রবীন্দ্রনাথ ঠাকুরের ‘দুই বিঘা জমি’ কবিতায় সামাজিক অসমতা এবং শোষণের বাস্তবতা তুলে ধরে। কৃষক উপেন, যে অভাব-অনটনে তার জমি হারিয়েছে, তার হাতে মাত্র দুটি বিঘা জমি ছিল। জমিদারের লোভ এবং ক্ষমতা তাকে এই শেষ আশ্রয় থেকেও বঞ্চিত করে। এই পোস্টে দুই বিঘা জমি কবিতার মূলভাব, সংক্ষিপ্ত প্রশ্ন ও বহুনির্বাচনি – ৮ম শ্রেণির বাংলা দিলাম।
Table of Contents
দুই বিঘা জমি কবিতার মূলভাব
দরিদ্র কৃষক উপেন অভাব-অনটনে বন্ধক দিয়ে তাঁর প্রায় সব জমি হারিয়েছে। বাকি ছিল মাত্র দুই বিঘা জমি। কিন্তু জমিদার তাঁর বাগান বাড়ানোর জন্য সেই জমির দখল নিতে চায়। সাত পুরুষের স্মৃতিবিজড়িত সেই জমি উপেন দিতে না চাইলে জমিদারের ক্রোধের শিকার হয় সে। মিথ্যে মামলা দিয়ে জমিদার সেই জমি দখল করে নেয়। ভিটে ছাড়া হয়ে উপেন পথে বেরিয়ে পড়ে। সাধুর শিষ্য হয়ে সে গ্রাম-গ্রামান্তরে ঘোরে। কিন্তু পৈতৃক ভিটের স্মৃতি সে ভুলতে পারে না। পনেরো-ষোলো বছর পর একদিন চিরপরিচিত গ্রামে সে ফিরে আসে। গ্রামের অন্য সবকিছু ঠিকঠাক থাকলেও তার ভিটে নিশ্চিহ্ন হয়ে গেছে। হঠাৎ সে লক্ষ করে তার ছেলেবেলার স্মৃতিবিজড়িত আমগাছটি এখনও আছে। ক্লান্ত উপেন সেই আমগাছের ছায়ায় বসে পরম শান্তি অনুভব করে। ঝড়ের দিনে এখানে আম কুড়ানোর স্মৃতি তার মনে পড়ে। হঠাৎ বাতাসের ঝাপটায় একটি পাকা আম তার কোলের কাছে এসে পড়ে। আমটিকে সে জননীর স্নেহের দান মনে করে গ্রহণ করে। কিন্তু তখনই মালি ছুটে আসে। উপেনকে সে গালালি করতে করতে জমিদারের কাছে নিয়ে যায়। উপেন জমিদারের কাছে আমটি ভিক্ষা হিসেবে চাইলে জমিদার তাকে সাধুবেশী চোর বলে মিথ্যা অপবাদ দেয়। এ কবিতায় কবি সমাজের একশ্রেণির বিত্তবান প্রতাপশালী ব্যক্তিদের স্বরূপ উন্মোচন করেছেন যারা সাধারণ মানুষের সম্পদ আত্মসাৎ করে সম্পদশালী হয় এবং অর্থ, শক্তি ও দাপটের জোরে অন্যায়কে ন্যায় এবং ন্যায়কে অন্যায় বলে প্রতিষ্ঠা করে ।
দুই বিঘা জমি কবিতার সংক্ষিপ্ত প্রশ্ন
১। ‘দুই বিঘা জমি’ কবিতায় উপেন কত দিন পর ভিটে-মাটি ছেড়ে পথে বের হলো?
উত্তর: ‘দুই বিঘা জমি’ কবিতায় উপেন দেড় মাস পর ভিটে-মাটি ছেড়ে পথে বের হলো।
২। ‘দুই বিঘা জমি’ কবিতাটি পাঠের উদ্দেশ্য কী?
