বাংলা ভাষার জন্মকথা সৃজনশীল প্রশ্ন উত্তর – ৮ম শ্রেণির বাংলা

‘বাংলা ভাষার জন্মকথা’ প্রবন্ধে লেখক হুমায়ুন আজাদ বাংলা ভাষার শুরু ও পরিবর্তনের কথা বলেছেন। লেখক বলেন, মানুষের কথায় কথায় ভাষার ধ্বনি, গঠন আর মানে বদলে যায়। ভাষা সময় ও জায়গার কারণে অনেক ধাপে রূপ পাল্টায়। এই পোস্টে বাংলা ভাষার জন্মকথা সৃজনশীল প্রশ্ন উত্তর – ৮ম শ্রেণির বাংলা লিখে দিলাম।

বাংলা ভাষার জন্মকথা সৃজনশীল প্রশ্ন উত্তর

সৃজনশীল প্রশ্নঃ ১। [বোর্ড বইয়ের প্রশ্ন]
ইফতি পিয়া অষ্টম শ্রেণির ছাত্রী। একদিন বাংলা ব্যাকরণে ভাষার বিভিন্ন বৈশিষ্ট্য পড়ার সময় দুটো বৈশিষ্ট্যের দিকে ওর নজর আটকে গেল। বৈশিষ্ট্য দুটি হলো-
(১) ভাষা যত কঠিন শব্দ দিয়েই শুরু হোক না কেন, ক্রমান্বয়ে ব্যবহারের ফলে তা সহজ ও সরল হয়ে ওঠে। যেমন- চক্র > চক্ক > চাকা, চর্মকার > চম্মআর > চামার, হস্ত > হথ > হাত ইত্যাদি। একসময় এরকম সরলীকরণ হতে হতে একটি নতুন ভাষারই উদ্ভব হয়।
(২) কালের পরিক্রমায় একটি ভাষা স্থানিক ও কালিক বিভিন্ন বৈশিষ্ট্য ধারণ করে বহুরূপী হয়ে ওঠে। যেমন- ইন্দো-ইউরোপীয় ভাষাবংশ থেকে সারা পৃথিবীতে বর্তমানে প্রায় সাড়ে তিন হাজারের মতো ভাষা ছড়িয়ে পড়েছে। ইফতি পিয়া ভাবতে থাকে।

ক. ‘সংস্কৃত’ শব্দের অর্থ কী?

খ. একদল লোক বাংলাকে ‘সংস্কৃতের মেয়ে’ মনে করত কেন?

গ. অনুচ্ছেদের ১ নং বৈশিষ্ট্যটির মধ্য দিয়ে ‘বাংলা ভাষার। জন্মকথা’ প্রবন্ধের কোন দিকটি প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা কর।

ঘ. ইফতি পিয়ার পঠিত ২ নং বৈশিষ্ট্যটি ‘বাংলা ভাষার জন্মকথা’ প্রবন্ধের আলোকে বিশ্লেষণ কর।

উত্তরঃ

ক. ‘সংস্কৃত’ শব্দের আভিধানিক অর্থ মার্জিত, সংশোধিত বা পরিমার্জিত করা হয়েছে এমন।

খ. সংস্কৃত ভাষার অনেক শব্দ বাংলা ভাষায় এসেছে, এ কারণেই একদল লোক বাংলাকে সংস্কৃতের মেয়ে মনে করত। কিছু লোক ভাবত, বাংলা হলো সংস্কৃতের দুষ্টু মেয়ে। বাংলা শব্দ এসেছে সংস্কৃত থেকে, কিন্তু এই মেয়ে মায়ের কথা মতো চলেনি। তাই বদলে গিয়ে অন্য রকম হয়েছে। তবে বেশিরভাগ ভাষাবিদ এই মত মানেননি।

গ. অনুচ্ছেদের ১ নং বৈশিষ্ট্যটির মধ্য দিয়ে ‘বাংলা ভাষার জন্মকথা’ প্রবন্ধের ভাষার পরিবর্তনশীলতার দিকটি প্রকাশ পেয়েছে।

