বাংলা নববর্ষ প্রবন্ধের সৃজনশীল প্রশ্ন উত্তর – ৮ম শ্রেণির বাংলা

শামসুজ্জামান খানের ‘বাংলা নববর্ষ’ প্রবন্ধে বাংলা নববর্ষ বাঙালির খুবই গুরুত্বপূর্ণ উৎসব। আজকের বাংলাদেশ যে স্বাধীন হতে পেরেছে, তার পেছনে নববর্ষের প্রেরণাও সক্রিয় ছিল। এই পোস্টে বাংলা নববর্ষ প্রবন্ধের সৃজনশীল প্রশ্ন উত্তর – ৮ম শ্রেণির বাংলা লিখে দিলাম।

বাংলা নববর্ষ প্রবন্ধের সৃজনশীল প্রশ্ন

সৃজনশীল প্রশ্নঃ ১। [বোর্ড বইয়ের প্রশ্ন]
সীমা ও চৈতি দুই বান্ধবী। আজ তাদের খুব আনন্দের দিন, কারণ আজ নববর্ষ। তারা দুইজনে লাল পাড় সাদা শাড়ি পরে। চলে যায় রমনার বটমূলে। সেখানে কত মানুষের ভিড়। ছেলে, মেয়ে, শিশু, বুড়ো, সবাই সেজেছে নতুন সাজে। সেখানে সীমার খালাতো বোন তন্বীর সাথে দেখা। সীমা খালা-খালু সবার খোঁজ পেল তন্বীর কাছ থেকে। ছোট খালাতো বোনের জন্য কিনে দিল নানান খেলনা। নিজের বাড়ির জন্য কিনে নিল কুলা, ঝুড়ি, হাঁড়ি, পাতিল ইত্যাদি। চৈতি মনের আনন্দে গেয়ে উঠল:
তাপস নিশ্বাস বায়ে
মুমূর্ষুরে দাও উড়ায়ে,
বৎসরের আবর্জনা দূর হয়ে যাক।
মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা অগ্নিস্নানে শুচি হোক ধরা।

ক. ছায়ানট কত সাল থেকে বর্ষবরণ অনুষ্ঠান শুরু করে?

খ. হালখাতা বলতে কী বোঝায়?

গ. চৈতির গানে বাংলা নববর্ষের কোন দিকটি ফুটে উঠেছে?-ব্যাখ্যা কর।

ঘ. উদ্দীপকে ‘বাংলা নববর্ষ’ প্রবন্ধের মূল সুরটিই যেন ফুটে উঠেছে।- এ মন্তব্যের মূল্যায়ন কর।

উত্তরঃ

ক. ছায়ানট ১৯৬৭ সাল থেকে বর্ষবরণ অনুষ্ঠান শুরু করে।

খ. হালখাতা হলো পহেলা বৈশাখে আয়োজিত অনুষ্ঠানবিশেষ। হালখাতা অনুষ্ঠান করতেন দোকানিরা। মানুষ সারা বছর দোকান থেকে বাকিতে জিনিস কিনত। পয়লা বৈশাখে হালখাতার দিনে সেই বাকির টাকা পরিশোধ করা হতো। দোকানিরা রঙিন কাগজ দিয়ে দোকান সাজাতেন। ক্রেতাদের মিষ্টি খাওয়ানো হতো। এই সময়ে হাসি-আনন্দ আর গল্পের মধ্যেই টাকা আদায় আর উৎসব উভয় হতো।

গ. চৈতির গানে বাংলা নববর্ষের পুরোনো বছরের দুঃখকষ্ট দূরীভূত হয়ে নতুন বছরে পৃথিবী যেন পূত-পবিত্র হয়ে ওঠে সে দিকটি ফুটে উঠেছে।

