প্রবাস বন্ধু গল্পের MCQ | বহুনির্বাচনি প্রশ্ন উত্তর

প্রবাস বন্ধু গল্পের mcq

সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন

১। সৈয়দ মুজতবা আলীর জন্মতারিখ কত?
ক) ১২ সেপ্টেম্বর ১৯০৪
খ) ১৩ সেপ্টেম্বর ১৯০৪
গ) ১৪ সেপ্টেম্বর ১৯০৫
ঘ) ১১ সেপ্টেম্বর ১৯০৩
উত্তর: খ) ১৩ সেপ্টেম্বর ১৯০৪

২। সৈয়দ মুজতবা আলীর জন্মস্থান কোথায়?
ক) ঢাকা
খ) কলকাতা
গ) আসামভুক্ত শ্রীহট্টের করিমগঞ্জ
ঘ) সিলেট শহর
উত্তর: গ) আসামভুক্ত শ্রীহট্টের করিমগঞ্জ

৩। সৈয়দ মুজতবা আলী কোন হাইস্কুলে পড়াশোনা করেন?
ক) ঢাকা কলেজিয়েট স্কুল
খ) সিলেট গভর্নমেন্ট হাইস্কুল
গ) বরিশাল জিলা স্কুল
ঘ) ময়মনসিংহ জিলা স্কুল
উত্তর: খ) সিলেট গভর্নমেন্ট হাইস্কুল

৪। সৈয়দ মুজতবা আলী কোন শিক্ষাপীঠে পড়াশোনা করেন?
ক) শান্তিনিকেতন
খ) কলকাতা বিশ্ববিদ্যালয়
গ) আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়
ঘ) রাজশাহী কলেজ
উত্তর: ক) শান্তিনিকেতন

৫। কোন সালে তিনি বিশ্বভারতী থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন?
ক) ১৯২৪
খ) ১৯২৫
গ) ১৯২৬
ঘ) ১৯২৭
উত্তর: গ) ১৯২৬

৬। সৈয়দ মুজতবা আলী কর্মজীবন শুরু করেন কোথায়?
ক) বন বিশ্ববিদ্যালয়ে
খ) কাবুলের কৃষিবিজ্ঞান কলেজে
গ) বার্লিন বিশ্ববিদ্যালয়ে
ঘ) সিলেট গভর্নমেন্ট স্কুলে
উত্তর: খ) কাবুলের কৃষিবিজ্ঞান কলেজে

৭। সৈয়দ মুজতবা আলী কোথায় উচ্চশিক্ষা লাভ করেছিলেন?
ক) মস্কো বিশ্ববিদ্যালয়
খ) অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়
গ) বার্লিন ও বন বিশ্ববিদ্যালয়ে
ঘ) দিল্লি বিশ্ববিদ্যালয়
উত্তর: গ) বার্লিন ও বন বিশ্ববিদ্যালয়ে

৮। কোন সালে তিনি বন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন?
ক) ১৯৩০
খ) ১৯৩১
গ) ১৯৩২
ঘ) ১৯৩৩
উত্তর: গ) ১৯৩২

৯। সৈয়দ মুজতবা আলী কোথায় অধ্যাপনা করেছিলেন?
ক) আল আজাহার বিশ্ববিদ্যালয়
খ) বরোদা কলেজ
গ) আজিজুল হক কলেজ
ঘ) উপরের সবগুলোই
উত্তর: ঘ) উপরের সবগুলোই

১০। ১৯৪৯ সালে তিনি কোথায় অধ্যক্ষ হিসেবে যোগ দেন?
ক) ঢাকা কলেজ
খ) আজিজুল হক কলেজ, বগুড়া
গ) কলকাতা প্রেসিডেন্সি কলেজ
ঘ) রাজশাহী কলেজ
উত্তর: খ) আজিজুল হক কলেজ, বগুড়া

১১। সৈয়দ মুজতবা আলীকে কেন তাঁকে চাকরি ছাড়তে হয়েছিল?
ক) স্বাস্থ্যজনিত কারণে
খ) পাকিস্তান সরকারের বিরুদ্ধে প্রবন্ধ লেখার কারণে
গ) উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ায়
ঘ) পরিবারিক কারণে
উত্তর: খ) পাকিস্তান সরকারের বিরুদ্ধে প্রবন্ধ লেখার কারণে

