সুকুমার রায়ের ‘পাকাপাকি’ ছড়াটি শিশুদের জন্য লেখা। এই পোস্টে পাকাপাকি কবিতার মূলভাব, প্রশ্ন উত্তর ও বহুনির্বাচনি (MCQ)- ৬ষ্ঠ শ্রেণির বাংলা লিখে দিলাম।
Table of Contents
পাকাপাকি কবিতার মূলভাব
‘পাকাপাকি’ ছড়াটি সুকুমার রায়ের ‘খাই খাই’ ছড়াগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এই কবিতায় পাকা বা দক্ষ বিষয়ক নানা কথা বলেছেন । বিভিন্ন উপমা এখানে ব্যক্ত করেছেন। বৈশাখে আম পাকে, ফাগুনে কুল পাকে, আগুনে পোড়ালে কাঁচা ইট পাকা হয়, রোদে জলে রং পাকা হয়। লুচি দই আহারে পাকা কলা ভালো হয়। হাতের লেখা পাকা হয় লিখতে লিখতে, বয়সে চুল পাকে। কিন্তু কম বয়সি ছেলে বড়দের মতো কথা বলে। কিলিয়ে কাঁঠাল পাকানো যায়, লেখাপড়া গিলিয়ে বুদ্ধি পাকানো যায়। কান পাকে, ফোঁড়া পাকে, আবার কথায় পাকা না হলেও কেউ কেউ কাজে ঠন ঠন দেখায় । রাঁধুনি পাক দেয় হাঁড়িতে, চোখ পাকালে কেউ ভয়ে কেঁদে ফেলে। গোঁফ দু’হাতে পাকালেও তাকে পাকা বলা হয় না।
পাকাপাকি কবিতার প্রশ্ন উত্তর
১। একটি শব্দের অনেক রকম অর্থ থাকলে কীসের ওপর শব্দের অর্থ নির্ভর করে?
উত্তর : একটি শব্দের অনেক রকম অর্থ থাকলে বাক্য প্রয়োগের ওপর শব্দের অর্থ নির্ভর করে।
২। ‘পাকাপাকি’ ছড়াটি কার লেখা?
উত্তর : ‘পাকাপাকি’ ছড়াটি সুকুমার রায়-এর লেখা।
৩। সুকুমার রায়ের বিখ্যাত ছড়া বইয়ের নাম কী?
উত্তর : সুকুমার রায়ের বিখ্যাত ছড়া বইয়ের নাম ‘আবোল-তাবোল’।
৪। ‘পাকাপাকি’ ছড়াটি সুকুমার রায়ের কোন ছড়াগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
উত্তর : ‘পাকাপাকি’ ছড়াটি সুকুমার রায়ের ‘খাই খাই’ ছড়াগ্রন্থ থেকে নেওয়া হয়েছে।
৫। আম এবং কুল কোন কোন মাসে পাকে?
উত্তর : আম পাকে বৈশাখ মাসে আর কুল পাকে ফাল্গুন মাসে।
৬। কাঁচা ইট পাকা করতে হলে কী করা প্রয়োজন?
উত্তর : কাঁচা ইট পাকা করতে হলে আগে আগুনে পোড়ানো প্রয়োজন।
৭। পাকা রং চিনবো কীভাবে?
উত্তর : যে রং রোদে পুড়ে এবং বৃষ্টিতে ভিজেও টিকে থাকে, সেই রং-ই পাকা রং।
৮। লিখে লিখে কী পাকা হয়?
উত্তর : লিখে লিখে হাত পাকা হয়।
৯। যে বেশি কথা বলে তাকে কী বলে?
উত্তর : যে বেশি কথা বলে তাকে জ্যাঠামি বলে।
১০। লোকে বলে কী কিলিয়ে পাকানো যায়?
উত্তর : লোকে বলে কাঁঠাল কিলিয়ে (খিল বা গোঁজ ঢুকিয়ে) পাকানো যায়।
১১। কীভাবে বুদ্ধি পাকাপোক্ত হয়?
উত্তর : লেখাপড়া করলে বুদ্ধি পাকাপোক্ত হয়।
১২। ফোড়া পেকে গেলে কেমন করে?
উত্তর : ফোড়া পেকে গেলে ব্যথায় টনটন করে।
১৩। যারা কথার ঠিক থাকে না তারা কাজে কেমন?
উত্তর : যারা কথায় ঠিক থাকে না তারা কাজে ঠনঠন বা ঠিক নেই।
১৪। যিনি রান্না করেন তাকে কী বলে?
উত্তর : যিনি রান্না করেন তাকে রাঁধুনি বলে।
১৫। রাঁধুনি কী করেন?
উত্তর : রাঁধুনি হাঁড়িতে পাকান বা রান্না করেন।
১৬। ‘সজোরে পাকালে চোখ’ বলতে কী বোঝায়?
উত্তর : ‘সজোরে পাকালে চোখ’ বলতে চোখের ইশরায় ভয়-ভীতি প্রদর্শন করানোকে বোঝায়।
১৭। দড়িতে অধিক পাক পড়লে দড়ি কেমন হয়ে থাকে?
উত্তর : দড়িতে অধিক পাক পড়লে দড়ি টনটনে হয়ে থাকে।
১৮। ‘ফলার’ কাকে বলে?