বৈশাখ মাসের প্রথম দিন বাংলা নববর্ষ পালিত হয়। এই দিনে নানা অনুষ্ঠান হয়। সবাই চায় পুরোনো দুঃখ-ক্লান্তি দূর হয়ে জীবন সুখ-সমৃদ্ধিতে ভরে উঠুক।
উদ্দীপকে দুই বান্ধবী সীমা ও চৈতি লাল পাড় সাদা শাড়ি পরে রমনার বটমূলে যায়। সেখানে অনেক মানুষ নানা সাজে এসেছে। সীমা নিজের ও খালাতো বোনের জন্য জিনিস কেনে। চৈতি আনন্দে গান গায়। গানে বলা হয় পুরোনো দুঃখ-গ্লানি মুছে নতুন বছর যেন পরিষ্কার ও সুন্দর হয়।
বাংলা নববর্ষ প্রবন্ধেও বলা হয়েছে এটি বাঙালির প্রধান জাতীয় উৎসব। এ দিন শুধু আনন্দ নয়, সবার কল্যাণ কামনার দিনও। সুখ, শান্তি ও সমৃদ্ধির আশা নিয়েই নববর্ষ পালিত হয়। তাই উদ্দীপকে প্রবন্ধের কল্যাণ কামনার বিষয়টি স্পষ্ট হয়েছে।

ঘ. উদ্দীপকে ‘বাংলা নববর্ষ’ প্রবন্ধের মূল সুরটিই যেন ফুটে উঠেছে। উক্তিটি যথার্থ।

বাংলা নববর্ষ বাঙালির গুরুত্বপূর্ণ উৎসব। এদিন নানা অনুষ্ঠান হয়।
উদ্দীপকে দেখা যায়, নববর্ষে সীমা ও চৈতি রমনার বটমূলে অনুষ্ঠান দেখতে যায়। সেখানে সীমার খালাতো বোনের সঙ্গে দেখা হয়। সে বাড়ির খবর নেয় এবং ছোট বোনের জন্য উপহার কিনে দেয়। সীমা বাড়ির জন্য কুলা, ঝুড়ি, হাঁড়ি ইত্যাদি কেনে। চৈতি আনন্দে গান গায়। গানের মূল কথা হলো— পুরোনো দুঃখ-গ্লানি দূর হয়ে পৃথিবী যেন সুন্দর ও সমৃদ্ধ হয়।
বাংলা নববর্ষ প্রবন্ধেও রমনার বটমূলের আনন্দ উৎসবের বর্ণনা আছে এবং বলা হয়েছে পুরোনো দুঃখ মুছে জীবন সুখ-শান্তিতে ভরানোর আশা। নববর্ষ শুধু আনন্দ নয়, সবার কল্যাণ কামনারও দিন। তাই সবাই সুখ, শান্তি ও সমৃদ্ধির আশা নিয়ে নববর্ষ পালন করে। উদ্দীপকের কল্যাণ কামনা ও আনন্দ প্রবন্ধের মূল বিষয়, তাই উক্তিটি যথার্থ।


সৃজনশীল প্রশ্নঃ ২। [জে. এস. সি. পরীক্ষা ঢাকা বোর্ড ২০১৯]
নিশি অবসান ঐ পুরাতন বর্ষ হও গত
বন্ধু হও শত্রু হও যেখানে যে রহ ক্ষমা করিও আজিকার মতো
পুরাতন বর্ষের সাথে পুরাতন অপরাধ যতো।

ক. বাংলা নববর্ষের প্রধান অনুষ্ঠানের নাম কী?

খ. ‘বাংলা নববর্ষ আমাদের প্রধান জাতীয় উৎসব’- কেন?

