বাংলা ভাষার জন্মকথা MCQ | বহুনির্বাচনি প্রশ্ন উত্তর

‘বাংলা ভাষার জন্মকথা’ প্রবন্ধে লেখক হুমায়ুন আজাদ বাংলা ভাষার উৎপত্তি সম্পর্কে আলোচনা করেছেন। ভাষার ধর্ম বদলে যাওয়া। মানুষের মুখে মুখে বদলে যায় ভাষার ধ্বনি। শব্দেরও বদল ঘটে এবং সে সঙ্গে শব্দের অর্থেরও। এই পোস্টে বাংলা ভাষার জন্মকথা MCQ | বহুনির্বাচনি প্রশ্ন উত্তর লিখে দিলাম।

বাংলা ভাষার জন্মকথা mcq

সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন

১। ভাষার প্রধান ধর্ম কী?
ক) অপরূপ থাকা
খ) বদলে যাওয়া
গ) অপরিবর্তিত থাকা
ঘ) স্বরূপে থাকা
উত্তর: খ) বদলে যাওয়া

২। শব্দ রূপের পরিবর্তন ঘটলে কোনটি অনিবার্যভাবে বদলাবে?
ক) চেহারা
খ) আকৃতি
গ) সৌন্দর্য
ঘ) অর্থ
উত্তর: ঘ) অর্থ

৩। কোন ভাষার অনেক শব্দ বাংলা ভাষায় আছে?
ক) হিন্দি
খ) সংস্কৃত
গ) পশতু
ঘ) হিব্রু
উত্তর: খ) সংস্কৃত

৪। ‘সংস্কৃতের দুষ্টু মেয়ে’ বলতে কাকে বোঝানো হয়েছে?
ক) বাংলা
খ) হিন্দি
গ) ফারসি
ঘ) ওড়িয়া
উত্তর: ক) বাংলা

৫। উনিশ শতকে কোন ভাষার সঙ্গে বাংলার সম্পর্ক সবচেয়ে দুর্বল ছিল?
ক) হিন্দি
খ) প্রাকৃত
গ) সংস্কৃত
ঘ) আরবি
উত্তর: গ) সংস্কৃত

৬। নিয়ম দ্বারা শাসিত এককথায় কী বলা হয়?
ক) স্বাধীন
খ) বিধিবদ্ধ
গ) অধীন
ঘ) ঘরীতি
উত্তর: খ) বিধিবদ্ধ

৭। ‘দুর্বোধ্য’ শব্দটির বিপরীত কোনটি?
ক) অসাধ্য
খ) অনিয়মিত
গ) পারঙ্গম
ঘ) সহজসাধ্য
উত্তর: ঘ) সহজসাধ্য

৮। ভারতীয় আর্যভাষার শেষ স্তরের নাম কী?
ক) বৈদিক
খ) সংস্কৃত
গ) প্রাকৃত
ঘ) অপভ্রংশ
উত্তর: ঘ) অপভ্রংশ

৯। প্রাকৃত ভাষাগুলোর শেষ স্তরের নাম কী?
ক) অপভ্রংশ
খ) বৈদিক
গ) মাগধী প্রাকৃত
ঘ) গৌড়ী প্রাকৃত
উত্তর: ক) অপভ্রংশ

১০। প্রাকৃত ভাষা মূলত কোন ধরণের ভাষা?
ক) কথ্য ভাষা
খ) লেখ্য ভাষা
গ) শুদ্ধ ভাষা
ঘ) নতুন ভাষা
উত্তর: ক) কথ্য ভাষা

১১। হুমায়ুন আজাদ কখন জন্মগ্রহণ করেন?
ক) ১৯৪৬ খ্রিস্টাব্দে
খ) ১৯৪৮ খ্রিস্টাব্দে
গ) ১৯৪৭ খ্রিস্টাব্দে
ঘ) ১৯৪৯ খ্রিস্টাব্দে
উত্তর: গ) ১৯৪৭ খ্রিস্টাব্দে

