নদীর স্বপ্ন কবিতার MCQ | বহুনির্বাচনি প্রশ্ন উত্তর

বুদ্ধদেব বসুর “নদীর স্বপ্ন” কবিতাটি মূলত এক কিশোরের কল্পনার জগৎকে কেন্দ্র করে, যেখানে নদী, নৌভ্রমণ, স্বাধীনতা, দায়িত্ববোধ এবং ভাইবোনের স্নেহময় সম্পর্ক ফুটে উঠেছে। এই পোস্টে নদীর স্বপ্ন কবিতার MCQ | বহুনির্বাচনি প্রশ্ন উত্তর লিখে দিলাম।

নদীর স্বপ্ন কবিতার mcq

সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন

১। ‘নদীর স্বপ্ন’ কবিতা লিখেছেন কে?
ক) জীবনানন্দ দাশ
খ) প্রতিভা বসু
গ) জসীমউদদীন
ঘ) বুদ্ধদেব বসু
উত্তর: ঘ) বুদ্ধদেব বসু

২। ‘নদীর স্বপ্ন’ কবিতায় প্রকাশিত হয়েছে কী?
ক) এক কিশোরের নৌকা ভ্রমণ
খ) এক কিশোরের নৌকা ভ্রমণ কল্পনা
গ) এক কিশোর বাস্তব নৌকা ভ্রমণ
ঘ) ভাই-বোনের বাস্তব নৌকা ভ্রমণ
উত্তর: খ) এক কিশোরের নৌকা ভ্রমণ কল্পনা

৩। বুদ্ধদেব বসু কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন?
ক) ১৯০৬ খ্রিস্টাব্দে
খ) ১৯০৭ খ্রিস্টাব্দে
গ) ১৯০৮ খ্রিস্টাব্দে
ঘ) ১৯০৯ খ্রিস্টাব্দে
উত্তর: গ) ১৯০৮ খ্রিস্টাব্দে

৪। বাংলা সাহিত্যে বহুমুখী প্রতিভার অধিকারী বলে খ্যাত কে?
ক) সুকান্ত ভট্টাচার্য
খ) আবদুল গাফফার চৌধুরী
গ) বুদ্ধদেব বসু
ঘ) সুফিয়া কামাল
উত্তর: গ) বুদ্ধদেব বসু

৫। বুদ্ধদেব বসু সম্পাদিত পত্রিকা কোনটি?
ক) করোন
খ) যারমান
গ) হিজল পত্রিকা
ঘ) কবিতা পত্রিকা
উত্তর: ঘ) কবিতা পত্রিকা

৬। বুদ্ধদেব বসু ও অজিত দত্ত সম্পাদিত “প্রগতি” কী ধরনের প্রকাশনা?
ক) দেয়াল পত্রিকা
খ) কাব্যগ্রন্থ
গ) মাসিক পত্রিকা
ঘ) সাপ্তাহিক পত্রিকা
উত্তর: গ) মাসিক পত্রিকা

৭। ‘কবিতা’ পত্রিকাটির সম্পাদক কে ছিলেন?
ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) কাজী নজরুল ইসলাম
গ) বুদ্ধদেব বসু
ঘ) জীবনানন্দ দাশ
উত্তর: গ) বুদ্ধদেব বসু

৮। ‘নদীর স্বপ্ন’ কবিতায় কতটি নদীর নাম উল্লেখ করা হয়েছে?
ক) দুই
খ) তিন
গ) চার
ঘ) পাঁচ
উত্তর: খ) তিন

৯। কানাই মাঝিকে মোট কয়টি সিকি দিতে চেয়েছিল?
ক) ২টি
খ) ৩টি
গ) ৪টি
ঘ) ১টি
উত্তর: খ) ৩টি

১০। রাসেল ‘নদীর স্বপ্ন’ কবিতাটি মনোযোগ দিয়ে পড়ল। তার কোন শক্তি প্রসারিত হবে?
ক) মেধাশক্তি
খ) কল্পনাশক্তি
গ) পেশিশক্তি
ঘ) দৈহিক শক্তি
উত্তর: খ) কল্পনাশক্তি

১১। কী টেনে তোলা দায়?
ক) বৈঠা
খ) মাছ
গ) পাল
ঘ) জাল
উত্তর: ঘ) জাল

১২। ‘নদীর স্বপ্ন’ কবিতায় হালকা নরম হাওয়ায় কোন রঙের পাল তোলার কথা বলা হয়েছে?
ক) লাল
খ) বেগুনি
গ) নীল
ঘ) হলদে
উত্তর: ক) লাল

