বঙ্গবন্ধু টানেল বাংলাদেশের সর্বপ্রথম নির্মিত টানেল। চীনের সাংহাই শহরের আদলে এই টানেলটি নির্মিত হয়েছে। বঙ্গবন্ধু টানেল চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত হয়েছে। যেটি পতেঙ্গা থেকে আনোয়ারা উপজেলাকে সংযুক্ত করেছে। আজকের পোস্টে আমরা বঙ্গবন্ধু টানেল সম্পর্কে সাধারণ জ্ঞান ৬০টি প্রশ্ন ও উত্তরসহ সাজিয়ে দিয়ে দিলাম।
Table of Contents
সংক্ষেপে বঙ্গবন্ধু টানেল সম্পর্কে সাধারণ জ্ঞান
দেশের প্রথম টানেল: | বঙ্গবন্ধু টানেল |
উদ্বোধনের তারিখ: | ২০২৩ সালের ২৮ অক্টোবর |
উদ্বোধন করেন: | প্রধানমন্ত্রী শেখ হাসিনা। |
ইংরেজি নাম: | Two Towns-one city. |
দৈর্ঘ্য: | ৩.৩২ কিলোমিটার (২.০৬ মাইল) |
প্রস্থ: | ১০.৮ মি |
মোট ব্যয়: | ১০৬৮৯ কোটি টাকা। |
সহযোগিতায়: | চীন |
অর্থায়ন করে: | চীনা এক্সিম ব্যাংক ও বাংলাদেশ সরকার। |
সংযুক্ত করবে: | পতেঙ্গার নেভাল একাডেমি ও আনোয়ারাকে। |
বঙ্গবন্ধু টানেল সম্পর্কে সাধারণ জ্ঞান প্রশ্ন
ক্রম | কর্ণফুলী টানেল সম্পর্কে সাধারণ জ্ঞান প্রশ্ন | উত্তর |
১ | বঙ্গবন্ধু টানেল কোথায় অবস্থিত? | চট্টগ্রাম |
২ | বঙ্গবন্ধু টানেল উদ্বোধন করা হয় কত তারিখে? | ২০২৩ সালের ২৮ অক্টোবর |
৩ | বঙ্গবন্ধু টানেলের লেন সংখ্যা কতটি? | ৪ টি। |
৪ | বঙ্গবন্ধু টানেলের নির্মাণ কাজ শুরু হয়েছিল কবে? | ২০১৯ সালের ২৪ ফেব্রুয়ারি। |
৫ | বঙ্গবন্ধু টানেল কোন নদীর তলদেশে অবস্থিত? | কর্ণফুলী নদীর তলদেশে অবস্থিত। |
৬ | বঙ্গবন্ধু টানেল বাস্তবায়নকারী সংস্থার নাম কি? | বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। |
৭ | বঙ্গবন্ধু টানেল নির্মাণের প্রথম প্রস্তাব করেছিলেন কে? | চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রয়াত মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী |
৮ | বঙ্গবন্ধু টানেলের অর্থায়ন করেন কে? | চীনের এক্সিম ব্যাংক ও বাংলাদেশ সরকার। |
৯ | বঙ্গবন্ধু টানেলের প্রতি টিউবের উচ্চতা কত?? | ১৬ ফুট |
১০ | বঙ্গবন্ধু টানেল উদ্বোধন করেন কে? | প্রধানমন্ত্রী শেখ হাসিনা। |
১১ | বঙ্গবন্ধু টানেল চট্টগ্রামের কোন দুই উপজেলাকে সংযুক্ত করেছে? | পতেঙ্গা থেকে আনোয়ারা উপজেলাকে সংযুক্ত করেছে। |
১২ | বঙ্গবন্ধু টানেলের প্রস্থ কত? | ১০.৮ মি |
১৩ | বঙ্গবন্ধু টানেল নির্মাণ করতে কত টাকা ব্যয় হয়েছে? | ১০৬৮৯ কোটি টাকা। |
১৪ | বঙ্গবন্ধু টানেলের দৈর্ঘ্য কত? | ৩.৩২ কিলোমিটার (২.০৬ মাইল) |
১৫ | বঙ্গবন্ধু টানেলটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে নামকরণের প্রস্তাবিত হয় কত তারিখে? | ২০১৯ সালের ২১ জানুয়ারি |
১৬ | বঙ্গবন্ধু টানেল নির্মাণকারী প্রতিষ্ঠানের নাম কি? | চায়না কমিউনিকেশন এন্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড (সিসিসিসি)। |