উত্তর: ‘দুই বিঘা জমি’ কবিতাটি শিক্ষার্থীদের শোষকশ্রেণির নিষ্ঠুর শোষণ ও গরিবদের দুর্দশা সম্পর্কে জানানো।
৩। ‘খত’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘খত’ শব্দের অর্থ ঋণপত্র বা ঋণের দলিল।
৪। আদালতের হুকুম বা নির্দেশনামাকে কী বলে?
উত্তর: আদালতের হুকুম বা নির্দেশনামাকে বলে ডিক্রি।
৫। পাঁচরঙ্গা পাতা অঞ্চলে গাঁথা, — শূন্যস্থানে কী বসবে?
উত্তর: পাঁচরঙা পাতা অঞ্চলে গাঁথা,— শূন্যস্থানে বসবে- ‘পুষ্পে খচিত কেশ।’
৬। উপেন কত বছর পথে পথে ঘোরে?
উত্তর: উপেন পনেরো-ষোলো বছর পথে পথে ঘোরে।
৭। জমিদার উপেনের দুই বিঘা জমি নিতে চাইল কেন?
উত্তর: জমিদার তার বাগান দৈর্ঘ্যে ও প্রস্থে সমান করার জন্য উপেনের দুই বিঘা জমি নিতে চাইল।
৮। ‘পারিষদ’ কারা?
উত্তর: পারিষদ হচ্ছে— মোসাহেব বা পার্শ্বচর।
৯। ‘দুই বিঘা জমি’ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে?
উত্তর: ‘দুই বিঘা জমি’ কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘কথা ও কাহিনী’ কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে।
১০। ‘ডিক্রি’ শব্দটির অর্থ কী?
উত্তর: ‘ডিক্রি’ শব্দটির অর্থ আদালতের হুকুম বা নির্দেশনামা।
১১। ‘দুই বিঘা জমি’ কী ধরনের কবিতা?
উত্তর: ‘দুই বিঘা জমি’ একটি কাহিনি কবিতা।
১২। ললাট শব্দের অর্থ কী?
উত্তর: ললাট শব্দের অর্থ- কপাল।
১৩। রাজা ক্রূর হাসি হেসে উপেনকে কী বলেছিলেন?
উত্তর: রাজা ক্রূর হাসি হেসে উপেনকে বলেছিলেন- ‘আচ্ছা, সে দেখা যাবে।’
১৪। উপেন দুই বিঘা জমির পরিবর্তে বিধাতার নিকট থেকে কী পেয়েছিল?
উত্তর: উপেন দুই বিঘা জমির পরিবর্তে বিধাতার নিকট থেকে বিশ্বনিখিল পেয়েছিল।
১৫। উপেন কীসের কথা ভুলতে পারে না?
উত্তর: উপেন তার দুই বিঘা জমির কথা ভুলতে পারে না।
১৬। উপেন কত বছর পরে দেশে ফেরার ইচ্ছা পোষণ করে?
উত্তর: উপেন পনেরো-ষোলো বছর পরে দেশে ফেরার ইচ্ছা পোষণ করে।
১৭। ‘দুই বিঘা জমি’ কবিতার উৎস কী?
উত্তর: ‘দুই বিঘা জমি’ কবিতার উৎস ‘কথা ও কাহিনী’ কাব্যগ্রন্থ।
১৮। দরিদ্র মাতা আঁচল ভরে কী ধরে রাখত?
উত্তর: দরিদ্র মাতা আঁচল ভরে ফল-ফুল শাকপাতা ধরে রাখত।
১৯। রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যের জন্য নোবেল পুরষ্কার লাভ করেন?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর ‘গীতাঞ্জলি’ কাব্যের জন্য নোবেল পুরস্কার লাভ করেন।
২০। ‘ঘটে’ শব্দটি কবিতায় কী অর্থে ব্যবহৃত হয়েছে?
