সার্চ ইঞ্জিনের মাধ্যমে আমরা সাধারণত ইন্টারনেটে তথ্য খুুঁজে থাকি। সার্চ ইঞ্জিন হলো এক ধরনের মাধ্যম যার সাহায্যে ইন্টারনেটে থাকা সব তথ্য থেকে আমরা প্রয়োজনীয় তথ্যগুলো পেতে পারি। আজকের পোস্টে আমি ডিজিটাল প্রযুক্তি ৬ষ্ঠ শ্রেণি ১ম অধ্যায় সমাধান করে দিলাম।
ডিজিটাল প্রযুক্তি ৬ষ্ঠ শ্রেণি ১ম অধ্যায়
তথ্যের উৎসকে দুই ভাগে ভাগ করা যায়। মানবীয় উৎস ও জড় উৎস। মানবীয় উৎস হলো যখন একজন মানুষ সক্রিয়ভাবে তোমাকে তথ্য দিচ্ছে। জড় উৎস হলো যখন তোমাকে সক্রিয়ভাবে পর্যবেক্ষণ করে তথ্য পেতে হচ্ছে। মানবীয় উৎসগুলো বিভিন্ন রকম হতে পারে।
Table of Contents
সমস্যা দেখে না পাই ভয়, সবাই মিলে করি জয়
সারণি: ১.১
তথ্য | প্রথম শ্রেণি সেশনের প্রথম জরিপ |
তোমার জন্ম মাস কোনটি? | মার্চ |
তোমার বাড়িতে কয়টি পোষা প্রাণী আছে? | ২টি |
তোমার প্রিয় খেলোয়াড় কে? | লিওনেল মেসি |
সারণি: ১.২
সিদ্ধান্ত/সমস্যা | যে তথ্য প্রয়োজন | তথ্যের উৎস |
উদাহরণ ১: আগামীকালের সেশনের জন্য ব্যাগে কী কী শিক্ষা উপকরণ নেব? | কাল কী কী বিষয়ের সেশন হবে? | আমার সেশন রুটিন। |
উদাহরণ ২: আমার বিদ্যালয়ে যাওয়ার তিনটি রাস্তার মধ্যে আজ কোন রাস্তা দিয়ে বিদ্যালয়ে যাব? | কোন রাস্তা উন্নয়ন কাজ চলার কারণে বন্ধ আছে/কোোন রাস্তায় পানি উঠেছে/ কোন রাস্তায় বেশি যানজট/কোন রাস্তায় সবচেয়ে কম সময় লাগবে? | টেলিভিশন/পত্রিকা/গুগল ম্যাপ/ কোন ব্যক্তি যে ওই রাস্তায় নিয়মিত যাতায়াত করে, তার মতামত। |
উদাহরণ ৩: শীতের শেষে একটি বনভোজনের আয়োজন চলছে, এই সময় টেলিভিশনের সংবাদে দেখা গেল দেশের কয়েকটি জেলায় বৃষ্টি হচ্ছে, এখন বনভোজনের তারিখ কি পেছানো উচিত? | বনভোজনের দিন কি বৃষ্টি হতে পারে? | টেলিভিশন/পত্রিকার আবহাওয়া সংবাদ, গুগল ওয়েদার বা অন্যান্য আবহাওয়া বিষয়ক অ্যাপস/ওয়েবসাইট। |
উদাহরণ ৪: গ্রীষ্মের ছুটিতে বেড়াতে যাব? | বিদ্যালয়ের বার্ষিক ছুটির তালিকা। | বাংলাদেশের দিনপঞ্জী। |
৫. এই বছর বড়দিন/ শিশু দিবস কী বার হবে? | কী বার বড়দিন/ শিশু দিবস হতে যাচ্ছে | ইংরেজি বর্ষপঞ্জি (ক্যালেন্ডার) |
৬. ক্লাসের বন্ধুকে ধার দেয়া বই কবে পাব? | বইটি কী বন্ধুর পড়া শেষ হয়েছে? | যে বন্ধুকে বই ধার দেওয়া হয়েছে। |
সেশন ৩
সারণি: ১.৩
দলের নামঃ | তুরাগ |
যে সমস্যাটি কাজ করার জন্য বাছাই করা হয়েছে | করোনা ভাইরাস প্রতিরোধে সঠিক উপায়গুলো |
সমস্যা সম্পর্কিত সম্ভাব্য তথ্যের উৎসের তালিকা | শিক্ষক, অভিভাবক, ডাক্তার, স্বাস্থ্যকর্মী, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও সংবাদপত্র |
