বিভিন্ন চাকরি ও বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলোতে বাংলা সাহিত্য ও বাংলা ব্যাকরণ থেকে অনেক প্রশ্ন থাকে। এসব প্রশ্নের সঠিক উত্তর করার জন্য আমাদের বাংলা বিষয় সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। আজকের পোস্টে আমরা বাংলা ব্যাকরণ প্রশ্ন বিগত বিসিএস পরীক্ষার তালিকা করে দিলাম।
বাংলা ব্যাকরণ প্রশ্ন (১০ম-৪৪তম বিসিএস)
বিসিএস প্রশ্ন যেহেতু চাকরির পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ তাই এগুলো সবার আগে মুখস্ত রাখতে হবে। এগুলো বেশিরভাগ পরীক্ষায় বারবার ঘুরে ফিরে আসে। নিচে ১০ম বিসিএস থেকে ৪৪তম বিসিএস পরীক্ষা পর্যন্ত বাংলা ব্যাকরণ বিষয়ে যতগুলো প্রশ্ন এসেছে, সবগুলো আপনাদের পড়ার সুবিধার জন্য তালিকা করে দিলাম।
Table of Contents
বাংলা ব্যাকরণ বিসিএস প্রশ্ন
| ক্রম | বাংলা ব্যাকরণ প্রশ্ন | উত্তর |
| ১ | মৃত্তিকা দিয়ে তৈরি কথাটি সংকোচন করলে হবে- | মৃন্ময় |
| ২ | অর্ধচন্দ্র কথাটির অর্থ কি? | গলা ধাক্কা দেওয়া |
| ৩ | হরতাল কোন ভাষা থেকে আগত শব্দ? | গুজরাটি শব্দ |
| ৪ | কোনটি জিগীষা’র সম্প্রসারিত প্রকাশ? | জয় করিবার ইচ্ছা |
| ৫ | ইতর বিশেষ বলতে বোঝায়- | পার্থক্য |
| ৬ | কেন্তমের কোন দুটি শাখা এশিয়ার অন্তর্গত? | হিত্তিক ও তুখারিক |
| ৭ | রবীন্দ্রনাথ কোন কারক বাদ দিতে চেয়েছিলেন? | সম্প্রদান কারক |
| ৮ | গড্ডালিকা প্রবাহ বাগধারায় গড্ডল শব্দের অর্থ কি? | ভেড়া |
| ৯ | বড় > বড্ড এটি কোন ধরনের পরিবর্তন? | ব্যঞ্জনদ্বিত্ব |
| ১০ | সপ্তকাণ্ড রামায়ণ বাগধারাটির অর্থ কি? | বৃহৎ বিষয় |
| ১১ | Attested শব্দের বাংলা পরিভাষা কি? | সত্যায়িত |
| ১২ | ডেকে ডেকে হয়রান হচ্ছি- এ বাক্যে ‘ডেকে ডেকে’ কোন অর্থ প্রকাশ করে? | পৌনঃপুনিকতা |
| ১৩ | আসমান কোন ভাষা থেকে আগত শব্দ? | ফার্সি |
| ১৪ | জিজীবিষা শব্দের অর্থ কি? | বেঁচে থাকার ইচ্ছা |
| ১৫ | যিনি বিদ্বান, তিনি সর্বত্র আদরণীয়- এটি কোন ধরনের বাক্য? | জটিল বাক্য |
| ১৬ | চিকিৎসাশাস্ত্র কোন সমাস? | কর্মধারায় |
| ১৭ | উদ্বাসন শব্দের অর্থ কি? | বাসভূমি থেকে বিতারিত হওয়া |
| ১৮ | মদ্যপদ লোপী কর্মধারয় সমাস কোনটি? | সিংহ চিহ্নিত আসন= সিংহাসন |
| ১৯ | বাক্যের দুটি অংশ থাকে- | উদ্দেশ্য বিধেয় |
