১৭৬০ সালে |
৭৩ | রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্যটি কে ইংরেজিতে অনুবাদ করেন? | Y.B Yeats |
৭৪ | তাম্বুল রাতুল হইল অধর পরশে অর্থ কি? | ঠোঁটের পরশে পান লাল হল |
৭৫ | রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্ব পুরুষের আদি বসতি কোথায় ছিল? | খুলনার দক্ষিণ দিহি |
৭৬ | তেরি নুন লাকড়ি কার রচিত গ্রন্থ? | প্রমথ চৌধুরী |
৭৭ | বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি নাটক কোনটি? | কৃষ্ণকুমারী |
৭৮ | কপালকুণ্ডলা কোন প্রকৃতির রচনা? | রোমান্সমুলক উপন্যাস |
৭৯ | দ্রৌপদী কে? | মহাভারতে পাঁচ ভাইয়ের একক স্ত্রী |
৮০ | মিলির হাতে স্টেনগান গল্পটি কার লেখা? | আখতারুজ্জামান ইলিয়াস |
৮১ | চর্যাপদ কত সালে আবিষ্কৃত হয়? | ১৯০৭ সালে |
৮২ | বাংলা সাহিত্যে অন্ধকার যুগ কোনটি? | ১২০১ থেকে ১৩৫০ পর্যন্ত |
৮৩ | ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যক্ষ কে ছিলেন? | উইলিয়াম কেরি |
৮৪ | নীলদর্পণ নাটকটির বিষয়বস্তু কি? | নীলকরদের অত্যাচার |
৮৫ | ঘরে বাইরে উপন্যাসটি কার লেখা? | রবীন্দ্রনাথ ঠাকুরের |
৮৬ | ভানুসিংহ ঠাকুর কার ছদ্মনাম? | রবীন্দ্রনাথ ঠাকুরের |
৮৭ | তুমি আসবে বলে হে স্বাধীনতা কার কবিতা? | শামসুর রহমান |
৮৮ | চর্যাপদ কোন ছন্দে লেখা? | মাত্রাবৃত্ত |
৮৯ | কবি গানের প্রথম কবি কে? | নিতাই বৈরাগী |
৯০ | The Orgin and Development of The Bengali Language গ্রন্থটি কে রচনা করেছেন? | ডক্টর সুনীতিকুমার চট্টোপাধ্যায় |
৯১ | শূন্যপুরাণ রচনা করেছেন কে? | রামাই পন্ডিত |
৯২ | পালামৌ ভ্রমণ কাহিনীটি কার রচনা? | সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় |
৯৩ | বীরবল কার ছদ্মনাম? | প্রমথ চৌধুরীর |
৯৪ | বাংলা গদ্যের জনক কে? | ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর |
৯৫ | আনন্দমঠ উপন্যাসের লেখক কে? | বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় |
৯৬ | বিদ্রোহী কবিতা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? | অগ্নিবীণা |
৯৭ | তাম্বুলখানা গ্রামে জন্মেছিলেন কোন কবি? | জসীমউদ্দীন |
৯৮ | ছিন্নপত্র এর অধিকাংশ পত্র কাকে উদ্দেশ্য করে লেখা? | মৃণালিনী দেবী |
৯৯ | অশোক সৈয়দ কার ছদ্মনাম? | আব্দুল মান্নান সৈয়দ |
১০০ | শরৎচন্দ্রের ছদ্মনাম কি? | অনিলা দেবী |
১০১ | কাঁঠালপাড়ায় জন্মগ্রহণ করেন কোন লেখক? | বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় |
১০২ | রবীন্দ্রনাথের সোনার তরী কবিতাটি কোন ছন্দে রচিত? | মাত্রা বৃত্ত |
১০৩ | ঠাকুরমার ঝুলি কি ধরনের রচনা সংকলন? | রূপকথা |
১০৪ | বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাসের নাম কি? | দুর্গেশনন্দিনী |
১০৫ | ফররুখ আহমেদের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থের নাম কি? | সাত সাগরের মাঝি |
