Table of Contents
তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা mcq
সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন
১। তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা কবিতার রচয়িতা কে?
ক) জীবনানন্দ দাশ
খ) রবীন্দ্রনাথ ঠাকুর
গ) শামসুর রাহমান
ঘ) কাজী নজরুল ইসলাম
উত্তর: গ) শামসুর রাহমান
২। কবিতাটি কোন কাব্য থেকে নেওয়া হয়েছে?
ক) বন্দী শিবির
খ) শ্রেষ্ঠ কবিতা
গ) রূপসী বাংলা
ঘ) ঝরা পালক
উত্তর: খ) শ্রেষ্ঠ কবিতা
৩। কবিতাটি কোন কাব্যের অন্তর্ভুক্ত?
ক) বন্দী শিবির
খ) ধূসর পাণ্ডুলিপি
গ) বনলতা সেন
ঘ) কবিতার কথা
উত্তর: ক) বন্দী শিবির
৪। শামসুর রাহমান কোন সালে জন্মগ্রহণ করেন?
ক) ১৯২৭
খ) ১৯২৮
গ) ১৯২৯
ঘ) ১৯৩০
উত্তর: গ) ১৯২৯
৫। শামসুর রাহমান কোন শহরে জন্মগ্রহণ করেন?
ক) চট্টগ্রাম
খ) ঢাকা
গ) বরিশাল
ঘ) রাজশাহী
উত্তর: খ) ঢাকা
৬। শামসুর রাহমানর পৈতৃক নিবাস কোথায়?
ক) নারায়ণগঞ্জ
খ) নরসিংদী
গ) ময়মনসিংহ
ঘ) কিশোরগঞ্জ
উত্তর: খ) নরসিংদী
৭। শামসুর রাহমানের প্রাথমিক শিক্ষা কোথায় সম্পন্ন হয়?
ক) ঢাকা কলেজ
খ) পোগোজ স্কুল, ঢাকা
গ) ব্রজমোহন স্কুল
ঘ) প্রেসিডেন্সি কলেজ
উত্তর: খ) পোগোজ স্কুল, ঢাকা
৮। শামসুর রাহমানর কোন কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করেন?
ক) ঢাকা কলেজ
খ) চট্টগ্রাম কলেজ
গ) প্রেসিডেন্সি কলেজ
ঘ) নারায়ণগঞ্জ কলেজ
উত্তর: ক) ঢাকা কলেজ
৯। শামসুর রাহমানর কত সালে ইন্টারমিডিয়েট পাশ করেন?
ক) ১৯৪৫
খ) ১৯৪৬
গ) ১৯৪৭
ঘ) ১৯৪৮
উত্তর: গ) ১৯৪৭
১০। শামসুর রাহমান স্নাতক ডিগ্রি কোন বিশ্ববিদ্যালয় থেকে লাভ করেন?
ক) ঢাকা বিশ্ববিদ্যালয়
খ) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
গ) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
ঘ) রাজশাহী বিশ্ববিদ্যালয়
উত্তর: ক) ঢাকা বিশ্ববিদ্যালয়
১১। শামসুর রাহমানের পেশা কী ছিল?
ক) শিক্ষক
খ) সাংবাদিক
গ) আইনজীবী
ঘ) শিল্পী
উত্তর: খ) সাংবাদিক
১২। শামসুর রাহমান কোন ক্ষেত্রে বিশেষভাবে নিয়োজিত ছিলেন?
ক) সাংবাদিকতা
খ) কাব্য সাধনা
গ) বিজ্ঞান গবেষণা
ঘ) রাজনীতি
উত্তর: খ) কাব্য সাধনা
১৩। শামসুর রাহমানের প্রধান কাব্য কোনটি?
ক) রূপসী বাংলা
খ) ঝরা পালক
গ) প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে
ঘ) প্রবাস বন্ধু
উত্তর: গ) প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে
১৪। ‘রৌদ্র করোটিতে’ কোন কবির রচিত?
