নেকলেস গল্পের MCQ প্রশ্ন উত্তর (বহুনির্বাচনি প্রশ্ন)

গি দ্য মোপাসাঁ রচিত “দ্য নেকলেস” গল্পটি মধ্যবিত্ত জীবনের অসন্তোষ এবং অহেতুক উচ্চাকাঙ্ক্ষার পরিণতির চিত্র তুলে ধরে। এই পোস্টে নেকলেস গল্পের mcq প্রশ্ন উত্তর (বহুনির্বাচনি প্রশ্ন) করে দিলাম।

নেকলেস গল্পের mcq

১। ‘নেকলেস’ গল্পটি কে লিখেছেন?
ক) গুস্তাভ দ্য মোপাসাঁ
খ) গী দ্য মোপাসাঁ
গ) ভিক্টর হুগো
ঘ) আলেক্সাঁদ্র দ্যুমা
উত্তর: খ) গী দ্য মোপাসাঁ

২। গী দ্য মোপাসাঁ ১৮৫০ খ্রিষ্টাব্দের কত তারিখে জন্মগ্রহণ করেন?
ক) ৫ই জুন
খ) ৫ই মে
গ) ৫ই আগস্ট
ঘ) ৫ই জুলাই
উত্তর: গ) ৫ই আগস্ট

৩। গী দ্য মোপাসাঁ ফ্রান্সের কোন শহরে জন্মগ্রহণ করেন?
ক) নর্মান্ডি
খ) নান্টেস
গ) প্যারিস
ঘ) স্টার্সবার্গ
উত্তর: ক) নর্মান্ডি

৪। পূর্ণেন্দু দস্তিদার কার নেতৃত্বে চট্টগ্রাম যুব বিদ্রোহে অংশ নিয়েছিলেন?
ক) প্রীতিলতার
খ) মাস্টার দা সূর্যসেনের
গ) বিনোদবিহারির
ঘ) অনির্বান বড়ুয়ার
উত্তর: খ) মাস্টার দা সূর্যসেনের

৫। কোনটি পূর্ণেন্দু দস্তিদারের প্রকাশিত গ্রন্থ?
ক) নেকড়ে অরণ্য
খ) সমুদ্রের স্বাদ
গ) কবিয়াল রমেশ শীল
ঘ) সংকর সংকীর্তন
উত্তর: গ)কবিয়াল রমেশ শীল

৬। কোনটি পূর্ণেন্দু দস্তিদারের অনুবাদ গ্রন্থ?
ক) ভুলতা
খ) শেখভের গল্প
গ) সংকর সংকীর্তন
ঘ) কবিয়াল রমেশ শীল
উত্তর: খ) শেখভের গল্প

৭। পূর্ণেন্দু দস্তিদার জীবনের সর্বশেষ সফরে ভারত যাচ্ছিলেন কেন?
ক) চিকিৎসার জন্য
খ) মুক্তিযুদ্ধে অংশগ্রহণের জন্য
গ) আত্মীয়ের সাথে দেখা করতে
ঘ) রাষ্ট্রীয় সফরে
উত্তর: খ)মুক্তিযুদ্ধে অংশগ্রহণের জন্য

৮। মাদাম লোইসেলের পিতা পেশায় কী ছিলেন?
ক) হকার
খ) শিক্ষক
গ) কেরানি
ঘ) আইনজীবী
উত্তর: গ) কেরানি

৯। মাদাম লোইসেল তার শ্রেণির অন্যতম হিসেবে কেমন ছিল?
ক) রাগী
খ) বঞ্চিত
গ) কৃপণ
ঘ) অসুখী
উত্তর: ঘ)অসুখী

১০। মাদাম লোইসেলের স্বামী পেশায় কী ছিলেন?
ক) আইনজীবী
খ) শিক্ষা পরিষদ অফিসের কেরানি
গ) রাজকর্মচারী
ঘ) ব্যবসায়ী
উত্তর: খ) শিক্ষা পরিষদ অফিসের কেরানি

১১। পূর্ণেন্দু দস্তিদারের মাতার নাম কী?
ক) কুমুদিনী দস্তিদার
খ) বিনোদিনী দস্তিদার
গ) কুসুমকুমারী দস্তিদার
ঘ) রাজমোহিনী দস্তিদার
উত্তর: ক) কুমুদিনী দস্তিদার

