‘প্রার্থী” কবিতাটি সুকান্ত ভট্টাচার্য বলেছেন, সূর্য যে তাপ বিকিরণ করে তার সাহায্যেই ভূপৃষ্ঠে উদ্ভিদ, জীবজন্তু ও মানুষ জীবনধারণ করে। প্রচণ্ড শীতে সূর্যের এই উত্তাপের জন্য সারারাত অপেক্ষা করে বস্ত্রহীন, আশ্রয়হীন শীতার্ত মানুষ । এই পোস্টে প্রার্থী কবিতার MCQ | বহুনির্বাচনি প্রশ্ন উত্তর লিখে দিলাম।
Table of Contents
প্রার্থী কবিতার mcq
সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন
১। ‘প্রার্থী’ কবিতার রচয়িতা কে?
ক) জসীমউদ্দীন
খ) সুফিয়া কামাল
গ) বুদ্ধদেব বসু
ঘ) সুকান্ত ভট্টাচার্য
উত্তর: ঘ) সুকান্ত ভট্টাচার্য
২। ‘প্রার্থী’ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংগৃহীত?
ক) ছাড়পত্র
খ) অভিযান
গ) পূর্বাভাস
ঘ) হরতাল
উত্তর: ক) ছাড়পত্র
৩। কবি সুকান্ত ভট্টাচার্যের জন্ম কোন সালে হয়েছিল?
ক) ১৯২৪ খ্রিষ্টাব্দে
খ) ১৯২৫ খ্রিষ্টাব্দে
গ) ১৯২৬ খ্রিষ্টাব্দে
ঘ) ১৯২৭ খ্রিষ্টাব্দে
উত্তর: গ) ১৯২৬ খ্রিষ্টাব্দে
৪। সুকান্ত ভট্টাচার্যের জন্মস্থান কোথায়?
ক) কোটালিপাড়া
খ) গোপালগঞ্জ
গ) কলকাতা
ঘ) দিল্লি
উত্তর: গ) কলকাতা
৫। কাজী নজরুল ইসলাম যেমন বিদ্রোহী কবি হিসেবে পরিচিত, তেমনি প্রতিবাদী বৈশিষ্ট্যে খ্যাত কোন কবি?
ক) বুদ্ধদেব বসু
খ) মধুসূদন দত্ত
গ) সুফিয়া কামাল
ঘ) সুকান্ত ভট্টাচার্য
উত্তর: ঘ) সুকান্ত ভট্টাচার্য
৬। স্বাধীনতা পত্রিকার কোন বিভাগে সুকান্ত ভট্টাচার্য প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন?
ক) কিশোর সভা
খ) রাজনীতি
গ) রাষ্ট্রনীতি
ঘ) খেলাধুলা
উত্তর: ক) কিশোর সভা
৭। ‘ঘুম নেই’ গ্রন্থটি সুকান্ত ভট্টাচার্যের কোন ধরণের রচনা?
ক) গল্পগ্রন্থ
খ) উপন্যাস
গ) প্রবন্ধগ্রন্থ
ঘ) কাব্যগ্রন্থ
উত্তর: ঘ) কাব্যগ্রন্থ
৮। কোন রোগে সুকান্ত ভট্টাচার্যের মৃত্যু হয়েছিল?
ক) যক্ষ্মা
খ) ক্যান্সার
গ) আলসার
ঘ) হৃদরোগ
উত্তর: ক) যক্ষ্মা
৯। সুকান্ত ভট্টাচার্য মৃত্যুবরণ করেন কোন খ্রিষ্টাব্দে?
ক) ১৯৪৫ খ্রিষ্টাব্দে
খ) ১৯৪৬ খ্রিষ্টাব্দে
গ) ১৯৪৭ খ্রিষ্টাব্দে
ঘ) ১৯৪৮ খ্রিষ্টাব্দে
উত্তর: খ) ১৯৪৭ খ্রিষ্টাব্দে
১০। নিচের কোনটি সুকান্ত রচিত গ্রন্থ?
ক) মায়া কাজল
খ) মাটির কান্না
গ) অভিযান
ঘ) ডানপিটে শওকত
উত্তর: গ) অভিযান
১১। সুকান্ত ভট্টাচার্যের পৈতৃক নিবাস কোথায় ছিল?
ক) গোপালগঞ্জের কাশিয়ানিতে
খ) যশোরের সাগরদাঁড়ি
গ) গোপালগঞ্জের কোটালিপাড়া
ঘ) কুমারখালির শিলাইদহ
উত্তর: গ) গোপালগঞ্জের কোটালিপাড়া
১২। ‘বামপন্থি-বিপ্লবী কবি’ নামে কাকে ডাকা হয়?