প্রস্তুতি | ১। করোনা ভাইরাসের চিকিৎসা বা প্রতিরোধে কার্যকরী নির্দিষ্ট কোনো ঔষধ। ২। পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা। ৩। আক্রান্ত রোগীর সংস্পর্শে না যাওয়া। |
সেশন ৮
সারণি: ১.৪
অর্জিত অভিজ্ঞতা | পরবর্তীতে কীভাবে কাজে লাগাবো? |
১। উপযুক্ত উৎস কি হতে পারে সেটি বুঝতে অনেক সময় ব্যয় হয়ে গেছে। | ১। শিক্ষক বা বড় ভাইবোন বা আত্মীয়ের কাছে জিজ্ঞেস করে জেনে নিব উপযুক্ত উৎস কি হতে পারে। ২। এমন বিষয়বস্তু নির্ধারণ করবো যেটি সম্পর্কে যথেষ্ট তথ্য একাধিক মাধ্যমে আছে, একটিতে না পেলে অন্য আরও মাধ্যমে যেন খুজুঁ তে পারি। ৩। যদি একটি তথ্যের বিষয়ে বিভিন্ন উৎসে বিভিন্ন মতামত থাকে, সেক্ষেত্রে আমরা শিক্ষকের মতামত থেকে তথ্য নিব। ৪। উপযুক্ত উৎস নিজে খুঁজে পেলে অন্যকেও তা খুঁজে পেতে সাহায্য করব। |
২। ইন্টারনেট থেকে তথ্য খুজুঁ তে গিয়ে ভুল তথ্য নিয়ে ফেলেছি। | ১। একটি ওয়েবসাইট থেকে তথ্য নিয়ে আবার আরও কয়েকটি ওয়েবসাইটের সাথে তা মিলিয়ে নিব, যে সব ওয়েবসাইট একই তথ্য দিচ্ছে কিনা। ২। সবার আগে সরকারি ওয়েবসাইট বা যে ব্যক্তি বা প্রতিষ্ঠান বা দেশ সম্পর্কে জানতে চাচ্ছি সে প্রতিষ্ঠান, ব্যক্তি ও দেশের ওয়েবসাইট দেখব। ৩। যে ওয়েবসাইট থেকে তথ্য নিচ্ছি সে ওয়েবসাইটটি ওই নির্দিষ্ট বিষয়ের উপর তথ্য দেয় কিনা, নাকি এক এক সময় এক রকম তথ্য দেয়, এবং কিছু তথ্য একটু বাড়িয়ে , ফুলিয়ে ফাাঁপিয়ে বেশি আকর্ষণীয় করার চেষ্টা করে তা যাচাই করবো। সেই ধরনের ওয়েবসাইট থেকে তথ্য নিব না। ৪। ইন্টারনেটের থেকে পাওয়া তথ্যগুলোকে অবশ্যই শিক্ষক বা অভিভাবকদের দেখাবো। ৫। ভুল তথ্যগুলোকে তালিকা করে অন্য শিক্ষার্থীদের জানাবো যাতে তারা এগুলো ব্যবহার না করে। |
Related Posts
- আমি যদি হই রোবট প্রশ্ন উত্তর ও বহুনির্বাচনি- ৭ম শ্রেণির ডিজিটাল প্রযুক্তি
- Have You Filled a Bucket Today Class 7 English Chapter 5 (বাংলা অর্থসহ)
- আমি সাগর পাড়ি দেবো কবিতার প্রশ্ন উত্তর – ৬ষ্ঠ শ্রেণির বাংলা
- স্বাস্থ্য সুরক্ষা ৭ম শ্রেণি ১ম অধ্যায় (সবগুলো ছকের সমাধান)
- স্বাস্থ্য সুরক্ষা ৭ম শ্রেণি ৪র্থ অধ্যায় (সব ছকের সমাধান)
- জীবন ও জীবিকা ৭ম শ্রেণি ৩য় অধ্যায়-আগামীর স্বপ্ন
- শব্দ থেকে কবিতা গল্পের মূলভাব হুমায়ুন আজাদের লেখা – ৮ম শ্রেণির বাংলা
- ৭ম শ্রেণি বাংলা ২য় অধ্যায়ের সবগুলো ছকের সমাধান
- ডিজিটাল প্রযুক্তি ৭ম শ্রেণি সেশন ৩ (সবগুলো ছকের সমাধান)
- পাকাপাকি কবিতার মূলভাব, প্রশ্ন উত্তর ও বহুনির্বাচনি (MCQ)- ৬ষ্ঠ শ্রেণির বাংলা