১২। হুমায়ুন আজাদ কোন জেলায় জন্মগ্রহণ করেন?
ক) সুনামগঞ্জ
খ) মানিকগঞ্জ
গ) কুমিল্লা
ঘ) মুন্সীগঞ্জ
উত্তর: ঘ) মুন্সীগঞ্জ

১৩। রাড়িখাল গ্রামে জন্মগ্রহণ করেছেন কে?
ক) হুমায়ুন আজাদ
খ) হুমায়ূন আহমেদ
গ) শামসুর রাহমান
ঘ) আল মাহমুদ
উত্তর: ক) হুমায়ুন আজাদ

১৪। হুমায়ুন আজাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের কী পদে ছিলেন?
ক) অধ্যাপক
খ) কর্মচারী
গ) রেজিস্ট্রার
ঘ) উপাচার্য
উত্তর: ক) অধ্যাপক

১৫। সমাজের উচ্চ শ্রেণির মানুষরা কোন ভাষায় লিখতেন?
ক) সংস্কৃত
খ) বাংলা
গ) প্রাকৃত
ঘ) মারাঠি
উত্তর: ক) সংস্কৃত

১৬। পূর্ব মাগধী অপভ্রংশ থেকে কোন ভাষার উদ্ভব হয়েছে?
ক) বাংলা
খ) মাগধি
গ) মৈথিলি
ঘ) ভোজপুরি
উত্তর: ক) বাংলা

১৭। নিচের কোনটি আধুনিক ভারতীয় আর্যভাষা?
ক) হিন্দি
খ) বৈদিক
গ) সংস্কৃত
ঘ) আসামি
উত্তর: ক) হিন্দি

১৮। ভারতীয় আর্যভাষার স্তর কয়টি?
ক) তিনটি
খ) পাঁচটি
গ) চারটি
ঘ) ছয়টি
উত্তর: ক) তিনটি

১৯। ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎপত্তি কোন ভাষা থেকে?
ক) গৌড়ী প্রাকৃত
খ) মাগধী প্রাকৃত
গ) সংস্কৃত
ঘ) সৌরসেনী প্রাকৃত
উত্তর: ক) গৌড়ী প্রাকৃত

২০। ‘অলৌকিক ইস্টিমার’ নামক কাব্যগ্রন্থের রচয়িতা কে?
ক) হুমায়ুন আজাদ
খ) আল মাহমুদ
গ) শামসুর রাহমান
ঘ) রফিক আজাদ
উত্তর: ক) হুমায়ুন আজাদ

২১। ‘শামসুর রাহমান নিঃসঙ্গ শেরপা’ কী ধরনের গ্রন্থ?
ক) গল্প
খ) উপন্যাস
গ) গবেষণা
ঘ) প্রবন্ধ
উত্তর: গ) গবেষণা

২২। হুমায়ুন আজাদের কাব্যগ্রন্থ কোনটি?
ক) লালনীল দীপাবলি
খ) বাক্যতত্ত্ব
গ) কিশলয়
ঘ) জ্বলো চিতাবাঘ
উত্তর: ঘ) জ্বলো চিতাবাঘ

২৩। সাহিত্যে বিশেষ অবদানের জন্য হুমায়ুন আজাদ কোন পুরস্কার লাভ করেছেন?
ক) বাংলা একাডেমি পুরস্কার
খ) একুশে পদক
গ) স্বাধীনতা পুরস্কার
ঘ) সাহিত্য পুরস্কার
উত্তর: ক) বাংলা একাডেমি পুরস্কার

২৪। হুমায়ুন আজাদ মৃত্যুবরণ করেন কখন?
ক) ২০০১ খ্রিস্টাব্দে
খ) ২০০২ খ্রিস্টাব্দে
গ) ২০০৩ খ্রিস্টাব্দে
ঘ) ২০০৪ খ্রিস্টাব্দে
উত্তর: ঘ) ২০০৪ খ্রিস্টাব্দে