ক) জীবনানন্দ দাশ
খ) শামসুর রাহমান
গ) কাজী নজরুল ইসলাম
ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর: খ) শামসুর রাহমান
১৫। ‘বিধ্বস্ত নীলিমা’ কোন ধরণের রচনা?
ক) প্রবন্ধ
খ) কবিতা
গ) গল্প
ঘ) নাটক
উত্তর: খ) কবিতা
১৬। ‘নিরালোকে দিব্যরথ’ কোন কবির কাব্য?
ক) জীবনানন্দ দাশ
খ) শামসুর রাহমান
গ) সুকান্ত ভট্টাচার্য
ঘ) জসীমউদ্দিন
উত্তর: খ) শামসুর রাহমান
১৭। ‘বন্দী শিবির থেকে’ কোন কাব্যের অন্তর্ভুক্ত?
ক) ঝরা পালক
খ) শ্রেষ্ঠ কবিতা
গ) বন্দী শিবির
ঘ) রূপসী বাংলা
উত্তর: গ) বন্দী শিবির
১৮। ‘বাংলাদেশ স্বপ্ন দ্যাখে’ কী ধরনের রচনা?
ক) প্রবন্ধ
খ) কবিতা
গ) গল্প
ঘ) নাটক
উত্তর: খ) কবিতা
১৯। ‘বুক তার বাংলাদেশের হৃদয়’ কোন কবির রচনা?
ক) জীবনানন্দ দাশ
খ) শামসুর রাহমান
গ) কাজী নজরুল ইসলাম
ঘ) জসীমউদ্দিন
উত্তর: খ) শামসুর রাহমান
২০। শামসুর রাহমান কোন পুরস্কার পেয়েছেন?
ক) পদ্মশ্রী
খ) বাংলা একাডেমি পুরস্কার
গ) বুকার পুরস্কার
ঘ) নোবেল পুরস্কার
উত্তর: খ) বাংলা একাডেমি পুরস্কার
২১। শামসুর রাহমান কোন জাতীয় সম্মাননায় ভূষিত হয়েছেন?
ক) স্বাধীনতা পদক
খ) একুশে পদক
গ) পদ্মবিভূষণ
ঘ) রাষ্ট্রীয় সাহিত্য পুরস্কার
উত্তর: খ) একুশে পদক
২২। শামসুর রাহমান কখন মৃত্যুবরণ করেন?
ক) ২০০৪
খ) ২০০৫
গ) ২০০৬
ঘ) ২০০৭
উত্তর: গ) ২০০৬
২৩। শামসুর রাহমানের মৃত্যুর দিন কোনটি?
ক) ১৭ই আগস্ট
খ) ২৩শে অক্টোবর
গ) ১৪ই অক্টোবর
ঘ) ২১শে ফেব্রুয়ারি
উত্তর: ক) ১৭ই আগস্ট
২৪। শামসুর রাহমান কত বছর বয়সে মৃত্যুবরণ করেন?
ক) ৭৫
খ) ৭৬
গ) ৭৭
ঘ) ৭৮
উত্তর: গ) ৭৭ (১৯২৯-২০০৬)
২৫। “ভগ্নস্তূপের মধ্যে দাঁড়িয়ে একটানা আর্তনাদ করল একটা কুকুর।” এই আর্তনাদে নিচের কোনটি প্রকাশ পেয়েছে?
ক) প্রতিশোধ গ্রহণে বাঙালির অপারগতা
খ) পাকিস্তানিদের প্রতি ঘৃণা
গ) পাক হানাদারদের বিরুদ্ধে প্রতিশোধ
ঘ) মুক্তিবাহিনীর জাগরণ
উত্তর: খ) পাকিস্তানিদের প্রতি ঘৃণা
২৬। দগ্ধ ঘরের নড়বড়ে খুঁটি ধরে দাঁড়িয়ে আছে কে?