উত্তর : ভাত ছাড়া নিরামিষ খাবারকে ফলার বলে।
১৯। খিল বা গোঁজা ঢুকানোকে কী বলে?
উত্তর : খিল বা গোজা ঢুকানোকে কিলানো বলে।
২০। ‘জ্যাঠামি’ কী?
উত্তর : অল্প বয়সে বেশি বয়সের মতো আচরণ হচ্ছে জ্যাঠামি।
২১। ‘ফোড়া’ শব্দের অর্থ কী?
উত্তর : ‘ফোড়া’ শব্দের অর্থ চামড়ার নিচে ফুলে ওঠা ঘা।
পাকাপাকি কবিতার বহুনির্বাচনি (MCQ)
১। ‘পাকাপাকি’ ছড়াটির রচয়িতা কে?
(ক) রোকনুজ্জামান
(খ) শামসুর রাহমান
(গ) সুকুমার রায় ✔
(ঘ) জসীম উদ্দীন
২। সুকুমার রায়ের বিখ্যাত ছড়া বইয়ের নাম কী?
(ক) আবোল তাবোল ✔
(খ) খাই খাই
(গ) হইচই
(ঘ) ছানাবড়া
৩। পাকাপাকি ছড়াটি সুকুমার রায়ের কোন ছড়ার বই থেকে নেওয়া হয়েছে?
(ক) আবোল তাবোল
(খ) ছানাবড়া
(গ) হনহন
(ঘ) খাই খাই ✔
৪। আম কোন মাসে পাকে?
(ক) বৈশাখ ✔
(খ) আষাঢ়
(গ) জৈষ্ঠ
(ঘ) শ্রাবণ
৫। কুল বা বরই পাকা শুরু হয় কোন মাসে?
(ক) পৌষ
(খ) মাঘ
(গ) ফাল্গুন ✔
(ঘ) চৈত্র
৬। ‘কাঁচা ইট পাকা হয় পোড়ালে তা আগুনে।’ – এখানে ‘পাকা’ কী অর্থে ব্যবহৃত হয়েছে?
(ক) নিপুণ
(খ) মজবুত ✔
(গ) পরিপক্ক
(ঘ) উজ্জ্বল
৭। রং পাকা কীভাবে বোঝা যায়?
(ক) দীর্ঘদিন পর
(খ) পানিতে ডুবিয়ে রেখে
(গ) রোদ-বৃষ্টিতে টিকে গেলে ✔
(ঘ) আগুনে তাপ দিয়ে
৮। লিখতে লিখতে কী পাকা হয়?
(ক) কলম
(খ) হাত ✔
(গ) খাতা
(ঘ) মুখ
৯। বেশি কথা বলে কেমন ছেলেরা?
(ক) জ্যাঠামিতে পাকা যারা ✔
(খ) শান্ত-শিষ্ট যারা
(গ) দুষ্টুমিতে পাকা যারা
(ঘ) ঝগড়া বাধায় যারা
১০। কী কিলিয়ে পাকানো যায়?
(ক) আম
(খ) লিচু
(গ) জাম
(ঘ) কাঁঠাল ✔
১১। কী করলে বুদ্ধি পাকিয়ে তোলা যায়?
(ক) জ্যাঠামি
(খ) লেখাপড়া ✔
(গ) খেলাধুলা
(ঘ) হইচই
১২। কাজের বেলা ঠনঠন করে কারা?
(ক) যারা বেশি কথা বলে
(খ) যারা অলস
(গ) যাদের কথায় কাজে ঠিক নেই ✔
(ঘ) যারা খেতে ভালোবাসে
১৩। চোখ সজোরে পাকালে কে কান্না করে?
(ক) রাখালেরা
(খ) বুড়োরা
(গ) যাদের কান পেকে গেছে
(ঘ) ছোটো ছেলেরা ✔
১৪। ‘কান পাকে, ফোড়া পাকে’ – এখানে ‘পাকা’ কী অর্থে ব্যবহৃত হয়েছে?
(ক) পরিপক্ক
(খ) অসুস্থ ✔
(গ) নিপুণ
(ঘ) উজ্জ্বল
১৫। ‘কুল’ শব্দের অর্থ কী?
(ক) নদীর তীর
(খ) জাতি
(গ) বরই ✔
(ঘ) বংশ
১৬। ভাত ছাড়া নিরামিষ খাবারকে কী বলে?
(ক) আহার
(খ) ফলার
(গ) বিহার
(ঘ) ফলার ✔
১৭। অল্প বয়সে বেশি বয়সের মতো আচরণকে কী বলে?
(ক) বাচাল
(খ) জ্যাঠামি ✔
(গ) ফাজিল
(ঘ) চটপটে
Related Posts
- ম্যাজিক গল্পের মূলভাব, সংক্ষিপ্ত প্রশ্ন ও বহুনির্বাচনি – ষষ্ঠ শ্রেণির বাংলা
- শিল্প ও সংস্কৃতি ৭ম শ্রেণি সমাধান (সব অধ্যায়ের ছক)
- শব্দ থেকে কবিতা গল্পের মূলভাব হুমায়ুন আজাদের লেখা – ৮ম শ্রেণির বাংলা
- আবু ইসহাকের জোঁক গল্পের প্রশ্ন উত্তর – ৮ম শ্রেণির বাংলা
- জন্মভূমি কবিতা class 6 মূলভাব ও বহুনির্বাচনী প্রশ্ন উত্তর (MCQ)