অর্থসহ বাংলা প্রবাদ বাক্য চাকরি ও ভর্তি পরীক্ষার জন্য

অতি প্রাচীনকাল থেকে প্রবাদ প্রবচন বাঙালির জীবনধারার একটি অবিচ্ছেদ্য অংশ। প্রবাদ প্রবচন লোকসংস্কৃতি থেকে সৃষ্টি হয়। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ও চাকরির পরীক্ষার জন্য প্রবাদ প্রবচন খুবই গুরুত্বপূর্ণ। মাঝে মাঝে এখান থেকে প্রশ্ন থাকে। আজকের পোস্টে আমরা খুব গুরুত্বপূর্ণ অর্থসহ বাংলা প্রবাদ বাক্য তালিকা সহকারে আপনাদেরকে দিয়ে দিলাম।

Image with Link Descriptive Text

অর্থসহ বাংলা প্রবাদ বাক্য কি?

প্রবাদ প্রবচন হল এক ধরনের লোকসংস্কৃতির বাক্য যা দীর্ঘদিন মানুষের মুখে মুখে প্রচলিত হয়ে আসছে এবং একসময় তা প্রবাদে পরিণত হয়। অর্থসহ বাংলা প্রবাদ বাক্যের একটা অন্তর্নিহিত অর্থ রয়েছে। স্বাভাবিকভাবে প্রবাদ প্রবচন পড়লে অর্থ বোঝা যায় না। এর অন্তর্নিহিত ভাব বুঝতে হয়। যেমনঃ অতি চালাকের গলায় দড়ি, কয়লা ধইলে ময়লা যায় না ইত্যাদি।

বিভিন্ন পরীক্ষার অর্থসহ বাংলা প্রবাদ বাক্য

নিচের তালিকাতে যে প্রবাদ বাক্যগুলো আপনারা পাবেন সেগুলো বিভিন্ন বিসিএস পরীক্ষাসহ, চাকরির পরীক্ষা ও বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় বিগত বছরের আসা প্রশ্ন। এগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। বারবার এই প্রশ্নগুলোই রিপিট হয়। তাই আমি গুরুত্বপূর্ণ অর্থসহ বাংলা প্রবাদ বাক্যের তালিকা দিয়ে দিলাম মনোযোগ সহকারে পড়ে নিবেন।

অ-এ

ক্রমপ্রবাদ বাক্যবাংলা অর্থ
বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়েজীবমাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর
অতি মেঘে অনাবৃষ্টিমেঘের আড়ম্বর হলেই বৃষ্টি হয় না
অজার যুদ্ধে আঁটুনি সারলঘু ফলাফলযুক্ত আড়ম্বরপূর্ণ আয়োজন
অতি দানে বলির পাতালে হলো ঠাইঅন্যের কৌশলে ভোগান্তির শিকার
অল্প বিদ্যা ভয়ঙ্করীস্বল্প জ্ঞান নিয়ে বাড়াবাড়ি মূর্খতার পরিচয়
অন্ধের হাতি দেখাঅল্প জ্ঞান লাভ করে বিজ্ঞের মতো অভিমত
অধিক সন্ন্যাসীতে গাজন নষ্টবেশি লোক কাজের বিশৃঙ্খলা ঘটায়
অতি ভক্তি চোরের লক্ষণঅধিক আদিখ্যেতা সন্দেহ ও বিপদের কারণ
আপ ভালো তো জগৎ ভালোনিজে ভালো হলে অন্য সবাইকে তার ভালো মনে হয়
১০অতি লোভে তাঁতি নষ্টবেশি লোভে ক্ষতি
১১অন্ধকে দর্পণ দেখানোনির্বোধকে জ্ঞান দান
১২অতি দর্পে হত লঙ্কাঅহংকার পতনের মূল
১৩অসারের তর্জন গর্জন সারগুণহীনের বৃথা আস্ফালন
১৪অতি মন্থনে বিষ ওঠেকোনো বিষয়ে মাত্রাতিরিক্ত আলোড়ন ক্ষতিকর
১৫অশ্বত্থামা হত ইতি গজকোনো কথা সম্পূর্ণ পরিষ্কার না করে সত্য গোপন
১৬অল্পজলের মাছনিতান্তই বোকা
১৭আসলে মুষল নাই ঢেঁকিঘরে চাঁদোয়াবাইরে বাবুগিরি অথচ ভিতরে সারশূন্য
১৮আগ নাংলা যে দিকে যায়, পাছ নাংলা সে দিকে যায়অন্যের দৃষ্টান্ত অনুসরণ
১৯ঊনা বর্ষায় দুনো শীতযে বছর কম বৃষ্টি হয় সে বছরে শীত বেশি পড়ে
২০ওঝার ব্যাটা বনগরুপণ্ডিতের মূর্খ পুত্র
২১উলু বনে মুক্ত ছড়ানোঅস্থানে মূল্যবান দ্রব্য প্রদান/ অপাত্রে সম্প্রদান করা
২২এঁটোপাত না যায় স্বর্গেপরমুখাপেক্ষীর সমৃদ্ধি সম্ভব হয় না
২৩ইটটি মারলে পাটকেলটি খেতে হয়যেমন কর্ম তেমন ফল
২৪ইল্লত যায় না দুলে খাসলত যান না মলেস্বভাবদোষ হাজার সংশোধনের চেষ্টাতেও দূর হয়না
২৫উচিত কথায় মামা বেজারসত্য কথা বললে আপনজনও কষ্ট পায়