ভাষা সবসময় বদলাতে থাকে। শুরুর সময় থেকে এখন পর্যন্ত ভাষা অনেক পরিবর্তন হয়েছে। তাই আগে ভাষা যেমন ছিল, এখন আর তেমন নেই।
‘বাংলা ভাষার জন্মকথা’ প্রবন্ধে হুমায়ুন আজাদ বলেছেন, ভাষার স্বভাবই বদলে যাওয়া। আমরা এখন যে বাংলায় কথা বলি, আগে তা এমন ছিল না, ভবিষ্যতেও এমন থাকবে না। মানুষের মুখে মুখে ব্যবহার হতে হতে ভাষার রূপ, অর্থ বা ধ্বনি বদলে যায়। উদ্দীপকেও বলা হয়েছে, ভাষা যত কঠিনই হোক, বারবার ব্যবহারে তা সহজ হয়ে যায়, যেমন— চক্র > চক > চাকা। তাই অনুচ্ছেদের ১ নম্বর বৈশিষ্ট্যে ভাষার এই পরিবর্তনশীল দিকটি দেখা যায়।

ঘ. ইফতি পিয়ার পঠিত ২ নং বৈশিষ্ট্যটি ‘বাংলা ভাষার জন্মকথা’ প্রবন্ধের আলোকে যথার্থ।

ভাষা সবসময় বদলায়। মানুষের মুখে মুখে ভাষার ধ্বনি, রূপ বা অর্থ পরিবর্তিত হয়। পৃথিবীর প্রতিটি ভাষার বর্তমান রূপ আসলে তার আগের রূপের বদলানো ফল।

‘বাংলা ভাষার জন্মকথা’ প্রবন্ধে লেখক বলেছেন, সময় ও জায়গার কারণে ভাষার রূপ বদলায়। উদ্দীপকের ইফতি পিয়ার পড়া ২ নম্বর বৈশিষ্ট্যেও বলা হয়েছে, সময়ের সাথে একটি ভাষা অনেক রূপ ধারণ করে। সেখানে ইন্দো-ইউরোপীয় ভাষাবংশের কথাও বলা হয়েছে। এই ভাষাবংশ থেকে ইউরোপ ও এশিয়ার বহু ভাষা তৈরি হয়েছে, যেগুলোর ধ্বনি ও শব্দে মিল আছে। যদিও সময় ও স্থানের কারণে পার্থক্য হয়, তবুও একই ভাষাবংশের হওয়ায় মিলও থাকে। তাই ইফতি পিয়ার ২ নম্বর বৈশিষ্ট্য প্রবন্ধের কথার সাথেই মিলে।


সৃজনশীল প্রশ্নঃ ২। [জে. এস. সি. পরীক্ষা রাজশাহী বোর্ড ২০১৪]
অষ্টম শ্রেণির বাংলা ক্লাসে শিক্ষক বলেন, সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষার উৎপত্তি ঘটেনি। কিছু সংস্কৃত শব্দ বাংলা ভাষায় ব্যবহার হলেও প্রকৃতপক্ষে এ ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়নি। তার অনেক কারণ আছে। সংস্কৃত হলো মৃতভাষা। সাধারণ মানুষ কথা বলত বিভিন্ন রকম প্রাকৃত ভাষায়। প্রাকৃতের পরবর্তী রূপ অপভ্রংশ।

এই অপভ্রংশ থেকে বিভিন্ন ভাষার মতোই বাংলা ভাষার জন্ম হয়েছে। ভাষাপণ্ডিতগণও তাই প্রমাণ করেছেন।

ক. পৃথিবীর আদি ভাষাগোষ্ঠীর নাম কী?

খ. কীভাবে একটি নতুন ভাষার জন্ম হয়?