১০৬ | প্রাচীনতম বাঙালি মুসলমান কবি কে? | শাহ মোহাম্মদ সগীর |
১০৭ | কৃষ্ণকীর্তন এর রচয়িতা কে? | বড়ু চন্ডীদাস |
১০৮ | মুসলিম নারী জাগরণের কবি কে? | ফয়জুন্নেছা |
১০৯ | কবি আলাওলের জন্মস্থান কোনটি? | চট্টগ্রামের জোবরা |
১১০ | বাংলা সাহিত্যে কথ্য রীতির প্রচলনে কোন পত্রিকার অবদান বেশি? | সবুজপত্র |
১১১ | সনেট কবিতার প্রবর্তক কে? | মাইকেল মধুসূদন দত্ত |
১১২ | চর্যাপদ আবিষ্কৃত হয় কোথা থেকে? | নেপালের রাজগ্রন্থশালা থেকে |
১১৩ | মঙ্গল যুগের সর্বশেষ কবির নাম কি? | ভারতচন্দ্র রায়গুণকার |
১১৪ | শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের বড়াই কি ধরনের চরিত্র? | রাধাকৃষ্ণের প্রেমের দূতী |
১১৫ | ইয়ং বেঙ্গল কি? | ইংরেজি বাপ দ্বারা পুষ্ট বাঙালি যুবক |
১১৬ | বাংলা সাহিত্যের প্রথম মুসলিম উপন্যাসিকের নাম কি? | মীর মশাররফ হোসেন |
১১৭ | সাত সাগরের মাঝি কাব্যগ্রন্থের রচয়িতা কে? | ফররুখ আহমেদ |
১১৮ | শওকত ওসমান কোন উপন্যাসের জন্য আদমজী পুরস্কার লাভ করেন? | ক্রীতদাসের হাসি |
১১৯ | লৌকিক কাহিনীর প্রথম রচয়িতা কে? | দৌলত কাজী |
১২০ | বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ? | বঙ্গভাষা ও সাহিত্য |
১২১ | কত খ্রিস্টাব্দে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের জগতারিণী পদক পান? | ১৯২৩ সালে |
১২২ | পাখি সব করে রব রাতি পোহাইল-এর রচয়িতা কে? | মদনমোহন তর্কালঙ্কার |
১২৩ | জীবনে জ্যাঠামি ও সাহিত্যে ন্যাকামি সহ্য করতে পারতেন না কে? | প্রমথ চৌধুরী |
১২৪ | কাজী নজরুল ইসলাম কোন কবিতা রচনার জন্য কারাবরণ করেন? | আনন্দময়ীর আগমনে |
১২৫ | ভানুসিংহ ঠাকুরের পদাবলী এর রচয়িতা কে? | রবীন্দ্রনাথ ঠাকুর |
১২৬ | বনফুল কার ছদ্মনাম? | বালাইচাঁদ মুখোপাধ্যায় |
১২৭ | জয়গুন কোন উপন্যাসের চরিত্র? | সূর্য দীঘল বাড়ি |
১২৮ | তোমার সৃষ্টির পথ রেখেছো আকীর্ণ করি রবীন্দ্রনাথের কোন কাব্যের কবিতা? | শেষ লেখা |
১২৯ | নেমেসিস কোন জাতীয় রচনা? | নাটক |
১৩০ | দারিদ্র কবিতাটি নজরুল ইসলামের কোন কাব্যের অন্তর্ভুক্ত? | সিন্ধু হিন্দোল |
১৩১ | তাজকেরাতুল আউলিয়া অবলম্বনে তাপস মালা কে রচনা করেন? | গিরিশচন্দ্র সেন |
১৩২ | ঠকচাচা চরিত্রটি কোন উপন্যাসে? | আলালের ঘরের দুলাল |
১৩৩ | বত্রিশ সিংহাসন কার রচনা?? | মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার |
১৩৪ | কে সর্বপ্রথম বাংলা টাইপ সহযোগে বাংলা ব্যাকরণ মুদ্রণ করেন? | ব্রাসি হেলহেড |
১৩৫ | ফোর্ট উইলিয়াম কলেজ যে বাংলা বিভাগ খোলা হয় কত সালে? | ১৮০১ সালে |
১৩৬ | মহুয়া পালাটির রচয়িতা কে? | দ্বিজকানাই |
১৩৭ | ভারতচন্দ্র রায় গুণকর কোন রাজসভার কবি? | কৃষ্ণনগর রাজসভা |
১৩৮ | নেমেসিস নাটকে নুরুল মোমেন কোন বিষয়কে তুলে ধরেছেন? | দ্বিতীয় বিশ্বযুদ্ধ |
১৩৯ | শাজাহান নাটকের প্রথম রচয়িতা কে? | দ্বিজেন্দ্রলাল রায় |