ক) মোল্লাবাড়ির এক বিধবা
খ) এক অনাথ কিশোরী
গ) সাকিনা বিবি
ঘ) থুথুরে এক বুড়ো
উত্তর: ক) মোল্লাবাড়ির এক বিধবা
২৭। ‘তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা’ কবিতায় সগীর আলী ছিলেন—
ক) সাহসী
খ) জোয়ান
গ) কর্মঠ
ঘ) তেজি
উত্তর: খ) জোয়ান
২৮। ‘তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা’ কবিতায় স্বাধীনতা যুদ্ধে জীবন উৎসর্গকারী ব্যক্তি হলেন—
ক) সাকিনা বিবি
খ) হরিদাসী
গ) থুথুড়ে বুড়ো
ঘ) রুস্তম শেখ
উত্তর: ঘ) রুস্তম শেখ
২৯। ঢাকার রিক্সাওয়ালা কে?
ক) কেষ্ট দাস
খ) মতলব মিয়া
গ) রুস্তম শেখ
ঘ) সগীর আলী
উত্তর: গ) রুস্তম শেখ
৩০। নিচের কোনটি কাব্যগ্রন্থ?
ক) আপন দলের মানুষ
খ) প্রেমাংশুর রক্ত চাই
গ) বাবা যখন ছোট ছিলেন
ঘ) কালো মেঘের ভেলা
উত্তর: খ) প্রেমাংশুর রক্ত চাই
৩১। ‘তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা’ কবিতায় হাড্ডিসার কে ছিল?
ক) এক বিধবা
খ) এক বুড়ো
গ) অনাথ কিশোর
ঘ) অনাথ কিশোরী
উত্তর: ঘ) অনাথ কিশোরী
৩২। ‘তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা’ কবিতায় শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ককে তুলনা করা হয়েছে—
ক) যুদ্ধ
খ) দানব
গ) বীরত্ব
ঘ) গণহত্যার
উত্তর: খ) দানব
৩৩। ‘তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা’ কবিতায় শাহবাজপুরের জোয়ান কৃষক কে?
ক) কেষ্ট দাস
খ) মতলব মিয়া
গ) সগীর আলী
ঘ) রুস্তম শেখ
উত্তর: গ) সগীর আলী
৩৪। মেঘনা নদীর দক্ষ মাঝি কে ছিল?
ক) সগীর আলী
খ) কেষ্ট দাস
গ) মতলব মিয়া
ঘ) রুস্তম শেখ
উত্তর: গ) মতলব মিয়া
৩৫। ‘তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা’ কবিতার শেষ চরণ কোনটি?
ক) তুমি আসবে বলে, হে স্বাধীনতা
খ) তোমাকে আসতেই হবে, হে স্বাধীনতা
গ) সবাই অধীর প্রতীক্ষা করছে তোমার জন্যে, হে স্বাধীনতা
ঘ) তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা
উত্তর: খ) তোমাকে আসতেই হবে, হে স্বাধীনতা
৩৬। ‘সাকিনা বিবির কপাল ভাঙল’- বলতে কী বোঝানো হয়েছে?
ক) স্বামী হারানো
খ) বাড়ি পুড়ে যাওয়া
গ) নির্যাতিত হওয়া
ঘ) সন্তান হারানো
উত্তর: গ) নির্যাতিত হওয়া
৩৭। ‘সখিনা বিবির কপাল ভাঙল’- এই কথাটি দ্বারা কী বোঝানো হয়েছে?
ক) কপালে আঘাত লাগা
খ) সম্ভ্রম হারানো
গ) বাড়ি পুড়ে যাওয়া
ঘ) বিধবা হওয়া
উত্তর: খ) সম্ভ্রম হারানো
৩৮। “তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা” কবিতায় কার চোখের নিচে অপরাহ্নের দুর্বল আলোর ঝিলিক?
ক) অনাথ কিশোরীর
খ) মোল্লাবাড়ির বিধবার
গ) থুথুড়ে বুড়োর
ঘ) সাকিনা বিবির
উত্তর: গ) থুথুড়ে বুড়োর
৩৯। গাজী গাজী বলে কে নৌকা চালাত?
