বাংলা নববর্ষ MCQ | বহুনির্বাচনি প্রশ্ন উত্তর

শামসুজ্জামান খানের বাংলা নববর্ষ এবং তার ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্ব নিয়ে লেখা। এখানে বাঙালির সাংস্কৃতিক চেতনায় নববর্ষের প্রভাব, ঐতিহাসিক পটভূমি, সামাজিক উদ্‌যাপন এবং বৈচিত্র্যময় প্রথার সুন্দর বর্ণনা আছে। এই পোস্টে বাংলা নববর্ষ MCQ | বহুনির্বাচনি প্রশ্ন উত্তর লিখে দিলাম।

বাংলা নববর্ষ MCQ

সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন

১। বাংলা সন চালু হয় কত হিজরিতে?
ক) ৯৯০
খ) ৯৯১
গ) ৯৯২
ঘ) ৯৯৩
উত্তর: গ) ৯৯২ হিজরি

২। বাংলার কৃষকের পারিবারিক অনুষ্ঠান কোনটি?
ক) পুণ্যাহ
খ) হালখাতা
গ) আমানি
ঘ) বৈসাবি
উত্তর: গ) আমানি

৩। পয়লা বৈশাখের দ্বিতীয় বড় অনুষ্ঠান কোনটি?
ক) পুণ্যাহ
খ) বৈশাখী মেলা
গ) বলী খেলা
ঘ) হালখাতা
উত্তর: খ) ঘ) হালখাতা

৪। ‘মোরগের লড়াই’ কোন এলাকার লোকখেলা?
ক) মানিকগঞ্জ
খ) মুন্সিগঞ্জ
গ) ব্রাহ্মণবাড়িয়া
ঘ) নেত্রকোনা
উত্তর: গ) ব্রাহ্মণবাড়িয়া

৫। নববর্ষের প্রধান অনুষ্ঠান কোনটি?
ক) হালখাতা
খ) বৈশাখী মেলা
গ) যাত্রা
ঘ) পুণ্যাহ
উত্তর: খ) বৈশাখী মেলা

৬। ‘আমানি’ মূলত কার পারিবারিক অনুষ্ঠান?
ক) জমিদারদের
খ) কৃষকদের
গ) ব্যবসায়ীদের
ঘ) শ্রমজীবীদের
উত্তর: খ) কৃষকদের

৭। “মিলি প্রাণের সম্মিলনে উৎসবে” – কোন দিক ফুটে উঠেছে?
ক) ঐক্য
খ) আনন্দ
গ) সাজসজ্জা
ঘ) বিনোদন
উত্তর: ক) ঐক্য

৮। “নাগরদোলার ক্যাঁচর ক্যাঁচর শব্দ আর দোকানের ভিড়” – কোন অনুষ্ঠানের পরিচয়?
ক) আমানি
খ) পুণ্যাহ
গ) হালখাতা
ঘ) বৈশাখী মেলা
উত্তর: ঘ) বৈশাখী মেলা

৯। বাংলা নববর্ষ প্রবন্ধ পাঠে শিক্ষার্থীরা কী সম্পর্কে ধারণা পায়?
ক) উৎসব
খ) সাহিত্য
গ) খাদ্যাভ্যাস
ঘ) ইতিহাস
উত্তর: ক) উৎসব

১০। বাংলা নববর্ষের অনুষ্ঠানগুলোয় কী নিহিত রয়েছে?
ক) অর্থনৈতিক উন্নতি
খ) রাজনৈতিক মুক্তি
গ) আমাদের স্বকীয়তা
ঘ) ব্যক্তিস্বাধীনতা
উত্তর: গ) আমাদের স্বকীয়তা

১১। শামসুজ্জামান খানের জন্মসাল কত?
ক) ১৯৩০
খ) ১৯৩৫
গ) ১৯৪০
ঘ) ১৯৪৫
উত্তর: গ) ১৯৪০

