হারুন হাবীবের লেখা ‘পিতৃপুরুষের গল্পে একুশে ফেব্রুয়ারি, ভাষার জন্য প্রাণদানের অনন্য ইতিহাস ও মুক্তিযুদ্ধ সম্পর্কে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হয়েছে। এই পোস্টে পিতৃপুরুষের গল্প MCQ প্রশ্ন উত্তর | বহুনির্বাচনি লিখে দিলাম।
পিতৃপুরুষের গল্প MCQ
১। কাজল মামা সাধারণত কোথায় থাকতে পছন্দ করেন?
ক) ঢাকা শহরে
খ) গ্রামে
গ) বিদেশে
ঘ) মোহাম্মদপুরে
উত্তরঃ খ) গ্রামে
২। অন্তুর মা কাজল মামাকে কীভাবে ঢাকায় আসতে বলেন?
ক) ফোন করে
খ) চিঠি লিখে
গ) টেলিগ্রাম পাঠিয়ে
ঘ) সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে
উত্তরঃ খ) চিঠি লিখে
৩। ১৯৭১ সালে কাজল মামা কী করতেন?
ক) ব্যবসা
খ) ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেন
গ) সরকারি চাকরি
ঘ) স্কুলে শিক্ষকতা
উত্তরঃ খ) ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেন
৪। হারুন হাবীব কোথায় জন্মগ্রহণ করেন?
ক) কিশোরগঞ্জ
খ) ময়মনসিংহ
গ) জামালপুর
ঘ) ঢাকা
উত্তরঃ গ) জামালপুর
৫। অন্তু কেন কাজল মামার জন্য অপেক্ষা করছিল?
ক) টাকা পাবার জন্য
খ) যুদ্ধের গল্প শোনার জন্য
গ) নতুন জুতো পাবার জন্য
ঘ) ঢাকা ঘুরে দেখার জন্য
উত্তরঃ খ) যুদ্ধের গল্প শোনার জন্য
৬। অন্তু কাজল মামাকে কোন উৎসবে ঢাকায় আসতে বলেছিল?
ক) ঈদ
খ) একুশে ফেব্রুয়ারি
গ) বিজয় দিবস
ঘ) স্বাধীনতা দিবস
উত্তরঃ খ) একুশে ফেব্রুয়ারি
৭। সাতমসজিদ রোডের নামকরণ কীভাবে হয়েছিল?
ক) সাতটি মন্দিরের জন্য
খ) সাতগম্বুজ মসজিদের জন্য
গ) সাতজন শহিদের নামে
ঘ) সাতটি রাস্তার সংযোগস্থল
উত্তরঃ খ) সাতগম্বুজ মসজিদের জন্য
৮। ঢাকা শহরের পূর্ব নাম কী ছিল?
ক) সোনারগাঁও
খ) জাহাঙ্গীরনগর
গ) শেখপুরা
ঘ) বিক্রমপুর
উত্তরঃ খ) জাহাঙ্গীরনগর
৯। জগন্নাথ হলের ছাত্রদের কী হয়েছিল?
ক) পুরস্কৃত করা হয়েছিল
খ) পাকিস্তানি বাহিনী গুলি করেছিল
গ) বিদেশে পাঠানো হয়েছিল
ঘ) তারা মুক্তিযোদ্ধা হয়েছিল
উত্তরঃ খ) পাকিস্তানি বাহিনী গুলি করেছিল
১০। শহিদ মিনার কীসের স্মৃতিসৌধ?
ক) মুক্তিযুদ্ধের
খ) ভাষা আন্দোলনের
গ) স্বাধীনতা দিবসের
ঘ) ঈদ উৎসবের
উত্তরঃ খ) ভাষা আন্দোলনের
১১। “হানাদার বাহিনী” বলতে কী বোঝানো হয়েছে?
