জাদুঘর ভ্রমন ৯ম শ্রেণির ৫ম অধ্যায়ের বিবরণমূলক ও বিশ্লেষণমূলক রচনা লিখির একটি গল্প। এই গল্পটি দিয়ে শিক্ষার্থীদের বোঝানো হয়েছে বিবরণমূলক লেখা কিভাবে লিখতে হয়। এই পোস্টে ৯ম শ্রেণির বার্ষিক পরীক্ষার জন্য জাদুঘর ভ্রমন বিবরণমূলক রচনা থেকে সংক্ষিপ্ত প্রশ্ন ও বহুনির্বাচনি লিখে দিলাম।
Table of Contents
জাদুঘর ভ্রমন ৯ম শ্রেণি সংক্ষিপ্ত প্রশ্ন
১। বাংলাদেশে কতটি জাদুঘর রয়েছে?
উত্তর : বাংলাদেশে প্রায় ১৩০টি জাদুঘর রয়েছে।
২। জাদুঘর কত প্রকার ও কী কী?
উত্তর : প্রদর্শনের উদ্দেশ্য সংরক্ষিত বস্তুসমূহের ভিত্তিতে জাদুঘর প্রধানত চার প্রকার : ১. সাধারণ জাদুঘর, ২. ঐতিহাসিক জাদুঘর, ৩. বিজ্ঞান জাদুঘর ও ৪. কলা জাদুঘর।
৩। জাতীয় জাদুঘরের প্রতিষ্ঠাতার নাম কী?
উত্তর : জাতীয় জাদুঘরের প্রতিষ্ঠাতার নাম ‘লর্ড কারমাইকেল’।
৪। মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায় অবস্থিত?
উত্তর : মুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকা আগারগাঁওয়ে অবস্থিত।
৫। জাদুঘর কী?
উত্তর : সাধারণভাবে কোনো সংগ্রহশালাকে জাদুঘর বলে।
৬। জাতীয় জাদুঘরের গ্যালারিতে কোন কোন চিত্রশিল্পীর আঁকা ছবি রয়েছে?
উত্তর : জাতীয় জাদুঘরের গ্যালারিতে চিত্রশিল্পী জয়নুল আবেদিন ও পটুয়া কামরুল হাসানের আঁকা ছবি রয়েছে।
৭। জাতীয় জাদুঘর কতগুলো গ্যালারি রয়েছে?
উত্তর : জাদুঘরে মোট ৪৬টি গ্যালারি রয়েছে।
৮। জাতীয় জাদুঘরের পাশে ঐতিহ্যবাহী ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন ইনস্টিটিউট রয়েছে?
উত্তর : জাদুঘরের পাশে ঐতিহ্যবাহী ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট রয়েছে।
৯। সাধারণ জাদুঘর কাকে বলে?
উত্তর : কোনো দেশের জাতীয় জাদুঘরকে সাধারণ জাদুঘর বলে।
১০। জাতীয় জাদুঘরে কীসের স্মারক রয়েছে?
উত্তর : জাদুঘরে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের স্মারক রয়েছে।
১১। জাতীয় জাদুঘরের কোথায় বড়ো আকারের বাংলাদেশের মানচিত্র রয়েছে?
উত্তর : জাতীয় জাদুঘরের প্রথম তলায় বড়ো আকারের বাংলাদেশের মানচিত্র রয়েছে।
১২। বাঙালি ঐতিহ্যের ধারক কোন কাপড়টি জাতীয় জাদুঘরে রয়েছে?
উত্তর : বাঙালি ঐতিহ্যের ধারক মসলিন কাপড়টি জাতীয় জাদুঘরে রয়েছে।
১৩। বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর কোথায় অবস্থিত?
উত্তর : বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর ঢাকা শেরেবাংলা নগর, আগারগাঁওয়ে অবস্থিত।
১৪। লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত?
উত্তর : লোকশিল্প জাদুঘর নারায়ণগঞ্জ জেলার সোনরগাঁয়ে অবস্থিত।
১৫। জাতীয় জাদুঘরে কোন বিখ্যাত বনের মডেল রয়েছে?
উত্তর : জাতীয় জাদুঘরে বিখ্যাত সুন্দরবনের মডেল রয়েছে।
১৬। জাতীয় জাদুঘরের মূল ভবনের প্রবেশপথে দরজার পাশে কী রয়েছে?
উত্তর : জাতীয় জাদুঘরের মূল ভবনের প্রবেশপথে দরজার দুই পাশে সুসজ্জিতভাবে কামান রয়েছে।
১৭। জাতীয় জাদুঘরে কোন যুগের মুদ্রা রয়েছে?
উত্তর : জাতীয় জাদুঘরে প্রাচীন ও মধ্যযুগের মুদ্রা রয়েছে।
১৮। কোন কাপড়ের জন্য বাংলাদেশের বিশ্বজোড়া খ্যাতি ছিল?
উত্তর : মসলিন কাপড়ের জন্য বাংলাদেশের বিশ্বজোড়া খ্যাতি ছিল।
১৯। বরেন্দ্র গবেষণা জাদুঘর কোথায় অবস্থিত?