১২। পূর্ণেন্দু দস্তিদারের পিতার নাম কী?
ক) চন্দ্রনাথ দস্তিদার
খ) বিমল দস্তিদার
গ) সুবিমল দস্তিদার
ঘ) চন্দ্রকুমার দস্তিদার
উত্তর: ঘ) চন্দ্রকুমার দস্তিদার

১৩। পূর্ণেন্দু দস্তিদার পেশাগত জীবনে কী ছিলেন?
ক) ব্যবসায়ী
খ) আইনজীবী
গ) অধ্যাপক
ঘ) প্রকৌশলী
উত্তর: খ) আইনজীবী

১৪। লেখক হিসেবে পূর্ণেন্দু দস্তিদারের খ্যাতি কী হিসেবে ছিল?
ক) সমাজ সচেতন লেখক
খ) সমাজ উন্নয়ন লেখক
গ) সমাজ প্রগতিশীল লেখক
ঘ) সমাজ ভাবুক লেখক
উত্তর: ঘ) সমাজ ভাবুক লেখক

১৫। পূর্ণেন্দু দস্তিদার ১৯৭১ খ্রিষ্টাব্দের কত তারিখে মৃত্যুবরণ করেন?
ক) ৯ই মার্চ
খ) ৯ই জুন
গ) ৯ ই মে
ঘ) ৫ই আগস্ট
উত্তর: গ) ৯ই মে

১৬। কোথায় যাওয়ার পথে পূর্ণেন্দু দস্তিদার মৃত্যুবরণ করেন?
ক) মায়ানমার
খ) মালয়েশিয়া
গ) ভারত
ঘ) পাকিস্তান
উত্তর: ক) মায়ানমার

১৭। কোন বিদ্রোহে অংশ নেয়ার কারণে পূর্ণেন্দু দস্তিদার কারাবরণ করেছিলেন?
ক) কারাবিদ্রোহ
খ) চাকমা বিদ্রোহ
গ) চট্টগ্রাম যুব বিদ্রোহ
ঘ) নোয়াখালী বিদ্রোহ
উত্তর: গ) চট্টগ্রাম যুব বিদ্রোহ

১৮। কত সালে গী দ্য মোপাসাঁ নিম্ন মাধ্যমিক স্কুলে ভর্তি হন?
ক) ১৮৫৩ সালে
খ) ১৮৫৭ সালে
গ) ১৮৬৩ সালে
ঘ) ১৮৬৭ সালে
উত্তর: ঘ) ১৮৬৭ সালে

১৯। মাদাম লোইসেল দারিদ্র্যের ভয়াবহতা বুঝতে পারে কীভাবে?
ক) স্বামী চাকরি হারালে
খ) দুঃখজনক দেনার কারণে
গ) পিতা চাকরি হারালে
ঘ) পিতার মৃত্যুর কারণে
উত্তর: খ) দুঃখজনক দেনার কারণে

২০। নেকলেস গল্পের লেখকের বর্ণনা অনুযায়ী নিয়তির ভুলে কেরানির পরিবারে কার জন্ম হয়েছে?
ক) মি. লোইসেলের
খ) মাদাম ফোরস্টিয়ারের
গ) কেরানি
ঘ) মাদাম লোইসেলের
উত্তর: ঘ) মাদাম লোইসেলের

২১। মাদাম লোইসেলের স্বামী পেশায় কী ছিলেন?
ক) পাহারাদার
খ) স্বর্ণকার
গ) মজুতদার
ঘ) কেরানি
উত্তর: ঘ) কেরানি

২২। ‘সর্বদা তার মনে দুঃখ।’ নেকলেস গল্পে কার দুঃখের কথা বলা হয়েছে?
ক) মি. লোইসেলের
খ) মাদাম লোইসেলের
গ) ব্রেটনের
ঘ) ফোরস্টিয়ারের
উত্তর: খ) মাদাম লোইসেলের