ক) প্রতিবেশী রাষ্ট্রের সেনাবাহিনী
খ) ভারতের সেনাবাহিনী
গ) অন্যায়ভাবে আক্রমণকারী বাহিনী
ঘ) শান্তিরক্ষী বাহিনী
উত্তরঃ গ) অন্যায়ভাবে আক্রমণকারী বাহিনী
১২। কাজল মামা মুক্তিযুদ্ধকে কী বলেছেন?
ক) সাধারণ যুদ্ধ
খ) স্বাধীনতার জন্য যুদ্ধ
গ) ধর্মীয় যুদ্ধ
ঘ) অর্থনৈতিক যুদ্ধ
উত্তরঃ খ) স্বাধীনতার জন্য যুদ্ধ
১৩। লেখাটিতে “হানাদার বাহিনী” কারা ছিল?
ক) মিত্র বাহিনী
খ) পাকিস্তানি সেনাবাহিনী
গ) ভারতীয় সেনাবাহিনী
ঘ) বিদ্রোহী জনগণ
উত্তরঃ খ) পাকিস্তানি সেনাবাহিনী
১৪। কাজল মামা কখন ঢাকায় এসেছিলেন?
ক) সকালে
খ) শেষ রাতের ট্রেনে
গ) দুপুরে
ঘ) বিকেলে
উত্তরঃ খ) শেষ রাতের ট্রেনে
১৫। “বাঘা বাঙালিরা এবার যুদ্ধ করবে”—কে বলেছিল?
ক) অন্তুর মা
খ) কাজল মামা
গ) অন্তু
ঘ) জগন্নাথ হলের ছাত্র
উত্তরঃ খ) কাজল মামা
১৬। কাজল মামা কোন হলে থাকতেন?
ক) জগন্নাথ হলে
খ) হাজী মুহাম্মদ মহসীন হলে
গ) রোকেয়া হলে
ঘ) শামসুন্নাহার হলে
উত্তরঃ খ) হাজী মুহাম্মদ মহসীন হলে
১৭। শহিদ মিনার কোথায় অবস্থিত?
ক) নীলক্ষেত
খ) ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়
গ) মোহাম্মদপুর
ঘ) লালমাটিয়া
উত্তরঃ খ) ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়
১৮। অন্তু ও কাজল মামা কীভাবে শহিদ মিনারে গিয়েছিলেন?
ক) বাসে
খ) রিকশায়
গ) হেঁটে
ঘ) ট্যাক্সিতে
উত্তরঃ খ) রিকশায়
১৯। “উর্দু ভাষা চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে প্রতিবাদ” কত সালে হয়েছিল?
ক) ১৯৪৭
খ) ১৯৫২
গ) ১৯৭১
ঘ) ১৯৮০
উত্তরঃ খ) ১৯৫২
২০। কাজল মামা অন্তুকে কত দিন ঢাকায় থাকার কথা বলেছিলেন?
ক) ২ দিন
খ) ৫ দিন
গ) ৭ দিন
ঘ) ১০ দিন
উত্তরঃ খ) ৫ দিন
২১। অন্তু কখন চিঠি লিখেছিল?
ক) বার্ষিক পরীক্ষার আগে
খ) পরীক্ষার পর
গ) ঈদের সময়
ঘ) গ্রীষ্মের ছুটিতে
উত্তরঃ খ) পরীক্ষার পর
২২। কাজল মামা অন্তুকে কোন মসজিদের ইতিহাস বলেছিলেন?
ক) তারাব মসজিদ
খ) সাতগম্বুজ মসজিদ
গ) বায়তুল মোকাররম
ঘ) লালবাগ মসজিদ
উত্তরঃ খ) সাতগম্বুজ মসজিদ
২৩। পাকিস্তানি বাহিনী কেন ছাত্রদের লক্ষ্য করেছিল?
ক) তারা প্রতিবাদ করত
খ) তারা উর্দু ভাষা শিখত
গ) তারা সরকার সমর্থক ছিল
ঘ) তারা বিদেশে যেতে চেয়েছিল
উত্তরঃ ক) তারা প্রতিবাদ করত
২৪। “মুক্তিযুদ্ধ” এবং “সাধারণ যুদ্ধ”-এর পার্থক্য কী?