গ. সংস্কৃতকে মৃতভাষা বলার কারণ ‘বাংলা ভাষার জন্মকথা’ প্রবন্ধের আলোকে ব্যাখ্যা কর।

ঘ. ভাষাপণ্ডিতগণ কীভাবে বাংলা ভাষার জন্ম ইতিহাস প্রমাণ করেছেন? উদ্দীপক ও ‘বাংলা ভাষার জন্মকথা’ প্রবন্ধের আলোকে বিশ্লেষণ কর।
সৃজনশীল প্রশ্নঃ ৩।
ভাষা পরিবর্তনের মুখ্য কারণ ধ্বনির পরিবর্তন। অবশ্য ভাষা পরিবর্তনের বিভিন্ন কারণ বিদ্যমান। ভাষা পরিবর্তনের প্রধান কারণ উচ্চারণ পদ্ধতি ও ধ্বনির শ্রুতিগত দিকের পরিবর্তন বা বিকৃতিগত দিক। ভাষা পরিবর্তনের যে বিভিন্ন কারণ ক্রিয়াশীল, সেগুলি পর্যালোচনার পর ভাষা পরিবর্তনের প্রকৃতিকে দু’দিক থেকে নির্দেশ করা যায়: নিয়মিত ও অনিয়মিত ভাষা পরিবর্তন। যেক্ষেত্রে পরিবর্তনের কারণ সর্বত্র নির্দিষ্টভাবে নির্দেশ করা সম্ভব, সেখানে ভাষা পরিবর্তনের দিক নির্দিষ্ট ধ্বনি পরিবর্তনরূপে চিহ্নিত করা যায়।

ক. ‘অলৌকিক ইস্টিমার’ কাব্যগ্রন্থের রচয়িতা কে?

খ. এক হাজার বছর পর বাংলা ভাষা ঠিক এমন থাকবে না। কেন? বুঝিয়ে লেখ।

গ. উদ্দীপকের সঙ্গে ‘বাংলা ভাষার জন্মকথা’ প্রবন্ধের সাদৃশ্যের দিকটি ব্যাখ্যা কর।

ঘ. “উদ্দীপকটি ‘বাংলা ভাষার জন্মকথা’ প্রবন্ধের সম্পূর্ণ অংশের প্রতিনিধিত্ব করে না।”- মন্তব্যটির সত্যতা যাচাই কর।
সৃজনশীল প্রশ্নঃ ৪।
ভাষার জন্ম জীবের জন্মের ন্যায় নয়। অমুক সন তারিখে অমুক ভাষার জন্ম হইয়াছে, এরূপ কথা আমরা বলতে পারি না। ভাষা নদী। প্রবাহের ন্যায়, বিভিন্ন স্থানে তাহার বিভিন্ন নাম। যখন একটা ভাষা। প্রবাহের মধ্যে কোনও সময়ের ভাষা তাহার পরবর্তী ভাষাভাষীদিগের নিকট একটি নতুন ভাষা বলিয়া বোধ হয়, তখন তাহার নূতন নামকরণ হইয়া থাকে।

ক. ‘শতাব্দী’ শব্দের অর্থ কী?

খ. ‘প্রাকৃত ভাষা’ বলতে কী বোঝ?

গ. উদ্দীপকের সঙ্গে ‘বাংলা ভাষার জন্মকথা’ প্রবন্ধের পার্থক্য দেখাও।

ঘ. উদ্দীপকের বক্তব্য ‘বাংলা ভাষার জন্মকথা’ প্রবন্ধের আলোকে প্রমাণ কর।
সৃজনশীল প্রশ্নঃ ৫।
ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ বাঙলা ভাষার জন্মলগ্নের খোঁজে একটু বেশি অতীতে যেতে ভালোবাসেন। তিনি মনে করেন ৬৫০ খ্রিস্টাব্দের কাছাকাছি কোনো সময়ে, অর্থাৎ সপ্তম শতকে, গৌড়ী প্রাকৃত থেকে জন্ম নিয়েছিলো আধুনিকতম প্রাকৃত বাংলা ভাষা।

ক. ভারতীয় আর্যভাষার স্তর কয়টি?