২৩। কোনগুলো মাদাম লোইসেলের কাছে প্রিয় ছিল?
ক) ফ্রক, জড়োয়া গহনা
খ) সুরুয়ার পাত্র, জড়োয়া গহনা
গ) ফ্রক, রুপার গহনা
ঘ) আরামকেদারা, ফ্রক
উত্তর: ক) ফ্রক, জড়োয়া গহনা

২৪। মাদাম লোইসেলের সহপাঠিনীর অবস্থা কেমন ছিল?
ক) দরিদ্র
খ) মধ্যবিত্ত
গ) ধনী
ঘ) নিম্ন মধ্যবিত্ত
উত্তর: গ) ধনী

২৫। এক সন্ধ্যায় মি. লোইসেল কী হাতে নিয়ে ঘরে ফিরল?
ক) খাম
খ) ফুল
গ) গহনা
ঘ) পোশাক
উত্তর: ক) খাম

২৬। মাদাম লোইসেলের হাতে আসা খামটির মধ্যে কী ছিল?
ক) আমন্ত্রণলিপি
খ) প্রমোশনপত্র
গ) বিজ্ঞাপন
ঘ) দরখাস্ত
উত্তর: ক) আমন্ত্রণলিপি

২৭। মাদাম লোইসেলকে আমন্ত্রণটি কে করেছিল?
ক) অর্থমন্ত্রী
খ) কৃষিমন্ত্রী
গ) সংস্কৃতিমন্ত্রী
ঘ) জনশিক্ষামন্ত্রী
উত্তর: ঘ) জনশিক্ষামন্ত্রী

২৮। মি. লোইসেলের প্রাপ্ত আমন্ত্রণপত্র অনুযায়ী কত তারিখে জনশিক্ষামন্ত্রীর বাসগৃহে নিমন্ত্রণ ছিল?
ক) ১৮ই জানুয়ারি
খ) ১৮ই ফেব্রুয়ারি
গ) ১৮ই মার্চ
ঘ) ১৮ই এপ্রিল
উত্তর: ক) ১৮ই জানুয়ারি

২৯। পারিবারিক বন্ধু গুস্তাভ ফ্লবেয়ার মোপাসাঁর সাহিত্য জীবনে কিসের ভূমিকায় অবতীর্ণ হন?
ক) সহপাঠীর ভূমিকায়
খ) সহলেখকের ভূমিকায়
গ) অভিভাবকের ভূমিকায়
ঘ) সহকর্মীর ভূমিকায়
উত্তর: গ) অভিভাবকের ভূমিকায়

৩০। মোপাসাঁর সাহিত্য জীবন শুরু কী রচনার মাধ্যমে?
ক) কবিতা
খ) উপন্যাস
গ) গল্প
ঘ) নাটক
উত্তর: ক) কবিতা

৩১। কাব্যচর্চা দিয়ে সাহিত্য জীবন শুরু করলেও মোপাসাঁ কী হিসেবে সমধিক খ্যাতি অর্জন করেন?
ক) নাট্যকার
খ) প্রাবন্ধিক
গ) ঔপন্যাসিক
ঘ) গল্পকার
উত্তর: ঘ) গল্পকার

৩২। গী দ্য মোপাসাঁ ১৮৯৩ খ্রিষ্টাব্দের কত তারিখে মৃত্যুবরণ করেন?
ক) ৬ই জুলাই
খ) ১১ই জুলাই
গ) ১৭ই জুলাই
ঘ) ২১ই জুলাই
উত্তর: গ) ১৭ই জুলাই

৩৩। পূর্ণেন্দু দস্তিদার চট্টগ্রামের কোন উপজেলায় জন্মগ্রহণ করেন?
ক) পটিয়া
খ) সীতাকুণ্ড
গ) হাটহাজারী
ঘ) সাতকানিয়া
উত্তর: ক) পটিয়া

৩৪। পূর্ণেন্দু দস্তিদার ১৯০৯ খ্রিষ্টাব্দের কত তারিখে জন্মগ্রহণ করেন?
ক) ২০ এ মে
খ) ২০ এ জুন
গ) ২০ এ জুলাই
ঘ) ২০ এ আগস্ট
উত্তর: খ) ২০ এ জুন