ক) কেষ্ট দাস
খ) সগীর আলী
গ) মতলব মিয়া
ঘ) রুস্তম শেখ
উত্তর: গ) মতলব মিয়া
৪০। ‘তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা’ কবিতায় কার ফুসফুস এখন পোকার দখলে বলা হয়েছে?
ক) সগীর আলীর
খ) রুস্তম শেখের
গ) মতলব মিয়ার
ঘ) কেষ্ট দাসের
উত্তর: খ) রুস্তম শেখের
৪১। রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ায় কে?
ক) জোয়ান কৃষক
খ) তেজি তরুণ
গ) সাহসী লোক
ঘ) দক্ষ মাঝি
উত্তর: খ) তেজি তরুণ
৪২। ‘সেই রেল লাইনের ধারে মেঠো পথটার ‘পরে দাঁড়িয়ে এক মধ্যবয়সী নারী এখনো রয়েছে হাত বাড়িয়ে’ চরণের মধ্যবয়সী নারীর সাথে ‘তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা’ কবিতার প্রতিনিধি চরিত্র কোনটি?
ক) মোল্লাবাড়ির বউ
খ) অনাথ কিশোরী
গ) সাকিনা বিবি
ঘ) হরিদাসী
উত্তর: খ) অনাথ কিশোরী
৪৩। সিঁথির সিঁদুর মুছে গেল কার?
ক) সাকিনা বিবির
খ) মোল্লাবাড়ির বিধবার
গ) হরিদাসীর
ঘ) সুমিতা রাণীর
উত্তর: গ) হরিদাসীর
৪৪। “তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা’ কবিতায় কুকুরের আর্তনাদ দ্বারা কী বোঝানো হয়েছে?
ক) সতর্ক সংকেত
খ) নবীন রক্তে প্রাণস্পন্দন
গ) প্রাকৃতিক প্রতিবাদ
ঘ) হানাদারদের প্রতি ঘৃণা
উত্তর: গ) প্রাকৃতিক প্রতিবাদ
৪৫। স্বাধীনতার জন্য কপাল ভাঙল কার?
ক) সাকিনা বিবির
খ) সগীর আলীর
গ) মতলব মিয়ার
ঘ) অনাথ কিশোরীর
উত্তর: ক) সাকিনা বিবির
৪৬। ‘তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা’ কবিতায় ‘খই ফোটাল’ দ্বারা কবি কী বুঝিয়েছেন?
ক) বিকট আওয়াজ
খ) বীভৎস অবস্থা
গ) প্রচণ্ড গুলিবর্ষণ
ঘ) প্রবল আক্রমণ
উত্তর: গ) প্রচণ্ড গুলিবর্ষণ
৪৭। শহরে ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে— উক্তিটি কী অর্থে বুঝানো হয়েছে?
ক) যুদ্ধের দামামা
খ) শত্রুর আগমন বার্তা
গ) ধ্বংসযজ্ঞের বীভৎসতা
ঘ) উল্লাসের বার্তা
উত্তর: খ) শত্রুর আগমন বার্তা
৪৮। ‘হাড্ডিসার অনাথ কিশোরী’ কোথায় বসে আছে?
ক) দগ্ধ ঘরে
খ) বাস্তুভিটায়
গ) পথের ধারে
ঘ) ভগ্নস্তূপে
উত্তর: গ) পথের ধারে
৪৯। ‘তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা’ কবিতায় ‘নতুন নিশান’ দ্বারা কী বোঝানো হয়েছে?
ক) স্বাধীনতাকে
খ) মানচিত্রকে
গ) পতাকাকে
ঘ) মুক্তিযোদ্ধাকে
উত্তর: গ) পতাকাকে
৫০। স্বাধীনতাকে পাওয়ার প্রতীক্ষায় জেলেপাড়ার সবচেয়ে সাহসী যে লোকটা বসে আছে, তার নাম—
ক) কেষ্ট দাস
খ) সগীর আলী
গ) রুস্তম শেখ
ঘ) মতলব মিয়া
উত্তর: ক) কেষ্ট দাস
৫১। তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা কবিতায় সবচেয়ে প্রথমে কী প্রসঙ্গ উঠেছে?