১৪০ | Ballad কি? | গীতিকা |
১৪১ | বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস বিষয়ক গ্রন্থ কে রচনা করেন? | দীনেশচন্দ্র সেন |
১৪২ | উত্তম পুরুষ উপন্যাসের রচয়িতা কে? | রশিদ করিম |
১৪৩ | কাশবনের কন্যা কোন জাতীয় রচনা? | উপন্যাস |
১৪৪ | সন্ধ্যারাগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকা-রবীন্দ্রনাথের কোন কাব্যের কবিতা? | বলাকা |
১৪৫ | মৃন্ময়ী রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোটগল্পের নায়িকা? | সমাপ্তি |
১৪৬ | জসিম উদ্দিনের কবর কবিতা কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়? | কল্লোল |
১৪৭ | বাংলা ছন্দ কত রকমের? | তিন রকমের |
১৪৮ | অমিত্রাক্ষর ছন্দের বৈশিষ্ট্য হলো? | অন্ত্যমিল নেই |
১৪৯ | বাংলা ভাষা আর ইতিবৃত্ত ও কে রচনা করেন? | ডঃ মুহাম্মদ শহীদুল্লাহ |
১৫০ | রাইফেল রোটি আওরাত উপন্যাসের রচয়িতা কে? | আনোয়ার পাশা |
১৫১ | জসিম উদ্দিনের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি? | রাখালী |
১৫২ | শরৎচন্দ্রের কোন উপন্যাসটি সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল? | পথের দাবী |
১৫৩ | ভাষা মানুষের মুখে থেকে কলমের মুখে আসে, উল্টোটা করতে গেলে মুখে শুধু কালি পরে-কে বলেছেন? | প্রমথ চৌধুরী |
১৫৪ | সঞ্চিতা কোন কবির কাব্য সংকলন? | কাজী নজরুল ইসলামের |
১৫৫ | ইউসুফ জুলেখা প্রণয়কাব্য অনুবাদ করেছেন কে? | শাহ মোহাম্মদ সগীর |
১৫৬ | চাঁদ সওদাগর বাংলা কোন কাব্যের চরিত্র? | মনসামঙ্গল |
১৫৭ | ঢাকা মুসলিম সাহিত্য সমাজ কোন খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? | ১৯২৬ সালে |
১৫৮ | কোন সাহিত্যাদর্শের মর্মে নৈরাশ্যবাদ আছে? | উত্তর আধুনিকতাবাদ |
১৫৯ | শাশ্বত বঙ্গ গ্রন্থটির রচয়িতা কে? | কাজী আব্দুল ওদুদ |
১৬০ | কাশবনের কন্যা গ্রন্থটির লেখক কে? | শামসুদ্দিন আবুল কালাম |
১৬১ | সাম্য গ্রন্থের রচয়িতা কে? | বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় |
১৬২ | ফণীমনশা কাব্যের রচয়িতা কে? | কাজী নজরুল ইসলাম |
১৬৩ | দুধে ভাতে উৎপাত গল্প গ্রন্থের রচয়িতা? | আখতারুজ্জামান ইলিয়াস |
১৬৪ | ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভ্রান্তিবিলাস কোন নাটকের গদ্য অনুবাদ? | কমেডি অব এররস |
১৬৫ | পদাবলীর প্রথম কবি কে? | বিদ্যাপতি |
১৬৬ | দোভাষী পুঁথি বলতে কি বুঝায়? | কয়েকটি ভাষার শব্দ ব্যবহার করে মিশ্রিত ভাষায় রচিত পুঁথি |
১৬৭ | সঞ্চয়িতা কোন কবির কাব্য সংকলন? | রবীন্দ্রনাথ ঠাকুরের |
১৬৮ | কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত লেখা কোনটি? | বাউন্ডডেলের আত্মকাহিনী |
১৬৯ | পথের দাবী উপন্যাসের রচয়িতা কে? | শরৎচন্দ্র চট্টোপাধ্যায় |
১৭০ | পদ বা পদাবলী বলতে কি বুঝায়? | বৈদ্য বা বৈষ্ণবী ও ধর্মের গুড় বিষয়ের বিশেষ সৃষ্টি |