| ২০ | যিনি ন্যায় শাস্ত্র জানেন এর এক কথায় প্রকাশিত রূপ হল- | নৈয়ায়িক |
| ২১ | ঐহিক এর বিপরীতার্থক শব্দ কোনটি? | পারত্রিক |
| ২২ | আমার জ্বর জ্বর লাগছে- ‘জ্বর জ্বর’ শব্দ দুটি অবিকৃতভাবে উচ্চারিত হওয়াকে বলে- | দ্বিরুক্ত শব্দ |
| ২৩ | কৃষ্টি শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয়- | কৃষ্ + তি |
| ২৪ | উলুবনে মুক্তা ছড়ানো এমন প্রচলিত শব্দ গুচ্ছ কে বলে- | প্রবাদ প্রবচন |
| ২৫ | মানুষের দেহের যেসব অঙ্গ-প্রত্যঙ্গ ধ্বনি তৈরিতে সহায়তা করে তাকে বলে- | বাক-প্রত্যঙ্গ |
| ২৬ | বাবা কোন ভাষার অন্তর্গত শব্দ? | তুর্কি |
| ২৭ | Notification এর বাংলা পরিভাষা কোনটি? | প্রজ্ঞাপন |
| ২৮ | অধিত্যকা এর বিপরীত শব্দ কোনটি? | উপত্যকা |
| ২৯ | বাঙালি উপভাষা অঞ্চল কোনটি? | বরিশাল |
| ৩০ | বাবা ছেলের দীর্ঘায়ু কামনা করলেন- এই পরোক্ষ উক্তির প্রত্যক্ষ রূপ কি হবে? | বাবা ছেলেকে বললেন তুমি দীর্ঘজীবী হও |
| ৩১ | এবার আমার একটি বিচিত্র অভিজ্ঞতা হল- এ বাক্য কোন ধরনের? | নির্দেশাত্মক |
| ৩২ | ধ্বনিতত্ত্ব ও শব্দতত্ত্বকে বাক্যে যথার্থভাবে ব্যবহার করার বিধানের নামই- | বাক্যতত্ত্ব |
| ৩৩ | ব্যঞ্জনধ্বনির সংক্ষিপ্ত রূপকে কি বলে? | ফলা |
| ৩৪ | ডিঙি টেনে বের করতে হবে- কোন ধরনের বাক্যের উদাহরণ? | ভাববাচ্য |
| ৩৫ | বাংলা ভাষায় প্রথম অভিধান সংকলন করেন কে? | রামচন্দ্র বিদ্যাবাগীশ |
| ৩৬ | সোমত্ত শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে? | সমর্থ |
| ৩৭ | নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধনীগুচ্ছ কে কি বলে? | অক্ষর |
| ৩৮ | বাক্যের ক্রিয়ার সাথে অন্যান্য পদের যে সম্পর্ক তাকে কি বলে? | কারক |
| ৩৯ | গির্জা কোন ভাষার শব্দ? | পর্তুগিজ |
| ৪০ | দ্বারা, দিয়া, কর্তৃক বাংলা ব্যাকরণ অনুযায়ী কোন বিভক্তি? | তৃতীয়া বিভক্তি |
| ৪১ | অভিরাম শব্দের অর্থ কি? | সুন্দর |
| ৪২ | শরতের শিশির বাগধারা শব্দটির অর্থ কি? | সুসময়ের বন্ধু |
| ৪৩ | শিবরাত্রির সলতে বাগধারাটির অর্থ কি | একমাত্র সন্তান |
| ৪৪ | প্রোষিতভর্তৃকা শব্দটির অর্থ কি? | যে নারীর স্বামী বিদেশ অবস্থান করে |
| ৪৫ | জোছ্না কোন শ্রেণীর শব্দ? | অর্ধ তৎসম |