গ. উদ্দীপকের ভাবার্থ ‘বাংলা নববর্ষ’ প্রবন্ধের কোন দিকটি নির্দেশ করে? ব্যাখ্যা কর।

ঘ. উদ্দীপকটি ‘বাংলা নববর্ষ’ প্রবন্ধের সমগ্র ভাব ধারণ করে না।- বিশ্লেষণ কর।
সৃজনশীল প্রশ্নঃ ৩। [জে. এস. সি. পরীক্ষা সিলেট বোর্ড ২০১৭]
নয়ন সপ্তম শ্রেণির ছাত্র। সে গ্রামের একটি স্কুলে পড়াশোনা করে। একদিন তাদের গ্রামের মাঠে লোকের সমাগম, দোকান এবং বিভিন্ন ধরনের খেলনা দ্রব্যসামগ্রী দেখে সে হতবাক। সে এ ধরনের পরিবেশ ইতঃপূর্বে দেখেনি। বাবার হাত ধরে সে আজ অনেক ঘুরেছে, নতুন নতুন অনেক কিছু দেখেছে। বাবা তাকে পুতুল নাচ ও সার্কাস উপভোগ করিয়ে নাগরদোলায় চড়ালেন এবং বিভিন্ন জিনিস কিনে দিলেন। এ ধরনের আয়োজন সকল শ্রেণির, সকল পেশার মানুষের উৎসাহ, উদ্দীপনা নয়নের ভালো লাগল।

ক. চট্টগ্রামে বাংলা নববর্ষে কোন মেলা বসত?

খ. বাঙালির নববর্ষ উৎসব বলতে কী বোঝ?

গ. উদ্দীপকে নয়নের দেখা অনুষ্ঠানের সঙ্গে ‘বাংলা নববর্ষ’ প্রবন্ধের যে অনুষ্ঠানের মিল রয়েছে তার পরিচয় তুলে ধর।

ঘ. “নয়নের দেখা অনুষ্ঠানই বাংলা নববর্ষের একমাত্র অনুষ্ঠান নয়”- ‘বাংলা নববর্ষ’ প্রবন্ধের আলোকে বিশ্লেষণ কর।
সৃজনশীল প্রশ্নঃ ৪। [জে. এস. সি. পরীক্ষা দিনাজপুর বোর্ড ২০১৭]
পয়লা বৈশাখ উপলক্ষ্যে খয়রার পুকুর বাজারে স্থানীয় কর্তৃপক্ষ। মেলার আয়োজন করে। এ মেলায় একদিকে থাকত যাত্রা, সার্কাস ও নাগরদোলা, অন্যদিকে থাকত হা-ডু-ডু, পুকুরে হাস ধরার খেলা। ও লাঠি খেলা। এছাড়াও আরও থাকত নানা ধরনের শখের মৃৎশিল্প ও পণ্যসামগ্রী। এসব মিলে এলাকাবাসী বৈচিত্র্যপূর্ণ এক আনন্দ উৎসবে মেতে ওঠে।

ক. যুক্তফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী কে ছিলেন?

খ. বাংলা সনের প্রবর্তন কীভাবে হয়েছিল?

গ. উদ্দীপকে ‘বাংলা নববর্ষ’ প্রবন্ধের যে দিকটি প্রকাশিত হয়েছে। তা বর্ণনা কর।

ঘ. “উদ্দীপকটি ‘বাংলা নববর্ষ’ প্রবন্ধের আংশিক প্রতিচ্ছবি”-মন্তব্যটি বিচার কর।
সৃজনশীল প্রশ্নঃ ৫। [জে. এস. সি. পরীক্ষা কুমিল্লা বোর্ড ২০১৯]
মতিনের বন্ধুরা বাংলা নববর্ষে বেড়াতে যাবে শুনে সেও যেতে চাইল। কিন্তু মতিনের বাবা তাকে যেতে বাধা দিয়ে বললেন, ‘এটা আমাদের উৎসব নয়।’ অবশেষে মায়ের হস্তক্ষেপে মতিন বন্ধুদের সাথে বেড়াতে গেল। গিয়ে দেখে, স্কুলের বিশাল মাঠে যেন রঙের মেলা। এক পাশে আছে নাগরদোলা, চরকি আর সাপের খেলা। পুরো মাঠজুড়ে নানা পণ্যের বাহারি দোকান। নারী-পুরুষ-শিশু সবাই নতুন রঙিন পোশাকে সেজেছে। ধনী-দরিদ্র সবার চোখে-মুখে আনন্দের ঝিলিক।

ক. বৈসাবি কোন এলাকার উৎসব?