১২। সৈয়দ মুজতবা আলী মূলত কী ধরনের গদ্যশৈলী নির্মাণ করেন?
ক) কাব্যময় গদ্য
খ) রসগ্রাহী গদ্য
গ) তথ্যনির্ভর গদ্য
ঘ) দার্শনিক গদ্য
উত্তর: খ) রসগ্রাহী গদ্য

১৩। সৈয়দ মুজতবা আলীর উল্লেখযোগ্য ভ্রমণকাহিনি কোনটি?
ক) দেশে-বিদেশে
খ) পঞ্চতন্ত্র
গ) শবনম
ঘ) চাচা কাহিনী
উত্তর: ক) দেশে-বিদেশে

১৪।’পঞ্চতন্ত্র’ কী?
ক) কাব্যগ্রন্থ
খ) গল্পগ্রন্থ
গ) প্রবন্ধগ্রন্থ
ঘ) অনুবাদগ্রন্থ
উত্তর: ঘ) অনুবাদগ্রন্থ

১৫। “চাচা কাহিনী” কোন ধরনের রচনা?
ক) গল্পগ্রন্থ
খ) কবিতা
গ) নাটক
ঘ) প্রবন্ধগ্রন্থ
উত্তর: ক) গল্পগ্রন্থ

১৬। “ময়ূরকণ্ঠী” কোন লেখকের রচনা?
ক) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
খ) সৈয়দ মুজতবা আলী
গ) কাজী নজরুল ইসলাম
ঘ) সেলিনা হোসেন
উত্তর: খ) সৈয়দ মুজতবা আলী

১৭। “শবনম” কার লেখা?
ক) হুমায়ূন আহমেদ
খ) সৈয়দ মুজতবা আলী
গ) রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ) আবুল ফজল
উত্তর: খ) সৈয়দ মুজতবা আলী

১৮। সৈয়দ মুজতবা আলীর মৃত্যুর তারিখ কোনটি?
ক) ১০ ফেব্রুয়ারি ১৯৭৪
খ) ১১ ফেব্রুয়ারি ১৯৭৪
গ) ১২ ফেব্রুয়ারি ১৯৭৫
ঘ) ১৩ ফেব্রুয়ারি ১৯৭৩
উত্তর: খ) ১১ ফেব্রুয়ারি ১৯৭৪

১৯। সৈয়দ মুজতবা আলীর মৃত্যু কোথায় হয়?
ক) সিলেট
খ) কলকাতা
গ) ঢাকা
ঘ) লন্ডন
উত্তর: গ) ঢাকা

২০। কোন বিশ্ববিদ্যালয়ে থেকে তিনি ডক্টরেট অর্জন করেছিলেন?
ক) বার্লিন বিশ্ববিদ্যালয়
খ) বন বিশ্ববিদ্যালয়
গ) ঢাকা বিশ্ববিদ্যালয়
ঘ) অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়
উত্তর: খ) বন বিশ্ববিদ্যালয়

২১। আফগানিস্তানে তিনি কোন কলেজে অধ্যাপনা করেছিলেন?
ক) কাবুল কৃষিবিজ্ঞান কলেজ
খ) কাবুল বিশ্ববিদ্যালয়
গ) হেরাত কলেজ
ঘ) কাবুল মেডিকেল কলেজ
উত্তর: ক) কাবুল কৃষিবিজ্ঞান কলেজ

২২। সৈয়দ মুজতবা আলীর কবে আজিজুল হক কলেজে অধ্যক্ষ নিযুক্ত হন?
ক) ১৯৪৭
খ) ১৯৪৮
গ) ১৯৪৯
ঘ) ১৯৫০
উত্তর: গ) ১৯৪৯

২৩। ‘প্রবাস বন্ধু’ গল্পে লেখকের অধিক শোকে পাথর হওয়ার কারণ কী?
ক) খাবারের আধিক্য
খ) রান্নায় দক্ষতা
গ) খাবারের অপচয়
ঘ) রান্নায় বিলম্ব
উত্তর: ক) খাবারের আধিক্য

২৪। ‘ও রভোয়া’ শব্দের অর্থ কী?
ক) আজ বিদায়
খ) আবার আসিও
গ) আবার দেখা হবে
ঘ) আবার কথা হবে
উত্তর: গ) আবার দেখা হবে