৩৫। “হতাশভাবে তারা একে অপরের দিকে তাকিয়ে থাকে।” কেন?
ক) হার হারিয়ে ফেলার কারণে
খ) সোনার কাঁকন হারিয়ে ফেলার কারণে
গ) মুক্তার গাউন ছিড়ে ফেলার কারণে
ঘ) দামি গাউন ছিঁড়ে ফেলার কারণে
উত্তর: ক) হার হারিয়ে ফেলার কারণে

৩৬। মি. লোইসেল আমন্ত্রণপত্র তার স্ত্রীকে দেবার পর কী দেখে নির্বাক ও হতবুদ্ধি হয়ে গেল?
ক) স্ত্রীকে অখুশি দেখে
খ) স্ত্রীকে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে দেখে
গ) মন্ত্রীকে অত্যন্ত উৎফুল্ল দেখে
ঘ) স্ত্রীকে বিড়বিড় করে বকতে দেখে
উত্তর: ক) স্ত্রীকে অখুশি দেখে

৩৭। মাদাম লোইসেলের দামি পোশাক না থাকায় অভিমানে কার্ডটি কাকে দিতে বলল?
ক) সহকর্মীকে
খ) দূরসম্পর্কের আত্মীয়কে
গ) বান্ধবী ফোরস্টিয়ারকে
ঘ) ধনী কোনো আত্মীয়কে
উত্তর: ক) সহকর্মীকে

৩৮। মাদাম লোইসেল আমন্ত্রণে যাবার জন্য কত ফ্রাঁ দিয়ে পোশাক কিনতে চাইল?
ক) পাঁচশত
খ) চারশত
গ) তিনশত
ঘ) সাতশত
উত্তর: খ) চারশত

৩৯। মি. লোইসেল তার স্ত্রীকে মণিমুক্তাখচিত দামি গহনার পরিবর্তে কী দিয়ে সাজতে পরামর্শ দিলেন?
ক) রূপার গহনা দিয়ে
খ) সোনার গহনা দিয়ে
গ) কাগজের ফুলের গহনা দিয়ে
ঘ) সত্যিকারের ফুলের গহনা দিয়ে
উত্তর: ঘ) সত্যিকারের ফুলের গহনা দিয়ে

৪০। মাদাম লোইসেল দশ ফ্রাঁর বিনিময়ে কটি গোলাপ ফুল পাবার কথা বলল?
ক) দুটি
খ) তিনটি
গ) চারটি
ঘ) পাঁচটি
উত্তর: গ) চারটি

৪১। জড়োয়া গহনা ধার নেবার জন্য মি. লোইসেল তার স্ত্রীকে কার কাছে যেতে বলে?
ক) বান্ধবীর
খ) বোনের
গ) সহকর্মীর
ঘ) আত্মীয়ের
উত্তর: ক) বান্ধবীর

৪২। মাদাম লোইসেল স্যাটিনের বাক্স থেকে কিসের হার দেখতে পেল?
ক) সোনার
খ) রুপার
গ) হীরার
ঘ) মুক্তার
উত্তর: গ) হীরার

৪৩। বল নাচের অনুষ্ঠান শেষে মাদাম লোইসেল কখন বাড়ি ফিরল?
ক) ভোর চারটায়
খ) রাত বারোটায়
গ) বিকাল পাঁচটায়
ঘ) রাত দুইটায়
উত্তর: ক) ভোর চারটায়

৪৪। বাড়ি ফেরার পথে গাড়ি না পেয়ে মাদাম লোইসেল ও তার স্বামী কোন নদীর দিকে হাঁটতে থাকে?
ক) সিন

খ) বিন
গ) টাইগ্রিস

ঘ) ফোরাত
উত্তর: ক) সিন

৪৫। বাড়ি ফিরে আয়নার সামনে গিয়ে মাদাম লোইসেল কেন আর্তনাদ করে উঠল?
ক) হারটি গলায় না দেখে
খ) হারটি ভেঙে গেছে দেখে
গ) হারটির অর্ধেকটা নেই দেখে
ঘ) হারটি নকল দেখে
উত্তর: ক) হারটি গলায় না দেখে