উত্তর: ‘ঘটে’ শব্দটি ‘দুই বিঘা জমি’ কবিতায় ‘ভাগ্যে’ অর্থে ব্যবহৃত হয়েছে।
২১। রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার পান?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৩ খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার লাভ করেন।
২২। কার বড়ো-জোর মরার মতো ঠাঁই আছে?
উত্তর: উপেনের বড়ো-জোর মরার মতো ঠাঁই আছে।
২৩। এ জগতে কে বেশি চায়?
উত্তর: এ জগতে সেই বেশি চায় যার ভূরি ভূরি সম্পদ আছে।
২৪। কাঙালের ধন কে চুরি করে?
উত্তর: কাঙালের ধন রাজা চুরি করে।
২৫। ভগবান উপেনকে কত বিঘার পরিবর্তে বিশ্বনিখিল লিখে দিল?
উত্তর: ভগবান উপেনকে দুই বিঘার পরিবর্তে বিশ্বনিখিল লিখে দিল।
২৬। ধনীর আদরে কার গরব ধরে না?
উত্তর: ধনীর আদরে দুই বিঘা জমির গরব ধরে না।
২৭। কীসের তলে বসে উপেনের মনের ব্যথা শান্ত হলো?
উত্তর: পরিচিত আমগাছের তলে বসে উপেনের মনের ব্যথা শান্ত হলো।
২৮। উপেনকে কে ধরে নিয়ে গেল?
উত্তর: উপেনকে মালী ধরে নিয়ে গেল।
২৯। উপেন বাবুর কাছে কয়টি আম ভিক্ষা চাইল?
উত্তর: উপেন বাবুর কাছে দুটি আম ভিক্ষা চাইল।
৩০। কে উপেনকে পাকা চোর বলল?
উত্তর: বাবু উপেনকে পাকা চোর বলল।
৩১। বাবু পারিষদের সঙ্গে কী করছিলেন?
উত্তর: বাবু পারিষদের সঙ্গে মাছ ধরছিলেন।
দুই বিঘা জমি কবিতার বহুনির্বাচনি প্রশ্ন (MCQ)
১. কবি রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্মগ্রহণ করেন?
(ক) ১৮৪১ সালে
(খ) ১৮৬১ সালে
(গ) ১৮৫১ সালে
(ঘ) ১৮৭১ সালে
উত্তর: (খ) ১৮৬১ সালে
২. রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে মৃত্যুবরণ করেন?
(ক) ১৯৪০ সালে
(খ) ১৯৪১ সালে
(গ) ১৯৪১ সালে
(ঘ) ১৯৪৩ সালে
উত্তর: (খ) ১৯৪১ সালে
৩. উপেন কত বছর পর নিজ গ্রামে প্রবেশ করে?
(ক) দশ-পনেরো
(খ) পনেরো-ষোলো
(গ) চৌদ্দ-পনেরো
(ঘ) পনেরো-বিশ
উত্তর: (খ) পনেরো-ষোলো
৪. “ছিলে দেবী, হলে দাসী”— এ উক্তিতে কী প্রকাশিত হয়েছে?
(ক) ক্ষোভ
(খ) রাগ
(গ) হতাশা
(ঘ) দুঃখ
উত্তর: (ক) ক্ষোভ
৫. উপেন কখন তার নিজ গ্রামে পৌঁছেছিল?
(ক) সকালে
(খ) প্রথম প্রহরে
(গ) স্যায়
(ঘ) দ্বিতীয় প্রহরে
উত্তর: (ঘ) দ্বিতীয় প্রহরে
৬. ‘যমদূত প্রায়’— এই বিশেষণটি ‘দুই বিঘা জমি’ কবিতার কার পরিচয় বহন করে?
(ক) পেয়াদা
(খ) রাজা
(গ) মালী
(ঘ) ভূস্বামী
উত্তর: (গ) মালী
৭. উপেন দুই বিঘা জমির পরিবর্তে কী পেয়েছিল?