১২। শামসুজ্জামান খান জন্মগ্রহণ করেন কোন জেলায়?
ক) ঢাকা
খ) মানিকগঞ্জ
গ) রাজশাহী
ঘ) যশোর
উত্তর: খ) মানিকগঞ্জ

১৩। শামসুজ্জামান খান কী হিসেবে খ্যাতি অর্জন করেন?
ক) কথাশিল্পী
খ) অধ্যাপক
গ) ফোকলোরবিদ
ঘ) ভাষাবিদ
উত্তর: গ) ফোকলোরবিদ

১৪। পেশাগত জীবনে শামসুজ্জামান খান কী ছিলেন?
ক) বাংলা একাডেমির মহাপরিচালক
খ) শিল্পকলা একাডেমির মহাপরিচালক
গ) জাতীয় জাদুঘরের মহাপরিচালক
ঘ) সবগুলোই সঠিক
উত্তর: ঘ) সবগুলোই সঠিক

১৫। শামসুজ্জামান খানের জন্মগ্রাম কোনটি?
ক) মানিকনগর
খ) অষ্টগ্রাম
গ) চারিগ্রাম
ঘ) পারিগ্রাম
উত্তর: গ) চারিগ্রাম

১৬। ‘গণসঙ্গীত’ কোন ধরনের রচনা?
ক) উপন্যাস
খ) রম্য-রচনা
গ) প্রবন্ধগ্রন্থ
ঘ) কাব্যগ্রন্থ
উত্তর: গ) প্রবন্ধগ্রন্থ

১৭। ‘ফোকলোর চর্চা’ কার লেখা প্রবন্ধগ্রন্থ?
ক) বিপ্রদাস বড়ুয়া
খ) মুনিরুজ্জামান আজাদ
গ) আল মাহমুদ
ঘ) শামসুজ্জামান খান
উত্তর: ঘ) শামসুজ্জামান খান

১৮। ‘দুনিয়া মাতানো বিশ্বকাপ’ কোন ধরনের রচনা?
ক) শিশুসাহিত্য
খ) প্রবন্ধসাহিত্য
গ) উপন্যাস
ঘ) নাটক
উত্তর: খ) প্রবন্ধসাহিত্য

১৯। নিচের কোন গ্রন্থটি শামসুজ্জামান খান যৌথভাবে রচনা করেন?
ক) গণসঙ্গীত
খ) ঢাকাই রঙ্গরসিকতা
গ) ফোকলোর চর্চা
ঘ) ছোটদের অভিধান
উত্তর: ঘ) ছোটদের অভিধান

২০। শামসুজ্জামান খান কোন পুরস্কার লাভ করেন?
ক) বাংলা একাডেমি পুরস্কার
খ) একুশে পদক
গ) ক ও খ দুটোই
ঘ) কোনোটিই না
উত্তর: গ) ক ও খ দুটোই

২১। শামসুজ্জামান খান মৃত্যুবরণ করেন কোথায়?
ক) ঢাকা
খ) মানিকগঞ্জ
গ) রাজশাহী
ঘ) কুমিল্লা
উত্তর: ক) ঢাকা

২২। পেশাগত জীবনে শামসুজ্জামান খান ছিলেন—
ক) শিল্পী
খ) অধ্যাপক
গ) ব্যবসায়ী
ঘ) সচিব
উত্তর: খ) অধ্যাপক

২৩। ‘ঢাকাই রঙ্গরসিকতা’ কী ধরনের রচনা?
ক) ট্র্যাজেডি
খ) সামাজিক
গ) রম্য
ঘ) মনস্তাত্ত্বিক
উত্তর: গ) রম্য

২৪। শামসুজ্জামান খান মৃত্যুবরণ করেন কত সালে?
ক) ২০১৯ খ্রিস্টাব্দে
খ) ২০২২ খ্রিস্টাব্দে
গ) ২০২১ খ্রিস্টাব্দে
ঘ) ২০২০ খ্রিস্টাব্দে
উত্তর: গ) ২০২১ খ্রিস্টাব্দে