২৫। হুমায়ুন আজাদ কোথায় মৃত্যুবরণ করেন?
ক) ভারতে
খ) প্যারিসে
গ) জার্মানিতে
ঘ) ইতালিতে
উত্তর: গ) জার্মানিতে

২৬। খ্রিষ্টপূর্ব ৪০০ অব্দের আগে ব্যাকরণবিদদের গড়ে তোলা মানসম্পন্ন ভাষা কোনটি ছিল?
ক) পালি
খ) বাংলা
গ) সংস্কৃত
ঘ) হিন্দি
উত্তর: গ) সংস্কৃত

২৭। বেদের ভাষা অব্যবহারে দুর্বোধ্য হয়ে গেলে ব্যাকরণবিদরা যে বিধিবদ্ধ ভাষা তৈরি করেন তার নাম কী?
ক) বাংলা
খ) সংস্কৃত
গ) বঙ্গকামরূপী
ঘ) প্রাকৃত
উত্তর: খ) সংস্কৃত

২৮। বাংলা ভাষার উৎস কোন ভাষা থেকে?
ক) বৈদিক
খ) সংস্কৃত
গ) প্রাকৃত
ঘ) অপভ্রংশ
উত্তর: ঘ) অপভ্রংশ

২৯। “বাংলা ভাষা পূর্ব-মাগধী অপভ্রংশ থেকে উদ্ভুত হয়েছে”—এই মত কার?
ক) ড. মুহম্মদ শহীদুল্লাহ
খ) ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
গ) ড. মুহম্মদ এনামুল হক
ঘ) ড. হুমায়ুন আজাদ
উত্তর: খ) ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়

৩০। নিচের কোনটি মধ্যভারতীয় আর্যভাষা হিসেবে বিবেচিত?
ক) প্রাকৃত
খ) অপভ্রংশ
গ) সংস্কৃত
ঘ) বৈদিক সংস্কৃত
উত্তর: ক) প্রাকৃত

৩১। ‘বিধিবদ্ধ, পরিশীলিত ও শুদ্ধ ভাষা’ বলতে কোনটি বোঝানো হয়?
ক) প্রাকৃত
খ) অপভ্রংশ
গ) সংস্কৃত
ঘ) বাংলা
উত্তর: গ) সংস্কৃত

৩২। যিশুর জন্মের আগে ভারতীয় আর্যভাষার কতটি স্তর বিদ্যমান ছিল?
ক) একটি
খ) দুটি
গ) তিনটি
ঘ) চারটি
উত্তর: গ) তিনটি

৩৩। ভাষা বদলানোর প্রধান কারণ কী?
ক) মাধুর্যের জন্য
খ) সৌন্দর্যের জন্য
গ) গতিশীলতার জন্য
ঘ) ছন্দময়তার জন্য
উত্তর: গ) গতিশীলতার জন্য

৩৪। ‘বাক্যতত্ত্ব’ গ্রন্থের লেখক কে?
ক) সুনীতিকুমার চট্টোপাধ্যায়
খ) মুহম্মদ শহীদুল্লাহ
গ) হুমায়ুন আজাদ
ঘ) হুমায়ূন আহমেদ
উত্তর: গ) হুমায়ুন আজাদ

৩৫। বৈদিক সংস্কৃত ভাষার প্রচলনকাল কোন সময়কে ধরা হয়?
ক) খ্রিষ্টপূর্ব ১৪০০ অব্দ থেকে ৮০০ অব্দ
খ) খ্রিষ্টপূর্ব ১২০০ অব্দ থেকে ৮০০ অব্দ
গ) খ্রিষ্টপূর্ব ১০০০ অব্দ থেকে ৪০০ অব্দ
ঘ) খ্রিষ্টপূর্ব ৮০০ অব্দ থেকে ৪০০ অব্দ
উত্তর: খ) খ্রিষ্টপূর্ব ১২০০ অব্দ থেকে ৮০০ অব্দ

৩৬। বাংলা ভাষার উদ্ভব ও বিকাশ বিষয়ক বিস্তৃত ইতিহাস কার লেখা?
ক) ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
খ) ড. মুহম্মদ শহীদুল্লাহ
গ) ড. আব্দুল হাই
ঘ) ড. দীনেশচন্দ্র সেন
উত্তর: খ) ড. মুহম্মদ শহীদুল্লাহ