৪৬। হারটি খুঁজতে গিয়ে মি. লোইসেল পরদিন কখন ফিরে এলো?
ক) সকাল ছয়টার দিকে
খ) সকাল আটটার দিকে
গ) সকাল সাতটার দিকে
ঘ) সকাল নয়টার দিকে
উত্তর: গ) সকাল সাতটার দিকে

৪৭। হারটি হারিয়ে গেলে সেটি ফেরত দেয়ার ব্যাপারে মি. লোইসেল তার স্ত্রীকে কী পরামর্শ দিয়েছিল?
ক) হারটি ফেরত দিতে দেরি হবে
খ) হারটি মেরামত করতে দেয়া হয়েছে
গ) হারটি ছিনতাইকারী হরণ করেছে
ঘ) হারটি অসাবধানে হারিয়ে গেছে
উত্তর: খ) হারটি মেরামত করতে দেয়া হয়েছে

৪৮। মি. লোইসেল তার স্ত্রীর চেয়ে কত বছরের বড় ছিল?
ক) তিন বছরের
খ) চার বছরের
গ) পাঁচ বছরের
ঘ) ছয় বছরের
উত্তর: গ) পাঁচ বছরের

৪৯। প্যালেস রয়েলে মি. ও মাদাম লোইসেল কিসের হার দেখেছিল?
ক) সোনার
খ) রুপার
গ) হীরার
ঘ) মুক্তার
উত্তর: গ) হীরার

৫০। “লোইসেল পরম আবেগে তাকে বুকে চেপে ধরে।” – এর মধ্য দিয়ে কোন বিষয়টি প্রকাশ পেয়েছে?
ক) হতাশা
খ) আনন্দ
গ) দুঃখ
ঘ) নিরাশা
উত্তর: খ) আনন্দ

৫১। “যেকোনো মেয়ের অন্তরে এই পরিপূর্ণ বিজয় কত মধুর।” – এখানে কোনটি সাথে তুলনীয়?
ক) প্রিয়জনের বিজয়
খ) সৌন্দর্যের বিজয়
গ) শিক্ষার বিজয়
ঘ) ভালোবাসার বিজয়
উত্তর: খ) সৌন্দর্যের বিজয়

৫২। কোন দিকটি ‘নেকলেস’ গল্পটিকে জনপ্রিয় করে তোলে?
ক) প্রাঞ্জলতা
খ) আকর্ষণীয় ঘটনা
গ) অপ্রত্যাশিত কিন্তু অত্যন্ত আকর্ষণীয় সমাপ্তি
ঘ) সহজ সরল ভাষা
উত্তর: গ) অপ্রত্যাশিত কিন্তু অত্যন্ত আকর্ষণীয় সমাপ্তি

৫৩। ফরাসি ভাষায় ‘নেকলেস’ গল্পটির নাম কী?
ক) La Pare
খ) Be Parure
গ) La Parure
ঘ) Li Parure
উত্তর: গ) La Parure

৫৪। ‘La Parure’ সর্বপ্রথম কত সালে প্রকাশিত হয়?
ক) ১৮৮০ সালে
খ) ১৮৮২ সালে
গ) ১৮৮৪ সালে
ঘ) ১৮৮৬ সালে
উত্তর: গ) ১৮৮৪ সালে

৫৫। ‘La Gaulois’ কী?
ক) একটি ফরাসি পত্রিকা
খ) একধরনের পোশাক
গ) একটি বই
ঘ) রাজকীয় অনুষ্ঠান
উত্তর: ক) একটি ফরাসি পত্রিকা

৫৬। “ঐ দুঃখজনক দেনা শোধ করা প্রয়োজন” – এখানে দেনাকে ‘দুঃখজনক’ বলা হয়েছে কেন?
ক) দেনাটা তাদের কোনো কাজে আসেনি বলে
খ) দেনা করেও তারা দুঃখ ঘোচাতে পারেনি বলে
গ) দেনা করেও মাদাম ফোরস্টিয়ারের কথা রাখতে পারেনি বলে
ঘ) দেনা করেও তারা বিপদ থেকে রক্ষা পায়নি বলে
উত্তর: খ) দেনা করেও তারা দুঃখ ঘোচাতে পারেনি বলে