| ৪৬ | জিজীবিষা শব্দটি দিয়ে বোঝায়- | বেঁচে থাকার ইচ্ছা |
| ৪৭ | অন্যের রচনা থেকে চুরি করাকে কি বলা হয়? | কুম্ভিলকবৃত্তি |
| ৪৮ | উর্ণনাভ শব্দটি দিয়ে কি বোঝায়? | মাকড়সা |
| ৪৯ | বিভক্তিহীন শব্দকে কি বলে? | প্রাতিপদিক |
| ৫০ | দুরাবস্থা শব্দটি সন্ধি বিচ্ছেদ করা হলে নিচের কোনটি পাওয়া যায়? | দুঃ + অবস্থা |
| ৫১ | তুমি তো ভারি সুন্দর ছবি আঁকো- বাক্যটিতে কোন প্রকারের অব্যয় ব্যবহৃত হয়েছে? | অনন্বয়ী অব্যয় |
| ৫২ | খনার বচন এর মূলভাব কি? | শুদ্ধ জীবন যাপন রীতি |
| ৫৩ | গিন্নী কোন শ্রেণীর শব্দ? | অর্ধতৎসম |
| ৫৪ | সূর্য শব্দের সমার্থক শব্দ কোনটি? | অর্ক |
| ৫৫ | হ্ম শব্দটি কিভাবে গঠিত হয়েছে? | হ্ + ম |
| ৫৬ | সদ্যোজাত এর শুদ্ধ সন্ধি বিচ্ছেদ কোনটি? | সদ্যঃ + জাত |
| ৫৭ | ব্যক্ত শব্দের বিপরীত শব্দ কোনটি? | গূঢ় |
| ৫৮ | বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক স্বরধ্বনি কয়টি? | সাতটি |
| ৫৯ | ‘Custom’ শব্দের পরিভাষা কোনটি যথার্থ? | প্রথা |
| ৬০ | ‘ঔ’ কোন ধরনের স্বরধ্বনি? | যৌগিক স্বরধ্বনি |
| ৬১ | ‘সমভিব্যাহারে’ শব্দটির অর্থ কী? | একযোগে |
| ৬২ | “মিথ্যাবাদীকে সবাই অপছন্দ করে”- বাক্যটিকে নেতিবাচক বাক্যে রূপান্তর করলে হয়- | মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না |
| ৬৩ | ‘Null and Void’ এর বাংলা পরিভাষা কী? | বাতিল |
| ৬৪ | ‘বন্ধন’ শব্দের সঠিক অক্ষর বিন্যাস কোনটি? | বন্ + ধন্ |
| ৬৫ | ‘রবীন্দ্র’-এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? | রবি + ইন্দ্র |
| ৬৬ | ‘হেড-মৌলভী’ কোন কোন ভাষার শব্দ যোগে গঠিত হয়েছে? | ইংরেজি + ফারসি |
| ৬৭ | “এ যে আমাদের চেনা লোক”- বাক্যে ‘চেনা’ কোন পদ? | বিশেষণ |
| ৬৮ | ‘প্রকর্ষ’ শব্দের সমার্থক শব্দ কি? | উৎকর্ষ |
| ৬৯ | ‘পরশ্ব’ শব্দটির অর্থ কী? | পরশু |
| ৭০ | বাংলা ভাষায় শব্দ সাধন হয় না নিম্নোক্ত কোন উপায়ে? | লিঙ্গ পরিবর্তন দ্বারা |
| ৭১ | ‘দ্বৈপায়ন’ শব্দের শুদ্ধ সন্ধি বিচ্ছেদ কোনটি? | দ্বীপ + আয়ন |
| ৭২ | ‘ঢাকের কাঠি’ বাগধারার অর্থ কি? | মোসাহেব |
| ৭৩ | ‘গৃহী’ শব্দের বিপরীতার্থক শব্দ- | সন্ন্যাসী |
| ৭৪ | Excise duty-এর পরিভাষা কোনটি? | আবগারি শুল্ক |
| ৭৫ | ‘বৃক্ষ’ শব্দের সমার্থক শব্দ কোনটি? | বিটপী |