২৫। ‘প্রবাস বন্ধু’ রচনায় লেখক কোন খাবারটি ফিরিয়ে দিয়েছিলেন?
ক) আঙুর
খ) ফালুদা
গ) সবুজ চা
ঘ) আখরোট
উত্তর: খ) ফালুদা

২৬। ‘প্রবাস বন্ধু’ রচনায় দুম্বার মাংসের গামলায় কোনটিকে লেখকের চোখে অপাঙ্ক্তেয় মনে হয়েছে?
ক) আলু
খ) বাদাম
গ) কিশমিশ
ঘ) মাংস
উত্তর: ক) আলু

২৭। লেখকের মতে আবদুর রহমান কয়জনের খাবার রান্না করেছিল?
ক) তিন
খ) চার
গ) পাঁচ
ঘ) ছয়
উত্তর: ঘ) ছয়

২৮। ‘হরফুন-মৌলা’ বলতে কী বোঝানো হয়েছে?
ক) রাইফেল চালনাকারী
খ) সকল কাজে বচসাকারী
গ) সকল কাজের কাজি
ঘ) সকল কাজ পণ্ডকারী
উত্তর: গ) সকল কাজের কাজি

২৯। “এবারে তুমি গিয়ে ভালো করে খাও।”- ‘প্রবাস বন্ধু’ ভ্রমণকাহিনির এই বক্তব্যে লেখকের কোন ভাব ফুটে উঠেছে?
ক) বিদ্বেষ
খ) বিরক্তি
গ) ক্ষোভ
ঘ) ঘৃণা
উত্তর: খ) বিরক্তি

৩০। ‘তাগদ’ শব্দের অর্থ কী?
ক) শক্তি
খ) আনন্দ
গ) কৌশল
ঘ) তাড়া দেয়া
উত্তর: ক) শক্তি

৩১। রাইফেল চালানোর কথা শুনে আবদুর রহমানের একগাল হাসি প্রমাণ করে তার—
ক) আন্তরিকতা
খ) সাহসিকতা
গ) বুদ্ধিমত্তা
ঘ) সাবলীলতা
উত্তর: ঘ) সাবলীলতা

৩২। লেখক আবদুর রহমানের ঠোঁট দুটো দেখতে পাননি, কারণ আবদুর রহমান—
ক) অতিশয় কর্মতৎপর
খ) নরদানব আকৃতির
গ) আফগান-সংস্কার মানে
ঘ) ভীমসেন তুল্য
উত্তর: গ) আফগান-সংস্কার মানে

৩৩। ‘প্রবাস বন্ধু’ ভ্রমণকাহিনির লেখক শীতকালটা পানশিরে কাটাতে চান কেন?
ক) নিজের প্রাণ বাঁচাবার জন্য
খ) আবদুর রহমানের খুশির জন্য
গ) আস্ত দুম্বা খাওয়ার জন্য
ঘ) নিজের আয়ু বাড়াবার জন্য
উত্তর: ক) নিজের প্রাণ বাঁচাবার জন্য

৩৪। ‘চলে মুসাফির’ কোন জাতীয় রচনা?
ক) ভ্রমণকাহিনি
খ) অনুবাদ গ্রন্থ
গ) কাব্যগ্রন্থ
ঘ) কাহিনিকাব্য
উত্তর: ক) ভ্রমণকাহিনি

৩৫। চিনির রসে ভেজানো ঘিয়ে ভাজা রসগোল্লা জাতীয় মিষ্টিকে কী বলে?
ক) রাবরি
খ) পান্তুয়া
গ) রসমালাই
ঘ) চমচম
উত্তর: খ) পান্তুয়া

৩৬। “সে বড়ো খুশি বাৎ হবে হুজুর”- লেখককে আবদুর রহমান এ কথা বলেছিল কেন?
ক) কাবুলের হাওয়া লেখকের পছন্দ হয়েছিল
খ) সাহেব রাত্রে বাড়িতেই খাবেন
গ) লেখকের খাবার পছন্দ হয়েছিল
ঘ) লেখক শীতকালটা পানশিরে কাটাবেন
উত্তর: ঘ) লেখক শীতকালটা পানশিরে কাটাবেন

৩৭। “এক একবার দম ফেললে একশটা বেমারি বেরিয়ে যাবে”- এ কথার দ্বারা ‘প্রবাস বন্ধু’ ভ্রমণকাহিনিতে কী বোঝানো হয়েছে?
ক) মনোমুদ্ধকর দৃশ্য
খ) ঋতুবৈচিত্র্য
গ) নির্মল প্রকৃতি
ঘ) জীবনযাত্রা
উত্তর: গ) নির্মল প্রকৃতি