৫৭। মাদাম লোইসেলের স্বামী সন্ধ্যাবেলায় কী করে?
ক) স্ত্রীর কাজে সাহায্য করে
খ) কয়েকজন ব্যবসায়ীর হিসাবের খাতা ঠিক করে
গ) অন্য একটি অফিসে কাজ করে
ঘ) একটি নৈশ বিদ্যালয়ে শিক্ষকতা করে
উত্তর:খ) কয়েকজন ব্যবসায়ীর হিসাবের খাতা ঠিক করে

৫৮। প্যালেস রয়েলে মসিয়ে ও মাদাম লোইসেলের যে হীরার কণ্ঠহার দেখল তার দাম কত ছিল?
ক) চল্লিশ হাজার ফ্রাঁ
খ) পঁয়তাল্লিশ হাজার ফ্রাঁ
গ) পঞ্চাশ হাজার ফ্রাঁ
ঘ) ষাট হাজার ফ্রাঁ
উত্তর: ক) চল্লিশ হাজার ফ্রাঁ

৫৯। মাদাম লোইসেলের নৃত্যের মধ্যে কী লক্ষ্য করা যায়?
ক) ভয় ও উদ্বেগ
খ) আবেগ ও উৎসাহ
গ) জড়তা
ঘ) অভিজ্ঞতা
উত্তর: খ) আবেগ ও উৎসাহ

৬০। হীরার কণ্ঠহারটির দাম কত ছিল?
ক) ত্রিশ হাজার ফ্রাঁ
খ) চল্লিশ হাজার ফ্রাঁ
গ) পঁয়ত্রিশ হাজার ফ্রাঁ
ঘ) একচল্লিশ হাজার ফ্রাঁ
উত্তর: গ)পঁয়ত্রিশ হাজার ফ্রাঁ

৬১। হারটি কয়দিন বিক্রি না করার জন্য মি. ও মাদাম লোইসেল স্বর্ণকারকে অনুরোধ করল?
ক) দুই দিন
খ) তিন দিন
গ) চার দিন
ঘ) পাঁচ দিন
উত্তর: খ) তিন দিন

৬২। লোইসেল তার বাবার মৃত্যুর পর কত হাজার ফ্রাঁ পেয়েছিল?
ক) সতেরো হাজার
খ) আঠারো হাজার
গ) উনিশ হাজার
ঘ) ষোলো হাজার
উত্তর: খ) আঠারো হাজার

৬৩। মি. লোইসেল ও মাদাম লোইসেলের দুঃখের জীবন কত দিন যাবৎ চলল?
ক) আট বছর
খ) দশ বছর
গ) নয় বছর
ঘ) বারো বছর
উত্তর: খ) দশ বছর

৬৪। দুঃখের জীবন অতিবাহিত করার পর মাদাম লোইসেলকে কেমন দেখাত?
ক) মধ্যবয়স্ক
খ) তরুণী
গ) বয়স্ক
ঘ) আগের মতোই
উত্তর: গ) বয়স্ক

৬৫। মাদাম লোইসেলের অবস্থা দশ বছর পর কেমন হয়েছিল?
ক) গৃহস্থ ঘরের শক্ত, কর্মঠ ও অমার্জিত ঘরের মেয়ের মতো
খ) মধ্যবিত্ত ঘরের কর্মঠ মেয়ের মতো
গ) নিম্নবিত্ত ঘরের দরিদ্র, কর্মঠ মেয়ের মতো
ঘ) নিম্নমধ্যবিত্ত ঘরের দরিদ্র ও অমার্জিত ঘরের মেয়ের মতো
উত্তর: ক) গৃহস্থ ঘরের শক্ত, কর্মঠ ও অমার্জিত ঘরের মেয়ের মতো

৬৬। দুঃখের জীবনে সে কীভাবে কথা বলত?
ক) মৃদু স্বরে
খ) ধীরে ধীরে
গ) চড়া গলায়
ঘ) কর্কশ স্বরে
উত্তর: গ) চড়া গলায়