২৫। ‘হালখাতা’ ও ‘পুণ্যাহ’ অনুষ্ঠানের মধ্যে সাদৃশ্য কীসে?
ক) উদ্যাপনে
খ) আড়ম্বরতায়
গ) আপ্যায়নে
ঘ) উদ্দেশ্য সাধনে
উত্তর: ঘ) উদ্দেশ্য সাধনে

২৬। নববর্ষের প্রধান সর্বজনীন উৎসব কয়টি?
ক) একটি
খ) দুটি
গ) তিনটি
ঘ) চারটি
উত্তর: গ) তিনটি

২৭। বাংলা নববর্ষে প্রথম ছুটির প্রচলন হয় কত সালে?
ক) ১৯৫২ সালে
খ) ১৯৫৩ সালে
গ) ১৯৫৪ সালে
ঘ) ১৯৫৫ সালে
উত্তর: খ) গ) ১৯৫৪ সালে

২৮। ‘হালখাতা’ অনুষ্ঠানের আড়ম্বরপূর্ণ উদযাপন কমে যাওয়ার কারণ কী?
ক) মানুষের সচ্ছলতা
খ) ব্যবসায়ীদের অনাগ্রহ
গ) ব্যবসায়িক মন্দা
ঘ) বকেয়া অনাদায়
উত্তর: ক) মানুষের সচ্ছলতা

২৯। ‘কীর্তন’ শব্দের অর্থ কী?
ক) গান
খ) পরনিন্দা
গ) গুণ-বর্ণনা
ঘ) আলোচনা
উত্তর: গ) গুণ-বর্ণনা

৩০। পাকিস্তান আমলের সময়কাল কত?
ক) ১৯২০–১৯৭১
খ) ১৯২৫–১৯৭১
গ) ১৯৪৭–১৯৭১
ঘ) ১৯৫২–১৯৭১
উত্তর: গ) ১৯৪৭–১৯৭১

৩১। ‘হালখাতা’ ও ‘পুণ্যাহ’ অনুষ্ঠানের সাদৃশ্য কী?
ক) উদ্যাপনে
খ) আপ্যায়নে
গ) লোকসমাগমে
ঘ) উদ্দেশ্য সাধনে
উত্তর: ঘ) উদ্দেশ্য সাধনে

৩২। ‘আমানি’ নববর্ষের কোন অনুষ্ঠান?
ক) সামাজিক
খ) সার্বজনীন
গ) জাতীয়
ঘ) পারিবারিক
উত্তর: ঘ) পারিবারিক

৩৩। কোনটি নববর্ষের প্রাচীন মাঙ্গলিক অনুষ্ঠান?
ক) জাপানি
খ) আমানি
গ) কামানি
ঘ) জামানি
উত্তর: খ) আমানি

৩৪। “যা আগে ছিল এবং এখনও আছে”— এর সংকুচিত রূপ কোনটি?
ক) আবহমান
খ) যাত্রা
গ) বর্তমান
ঘ) সমসাময়িক
উত্তর: ক) আবহমান

৩৫। নববর্ষ উদযাপনের পেছনে কোন চেতনা যুক্ত?
ক) স্কুল বিনোদন
খ) ভোগ-বিলাস
গ) উন্মাদনা প্রকাশ
ঘ) কল্যাণকামী মনোভাব
উত্তর: ঘ) কল্যাণকামী মনোভাব

৩৬। বাংলাদেশে কীভাবে নববর্ষ পালিত হয়?
ক) ঘোষণা দিয়ে
খ) শোকের সঙ্গে
গ) অনুতাপের সাথে
ঘ) মহা ধুমধামের সাথে
উত্তর: ঘ) মহা ধুমধামের সাথে