অর্থসহ বাংলা প্রবাদ বাক্য ক-হ

২৬কপাল গুনে গোপাল ঠাকুরঅযোগ্যের ভাগ্যগুণে বড় হওয়া
২৭কারো পৌষ মাস, কারো সর্বনাশকারো সুদিন, কারো দুর্দিন
২৮কাঁচায় না নোয়ালে বাঁশ, পাকলে করে ঠাস ঠাসসময়ে কাজে না লাগালে অসময়ে পথে ফেরানো কঠিন
২৯কাকের মাংস কাকে খায় নাস্বজাতির ক্ষতি কেউ করে না
৩০গা টেপাটিপিকোনো গোপন ইঙ্গিত
৩১খাস তালুকের প্রজাখুব অনুগত ব্যক্তি
৩২কর্মই ধৰ্ম কর্মেই মুক্তিমুক্তির উদ্দেশে কর্ম করাই ধর্ম
৩৩খিচুড়ি পাকানোবিশৃঙ্খলা সৃষ্টি করা
৩৪গেঁয়ো যোগী ভিখ পায় নানিজ দেশে গুণীর আদর নেই
৩৫গাছে কাঁঠাল গোঁফে তেলপাওয়ার আগে ভোগের আয়োজন
৩৬কাঁচা বাঁশে ঘুনঅল্প বয়সেই স্বভাব নষ্ট হওয়া
৩৭চাল না চুলো ঢেঁকি না কুলোনিতান্ত নিঃস্ব
৩৮ঘটি ডোবে না নামে তালপুকুরযোগ্যতা ছাড়াই অহঙ্কার দেখানো
৩৯ঢাক ঢাক গুড় গুড়গোপন রাখার প্রয়াস
৪০টো টো কোম্পানির ম্যানেজারভবঘুরে
৪১জলে কুমির ডাঙায় বাঘউভয় সঙ্কট
৪২ঢাল নেই তলোয়ার নেই নিধিরাম সর্দারযোগ্যতা বা ক্ষমতাহীনের আড়ম্বর
৪৩জুতো সেলাই থেকে চণ্ডীপাঠছোট বড় যাবতীয় কাজ করা
৪৪ঘরের শত্রু বিভীষণযে গৃহ বিবাদ করে
৪৫দশচক্রে ভগবান ভূতদশ জনের চক্রান্তে ন্যায়কে অন্যায় করা
৪৬ঝোপ বুঝে কোপ মারাসুযোগ মত কাজ করা
৪৭ঘুঁটে পোড়ে গোবর হাসেঅন্যের কষ্ট দেখে আনন্দ প্রকাশ
৪৮ঝিকে মেরে বৌকে শেখানোএকজনকে বকা দিয়ে অপরকে শিক্ষা দেয়া
৪৯গন্ধমাদন বয়ে আনাপ্রয়োজনের অতিরিক্ত কিছু আনা
৫০ঘুঘু দেখেছ, ফাঁদ দেখ নিবিপদগ্রস্থ হওয়ার ভয় দেখানো
৫১দশের লাঠি একের বোঝাঐক্যই শক্তি
৫২দুধ কলা দিয়ে সাপ পোষাশত্রুকে সযত্নে লালনপালন করা
৫৩তেলে মাথায় তেল দেয়াযার আছে তাকে আরো দেয়া
৫৪চোরা না শুনে ধর্মের কাহিনীঅসাধুকে উপদেশ দিয়ে সৎ করা যায় না
৫৫চোরে চোরে মাসতুতো ভাইঅসৎ ব্যক্তির সাথে অসৎ ব্যক্তিরই ভাব হয়
৫৬চেনা বামুনের পৈতা লাগে নামানী ব্যক্তির পরিচয়ের প্রয়োজন পড়ে না
৬৭চকচক করলেই সোনা হয় নাচেহারাতে আসল গুণ ধরা পড়ে না
৫৮ঘোমটার ভিতর খেমটা নাচলজ্জার ভাব, কিন্তু নির্লজ্জ আচরণ
৫৯ধরাকে সরা জ্ঞান করাসকলকে তুচ্ছ ভাবা
৬০নাচতে না জানলে উঠোন ভাঙা, বাঁকাঅকর্মণ্য ব্যক্তি কাজেঅসফলতার পর অন্যের দোষ দেয়
৬১ধরি মাছ না ছুঁই পানিকৌশলে কার্যোদ্ধার
৬২পাপের ধন প্রায়শ্চিত্তে যায়অসদুপায়ে অর্জিত ধন নষ্ট হয়
৬৩পড়েছি মোগলের হাতে খানা খেতে হবে সাথেবিপদে পড়ে কাজ করা
৬৪ধারে না হলে ভারে কাটেকোনো না কোনোভাবে কার্যসিদ্ধি
৬৫পরের মাথায় কাঁঠাল ভাঙ্গাপরকে কষ্ট দিয়ে নিজের স্বার্থোদ্ধার
৬৬ধর্মের কল বাতাসে নড়েঅপকর্ম প্রকাশিত হয়ে পড়েই
৬৭ধর্মের ঢাক আপনি বাজেপাপ কখনো চাপা থাকে না
৬৮পান্তা ভাতে ঘি নষ্ট, বাপের বাড়ি ঝি নষ্টদরিদ্রের বড়লোক ভাবদেখানো
৬৯ধান ভানতে শিবের গীতঅপ্রাসঙ্গিক কথার অবতারণা
