সাইবার গোয়েন্দাগিরি ডিজিটাল প্রযুক্তি ৭ম শ্রেণি সেশন ৪

বাংলাদেশেও বিশ্বের অন্যান্য দেশের মতো সাইবার অপরাধ বাড়ছে। সাইবারে অন্যতম অপরাধ হচ্ছে মিথ্যা তথ্যকে সত্য বলে তুলে ধরা এবং গুজব ছড়ানো। আমরা আজকের পোস্টে সাইবার গোয়েন্দাগিরি ডিজিটাল প্রযুক্তি ৭ম শ্রেণি সেশন ৪ এর সকল ছকের সমাধান করে দিলাম।

Image with Link Descriptive Text

ডিজিটাল প্রযুক্তি ৭ম শ্রেণি সেশন ৪

বাস্তব জগতে যেমন অপরাধ সংঘটিত হয়, ভার্চুয়াল জগৎ মানে সাইবার স্পেসেও নানা রকম অপরাধ সংঘটিত হয়। এই অপরাধ সংঘটিত হয় বিভিন্ন ডিভাইস যেমন-কম্পিউটার, মোবাইল ফোন,ইন্টারনেটসহ নানা প্রযুক্তি ডিভাইসের মাধ্যমে। সাইবারে অনেক সময় মানুষ নিজের সঠিক তথ্য দেয় না এবং অন্যের নাম ও পরিচয় নিজের বলে ধারণ করে এতে অনেক অপরাধ ঘটতে পারে।

সাইবার গোয়েন্দাগিরি

সেশন-১: সাইবার অপরাধের রকমসকম

আমরা সাইবার অপরাধ সম্পর্কে জানতে গিয়ে নতুন কিছু শব্দের সঙ্গে পরিচিত হচ্ছি। চলো আমরা শব্দগুলো চেনার চেষ্টা করি-

১. সাইবার নিরাপত্তা

২. সাইবার বুলিং

৩. হ্যাকিং

৪. গুজব ছড়ানো

৫. ফিশিং

৬. স্প্যামিং

সেশন-২: আমরা যখন সাইবার গোয়েন্দা

ঘটনাকোন মাধ্যমে ঘটেছে?সাইবার অপরাধ হলে টিক চিহ্ন দিই
১. মোবাইল অ্যাকান্টের পিন নিয়ে টাকা আত্মসাৎ করেছে।মোবাইল এবং ইন্টারনেট
২. অনুমতি ছাড়া অন্যের
ব্যক্তিগত ছবি সামাজিক
যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে
দিয়েছে।
মোবাইল/কম্পিউটার এবং
ইন্টারনেট
৩. ভুল তথ্য পরিচয় দিয়ে সাধারণ মানুষকে নানাভাবে প্রতারিত করেছে।মোবাইল, ইন্টারনেট, কম্পিউটার
৪. সামাজিক যোগাযোগ সাইট ব্যবহার করে বুলিং করেছে।ইন্টারনেট ,কম্পিউটার ,মোবাইল
৫.  ইমেইলে টাকা চেয়ে স্প্যাম মেসেজ পাঠিয়েছে।মোবাইল ,ইন্টারনেট , কম্পিউটার
৬. আসল তথ্য চুরি করে মিথ্যা তথ্য ছড়িয়ে দিয়েছেইন্টারনেট, মোবাইল
৭. ক্রেডিট কার্ড এর পিন নম্বর চুরি করে টাকা তুলে নিয়েছে।ইন্টারনেট, মোবাইল
৮. অনলাইনে কেনাকাটা করে প্রতারিত হয়েছে।ইন্টারনেট, মোবাইল
৯. অন্যের ইমেইল আইডি হ্যাক করেছে।ইন্টারনেট ,মোবাইল
১০. সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে মিথ্যা গুজব ছড়িয়েছেমোবাইল ,ইন্টারনেট ,কম্পিউটার

সেশন-৩: রুখব এবার সাইবার অপরাধ

পিনা, সবাই তোমাকে সাহায্য করার জন্য আছে, তাই ভয়ের কিছু নেই; কিন্তু কিছু লুকানো যাবে না।’ এবার আমরা নিচের/পাশের ছকে বিভিন্ন সাইবার অপরাধের ঘটনায় কী কী করব তা কার্টুনে র শূন্য স্থানে পূরণ করব।

১। সবসময় শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করব তারপরও পাসওয়ার্ড হ্যাক হলে সাইবার অপরাধের ওয়েবসাইটটিতে যোগাযোগ করব।
২। সামাজিক যোগাযোগ মাধ্যমে আইডি হ্যাক হলে প্রথমে পরিবারের সদস্যদের জানাবো 
এরপর পুলিশের হটলাইন নাম্বারে (০১৩২০০০০৮৮৮) কল করে অভিযোগ করব।

৩। সাইবার বুলিংয়ের শিকার হলে প্রথমে মা-বাবাকে জানাবো ৷ এরপর ডিজিটাল অপরাধ বিষয়ক হেল্পলাইন নাম্বার (২৪০১৩২০০৪৬২৩৪) এই অভিযোগ জানাবো।
৪। অপরিচিত কেউ কল দিয়ে মোবাইল ব্যাংকিংয়ের পিন নাম্বার জানতে চাইলে সাইবার সিকিউরিটি হেল্পলাইন নাম্বার ( ০১৭৬৬৬৭৮৮৮৮)  এই অভিযোগ জানাবো।