খ. ‘ভাষার ধর্মই বদলে যাওয়া’- কথাটি বুঝিয়ে লেখ।

গ. কোন দিক দিয়ে উদ্দীপকের সঙ্গে ‘বাংলা ভাষার জন্মকথা’ প্রবন্ধের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর।

ঘ. তুমি কি মনে কর উদ্দীপকটি ‘বাংলা ভাষার জন্মকথা’ প্রবন্ধটিকে সম্পূর্ণভাবে প্রতিনিধিত্ব করে? তোমার মতামত দাও।
সৃজনশীল প্রশ্নঃ ৬।
বাংলা ভাষা গোড়া পত্তনের যুগে সামান্য সংখ্যক শব্দ নিয়ে যাত্রা শুরু করলে নানা ভাষার সংস্পর্শে এসে এর শব্দসম্ভার বহুল পরিমাণে বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশে তুর্কি আগমন, মুসলিম শাসন ও ইংরেজ শাসনামলে প্রচুর আরবি, ফার্সি ও ইংরেজি শব্দ বাংলা ভাষায় প্রবেশ করে। বাংলা ভাষা এসব ভাষার শব্দগুলোকে আপন করে নিয়েছে।

ক. প্রাকৃত ভাষা কী?

খ. ‘বাংলা সংস্কৃতের মেয়ে’- ব্যাখ্যা কর।

গ. উদ্দীপকের সঙ্গে ‘বাংলা ভাষার জন্মকথা’ প্রবন্ধের সাদৃশ্য নির্ণয় কর।

ঘ. “অনুকরণ নয় বরং নিয়মতান্ত্রিকভাবে সৃষ্টি হয়েছে বাংলা ভাষা।” উদ্দীপক ও ‘বাংলা ভাষার জন্মকথা’ প্রবন্ধের। আলোকে উক্তিটির যথার্থততা নিরূপণ কর।
সৃজনশীল প্রশ্নঃ ৭।
ভাষা পরিবর্তনশীল। যে ভাষা পরিবর্তিত হতে পারে না, তা মরে যায়। আমরা এখন যে ভাষায় কথা বলি তা অনেক বছর ধরে পরিবর্তিত হয়ে আসছে। আমাদের বাংলা ভাষায় এখনও বিবর্তনের ধারা অব্যাহত আছে।

ক. প্রাকৃত ভাষাগুলোর শেষ স্তরের নাম কী?

খ. “সংস্কৃত ভাষাই বাংলার জননী”- কথাটি কেন বলা হয়েছে?

গ. উদ্দীপকের সঙ্গে ‘বাংলা ভাষার জন্মকথা’ প্রবন্ধের তুলনামূলক আলোচনা কর।

ঘ. “ভাষা পরিবর্তিত না হলে তা মরে যায়” উক্তিটির যথার্থতা উদ্দীপক ও ‘বাংলা ভাষার জন্মকথা’র আলোকে বিশ্লেষণ কর।
সৃজনশীল প্রশ্নঃ ৮।
i) উনিশ শতকের শেষের দিকে একজন বিদেশি পণ্ডিত জর্জ গ্রিয়ার্সন তাঁর একটি প্রবন্ধে প্রথম বলেন, ‘মাগধী প্রাকৃত’ নামক একটি ভারতীয় উপভাষার পূর্বাঞ্চলীয় বিশেষ এক রূপ থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে।

(ii) পুরাতন পণ্ডিতদের ধারণা ছিল সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে।

ক. প্রাকৃত ভাষাগুলোকে কী বলা হয়?

খ. বাংলা ভাষার উদ্ভব সম্পর্কে আব্রাহাম গ্রিয়ারসনের মতামত ব্যাখ্যা কর।

গ. (ii) নং উদ্দীপকে ‘বাংলা ভাষার জন্মকথা’ প্রবন্ধের প্রতিফলিত দিকটি তুলে ধর।

ঘ. ‘মাগধী প্রাকৃত থেকে বাংলা ভাষার জন্ম’- প্রবন্ধ ও উদ্দীপকের আলোকে উক্তিটির যথার্থতা নিরূপণ কর।

নিচে উত্তরসহ বাংলা ভাষার জন্মকথা প্রবন্ধের সৃজনশীল প্রশ্ন পিডিএফ ফাইল দেওয়া হল।

বাংলা ভাষার জন্মকথা সৃজনশীল প্রশ্ন উত্তর পিডিএফ

Related Posts

Leave a Comment