বর্তমান সময়ে তথ্য আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ । আজকের পোস্টে ৭ম শ্রেণির ডিজিটাল প্রযুক্তি ১ম অধ্যায় (ডিজিটাল সময়ের তথ্য) শিখন অভিজ্ঞতা ১ এর সবগুলো ছক করে দেখান হল ।
৭ম শ্রেণির ডিজিটাল প্রযুক্তি ১ম অধ্যায় এর সবগুলো ছক
ডিজিটাল সময়ের তথ্য শিখন অভিজ্ঞতা ১
বাড়ির কাজ:
আমাদের দলের লক্ষ্যদল বা টার্গেট গ্রুপ |
প্রাপ্ত সমস্যা আমরা কয়েকজন বন্ধু মিলে প্রতিবেশীদের বাড়ি গিয়ে তাদের যে সমস্যা আমরা পেয়েছি সেগুলোর নিচে দেওয়া হলঃ ১। প্রতিবেশীদের অনেকেই তাদের মোবাইলের প্যাটার্ন লক অথবা পাসওয়ার্ড ভুলে যায় । ২। কেউ কেউ মোবাইলে পাসওয়ার্ড দিয়ে রাখে না, এতে করে তার ব্যক্তিগত তথ্য চুরি হয়ে যায় । ৩। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের মোবাইল নাম্বার সহ অন্যান্য ব্যক্তিগত তথ্য ব্যক্তিগত তথ্য ও সবাই পেয়ে যায় । ৪। ভুলে ফটোকপির দোকানে তাদের জাতীয় পরিচয় পত্রের কপি রেখে আসে । ৫। তাদের শিশুদেরকে মোবাইল গেমস এর আসক্তি থেকে ফেরাতে পারছেন না । ৬। তাদের কম বয়সী বাচ্চারা সোশ্যাল মিডিয়া ব্যবহারের দিকে খুব ঝুঁকে পড়ছে । |
Table of Contents
সেশন-৩: শর্টকাট কি
কম্পিউটারের কী-বোর্ডে এই ‘কী’ গুলো চাপব | বামপাশের ঘরের ‘কী’ গুলো চাপলে কী ঘটে তা নিচের যে ঘরগুলোতে লেখা নেই সে ঘরগুলোতে লিখব |
Ctrl + A | ডকুমেন্ট এর পুরো অংশ সিলেক্ট হয়ে গেছে |
একটি নির্দিষ্ট লিখা সিলেক্ট করে Ctrl + C | সিলেক্ট করা অংশ কপি হয়ে গেছে |
Ctrl + V | কপি করা অংশ paste হয়ে গেছে |
Ctrl + B | সিলেক্ট করা text অংশ bold (লেখা মোটা) হয়ে গেছে |
Ctrl + X | সিলেক্ট করা অংশ cut হয়ে গেছে |
Ctrl + Z | (Undo) ভুল হলে পূর্বের কাজে ফিরে যাওয়ার জন্য এই শর্টকাটটি ব্যবহার করা হয় |
Enter | (OK button) শুরু অথবা শেষ করতে এই বাটন ব্যবহার করা হয় |
Backspace | আগের যেকোনো অক্ষর মুছে ফেলতে এই শর্টকাটটি ব্যবহার করা হয় |
Ctrl + F | একটি ‘নেভিগেশন’ বার আসবে সেখানে আমরা ডকুমেন্ট-এর একটি শব্দ খুজুঁতে চাই তা লিখেছি এবং Enter চেপেছি। পুরো ডকুমেন্টে ঐ শব্দ কোথায় কোথায় আছে তা বের হয়ে গিয়েছে। |
দলগত আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিব কোন সমস্যাটি আমরা বাছাই করব-
আমাদের লক্ষ্যদল | কিশোর/কিশোরী |
আমরা যে সমস্যাটি নিয়ে কাজ করব বলে সিদ্ধান্ত নিয়েছি। | অতিরিক্ত মোবাইল গেমসের নেশা থেকে কিশোর-কিশোরীদের কে বিরত রাখা । এই সমস্যাটি নিয়ে আমরা কাজ করবো বলে সিদ্ধান্ত নিয়েছি । আমাদের মত বেশির ভাগ কিশোর কিশোরী মোবাইলে আসক্ত থাকে । আমরা দলীয়ভাবে আলোচনা করে দেখেছি আমাদের সহপাঠী অধিকাংশদের মধ্যে এই সমস্যাটি কাজ করছে । |
আমরা যে কারণে সমস্যাটি চিহ্নিত করেছি। (এই অংশটুকু বাড়ির কাজ) | আমরা অনেক কিশোর কিশোরীর পরিবারের সাথে আলোচনা করে দেখেছি । তারা বেশিরভাগ সময় মোবাইল নিয়ে গেমসে আসক্ত থাকে এবং এতে করে তাদের পড়ালেখার অনেক ক্ষতি হচ্ছে । তাদের মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে এবং এটা একটি নেশায় পরিণত হচ্ছে । |