৩৭। মাগধী প্রাকৃত থেকেই বাংলার জন্ম হয়েছে—এই মত কার?
ক) ড. মুহম্মদ শহীদুল্লাহ
খ) জর্জ আব্রাহাম গ্রিয়ারসন
গ) হুমায়ুন আজাদ
ঘ) দীনেশচন্দ্র সেন
উত্তর: খ) জর্জ আব্রাহাম গ্রিয়ারসন

৩৮। ভারতীয় আর্যভাষার প্রাথমিক স্তর কোনটি?
ক) বৈদিক
খ) প্রাকৃত
গ) আসামি
ঘ) বাংলা
উত্তর: ক) বৈদিক

৩৯। সাধারণ মানুষের কাছে দুর্বোধ্য ছিল কোন ভাষা?
ক) বৈদিক ভাষা
খ) আদি বৈদিক ভাষা
গ) শুদ্ধ ভাষা
ঘ) প্রাকৃত ভাষা
উত্তর: ক) বৈদিক ভাষা

৪০। নিচের কোনটি ‘উৎপত্তি’ শব্দের সমার্থক নয়?
ক) জন্ম
খ) সূচনা
গ) উৎপন্ন
ঘ) শুরু
উত্তর: গ) উৎপন্ন

৪১। সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের কথ্য ভাষা কোনটি ছিল?
ক) প্রাকৃত
খ) সংস্কৃত
গ) বৈদিক
ঘ) আর্যভাষা
উত্তর: ক) প্রাকৃত

৪২। জর্জ আব্রাহাম গ্রিয়ারসন ও সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মধ্যে কী মিল পাওয়া যায়?
ক) দুজনেই ভাষাবিদ
খ) দুজন একই দেশের মানুষ
গ) দুজনেই বাংলা ভাষার গবেষক
ঘ) উভয়েই ভাষাবিদ এবং বাংলা ভাষার গবেষক
উত্তর: ঘ) উভয়েই ভাষাবিদ এবং বাংলা ভাষার গবেষক

৪৩। “মায়ের কথার মতো” কোন ভাষাকে বলা হয়েছে?
ক) সংস্কৃত
খ) মারাঠি
গ) প্রাকৃত
ঘ) বাংলা
উত্তর: ঘ) বাংলা

৪৪। বৈদিক ও সংস্কৃতকে কী নামে ডাকা হয়?
ক) মধ্য ভারতীয় আর্যভাষা
খ) নব্য ভারতীয় আর্যভাষা
গ) প্রাচীন ভারতীয় আর্যভাষা
ঘ) ভারত-ইউরোপীয় ভাষা
উত্তর: গ) প্রাচীন ভারতীয় আর্যভাষা

৪৫। সংস্কৃত ভাষা কোন খ্রিষ্টপূর্ব শতকে বিধিবদ্ধ হয়েছিল?
ক) খ্রিষ্টপূর্ব ২০০
খ) খ্রিষ্টপূর্ব ৩০০
গ) খ্রিষ্টপূর্ব ৪০০
ঘ) খ্রিষ্টপূর্ব ৫০০
উত্তর: গ) খ্রিষ্টপূর্ব ৪০০

৪৬। বাংলার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে কোন ভাষাগুলোর?
ক) আসামি ও গুজরাটি
খ) ওড়িয়া ও মারাঠি
গ) আসামি ও ওড়িয়া
ঘ) ওড়িয়া ও পাঞ্জাবি
উত্তর: গ) আসামি ও ওড়িয়া

৪৭। ঋগ্বেদের মন্ত্রগুলো কোন ভাষার প্রাচীন রূপে পাওয়া যায়?
ক) ইন্দো-ইউরোপীয় আর্যভাষা
খ) প্রাচীন ভারতীয় আর্যভাষা
গ) মধ্য ভারতীয় আর্যভাষা
ঘ) আধুনিক ভারতীয় আর্যভাষা
উত্তর: খ) প্রাচীন ভারতীয় আর্যভাষা