৬৭। মাদাম ফোরস্টিয়ারের সাথে চামস এলিসিসে মাদাম লোইসেলের কী বারে দেখা হয়েছিল?
ক) শনিবার
খ) রবিবার
গ) সোমবার
ঘ) মঙ্গলবার
উত্তর: খ) রবিবার

৬৮। চামস-এলিসিসে ফোরস্টিয়ারকে কেমন দেখাচ্ছিল?
ক) যুবতী, সুন্দরী ও আকর্ষণীয়া
খ) বয়স্ক ও বিষণ্ণ
গ) মধ্যবয়সী ও আকর্ষণীয়া
ঘ) পূর্বের ন্যায় যুবতী
উত্তর: ক) যুবতী, সুন্দরী ও আকর্ষণীয়া

৬৯। মাদাম লোইসেলকে তার বান্ধবী চিনতে না পারায় সে নিজেকে কী বলে সম্বোধন করেছিল?
ক) আমি তোমার ঘনিষ্ঠ বান্ধবী
খ) আমি তোমার পরিচিত
গ) আমি মাতিলদা লোইসেল
ঘ) আমি লোইসেলের স্ত্রী
উত্তর: গ) আমি মাতিলদা লোইসেল

৭০। বান্ধবী বিস্ময়ে চেঁচিয়ে ওঠে কী বলেছিল?
ক) ‘হায়, আমার বান্ধবী মাতিলদা’
খ) ‘হায়, আমার বেচারী মাতিলদা’
গ) ‘হায়, মাদাম লোইসেল’
ঘ) ‘হায়, আমার প্রিয় মাতিলদা’
উত্তর: খ) ‘হায়, আমার বেচারী মাতিলদা’

৭১। মাদাম লোইসেল ধার করা হারটি সম্পর্কে পরবর্তীতে কী জানতে পারে?
ক) হারটি ছিল নকল
খ) হারটি ছিল দামি
গ) হারটি ছিল অম্লান
ঘ) হারটি ছিল মহামূল্যবান
উত্তর: ক) হারটি ছিল নকল

৭২। হারটির দাম কত ফ্রাঁর বেশি হবে না বলে মাদাম লোইসেল জানতে পারে?
ক) চারশত ফ্রাঁ
খ) পাঁচশত ফ্রাঁ
গ) ছয়শত ফ্রাঁ
ঘ) তিনশত ফ্রাঁ
উত্তর: খ) পাঁচশত ফ্রাঁ

৭৩। মাদাম লোইসেলের মনে সর্বদা দুঃখ বিরাজ করত কেন?
ক) পার্টিতে যেতে না পারায়
খ) সহপাঠিনীরা ধনী হওয়ায়
গ) সাধারণ পরিবারের মেয়ে হওয়ায়
ঘ) আকাঙ্ক্ষার সঙ্গে প্রাপ্তির অমিল হওয়ায়
উত্তর: ঘ) আকাঙ্ক্ষার সঙ্গে প্রাপ্তির অমিল হওয়ায়

৭৪। বল-নাচের অনুষ্ঠানে যাওয়ার জন্য মাদাম লোইসেল কেন উৎসাহ দেখায়নি?
ক) দামি পোশাক ও গহনা না থাকায়
খ) আর্থিক অবস্থা ভালো না হওয়ায়
গ) স্বামী সামান্য বেতনের চাকুরে হওয়ায়
ঘ) আমন্ত্রণটি অনাকাঙ্ক্ষিত হওয়ায়
উত্তর: ক) দামি পোশাক ও গহনা না থাকায়

৭৫। ‘হিসাবি কেরানির কাছ থেকে সঙ্গে সঙ্গে এক আতঙ্কিত প্রত্যাখ্যান যেন না আসে।’- বাক্যটিতে আতঙ্কিত প্রত্যাখ্যান কীসের?
ক) সামর্থ্যের সঙ্গে পোশাক ক্রয়ের বিষয়
খ) পছন্দ ও রুচি অনুযায়ী পোশাক ক্রয়ের বিষয়
গ) নির্দিষ্ট সময়ের মধ্যে পোশাক তৈরির বিষয়
ঘ) মাদাম লোইসেলের সাথে কেরানির সম্পর্কের বিষয়
উত্তর: ক) সামর্থ্যের সঙ্গে পোশাক ক্রয়ের বিষয়

