আল মাহমুদের ‘পাখির কাছে ফুলের কাছে’ কবিতায় কবি প্রকৃতির বিভিন্ন উপাদানের সাথে কথা বলেন। চাঁদ, পাহাড়, দিঘি, জোনাকি, ফুল এবং পাখি সবাই তার বন্ধু। তারা কবির মনের কথা শুনতে চায় এবং তাকে কবিতা লেখায় অনুপ্রেরণা দেয়। এই পোস্টে পাখির কাছে ফুলের কাছে বহুনির্বাচনি প্রশ্ন উত্তর (MCQ) লিখে দিলাম।
পাখির কাছে ফুলের কাছে বহুনির্বাচনি (MCQ)
১। কবিতায় চাঁদকে কীসের সাথে তুলনা করা হয়েছে?
ক) আম
খ) ডাব
গ) নারকেল
ঘ) জাম
উত্তর: খ) ডাব
২। “ঝিমধরা এই মস্ত শহর কাঁপছিলো থরথর”—এখানে ‘থরথর’ শব্দের অর্থ কী?
ক) আনন্দ
খ) কেঁপে ওঠা
গ) শান্ত
ঘ) গরম
উত্তর: খ) কেঁপে ওঠা
৩। কবিতায় মিনারটি কীসের সাথে তুলনা করা হয়েছে?
ক) গাছ
খ) মানুষ
গ) পাহাড়
ঘ) নদী
উত্তর: খ) মানুষ
৪। “পাথরঘাটার গির্জেটা কি লাল পাথরের ঢেউ?”—এখানে গির্জাটি কীসের সাথে তুলনা করা হয়েছে?
ক) নদী
খ) ঢেউ
গ) পাহাড়
ঘ) আকাশ
উত্তর: খ) ঢেউ
৫। কবি দরগাতলা পার হয়ে কোন দিকে মোড় নিলেন?
ক) ডান
খ) বাঁ
গ) উপরে
ঘ) নিচে
উত্তর: খ) বাঁ
৬। “কোত্থেকে এক উটকো পাহাড় ডাক দিলো আয় আয়”—এখানে ‘উটকো’ শব্দের অর্থ কী?
ক) প্রয়োজনীয়
খ) অপ্রত্যাশিত
গ) সুন্দর
ঘ) বড়
উত্তর: খ) অপ্রত্যাশিত
৭। লালদিঘির পাড়ে কারা জমায়েত হয়েছিল?
ক) পাখি
খ) জোনাকি
গ) ফুল
ঘ) মানুষ
উত্তর: খ) জোনাকি
৮। “দিঘির কালো জল কলকলিয়ে বললো, এসো”—এখানে ‘কলকলিয়ে’ শব্দের অর্থ কী?
ক) চুপ করে
খ) কলকল শব্দ করে
গ) কাঁদে
ঘ) হাসে
উত্তর: খ) কলকল শব্দ করে
৯। দিঘির জল কবিকে কী বলল?
ক) ঘুমাতে
খ) চলে যেতে
গ) না-ঘুমানোর দলে যোগ দিতে
ঘ) গান গাইতে
উত্তর: গ) না-ঘুমানোর দলে যোগ দিতে
১০। কবিতায় কাব্য হবে কোথায়?
ক) নারকেল গাছের নিচে
খ) রক্তজবার ঝোঁপের কাছে
গ) পাহাড়ের চূড়ায়
ঘ) গির্জার ভিতরে
উত্তর: খ) রক্তজবার ঝোঁপের কাছে
১১। “দিঘির কথায় উঠল হেসে ফুল পাখিরা সব”—এখানে ফুল ও পাখিরা কী বলল?
ক) ঘুমাবে
খ) কাব্য হবে
গ) চলে যাবে
ঘ) গান গাইবে
উত্তর: খ) কাব্য হবে
১২। কবি পকেট থেকে কী বের করলেন?
ক) টাকা
খ) ছড়ার বই
গ) চাবি
ঘ) ফোন
উত্তর: খ) ছড়ার বই
১৩। কবি কার কাছে মনের কথা বললেন?
ক) পাখির কাছে
খ) ফুলের কাছে
গ) পাখি ও ফুলের কাছে
ঘ) মানুষের কাছে
উত্তর: গ) পাখি ও ফুলের কাছে
১৪। কবিতায় কোন ফুলের কথা বলা হয়েছে?