১৭১ | প্রভাতী সম্ভাষণ কার রচনা? | ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের |
১৭২ | চতুর্দশপদী কবিতাবলি কার রচনা? | মাইকেল মধুসূদন দত্ত |
১৭৩ | কবর নাটক কার রচনা? | মুনির চৌধুরী |
১৭৪ | সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই-কে বলেছেন? | চন্ডীদাস |
১৭৫ | আবোল তাবোল কার লেখা? | সুকুমার রায় |
১৭৬ | বিষয় সিন্ধু কার রচনা? | মীর মশাররফ হোসেন |
১৭৭ | নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি? | ব্যাথার দান |
১৭৮ | সংশপ্তক কার রচনা? | শহীদুল্লাহ কায়সার |
১৭৯ | একুশে ফেব্রুয়ারি প্রথম সংকলনের সম্পাদক কে? | হাসান হাফিজুর রহমান |
১৮০ | আত্মঘাতী বাঙালি কার রচিত গ্রন্থ? | নীরদচন্দ্র চৌধুরী |
১৮১ | সংস্কৃতির ভাঙা সেতু গ্রন্থ কে রচনা করেছেন? | আখতারুজ্জামান ইলিয়াস |
১৮২ | বিজয়ী কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? | দোলনচাঁপা |
১৮৩ | দ্য লিবারেশন অফ বাংলাদেশ-গ্রন্থের রচয়িতা? | মেজর জেনারেল সুখয়ান্ত সিং |
১৮৪ | বাঙালির ইতিহাস বইটির লেখক কে? | নিহারঞ্জন রায় |
১৮৫ | কাজী ইমদাদুল হকের আব্দুল্লাহ উপন্যাসের উপজীব্য কি? | তৎকালীন মুসলিম মধ্যবিত্ত সমাজের চিত্র |
১৮৬ | হিন্দি পদু মাবত এর অবলম্বনে পদ্মাবতী কাব্যের রচয়িতা কে? | আলাওল |
১৮৭ | সিরাজাম মুনিরা কাব্যের রচয়িতার নাম? | ফররুখ আহমদ |
১৮৮ | আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে লাইনটি কার কাব্যে পাওয়া যায়? | ভারতচন্দ্র রায়গুণকার |
১৮৯ | মানবজীবন, মহৎ জীবন, উন্নত জীবন প্রভৃতি গ্রন্থের রচয়িতা? | মোঃ লুৎফুর রহমান |
১৯০ | মধুর চেয়েও আছে মধুর সে আমার এই দেশের মাটি, আমার দেশের পথের ধুলা খাঁটি সোনার চেয়ে খাঁটি-কবিতাংশের রচয়িতা? | সত্যেন্দ্রনাথ দত্ত |
১৯১ | জীবনানন্দ দাশের জন্মস্থান কোন জেলায়? | বরিশাল |
১৯২ | পথিক তুমি পথ হারাইয়াছো-কথাটি কার? | বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় |
১৯৩ | জ্ঞান যেখানে সীমাবদ্ধ বুদ্ধি সেখানে আরষ্ট মুক্তি সেখানে অসম্ভব এই উক্তিটি কোন পত্রিকার প্রতি সংখ্যায় লেখা থাকতো? | শিখা পত্রিকার |
১৯৪ | কবি কাজী নজরুল ইসলাম সঞ্চিতা কাব্যগ্রন্থটি কাকে উৎসর্গ করেছিলেন? | রবীন্দ্রনাথ ঠাকুরকে |
১৯৫ | মানুষের মাঝে স্বর্গ নরক মানুষেতে সুরাসুর এই লাইনটির রচয়িতা কে? | শেখ ফজলল করিম |
১৯৬ | সমগ্র পবিত্র কুরআনের প্রথম বাংলা অনুবাদ করেন কে? | ভাই গিরিশচন্দ্র সেন |
১৯৭ | সোনালী কাবিন এর রচয়িতা কে? | আল মাহমুদ |
১৯৮ | রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন? | বসন্ত |
১৯৯ | ট্রাজেডি কমেডি এবং ফার্সের মূল পার্থক্য? | জীবন অনুভূতির গভীরতায় |
২০০ | সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত এই উক্তিটি কার? | প্রমথ চৌধুরী |