১৭ | বঙ্গবন্ধু টানেল এর টিউব সংখ্যা কয়টি? | ২ টি। |
১৮ | বঙ্গবন্ধু টানেল ভূমিকম্প সহনশীল মাত্রা কত? | ৭.৫ রিখটার স্কেল। |
১৯ | বঙ্গবন্ধু টানেলের প্রতিটি টিউবের ব্যাস কত? | ১২.৫ মিটার বা ৪১ ফুট। |
২০ | বঙ্গবন্ধু টানেল বঙ্গবন্ধু এর নামে নামকরণের প্রস্তাব দিয়েছিলেন কে? | সংসদ সদস্য মহিবুল হাসান চৌধুরী। |
২১ | বঙ্গবন্ধু টানেল কোন জেলায় অবস্থিত? | চট্টগ্রাম জেলায়। |
২২ | বঙ্গবন্ধু টানেল বাংলাদেশের কততম ট্যানেল? | প্রথম |
২৩ | বঙ্গবন্ধু টানেল বিনিয়োগকারী চায়না এক্সিম ব্যাংকের সুদের হার কত শতাংশ? | ২ শতাংশ। |
২৪ | বঙ্গবন্ধু টানেল কিভাবে খনন করা হয়েছিল? | ডাবল সেল ড্রিলিং পদ্ধতিতে খনন করা হয়েছে। |
২৫ | বঙ্গবন্ধু টানেলে যানবাহনের গতিসীমা কত? | ঘন্টায় ৬০ কিলোমিটার। |
২৬ | বঙ্গবন্ধু টানেল চালু হলে জিডিপি বাড়বে কত? | ০.০৬% |
২৭ | বঙ্গবন্ধু টানেল কক্সবাজার থেকে চট্টগ্রামের দূরত্ব হ্রাস করবে কত কিলোমিটার? | ৪০ কিলোমিটার |
২৮ | বঙ্গবন্ধু টানেল সংযোগ সড়ক কত কিলোমিটার? | ৫.৩৫ কিলোমিটার |
২৯ | বঙ্গবন্ধু টানেল নির্মাণ কাজে সর্বমোট কতজন লোক কাজ করেছে? | ৫০০০ জন |
৩০ | বঙ্গবন্ধু টানেল এর ইংরেজি নাম কি? | Two Towns-one city. |
৩১ | বঙ্গবন্ধুর টানেলে বায়ু চলাচলের জন্য কতটি ফ্যান আছে? | ৮ টি। |
৩২ | বঙ্গবন্ধু টানেল বাংলাদেশ সরকারের বিনিয়োগ কত? | ৪৪৬১ কোটি ২৩ লাখ টাকা। |
৩৩ | বঙ্গবন্ধু টানেলে জেট ফ্যান কতটি? | ১২৬ টি |
৩৪ | বঙ্গবন্ধু টানেল ভূমি অধিগ্রহণ কত? | ৩৮২.১৫৫১ একর। |
৩৫ | বঙ্গবন্ধু ট্যানেলে প্রতি ঘন্টায় কতটি যানবাহন চলাচল করতে পারে? | প্রায় ৮ হাজার যানবাহন চলাচল করতে পারে। |
৩৬ | বঙ্গবন্ধু টানেলে চীনের সহায়তা কত? | ৫৯১৩ কোটি টাকা। |
৩৭ | বঙ্গবন্ধু টানেল পার হতে কত সময় লাগে? | তিন থেকে সাড়ে তিন মিনিট সময় লাগে। |
৩৮ | বঙ্গবন্ধু টানেলে কোন ধরনের যানবাহন চলাচল নিষেধ? | মোটরসাইকেল ও তিন চাকার যানবাহন চলাচল নিষেধ করা হয়েছে। |
৩৯ | বঙ্গবন্ধু টানেল প্রকল্প পরিচালকের নাম কি? | হারুনুর রশিদ চৌধুরী। |
৪০ | এক্সিম ব্যাংকের অর্থায়ন এর সুদের হার কত? | ২শতাংশ |
বঙ্গবন্ধু টানেল সম্পর্কে প্রশ্ন
উপরের তালিকা প্রশ্নগুলো পড়লেই পরীক্ষায় কমন পাওয়া যাবে। তবে যদি আপনি আরো বেশি পড়তে চান অধিক কমন পাওয়ার জন্য। সে ক্ষেত্রে আপনার জন্য নিচে আরো কতগুলো বঙ্গবন্ধু টানেল সম্পর্কে সাধারণ জ্ঞান প্রশ্ন দিয়ে দেওয়া হয়েছে।
