বই পড়া প্রবন্ধে প্রমথ চৌধুরী বই পড়ার গুরুত্ব, সাহিত্যচর্চার প্রয়োজনীয়তা, এবং আমাদের শিক্ষাব্যবস্থার ত্রুটি নিয়ে বিশদ আলোচনা করেছেন। লেখক বলেন যে বই পড়া সর্বশ্রেষ্ঠ শখ হলেও, এটি কাউকে শখ হিসেবে নিতে পরামর্শ দেওয়া উচিত নয়। এই পোস্টে বই পড়া প্রবন্ধের বহুনির্বাচনী প্রশ্ন উত্তর (MCQ) লিখে দিলাম।
বই পড়া প্রবন্ধের বহুনির্বাচনী প্রশ্ন (MCQ)
১। প্রমথ চৌধুরী কোথায় জন্মগ্রহণ করেন?
ক) পাবনা
খ) যশোর
গ) কলকাতা
ঘ) ঢাকা
উত্তরঃ খ) যশোর
২। প্রমথ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম কী ছিল?
ক) বনফুল
খ) বীরবল
গ) কালিদাস
ঘ) রামানন্দ
উত্তরঃ খ) বীরবল
৩। প্রমথ চৌধুরী কোন সাহিত্য পত্রিকার সম্পাদক ছিলেন?
ক) বঙ্গদর্শন
খ) সবুজপত্র
গ) সাহিত্য
ঘ) গদ্যসঙ্গী
উত্তরঃ খ) সবুজপত্র
৪। বাংলা সাহিত্যে প্রমথ চৌধুরী কী প্রচলন করেন?
ক) সাধু গদ্য
খ) চলিত গদ্য
গ) মিশ্র ভাষা
ঘ) অপ্রচলিত শব্দ
উত্তরঃ খ) চলিত গদ্য
৫। ‘বই পড়া’ প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
ক) বীরবলের হালখাতা
খ) রায়তের কথা
গ) প্রবন্ধ সংগ্রহ
ঘ) নীললোহিত
উত্তরঃ গ) প্রবন্ধ সংগ্রহ
৬। প্রমথ চৌধুরী কোন বিষয়ে এম. এ. ডিগ্রি অর্জন করেন?
ক) বাংলা সাহিত্য
খ) ইংরেজি সাহিত্য
গ) দর্শন
ঘ) আইন
উত্তরঃ খ) ইংরেজি সাহিত্য
৭। প্রমথ চৌধুরী কোথা থেকে ব্যারিস্টারি পড়েন?
ক) যুক্তরাষ্ট্র
খ) বিলাত
গ) ফ্রান্স
ঘ) ভারত
উত্তরঃ খ) বিলাত
৮। নিচের কোনটি প্রমথ চৌধুরীর লেখা গ্রন্থ নয়?
ক) পদচারণ
খ) সনেট পঞ্চাশত্
গ) চর্যাপদ
ঘ) নীললোহিত
উত্তরঃ গ) চর্যাপদ
৯। ‘বীরবলের হালখাতা’ কোন ধরনের রচনা?
ক) গল্পগ্রন্থ
খ) প্রবন্ধগ্রন্থ
গ) কবিতাগ্রন্থ
ঘ) উপন্যাস
উত্তরঃ খ) প্রবন্ধগ্রন্থ
১০। ‘বই পড়া’ প্রবন্ধটি কোথায় পাঠ করা হয়েছিল?
ক) বিশ্ববিদ্যালয়ের ক্লাসে
খ) এক সাহিত্য সভায়
গ) একটি লাইব্রেরির বার্ষিক সভায়
ঘ) এক সাহিত্য সম্মেলনে
উত্তরঃ গ) একটি লাইব্রেরির বার্ষিক সভায়
১১। প্রমথ চৌধুরী কবে পরলোকগমন করেন?
ক) ১৯৪৫
খ) ১৯৪৬
গ) ১৯৪৭
ঘ) ১৯৪৮
উত্তরঃ খ) ১৯৪৬
১২। প্রমথ চৌধুরী সাহিত্যচর্চায় মনোনিবেশ করার আগে কী পেশায় ছিলেন?
ক) আইনজীবী
খ) অধ্যাপক
গ) চিকিৎসক
ঘ) সাংবাদিক
উত্তরঃ খ) অধ্যাপক
১৩। বাংলা সাহিত্যে নতুন গদ্যধারার সূচনা কার নেতৃত্বে হয়?
ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
গ) প্রমথ চৌধুরী
ঘ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তরঃ গ) প্রমথ চৌধুরী
১৪। প্রমথ চৌধুরীর মতে বই পড়া কী?
ক) সময় নষ্ট
খ) মানুষের সর্বশ্রেষ্ঠ শখ
গ) শুধু জ্ঞান অর্জন
ঘ) আনন্দের মাধ্যম
উত্তর: খ) মানুষের সর্বশ্রেষ্ঠ শখ
১৫। লেখক কেন বই পড়াকে শখ হিসেবে পরামর্শ দিতে চান না?
ক) মানুষ তা গ্রাহ্য করবে না
খ) বই পড়া কঠিন
গ) বই পড়া ব্যয়বহুল
ঘ) বই পড়া সময়সাপেক্ষ
উত্তর: ক) মানুষ তা গ্রাহ্য করবে না
১৬। লেখকের মতে আমাদের দেশের প্রধান সমস্যা কী?
ক) শিক্ষার অভাব
খ) রোগ-শোক, দুঃখ-দারিদ্র্য
গ) সাহিত্যের অভাব
ঘ) বই পড়ার অভ্যাস নেই
উত্তর: খ) রোগ-শোক, দুঃখ-দারিদ্র্য
১৭। শিক্ষার আসল উদ্দেশ্য কী?
ক) চাকরি পাওয়া
খ) জীবনকে সুন্দর ও মহৎ করা
গ) টাকা কামানো
ঘ) সমাজে প্রতিষ্ঠা পাওয়া
উত্তর: খ) জীবনকে সুন্দর ও মহৎ করা
১৮। সাহিত্যচর্চা কী শিক্ষার অঙ্গ?
ক) প্রধান অঙ্গ
খ) গৌণ অঙ্গ
গ) অপচয়
ঘ) সময় নষ্ট
উত্তর: ক) প্রধান অঙ্গ
১৯। ‘উদ্বাহু’ শব্দের অর্থ কী?
ক) উঁচু গলা
খ) আহ্লাদে হাত ওঠানো
গ) আনন্দে নৃত্য করা
ঘ) হাত মুষ্ঠিবদ্ধ করা
উত্তরঃ খ) আহ্লাদে হাত ওঠানো
২০। ডেমোক্রেসি কী বোঝে না?
ক) অর্থের সার্থকতা
খ) সাহিত্যের সার্থকতা
গ) শিক্ষার সার্থকতা
ঘ) জীবনযাত্রার সার্থকতা
উত্তর: খ) সাহিত্যের সার্থকতা
২১। আমাদের শিক্ষিত সমাজের দৃষ্টি কোথায় পড়ে?
ক) সাহিত্যের উপর
খ) অর্থের উপর
গ) শিক্ষার উপর
ঘ) ধর্মের উপর
উত্তর: খ) অর্থের উপর
২২। জ্ঞানের ভাণ্ডার কী নয়?
ক) ধনের ভাণ্ডার
খ) সাহিত্যের ভাণ্ডার
গ) শিক্ষার ভাণ্ডার
ঘ) আনন্দের ভাণ্ডার
উত্তর: ক) ধনের ভাণ্ডার
২৩। ‘শৌখিন’ শব্দের অর্থ কী?
ক) ধনী
খ) রুচিবান
গ) অমার্জিত
ঘ) শিক্ষিত
উত্তরঃ খ) রুচিবান
২৪। লেখকের মতে সাহিত্য কী প্রকাশ করে?
ক) মানুষের পুরো মন
খ) শুধু আনন্দ
গ) শুধু জ্ঞান
ঘ) শুধু অর্থ
উত্তর: ক) মানুষের পুরো মন
২৫। বই পড়া কেন প্রয়োজন?
ক) শুধু জ্ঞান অর্জন
খ) মন ও আত্মাকে সুস্থ রাখা
গ) সময় কাটানো
ঘ) সমাজে প্রতিষ্ঠা পাওয়া
উত্তর: খ) মন ও আত্মাকে সুস্থ রাখা
২৬। লেখকের মতে লাইব্রেরির গুরুত্ব কী?