ক) কামিনী রায়
খ) বুদ্ধদেব বসু
গ) সুকান্ত ভট্টাচার্য
ঘ) সুফিয়া কামাল
উত্তর: গ) সুকান্ত ভট্টাচার্য
১৩। ‘প্রার্থী’ কবিতায় কবি যখন ‘কৃষকের চঞ্চল চোখ’-এর কথা বলেছেন, তখন তিনি কী বোঝাতে চেয়েছেন?
ক) অসংখ্য লালসা
খ) অধীর প্রতীক্ষা
গ) সুখের ইঙ্গিত
ঘ) বিরহের যন্ত্রণা
উত্তর: খ) অধীর প্রতীক্ষা
১৪। কবি ‘প্রার্থী’ কবিতায় সূর্যের অবদান থেকে কী চাইছেন?
ক) প্রেরণা
খ) শক্তি
গ) আলো
ঘ) তেজ
উত্তর: ক) প্রেরণা
১৫। ‘চকোর চায় চন্দ্রমায়’ চরণে ‘চন্দ্রমা’ কিসের সাথে তুলনীয়?
ক) সকালের রোদ
খ) শীতের রাত
গ) পথশিশু
ঘ) স্যাঁতসেঁতে ঘর
উত্তর: ক) সকালের রোদ
১৬। কবি সূর্যের কাছে উত্তাপ কেন প্রার্থনা করেছেন?
ক) মানসিক অস্থিরতা কমাতে
খ) বৈষম্য দূর করতে
গ) দুঃখীদের সাহায্য করতে
ঘ) গরিব মানুষের প্রতি মমতা থেকে
উত্তর: ঘ) গরিব মানুষের প্রতি মমতা থেকে
১৭। কবি ‘প্রার্থী’ কবিতায় সূর্যকে কোন নামে ডেকেছেন?
ক) হে মার্তণ্ড
খ) হে অগ্নিপিন্ড
গ) হে উত্তাপদাতা
ঘ) হে সূর্য
উত্তর: ঘ) হে সূর্য
১৮। কবি সূর্যের কাছে কোন অভাবের কথা বলেছেন?
ক) শীতের কাপড়
খ) উপোসের কষ্ট
গ) খাদ্যের অভাব
ঘ) ক্ষুধা-তৃষ্ণা
উত্তর: ক) শীতের কাপড়
১৯। দরিদ্ররা শীতকালে সারারাত কী জ্বালিয়ে রাখে?
ক) বাতি
খ) ফ্যান
গ) খড়কুটো
ঘ) মশাল
উত্তর: গ) খড়কুটো
২০। কবি সুকান্ত ভট্টাচার্য কোন ধরনের পরিবারের সন্তান ছিলেন?
ক) উচ্চবিত্ত
খ) দরিদ্র
গ) নিম্নবিত্ত
ঘ) নিম্ন-মধ্যবিত্ত
উত্তর: ঘ) নিম্ন-মধ্যবিত্ত
২১। “সকালের এক টুকরো রোদ্দুর”— এখানে ‘রোদ্দুর’ বলতে কী বোঝানো হয়েছে?
ক) বৃষ্টি
খ) আলো
গ) মেঘ
ঘ) রোদ
উত্তর: ঘ) রোদ
২২। সূর্যের উত্তাপে আমাদের কী দূর হবে?
ক) ইচ্ছা
খ) শরীর
গ) জড়তা
ঘ) আকাঙ্ক্ষা
উত্তর: গ) জড়তা
২৩। কোন সময়ের সূর্যের আলোকে সোনার থেকেও দামি বলা হয়েছে?
ক) সকাল
খ) বিকাল
গ) সন্ধ্যা
ঘ) দুপুর
উত্তর: ক) সকাল
২৪। সকালের এক টুকরো রোদ, এক টুকরো সোনার থেকেও—
ক) প্রয়োজনীয়
খ) উৎকৃষ্ট
গ) দরকারি
ঘ) দামি
উত্তর: ঘ) দামি
২৫। সূর্যের উত্তাপ পেয়ে মানুষ কেমন হয়ে উঠবে?
ক) শক্তিশালী মানুষ
খ) জ্বলন্ত অগ্নিপিণ্ড
গ) স্বৈরাচারী দেবতা
ঘ) মহৎ দেবতা
উত্তর: খ) জ্বলন্ত অগ্নিপিণ্ড
২৬। রাস্তার ধারে উলঙ্গ ছেলেটি আসলে কিসের প্রতীক?