আমাদের সমস্যাটি সমাধানের তথ্য যে উৎসে পাওয়া যেতে পারে। (এই অংশটুকু বাড়ির কাজ) | টেলিভিশন এবং সংবাদপত্রের মাধ্যমে আমরা মোবাইল গেমস এর ক্ষতিকারক যে দিক সেগুলোর তথ্য আমরা পেতে পারি । এছাড়া ইন্টারনেটের মাধ্যমে আমরা খুঁজে দেখতে পারি মোবাইলের মোবাইল গেমস এর অতিরিক্ত ব্যবহার আমাদের কি কি ক্ষতি করে । সমাধানের জন্য আমরা আরও মাঠ পর্যায়ে থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করতে পারি । মোবাইল গেমে আসক্ত কিশোর কিশোরীদের পরিবারের সাথে কথা বলে এটি সমাধান করতে পারি । |
সেশন-৪: তথ্য অনুসন্ধান
আমাদের সমস্যা : |
সমাধানের জন্য যে তথ্য খুজে পেলাম : বাড়িতে যার যার দলগত চিহ্নিত সমস্যাটি সমাধান করার জন্য আমরা ইন্টারনেটের সাহায্য নিতে পারি । যেকোনো তথ্য যাতে আমাদের কাছ থেকে চুরি হয়ে না যায় সেজন্য আমরা শক্ত পাসওয়ার্ড দিয়ে রাখতে পারি । তথ্য ও যোগাযোগের ক্ষেত্রে আমাদেরকে সঠিক তথ্য কিনা তা যাচাই করে নিতে হবে । সমস্যায় আক্রান্ত ব্যক্তিদেরকে আমরা সচেতন করতে পারি । সমস্যা সমাধানের জন্য আমরা পত্রিকা নিউজ অথবা টেলিভিশনের খবরা-খবর ব্যবহার করতে পারি । সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভ্রান্তিকর খবর থেকে তাদেরকে সচেতন করতে পারি । মোবাইল গেমে আসক্ত শিক্ষার্থীদের বিকল্প শিক্ষনীয় পদ্ধতি দিতে পারি । |
সেশন-৫: তথ্য যাচাই
আজকের সেশনে তথ্য যাচাই করার সময় নতুন কী জানলাম তা লিখব :
আজকের সেশনে তথ্য যাচাই করার জন্য নতুন যা শিখলাম তা নিম্নরূপঃ ১। তথ্য যাচাই করার সময় আমাদের সর্বপ্রথম খেয়াল রাখতে হবে তথ্যটি সাম্প্রতিক কিনা । যদি কোন পুরনো তথ্য পরিবর্তন হয়ে নতুন ভিন্নতা হয় তাহলে নতুনকে গ্রহণ করতে হবে। ২। পত্রিকা বা টেলিভিশনে কোন সংবাদ আমরা শুনলে সেটি সাথে সাথে বিশ্বাস করা যাবে না । আমাদেরকে অবশ্যই সেই সংবাদ অন্য কোন সংবাদ মাধ্যম থেকে যাচাই করে নিতে হবে । ৩। কোন কোন সংবাদের টাইটেল কিংবা শিরোনাম দেখেই আমাদের সাথে সাথেই বিশ্বাস করা উচিত না । পুরো খবরটি আমাদের অবশ্যই পড়ে নিতে হবে । ৪। সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সকল খবর প্রচারিত হয়, সেগুলো অবশ্যই আমাদের অথবা সংবাদ মাধ্যম থেকে যাচাই করে নিতে হবে । ৫। কোন সংবাদ আমরা শোনা মাত্রই বিশ্বাস করব না । সেটি ইন্টারনেটে সার্চ করে নিয়ে চেক করতে হবে । ৬। জনপ্রিয় কোন পত্রিকা বা টেলিভিশনের লোগো সেট করে দিয়ে সংবাদ দিলে আমরা সাথে সাথে বিশ্বাস করব না । আমরা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যাচাই করে নিব । ৭। কোন ওয়েবসাইটের লিংক যদি আমাদের পাঠায় তাহলে অবশ্যই আমরা ওয়েবসাইট URL এর প্রতিটা অক্ষর চেক করে নিব । ৮। সর্বোপরি যেকোনো সংবাদ অথবা তথ্য পেলে সেটা যাচাই-বাছাই করে তারপর অন্যকে জানাবো । |
সেশন-৬: তথ্য উপস্থাপনে কনটেন্ট তৈরি
