রবীন্দ্রনাথ ঠাকুরের প্রাণ কবিতাটি জীবনের একটি গভীর উপলব্ধির বর্ণনা এই কবিতায় কবি চান তার সৃষ্টিকর্ম গুলো যেন চিরকাল মানুষের মনে বেঁচে থাকে। এই পোস্টে প্রাণ কবিতার MCQ প্রশ্ন উত্তর – বহুনির্বাচনি লিখে দিলাম।
Table of Contents
প্রাণ কবিতার MCQ
সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন
১. প্রাণ কবিতাটির রচয়িতা কে?
ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) কাজী নজরুল ইসলাম
গ) জীবনানন্দ দাশ
ঘ) সুকান্ত ভট্টাচার্য
উত্তর: ক) রবীন্দ্রনাথ ঠাকুর
২. কবি মরতে চান না কোথায়?
ক) সুন্দর ভুবনে
খ) অন্ধকারে
গ) সমুদ্রে
ঘ) পাহাড়ে
উত্তর: ক) সুন্দর ভুবনে
৩. কবি কোথায় বাঁচতে চান?
ক) মানবের মাঝে
খ) স্বর্গে
গ) নির্জনে
ঘ) বিদেশে
উত্তর: ক) মানবের মাঝে
৪. “এই সূর্যকরে এই পুষ্পিত কাননে” – কোন ঋতুর ইঙ্গিত আছে?
ক) বসন্ত
খ) গ্রীষ্ম
গ) শরৎ
ঘ) হেমন্ত
উত্তর: ক) বসন্ত
৫. কবি কীসের মাঝে স্থান পেতে চান?
ক) জীবন্ত হৃদয়
খ) মৃত দেহ
গ) শূন্যতা
ঘ) অন্ধকার
উত্তর: ক) জীবন্ত হৃদয়
৬. ধরায় প্রাণের খেলা কেমন?
ক) চিরতরঙ্গিত
খ) স্থির
গ) নিস্তব্ধ
ঘ) অন্ধকার
উত্তর: ক) চিরতরঙ্গিত
৭. কবি কী গাঁথতে চান?
ক) সংগীত
খ) কবিতা
গ) গল্প
ঘ) উপন্যাস
উত্তর: ক) সংগীত
৮. “অমর আলয়” বলতে কবি কী বোঝাতে চেয়েছেন?
ক) চিরস্মরণীয় সৃষ্টি
খ) বাড়ি
গ) মন্দির
ঘ) সমাধি
উত্তর: ক) চিরস্মরণীয় সৃষ্টি
৯. কবি যদি সৃষ্টি না করতে পারেন তবে কী চান?
ক) মানুষের মাঝে থাকতে
খ) মরতে
গ) ভুলে যেতে
ঘ) চলে যেতে
উত্তর: ক) মানুষের মাঝে থাকতে
১০. “তোমরা তুলিবে বলে সকাল বিকাল” – ‘তোমরা’ বলতে কাদের বোঝানো হয়েছে?
ক) পরবর্তী প্রজন্ম
খ) পাখি
গ) ফুল
ঘ) তারা
উত্তর: ক) পরবর্তী প্রজন্ম
১১. “নব নব সংগীতের কুসুম ফুটাই” – এখানে ‘কুসুম’ বলতে কী বোঝানো হয়েছে?
ক) নতুন সৃষ্টি
খ) প্রকৃত ফুল
গ) তারা
ঘ) শিশু
উত্তর: ক) নতুন সৃষ্টি
১২. রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয় –
ক) ৭ই আগস্ট ১৯৪১ খ্রিষ্টাব্দ
খ) ৭ই মে ১৮৬১ খ্রিষ্টাব্দ
গ) ৮ই মে ১৮৬৫ খ্রিষ্টাব্দ
ঘ) ২৫শে বৈশাখ ১২৬৫ বঙ্গাব্দ
উত্তর: খ) ৭ই মে ১৮৬১ খ্রিষ্টাব্দ
১৩. রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন কোথায়?