৪৮। বাংলার সাথে আসামি ও ওড়িয়ার ঘনিষ্ঠ সম্পর্কের কারণ কী?
ক) তিনটি ভাষাই কাছাকাছি অঞ্চলে বলা হয়
খ) তিনটি ভাষার উৎপত্তি পূর্ব মাগধী অপভ্রংশ থেকে
গ) তিনটি ভাষার উৎস বেদ থেকে
ঘ) ভাষার নীতিমালা একই রকম হওয়ায়
উত্তর: খ) তিনটি ভাষার উৎপত্তি পূর্ব মাগধী অপভ্রংশ থেকে

৪৯। ‘মাগধী প্রাকৃতের কোনো পূর্বাঞ্চলীয় রূপ থেকে জন্ম নেয় বাংলা ভাষা’—এই মত কার?
ক) পাণিনি
খ) সুনীতিকুমার চট্টোপাধ্যায়
গ) ড. মুহম্মদ শহীদুল্লাহ
ঘ) আব্রাহাম গ্রিয়ারসন
উত্তর: ঘ) আব্রাহাম গ্রিয়ারসন

৫০। “গৌড়ী অপভ্রংশ থেকে উৎপত্তি ঘটে বাংলা ভাষার”—মন্তব্যটি করেন কে?
ক) আব্রাহাম গ্রিয়ারসন
খ) পাণিনি
গ) ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
ঘ) ড. মুহম্মদ শহীদুল্লাহ
উত্তর: ঘ) ড. মুহম্মদ শহীদুল্লাহ

বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন

৫১। লেখকের মতে সংস্কৃত ভাষা ছিল-
i. বিধিবন্ধ
ii. পরিশীলিত
iii. শুদ্ধ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: ঘ) i, ii ও iii

৫২। ভাষাবিদ, পণ্ডিত ও গবেষক হিসেবে খ্যাতি লাভ করেন-
i. ড. মুহম্মদ শহীদুল্লাহ
ii. পাণিনি
iii. ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: খ) i ও iii

৫৩। ‘বাংলা ভাষার জন্মকথা’ রচনায় প্রকাশ পেয়েছে বাংলা ভাষার-
i. উৎপত্তির তথ্য
ii. বিকাশের দিক
iii. পরিণতির কথা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: ক) i ও ii

৫৪। নিচের কোনটি আধুনিক ভারতীয় আর্যভাষা?
i. বাংলা
ii. হিন্দি
iii. মারাঠি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: ঘ) i, ii ও iii

৫৫। প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষার জন্ম এ প্রাকৃত ভাষার বৈশিষ্ট্য হচ্ছে-
i. এটি দৈনন্দিন জীবনের ভাষা
ii. এটি সাধারণ মানুষের ব্যবহার্য ভাষা
iii. এটি উচ্চ শ্রেণির ভাষা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: ক) i ও ii

৫৬। ‘প্রাকৃত ভাষা’ হচ্ছে-
i. গণমানুষের ভাষা
ii. শিক্ষিতজনের ভাষা
iii. অঞ্চল বিশেষের মানুষের ভাষা
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) i ও ii
গ) iii
ঘ) ii ও iii
উত্তর: ক) i

৫৭। কালের বিবর্তনে পরিবর্তন ঘটে ভাষার
i. শব্দের
ii. ধ্বনির
iii. অর্থের
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: ঘ) i, ii ও iii

৫৮। সাধারণ মানুষের কাছে বৈদিক ভাষা দুর্বোধ্য হয়ে ওঠার সর্বাপেক্ষা গ্রহণযোগ্য অভিমত হলো-
i. ভাষা বদলে যাওয়ায়
ii. শতাব্দীর পর শতাব্দী পার হওয়ায়
iii. শ্লোকগুলো পরিশীলিত নয় বলে
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) i ও ii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: ক) i

Related Posts

Leave a Comment