৩৮। ‘প্রবাস বন্ধু’ রচনায় আবদুর রহমান চরিত্রে পাই—
ক) মহানুভবতা
খ) দায়িত্বহীনতা
গ) স্বদেশপ্রেম
ঘ) অসহযোগিতা
উত্তর: গ) স্বদেশপ্রেম

৩৯। কাবুল থেকে খাজামোল্লা গ্রামের দূরত্ব কত?
ক) দেড় মাইল
খ) আড়াই মাইল
গ) দুই মাইল
ঘ) তিন মাইল
উত্তর: খ) আড়াই মাইল

৪০। ‘প্রবাস বন্ধু’ গল্পটি সৈয়দ মুজতবা আলীর কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
ক) দেশে-বিদেশে
খ) চাচা কাহিনী
গ) পণ্যতন্ত্র
ঘ) শবনম
উত্তর: ক) দেশে-বিদেশে

৪১। চা খাওয়া শেষ করে আবদুর রহমান কত মিনিটের জন্য বেরিয়ে গেল?
ক) পাঁচ
খ) আট
গ) দশ
ঘ) বারো
উত্তর: গ) দশ

৪২। কোনটি আফগানিদের একটা সংস্কার?
ক) আপ্যায়ন
খ) বিনয়
গ) গুরুভক্তি
ঘ) অতিথি সেবা
উত্তর: গ) গুরুভক্তি

৪৩। আবদুর রহমানের বিবেচনায় পৃথিবীর শ্রেষ্ঠ স্থান কোনটি?
ক) খাজামোল্লা
খ) পানশির
গ) কাবুল
ঘ) পাগমান
উত্তর: খ) পানশির

৪৪। আফগানিস্তানের রিলিফ ম্যাপের চেহারার সঙ্গে সাদৃশ্য ছিল কার?
ক) অধ্যক্ষ জিরারের
খ) লেখকের
গ) টাঙাওয়ালার
ঘ) আবদুর রহমানের
উত্তর: ঘ) আবদুর রহমানের

৪৫। “আব্দুর রহমান তাড়াতাড়ি এসে অভয় বাণী দিল।”- এ বাক্যে আব্দুর রহমান কীসের অভয় বাণী দিল?
ক) বরফের
খ) খাবারের
গ) শীতের
ঘ) নিরাপত্তার
উত্তর: খ) খাবারের

৪৬। আবদুর রহমানের অতিথিপরায়ণতায় লেখকের ধৈর্যচ্যুতি ঘটেছে কিন্তু তাঁকে মুগ্ধ করেছে যে গুণ তা হলো—
ক) সরলতা
খ) দেশপ্রেম
গ) কর্মদক্ষতা
ঘ) অভিজ্ঞতা
উত্তর: ক) সরলতা

৪৭। ‘প্রবাস বন্ধু’ রচনায় পাগমান পাহাড়ের রং কী?
ক) সাদা
খ) নীল
গ) কালো
ঘ) ধূসর
উত্তর: খ) নীল

৪৮। লেখক কোথায় বাসা পেয়েছিলেন?
ক) খাজামোল্লা গ্রামে
খ) পানশিরে
গ) বরিশালে
ঘ) কাবুল শহরে
উত্তর: ক) খাজামোল্লা গ্রামে

৪৯। খাজামোল্লা গ্রামটি কোথায় অবস্থিত?
ক) দিল্লি থেকে আড়াই মাইল দূরে
খ) কাবুল থেকে আড়াই মাইল দূরে
গ) লন্ডন থেকে আড়াই মাইল দূরে
ঘ) কুমিল্লা থেকে আড়াই মাইল দূরে
উত্তর: খ) কাবুল থেকে আড়াই মাইল দূরে

৫০। লেখকের চাকরের নাম কী ছিল?
ক) আমির রহমান
খ) আবদুর রহমান
গ) মশিয়ে জিরা
ঘ) সায়েব খান
উত্তর: খ) আবদুর রহমান

৫১। আবদুর রহমানকে কী বলা হয়েছে?
ক) ভৃত্য
খ) হরফুন-মৌলা
গ) গৃহশিক্ষক
ঘ) আমির
উত্তর: খ) হরফুন-মৌলা