১৩। ‘নদীর স্বপ্ন’ কবিতায় পদ্মার রাজা কে?
ক) কানাই
খ) ছোকানু
গ) মাঝি
ঘ) কবি
উত্তর: ক) কানাই

১৪। রাফি স্বপ্ন দেখে, সে একটি নভোযানে মঙ্গলগ্রহে যাবে। রাফির সাথে ‘নদীর স্বপ্ন’ কবিতার কানাইয়ের সাদৃশ্য কোথায়?
ক) দূরন্তপনায়
খ) কর্তব্যনিষ্ঠায়
গ) ভ্রমণপিপাসায়
ঘ) কল্পনাবিলাসিতায়
উত্তর: ঘ) কল্পনাবিলাসিতায়

১৫। ‘আনি’ বলতে বোঝানো হয়েছে কী?
ক) নিয়ে আসি
খ) আনয়ন করি
গ) এক টাকার ষোল ভাগের এক ভাগ মূল্যের মুদ্রা
ঘ) পঁচিশ পয়সা মূল্যমানের মুদ্রা বা আধুলি
উত্তর: গ) এক টাকার ষোল ভাগের এক ভাগ মূল্যের মুদ্রা

১৬। ‘নদীর স্বপ্ন’ কবিতায় উল্লেখিত ‘শোণ’ হলো কী?
ক) একটি নদীর নাম
খ) একটি দ্বীপের নাম
গ) কথা শোনার আহ্বান
ঘ) শুরু করার ইশারা
উত্তর: ক) একটি নদীর নাম

১৭। ২৫ পয়সার মুদ্রাকে কী বলা হয়?
ক) আনি
খ) আনা
গ) সিকি
ঘ) টাকা
উত্তর: গ) সিকি

১৮। ‘নদীর স্বপ্ন’ কবিতা পাঠ করলে শিক্ষার্থীদের কোন শক্তি প্রসারিত হবে?
ক) কল্পনাশক্তি
খ) বুদ্ধিশক্তি
গ) দৈহিক শক্তি
ঘ) ক্ষাত্র শক্তি
উত্তর: ক) কল্পনাশক্তি

১৯। ‘নদীর স্বপ্ন’ কবিতার শুরু কিভাবে হয়েছে?
ক) প্রশ্নের মাধ্যমে
খ) উত্তরের মাধ্যমে
গ) প্রশ্নোত্তরের মাধ্যমে
ঘ) সমাপ্তির মাধ্যমে
উত্তর: ক) প্রশ্নের মাধ্যমে

২০। কানাই মাঝিকে মোট কতটি কথা শুনতে বলে?
ক) একটি
খ) দুটো
গ) তিনটি
ঘ) চারটি
উত্তর: খ) দুটো

২১। মাঝিকে সিকিটি দেওয়ার প্রস্তাব করেছিল কে?
ক) কানাই
খ) ছোকানু
গ) জেলে
ঘ) অচেনা লোক
উত্তর: ক) কানাই

২২। মাঝিকে দিতে চাওয়া সিকিটি কী ধরনের ছিল?
ক) তামার
খ) সোনার
গ) পিতলের
ঘ) রূপার
উত্তর: ঘ) রূপার

২৩। দুটো আনি কার কাছে ছিল?
ক) কানাইয়ের
খ) মাঝির
গ) জেলের
ঘ) ছোকানুর
উত্তর: ঘ) ছোকানুর

২৪। ছোকানুর আনি দুটি কানাই কাকে দিতে চেয়েছিল?
ক) মাকে
খ) মাঝিকে
গ) বাবাকে
ঘ) বোনকে
উত্তর: খ) মাঝিকে

২৫। নৌকা ভ্রমণের সময় কানাই ও ছোকানুর মা কোথায় ছিলেন?
ক) অফিসে
খ) হাসপাতালে
গ) ভ্রমণরত
ঘ) ঘুমন্ত
উত্তর: ঘ) ঘুমন্ত

২৬। “শোনো, মা এখন ঘুমিয়ে আছেন।” চরণে মাঝিকে কী বার্তা দেওয়া হয়েছে?
ক) ভয় দেখানো হয়েছে
খ) অভয় দেওয়া হয়েছে
গ) সান্ত্বনা দেওয়া হয়েছে
ঘ) ঘনির্দেশ প্রদান করা হয়েছে
উত্তর: খ) অভয় দেওয়া হয়েছে

২৭। স্কুলে কে গেছে?
ক) কানাই
খ) ছোকানু
গ) দিদি
ঘ) বাবা
উত্তর: গ) দিদি

২৮। কানাই ও ছোকানু কোন বাহনে ভ্রমণ করতে চেয়েছে?
ক) নৌকায়
খ) ট্রেনে
গ) বাসে
ঘ) প্লেনে
উত্তর: ক) নৌকায়