| ৭৬ | ‘Subconscious’ শব্দটির বাংলা পারিভাষিক শব্দ হল- | অবচেতন |
| ৭৭ | ভাষার ক্ষুদ্রতম একক কোনটি? | ধ্বনি |
| ৭৮ | ‘মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি।’ এটি একটি- | জটিল বাক্য/ মিশ্র বাক্য |
| ৭৯ | উজবুক’ শব্দটি কোন ভাষা হতে বাংলা ভাষায় এসেছে? | তুর্কি |
| ৮০ | বাংলা ছন্দ প্রধানত কত প্রকার? | ৩ প্রকার |
| ৮১ | ‘Quarterly’ শব্দের অর্থ কী? | ত্রৈমাসিক |
| ৮২ | ‘শিখণ্ডী’ শব্দের অর্থ কী? | ময়ূর |
| ৮৩ | সাহিত্যে অলঙ্কার প্রধানত কত প্রকার? | ২ প্রকার |
| ৮৪ | ‘আফতাব’ শব্দের সমার্থক কোনটি? | অর্ক |
| ৮৫ | ‘অনীক’ শব্দের অর্থ কি? | সমুদ্র |
| ৮৬ | ‘বাগাড়ম্বর’ শব্দের সন্ধি বিচ্ছেদ- | বাক্ + আড়ম্বর |
| ৮৭ | বাংলা বর্ণমালায় স্বরবর্ণ কয়টি? | ১১টি |
| ৮৮ | ‘জনৈক’ শব্দটির সন্ধি বিচ্ছেদ কি? | জন + এক |
| ৮৯ | বাক্যের তিনটি গুণ কি কি? | আকাঙ্ক্ষা, আসত্তি ও যোগ্যতা |
| ৯০ | ‘তৎসম’ শব্দের ব্যবহার কোন রীতিতে বেশি হয়? | সাধু রীতি |
| ৯১ | বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন কে? | রাজা রামমোহন |
| ৯২ | ‘সমাস’ ভাষাকে কি করে? | সংক্ষেপ করে |
| ৯৩ | টি, টি, খানা ইত্যাদি কি? | পদাশ্রিত নির্দেশক |
| ৯৪ | ‘যেই তার দর্শন পেলাম, সেই আমরা প্রস্থান করলাম’- এটি কোন জাতীয় বাক্য? | মিশ্র বাক্য |
| ৯৫ | ‘নবান্ন’- শব্দটি কোন প্রক্রিয়ায় গঠিত | সমাস |
| ৯৬ | কে সর্বপ্রথম বাংলা টাইপ সহযোগে বাংলা ব্যাকরণ মুদ্রণ করেন? | ব্রাসি হ্যালহেড |
| ৯৭ | দাপ্তরিক কোন শব্দটি ইংরেজি ভাষা থেকে আগত? | এজেন্ট |
| ৯৮ | ‘চৌ-হদ্দি’ শব্দটি কোন কোন ভাষার শব্দ মিলে রয়েছে? | বাংলা + ফারসি |
| ৯৯ | ‘ক্ষীয়মান’-এর বিপরীত শব্দ কি? | বর্ধমান |
| ১০০ | ‘নষ্ট হওয়া স্বভাব যার’ এক কথায় হবে? | নশ্বর |
বাংলা ব্যাকরণ চাকরির প্রশ্ন বিসিএস পরীক্ষার
| ক্রম | বাংলা ব্যাকরণ প্রশ্ন | উত্তর |
| ১০১ | ‘সর্বাঙ্গে ব্যথা, ঔষধ দিব কোথা’ এখানে ‘ঔষধ শব্দ কোন কারকে কোন বিভক্তির উদাহরণ? | কর্মকারকে শূন্য |
| ১০২ | ‘যেহেতু তুমি বেশি নম্বর পেয়েছ, সুতরাং তুমি প্রথম হবে’ কোন ধরনের বাক্য? | জটিল |
| ১০৩ | ‘জঙ্গম’-এর বিপরীতার্থক শব্দ কি? | স্থাবর |
| ১০৪ | ‘উৎকর্ষতা’ কি কারণে অশুদ্ধ? | প্রত্যয়জনিত |