৭০পাকা ধানে মই দেয়াবিপুল ক্ষতি করা
৭১পুরানো চাল ভাতে বাড়েঅভিজ্ঞতা বা প্রবীণত্বের মূল্য বেশি
৭২পরের ধনে পোদ্দারিঅন্যের টাকায় বাহাদুরি
৭৩পর্বতের মুষিক প্রসববিপুল উদ্যোগে তুচ্ছ অর্জন/ কল্পনার আধার
৭৪দেবতার বেলা লীলাখেলা পাপ লিখেছে মানুষের বেলাসামাজিক বিধিবিধানের নিষ্ঠুর প্রয়োগ
৭৫নাকে তেল দিয়ে ঘুমানোনিশ্চিত থাকা
৭৬পেটের ভাত চাল হওয়াঅতিরিক্ত দুর্ভাবনায় পড়া
৭৭নিজের চরকায় তেল দেয়াঅন্যের কাজে মাথা না ঘামিয়েনিজের কাজে মনোযোগ দেয়া
৭৮বোঝার উপর শাকের আঁটিঅতিরিক্তের অতিরিক্ত
৭৯বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়েজীবমাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর
৮০বুড়ো শালিকের ঘাড়ে রোঁবুড়োর ভীমরতি, বুড়ো বয়সে অপকর্ম করা
৮১বামন হয়ে চাঁদে হাতঅসম্ভব কিছু পাবার চেষ্টা
৮২বজ্র আঁটুনি ফস্কা গেরোবাহিরে আড়ম্বর ভিতরে শূন্য
৮৩বিড়ালের ভাগ্যে শিকা ছেঁড়াভাগ্যক্রমে বিনা চেষ্টাতে বাঞ্ছিত বস্তু লাভ
৮৪বারো মাসে তেরো পার্বণউৎসবের আধিক্য
৮৫মারের ওপর ওষুধ নাইসহজভাবে কোনো চেষ্টা ব্যর্থ হলে তার উপর নিষ্ঠুর আচরণ
৮৬ফেলো কড়ি, মাখো তেলুআবদারহীন নগদ কারবার
৮৭যথা ধর্ম তথা জয়ন্যায় পথে সাফল্য আসে
৮৮বাঘে গরুতে এক ঘাটে জল খাওয়াক্ষমতা প্রদর্শন
৮৯বানরের গলায় মুক্তার হারঅপাত্রে উৎকৃষ্ট সামগ্রী দান
৯০যার জ্বালা সেই জানেএকের অন্তরের জ্বালা অপরের পক্ষে অনুভব করা সম্ভব নয়
৯১বারো মাস ত্রিশদিনপ্রতিদিন
৯২বরের ঘরে পিসী কনের ঘরে মাসীউভয় কুল রক্ষা করে চলা
৯৩বড়র পিরিতি বালির বাঁধ ক্ষণে হাতে দড়ি, ক্ষণেকে চাঁদউচ্চস্তরের সঙ্গে সম্বন্ধ ক্ষণস্থায়ী
৯৪যে সহে সে রহেসবুরে মেওয়া ফলে/ ধৈর্য ধরলে যথা সময়ে ফল পাওয়া যায়
৯৫বিষ নেই তার কুলোপনা চক্করঅক্ষম ব্যক্তির বৃথা আস্ফালন
৯৬যেমন কুকুর, তেমনি মুগুরদুষ্টের যথার্থ শাস্তি
৯৭সাত ঘাটের কানাকড়িঅকিঞ্চিৎকর সংগ্রহ
৯৮যদি হয় সুজন, তেঁতুল পাতায় ন জনমিলেমিশে কাজ করলে অসম্ভবকে সম্ভব করা যায়
৯৯সাত নকলে আসল খাস্তানকলের নকলে মূল জিনিস হারিয়ে যায়
১০০শিং ভেঙে বাছুরের দলেবয়স্ক ব্যক্তির ছেলেমানুষি
১০১হরি ঘোষের গোয়ালঅনেক লোকের কোলাহল
১০২সাপও মরে, লাঠিও না ভাঙ্গেউভয় কুল রক্ষা
১০৩লাগে টাকা দেবে গৌরীসেনবেহিসাবি খরচের জোগানদার
১০৪শিখণ্ডী খাড়া করাযার আড়ালে থেকে অন্যায় কাজ করা
১০৫হায়রে আমড়া, কেবল আটি আর চামড়াঅন্তঃসার শূন্য অবস্থা
১০৬হবুচন্দ্র রাজার গবুচন্দ্র মন্ত্রীনির্বোধের পরামর্শে চলা নির্বোধ ব্যক্তি
১০৭সংসার উদ্যানে পুষ্প অপেক্ষা কীট বেশিসমাজে মন্দলোকের ভিড় বেশি
১০৮ফুলের ঘায়ে মুর্ছা যাওয়াসামান্য আঘাতে কাতর হওয়া
১০৯যত দোষ নন্দ ঘোষদুর্বলের প্রতি সর্বদা দোষারোপ