খ. বৈশাখী মেলাকে ‘বাৎসরিক বিনোদনের জায়গা’ বলা হয়েছে কেন?

গ. উদ্দীপকের মতিনের বাবার মানসিকতা ‘বাংলা নববর্ষ’ প্রবন্ধে উল্লিখিত কাদের মানসিকতার সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।

ঘ. ‘মতিনের দেখা উৎসবটি বাংলা নববর্ষের একমাত্র উৎসব নয়’-উক্তিটি বিশ্লেষণ কর।
সৃজনশীল প্রশ্নঃ ৬। [জে. এস. সি. পরীক্ষা বরিশাল বোর্ড ২০১৯]
প্রায় সব দেশে, সব জনগোষ্ঠীর মধ্যে সব সংস্কৃতিতেই নববর্ষ উদ্যাপনের প্রথা প্রচলিত আছে। এর মাধ্যমে একটি মৌলিক ঐক্য আমাদের চোখে পড়ে। তা হলো নবজন্ম, বা পুনর্জন্ম, পুরনো জীর্ণতাকে বিদায় দিয়ে সতেজ সজীব নবীন এক জীবনের মধ্যে প্রবেশ করার আনন্দানুভূতি। গ্রাম-নগর নির্বিশেষে বাংলার সব মানুষ, সে হিন্দু, মুসলমান, বৌদ্ধ কি খ্রিষ্টান হোক, পয়লা বৈশাখ অনুষ্ঠানে যোগ দেয়। এ সময় বৈশাখী মেলা, হালখাতা, পুণ্যাহ, বৈসাবি উৎসবসহ নানা উৎসবের আয়োজন করা হয়।

ক. কত হিজরিতে বাংলা সন চালু হয়?

খ. ‘আমানি’ অনুষ্ঠানকে মাঙ্গলিক অনুষ্ঠান বলা হয় কেন?

গ. উদ্দীপকে ‘বাংলা নববর্ষ’ প্রবন্ধের যে দিকটি ফুটে উঠেছে তা ব্যাখ্যা কর।

ঘ. উদ্দীপকে ‘বাংলা নববর্ষ’ প্রবন্ধের সম্পূর্ণ ভাব ফুটে ওঠেনি-মন্তব্যটির সত্যতা নির্ণয় কর।
সৃজনশীল প্রশ্নঃ ৭। [জে. এস. সি. পরীক্ষা রাজশাহী বোর্ড ২০১৭]
সিমলা গ্রামের সাগরিকার বয়স দশ বছর। জীবনে কখনো একসাথে অনেক লোক দেখেনি। দেখেনি হাট-বাজার, মেলা ও জিনিসপত্র। পয়লা বৈশাখে বাবার সাথে মেলায় গিয়ে বিভিন্ন খেলনাসামগ্রী ক্রয় করে। পরে পুতুল নাচ, কবিগান, সার্কাসসহ বিভিন্ন বিষয় উপভোগ করে, পরে নাগরদোলায় চড়ে খুশি মনে ফিরে যায়।

ক. মুঘল সম্রাট আকবর কত সালে বাংলা সন চালু করেন?