| ১০৫ | ‘তুমি না বলেছিলে আগামীকাল আসবে?’- এখানে ‘না’-এর ব্যবহার কি অর্থে? | হ্যাঁ-বাচক |
| ১০৬ | ‘কার মাথায় হাত বুলিয়েছ। এখানে ‘মাথা’ শব্দের অর্থ কি? | ফাঁকি দেওয়া |
| ১০৭ | ‘অক্ষির সমীপে’-এর সংক্ষেপণ কি? | সমক্ষ |
| ১০৮ | উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য কি? | উপসর্গ থাকে সামনে, প্রত্যয় থাকে পিছনে |
| ১০৯ | ‘তুমি এতক্ষণ কী করেছ?- এই বাক্যে ‘কী’ কোন পদ? | সর্বনাম |
| ১১০ | ‘আকাশে তো আমি রাখিনাই মোর উড়িবার ইতিহাস’- এই বাক্যে ‘আকাশে’ শব্দটি কোন কারকে কোন বিভক্তির উদাহরণ? | অধিকরণ কারকে সপ্তমী |
| ১১১ | ‘কাঁচি’ কোন ধরনের শব্দ? | তুর্কি |
| ১১২ | ‘হাত-ভারি’ বাগধারার অর্থ কি? | কৃপণ |
| ১১৩ | ‘লাজ’ কোন ধরনের শব্দ? | বিশেষ্য |
| ১১৪ | ‘প্রাতরাশ’ এর সন্ধি বিচ্ছেদ কি? | প্রাতঃ+ আশ |
| ১১৫ | ‘রামগরুড়ের ছানা’ কথাটির অর্থ কি? | গোমড়ামুখো লোক |
| ১১৬ | ‘বামেতর’ শব্দটির অর্থ কি? | ডান |
| ১১৭ | প্রথম বাংলা ‘থিসরাস’ বা ‘সমার্থক শব্দের অভিধান’ সংকলন করেছেন- | মুহম্মদ হাবিবুর রহমান |
| ১১৮ | ‘নিরানব্বইয়ের ধাক্কা’ বাগধারাটির অর্থ কি? | সঞ্চয়ের প্রবৃত্তি |
| ১১৯ | যে সমাসের ব্যাসবাক্য হয় না কিংবা তা করতে গেলে অন্য পদের সাহায্য নিতে হয়, তাকে কি বলা হয়? | নিত্য সমাস |
| ১২০ | ‘ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ’ কে রচনা করেন? | সুনীতিকুমার চট্টোপাধ্যায় |
| ১২১ | ‘বাংলা একাডেমি সংক্ষিপ্ত বাংলা অভিধান’ এর সম্পাদক কে? | আহমদ শরীফ |
| ১২২ | ‘ভিক্ষুকটা যে পিছনে লেগেই রয়েছে, কী বিপদ’। এই বাক্যের ‘কী’ এর অর্থ- | বিরক্তি |
| ১২৩ | ঢাকের কাঠি’ বাগধারার অর্থ কি? | তোষামুদে |
| ১২৪ | ‘বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত’ কার রচনা? | মুহম্মদ শহীদুল্লাহ |
| ১২৫ | ‘চাঁদের হাট’-অর্থ কি? | প্রিয়জন সমাগম |
| ১২৬ | ‘কর্মে যাহার ক্লান্তি নাই’ এই বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কি? | অক্লান্তকর্মী |
| ১২৭ | ‘যত বড় মুখ নয় তত বড় কথা’- এখানে ‘মুখ’বলতে কী বোঝাচ্ছে? | শক্তি |
| ১২৮ | ‘পদ’ বলতে কি বোঝায়? | বিভক্তিযুক্ত শব্দ ও ধাতু |
| ১২৯ | ‘ঠোঁট-কাটা’ বলতে কি বোঝায়? | স্পষ্টভাষী |