৩৭। বাংলা নববর্ষের শুভেচ্ছা জানানোর ভাষা কোনটি?
ক) ভালো নববর্ষ
খ) স্বাগতম নববর্ষ
গ) শুভ নববর্ষ
ঘ) জয় নববর্ষ
উত্তর: গ) শুভ নববর্ষ

৩৮। পূর্ব বাংলার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল কত সালে?
ক) ১৯৪৭ সালে
খ) ১৯৫৪ সালে
গ) ১৯৫২ সালে
ঘ) ১৯৫৬ সালে
উত্তর: খ) ১৯৫৪ সালে

৩৯। যুক্তফ্রন্ট সরকার ক্ষমতায় আসে কত সালে?
ক) ১৯৫৪ সালে
খ) ১৯৪৫ সালে
গ) ১৯৩৫ সালে
ঘ) ১৯৩৪ সালে
উত্তর: ক) ১৯৫৪ সালে

৪০। বাংলা নববর্ষে সরকারি ছুটি ঘোষণা করে কোন সরকার?
ক) আইয়ুব খান
খ) হোসেন শহিদ সোহরাওয়ার্দী
গ) পাকিস্তান
ঘ) এ. কে. ফজলুল হক
উত্তর: ঘ) এ. কে. ফজলুল হক

৪১। ছায়ানট কী ধরনের প্রতিষ্ঠান?
ক) অর্থনৈতিক
খ) সাংস্কৃতিক
গ) সামাজিক
ঘ) ব্যক্তিগত
উত্তর: খ) সাংস্কৃতিক

৪২। ছায়ানট প্রতিষ্ঠিত হয় কত সালে?
ক) ১৯৫০ সালে
খ) ১৯৫৫ সালে
গ) ১৯৬১ সালে
ঘ) ১৯৬২ সালে
উত্তর: গ) ১৯৬১ সালে

৪৩। মুঘল সম্রাট আকবর বাংলা সন প্রবর্তন করেন – এই মত কার?
ক) ঐতিহাসিকগণ
খ) অধ্যাপকগণ
গ) ভাষাবিশারদগণ
ঘ) বুদ্ধিজীবীগণ
উত্তর: ক) ঐতিহাসিকগণ

৪৪। ৯৯২ হিজরি সমতুল্য ইংরেজি সাল কত?
ক) ১৪৫৬
খ) ১৫৫৬
গ) ১৬৫৬
ঘ) ১৭৫৬
উত্তর: ক) ১৪৫৬

৪৫। রমনার পাকুড়তলায় ছায়ানট প্রথম নববর্ষের অনুষ্ঠান করে কত সালে?
ক) ১৯৬৫ সালে
খ) ১৯৬৬ সালে
গ) ১৯৬৭ সালে
ঘ) ১৯৬৮ সালে
উত্তর: গ) ১৯৬৭ সালে

৪৬। বাংলা নববর্ষে ছুটি ঘোষণা করেন কে?
ক) সম্রাট আকবর
খ) খাজা নাজিম উদ্দিন
গ) ইয়াহিয়া খান
ঘ) এ. কে. ফজলুল হক
উত্তর: ঘ) এ. কে. ফজলুল হক

৪৭। “বৈশাখের প্রথম দিন দোকানে ভিড়, চলছে মিষ্টি খাওয়ার ধুম” – কোন অনুষ্ঠানকে নির্দেশ করে?
ক) বৈশাখী মেলা
খ) হালখাতা
গ) আমানি
ঘ) পুণ্যাহ
উত্তর: খ) হালখাতা

৪৮। “ব্যবসায়ী নিতাই সাহা ক্রেতাদের আপ্যায়িত করলেন…” – উদ্ধৃতাংশ কোন অনুষ্ঠানের ইঙ্গিত?
ক) আমানি
খ) বৈসাবি
গ) হালখাতা
ঘ) পুণ্যাহ
উত্তর: গ) হালখাতা