২৯। কোন নদীর ইলিশের কথা এসেছে?
ক) যমুনা
খ) রুপোলি
গ) পদ্মা
ঘ) মেঘনা
উত্তর: খ) রুপোলি

৩০। কানাইয়ের চোখ কি দেখে ঝলসে ওঠে?
ক) সোনা
খ) পাখি
গ) ইলিশ
ঘ) চিংড়ি
উত্তর: গ) ইলিশ

৩১। গরম ভাত ও ইলিশ ভাজা খাওয়ার সময় ছোকানুর কল্পনা করা হয়েছে কাদের রূপে?
ক) আকাশের রানি
খ) নক্ষত্রের রানি
গ) পরির রানি
ঘ) মাছের রানি
উত্তর: ক) আকাশের রানি

৩২। কোথায় বসে ভাত খাওয়ার কথা বলা হয়েছে?
ক) বাড়িতে
খ) পইঠায়
গ) বাগানে
ঘ) নদীতে
উত্তর: খ) পইঠায়

৩৩। কানাই নিজেকে কী মনে করে?
ক) কিশোর
খ) পাখি
গ) স্বপ্নবাজ
ঘ) রাজা
উত্তর: ঘ) রাজা

৩৪। গান শেষে কানাই মাঝির কাছে কী শুনতে চেয়েছে?
ক) মাঝির কথা
খ) মাছের কথা
গ) গল্প
ঘ) কবিতা
উত্তর: গ) গল্প

৩৫। ‘নদীর স্বপ্ন’ কবিতা কার জবানিতে বলা হয়েছে?
ক) মাঝির
খ) কানাইয়ের
গ) ছোকানুর
ঘ) জেলের
উত্তর: খ) কানাইয়ের

৩৬। কবিতায় যত দোষ কে মাথায় নিবে?
ক) কানাই
খ) মাঝি
গ) ছোকানু
ঘ) জেলে
উত্তর: ক) কানাই

৩৭। কার বকুনি মাঝিকে খেতে হবে না?
ক) বাবার
খ) দাদার
গ) মায়ের
ঘ) দিদির
উত্তর: ক) বাবার

৩৮। ‘প্রগতি’ পত্রিকা কোথা থেকে প্রকাশিত হয়?
ক) বাংলাবাজার
খ) শাহবাগ
গ) পুরানা পল্টন
ঘ) নয়াপল্টন
উত্তর: গ) পুরানা পল্টন

৩৯। গানের শেষে মাঝিকে কানাই কী শোনার জন্য অনুরোধ করেছে?
ক) ছড়া
খ) কবিতা
গ) ইতিহাস
ঘ) গল্প
উত্তর: ঘ) গল্প

৪০। ‘নদীর স্বপ্ন’ কবিতায় কিশোর কানাই নিজেকে কিসের সঙ্গে তুলনা করেছে?
ক) আকাশের রানির সঙ্গে
খ) পদ্মার রাজার সঙ্গে
গ) নৌকার মাঝির সঙ্গে
ঘ) আকাশের পাখির সঙ্গে
উত্তর: খ) পদ্মার রাজার সঙ্গে

বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন

৪১। কানাইয়ের কিশোর মনে গভীর স্বপ্ন সৃষ্টি করে যে অনুষঙ্গ-
i. বাংলাদেশের নদী
ii. নৌকায় রান্না করে খাওয়া
iii. ঝাঁক ঝাঁক উড়ে চলা পাখি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: ক) i ও ii

৪২। ‘নদীর স্বপ্ন’ কবিতায় চিত্রিত হয়েছে-
i. এক কিশোরের নৌকা ভ্রমণের কল্পনা
ii. বোনের প্রতি ভাইয়ের মমতা
iii. প্রকৃতির বিচিত্র রূপ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: ঘ) i, ii ও iii

৪৩। চিত্তবিনোদনের জন্য মাঝিকে যা পরিবেশন করতে অনুরোধ জানায় কানাই-
i. গান
ii. কবিতা
iii. গল্প
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: খ) i ও iii

৪৪। ‘ঝড় এলে ডেকো আমারে-ছোকানু যেন সুখে ঘুম যায়।’ এ উক্তিতে কানাইয়ের কোন বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে?
i. দায়িত্ববোধ
ii. মমত্ববোধ
iii. কল্পনাপ্রবণতা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: ক) i ও ii

৪৫। কানাইয়ের হাতের সিকিটির বৈশিষ্ট্য ছিল-
i. চকচকে
ii. ছোট আকারের
iii. ঘষামাজা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: ক) i ও ii

Related Posts

Leave a Comment