| ১৩০ | ‘বিরাগী’ শব্দের অর্থ কি? | উদাসীন |
| ১৩১ | ‘ব্যাঙের সর্দি’- অর্থ কি? | অসম্ভব ঘটনা |
| ১৩২ | ‘বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এল বান’- এখানে ‘টাপুর টুপুর’ কোন ধরনের শব্দ? | দ্বিরুক্ত শব্দ |
| ১৩৩ | ‘যা সহজে অতিক্রম করা যায় না’-এ বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কি? | দুরতিক্রম্য |
| ১৩৪ | বাংলা বর্ণমালায় মাত্রাবিহীন বর্ণের সংখ্যা কয়টি? | দশটি |
| ১৩৫ | ‘তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি’ এটা কোন ধরনের বাক্য? | যৌগিক বাক্য |
| ১৩৬ | লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি? | কবিরাজ |
| ১৩৭ | সাধু ভাষা সাধারণত কোথায় অনুপযোগী? | নাটকের সংলাপে |
| ১৩৮ | বচন অর্থ কি? | সংখ্যার ধারণা |
| ১৩৯ | ‘ভূষণ্ডির কাক’ অর্থ কি? | দীর্ঘায়ু ব্যক্তি |
| ১৪০ | ‘মরি মরি! কি সুন্দর প্রভাতের রূপ’ বাক্যে ‘মরিমরি’ কোন শ্রেণির অব্যয়? | অনন্বয়ী |
| ১৪১ | ‘কৌশলে কার্যোদ্ধার’- কোনটির অর্থ? | ধরি মাছ না ছুঁই পানি |
| ১৪২ | ‘সন্ধি’ ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? | ধ্বনিতত্ত্ব |
| ১৪৩ | সন্ধির প্রধান সুবিধা কি? | উচ্চারণের সুবিধা |
| ১৪৪ | কোনটি অপ্রাণিবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয়? | গ্রাম |
| ১৪৫ | যে ছন্দের মূল পর্বের মাত্রা সংখ্যা চার, তাকে বলা হয়- | স্বরবৃত্ত |
| ১৪৬ | ‘ষড়ঋতু’ শব্দের সন্ধি বিচ্ছেদ কি? | ষট্ + ঋতু |
| ১৪৭ | ‘লাপাত্তা’ শব্দের ‘লা’ উপসর্গটা বাংলা ভাষায় এসেছে- | আরবি ভাষা থেকে |
| ১৪৮ | বাংলা ভাষার উদ্ভব হয়েছে নিম্নোক্ত একটি ভাষা থেকে- | প্রাকৃত |
| ১৪৯ | ‘অচিন’ শব্দের ‘অ’ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত? | নঞর্থক |
| ১৫০ | সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য কি? | ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপগত ভিন্নতায় |
| ১৫১ | যা চিরস্থায়ী নয়- | নশ্বর |
| ১৫২ | Intellectual’ শব্দের বাংলা অর্থ- | বুদ্ধিজীবী |
| ১৫৩ | ‘দ্যুলোক’ শব্দের যথার্থ সন্ধি বিচ্ছেদ কোনটি? | দিব + লোক |
| ১৫৪ | ‘তাপ’ শব্দের বিপরীতার্থক শব্দ- | শৈত্য |