উত্তর : বরেন্দ্র গবেষণা জাদুঘর রাজশাহী জেলায় অবস্থিত।
২০। সাধারণ জাদুঘরের কি ধরনের সংজ্ঞা রয়েছে?
উত্তর : কোনো দেশের জাতীয় জাদুঘরকে সাধারণ জাদুঘর বলে।
জাদুঘর ভ্রমন ৯ম শ্রেণির বাংলা বহুনির্বাচনি প্রশ্ন
১। বিবরণমূলক রচনার শুরুতে কী থাকা আবশ্যক?
ক) বিবরণ
খ) বর্ণনা
গ) শিরোনাম
ঘ) লেখকের নাম
উত্তর: গ) শিরোনাম
২। বিবরণমূলক রচনার কয়টি অংশ থাকে?
ক) একটি
খ) চারটি
গ) তিনটি
ঘ) পাঁচটি
উত্তর: গ) তিনটি
৩। নিচের কোনটি বিবরণমূলক রচনার অংশ নয়?
ক) বিবরণ অংশ
খ) ভূমিকা
গ) মূল অংশ
ঘ) উপসংহার
উত্তর: ক) বিবরণ অংশ
৪। বিশ্লেষণমূলক রচনা কয় ধরনের হতে পারে?
ক) দুই
খ) তিন
গ) চার
ঘ) পাঁচ
উত্তর: ক) দুই
৫। ‘লোকশিল্প জাদুঘর’ কোথায় অবস্থিত?
ক) নারায়ণগঞ্জ
খ) রাজশাহী
গ) ঢাকা
ঘ) চট্টগ্রাম
উত্তর: ক) নারায়ণগঞ্জ
৬। বরেন্দ্র গবেষণা জাদুঘর কোথায় অবস্থিত?
ক) ঢাকা
খ) চট্টগ্রাম
গ) রাজশাহী
ঘ) সিলেট
উত্তর: গ) রাজশাহী
৭। মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায় অবস্থিত?
ক) ঢাকা
খ) সিলেট
গ) রাজশাহী
ঘ) কুমিল্লা
উত্তর: ক) ঢাকা
৮। ‘জাদুঘর ভ্রমণ’ রচনায় কথক কোন মাসে জাদুঘরে গিয়েছিল?
ক) অক্টোবর
খ) ডিসেম্বর
গ) নভেম্বর
ঘ) জানুয়ারি
উত্তর: খ) ডিসেম্বর
৯। বাংলাদেশ জাতীয় জাদুঘর কোথায় অবস্থিত?
ক) নবীনগর
খ) মতিঝিল
গ) শাহবাগ
ঘ) লর্ড হার্ডিঞ্জ
উত্তর: গ) শাহবাগ
১০। বাংলাদেশ জাতীয় জাদুঘরের প্রতিষ্ঠাতা কে?
ক) লর্ড কারমাইকেল
খ) লর্ড উইলিয়াম বেন্টিং
গ) লর্ড হার্ডিঞ্জ
ঘ) লর্ড কার্জন
উত্তর: ক) লর্ড কারমাইকেল
১১। জাতীয় জাদুঘরে কতটি প্রদর্শনী গ্যালারি আছে?
ক) ৪৬টি
খ) ৪৮টি
গ) ১০০টি
ঘ) ৩২টি
উত্তর: ক) ৪৬টি
১২। বিশ্লেষণ কত ধরনের হতে পারে?
ক) এক ধরণের
খ) দুই ধরনের
গ) তিন ধরনের
ঘ) পাঁচ ধরনের
উত্তর: খ) দুই ধরনের
১৩। জাদুঘর প্রধানত কত ধরনের হয়?
ক) তিন ধরনের
খ) পাঁচ ধরনের
গ) চার ধরনের
ঘ) দুই ধরনের
উত্তর: গ) চার ধরনের
১৪। কোনো দেশের জাতীয় জাদুঘরকে কী ধরনের জাদুঘর বলা হয়?
ক) কলা জাদুঘর
খ) বিজ্ঞান জাদুঘর
গ) ঐতিহাসিক জাদুঘর
ঘ) সাধারণ জাদুঘর
উত্তর: ঘ) সাধারণ জাদুঘর
১৫। বাংলাদেশে ছোটো-বড়ো মোট কতটি জাদুঘর আছে?
ক) প্রায় ১০২টি
খ) প্রায় ১৩০টি
গ) প্রায় ১০৬টি
ঘ) প্রায় ১৪২টি
উত্তর: ক) প্রায় ১০২টি
১৬। অতীত ও বর্তমানের সেতুবন্ধ বলা হয় কোনটিকে?
ক) স্কুলকে
খ) পার্ককে
গ) কলেজকে
ঘ) জাদুঘরকে
উত্তর: ঘ) জাদুঘরকে
১৭। জাদুঘর ভ্রমণে গিয়ে মায়ের ভালো লেগেছে কোন জিনিসটি?
ক) সুন্দরবন গ্যালারি
খ) মুক্তিযুদ্ধ গ্যালারি
গ) মসলিন কাপড়ের গ্যালারি
ঘ) ব্রিটিশ শাসন গ্যালারি
উত্তর: ক) সুন্দরবন গ্যালারি