২০১ | বাংলা সাহিত্যে ভোরের পাখি বলা হয় কাকে? | বিহারীলাল চক্রবর্তী |
২০২ | বাংলা সাহিত্যে প্রথম মুসলিম নাট্যকার রচিত নাট্যগ্রন্থ কোনটি? | বসন্তকুমারী |
২০৩ | আমির হামজা রচনা করেন? | ফকির গরীবুল্লাহ |
২০৪ | স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় চরণটি কার? | রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় |
২০৫ | বটতলার পুঁথি বলতে কি বুঝায়? | দোভাষী বাংলায় রচিত পুঁথি সাহিত্য |
২০৬ | মধুসূদন দত্ত রচিত বীরাঙ্গনা কি? | পত্র কাব্য |
২০৭ | রোহিনী কোন উপন্যাসের নায়িকা? | কৃষ্ণকান্তের উইল |
২০৮ | রূপসী বাংলার কবি কে? | জীবনানন্দ দাশ |
২০৯ | বাংলা সাহিত্যের সর্বাধিক সমৃদ্ধধারা কোনটি? | গীতি কবিতা |
২১০ | মোদের গর্ব মোদের আশা আ মরি বাংলা ভাষা- রচয়িতা কে? | অতুলপ্রসাদ সেন |
২১১ | রাজলক্ষ্মী চরিত্রের স্রষ্টা উপন্যাসিক? | শরৎচন্দ্র চট্টোপাধ্যায় |
২১২ | চাচা কাহিনীর লেখক? | সৈয়দ মুজতবা আলী |
২১৩ | মোস্তফা চরিত গ্রন্থের রচয়িতা? | মাওলানা আকরম খান |
২১৪ | শেষের কবিতার রবীন্দ্রনাথ রচিত? | উপন্যাস |
২১৫ | বাংলায় টি এস এলিয়টের কবিতার প্রথম অনুবাদক কে? | বিষ্ণুদে |
সম্পর্কিত প্রশ্নাবলী (FAQ)
বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি?
দুর্গেশনন্দিনী
বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কে?
চন্দ্রাবতী
বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কোনটি?
আলালের ঘরে দুলাল
বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি কে?
মাইকেল মধুসূদন দত্ত
মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ নিদর্শন কোনটি?
শ্রীকৃষ্ণকীর্তন
বাংলা সাহিত্যের প্রথম ট্রাজেডি নাটক কোনটি?
কৃষ্ণকুমারী
বাংলা সাহিত্যের প্রথম মুসলিম মহিলা কবি কে?
রহিমুন্নিসা
বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক কে?
প্রমথ চৌধুরী
বাংলা সাহিত্যের সর্বাধিক সমৃদ্ধ ধারা কোনটি?
গীতি কবিতা
যুগ সন্ধিক্ষণের কবি কে?
ঈশ্বরচন্দ্র গুপ্ত
Related Posts
- আন্তর্জাতিক সম্পর্কিত ১৫০টি গুরুত্বপূর্ন সাধারণ জ্ঞান (চাকরির পরীক্ষার জন্য)
- ভৌগোলিক উপনাম বিভিন্ন পরীক্ষায় আসা তালিকাসহ
- ৪৬ তম বিসিএস প্রশ্ন সমাধান (বিষয়ভিত্তিক সমাধান)
- ছোটদের সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর বাংলাদেশ সম্পর্কে
- পারিভাষিক শব্দ তালিকা চাকরি ও বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার জন্য
- কর্তৃ কারক চেনার উপায় ও কর্তৃকারক MCQ প্রশ্ন উত্তর
- মেট্রোরেল সম্পর্কে ১০ টি বাক্য বাংলায় ও ইংরেজিতে
- বঙ্গবন্ধু টানেল সম্পর্কে সাধারণ জ্ঞান ৬০টি প্রশ্ন ও উত্তরসহ
- স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কে ১০টি বাক্য বাংলায় ও ইংরেজিতে
- গুরুত্বপূর্ণ সন্ধি বিচ্ছেদ বিভিন্ন পরীক্ষায় আসার জন্য