অর্থসহ বাংলা প্রবাদ বাক্য তালিকা

১১০ধরি মাছ না ছুঁই পানিকৌশলে কার্যোদ্ধার
১১১অতি দর্পে হত লঙ্কাঅহংকার পতনের মূল
১১২বামন হয়ে চাঁদে হাতঅসম্ভব কিছু পাওয়ার চেষ্টা
১১৩কাঁচা বাঁশে ঘুনঅল্প বয়সেই স্বভাব নষ্ট হওয়া
১১৪কপাল গুণে গোপাল ঠাকুরঅযোগ্যের ভাগ্যগুণে বড় হওয়া
১১৫ওঝার ব্যাটা বনগরুপণ্ডিতের মূর্খ পুত্র
১১৬পর্বতের মুষিক প্রসববিপুল উদ্যোগে তুচ্ছ অর্জন
১১৭ধর্মের কল বাতাসে নড়েঅপকর্ম প্রকাশিত হয়ে পড়েই
১১৮ধর্মের ঢাক আপনি বাজেপাপ কখনো চাপা থাকে না
১১৯অতি লোভে তাঁতি নষ্টবেশি লোভে ক্ষতি
১২০বারো মাসে তেরো পার্বণউৎসবের আধিক্য
১২১অন্ধকে দর্পণ দেখানোনির্বোধকে জ্ঞান দান
১২২পাপের ধন প্রায়শ্চিত্তে যায়অসদুপায়ে অর্জিত ধন নষ্ট হয়
১২৩অতি মেঘে অনাবৃষ্টিঅতি আড়ম্বরে কাজ হয় না
১২৪বারো মাস ত্রিশ দিনপ্রতিদিন
১২৫পাকা ধানে মই দেয়াবিপুল ক্ষতি করা
১২৬কারো পৌষ মাস, কারো সর্বনাশকারো সুদিন, কারো দুর্দিন
১২৭ধরাকে সরা জ্ঞান করাসকলকে তুচ্ছ ভাবা
১২৮অল্পজলের মাছনিতান্তই বোকা
১২৯নাকে তেল দিয়ে ঘুমানোনিশ্চিত কার্যোদ্ধার
১৩০অসারের তর্জন গর্জন সারগুণহীনের বৃথা আস্ফালন
১৩১গাছে কাঁঠাল গোঁফে তেলপাওয়ার আগে ভোগের আয়োজন
১৩২গন্ধমাদন বয়ে আনাপ্রয়োজনের অতিরিক্ত কিছু আনা
১৩৩টো টো কোম্পানির ম্যানেজারভবঘুরে
১৩৪মেঘের ছায়াঅশুভ লক্ষণ
১৩৫খিচুড়ি পাকানোবিশৃঙ্খলা সৃষ্টি করা
১৩৬কত ধানে কত চালটের পাওয়ানো
১৩৭ঝোপ বুঝে কোপ মারাসুযোগমত কাজ করা
১৩৮ভদ্রতার বালাইসাধারণ সৌজন্যবোধ
১৩৯বোঝার উপর শাকের আঁটিঅতিরিক্তের অতিরিক্ত
১৪০বিনা মেঘে বজ্রপাতআকস্মিক বিপদ
১৪১শিখণ্ডী খাড়া করাযার আড়ালে থেকে অন্যায় কাজ করা
১৪২খাস তালুকের প্রজাখুব অনুগত ব্যক্তি
১৪৩বরের ঘরে পিসী কনের ঘরে মাসীউভয় কুল রক্ষা করে চলা
১৪৪বাজারে কাটাবিক্রি হওয়া