ক) গোলাপ
খ) রক্তজবা
গ) জবা
ঘ) শাপলা
উত্তর: খ) রক্তজবা
১৫। ‘থরথর’ শব্দটি কী বোঝায়?
ক) বিশ্রাম করা
খ) কেঁপে ওঠার ভাব
গ) রাগের প্রকাশ
ঘ) ধীরে চলা
উত্তরঃ খ) কেঁপে ওঠার ভাব
১৬। মিনার সাধারণত কোন স্থাপনার সঙ্গে যুক্ত?
ক) গির্জা
খ) মন্দির
গ) মসজিদ
ঘ) প্যাগোডা
উত্তরঃ গ) মসজিদ
১৭। ‘কলকলিয়ে’ শব্দটি কী বোঝায়?
ক) হাসির শব্দ
খ) কলকল ধ্বনি করে
গ) ধীর গতিতে চলা
ঘ) ঝগড়া করা
উত্তরঃ খ) কলকল ধ্বনি করে
১৮। ‘কলরব’ শব্দের অর্থ কী?
ক) কোলাহল
খ) নিরবতা
গ) শান্তি
ঘ) নির্জনতা
উত্তরঃ ক) কোলাহল
১৯। “জোনাকিদের বসেছে দরবার”—এখানে ‘দরবার’ শব্দের অর্থ কী?
ক) রাজসভা
খ) বাড়ি
গ) স্কুল
ঘ) মাঠ
উত্তর: ক) রাজসভা
২০। কবিতায় কোন রাতের কথা বলা হয়েছে?
ক) অমাবস্যা
খ) পূর্ণিমা
গ) ভরা বর্ষা
ঘ) শরৎ
উত্তর: খ) পূর্ণিমা
২১। “ছিটকিনিটা আস্তে খুলে”—এখানে ‘ছিটকিনি’ শব্দের অর্থ কী?
ক) দরজা
খ) জানালা
গ) চাবি
ঘ) আলো
উত্তর: ক) দরজা
২২। কবিতায় কোন গাছের কথা বলা হয়েছে?
ক) আম
খ) নারকেল
গ) বট
ঘ) কদম
উত্তর: খ) নারকেল
২৩। “কাব্য হবে, কাব্য হবে”—এখানে ‘কাব্য’ শব্দের অর্থ কী?
ক) গল্প
খ) কবিতা
গ) গান
ঘ) নাচ
উত্তর: খ) কবিতা
২৪। কবিতায় কোন দিঘির কথা বলা হয়েছে?
ক) লালদিঘি
খ) ধলদিঘি
গ) কালোদিঘি
ঘ) সবুজদিঘি
উত্তর: ক) লালদিঘি
২৫। “পাখির কাছে, ফুলের কাছে মনের কথা কই”—এখানে ‘কই’ শব্দের অর্থ কী?
ক) বলি
খ) শুনি
গ) লিখি
ঘ) গাই
উত্তর: ক) বলি
২৬। কবিতায় কোন ঋতুর কথা বলা হয়েছে?
ক) গ্রীষ্ম
খ) বর্ষা
গ) শরৎ
ঘ) ঋতুর নাম উল্লেখ নেই
উত্তর: ঘ) ঋতুর নাম উল্লেখ নেই
২৭। “পকেট থেকে খোলো তোমার পদ্য লেখার ভাঁজ”—এখানে ‘পদ্য’ শব্দের অর্থ কী?
ক) গল্প
খ) কবিতা
গ) গান
ঘ) নাটক
উত্তর: খ) কবিতা
২৮। কবিতায় কোন পাথরের কথা বলা হয়েছে?
ক) লাল পাথর
খ) কালো পাথর
গ) সাদা পাথর
ঘ) সবুজ পাথর
উত্তর: ক) লাল পাথর
২৯। “কলরব” শব্দের অর্থ কী?
ক) শান্তি
খ) কোলাহল
গ) আনন্দ
ঘ) দুঃখ
উত্তর: খ) কোলাহল
৩০। কবিতায় কবি কার সাথে কথা বলেন?
ক) মানুষ
খ) প্রকৃতি
গ) প্রাণী
ঘ) সবকিছু
উত্তর: খ) প্রকৃতি
৩১। ‘গির্জে’ শব্দের অর্থ কী?