ক) শান্তিনিকেতনে
খ) কলকাতার বউবাজারে
গ) কলকাতার জোড়াসাঁকোতে
ঘ) কাশীতে
উত্তর: গ) কলকাতার জোড়াসাঁকোতে
১৪. “বিরহ মিলন কত হাসি অশ্রুময়” – এখানে কী প্রকাশ পেয়েছে?
ক) মানব জীবনের দ্বন্দ্ব
খ) প্রকৃতির সৌন্দর্য
গ) প্রেম
ঘ) যুদ্ধ
উত্তর: ক) মানব জীবনের দ্বন্দ্ব
১৫. রবীন্দ্রনাথের পিতার নাম কী?
ক) প্রিন্স দ্বারকানাথ ঠাকুর
খ) মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর
গ) সত্যেন্দ্রনাথ ঠাকুর
ঘ) দ্বিজেন্দ্রলাল রায়
উত্তর: খ) মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর
১৬. “যদি গো রচিতে পারি অমর আলয়” – এখানে ‘অমর আলয়’ কীসের প্রতীক?
ক) কালজয়ী সৃষ্টি
খ) বাড়ি
গ) সমাধি
ঘ) মন্দির
উত্তর: ক) কালজয়ী সৃষ্টি
১৭. কবি কার মধ্যে বাঁচতে চান?
ক) মানুষের স্মৃতিতে
খ) প্রকৃতিতে
গ) শুধু নিজের কাজে
ঘ) ধর্মে
উত্তর: ক) মানুষের স্মৃতিতে
১৮. “তোমাদেরি মাঝখানে লভি যেন ঠাঁই” – এখানে ‘তোমরা’ বলতে কারা?
ক) পাঠক
খ) পরবর্তী প্রজন্ম
গ) প্রকৃতি
ঘ) ক ও খ উভয়ই
উত্তর: ঘ) ক ও খ উভয়ই
১৯. প্রিন্স দ্বারকানাথ ঠাকুর ছিলেন –
ক) রবীন্দ্রনাথের কাকা
খ) রবীন্দ্রনাথের ভাই
গ) রবীন্দ্রনাথের পিতামহ
ঘ) রবীন্দ্রনাথের বন্ধু
উত্তর: গ) রবীন্দ্রনাথের পিতামহ
২০. “হাসি মুখে নিয়ো ফুল” – এখানে ‘ফুল’ বলতে কী বোঝানো হয়েছে?
ক) কবির সৃষ্টি
খ) প্রকৃত ফুল
গ) উপহার
ঘ) শিশু
উত্তর: ক) কবির সৃষ্টি
২১. রবীন্দ্রনাথের প্রথম কাব্যগ্রন্থ ‘বনফুল’ প্রকাশিত হয় –
ক) বারো বছর বয়সে
খ) পনেরো বছর বয়সে
গ) বিশ বছর বয়সে
ঘ) আট বছর বয়সে
উত্তর: খ) পনেরো বছর বয়সে
২২. রবীন্দ্রনাথ সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন –
ক) ১৯১০ সালে
খ) ১৯২১ সালে
গ) ১৯১৩ সালে
ঘ) ১৯০৫ সালে
উত্তর: গ) ১৯১৩ সালে
২৩. “ধরায় প্রাণের খেলা” – কীসের ইঙ্গিত?
ক) মানব জীবনের গতিশীলতা
খ) প্রকৃতির খেলা
গ) শিশুর খেলা
ঘ) প্রেমের খেলা
উত্তর: ক) মানব জীবনের গতিশীলতা
২৪. Gitanjali Song Offerings সংকলনটি ছিল –
ক) উপন্যাস
খ) নাটক
গ) কবিতা সংকলন
ঘ) প্রবন্ধ সংকলন
উত্তর: গ) কবিতা সংকলন
২৫. “ফেলে দিয়ো ফুল, যদি সে ফুল শুকায়” – এটি কীসের প্রতীক?