ক) মুক্তিযুদ্ধে অস্ত্র ব্যবহার হয় না
খ) মুক্তিযুদ্ধ স্বাধীনতার জন্য হয়
গ) সাধারণ যুদ্ধে বেশি মানুষ মারা যায়
ঘ) কোনো পার্থক্য নেই
উত্তরঃ খ) মুক্তিযুদ্ধ স্বাধীনতার জন্য হয়
২৫। অন্তু কেন রাতে জেগে ছিল?
ক) ভয় পেয়েছিল
খ) মামার জন্য অপেক্ষা করছিল
গ) গেম খেলছিল
ঘ) পড়াশোনা করছিল
উত্তরঃ খ) মামার জন্য অপেক্ষা করছিল
২৬। কাজল মামা অন্তুকে কীভাবে জাগিয়েছিলেন?
ক) ডাক দিয়ে
খ) চুলে হাত বুলিয়ে
গ) জোরে শব্দ করে
ঘ) আলো জ্বালিয়ে
উত্তরঃ খ) চুলে হাত বুলিয়ে
২৭। শহিদ মিনারের সিঁড়ি দিয়ে ওঠার সময় অন্তু কী চেয়েছিল?
ক) আইসক্রিম
খ) আরও গল্প
গ) নতুন জুতো
ঘ) ফুল
উত্তরঃ খ) আরও গল্প
২৮। “বাঙালিরা এবার যুদ্ধ করবে”—এটি কার দৃঢ় বিশ্বাস ছিল?
ক) অন্তুর
খ) কাজল মামার
গ) অন্তুর মায়ের
ঘ) ছাত্রদের
উত্তরঃ খ) কাজল মামার
২৯। কাজল মামা কত সালে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন?
ক) ১৯৫২
খ) ১৯৬৫
গ) ১৯৭১
ঘ) ১৯৮০
উত্তরঃ গ) ১৯৭১
৩০। শহিদ মিনারে ফুল দেওয়ার রীতি কীসের স্মরণে?
ক) মুক্তিযোদ্ধাদের
খ) ভাষা শহিদদের
গ) স্বাধীনতা সংগ্রামীদের
ঘ) বুদ্ধিজীবীদের
উত্তরঃ খ) ভাষা শহিদদের
৩১। “তিতিক্ষা” শব্দের অর্থ কী?
ক) সংগ্রাম
খ) সহনশীলতা
গ) আত্মবিশ্বাস
ঘ) আত্মত্যাগ
উত্তরঃ খ) সহনশীলতা
৩২। কাজল মামা অন্তুকে কোন তারিখে নিয়ে যাবেন বলেছিলেন?
ক) ২১শে ফেব্রুয়ারি
খ) ২৬শে মার্চ
গ) ১৬ই ডিসেম্বর
ঘ) ১লা বৈশাখ
উত্তরঃ ক) ২১শে ফেব্রুয়ারি
৩৩। “লালমাটিয়া-ধানমণ্ডি” হয়ে রিকশা কোথায় যাচ্ছিল?
ক) নিউমার্কেট
খ) ঢাকা বিশ্ববিদ্যালয়
গ) মোহাম্মদপুর
ঘ) পুরান ঢাকা
উত্তরঃ খ) ঢাকা বিশ্ববিদ্যালয়
৩৪। “হাজী মুহাম্মদ মহসীন হল”-এর ছাত্রদের কী হয়েছিল?
ক) তারা বিজয়ী হয়েছিল
খ) তাদের গুলি করা হয়েছিল
গ) তারা বিদেশে গিয়েছিল
ঘ) তারা সরকার গঠন করেছিল
উত্তরঃ খ) তাদের গুলি করা হয়েছিল
৩৫। কাজল মামা অন্তুকে কোনটি শেখাতে চেয়েছিলেন?