ক) মসজিদ
খ) গীতা পাঠের স্থান
গ) খ্রিষ্টানদের উপাসনালয়
ঘ) শ্মশান
উত্তরঃ গ) খ্রিষ্টানদের উপাসনালয়
৩২। ‘উটকো’ শব্দটি কী বোঝায়?
ক) অপ্রয়োজনীয়
খ) আনন্দময়
গ) গম্ভীর
ঘ) প্রয়োজনীয়
উত্তরঃ ক) অপ্রয়োজনীয়
৩৩। ‘দরবার’ শব্দটি এখানে কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
ক) রাজসভা
খ) বিচারালয়
গ) আনন্দ-আসর
ঘ) যুদ্ধক্ষেত্র
উত্তরঃ গ) আনন্দ-আসর
৩৪। ‘গদ্য লেখার ভাঁজ’ বলতে কী বোঝানো হয়েছে?
ক) গদ্য লেখা বই
খ) পত্রিকার পৃষ্ঠা
গ) কবিতা লেখা কাগজ
ঘ) খাতা
উত্তরঃ গ) কবিতা লেখা কাগজ
৩৫। আল মাহমুদ কোথায় জন্মগ্রহণ করেন?
ক) কুমিল্লা
খ) ঢাকা
গ) ব্রাহ্মণবাড়িয়া
ঘ) চট্টগ্রাম
উত্তরঃ গ) ব্রাহ্মণবাড়িয়া
৩৬। আল মাহমুদের জন্ম সাল কত?
ক) ১৯২৯
খ) ১৯৩৬
গ) ১৯৪৫
ঘ) ১৯৫২
উত্তরঃ খ) ১৯৩৬
৩৭। আল মাহমুদ কোন স্কুল থেকে প্রবেশিকা পাস করেন?
ক) ব্রাহ্মণবাড়িয়া গভর্মেন্ট হাই স্কুল
খ) ঢাকা কলেজিয়েট স্কুল
গ) জর্জ সিক্সথ স্কুল
ঘ) বিক্রমপুর স্কুল
উত্তরঃ গ) জর্জ সিক্সথ স্কুল
৩৮। নিম্নলিখিত কোন পেশার সঙ্গে আল মাহমুদ যুক্ত ছিলেন?
ক) চিকিৎসা
খ) সাংবাদিকতা ও চাকরি
গ) শিক্ষকতা
ঘ) আইন
উত্তরঃ খ) সাংবাদিকতা ও চাকরি
৩৯। আল মাহমুদ কোন দুটি পত্রিকার সম্পাদক ছিলেন?
ক) ইত্তেফাক ও জনকণ্ঠ
খ) গণকণ্ঠ ও কর্ণফুলী
গ) প্রথম আলো ও কালের কণ্ঠ
ঘ) দৈনিক বাংলা ও আজাদ
উত্তরঃ খ) গণকণ্ঠ ও কর্ণফুলী
৪০। আল মাহমুদ কত সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক পদ থেকে অবসর গ্রহণ করেন?
ক) ১৯৮৫
খ) ১৯৯০
গ) ১৯৯৫
ঘ) ২০০০
উত্তরঃ গ) ১৯৯৫
৪১। ‘সোনালি কাবিন’ গ্রন্থের রচয়িতা কে?
ক) জীবনানন্দ দাশ
খ) শামসুর রাহমান
গ) আল মাহমুদ
ঘ) সুনীল গঙ্গোপাধ্যায়
উত্তরঃ গ) আল মাহমুদ
৪২। আল মাহমুদ নিচের কোন পুরস্কার পেয়েছেন?
ক) নোবেল পুরস্কার
খ) বাংলা একাডেমি পুরস্কার
গ) পুলিৎজার পুরস্কার
ঘ) অস্কার
উত্তরঃ খ) বাংলা একাডেমি পুরস্কার
৪৩। আল মাহমুদ কত সালে মৃত্যুবরণ করেন?
ক) ২০১৫
খ) ২০১৭
গ) ২০১৮
ঘ) ২০১৯
উত্তরঃ ঘ) ২০১৯
৪৪। নিচের কোনটি আল মাহমুদের লেখা বই নয়?
ক) লোক-লোকান্তর
খ) কালের কলস
গ) আরব্য রজনীর রাজহাঁস
ঘ) শঙ্খনীল কারাগার
উত্তরঃ ঘ) শঙ্খনীল কারাগার