৪৯। হালখাতা করার উদ্দেশ্য কী?
ক) মিষ্টি খাওয়ার জন্য
খ) আনন্দ করার জন্য
গ) বাকি আদায় ও ক্রেতার সাথে সম্পর্ক দৃঢ় করা
ঘ) বাকি আদায় ও আনন্দ উৎসব একসাথে করা
উত্তর: ঘ) বাকি আদায় ও আনন্দ উৎসব একসাথে করা

৫০। পুণ্যাহ অনুষ্ঠান হারিয়ে যাওয়ার মূল কারণ কী?
ক) সংস্কৃতির পরিবর্তন
খ) জমিদারদের অনীহা
গ) খরিদ্দারদের অনীহা
ঘ) জমিদারি প্রথার বিলুপ্তি
উত্তর: ঘ) জমিদারি প্রথার বিলুপ্তি

৫১। কোনটি নববর্ষের আঞ্চলিক উৎসব?
ক) পুণ্যাহ
খ) বৈসাবি
গ) হালখাতা
ঘ) বৈশাখী মেলা
উত্তর: খ) বৈসাবি

৫২। নেকমরদের মেলা হয় কোন জেলায়?
ক) রাজশাহী
খ) দিনাজপুর
গ) ঠাকুরগাঁ
ঘ) পঞ্চগড়
উত্তর: গ) ঠাকুরগাঁ

৫৩। আমাদের নববর্ষ উৎসব ভাষা আন্দোলনের পর নতুন গুরুত্ব পায় কেন?
ক) পশ্চিমারা বাঙালি সংস্কৃতিকে সহ্য করত না বলে
খ) পাকিস্তানিরা বাংলা ভাষাকে ঘৃণা করত বলে
গ) নববর্ষ বাঙালি চেতনার উৎস বলে
ঘ) নববর্ষ এক ঐতিহাসিক দিবস বলে
উত্তর: গ) নববর্ষ বাঙালি চেতনার উৎস বলে

বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন

৫৪। ঘাঁড়ের লড়াইয়ের জন্য বিখ্যাত অঞ্চল-
i. কিশোরগঞ্জ
ii. নেত্রকোনা
iii. নড়াইল
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: ঘ) i, ii ও iii

৫৫। বাংলা নববর্ষ উৎসব উদ্‌যাপিত হয়-
i. দুঃখভারাক্রান্ত হৃদয়ে
ii. অনেক প্রাণের আবেগে
iii. গভীর ভালোবাসায় উদ্দীপ্ত হয়ে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: গ) ii ও iii

৫৬। বৈশাখী মেলায় থাকত-
i. কীর্তন
ii. গম্ভীরা গান
iii. যাত্রা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: ঘ) i, ii ও iii

৫৭। নিচের যে বক্তব্য কবিগানের ধারণাকে স্পষ্ট ও পূর্ণাঙ্গ করে-
i. বাংলা গানের বিশেষ ধারা
ii. দেব-দেবীর যশ প্রচারমূলক সংগীত
iii. দুজন গায়কের পালা করে যুক্তি খন্ডনমূলক গান
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: খ) i ও iii

৫৮। আমানির ক্ষেত্রে সত্য হলো-
i. এটি একটি পারিবারিক অনুষ্ঠান
ii. এটি একটি মাঙ্গলিক অনুষ্ঠান
iii. এতে ব্যবহৃত হয় কচি আমের পাতাযুক্ত ডাল
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: ঘ) i, ii ও iii

৫৯। নববর্ষের ‘হালখাতা’ অনুষ্ঠানে যেটি চোখে পড়ত-
i. গ্রাহক-খরিদ্দারদের মিষ্টিমুখ করানোর দৃশ্য
ii. হাসি-ঠাট্টা ও গাল-গল্পের মাঝে বকেয়া আদায়
iii. সাজানো-গোছানো পরিবেশে উৎসবের আনন্দ উপভোগ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: ঘ) i, ii ও iii

Related Posts

Leave a Comment