ক) ছোট শিশুর প্রতীক
খ) অপ্রাপ্তবয়স্ক কিশোরের প্রতীক
গ) লজ্জাহীন মানুষের প্রতীক
ঘ) অবহেলিত ও বঞ্চিত শিশুর প্রতীক
উত্তর: ঘ) অবহেলিত ও বঞ্চিত শিশুর প্রতীক
২৭। “রাস্তার ধারের ঐ উলঙ্গ ছেলেটাকে”— ‘প্রার্থী’ কবিতায় এই চরণটি কতবার এসেছে?
ক) একবার
খ) তিনবার
গ) দুইবার
ঘ) চারবার
উত্তর: গ) দুইবার
২৮। কবি ‘প্রার্থী’ কবিতায় কেমন সমাজের স্বপ্ন দেখেন?
ক) পুঁজিবাদী সমাজ
খ) সাম্যবাদী সমাজ
গ) বৈষম্যমূলক সমাজ
ঘ) সমাজতান্ত্রিক সমাজ
উত্তর: খ) সাম্যবাদী সমাজ
২৯। ‘হিমশীতল’ শব্দ দিয়ে কী বোঝানো হয়েছে?
ক) শীতের মতো ঠান্ডা
খ) শিশিরের মতো ঠান্ডা
গ) শিশিরের মতো ভেজা
ঘ) তুষারের মতো ঠান্ডা
উত্তর: ঘ) তুষারের মতো ঠান্ডা
৩০। নিচের কোন বানানটি সঠিক?
ক) স্যাঁতসেঁতে
খ) স্যাঁতস্যাতে
গ) সেঁতস্যাঁতে
ঘ) সেতসেতে
উত্তর: ক) স্যাঁতসেঁতে
৩১। ‘অগ্নিপিণ্ড’ শব্দের মানে কী?
ক) আগুনের উত্তাপ
খ) আগুনের গোলা
গ) আগুনের শিখা
ঘ) আগুনের ধোঁয়া
উত্তর: খ) আগুনের গোলা
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন
৩২. কষ্টে আমরা শীত আটকাই কীভাবে?
i. খড়কুটো জ্বালিয়ে
ii. কাপড়ে কান ঢেকে
iii. চুলার আগুনে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: ক) i ও ii
৩৩. ‘প্রার্থী’ কবিতায় কবির যে মানসিকতা প্রকাশ পেয়েছে-
i. শীতার্তদের রক্ষা করা
ii. গরিবদের প্রতি মমত্ববোধ
iii. বৃঞ্চিতদের ভাগ্য উন্নয়ন ঘটানো
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: ঘ) i, ii ও iii
৩৪. তীব্র শীতে সূর্যের উত্তাপের জন্য সারারাত অপেক্ষা করে-
i. বন্যাদুর্গত মানুষ
ii. আশ্রয়হীন মানুষ
iii. শীতার্ত মানুষ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: গ) ii ও iii
৩৫. ‘প্রার্থী’ কবিতার মূল সুর-
i. গরিবদের প্রতি মমত্ব
ii. ধনীদের প্রতি বিদ্বেষ
iii. শীতার্তকে রক্ষা করা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: খ) i ও iii
৩৬. ‘প্রার্থী’ কবিতাটি পাঠ করে শিক্ষার্থীদের ভেতরে মমতা সৃষ্টি হবে যে ধরনের মানুষের প্রতি-
i. অবহেলিত
ii. সুবিধা-বঞ্চিত
iii. দীন-দরিদ্র
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: ঘ) i, ii ও iii
৩৭. ‘জড়তা’ শব্দটির অর্থ হলো-
i. জড়ের ভাব
ii. আড়ষ্টতা
iii. জড় পদার্থের ভাব
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: ক) i ও ii
৩৮. মাঘ মাসের এক সকালে বাসার গেটের পাশে ছেঁড়া কাপড় পরা এক বৃদ্ধ ভিখারিকে শীতে ঠকঠক করে কাঁপতে দেখে সুমন তার মার কাছে ভিখারিটার জন্য একটা চাদর চায়- ‘প্রার্থী’ কবিতার কবির যে মনোভাব সুমনের মধ্যে প্রকাশ পেয়েছে তা হলো-
i. অসুস্থ মানুষের সেবা করার
ii. রোগগ্রস্ত মানুষের জন্য বেদনাবোধ
iii. বঞ্চিত মানুষের জন্য মমত্ববোধ
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
উত্তর: গ) iii