ক) স্কুল-কলেজের চেয়ে কম
খ) স্কুল-কলেজের চেয়ে বেশি
গ) শুধু আনন্দের জন্য
ঘ) শুধু জ্ঞান অর্জনের জন্য
উত্তর: খ) স্কুল-কলেজের চেয়ে বেশি
২৭। লাইব্রেরি কীসের সমান?
ক) হাসপাতালের চেয়ে কম
খ) হাসপাতালের চেয়ে বেশি
গ) স্কুল-কলেজের সমান
ঘ) শুধু আনন্দের জন্য
উত্তর: খ) হাসপাতালের চেয়ে বেশি
২৮। ‘ডেমোক্রেসি’ শব্দের বাংলা প্রতিশব্দ কী?
ক) সমাজতন্ত্র
খ) স্বৈরতন্ত্র
গ) গণতন্ত্র
ঘ) প্রজাতন্ত্র
উত্তরঃ গ) গণতন্ত্র
২৯। শিক্ষকের সার্থকতা কী?
ক) শিক্ষাদান করায়
খ) ছাত্রকে তা অর্জন করতে সক্ষম করায়
গ) শুধু নোট দেওয়া
ঘ) শুধু পরীক্ষায় পাশ করানো
উত্তর: খ) ছাত্রকে তা অর্জন করতে সক্ষম করায়
৩০। স্কুল-কলেজের শিক্ষা পদ্ধতির সমস্যা কী?
ক) ছাত্রদের মনের বিকাশ হয় না
খ) ছাত্ররা শুধু নোট মুখস্থ করে
গ) শিক্ষকরা ভালো নোট দেন না
ঘ) ছাত্ররা শুধু পরীক্ষায় পাশ করে
উত্তর: ক) ছাত্রদের মনের বিকাশ হয় না
৩১। ‘সুসার’ শব্দের অর্থ কী?
ক) অভাব
খ) সচ্ছলতা
গ) অস্বস্তি
ঘ) কষ্ট
উত্তরঃ খ) সচ্ছলতা
৩২। স্কুল-কলেজের শিক্ষা কীসের মতো?
ক) গেলা-ওগলানো পদ্ধতি
খ) আনন্দের পদ্ধতি
গ) জ্ঞান অর্জনের পদ্ধতি
ঘ) সময় নষ্টের পদ্ধতি
উত্তর: ক) গেলা-ওগলানো পদ্ধতি
৩৩। ছাত্ররা কীভাবে পরীক্ষায় পাশ করে?
ক) নোট মুখস্থ করে
খ) নিজের চেষ্টায়
গ) শিক্ষকের সাহায্যে
ঘ) বই পড়ে
উত্তর: ক) নোট মুখস্থ করে
৩৪। স্কুল-কলেজের শিক্ষা কীসে ব্যর্থ?
ক) ছাত্রদের মনের বিকাশে
খ) জ্ঞান অর্জনে
গ) সময় বাঁচানোতে
ঘ) আনন্দ দানে
উত্তর: ক) ছাত্রদের মনের বিকাশে
৩৫। লাইব্রেরি কীসের মতো?
ক) মনের হাসপাতাল
খ) আনন্দের স্থান
গ) জ্ঞান অর্জনের স্থান
ঘ) সময় নষ্টের স্থান
উত্তর: ক) মনের হাসপাতাল
৩৬। লাইব্রেরি প্রতিষ্ঠা করা কেন প্রয়োজন?
ক) মানুষের মনকে সুস্থ রাখার জন্য
খ) শুধু আনন্দের জন্য
গ) শুধু জ্ঞান অর্জনের জন্য
ঘ) সময় কাটানোর জন্য
উত্তর: ক) মানুষের মনকে সুস্থ রাখার জন্য
৩৭। ‘ভাঁড়েও ভবানী’ বলতে বোঝায় কী?
ক) দানশীল ব্যক্তি
খ) শূন্য
গ) পরিপূর্ণ
ঘ) অত্যন্ত ধনী
উত্তরঃ খ) শূন্য
৩৮। সাহিত্যচর্চা ছাড়া কী সম্ভব নয়?
ক) জাতির প্রকৃত উন্নতি
খ) শুধু আনন্দ
গ) শুধু জ্ঞান অর্জন
ঘ) সময় কাটানো
উত্তর: ক) জাতির প্রকৃত উন্নতি
৩৯। ‘অবগাহন’ বলতে কী বোঝায়?