ক) শহরের ক্ষয়
খ) রক্তগঙ্গায় ভাসা
গ) স্বাধীনতা পাওয়া
ঘ) খাণ্ডবদাহন
উত্তর: গ) স্বাধীনতা পাওয়া
৫২। কবিতায় কতবার প্রশ্ন করা হয়েছে “আর কতবার”?
ক) একবার
খ) দুইবার
গ) তিনবার
ঘ) চারবার
উত্তর: খ) দুইবার
৫৩। “আর কতবার ভাসতে হবে রক্তগঙ্গায়?” – এখানে কী বোঝানো হয়েছে?
ক) নদী ভরা
খ) যুদ্ধ ও হানাহানি
গ) বন্যা
ঘ) খণ্ডভূমি
উত্তর: খ) যুদ্ধ ও হানাহানি
৫৪। “আর কতবার দেখতে হবে খাণ্ডবদাহন?” – খাণ্ডবদাহনের অর্থ কী?
ক) আগুনে ধ্বংস
খ) জাহাজ ভাঙা
গ) শহর পুনর্গঠন
ঘ) কৃষিজমি ধ্বংস
উত্তর: ক) আগুনে ধ্বংস
৫৫। শহরের বুকে কী এসেছে?
ক) জলপাই রঙের ট্যাঙ্ক
খ) নতুন বাড়ি
গ) অগ্নিকুণ্ড
ঘ) রিকশা
উত্তর: ক) জলপাই রঙের ট্যাঙ্ক
৫৬। ট্যাঙ্কটি কেমন করে কাজ করেছে?
ক) চুপচাপ
খ) দানবের মতো চিৎকার
গ) শান্তভাবে
ঘ) পানি ছিটিয়ে
উত্তর: খ) দানবের মতো চিৎকার
৫৭। কবিতায় কোন স্থান ধ্বংস হয়েছে?
ক) শহরের স্কুল
খ) ছাত্রাবাস ও বস্তি
গ) নদী তীর
ঘ) বনভূমি
উত্তর: খ) ছাত্রাবাস ও বস্তি
৫৮। রিকয়েললেস রাইফেল ও মেশিনগান কোথায় ব্যবহার হয়েছে?
ক) বস্তিতে
খ) নদীতে
গ) শহরের কেন্দ্রে
ঘ) স্কুলে
উত্তর: ক) বস্তিতে
৫৯। গ্রামের পর গ্রাম কী হয়ে গেছে?
ক) সযত্নে রক্ষা
খ) ছাই
গ) ধ্বংস
ঘ) নতুন করা
উত্তর: গ) ছাই
৬০। বিধ্বস্ত পাড়ায় কোন প্রাণী আর্তনাদ করল?
ক) বিড়াল
খ) কুকুর
গ) ঘোড়া
ঘ) চিতা
উত্তর: খ) কুকুর
৬১। “স্বাধীনতা, তোমার জন্যে” – এই উদ্ধৃতিটি কতবার এসেছে?
ক) একবার
খ) দুইবার
গ) তিনবার
ঘ) চারবার
উত্তর: গ) তিনবার
৬২। হাড্ডিসার অনাথ কিশোরী কী হাতে রেখেছে?
ক) বই
খ) খালি থালা
গ) খেলনা
ঘ) রাইফেল
উত্তর: খ) খালি থালা
৬৩। কবিতায় কয়জন বাস্তব চরিত্রের উল্লেখ আছে?
ক) ২ জন
খ) ৩ জন
গ) ৫ জন
ঘ) ৬ জন
উত্তর: গ) ৫ জন
৬৪। সগীর আলী কোথা থেকে এসেছে?
ক) ঢাকা
খ) শাহবাজপুর
গ) মেঘনা নদী
ঘ) জেলেপাড়া
উত্তর: খ) শাহবাজপুর
৬৫। কে মেঘনা নদীর দক্ষ মাঝি?
