নিমগাছ গল্পের জ্ঞানমূলক প্রশ্ন – ৯ম-১০ম শ্রেণির বাংলা

‘নিমগাছ’ গল্পে বনফুল সূক্ষ্মভাবে সামাজিক বাস্তবতার প্রতিফলন করেছেন। গল্পে নিমগাছের ঔষধি গুণ এবং এর উপকারিতা প্রকাশ পেয়েছে, পাশাপাশি লক্ষ্মী বউয়ের জীবনযাপন এবং তার প্রতি নিষ্ঠুর আচরণের দিকটিও গভীরভাবে আলোকিত হয়েছে। এই পোস্টে নিমগাছ গল্পের জ্ঞানমূলক প্রশ্ন – ৯ম-১০ম শ্রেণির বাংলা লিখে দিলাম।

Image with Link Descriptive Text

নিমগাছ গল্পের জ্ঞানমূলক প্রশ্ন

১। বনফুলের প্রকৃত নাম কী?
উত্তর: বনফুলের প্রকৃত নাম বলাইচাঁদ মুখোপাধ্যায়।

২। বাড়ির পাশে নিমগাছ গজালে কারা খুশি হয়?
উত্তর: বাড়ির পাশে নিমগাছ গজালে বিজ্ঞরা খুশি হন।

৩। ‘বনফুল’ কার ছদ্মনাম?
উত্তর: ‘বনফুল’ বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম।

৪। নিমগাছের প্রশংসা করে কে?
উত্তর: নিমগাছের প্রশংসা করে কবি।

৫। ‘নিমগাছ’ গল্পটি কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে?
উত্তর: ‘নিমগাছ’ গল্পটি ‘অদৃশ্যলোক’ গ্রন্থ থেকে সংকলিত।

৬। নিমগাছটির কার সাথে চলে যেতে ইচ্ছে করল?
উত্তর: নিমগাছটির লোকটার সাথে চলে যেতে ইচ্ছে করল।

৭। ‘মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল নিমগাছের দিকে’- কে?
উত্তর: একজন নতুন ধরনের লোক বা কবি।

৮। ‘কবিরাজ’ কাকে বলা হয়?
উত্তর: যিনি গাছগাছালি পরিশোধন করে মানুষের বিভিন্ন রোগের চিকিৎসা করেন তাকে কবিরাজ বলা হয়।

৯। ‘বিদ্যাসাগর’ জীবনী নাটকটি কার অনন্যসাধারণ সৃষ্টি?
উত্তর: ‘বিদ্যাসাগর’ জীবনী নাটকটি বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)-এর অনন্যসাধারণ সৃষ্টি।

১০। ‘নিমগাছ’ গল্পের ম্যাজিক-বাক্যটি কী?
উত্তর: ‘নিমগাছ’ গল্পের ম্যাজিক বাক্যটি হলো- “ওদের বাড়ির গৃহকর্ম-নিপুণা লক্ষ্মী বউটার ঠিক এক দশা।”

১১। বনফুল কত সালে জন্মগ্রহণ করেন?
উত্তর: বনফুল ১৮৯৯ সালে জন্মগ্রহণ করেন।

১২। কোন পদে বনফুলের কর্মজীবন শুরু হয়?
উত্তর: মেডিক্যাল অফিসার পদে বনফুলের কর্মজীবন শুরু হয়।

১৩। বনফুলের গল্প ও উপন্যাসে কোনটি নিপুণভাবে প্রকাশিত হয়েছে?
উত্তর: বাস্তব জীবন ও জ্ঞান-বিজ্ঞানের বিচিত্র উপাদান।

১৪। কত সালে বনফুল মৃত্যুবরণ করেন?
উত্তর: ১৯৭৯ সালে বনফুল মৃত্যুবরণ করেন।

১৫। বনফুলের ‘নিমগাছ’ গল্পটি কী ধরনের রচনা?
উত্তর: বনফুলের ‘নিমগাছ’ গল্পটি প্রতীকী রচনা।

১৬। নিমগাছের কী ইচ্ছা করতে লাগল?
উত্তর: নিমগাছের কবি লোকটার সঙ্গে চলে যেতে ইচ্ছা করতে লাগল।

১৭। কেউ ছালটা ছড়িয়ে নিয়ে কী করছে?
উত্তর: কেউ ছালটা ছড়িয়ে নিয়ে সিদ্ধ করছে।

১৮। পাতাগুলো ছিঁড়ে কী করছে?
উত্তর: পাতাগুলো ছিঁড়ে শিলে পিষছে।

১৯। নিমগাছের কোন অংশ গরম তেলে ভাজা হয়?
উত্তর: নিমগাছের পাতা গরম তেলে ভাজা হয়।

২০। নিমপাতা কিসের সঙ্গে রান্না করা হয়?
উত্তর: নিমপাতা বেগুনের সঙ্গে রান্না করা হয়।

২১। নিমগাছের কচি ডাল ভেঙে লোকজন কী করে?
উত্তর: নিমগাছের কচি ডাল ভেঙে লোকজন চিবায়।

২২। কী করলে দাঁত ভালো থাকে?
উত্তর: নিমগাছের কচি ডাল চিবালে দাঁত ভালো থাকে।

২৩। কবিরাজরা কার প্রশংসায় পঞ্চমুখ?
উত্তর: কবিরাজরা নিমগাছের প্রশংসায় পঞ্চমুখ।

২৪। ‘নিমগাছ’ গল্পে হঠাৎ একদিন কে এলো?
উত্তর: একজন নতুন ধরনের লোক।

২৫। নিমগাছে কেমন ফুল ধরে?
উত্তর: নিমগাছে থোকা থোকা ফুল ধরে।

২৬। নিমগাছের থোকা থোকা ফুলকে কেমন লাগে?
উত্তর: নিমগাছের ফুলকে একঝাঁক নক্ষত্রের মতো লাগে।

২৭। নিমগাছের শেকড় কোথায় চলে গেছে?
উত্তর: নিমগাছের শেকড় মাটির ভেতরে অনেক দূর চলে গেছে।

Related Posts

Leave a Comment