ক) পান করা
খ) সর্বাঙ্গ ডুবিয়ে গোসল
গ) নিরবতা পালন
ঘ) চিন্তা করা
উত্তরঃ খ) সর্বাঙ্গ ডুবিয়ে গোসল
৪০। শিক্ষার বর্তমান অবস্থায় লাইব্রেরি কী?
ক) মনের হাসপাতাল
খ) শুধু আনন্দের স্থান
গ) শুধু জ্ঞান অর্জনের স্থান
ঘ) সময় নষ্টের স্থান
উত্তর: ক) মনের হাসপাতাল
৪১। জাতির প্রাণশক্তি কীসের উপর নির্ভর করে?
ক) সাহিত্যচর্চা ও আনন্দের উপর
খ) শুধু অর্থের উপর
গ) শুধু শিক্ষার উপর
ঘ) শুধু ধর্মের উপর
উত্তর: ক) সাহিত্যচর্চা ও আনন্দের উপর
৪২। সাহিত্যচর্চা কীসের জন্য প্রয়োজন?
ক) মানুষের মন ও আত্মাকে সুস্থ রাখার জন্য
খ) শুধু আনন্দের জন্য
গ) শুধু জ্ঞান অর্জনের জন্য
ঘ) সময় কাটানোর জন্য
উত্তর: ক) মানুষের মন ও আত্মাকে সুস্থ রাখার জন্য
৪৩। বই পড়া কেন জরুরি?
ক) মন ও আত্মাকে সুস্থ রাখার জন্য
খ) শুধু জ্ঞান অর্জনের জন্য
গ) শুধু আনন্দের জন্য
ঘ) সময় কাটানোর জন্য
উত্তর: ক) মন ও আত্মাকে সুস্থ রাখার জন্য
৪৪। ‘স্বশিক্ষিত’ বলতে বোঝায় কী?
ক) নিজে নিজে শিক্ষিত
খ) বিদ্যালয়ে শিক্ষিত
গ) উচ্চশিক্ষিত
ঘ) বিদ্বান
উত্তরঃ ক) নিজে নিজে শিক্ষিত
৪৫। ‘দাতাকর্ণ’ কে ছিলেন?
ক) রাজা বিক্রমাদিত্য
খ) মহাভারতের কুন্তীপুত্র
গ) বৌদ্ধ ধর্মপ্রচারক
ঘ) কুরুক্ষেত্র যুদ্ধের বিজয়ী
উত্তরঃ খ) মহাভারতের কুন্তীপুত্র
৪৬। ‘আবহমানকাল’ শব্দের অর্থ কী?
ক) সীমিত সময়
খ) সাময়িক
গ) চিরকাল
ঘ) নির্দিষ্ট সময়
উত্তরঃ গ) চিরকাল
৪৭। ‘সোল্লাসে’ শব্দের অর্থ কী?
ক) দুঃখে
খ) আনন্দে
গ) শূন্য মনে
ঘ) উদ্বেগে
উত্তরঃ খ) আনন্দে
৪৮। ‘উপায়ান্তর’ শব্দের অর্থ কী?
ক) অন্য কোনো উপায়
খ) একমাত্র উপায়
গ) সহজ উপায়
ঘ) সংকটময় অবস্থা
উত্তরঃ ক) অন্য কোনো উপায়
৪৯। ‘গলাধঃকরণ’ বলতে বোঝায় কী?
ক) গিলে ফেলা
খ) উগরে ফেলা
গ) গলা শুকিয়ে যাওয়া
ঘ) কঠিন কথা বলা
উত্তরঃ ক) গিলে ফেলা
Related Posts
- আত্মস্মৃতি গল্পের মূলভাব, প্রশ্ন উত্তর ও বহুনির্বাচনি – ৯ম শ্রেণির বাংলা
- Class 9-10 book 2025 PDF – ৯ম-১০ম শ্রেণির বই ২০২৫
- বৃষ্টি কবিতার মূলভাব, সংক্ষিপ্ত প্রশ্ন ও বহুনির্বাচনি – ৯ম শ্রেণির বাংলা
- ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির সিলেবাস ২০২৪ PDF সহ সকল বিষয়
- নবম শ্রেণির ইসলাম শিক্ষা প্রশ্ন উত্তর ও বহুনির্বাচনি PDF সহ