| ১৫৫ | ‘অপমান’ শব্দের ‘অপ’ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত? | বিপরীত |
| ১৫৬ | ‘Wisdom’ শব্দের বাংলা অর্থ- | প্রজ্ঞা |
| ১৫৭ | ‘ইচ্ছা’ বিশেষ্যের বিশেষণটি নির্দেশ কর- | ঐচ্ছিক |
| ১৫৮ | যৌগিক বাক্যের অন্যতম গুণ কি? | দুটি সরল বাক্যের সাহায্যে বাক্য গঠন |
| ১৫৯ | বাংলা লিপির উৎস কি? | ব্রাহ্মী লিপি |
| ১৬০ | “শৈবাল দীঘিরে কহে উচ্চ করি শির, লিখে রেখ, এক বিন্দু দিলেম শিশির।” এ অংশটুকুর মূল প্রতিপাদ্য- | অকৃতজ্ঞতা |
| ১৬১ | কোন প্রবচনটি হতভাগ্য অর্থে ব্যবহৃত? | আট কপালে |
| ১৬২ | ‘রাবণের চিতা’ বাগধারাটির অর্থ কি? | চির অশান্তি |
| ১৬৩ | যার কোন মূল্য নেই, তাকে বাগধারা দিয়ে প্রকাশ করলে কোনটা হবে? | ঢাকের বাঁয়া |
| ১৬৪ | ‘যা পূর্বে ছিল এখন নেই’ এক কথায় কি হবে? | ভূতপূর্ব |
| ১৬৫ | ‘গোঁফ-খেজুরে’ এই বাগধারাটির অর্থ কি? | নিতান্ত অলস |
| ১৬৬ | ক্রিয়া পদের মূল অংশকে বলা হয়- | ধাতু |
| ১৬৭ | এক কথায় প্রকাশ করুন ‘যা বলা হয়নি’- | অনুক্ত |
| ১৬৮ | ‘অর্ধচন্দ্র’ এর অর্থ কি? | গলা ধাক্কা দেয়া |
| ১৬৯ | ‘সূর্য’ এর প্রতিশব্দ কি? | আদিত্য |
| ১৭০ | ‘শিষ্টাচার’-এর সমার্থক কোনটি? | সদাচার |
| ১৭১ | ‘ক্ষমার যোগ্য’ এর বাক্য সংকোচন কি? | ক্ষমার্হ |
| ১৭২ | ‘উভয় কূল রক্ষা’ অর্থে ব্যবহৃত প্রবচন কোনটি? | সাপও মরে, লাঠিও না ভাঙ্গে |
| ১৭৩ | ‘রত্নাকর’ শব্দটির সন্ধি-বিচ্ছেদ কি? | রত্ন + আকর |
| ১৭৪ | বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে কি বলে? | পদ |
সম্পর্কিত প্রশ্নাবলী
সপ্তকাণ্ড রামায়ণ বাগধারাটির অর্থ কি?
সপ্তকাণ্ড রামায়ণ বাগধারাটির অর্থ বৃহৎ বিষয়।
Attested শব্দের বাংলা পরিভাষা কি?
Attested শব্দের বাংলা পরিভাষা হলো সত্যায়িত।
রবীন্দ্রনাথ কোন কারক বাদ দিতে চেয়েছিলেন?
রবীন্দ্রনাথ সম্প্রদান কারক বাদ দিতে চেয়েছিলেন।
‘রবীন্দ্র’-এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
‘রবীন্দ্র’-এর সঠিক সন্ধি বিচ্ছেদ হলো রবি + ইন্দ্র
বিভক্তিহীন শব্দকে কি বলে?
বিভক্তিহীন শব্দকে প্রাতিপদিক বলে।
প্রোষিতভর্তৃকা শব্দটির অর্থ কি?
প্রোষিতভর্তৃকা শব্দটির অর্থ যে নারীর স্বামী বিদেশ অবস্থান করে।
‘Null and Void’ এর বাংলা পরিভাষা কী?
‘Null and Void’ এর বাংলা পরিভাষা হলো বাতিল।