১। বঙ্গবন্ধু টানেলের আসল নাম কি? উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল। ২। বঙ্গবন্ধু টানেলের স্বত্বাধিকারী কে? উত্তরঃ কর্ণফুলী টানেলের স্বত্বাধিকারী হলো বাংলাদেশ সরকার। ৩। কোন শহরের আদলে গড়ে ওঠেছে বঙ্গবন্ধু টানেল? উত্তরঃ চীনের সাংহাই। ৪। বঙ্গবন্ধু টানেলের নির্মাণকাজ তদারক করছে কোন প্রতিষ্ঠান? উত্তরঃ বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। ৫। জলাবদ্ধতার আশঙ্কায় টানেলের ভেতরে কতটি সেচপাম্প বসানো হয়েছে? উত্তরঃ ৫২টি।৬। জরুরি প্রয়োজনে এক টিউব থেকে অন্য টিউবে যাওয়ার জন্য কয়টি সংযোগ রাখা হয়েছে? উত্তরঃ ৩টি।৭। নদীর তলদেশ দিয়ে নির্মিত বাংলাদেশের প্রথম টানেল কোনটি? উত্তরঃ বঙ্গবন্ধু টানেল বা কর্ণফুলী টানেল। ৮। প্রধানমন্ত্রীর শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধু টানেলের খনন কাজ উদ্বোধন করেন কবে? উত্তরঃ ২০১৯ সালের ২৪ ফেব্রুয়ারি ৯। বঙ্গবন্ধু টানেল অর্থ সহযোগীতা করে কোন দেশ? উত্তরঃ বঙ্গবন্ধু টানেল অর্থ সহযোগীতা করে চীন। ১০। বঙ্গবন্ধু টানেল এর গভীরতা কত? উত্তরঃ কর্ণফুলী টানেলের গভীরতা ১৫০ মিটার। ১১। টানেল নির্মাণের ফলে ঢাকা-কক্সবাজারের কত কিলোমিটার দূরত্ব কমে গেছে? উত্তরঃ ১৫ কিলোমিটার। ১২। বঙ্গবন্ধু টানেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কে? উত্তরঃ বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হসিনা ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। ১৩। বঙ্গবন্ধু টানেল নির্মাণের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় কত তারিখে? উত্তরঃ ২০১৪ সালের ১০ জুন ১৪। বঙ্গবন্ধু টানেল প্রকল্প মেয়াদ কত? উত্তরঃ বঙ্গবন্ধু টানেল প্রকল্প মেয়াদ ছিল ২০১৫ সাল হতে ১ নভেম্বর ২০২৩ পর্যন্ত। ১৫। কর্ণফুলী টানেল নির্মাণে ঋণচুক্তি সই হয় কবে? উত্তরঃ ১৪ অক্টোবর ২০১৬। ১৬। টানেলটি নির্মাণের ফলে চট্টগ্রাম শহর কোন মডেলে গড়ে উঠেছে? উত্তরঃ চীনের সাংহাই শহরের আদলে, ‘ওয়ান সিটি টু টাউন’ বা এক নগর দুই শহর। ১৭। টানেলের মধ্য দিয়ে সর্বোচ্চ কত কিলোমিটার গতিতে গাড়ি চলবে? উত্তরঃ ৮০ কিলোমিটার। ১৮। বঙ্গবন্ধু টানেল নির্মাণ মোট ব্যয় কত? উত্তরঃ ১০ হাজার ৬৮৯ কোটি । ১৯। এশিয়ার বৃহত্তম টানেল নাম কি? উত্তরঃ এশিয়ার বৃহত্তম টানেল জম্মু-কাশ্মীল টানেল। ২০। বঙ্গবন্ধু টানেল প্রবেশপথ কোথায়? উত্তরঃ বঙ্গবন্ধু টানেল এর প্রবেশ পথ চট্টগ্রাম এয়ারপোর্ট থেকে কর্নফুলী নদীর ২ কিলোমিটার ভাটির দিকে নেভি কলেজের নিকট। |
বঙ্গবন্ধু টানেল সম্পর্কিত প্রশ্ন (FAQ)
বঙ্গবন্ধু টানেলের দৈর্ঘ্য কত?
নদীর তলদেশ দিয়ে নির্মিত বাংলাদেশের প্রথম টানেল বঙ্গবন্ধু টানেল বা কর্ণফুলী টানেল। বঙ্গবন্ধু টানেলের দৈর্ঘ্য ৩.৩২ কিলোমিটার (২.০৬ মাইল)।
বঙ্গবন্ধু টানেল উদ্বোধন কবে?
বঙ্গবন্ধু টানেল উদ্বোধন করা হয় ২০২৩ সালের ২৮ অক্টোবর। বঙ্গবন্ধু টানেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বঙ্গবন্ধু টানেলের প্রস্থ কত?
বঙ্গবন্ধু টানেলের প্রস্থ ১০.৮ মি।
বঙ্গবন্ধু টানেল খরচ কত?
বঙ্গবন্ধু টানেল নির্মাণ মোট ব্যয় ১০ হাজার ৬৮৯ কোটি টাকা ।
বঙ্গবন্ধু টানেল কোন জেলায় অবস্থিত?
বঙ্গবন্ধু টানেল চট্টগ্রাম জেলায় অবস্থিত।