ক) মতলব মিয়া
খ) রুস্তম শেখ
গ) সগীর আলী
ঘ) কেষ্ট দাস
উত্তর: খ) মতলব মিয়া
৬৬। কবিতায় তেজি তরুণের পদভারে কী ঘটে?
ক) নতুন পৃথিবীর জন্ম
খ) ধ্বংসের আগুন
গ) শিশুর কাঁদা
ঘ) নদী ভাঙে
উত্তর: ক) নতুন পৃথিবীর জন্ম
৬৭। সবাই কিসের জন্য অধীর প্রতীক্ষা করছে?
ক) নতুন রাজ্য
খ) হানাহানি
গ) স্বাধীনতার জন্য
ঘ) নদীর জন্য
উত্তর: গ) স্বাধীনতার জন্য
৬৮। নতুন নিশান কোথায় উড়ানো হয়েছে?
ক) নদীতে
খ) বাংলায়
গ) শহরে
ঘ) পাহাড়ে
উত্তর: খ) বাংলায়
৬৯। “সাকিনা বিবির কপাল ভাঙল” – এটি কী প্রকাশ করছে?
ক) আনন্দ
খ) ত্যাগ ও কষ্ট
গ) প্রেম
ঘ) শিশু খেলা
উত্তর: খ) ত্যাগ ও কষ্ট
৭০। ছাত্রাবাস ও বস্তি ধ্বংসের কারণ কী?
ক) প্রাকৃতিক দূর্ঘটনা
খ) যুদ্ধ ও দমন
গ) আগুন
ঘ) নদী ভাঙন
উত্তর: খ) যুদ্ধ ও দমন
৭১। শহরের বুকে ট্যাঙ্কের রঙ কী?
ক) সবুজ
খ) জলপাই
গ) লাল
ঘ) নীল
উত্তর: খ) জলপাই
৭২। “খাণ্ডবদাহন” কোন বিষয়কে বোঝাচ্ছে?
ক) অরণ্যের ধ্বংস
খ) পাকিস্তানি হানাদার বাহিনীর হত্যাকাণ্ড
গ) নদী ভাঙন
ঘ) আগুনে বাড়ি পোড়ানো
উত্তর: খ) পাকিস্তানি হানাদার বাহিনীর হত্যাকাণ্ড
৭৩। খাণ্ডব মূলত কোথায় ছিল?
ক) গ্রামে
খ) মহাভারতের অরণ্য
গ) শহরে
ঘ) নদীর তীরে
উত্তর: খ) মহাভারতের অরণ্য
৭৪। খাণ্ডবদাহনের সঙ্গে কী তুলনা করা হয়েছে?
ক) প্রাকৃতিক বিপর্যয়
খ) হানাদার বাহিনীর ধ্বংসযজ্ঞ
গ) নদী বন্যা
ঘ) কৃষিজমি ধ্বংস
উত্তর: খ) হানাদার বাহিনীর ধ্বংসযজ্ঞ
৭৫। “সিঁথির সিঁদুর মুছে গেল হরিদাসীর” – কেন সিঁদুর মুছে গেছে?
ক) আগুনে
খ) নদী বন্যায়
গ) স্বামীর মৃত্যুর কারণে
ঘ) নববিবাহের কারণে
উত্তর: গ) স্বামীর মৃত্যুর কারণে
৭৬। হরিদাসীর সিঁদুরবিহীন হওয়ার কারণ কী?
ক) যুদ্ধের ধ্বংস
খ) স্বামীর মৃত্যু
গ) শহরের ক্ষয়
ঘ) আর্থিক দারিদ্র্য
উত্তর: খ) স্বামীর মৃত্যু
৭৭। “সিঁদুর” কোন ধর্মের সংস্কৃতির অংশ?
ক) ইসলাম
খ) বৌদ্ধ
গ) হিন্দু
ঘ) খ্রিস্টান
উত্তর: গ) হিন্দু
৭৮। “যত্রতত্র” শব্দের অর্থ কী?