৫২। অধ্যক্ষ জিরা কোন দেশের মানুষ ছিলেন?
ক) ইংল্যান্ডের
খ) ফ্রান্সের
গ) পাকিস্তানের
ঘ) আফগানিস্তানের
উত্তর: খ) ফ্রান্সের

৫৩। লেখক আবদুর রহমানকে কীসের সঙ্গে তুলনা করেছিলেন?
ক) অরুণোদয়
খ) ভীমসেন
গ) আলাউদ্দিন
ঘ) শিবাজি
উত্তর: খ) ভীমসেন

৫৪। আবদুর রহমানের উচ্চতা কত ছিল?
ক) ছ ফুট
খ) ছ ফুট চার ইঞ্চি
গ) পাঁচ ফুট দশ ইঞ্চি
ঘ) সাত ফুট
উত্তর: খ) ছ ফুট চার ইঞ্চি

৫৫। আবদুর রহমান পূর্বে কোথায় কাজ করত?
ক) কলেজে
খ) মেসে
গ) মসজিদে
ঘ) চায়ের দোকানে
উত্তর: খ) মেসে

৫৬। আবদুর রহমান কতদিন আগে খালাস পেয়েছিল?
ক) এক মাস
খ) দুই মাস
গ) ছয় মাস
ঘ) এক বছর
উত্তর: ক) এক মাস

৫৭। ফালুদা বানাতে কোন উপকরণ প্রয়োজন?
ক) বরফ
খ) দুধ
গ) ঘি
ঘ) গোলাপজল
উত্তর: ক) বরফ

৫৮। বরফ কোথা থেকে আনা হতো?
ক) পানশির থেকে
খ) পাগমান পাহাড় থেকে
গ) কাবুল নদী থেকে
ঘ) বাজার থেকে
উত্তর: খ) পাগমান পাহাড় থেকে

৫৯। বরফ কীভাবে সংরক্ষণ করা হতো?
ক) গুদামে
খ) গর্তে ভরে রাখা হতো
গ) পাথরে চাপা দিয়ে
ঘ) কূপে ফেলে
উত্তর: খ) গর্তে ভরে রাখা হতো

৬০। আবদুর রহমান বাজার থেকে কী এনেছিল?
ক) শুধু চাল-ডাল
খ) তেল-নুন-লকড়ি
গ) জামা-কাপড়
ঘ) আসবাবপত্র
উত্তর: খ) তেল-নুন-লকড়ি

৬১। আবদুর রহমান কেন মুটে ভাড়া করেনি?
ক) তার টাকা ছিল না
খ) সে নিজেই বোঝা বইতে পারে
গ) বাজারে মুটে ছিল না
ঘ) লেখক বারণ করেছিলেন
উত্তর: খ) সে নিজেই বোঝা বইতে পারে

৬২। লেখকের বস কে ছিলেন?
ক) জিরার সায়েব
খ) আমির খান
গ) কাবুলের গভর্নর
ঘ) আবদুর রহমান
উত্তর: ক) জিরার সায়েব

৬৩। ফালুদার পর আবদুর রহমান কী নিয়ে এল?
ক) আখ
খ) বরফে ঢাকা আঙুর
গ) ডালিম
ঘ) লিচু
উত্তর: খ) বরফে ঢাকা আঙুর

৬৪। কোন আঙুর আফগানিস্তানে বিখ্যাত ছিল?
ক) কাশ্মীরি
খ) বাগেবালার বরফি আঙুর
গ) ইরানি
ঘ) দিল্লির আঙুর
উত্তর: খ) বাগেবালার বরফি আঙুর

৬৫। আফগানদের চা কেমন?
ক) লাল চা
খ) সবুজ চা
গ) কালো চা
ঘ) দুধ চা
উত্তর: খ) সবুজ চা

৬৬। কাবুলিরা একসাথে কত পেয়ালা চা খায়?
ক) ২
খ) ৩
গ) ৬
ঘ) ১০
উত্তর: গ) ৬

৬৭। চা শেষে আবদুর রহমান কী নিয়ে এল?
ক) বাদাম ও আখরোট
খ) পোলাও
গ) শিরনি
ঘ) আঙুর
উত্তর: ক) বাদাম ও আখরোট

৬৮। আবদুর রহমান কোথাকার মানুষ?
ক) খাজামোল্লা
খ) পানশির
গ) কাবুল
ঘ) পাগমান
উত্তর: খ) পানশির