সেশন-৪: সাইবারে বিজয়

পিনা ডিজিটাল প্রযুক্তি ক্লাসের জন্য অপেক্ষা করছিল, স্যার এসে বললেন, গতকাল আমরা অনেকগুলো সাইবার অপরাধ লিখেছিলাম। আজকে আমরা তার সমাধানে কী করণীয় তা খু্ঁজে বের করব। কিন্তু আমরা একাই এই কাজটি করব না। শ্রেণিকক্ষে করার পর বাবা-মা/পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে সমাধান করব। তারপর তাঁদের স্বাক্ষর নিয়ে জমা দিতে হবে। বন্ধুরা চলো আমরাও পিনার সঙ্গে কাজটি করে ফেলি-

ঘটনাকোন মাধ্যমে ঘটেছে?সাইবার অপরাধে
আমরা যা করব
আমার বাবা-মা
পরিবারের সদস্য
যা করবেন
১. মোবাইল ব্যাংকিং
অ্যাপের পিন নিয়ে টাকা আত্মসাৎ করেছে।
মোবাইল এবং ইন্টারনেটশক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করব।সাইবার সিকিউরিটি হেল্পলাইন নাম্বার এ অভিযোগ করবেন।
২. অনুমতি ছাড়া অন্যের
ব্যক্তিগত ছবি সামাজিক
যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে
দিয়েছে।
মোবাইল/কম্পিউটার এবং
ইন্টারনেট
অপরিচিত কাউকে ব্যক্তিগত ছবি দেওয়া থেকে বিরত থাকব।তারা পুলিশের হট লাইন নাম্বারে কল দিয়ে জানাবেন।
৩. অন্যের আইডি হ্যাক
করেছে।
মোবাইল এবং ইন্টারনেটমা-বাবা এবং পরিবারের বড় সদস্যদের জানাবো।তারা পুলিশকে অভিযোগ জানাবেন
৪. মিথ্যা/গুজব ছড়িয়েছে।কম্পিউটার এবং ইন্টারনেটপরিবারের বড় সদস্যদের জানাবো।তারা ডিজিটাল অপরাধ বিষয় অভিযোগ করবেন।
৫. মিথ্যা চাকরির প্রলোভনমোবাইল এবং ইন্টারনেটযাচাই করে সচেতন হবোপ্রলোভনকারীকে পুলিশে দিবেন।
৬. ফিশিং করেছেমোবাইল/ কম্পিউটার, ইন্টারনেটফিশিং মেসেজ এড়িয়ে চলব।পুলিশের  হট লাইন নাম্বারে জানাবেন।

সেশন-৫: আমরা বানাব আমাদের সাইবার নিরাপত্তা নীতিমালা

নিচের নীতিমালাটি পূরণ করব এবং সবাই মিলে যেটি তৈরি করব সেটি আলাদা কাগজে লিখবে।


আমরা জামালপুর উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ‘ক’ শাখার সকল শিক্ষার্থী শপথ করছি যে
সাইবার নিরাপত্তায় আমরা নিম্নলিখিত কাজগুলো কখনোই করব না বা অন্যকে উৎসাহিত করব না
১. নিজের নাম গোপন রেখে অন্যের সঙ্গে মোবাইল বা ইন্টারনেটে কথা বলব না।

২. অপরিচিত কারও কাছে নিজের বা পরিবারের কারও ব্যক্তিগত তথ্য দেব না।

৩. কাউকে সাইবার জগতে গালি দেব না বা অনুভূতিতে আঘাত দেব না।

৪. সকলের ভিন্নমতকে সম্মান করতে।

৫. অনুমতি ছাড়া অন্য কারো মোবাইল ব্যবহার করব না।

৬. ফিশিং লিংকে কখনোই প্রবেশ করব না।

৭. অনুমতি ছাড়া কারো ব্যক্তিগত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে খারাপ উদ্দেশ্যে ব্যবহার করব না।

নীতিমালার সঙ্গে একমত শিক্ষার্থীর স্বাক্ষর

নামঃ মো:  আরমান হোসেন

রোল নম্বরঃ ০৬

স্বাক্ষরঃ আরমান

সেশন-৬: সাইবার সচেতনতায় আমরা


এই নাটিকার মাধ্যমে আমরা আসলে সমাজের সকলকে সাইবার অপরাধ সম্পর্কে জানব। সবাই যেন সাইবার অপরাধ থেকে নিজে নিরাপদ থাকে এবং অন্যকে নিরাপদ রাখে। দলে ভাগ হয়ে নাটিকার পরিকল্পনাটি সংক্ষেপে লিখি।


নাটিকা উপস্থাপনের জন্য একটি পরিকল্পনা নিচে দেওয়া হল:  

১। শিক্ষককে নাটিকাটি পরিচালনার জন্য অনুরোধ করব।

২। কে কোন চরিত্রে অভিনয় করবে তা নির্বাচন করব।

৩। কিছু শিক্ষার্থী স্টেজ সাজানোর দায়িত্ব নেবে।

৪। নাটিকা স্ক্রিপ্ট তৈরি করার জন্য আমরা কিছু সাইবার অপরাধের ঘটনা বাছাই করব।

৫। নাটিকায় অবশ্যই সাইবার অপরাধ মোকাবিলার উপায়গুলো উপস্থাপন করব।

Related Posts