ক) সীমিত জায়গায়
খ) সব জায়গায়
গ) নদীতে
ঘ) গ্রামে
উত্তর: খ) সব জায়গায়
৭৯। “থুথুড়ে এক বুড়ো” কার বর্ণনা?
ক) যুদ্ধের যোদ্ধা
খ) বয়সের ভারে বিধ্বস্ত ব্যক্তি
গ) শিশুকন্যা
ঘ) শহরের বাসিন্দা
উত্তর: খ) বয়সের ভারে বিধ্বস্ত ব্যক্তি
৮০। রুস্তম শেখ কোন পেশার ব্যক্তি ছিল?
ক) নৌকা চালক
খ) রিকশাওয়ালা
গ) কৃষক
ঘ) শিক্ষক
উত্তর: খ) রিকশাওয়ালা
৮১। কবিতায় যুদ্ধের প্রতীক হিসেবে কোন শব্দ ব্যবহার হয়েছে?
ক) খাণ্ডবদাহন
খ) জলপাই
গ) খুঁটি
ঘ) ফুসফুস
উত্তর: ক) খাণ্ডবদাহন
৮২। “ফুসফুস এখন পোকার দখলে” – এর অর্থ কী?
ক) স্বাস্থ্য ভালো
খ) মৃত অবস্থায় ফুসফুস নষ্ট
গ) যুদ্ধের প্রস্তুতি
ঘ) আনন্দ
উত্তর: খ) মৃত অবস্থায় ফুসফুস নষ্ট
৮৩। মুক্তিযুদ্ধ চলাকালে বাঙালির বিরুদ্ধে কে রক্তগঙ্গা বইয়ে দিয়েছে?
ক) ভারতীয় সেনা
খ) পাকিস্তানি যুদ্ধবাজরা
গ) স্থানীয় দুর্বৃত্ত
ঘ) স্বেচ্ছাসেবক
উত্তর: খ) পাকিস্তানি যুদ্ধবাজরা
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন
৮৪। ‘এই বাংলায় তোমাকে আসতেই হবে, হে স্বাধীনতা’। পঙ্ক্তিদ্বয়ে প্রকাশ পেয়েছে-
i. মুক্তির আকাঙ্ক্ষা
ii. দৃঢ় প্রত্যয়
iii. প্রতিবাদী মনোভাব
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: ঘ) i, ii ও iii
৮৫। ‘তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা’ কবিতায় এতিম হলো-
i. সাকিনা বিবি
ii. হরিদাসী
iii. অবুঝ শিশু
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: খ) i ও iii
৮৬। ‘একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে’ কথাটির দ্বারা বোঝানো হয়েছে-
i. স্বাধীনতা নিকটবর্তী
ii. দেশ শীঘ্রই স্বাধীন হবে
iii. পাক রাহিনীর পরাজয় আসন্ন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: ঘ) i, ii ও iii
৮৭। ‘অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতা-মাতার লাশের উপর।’-চরণটি নির্দেশ করছে-
i. নির্মমতা
ii. নিষ্ঠুরতা
iii. বিবেকহীনতা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: ক) i ও ii
৮৮। “অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের উপর।”- এ চরণে প্রকাশ পেয়েছে-
i. বর্বরতা
ii. নৃশংসতা
iii. বিশ্বাসঘাতকতা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: ক) i ও ii
Related Posts
- নিমগাছ গল্পের MCQ | বহুনির্বাচনি প্রশ্ন উত্তর
- বোশেখ কবিতার মূলভাব ও বহুনির্বাচনি প্রশ্ন উত্তর
- মমতাদি গল্পের সৃজনশীল প্রশ্ন ও উত্তর – ৯ম ও ১০ম শ্রেণি
- পল্লী মা কবিতার মূলভাব, সংক্ষিপ্ত প্রশ্ন ও বহুনির্বাচনি – ৯ম শ্রেণির বাংলা
- বাংলা ভাষা সংকট ও সম্ভাবনা মূলভাব, প্রশ্ন উত্তর ও বহুনির্বাচনি – ৯ম শ্রেণির বাংলা