৬৯। পানশিরের মানুষ কেমন চলে বলে আবদুর রহমান জানায়?
ক) বাতাসের ভর করে
খ) দৌড়ে
গ) ঘোড়ায়
ঘ) উটে
উত্তর: ক) বাতাসের ভর করে

৭০। শীতে পানশিরে কী হয়?
ক) প্রচুর বৃষ্টি
খ) বরফে সব ঢাকা পড়ে
গ) ঝড় হয় না
ঘ) নদী শুকিয়ে যায়
উত্তর: খ) বরফে সব ঢাকা পড়ে

৭১। আবদুর রহমান জানালার ধারে বসে কী দেখতে ভালোবাসত?
ক) বৃষ্টি
খ) বরফ পড়া
গ) হাওয়া
ঘ) চাঁদ
উত্তর: খ) বরফ পড়া

৭২। বরফ ঝড়ের সাথে কাকে তুলনা করা হয়েছে?
ক) ঘোড়দৌড়
খ) তাজি ঘোড়া
গ) বাঘের ছুট
ঘ) দারুল আমানের ট্রেন
উত্তর: খ) তাজি ঘোড়া

৭৩। বরফের নিচে কতদিন পরেও মানুষ জীবিত পাওয়া গেছে?
ক) এক দিন
খ) দুই দিন
গ) তিন দিন
ঘ) সাত দিন
উত্তর: খ) দুই দিন

৭৪। বরফ পড়া থামলে কী করতে হয়?
ক) জানালায় বসা
খ) কালো চশমা পরে বেড়ানো
গ) ঘরে থাকা
ঘ) নদীতে নামা
উত্তর: খ) কালো চশমা পরে বেড়ানো

৭৫। কাবুলের বাতাস কেমন?
ক) ধুলোমাখা
খ) আতসবাজির হল্কা
গ) ঝিরিঝিরি
ঘ) ভেজা
উত্তর: খ) আতসবাজির হল্কা

৭৬। আবদুর রহমানের মতে দম নিলে কী হয়?
ক) আয়ু বাড়ে
খ) অসুখ হয়
গ) ঠান্ডা লাগে
ঘ) তৃষ্ণা বাড়ে
উত্তর: ক) আয়ু বাড়ে

৭৭। আবদুর রহমান লেখককে শীতে কোথায় আসতে বলেছিল?
ক) পাগমান
খ) পানশির
গ) খাজামোল্লা
ঘ) দিল্লি
উত্তর: খ) পানশির

৭৮। লেখক কেন পানশির যেতে রাজি হয়েছিলেন?
ক) বরফ দেখার জন্য
খ) প্রাণ বাঁচাবার জন্য
গ) বন্ধুদের জন্য
ঘ) রান্নার স্বাদ নেওয়ার জন্য
উত্তর: খ) প্রাণ বাঁচাবার জন্য

৭৯। লেখক আবদুর রহমানকে কোন ফল খেতে দেখেছিলেন?
ক) ডালিম
খ) আঙুর
গ) কমলা
ঘ) নাশপাতি
উত্তর: খ) আঙুর

৮০। আঙুর খাওয়ার আগে আবদুর রহমান কী করত?
ক) ধুয়ে নিত
খ) বরফে ঘষত
গ) লবণ মাখাত
ঘ) শিরায় ভিজাত
উত্তর: খ) বরফে ঘষত

৮১। কাবুলের পানি কিসের সঙ্গে তুলনা করা হয়েছে?
ক) সোনা
খ) গলানো পাথর
গ) বরফের টুকরো
ঘ) আতসবাজি
উত্তর: খ) গলানো পাথর

৮২। ‘ও রভোয়া’ কোন ভাষার বাক্যবন্ধ?
ক) ইংরেজি
খ) ফরাসি
গ) আরবি
ঘ) জাপানি
উত্তর: খ) ফরাসি

৮৩। ‘ও রভোয়া’ এর অর্থ কী?
ক) ধন্যবাদ
খ) শুভ রাত্রি
গ) আবার দেখা হবে
ঘ) বিদায়
উত্তর: গ) আবার দেখা হবে

৮৪। ‘নরদানব’ বলতে কী বোঝানো হয়েছে?
ক) ভয়ঙ্কর পশু
খ) বিশালদেহী মানুষ
গ) দৈত্য
ঘ) অমানবিক প্রাণী
উত্তর: খ) বিশালদেহী মানুষ