নিচের ঘরে আমরা ভিন্ন ভিন্ন লক্ষ্যদলের পছন্দের কনটেন্ট কী হতে পারে তা অনুমান করে লিখি-
লক্ষ্যদল | পছন্দের কনটেন্ট হতে পারে |
শিশু, যে পড়তে পারে না | ছড়া, গান, কার্টুন ইত্যাদি |
শিশু, যে পড়তে শিখেছে | কার্টুন , গল্পের বই, গেইমস ইত্যাদি |
কিশোর/কিশোরী | সিনেমা, গান, খেলাধুলা, মোবাইল গেইমস ইত্যাদি |
মধ্যবয়সি নারী | নাটক, সিরিয়াল , বই পড়া ইত্যাদি |
মধ্যবয়সি পুরুষ | সংবাদপত্র পড়া , গান , ইন্টারনেট ব্রাউজিং ইত্যাদি |
রিকশাচালক | গান, সিনেমা, টিভি দেখা ইত্যাদি |
মুদি দোকানি | গান, সিনেমা, রেডিও, টিভি দেখা ইত্যাদি |
বৃদ্ধ, যিনি চোখে দেখতে পারেন না | কুরআন তিলাওয়াত শোনা, রেডিও , ইত্যাদি |
সেশন-৮: একটি সফটওয়্যার থেকে বিভিন্ন রূপে উপস্থাপন
নিচের ছক পূরণের জন্য কতগুলো নাম অনুমান করে দিয়েছি । তোমরা তোমাদের দলের বন্ধু সদস্যের নাম লিখবে ।
দলের বন্ধু সদস্যের নাম | দলে কাজ করার ক্ষেত্রে বন্ধু সদস্যের যে ভূমিকা আমার ভালো লেগেছে |
১। নাইমুল ইসলাম | সে সহজেই কোন কিছু আয়ত্ত করতে পারে |
২। আনিকা রহমান | সে হাতের কাজে খুব দক্ষ |
৩। আমিনুল ইসলাম | সে খুব দ্রুত কিবোর্ডে টাইপিং পারে |
৪। মনিকা রানী | সে ভালোভাবে ইন্টারনেটে সার্চ করতে জানে |
৫। সুব্রত বড়ুয়া | সে বিভিন্ন বিষয় গুছিয়ে রাখতে পারদর্শী |
৬। লিমা আক্তার | সে বিভিন্ন ধরনের বিকল্প মাধ্যম খুঁজতে পারে |
৭। জাহিদুল ইসলাম | সে যে কোন বিষয়ে সবাইকে সহজে বোঝাতে পারে |
লক্ষ্যদলের মতামত :
লক্ষ্যদল আমাদেরকে যে মতামত দিয়েছেঃ আমরা শিক্ষার্থীদের দলীয় কাজের ফলে তথ্য বিষয়ে অনেক কিছু জানতে পেরেছি । তথ্য কিভাবে সংরক্ষণ করতে হয় এবং তথ্য আদান-প্রদানে যাচাই-বাছাইয়ের যেসব নিয়মকানুন আছে সবগুলো আমরা তাদের মাধ্যমে শিখেছি । কিভাবে ভুল তথ্য থেকে নিজেকে নিরাপদ রাখতে হয় তা বুঝতে পেরেছি । আমাদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তার প্রয়োজনীয়তা সম্পর্কে জানতে পেরেছি । যেকোনো সংবাদ মাধ্যম থেকে সংবাদ পেলেই আমরা সেটা এখন সাথে সাথে বিশ্বাস করছি না । আমরা অন্যান্য মাধ্যমে সেটা যাচাই-বাছাই করে নিচ্ছি । যেকোনো ধরনের ব্যক্তিগত ছবি, লেখা ইত্যাদি সহজেই আমরা ইন্টারনেটে ছড়িয়ে দিচ্ছি না । আমাদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা যে কতটা জরুরী তা আমরা শিক্ষার্থীদের দলগত সহায়তার মাধ্যমে বুঝতে পেরেছি । যেকোনো সঠিক তথ্য এখন আমরা ইন্টারনেটে মাধ্যমে সার্চ করে বের করতে পেরেছি । সর্বোপরি শিক্ষার্থীদের দলগত কাজের সহায়তার ফলে আমরা তথ্যের সঠিক ব্যবহার শিখেছি । |
Related Posts
- বুদ্ধিবৃত্তিক সম্পদের ব্যবহার প্রশ্ন উত্তর ও বহুনির্বাচনি- ৭ম শ্রেণি ডিজিটাল প্রযুক্তি
- সাইবার গোয়েন্দাগিরি ডিজিটাল প্রযুক্তি ৭ম শ্রেণি সেশন ৪
- চলো বৃত্ত চিনি সংক্ষিপ্ত প্রশ্ন ও বহুনির্বাচনি – ৭ম শ্রেণির গণিত
- সাম্যবাদী কবিতার মূলভাব, সংক্ষিপ্ত প্রশ্ন ও বহুনির্বাচনি (MCQ)
- ৮ম শ্রেণির বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা pdf ২০২৪