খ. বৈসাবি উৎসব কাকে বলে? ব্যাখ্যা কর।

গ. সাগরিকার দেখা অনুষ্ঠানের সঙ্গে ‘বাংলা নববর্ষ’ প্রবন্ধের যে দিকটি মিল রয়েছে তা ব্যাখ্যা কর।

ঘ. উদ্দীপকের সাগরিকার দেখা অনুষ্ঠান ‘বাংলা নববর্ষ’ প্রবন্ধের একমাত্র দিক নয়- বিশ্লেষণ কর।
সৃজনশীল প্রশ্নঃ ৮। [জে. এস. সি. পরীক্ষা রাজশাহী বোর্ড ২০১৮]
রহমত তার দশ বছরের সন্তান তূর্যকে নিয়ে বেড়াতে যান। সেদিন ছিল পহেলা বৈশাখ। একটা কাপড়ের দোকানে ঢুকতেই তূর্য দেখতে পেল দোকানটি ঝালরকাটা বিভিন্ন রঙের কাগজ দিয়ে সাজানো। রহমত বেশ কিছু টাকা দোকানিকে দিলেন, আর দোকানি তার সাধ্যমতো তাদেরকে মিষ্টিমুখ করালেন। তারপর তূর্যকে নিয়ে রহমত স্থানীয় এক স্কুল মাঠে গেলেন। তূর্য দেখল সেখানে অনেক লোকের সমাগম, আর বিভিন্ন রকমের ছোট ছোট দোকান। সেখানে নানা রকম জিনিস বিক্রি হচ্ছে। সে পুতুল নাচ, নাগরদোলাসহ আরও নানা আনন্দ আয়োজন দেখতে পেল।

ক. ‘পুণ্যাহ’ কী?

খ. ‘কিন্তু সে বিজয় স্থায়ী হয়নি।’- কেন?

গ. উদ্দীপকের দোকানির মিষ্টিমুখ করানোর দিকটি ‘বাংলা নববর্ষ’ প্রবন্ধের কোন বিষয়টিকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।

ঘ. উদ্দীপকের স্কুল মাঠের অনুষ্ঠানটি ‘বাংলা নববর্ষ’ প্রবন্ধের সর্ব প্রধান অনুষ্ঠানের বাস্তব রূপায়ণ। মন্তব্যটি বিশ্লেষণ কর।
সৃজনশীল প্রশ্নঃ ৯। [জে. এস. সি. পরীক্ষা রাজশাহী বোর্ড ২০১৯]
পয়লা বৈশাখ বা বাংলা নববর্ষ বাঙালির এক অনন্য উৎসব, তার অন্যতম জাতীয় উৎসব। এর ঐতিহ্য সুপ্রাচীন ও গৌরবমণ্ডিত। অবশ্য কালের যাত্রাপথ ধরে এর উদযাপন রীতিতে নানা পালাবদল। ঘটেছে, বিভিন্ন সময়ে তা বিভিন্ন মাত্রিকতা অর্জন করেছে। সুদূর অতীতে এর সঙ্গে কৃষি সমাজের যোগসূত্র ছিল অবিচ্ছেদ্য।

ক. ছায়ানট কী?

খ. নববর্ষের উৎসব কীভাবে দেশের সর্ববৃহৎ জাতীয় অনুষ্ঠানে পরিণত হয়েছে?

গ. ‘সুদূর অতীতে এর সঙ্গে কৃষি সমাজের যোগসূত্র ছিল অবিচ্ছেদ্য।’- উদ্দীপকের এই লাইনের সঙ্গে ‘বাংলা নববর্ষ’ প্রবন্ধে সাদৃশ্যের জায়গাগুলো কোথায়? উল্লেখপূর্বক ব্যাখ্যা কর।

ঘ. উদ্দীপকটি ‘বাংলা নববর্ষ’ প্রবন্ধের সমগ্র চেতনাকে ধারণ করতে পেরেছে কি? তোমার মতামতের সপক্ষে যুক্তি দাও

নিচে উত্তরসহ বাংলা নববর্ষ প্রবন্ধের সৃজনশীল প্রশ্ন পিডিএফ ফাইল দেওয়া হল।

বাংলা নববর্ষ সৃজনশীল প্রশ্ন উত্তর পিডিএফ

Related Posts

Leave a Comment