৮৫। ‘মর্তমান কলা’ কোথায় উৎপন্ন হয়?
ক) বাংলাদেশে
খ) মায়ানমারের মার্তাবান দ্বীপে
গ) ভারতে
ঘ) নেপালে
উত্তর: খ) মায়ানমারের মার্তাবান দ্বীপে

৮৬। ‘রুজ’ বলতে কী বোঝানো হয়েছে?
ক) একটি ফল
খ) প্রসাধনী
গ) মিষ্টি
ঘ) রঙিন কাপড়
উত্তর: খ) প্রসাধনী

৮৭। ‘পান্তুয়া’ কিসের জাতীয় মিষ্টি?
ক) রসগোল্লা
খ) জিলাপি
গ) সন্দেশ
ঘ) মিষ্টি দই
উত্তর: ক) রসগোল্লা

৮৮। ‘তাগদ’ এর অর্থ কী?
ক) প্রশংসা
খ) আহ্বান
গ) তিরস্কার
ঘ) পুরস্কার
উত্তর: গ) তিরস্কার

৮৯। ‘বারকোশ’ বলতে কী বোঝায়?
ক) মাটির হাঁড়ি
খ) কাঠের তৈরি বড় থালা
গ) পিতলের পাত্র
ঘ) বাঁশের ঝুড়ি
উত্তর: খ) কাঠের তৈরি বড় থালা

৯০। ‘বপু’ শব্দের অর্থ কী?
ক) ক্ষীণ দেহ
খ) বড় দেহ
গ) শক্তি
ঘ) স্ত্রী
উত্তর: খ) বড় দেহ

৯১। ‘উত্তমার্ধ’ বলতে কাকে বোঝায়?
ক) স্বামী
খ) স্ত্রী বা সহধর্মিণী
গ) গুরু
ঘ) বন্ধু
উত্তর: খ) স্ত্রী বা সহধর্মিণী

৯২। আফগানিস্তানের রাজধানী কোনটি?
ক) কাবুল
খ) কান্দাহার
গ) হেরাত
ঘ) বাগরাম
উত্তর: ক) কাবুল

৯৩। আবদুর রহমান চরিত্রের মধ্যে কোন গুণ বিশেষভাবে ফুটে উঠেছে?
ক) লোভ
খ) অতিথিপরায়ণতা
গ) হিংসা
ঘ) কৌশল
উত্তর: খ) অতিথিপরায়ণতা

বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন

৯৪। আবদুর রহমানকে নরদানব বলার কারণ-
i. সে উঁচু লম্বা
ii. তার বিশাল শরীর
iii. সে ভালো রাঁধে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: ক) i ও ii

৯৫। ‘প্রবাস বন্ধু’ রচনায় আবদুর রহমানের মধ্যে ফুটে উঠেছে-
i. সরলতা
ii. দেশপ্রেম
iii. আতিথেয়তা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: ঘ) i, ii ও iii

৯৬। “ভরসা পেলুম, ভয়ও হলো”- লেখকের এ বাক্যে প্রকাশ পেয়েছে-
i. শঙ্কা
ii. আশঙ্কা
iii. শান্তি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: ক) i ও ii

৯৭। “আমার বাড়ি যাইও ভোমর বসতে দেব পিঁড়ে জলপান যে করতে দেব শালি ধানের চিড়ে।”
i. সৌজন্যবোধ
ii. অতিথিপরায়ণতা
iii. কর্মদক্ষতা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: ক) i ও ii

৯৮। ‘প্রবাস বন্ধু’ রচনায় ফুটে উঠেছে আফগানিস্তানের-
i. ভূমি ও পরিবেশ
ii. বিচিত্র খাদ্য
iii. মানুষ ও তাদের সহজ সরল জীবনাচরণ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: খ) i ও iii

৯৯। কাবুলের চা-
i. সবুজ রঙের হয়
ii. পেয়ালায় ঢাললে ফিকে হলুদ রঙের দেখা যায়
iii. এ চায়ে দুধ দেওয়া হয় না
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: ক) i ও ii

১০০। সৈয়দ মুজতবা আলী ছিলেন-
i. অধ্যাপক
ii. প্রাবন্ধিক
iii. ব্যারিস্টার
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: ঘ) i, ii ও iii

Related Posts

Leave a Comment