১৪৫ঘুঁটে পোড়ে গোবর হাসেঅন্যের কষ্ট দেখে আনন্দ প্রকাশ
১৪৬বাঘে গরুতে এক ঘাটে জল খাওয়াক্ষমতা প্রদর্শন
১৪৭জুতো সেলাই থেকে চণ্ডীপাঠছোট বড় যাবতীয় কাজ করা
১৪৮চাল না চুলো ঢেঁকি না কুলোনিতান্ত নিঃস্ব
১৪৯যত দোষ নন্দ ঘোষদুর্বলের প্রতি সর্বদা দোষারোপ
১৫০ঢাক ঢাক গুড় গুড়গোপন রাখার প্রয়াস
১৫১বানরের গলায় মুক্তার হারঅপাত্রে উৎকৃষ্ট সামগ্রী দান
১৫২বজ্র আঁটুনি ফস্কা গেরোবাহিরে আড়ম্বর ভিতরে শূন্য
১৫৩হরি ঘোষের গোয়ালঅনেক লোকের কোলাহল
১৫৪ঊনো বর্ষায় দুনো শীতযে বছর কম বৃষ্টি হয়, সে বছরে শীত বেশি পড়ে
১৫৫অতি দানে বলির পাতালে হলো ঠাঁইঅন্যের কৌশলে ভোগান্তির শিকার
১৫৬চেনা বামুনের পৈতা লাগে নামানী ব্যক্তির পরিচয়ের প্রয়োজন পড়ে না
১৫৭অল্পবিদ্যা ভয়ঙ্করীস্বল্পজ্ঞান নিয়ে বাড়াবাড়ি মূর্খতার পরিচয়
১৫৮দুধ কলা দিয়ে সাপ পোষাশত্রুকে সযত্নে লালন পালন করা
১৫৯কাঁচায় না নোয়ালে বাঁশ, পাকলে করে ঠাস ঠাসসময়ে কাজে না লাগালে অসময়ে পথে ফেরানো কঠিন
১৬০ইটটি মারলে পাটকেলটি খেতে হয়যেমন কর্ম তেমন ফল
১৬১অন্ধের হাতি দেখাঅল্পজ্ঞান লাভ করে বিজ্ঞের মতো অভিমত
১৬২অশ্বত্থামা হত ইতি গজকোনো কথা সম্পূর্ণ পরিষ্কার না করে সত্য গোপন
১৬৩আগ নাংলা যে দিকে যায়, পাছ নাংলা সে দিকে যায়অন্যের দৃষ্টান্ত অনুসরণ
১৬৪তেলে মাথায় তেল দেয়াযার আছে তাকে আরো দেয়া
১৬৫সাপও মরে, লাঠিও না ভাঙ্গেউভয় কুল রক্ষা
১৬৬ইল্লত যায়না ধুলে খাসলত যায়না মলেস্বভাবদোষ হাজার সংশোধনের চেষ্টাতেও দূর হয়না
১৬৭চকচক করলেই সোনা হয় নাচেহারাতে আসল গুণ ধরা পড়ে না
১৬৮ধান ভানতে শিবের গীতঅপ্রাসঙ্গিক কথার অবতারণা
১৬৯আসলে মুষল নাই ঢেঁকি ঘরে চাঁদোয়াবাইরে বাবুগিরি অথচ ভিতরে সারশূন্য
১৭০অতি মন্থনে বিষ ওঠেকোনো বিষয়ে মাত্রাতিরিক্ত আলোড়ন ক্ষতিকর