৭৬। পোশাক কিনতে চারশত ফ্রাঁ লাগবে শুনে মি. লোইসেলের মুখ ম্লান হয়ে গেল কেন?
ক) লোইসেলের সামর্থ্য ছিল না বলে
খ) চারশত ফ্রাঁ ধার করতে হবে বলে
গ) নতুন পোশাক কেনা লোইসেলের পছন্দ নয় বলে
ঘ) বন্দুক কেনার জন্য সঞ্চয়ের টাকা খরচ করতে হবে বলে
উত্তর: ঘ)বন্দুক কেনার জন্য সঞ্চয়ের টাকা খরচ করতে হবে বলে

৭৭। কোন গহনা মাদাম লোইসেলের খুব প্রিয় ছিল?
ক) টুপি
খ) হাতের চুড়ি
গ) জড়োয়া গহনা
ঘ) গোলাপ ফুল
উত্তর: গ) জড়োয়া গহনা

৭৮। ‘নেকলেস’ গল্পে কোন মাছের উল্লেখ রয়েছে?
ক) শ্যামন
খ) রূপচাদা
গ) ইলিশ
ঘ) রোহিত
উত্তর: ঘ)রোহিত

৭৯। “ও কী ভালো মানুষ” – কার সম্পর্কে মসিয়ে লোইসেল একথা বলেছে?
ক) শিক্ষামন্ত্রী
খ) ফোরস্টিয়ার
গ) মাদাম লোইসেল
ঘ) জেনি
উত্তর: গ) মাদাম লোইসেল

৮০। মাদাম লোইসেলের চরিত্রটি কেমন?
ক) বাস্তববাদী
খ) কল্পনাপ্রবণ
গ) স্পষ্টভাষী
ঘ) আবেগপ্রবণ
উত্তর: খ) কল্পনাপ্রবণ

৮১। মাদাম লোইসেলের ধারণা কোন ধরনের বস্তুর জন্যই তার জন্ম হয়েছে?
ক) কমমূল্যের
খ) সুরুচিপূর্ণ
গ) রুচিহীন
ঘ) মূল্যহীন
উত্তর: খ) সুরুচিপূর্ণ

৮২। “দরিদ্র কৃষকের কন্যা হেনা নিজ অবস্থার জন্য অত্যন্ত ব্যথিত।” – হেনার সাথে ‘নেকলেস’ গল্পের কার সাদৃশ্য রয়েছে?
ক) মসিয়ে
খ) ফোরস্টিয়ার
গ) জেনি
ঘ) মাদাম লোইসেল
উত্তর: ঘ) মাদাম লোইসেল

৮৩। “থাকবে তাতে বিভিন্ন চমৎকার আসবাব” – এখানে কিসের কথা বলা হয়েছে?
ক) পার্শ্বকক্ষ
খ) বাসকক্ষ
গ) বৈঠকখানা
ঘ) খাবারঘর
উত্তর: গ) বৈঠকখানা

৮৪। মাদাম লোইসেল ভাবত তার কতজন গৃহভৃত্য থাকবে?
ক) দুইজন
খ) তিনজন
গ) চারজন
ঘ) পাঁচজন
উত্তর: ক) দুইজন

৮৫। “অদম্য কামনায় তার বুক দুরু দুরু করে” – এখানে কিসের কথা বলা হয়েছে?
ক) হার গলায় পরার
খ) স্বামীকে খুশি করার
গ) সবাইকে অবাক করার
ঘ) হার ধার পাওয়ার
উত্তর: ঘ) হার ধার পাওয়ার

৮৬। খ্রিস্টান মিশনারিদের দ্বারা পরিচালিত স্কুলকে কী বলা হয়?
ক) মনুমেন্ট
খ) কনভেন্ট
গ) চার্চ
ঘ) বিদ্যাপীঠ
উত্তর: খ) কনভেন্ট

৮৭। “তার দাম দিতে দশ বছর লেগেছে।” – এখানে কিসের কথা বলা হয়েছে?
ক) হার
খ) ফ্রক
গ) জুতো
ঘ) কঙ্কন
উত্তর: ক) হার

Related Posts

Leave a Comment