ক) অতীতের ইতিহাস
খ) নতুন গেম
গ) রান্না করা
ঘ) ব্যবসা করা
উত্তরঃ ক) অতীতের ইতিহাস
৩৬। “শহিদ মিনার বাঙালির স্মৃতিসৌধ কেন?”—এর উত্তরে অন্তু কী বলেছিল?
ক) মুক্তিযুদ্ধের জন্য
খ) ভাষার জন্য প্রাণ দেওয়ার জন্য
গ) স্বাধীনতার জন্য
ঘ) ছাত্র আন্দোলনের জন্য
উত্তরঃ খ) ভাষার জন্য প্রাণ দেওয়ার জন্য
৩৭। কাজল মামা অন্তুকে কত দিনের জন্য সময় দিয়েছিলেন?
ক) ১ দিন
খ) ৩ দিন
গ) ৪ দিন
ঘ) ৭ দিন
উত্তরঃ গ) ৪ দিন
৩৮। “রোকেয়া হল” এবং “শামসুন্নাহার হল” কোন প্রতিষ্ঠানের অংশ?
ক) ঢাকা কলেজ
খ) ঢাকা বিশ্ববিদ্যালয়
গ) BUET
ঘ) মেডিকেল কলেজ
উত্তরঃ খ) ঢাকা বিশ্ববিদ্যালয়
৩৯। ১৯৭১ সালের পূর্বে বাংলার মানুষ কত বছর পাকিস্তানের বিরুদ্ধে সংগ্রাম করেছিল?
ক) ১০ বছর
খ) ১৯ বছর
গ) ২৫ বছর
ঘ) ৩০ বছর
উত্তরঃ খ) ১৯ বছর
৪০। “সামরিক শাসন” কাকে বলা হয়?
ক) রাজা দ্বারা পরিচালিত শাসন
খ) সামরিক বাহিনী দ্বারা পরিচালিত শাসন
গ) নির্বাচিত সরকারের শাসন
ঘ) বিচার বিভাগের শাসন
উত্তরঃ খ) সামরিক বাহিনী দ্বারা পরিচালিত শাসন
৪১। “পিতৃপুরুষ” শব্দ দ্বারা কী বোঝানো হয়েছে?
ক) বর্তমান প্রজন্ম
খ) সন্তান ও নাতি
গ) পিতা ও পূর্বপুরুষ
ঘ) শিক্ষক ও অভিভাবক
উত্তরঃ গ) পিতা ও পূর্বপুরুষ
৪২। কথাসাহিত্যিক হারুন হাবীব কে ছিলেন?
ক) একজন রাজনীতিবিদ
খ) একজন মুক্তিযোদ্ধা ও সাংবাদিক
গ) একজন সংগীতশিল্পী
ঘ) একজন চিত্রশিল্পী
উত্তরঃ খ) একজন মুক্তিযোদ্ধা ও সাংবাদিক
৪৩। হারুন হাবীব কোন যুদ্ধে গেরিলা মুক্তিযোদ্ধা ছিলেন?
ক) ১৯৬৫ সালের যুদ্ধ
খ) ভাষা আন্দোলন
গ) ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ
ঘ) দ্বিতীয় বিশ্বযুদ্ধ
উত্তরঃ গ) ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ
৪৪। নিচের কোনটি হারুন হাবীবের রচিত একটি গ্রন্থ?
ক) পদ্মা নদীর মাঝি
খ) প্রিয়যোদ্ধা
গ) পথের পাঁচালি
ঘ) আনন্দমঠ
উত্তরঃ খ) প্রিয়যোদ্ধা
৪৫। ‘Blood and Brutality’ কোন বিষয়ে লেখা একটি গ্রন্থ?
ক) ভাষা আন্দোলন
খ) মুক্তিযুদ্ধ
গ) শিক্ষানীতি
ঘ) ইতিহাস ও ভূগোল
উত্তরঃ খ) মুক্তিযুদ্ধ