১৭১চোরা না শুনে ধর্মের কাহিনীঅসাধুকে উপদেশ দিয়ে সৎ করা যায় না
১৭২অজার যুদ্ধে আঁটুনি সারলঘু ফলাফলযুক্ত আড়ম্বরপূর্ণ আয়োজন
১৭৩অধিক সন্ন্যাসীতে গাজন নষ্টবেশি লোক কাজের বিশৃঙ্খলা ঘটায়
১৭৪মারের ওপর ওষুধ নাইসহজভাবে কোনো চেষ্টা ব্যর্থ হলে তার উপর নিষ্ঠুর আচরণ
১৭৫দেবতার বেলা লীলাখেলা, পাপ লিখেছে মানুষের বেলাসামাজিক বিধি-বিধানের নিষ্ঠুর প্রয়োগ
১৭৬পড়েছি মোগলের হাতে খানা খেতে হবে সাথেবিপদে পড়ে কাজ করা
১৭৭ঢাল নেই তলোয়ার নেই নিধিরাম সর্দারযোগ্যতা বা ক্ষমতাহীনের আড়ম্বর
১৭৮পান্তা ভাতে ঘি নষ্ট, বাপের বাড়ি ঝি নষ্টদরিদ্রের বড়লোক ভাব দেখানো/অপব্যবহার
১৭৯ঝিকে মেরে বৌকে শেখানোএকজনকে বকা দিয়ে অপরকে শিক্ষা দেয়া
১৮০হবুচন্দ্র রাজার গবুচন্দ্ৰ মন্ত্ৰীনির্বোধের পরামর্শে চলা নির্বোধ ব্যক্তি
১৮১দশচক্রে ভগবান ভূত (ভগবান অর্থ- ঈশ্বর)দশ জনের চক্রান্তে ন্যায়কে অন্যায় করা
১৮২বিড়ালের ভাগ্যে শিকা ছেঁড়াভাগ্যক্রমে বিনা চেষ্টাতে বাঞ্ছিত বস্তু লাভ
১৮৩যদি হয় সুজন, তেঁতুল পাতায় ন জনমিলেমিশে কাজ করলে অসম্ভবকে সম্ভব করা যায়
১৮৪যে দামে কেনা সেই দামে বিক্রিযা কিনতে অর্থ খরচ হয়নি, তা নষ্ট হলে লাভ ক্ষতির হিসাব চলে না
১৮৫পুরানো চাল ভাতে বাড়েঅভিজ্ঞতা বা প্রবীণত্বের মূল্য বেশি
১৮৬পরের ধনে পোদ্দারি / পরের মাথায় কাঁঠাল ভাঙ্গাঅন্যের টাকায় বাহাদুরি / পরকে কষ্ট দিয়ে নিজের স্বার্থোদ্ধার
১৮৭সাত নকলে আসল খাস্তানকলের নকলে মূল জিনিস হারিয়ে যায়
১৮৮নাচতে না জানলে উঠোন ভাঙা (বাঁকা)অকর্মণ্য ব্যক্তি কাজে অসফলতার পর অন্যের দোষ দেয়
১৮৯নিজের চরকায় তেল দেয়াঅন্যের কাজে মাথা না ঘামিয়ে নিজের কাজে মনোযোগ দেয়া
১৯০বড়র পিরিতি বালির বাঁধ ক্ষণে হাতে দড়ি ক্ষণেকে চাঁদউচ্চস্তরের সঙ্গে সম্বন্ধ ক্ষণস্থায়ী

Related Posts