ক) ক্ষণস্থায়ী জীবনের
খ) চিরস্থায়ী জীবনের
গ) শোকের
ঘ) ক্রোধের
উত্তর: ক) ক্ষণস্থায়ী জীবনের
২৬. সাহিত্যে নোবেল পাওয়া প্রথম এশীয় ব্যক্তি কে?
ক) সত্যজিৎ রায়
খ) রবীন্দ্রনাথ ঠাকুর
গ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ) কাজী নজরুল ইসলাম
উত্তর: খ) রবীন্দ্রনাথ ঠাকুর
২৭. “গাঁথিয়া সংগীত” বলতে কবি কী বোঝাতে চেয়েছেন?
ক) জীবনবোধ সংবলিত সৃষ্টি
খ) গান তৈরি
গ) কবিতা লেখা
ঘ) উপন্যাস রচনা
উত্তর: ক) জীবনবোধ সংবলিত সৃষ্টি
২৮. নিচের কোনটি রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ?
ক) শেষের কবিতা
খ) গোরা
গ) মানসী
ঘ) গল্পগুচ্ছ
উত্তর: গ) মানসী
২৯. ‘চোখের বালি’ গ্রন্থটি কী ধরনের?
ক) উপন্যাস
খ) নাটক
গ) কাব্যগ্রন্থ
ঘ) প্রবন্ধ সংকলন
উত্তর: ক) উপন্যাস
৩০. রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুবরণ করেন –
ক) ৭ই মে ১৯৪১ খ্রিষ্টাব্দ
খ) ৭ই আগস্ট ১৯৪১ খ্রিষ্টাব্দ
গ) ২৫শে বৈশাখ ১৩৬৮ বঙ্গাব্দ
ঘ) ৮ই আগস্ট ১৯৪০ খ্রিষ্টাব্দ
উত্তর: খ) ৭ই আগস্ট ১৯৪১ খ্রিষ্টাব্দ
৩১. রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক ‘রক্তকরবী’ হলো –
ক) কাব্যনাট্য
খ) ব্যঙ্গনাট্য
গ) ঐতিহাসিক নাটক
ঘ) কৌতুকনাটক
উত্তর: ক) কাব্যনাট্য
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন
৩২. রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন-
i. কবি ও কথাসাহিত্যিক
ii. দার্শনিক ও শিক্ষাবিদ
iii. সুরকার ও অভিনেতা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: ঘ) i, ii ও iii
৩৩. রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যের সকল শাখার দক্ষ রূপকার হয়ে ওঠেন-
i. স্বীয় সাধনায়
ii. সৃজনশীলতায়
iii. আত্মপ্রচেষ্টায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: ঘ) i, ii ও iii
৩৪. রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত গ্রন্থ হলো-
i. শেষের কবিতা
ii. বিসর্জন
iii. ডাকঘর
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: ঘ) i, ii ও iii
৩৫. রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত গ্রন্থ হলো-
i. রক্তকরবী
ii. গল্পগুচ্ছ
iii. বিচিত্র প্রবন্ধ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: ঘ) i, ii ও iii
৩৬. “মানবের মাঝে আমি বাঁচিবারে চাই” বাক্যটি দ্বারা বোঝায়-
i. কীর্তির মধ্য দিয়ে অমর হওয়ার কথা
ii. মৃত্যুর সময় তাঁর কোনো অঙ্গ-প্রত্যঙ্গ মানুষকে দান করা
iii. শুভকর্ম দ্বারা মানুষের হৃদয়ে স্থান করে নেওয়া
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: খ) i ও iii
৩৭. রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর সৃষ্টিতে স্থান দিতে চান মানবজীবনের-
i. সুখ
ii. দুঃখ
iii. ভালোবাসা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: ক) i ও ii
৩৮. “জীবন্ত হৃদয়-মাঝে যদি স্থান পাই।” পণ্ডিটিতে প্রকাশ পেয়েছে কবির-
i. আকুতি
ii. প্রার্থনা
iii. উচ্ছ্বাস
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: ক) i ও ii
আরও পড়ুনঃ অন্ধবধূ কবিতার MCQ প্রশ্ন উত্তর – বহুনির্বাচনি