(ক) আম্রকানন
(খ) সমগ্র পৃথিবী
(গ) দুইটি আম
(ঘ) সন্ন্যাস জীবন
উত্তর: (খ) সমগ্র পৃথিবী
৮. ‘দুই বিঘা জমি’ কবিতায় কালের সাক্ষী হিসেবে এখনও কোন স্মৃতিচিহ্নটুকু আছে?
(ক) আম গাছ
(খ) জাম গাছ
(গ) কাঁঠাল গাছ
(ঘ) নারকেল গাছ
উত্তর: (ক) আম গাছ
৯. ‘দুই বিঘা জমি’ কবিতায় ভূমিহীন প্রজা কে?
(ক) দাসী
(খ) দেবী
(গ) মালী
(ঘ) উপেন
উত্তর: (ঘ) উপেন
১০. ‘ধাম’ শব্দের অর্থ কী?
(ক) খড়ের গাদা
(খ) খড়ের ঘর
(গ) শ্যাওলার স্তূপ
(ঘ) তীর্থস্থান
উত্তর: (ঘ) তীর্থস্থান
১১. ‘আচ্ছা সে দেখা যাবে’— কথাটি রাজা উপেনকে বলেন—
(ক) কুদ্ধ হয়ে
(খ) অট্টহাসি হেসে
(গ) ক্রূর হাসি হেসে
(ঘ) বিরক্ত হয়ে
উত্তর: (গ) ক্রূর হাসি হেসে
১২. ‘দুই বিঘা জমি’ কবিতাটি কোন ধরনের কবিতা?
(ক) স্বদেশপ্রেমের কবিতা
(খ) গীতিকবিতা
(গ) কাহিনি কবিতা
(ঘ) চতুর্দশপদী কবিতা
উত্তর: (গ) কাহিনি কবিতা
১৩. উপেনের কোলের কাছে কয়টি পাকা ফল পড়ল?
(ক) পাঁচটি
(খ) তিনটি
(গ) চারটি
(ঘ) দুটি
উত্তর: (ঘ) দুটি
১৪. ‘আচ্ছা, সে দেখা যাবে।’ – উপেনকে বলা এ কথায় রয়েছে জমিদারের-
(ক) অভিমান
(খ) ক্রোধ
(গ) ঘৃণা
(ঘ) প্রতিবাদ
উত্তর: (খ) ক্রোধ
১৫. “ছিলে দেবী, হলে দাসী।” – ‘দুই বিঘা জমি’ কবিতায় কবি কী বোঝাতে চেয়েছেন?
(ক) অস্তিত্ব
(খ) মর্যাদা
(গ) ঐশ্বর্য
(ঘ) সৌন্দর্য
উত্তর: (গ) ঐশ্বর্য
১৬. নিলাজ কুলটা ভূমি। এখানে নিলাজ কুলটা কোনটি?
(ক) ভূস্বামী
(খ) উপেন
(গ) ভিটেমাটি
(ঘ) মালী
উত্তর: (গ) ভিটেমাটি
১৭. ‘মরিবার মতো ঠাই’ বলতে কবি বুঝিয়েছেন-
(ক) নিজের শেষ অবস্থা
(খ) দয়া করার প্রবণতা
(গ) আশ্রয়ের শেষ স্থল
(ঘ) একটি মৃত্যুর স্থান
উত্তর: (গ) আশ্রয়ের শেষ স্থল
১৮. ‘যত হাসো আজ যত করো সাজ, ছিলে দেবী হলে দাসী’— উক্তিটি কার?
(ক) মালীর
(খ) উপেনের
(গ) বাবুর
(ঘ) আমগাছের
উত্তর: (খ) উপেনের
১৯. ‘দুই বিঘা জমি’ কবিতায় উপস্থাপিত হয়েছে—
(ক) লোভের পরিণতি
(খ) গরিব মানুষের পরিচয়
(গ) লুটেরাদের ভোগ-লালসা
(ঘ) মানুষের অসহায়ত্ব
উত্তর: (গ) লুটেরাদের ভোগ-লালসা